এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জলের সংকট

    bip
    অন্যান্য | ২৪ ডিসেম্বর ২০১৬ | ৫০০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 57.15.187.109 | ২৫ ডিসেম্বর ২০১৬ ১২:৫৭727538
  • পুরো চেকে পেমেন্ট হলেই বা কি সুবিধে? ধরুন উদয় প্রপার্টিস একটি গ্রূপ। সে উদয় বৃক্ষ,উদয় বিকাশ ,উদয় কুঞ্জ ইত্যাদি নাম দশ টা প্রজেক্ট নামালো। খেয়াল রাখবেন প্রত্যেক প্রজেক্ট এ দু তিন জন ভিন্ন অংশীদার। অর্থাৎ এক এক টি প্রজেক্ট এক এক টি কোম্পানি।
    ঠিক যেমন আই সি সি আই বাজারে ৫০ রকম মিচ্যুয়াল ফান্ড বাজারে ছেড়েছে।
    এবার প্রত্যেক কোম্পানি ই দেখাবে তাদের লোকসান হয়েছেবা খুব কম লাভ হয়েছে। ট্যাক্স দেবেনা। আইনত ধরতে গেলে মাদার কোম্পানিকে ধরা কঠিন।কিন্তু টাকা মাদার কোম্পানিতে সাইফন হয়ে যাবে।
    ভবিষ্যতে এমন এক শো রকম জালি স্কীম বেরোবে।
  • রোবু | 55.123.162.247 | ২৫ ডিসেম্বর ২০১৬ ১৩:০১727539
  • আমিও তো পুরো চেকে পেমেন্ট করেছি। তবে আমার ২৩ লাখের বাড়ি।
  • dc | 132.174.190.236 | ২৫ ডিসেম্বর ২০১৬ ১৩:০৪727540
  • দেখা যাক। তবে ক্যাশ পেমেন্ট কম্পোনেন্ট কমলে জালি করার একটা চ্যানেল তো কিছুটা অ্যাফেক্টেড হবে। তাছাড়া রিয়েল এসটেট একটা উদাহরন, ক্যাশ টাকার লাম্পসাম হাতবদল হয় যেসব "ব্ল্যাক ইকনমি" সেক্টরে, যার বেশীর ভাগ সেমি-লিগাল বা ইল্লিগাল, সেগুলোর অনেকগুলোই অ্যাফেক্টেড হয়েছে। তবে এটা ঠিক যে শুধু ডিমনেটাইজেশান করে বসে থাকলে হবেনা, এর সাথে আরো পরিবর্তন আনতে হবে, ক্যাশলেস ট্রানসাকশান আরো বেশী এনকারেজ করতে হবে। তাহলে বিহেভিয়রাল চেঞ্জটা কিছুটা পার্মানেন্ট হবে।
  • dc | 132.174.190.236 | ২৫ ডিসেম্বর ২০১৬ ১৩:০৮727541
  • ইসি একটা ভালো প্রস্তাব দিয়েছে, দু হাজারের ওপর ডোনেশান ক্যাশে দেওয়া যাবেনা। দেখা যাক সরকার এই প্রস্তাব নিয়ে কিছু করে কিনা। এই ডিমেনটাইজেশানের বাজারে ইসির প্রস্তাবটা যে সামনে এসেছে সেটাও এই ডিবেটের একটা ভালো এফেক্ট। তবে ডান থেকে বাম সব পলিটিকাল পার্টিগুলোই এর বিরোধিতা করছে। সরকার সত্যি যদি দু হাজারের বেশী অ্যামাউন্ট ক্যশলেস করতে পারে, আর ইন জেনারেল ধরুন পাঁচ হাজারের বেশী ট্রান্সাকাশান ক্যাশলেস করতে পারে (দুই আর পাঁচ উদাহরন মাত্র) তাহলে ভালো হয়।
  • টুংকাটাকিলা | 233.191.0.56 | ২৫ ডিসেম্বর ২০১৬ ১৩:১৬727542
  • আমার ২০১১তে পুরোটাই চেকে (অ্যাডভান্স + ডাউন + লোন)
  • dc | 132.174.190.236 | ২৫ ডিসেম্বর ২০১৬ ১৩:২৬727543
  • আমার জানার মধ্যে দুটো প্রপার্টি ট্রান্সাকশন হয়েছে, একটা কেনা আর একটা বেচা, দুটোই পুরো চেকে হয়নি। সেই রেশিও আবার চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সাথে পরামর্শ করে ঠিক হয়েছিল।
  • রোবু | 55.123.162.247 | ২৫ ডিসেম্বর ২০১৬ ১৩:২৭727544
  • বামদলের বিরোধিতা? ওরা স্টেট স্পন্সরড ইলেকশন এর কথা বলে।
  • dc | 132.174.190.236 | ২৫ ডিসেম্বর ২০১৬ ১৩:৩২727545
  • প্রাইভেট ডোনেশান কারা দিচ্ছে তাদের নাম জানানো নিয়েও বিরোধিতা করেনা?
  • রোবু | 55.123.162.247 | ২৫ ডিসেম্বর ২০১৬ ১৩:৩৯727546
  • সেটার কারণ জানেন নিশ্চই?
  • dc | 132.174.190.236 | ২৫ ডিসেম্বর ২০১৬ ১৩:৪০727548
  • এবার কাটি। লেক পুলিকাট যাবো, কাল ফিরব (লেক পুলিকাটে সাইক্লোন বড়দা ল্যান্ডফল করেছিল)। সবাই ক্রিসমাস ভালো কাটাবেন।
  • dc | 132.174.190.236 | ২৫ ডিসেম্বর ২০১৬ ১৩:৪৩727549
  • রোবু, ঠিক জানিনা। দুয়েক সময়ে খবরে পড়ি সব পার্টিই অ্যানোনিমাস ডোনেশান নেয় আর সোর্স জানানো নিয়ে ঝামেলা করে। যাইহোক, এই খবরগুলোর লিংক আছে বোধায়, তবে এখন আর খুঁজছি না। ফিরে এসে এই নিয়ে আলোচনা করব।
  • dc | 132.174.71.19 | ২৬ ডিসেম্বর ২০১৬ ২০:০১727550
  • এই লেখাটা ভাল্লাগলোঃ

    https://scroll.in/article/825065/silent-disquiet-what-explains-the-lack-of-large-scale-public-anger-in-the-face-of-oppression

    আমার মাঝে মাঝে মনে হয় কে বেশী ক্ষতি করে - কংগ্রেস না বিজেপি। কংগ্রেস ক্ষমতায় এলেই পুকুর চুরি করে করে ভুট্টিনাশ করে দেয়, অন্যদিকে বিজেপি দেশটার সোশ্যাল ফ্যাব্রিক নষ্ট না করে ছাড়ে না। তার ওপর আছে মোদির মতো একজন অটোক্র্যাটিক লিডার, যে হয়তো গুজরাট দাঙ্গায় মদত দিয়েছিল। কংগ্রেস অন্তত বিজেপির মতো কমিউনালিজমের বিষ ছড়ায় না। এটাও ঠিক যে নব্বুইয়ের রিফর্ম কংগ্রেসই শুরু করেছিল (অবশ্য করতে বাধ্য হয়েছিলও বটে)। কংগ্রেস যদি নানারকম ইকনমিক রিফর্ম চালিয়ে যায়, বিজনেস এফিসিয়েন্সি বাড়ানোর জন্য লেবার ল বা ট্যাক্স ল গুলো রিফর্ম করে, বা ডিমনেটাইজেশানের মতো সঠিক পলিসি ইনিশিয়েটিভ নিতে পারে, তাহলে এতো চুরিডাকাতি করার পরেও বোধায় কংকে ভোট দিতে রাজি আছি।
  • এখনো | 193.82.199.156 | ২৬ ডিসেম্বর ২০১৬ ২০:১২727551
  • পর্যন্ত ৫টি বাড়ি কিনেছি ও বিক্রি করেছি গত ২০ বছরে, একটিতেও চেক ছাড়া কোন লেনদেন করিনি। সর্বশেষটি গত ৯ই ডিসেঃ পুরোটাই চেকে। সুতরাং এই বাড়ী কলোটাকা অনেকটাই গল্প, আমরা দিতে চাই বলে।
  • cm | 127.247.98.199 | ২৬ ডিসেম্বর ২০১৬ ২০:১৮727552
  • ওটা লাভজনক। তবে কোন কিছুই ফ্রী নয়, অস্বীকার করলে কিচু করার থাকবেনা।
  • dc | 132.174.71.19 | ২৬ ডিসেম্বর ২০১৬ ২০:৩৩727553
  • বাড়ির কালোটাকা বোধায় গল্প না। রিয়েল এস্টেট নিয়ে যারা কেনাবেচা করেন তাঁরা ভালো বলতে পারবেন কিছুটা চেকে আর কিছুটা ক্যাশে লেনদেন হয় কিনা। নেটে একটু খুঁজলেই খবরের লিংকও পাওয়া যাবে।
  • dc | 132.174.71.19 | ২৬ ডিসেম্বর ২০১৬ ২০:৩৯727554
  • অল্প খুঁজে এটা পেলাম, ইন্দোরের খবরঃ

    http://www.hindustantimes.com/indore/cash-crisis-brings-real-estate-market-to-a-grinding-halt-in-indore/story-F723OsZoFVwk8dwJV4KQ5H.html

    The resale of property, where the payment is partially done in cash, has almost come to a halt. “There is a lull after the government’s decision to withdraw Rs 500 and Rs 1,000 notes. Usually, the resale of property involves cash component of around 30-40%. Even taking into account home loans, it is not possible for many buyers to pay entirely by check. We expect the resale property market to remain subdued for the next 12 months,” said a property broker, requesting anonymity.

    যদিও রিয়েল এস্টেটে যে প্রচুর প্রচুর ট্র্যান্সকশান ক্যাশ আর চেকের মাধ্যমে কেনাবেচা হয় সেটা ইন্টারনেটের লিংক দিয়ে প্রমান করা সত্যিই বাতুলতা। এরপর কোনদিন দেখবো লিংক দিয়ে প্রমান করার চেষ্টা করছি যে মুম্বাইতে আন্ডারওয়ার্ল্ড এর উপস্থিতি আছে।
  • dc | 132.174.71.19 | ২৬ ডিসেম্বর ২০১৬ ২০:৪৫727555
  • যাইহোক, এটা নিয়ে খুঁজতে গিয়ে একটা ভালো লেখাও পড়ে ফেল্লামঃ

    http://indianexpress.com/article/business/business-others/demonetisation-real-estate-a-real-fillip-needs-additional-push-post-currency-pullback-4442560/

    Implications of demonetisation
    As per the Central notification of November 8, Rs 500 and Rs 1,000 currency notes are no longer legal tenders. The implications of this decision are:
    Flushing out of black money: Those who had intentions of investing in the real estate sector now can’t transact. This means a reduction in the business for sellers and brokers, at least for quite some time to come.
    Slowdown of ongoing projects: With a squeeze in the cash available, workers are not being paid and construction works have come to a standstill.

    এই ইমপ্লিকেশানটা নিজেই দেখতে পাচ্ছি। ক্যাশ দেওয়ানেওয়া সম্ভব হচ্ছে না বলে বিজনেস কমছে, ফলে দামও কমছে।

    অবশ্য ডিমনেটাইজেশানের ফলে শুধু রিয়েল এস্টেট না, আরও কিছু ব্ল্যাক ইঅকনমি" সেক্টর যেগুলোতে ক্যাশ লেনদেন প্রধান ছিল সেগুলো কিছুটা অ্যাফেক্টেড হয়েছে।
  • dc | 132.174.71.19 | ২৬ ডিসেম্বর ২০১৬ ২০:৫২727556
  • মিন্টের এই খবরটায় লিখছে সেকেন্ডারি মার্কেটের সবচে খারাপ অবস্থা। ঠিক এইটাই চেন্নাইতে দেখছি। যে দুয়েকজন এজেন্টদের সাথে কথা বলেছি, তাঁরা বলছেন সেকেন্ডারি মার্কেটে এখন প্রপার্টি কেনার নাকি সবথেকে ভালো সময়। দেখা যাক।

    http://www.livemint.com/Money/TPNSeuEffuI8i9lSl84llN/2016-a-difficult-year-for-real-estate.html

    At a time when most developers and experts were talking of a bottom out in the sector and expecting an end to the downturn, demonetization was announced. This struck a major blow to their expectations. At this juncture, while it is difficult to analyse the impact of demonetization, it will certainly keep prices under pressure. The impact will be more on secondary market transactions where percentage of cash component is higher. “We expect secondary market transactions (resales) to come down in volume. In fact, it has come to almost to a standstill over the past one month,” said Samir Jasuja, chief executive officer and founder, PropEquity, a real estate analyst firm.

    সেকেন্ডারি মার্কেটে ক্যাশ কম্পোনেন্ট বেশী থাকে, এটাও অবশ্য আগে দেখেছি। যার ফলে ডিমনির পর প্রায় স্ট্যান্ডস্টিল হয়ে গেছে।
  • dc | 132.174.71.19 | ২৬ ডিসেম্বর ২০১৬ ২১:০৬727557
  • ইকো টি বলছে দেখছি যে ডিমনির ফলে আর এই ক্যাশ ক্রাঞ্চের ফল জমি কেনাবেচাতেও প্রভাব পড়েছে।

    http://economictimes.indiatimes.com/industry/services/property-/-cstruction/without-cash-component-land-deals-on-ground-zero/articleshow/55424068.cms

    Land transactions, a catchment sector for unaccounted currency, have seen a sudden freeze following the government’s ban on high denomination notes to clamp down on black money, but, pacts involving joint ventures (JV), joint development (JD) or corporate land divestments are also likely to see an impact.

    এটা অবশ্য ঠিক যে জমি কেনাবেচাতেও ক্যাশ আর চেকের রেশিও বেশ ভালোই হয় (হতো?)।
  • দেখুন | 193.82.199.156 | ২৭ ডিসেম্বর ২০১৬ ০৭:০৮727559
  • আমার কেনার মধ্যে ২টি সেকেন্ডারি আর ৩টি প্রাইমারী। প্রত্যেকটি লোন নিয়ে এবং চেকে পেমেন্ট করে ঐ টুংকার মতো। আসল কথা হল একটু নেগোশিয়েট করলেই দিব্যি চেকে দেওয়া যায়। এটা অনেকে আসলে স্ট্যাম্প ডিউটি বাঁচাতে ব্যবহার করে, তাই একহাতে তালি বাজে না।
  • dc | 132.164.214.52 | ২৭ ডিসেম্বর ২০১৬ ০৭:৩৮727560
  • এক হাতে তো অবশ্যই তালি বাজেনা, সেটা তো আমি লিখিওনি। এই যেমন আমার জানার মধ্যে যেদুটো ট্র্যান্সাকশান হয়েছে সেই দুটোতেই স্ট্যাম্প ডিউটি বেঁচেছে। আরো চাপাচাপি করলে হয়তো পুরো চেকে ট্র্যানশানসাকশান হতো, বা যে পার্টিদের সাথে কেনাবেচা হয়েছে তারা রাজি না হলেও হয়তো অন্য পার্টি পাওয়া যেতো। কিন্তু তেমন কিছু হয়নি, উল্টে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের থেকে পরামর্শ নেওয়া হয়েছে অপটিমাল রেশিও কি হওয়া উচিত। দু তরফ থেকেই যে তালি বাজানো হয়েছে সে নিয়ে তো কোনই সন্দেহ নেই। তবে আমি Date:25 Dec 2016 -- 12:19 PM এ আর তারপর যেকটা পোস্ট করেছি তার সবকটাতেই দেখুন লিখেছি যে রিয়েল এস্টেটে প্রচুর পরিমান ট্র্যানসাকশান কিছু ক্যাশ আর কিছু চেকে হয়। আর সেজন্যেই ডিমনির পর এই সেক্টরটা ধাক্কা খেয়েছে।
  • dc | 132.164.214.52 | ২৭ ডিসেম্বর ২০১৬ ০৭:৫১727561
  • দিল্লি-এন সি আর এর রিয়েল এস্টেট মার্কেট নিয়ে একটা খবর বেরিয়েছে দেখছিঃ

    https://news.housebolo.com/property-prices-in-delhi-ncr-to-fall-thanks-to-demonetisation/?pfrom=home-property

    Delhi’s property market is a secondary market built around property owners reselling homes that they have obtained from the primary market (i.e. developers). And there is no hiding the fact that almost all transactions that take place here see a part of the property value being paid in cash, which is not reported to the tax authorities. A practice that has come crashing down thanks to demonetisation and which experts claim will bring down property rates here.

    “There is a lot of panic and shock among investors and builders. I see that in next 6-7 months, rates are going to go down. The transactions will be now more close to the circle rates. As of now, the rates have come down by 25% to 30%,” says Tarun Bhatia, vice-president of the National Association of Realtors of India.

    যদিও বলেছে অলমোস্ট অল ট্র্যান্সাকশানস ইনভল্ভ এ ক্যাশ কম্পোনেন্ট, তবে রেশিওটা বলেনি। মোটামুটি ৩০-৪০% হবে বলেই মনে হয়।
  • sm | 53.251.91.253 | ২৭ ডিসেম্বর ২০১৬ ০৯:৩০727562
  • ক্যাশে দিলে, স্ট্যাম্প ডিউটি কিভাবে বাঁচানো যায় বুঝলুম না। কারণ স্ট্যাম্প ডিউটি ধার্য্য হয় সরকার নির্দিষ্ট রেটে।অর্থাৎ আপনি যদি ৩০ লক্ষ টাকা দিয়ে ৩০০০ টাকা স্কয়ার ফিট হিসেবে, হাজার স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট কিনেও থাকেন; আর ওই অঞ্চলের সরকারি রেট যদি ৩৫০০ টাকা পার স্কয়ার ফিট হয়-তাহলে আপনাকে ৩৫ লক্ষ টাকার ওপরেই স্ট্যাম্প ডিউটি দিতে হবে। অন্তত পব তে এই নিয়ম।
    কোনোমতেই সরকারি স্যাম ডিউটি ফাঁকি দিতে পারবেন না।
  • robu | 213.132.214.83 | ২৭ ডিসেম্বর ২০১৬ ০৯:৩৩727563
  • http://www.thehindu.com/opinion/op-ed/The-mother-of-all-disruptions/article16946195.ece?homepage=true

    The problem with the disruption lingo is that it easily becomes a licence for inflicting hardship on ordinary people and making a virtue of it. Bank premises are overcrowded? Wonderful, that’s disruption at its best. ATM queues are getting longer? Nothing like it. People are losing jobs? Well, disruption can afford some short-term collateral damage. In fact, objectively speaking, the more the disruption, the better for those who are trying to use this situation as an opportunity to promote their new products. I am not saying that they are responsible for creating the disruption, or applauding it, but it is a fact that they benefit from it. Considering the tremendous power of the software industry in India, this may help to explain why the disruptive effects of demonetisation are taken lightly.
    Among the leading lights of this lobby is the Indian Software Product Industry Round Table (iSPIRT) mentored by Mr. Nilekani, an association of black-belt innovators and entrepreneurs. Take a look at their website (and also at indiastack.org) if you have time — it is an eye-opening exercise. These guys (and they are mainly guys) are smart, they think big, and they have ideas. The question remains — ideas for whom? The website makes no secret of the fact that the ultimate purpose of iSPIRT’s work is to create business opportunities for the Indian software industry, not just at home but in the entire world. Under the title “Our Game Plan”, for instance, the site explains that “our ambitious goal is to create an adoption wave for software products within the Indian SMB sector”. And guess what, the way to do this is to “create a new generation of software product companies” and “disrupt global markets”, no less.
    The first step, still according to the iSPIRT website, is “smart demand side evangelization” (sic). Presumably, this involves things like selling Aadhaar to the public as a “voluntary facility”, or claiming that the purpose of Aadhaar is is to improve welfare programmes. In fact, as Reetika Khera has lucidly explained in a series of articles, it is Aadhaar that has benefited from welfare programmes (by using them to push people to Aadhaar enrolment centres), not the other way round. Quite often, the impact of Aadhaar on welfare programmes has actually been disruptive, in the literal sense of the term. For instance, the recent imposition of Aadhaar-based biometric authentication on the Public Distribution System has caused havoc in several States, notably Jharkhand and Rajasthan.
  • dc | 132.174.177.12 | ২৭ ডিসেম্বর ২০১৬ ০৯:৪৬727565
  • sm বোধায় পুরোটা বল্লেন না, এর মধ্যে কাঁচা রিসিপ্ট এরও গল্প আছে ঃ) যাইহোক, এর বেশী আর কিছু লেখা সম্ভব না, ইনকাম ট্যাক্সাম কোথায় কখন নজর রাখছে কে জানে! আর এর আগে যে পোস্টগুলো করেছি ওগুলো সব গল্প, পুরোটাই আমার মনগড়া। ও নিয়ে বেশী মাথা ঘামাবেন না ঃ)

    রোবুর পোস্টটার সাথে পুরো একমত। সাধারন মানুষের প্রচুর কষ্ট হচ্ছে এই মিসম্যানেজমেন্টের ফলে। গতকাল যখন পুলিকাট থেকে ফির্ছিলাম তখন এক জায়্গায় দেখি একটা ব্যাংকের সামনে বিশাল বিশাল বড়ো ভিড়, পুলিশ, লোকজন চেঁচামেচি করছেন। খুব খারাপ লাগলো। মোদি সরকার এতো ভালো একটা স্টেপ নিলো, কিন্তু সেটাকে জঘন্যভাবে ইমপ্লিমেন্ট করলো। আগে থেকে আরো অনেক বেশী করে একশো টাকার নোট ছাপানোর ব্যবস্থা করা উচিত ছিল। এই জঘন্য ইমপ্লিমেন্টেশানের জন্য দেশের লোকের উচিত বিজেপিকে ক্ষমতা থেকে হটিয়ে দেওয়া। আশা করি কং সরকার যদি আসে তো তারা ডিমনির পরবর্তী পদক্ষেপগুলো আরেকটু বেটার ম্যানেজ করবে।
  • sinfaut | 52.106.29.57 | ২৭ ডিসেম্বর ২০১৬ ০৯:৪৬727564
  • একে ক্যাপিটালিজ্ম না বলে সলিপসিজম বলাই বোধহয় শ্রেয়।
  • রোবু | 213.132.214.83 | ২৭ ডিসেম্বর ২০১৬ ০৯:৫৩727566
  • কিসের ভালো স্টেপ এখনো বুঝিনি, যাই হোক।
    রিয়েল এস্টেট আর ফ্লেশ মার্কেটের সমস্যাগুলো অন্য কোনো ভাবে হ্যান্ডেল করা যেত না, এটা মনে করি না।
  • dc | 132.174.177.12 | ২৭ ডিসেম্বর ২০১৬ ১০:০১727567
  • শুধু রিয়েল এস্টেট আর ফ্লেশ মার্কেট না, আরো কয়েকটা সেক্টর যেখানে বড়ো অ্যামাউন্টের ক্যাশ লেনদেন হতো সেগুলো ধাক্কা খেয়েছে। তাছাড়াও ডিমনেটাইজেশানের ফলে আশা করছি লং টার্ম বিহেভিয়রাল চেঞ্জ হবে, লোকজন ডিজিটাল ট্র্যানসাকশানের দিকে আরেকটু বেশী ঝুঁকবেন। দেখা যাক কি হয়, চার-পাঁচ বছর পর ফিরে তাকালে এটা বোঝা যাবে। তবে ডিমনি শুধু প্রথম পদক্ষেপ মাত্র, পরের স্টেপগুলো না নিতে পারলে এটা ব্যর্থ হবে। সরকারের উচিত পাঁচ বা দশ হাজারের বেশী কোন ট্র্যান্সাকশান ক্যাশে অ্যালাউ না করা, বা কেউ এরকম করলেও তাঁকে কারন দেখাতে হবে, এরকম নিয়ম করা (পাঁচ আর দশ উদাহরন মাত্র, কুড়ি বা তিরিশও হতে পারে, মানে অপ্টিমাল একটা অ্যামাউন্ট)।
  • রোবু | 213.132.214.83 | ২৭ ডিসেম্বর ২০১৬ ১০:১০727568
  • একটু টার্গেট গুলো লিখতে হবে। আপনার যদি জানা থাকে, লিখুন। নইলে যা হবে সেটাকেই সাকসেস বলে চালানো হবে।
    _ বছরে _ হবে। এই ফরম্যাটে।
    উদা:
    ৫ বছরে আরো ২০% ট্রাঞ্জাকশন ক্যাশলেস হবে।
    ৭ বছরে সরকারের ট্যাক্স ত্রিপল হবে।
    ১০ বছরে বেকারি অর্ধেক হবে।
    ১৫ বছরে মহারাষ্ট্রে আর জলকষ্ট থাকবে না।

    এবার সেগুলোর সাথে শর্ট টার্ম পেন এর ওয়েটেজ নিয়ে দেখতে হবে।

    নইলে আশায় মরে চাষা। এমনিও মরে।
  • টুংকাটাকিলা | 131.241.218.132 | ২৭ ডিসেম্বর ২০১৬ ১০:১৩727570
  • আপাতত একটা দিচ্ছি - ইউপি ইলেকশনে বিজেপি ~৩০০ সীট পাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন