এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সাত পেরিয়ে সতেরোর বইমেলায় গুরু

    pi
    অন্যান্য | ০৬ জানুয়ারি ২০১৭ | ৫০৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 174.100.177.10 | ০৬ জানুয়ারি ২০১৭ ১২:৩৬727140
  • সেই ২০১০ থেকে শুরু। এবার সতেরোর বইমেলায় গুরু।
    শুরু হয়ে গেল। মেলা।
    গত দুই মাসে নানা জেলায় জেলায় অনেক মেলায় ঘোরার পরে আজ কলেজস্কোয়ারের মেলা দিয়ে এবছরের খাতা খোলা। চলবে কাল অব্দি।
    টেবিল নং জানা যাবে, একটু বাদেই, লটারির পর।
  • pi | 174.100.177.10 | ০৬ জানুয়ারি ২০১৭ ১৪:০৭727205
  • টেবিল নং ৫৯। সূর্য্য সেন স্ট্রীটের গেটের দিকে।
  • pi | 174.100.177.10 | ০৬ জানুয়ারি ২০১৭ ১৪:৫৩727216
  • ৫৯ না ৫৯ না। ৫৭।
  • pi | 174.100.177.10 | ০৬ জানুয়ারি ২০১৭ ১৫:০০727227






  • প্রতিভাদি ছবি তুলে পাঠালো। এখন টেবিলও সামলাচ্ছে। এসে পড়ছে আরো লোকজন। যাঁর ইচ্ছে হবে, গিয়ে বসতে পারেন ঃ)
  • pi | 174.100.177.10 | ০৬ জানুয়ারি ২০১৭ ১৫:০৫727238
  • কেলোদা কি ঐপাড়ায় আছেন ?
  • pi | 174.100.177.10 | ০৭ জানুয়ারি ২০১৭ ১৫:১৪727249
  • সব্যসাচীবাবু, সৌরভ, ঋতুপর্ণবাবু, কাল।



  • pi | 233.176.18.99 | ১১ জানুয়ারি ২০১৭ ১১:০৯727260
  • আজ থেকে নন্দন মেলা শুরু । চলবে রোববার অব্দি। লটারি শুরু হয়ে গেছে। এবারে নাকি নন্দন ভেঙ্গে টেঙ্গে অন্যরকম ! কিছু টেবিল থাকবে নন্দনে, কিছু মোহরকুঞ্জে। রৌহিন, নীলিমেশবাবুরা।।।লাইনে !
    দেখা যাক, কোথায় কোন টেবিল আসে !






    ছবিঃ রৌহিনের পাঠানো।
  • pi | 233.176.18.99 | ১১ জানুয়ারি ২০১৭ ১১:৩৩727271
  • গুরু ৭৫।

    রৌহিন জানাল, 'রবীন্দ্রমূর্তির পাশেই। রবীন্দ্র সদন রবীন্দ্র সদনের গেট আর র স র টিকেট কাউন্টারের গেটের মাঝে, রবীন্দ্রসদনে যারা প্রেম করে সোজা দেখতে পাবে' :P



  • pi | 37.63.136.20 | ১৫ জানুয়ারি ২০১৭ ১৪:৩৩727282
  • প্রচুর লোকজন, প্রচুর আড্ডা, প্রচুর খাওয়াদাওয়া, প্রচুর বিক্রি, প্রচুর মোবাইলে প্রচুর ছবি।কিন্তু তারা সবাই ছড়িয়েছিটিয়ে। তাই এই মেলর হইচইয়ে আর ডেব কী করে ?
  • de | 192.57.103.122 | ১৫ জানুয়ারি ২০১৭ ২২:৫৮727141
  • ডাও না ডাও - আমরাও এট্টু দেখি!
  • pi | 192.66.162.214 | ১৭ জানুয়ারি ২০১৭ ১০:৩৮727163
  • *বেশ
  • শুভদীপ | 147.59.158.86 | ২২ জানুয়ারি ২০১৭ ১৫:১১727174
  • গুরুচণ্ডা৯ | 37.63.204.89 | ২৫ জানুয়ারি ২০১৭ ০৮:৫৮727185
  • আজ বেজে যাবে বইমেলা শুরুর ঘণ্টা ! শুরু আমাদের মোচ্ছ !
    সবার নেমন্তন্ন। স্টলে আসার। স্টলে এসে বসার। বই কেনার জন্য বলে নয়, বই বিক্রির জন্যেও । আড্ডার জন্য, ঠেকের জন্য ! বেসিকালি, মেলা আমাদের মোচ্ছব। তো, মোচ্ছবে মাতার জন্য ! গুরুচণ্ডা৯ সবার জন্য আর এখানে সবাই গুরু এবং চণ্ডাল।
    এই ইভেণ্টে যার ইচ্ছে যোগ দিয়ে দিন। যাকে ইচ্ছে নেমন্তন্ন করে দিন, শেয়ার করে দিন। শুরু হয়ে যাক মেলামোচ্ছব।
    https://www.facebook.com/events/231673250624768/
  • pi | 174.100.177.10 | ২৫ জানুয়ারি ২০১৭ ১৪:৪২727196
  • জ্জয়গুরু ! আমাদের সাজুগুজু শুরু !
    ১৮২। হল ২ এর সামনের তাঁবুতে।



  • pi | 174.100.177.10 | ২৫ জানুয়ারি ২০১৭ ১৫:৩৭727201
  • আমাদের জনতার আসাআসি শুরু।

    ছবিতে অর্ঘ্য আর সব্যসাচীবাবুকে দেখা যাচ্ছে। রৌহিন ক্যামেরার পিছনে। মামু, শেখরদা আর অন্যরা কই কে জানে।

    ক'দিন আগে অর্ঘ্য বলছিল কী মন খারাপ, পড়াশুনা শেষ, এবার চাকরি করতে পুণে চলে গেছে। বইমেলায় আসা হবেনা। আমাদেরও মন খারাপ। প্রতিবার আইএ্সাঅই এর এই অর্ঘ্য-ঋতম জুড়ির কাজকম্মের জুড়ি মেলা ভার হয়। কাজ তো বটেই। হারানো টারানোর মত অকাজেও আমাকে টেক্ক্কা দ্যায় ! গত দুবারের সেই গল্প কি করেছিলাম ?

    যাহোক, গতকাল ফোন। ঈপ্সিতাদি, এসে গেছি ! ঃ)
    প্যাঁচা , ৯ সব নিয়ে মেলায় হাজির।
    আর আমিই এখনো যেতে পারলাম না ঃ(

    ওদিকে ঋতম, তাতিন, সিকি ও বাকি কমরেড কম্পে নানা যুদ্ধে। আরো অনেকে আরো নানা কাজে।
    কুমুদি, সিকির অভিযানের কথা ওরাই আরো ভাল লিখবে। শুরু করে দাও ?





  • avi | 57.15.30.119 | ২৫ জানুয়ারি ২০১৭ ১৬:৩১727202
  • দিব্যি জায়গা। ৯ তুলে দিয়েছিল, ই কী ষড়যন্ত্র! :)
  • বাঃ | 127.194.196.186 | ২৫ জানুয়ারি ২০১৭ ১৭:২৯727203
  • লোহার র‍্যাক গিল্ড দিয়েছে? বিনি পয়সায়?
  • pi | 192.66.25.149 | ২৫ জানুয়ারি ২০১৭ ২২:৫১727204
  • ফ্রি কেন হতে যাবে ? স্টল বানানোর চার্জ তো স্টলের সাথেই দিতে হয়েছে।
  • pi | 192.66.46.237 | ২৬ জানুয়ারি ২০১৭ ০৮:৩৮727206
  • নাঃ। মইটই কেউ কেড়ে নেয়নি।



  • pi | 233.176.16.223 | ২৬ জানুয়ারি ২০১৭ ১৫:১৭727207
  • আজকের আজকালে । শাক্য আর বিপুলদার এর বইয়ের খবর।

  • pi | 233.176.16.223 | ২৬ জানুয়ারি ২০১৭ ১৭:৪২727208
  • ইনি মণ্টুদা। যাঁরা ফেবু গ্রুপে আছেন, জানেন যে এঁর তুলনা একমাত্র রোদ্দুর রায়। যাগ্গে, যাঁরা এঁকে ফেক ভেবে এসেছে এদ্দিন, তাঁদের সবার মুখে কেকে দিয়ে ( হ্যাঁ, মণ্টুদা এসেই সবাইকে কেক খাইয়েছেন), মণ্টুদা সশরীরে হাজির এবং মেলায় ওঁর ডিউটির ফাঁকে ফাঁকে রোজই হাজিরা দিচ্ছেন।


    ছাব্বিশের ছুটিতে কমরেড শুভদীপ আবারো এট সার্ভিস। সব্যসাচীদাতো আছেনই।


    ড ঃ গৌতম মিস্ত্রি, আগেরবারের মত, এবারেও। যতন নিয়ে বই দেখেন, খোঁজেন পড়েন, যত্ন নিয়ে ওঁর ডাক্তারি ও ডাক্তারি নিয়ে লেখার মতই।


    চলে এসেছে কল্লোলদাও ! শেখরদা তো আছেন সেই কখন থেকেই।
    ছবিতে দেখছি আর এক অচেনা পাঠক। নিশ্চয় চেনা হয়ে যাবেন শিজ্ঞিরি।
  • pi | 233.176.16.223 | ২৬ জানুয়ারি ২০১৭ ১৮:১১727209
  • বলতে না বলতেই, নতুন পাঠকও বন্ধু হয়ে গেছেন।
    আগেরবারের ক্রেতা, হয়ে গেছেন এবারের বিক্রেতা।
  • pi | 233.176.16.223 | ২৬ জানুয়ারি ২০১৭ ১৮:১৬727210
  • আরো।
  • kumu | 132.161.121.9 | ২৭ জানুয়ারি ২০১৭ ১১:৫৩727211
  • পাই,গুরুচন্ডা৯ ম্যাগাজিনটি এসে গ্যাছে?
  • kumu | 132.161.121.9 | ২৭ জানুয়ারি ২০১৭ ২০:৫৮727212
  • যাঁরা বইমেলা যাচ্ছেন,তাঁদের কাছে একটি প্রশ্ন-
    বিভিন্ন হল বা তাঁবুগুলো কি হাওয়াবাতাসরহিত?কনসেন্ট্রেসন ক্যাম্পের মত অবস্থা কি?
  • কল্লোল | 116.206.156.138 | ২৭ জানুয়ারি ২০১৭ ২২:১৯727213
  • নাঃ ওগুলো শীতাতপ নিয়ন্ত্রিত। থেকে থেকে ঠান্ডা হওয়া বওয়ানো হয়।
  • ঈশান | ২৭ জানুয়ারি ২০১৭ ২২:২৫727214
  • বইমেলার প্রথম দিন থেকেই ৯ এর ছড়াছড়ি। মুখ্যমন্ত্রী নাকি বলেছেন, "কোস্টারিকা ইউ আর এনভায়রনমেন্ট ফ্রেন্ড৯, ওয়েস্ট বেঙ্গল উই আর বুক ফ্রেন্ড৯"। এর পরে উনি যে গুরুচন্ডা৯র পক্ষে, সে নিয়ে আর কোনো কথা হওয়া সম্ভব না। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে তেমন দেখিনি। সিঙ্গুরে অনেকদিন আগে একবার দেখেছিলাম, সে সেই প্রাক ন্যানো যুগে, তখন তিনি যুবনেত্রী। সে চেহারার সঙ্গে এখন আর কোনো মিল নেই। এখন দেখে এবং ৯ ব্যবহারে তো একেবারে মুগ্ধ। তিনি হনহনিয়ে হাঁটেন, সঙ্গে পুলিশরা দৌড়য়, সিম্পল হারমনিক মোশনে দুলতে থাকে তাদের ভুঁড়ি। ম্যাডাম কোন পথ ধরবেন তারা জানেনা, যেখানে সেখানে নো-এন্ট্রি করে দেয়, যখন-তখন গেট বন্ধ, তাতে কী। ওসব কো ল্যাটারাল ড্যামেজ তো হয়েই থাকে। সিএমকে ফিরিতে দেখবে, খচ্চা আছে না?

    দ্বিতীয় দিন একেবারে প্রজাতন্ত্র দিবস। রাজ্যসরকারের কিছু করণীয় নেই, একদম কেন্দ্রীয় সরকারের আন্ডারে। দেখা গেল মোদী একেবারেই গুরু ফ্রেন্ড৯ না। ভগিনী নিবেদিতা প্যাভেলিয়নের ভিতরে আমাদের ছোট্টো পর্ণকুটির (এ নাম কে দিল কবে দিল বলা মুশকিল)। বাইরে বড়ো বড়ো হাঙর কুমীরদের রাজত্ব, আর ছোটোদের জন্য আছে, আমাদের মতো অ্যাকোয়ারিয়াম। তার বাইরে প্রতিবারের মতই কুড়ি টাকার চা। একদিকে গয়নার দোকান, অন্যদিকে ইনশিওরেন্সের। সে সবই ভালো, কেবল, ভগিনী নিবেদিতা হলের সামনে লাগানো হোর্ডিং এ দেখা গেল গুরুর নাম বাদ। কেন্দ্রীয় সরকারের চক্রান্ত আর কাকে বলে।

    তবে এসব করে আমাদের আটকানো যায়নি। আমরাও বাঙালির বাচ্চা। সেই অশোক মিত্রের আমল থেকে কেন্দ্রের সঙ্গে ঘর করছি। ঝটাপট নিজেদের ছাপা খাম ছিঁড়ে বানিয়ে ফেলা হল গুরুচন্ডা৯র সাইন। তারপর পটাপট সেলোটেপ দিয়ে হোর্ডিং এর গায়ে। এতক্ষণ হুহা ফোন আসছিল, স্টল কোথায় স্টল কোথায়। সেসব হাহাকার বন্ধ হল। কেন্দ্রের মুখে সেঁটে দেওয়া হল সেলোটেপ।

    তৃতীয় দিনে নতুন বই আসার কথা। এলও। কিন্তু আজকের শত্রু পরিবেশ। আকাশ কালো। দু-ফোঁটা বৃষ্টিও হয়ে গেল টুপটাপ। কিন্তু আকাশ কালো হবার সেটাই একমাত্র কারণ না। মেঘ নয়, একে বলে ধোঁয়াশা। কলকাতার আকাশ থেকে প্রতি শীতেই যা নিচের দিকে নেমে আসে। আর প্রতিবারই শরীর বিদ্রোহ ঘোষণা করে। এবারের টা হল আজকে। ফলে আঁখো দেখা হাল দেওয়া শক্ত। কিন্তু চাদ্দিকে যা ছবির চোট, নতুন বই এসে গেছে, এ নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা নয়। আমারও নেই। ফলে, দেখি বা না দেখি, বার্তা একটাই। কেন্দ্রীয় সরকারই হোক আর পরিবেশ, সবাই মুখে ঝামা ঘষে গুরু গড়াচ্ছেই। জ্জয়গ্গুরু।
  • pi | 192.66.180.30 | ২৭ জানুয়ারি ২০১৭ ২৩:৫৮727215
  • এখানে ঘণ্টায় ঘণ্টার প্রচুর ছবি জুড়ছে। দেখ্হতে থাকুন। চেনা লোকজনকে পেলে ট্যাগ করে দিন। নিজেকে দেখতে পেলেও :P
    আর ছবি তুলললেও জুড়ে দিন ঃ)

    https://www.facebook.com/ipsita.pal.3/media_set?set=a.10154921171490407.688266406&type=3
  • আজকের বইমেলার কটি চিত্র - | 212.142.118.183 | ৩০ জানুয়ারি ২০১৭ ০০:৩৭727217








  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন