এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দিলীপ ঘোষ কি অমর্ত্যসেন কে নিয়ে ভুল কিছু বলেছেন?

    bip
    অন্যান্য | ১২ ফেব্রুয়ারি ২০১৭ | ৩৬৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ | 183.67.5.178 | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১০:২০728537
  • দিলীপ ঘোষের প্রশ্ন সঙ্গত। অমর্ত্যসেন নোবেল পেয়ে বাঙালীর মুখ উজ্জল করেছেন সত্য। কিন্ত তাতে কি? বাঙালী অর্থনৈতিক দিক দিয়ে গুজ্জু, তামিল, মারোয়ারী, গুল্ট, পাঞ্জাবীর সবার থেকেই পিছিয়ে। অমর্ত্যসেনের অর্থনীতিতে নোবেল পাওয়া কিন্ত বাঙালীর অর্থনৈতিক অধোগতি আটকায় নি। রবীন্দ্রনাথ বাঙলা সাহিত্যকে একা হাতে দাঁড় করিয়েছিলেন। আর বাম আমলের ৩৪ বছরে যখন বাঙালী অর্থনৈতিক দিক দিয়ে ডুবছিল, অমর্ত্যসেন সিপিএমের অর্থনৈতিক পলিশির সমালোচনা টুকু করেন নি। করলেন এই সেদিন। যে সিপিএমের আমলে বাঙালী অর্থনৈতিক দিক দিয়ে অনেক পিছিয়ে পড়েছিল শিল্পবিরোধি অবস্থানের জন্য। তখন মরা ঘাটে উঠে গেছে।
    সুতরাং উনি সত্যিই বাঙালীর জন্য কিছু করেন নি। বাঙালী যখন বাম আমলে অর্থনৈতিক দিক দিয়ে দেওলিয়া হচ্ছিল-একজন বরেণ্য অর্থনীতিবিদ হিসাবে উনার কি উচিত ছিল না ছাত্রসম অশোক মিত্রকে সামলে নেওয়া?

    অবশ্য অর্থনীতি সাবজেক্টটার সাথে জ্যোতিষ চর্চার পার্থক্য খুব কম এবং এই মেশিন লার্নিং এর দিনে এমন একটা এম্পিরিক্যাল সাবজেক্ট খুব বেশিদিন বাঁচবে না। ডেটা সায়েন্টিস্টরা ইকোনমিস্টদের রিপ্লেস করে দিচ্ছে দ্রুত সর্বত্র। সুতরাং অর্থনীতিতে উনার মৌলিক অবদান বলে যা চালানো হয়, সেটাও দ্রুত অপ্রাসঙ্গিক হবে উন্নততর কোয়ান্টেটিটেভ মেথডের কাছে।
  • sm | 53.251.91.253 | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৩৬728548
  • প্রথমত দিলীপ ঘোষের মতো ফালতু জনতা অমর্ত্য সেন কে নিয়ে কি কমেন্ট করলো- সেটা নিয়ে বিতর্কে নামটাই আর একটি ফালতুবাজি।
    অমর্ত্য সেন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন বা রাজনৈতিক প্রাবন্ধিক নন যে সময় বুঝে তাঁকে কমেন্ট করতে হবে। তিনি কখন কি কমেন্ট করবেন সেটা তাঁর নিজের ব্যক্তিগত স্বাধীনতা।
    বাংলা সিনেমার কি অধোগতি হয়ে চলেছে- সমসাময়িক সত্যজিৎ আর মৃনাল সেন বক্তব্য রাখতে পারেন বা নাই পারেন।
    ট্রাম্প কে নিয়ে বড় বুশ কে কি কমেন্ট করতেই হবে না আগলে চলতে হবে?
    আগলাচ্ছি বললেই কি আগলানো যাবে?
  • . | 212.78.234.154 | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৪৪728559
  • "অর্থনীতি সাবজেক্টটার সাথে জ্যোতিষ চর্চার পার্থক্য খুব কম"- বিপ

    উফ যত পড়ি তত জানি। আরও ইচ্ছে করে জানতে, কে সি পাল ও বিপ কি কুম্ভমেলায় হারিয়ে যাওয়া যমজ ভাই?
  • সিকি | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৫৯728570
  • দিলীপ ঘোষকে দেওয়া সমস্ত খিস্তিগুলো বিপের পাওনা হৈল।
  • ট্যারান টুলা | 233.191.1.250 | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১১:০৫728581
  • কেসি পাল, দিলীপ ঘোষ, বিপ ইত্যাদি লোকজনদের কারোরই কিসু আসে যায় না খিস্তি দিলে। কার্দাশিয়ান সিন্ড্রোম ইগনোর করাই ভালো।
  • সিকি | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১১:০৭728592
  • কার্দাশিয়ান সিনড্রোম :)
  • sm | 233.223.157.90 | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১২:১৫728602
  • “What has he given the country? Because he has got the Nobel, we are dancing in joy. He is very much pained for having being removed as Nalanda Vice Chancellor (actually Sen was Nalanda University Chancellor). What has he done?” Ghosh said such people who lacked “backbone and character” were now Bengal’s pride. Continuing in the same vein, Ghosh attacked Bengal’s present intellectuals, saying they could be “bought, sold and threatened”.
    http://www.financialexpress.com/india-news/bjp-bengal-chief-flayed-after-attack-on-amartya-sen/547318/
    এই বক্তব্য পড়ার পর ও কেউ এই সব রাবিশ নিয়ে আলোচনা করে?বিশেষ করে লাস্ট লাইন টা পড়ার পর বিপ কি করে বলে দিলীপ ঘোষের প্রশ্ন সঙ্গত?
  • shibir | 193.82.228.54 | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১২:১৭728603
  • "অর্থনীতি সাবজেক্টটার সাথে জ্যোতিষ চর্চার পার্থক্য খুব কম" - পার্থক্য কম না বেশি জানিনা কিন্তু অর্থনীতিতে থিওরি গুলোর পেছনে অনেক অবাস্তব এসাম্পশন থাকে অনেকটা জ্যোতিষ চর্চার মতো ।

    অমর্ত্য সেন বাঙালি/ভারতীয়ের জন্য কি করেছেন? মানে একজন বাঙালি/ভারতীয় বিজ্ঞানী যদি জটিল কোনো রোগের জীবাণু আবিষ্কার করেন তবে তিনি বাঙালি/ভারতীয়ের জন্য কি করেছেন?

    ক্যাপাবিলিটি এপ্রোচ বা মিসিং ওমেন ফেনোমেনন নিয়ে পোস্টদাতার কি মত?

    অর্থনীতিবিদরা কনভেনশনাল স্ট্যাটিসটিকাল টেকনিকগুলো দিয়ে তাদের থিওরি কে ভ্যালিডেট করে। সেক্ষেত্রে মেশিন লার্নিং টেকনিকও ইউস করা যেতে পারে । কোনো বিরোধ দেখছিনা
  • sd | 59.34.5.113 | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:০৯728604
  • btw দিঘো বা তার পরিবার মানে RSSসঙ্ঘ জানি কি করেছে? 34 বছরের অধোগতি থেকে বাংলা কে উদ্ধার করার জন্য। যত্তোসব। খালি এলোমেলোয় লুটেপুটের ধান্দা।
  • sch | 55.250.245.251 | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৪৭728538
  • বিপ বরং দিলীপ ঘোষ আর ট্রাম্পের মধ্যে একটা কম্পারেটিভ স্টাডি নামান
  • umesh | 96.3.233.20 | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:২৭728539
  • অমর্ত্য সেন গালাগালি করা টা একটা বাঙালীদের একটা নতুন ট্রেন্ড চালু হয়েছে। কদিন ধরে বেশ কিছু বন্ধু'র (?) মুখেই শুনলাম।

    কাল রাতেই তো একটা আড্ডাতে খুব বাজে বাজে কিছু বিশেষণ শুনলাম অমর্ত্য বাবুর নামে।

    শুনেছিলাম রবি-দাদু নাইটহুট ত্যাগ করার পর ইংল্যান্ডের বন্ধুদের কাছ থেকে আর সেই পুরোনো আপ্যায়্ন পায়নি। নাইটহুড ত্যাগ করে নাকি ইংল্যান্ডর অনেক অপমান করেছে, এই যুক্তিতে অনেকেই রবি-দাদু কে এড়িয়ে চলতো।
  • sm | 233.223.157.90 | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:০৭728540
  • এদিকে বিপ একের পর এক বিবেকানন্দ, রামকৃষ্ণ নিয়ে নির্মোহ ব নামিয়ে চলেছে, আর ওদিকে দিলীপ ঘোষ।চমৎকার মিল বটেক! নিন্দে-মন্দ করেও যদি এটেনশন ড্র করা যায়।
  • রোবু | 52.110.163.181 | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:০৭728541
  • হাউই কহিল মোর ই: ই:
  • bip | 183.67.5.178 | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:২২728542
  • ব্যাক্তি, দার্শনিক অমর্ত্য সেনকে যথেষ্ঠই পছন্দ করি। জীবিত বাঙালীদের মধ্যে দর্শন শাস্ত্রের ওপর দখল একমাত্র উনারই আছে। সুতরাং উনার বক্তব্য এবং চিন্তা যথেষ্টই গভীর এবং সুদূরপ্রসারী। তার কৃতিত্ব এবং প্রজ্ঞা প্রশ্নাতীত। কিন্ত সেটা প্রশ্ন না এখানে।

    আমি মৌলিক প্রশ্নটা তুলতে চাইছি। অর্থনীতি সাবজ্জেক্টটা সমাজে অবদান কি? একজন অর্থনীতিবিদ সমাজের জন্য কি কর‍তে পারেন?

    অর্থনীতিবিদদের মূল অবদান ত এটাই যাতে রাষ্ট্রীয় নীতি প্রনয়নের ক্ষেত্রে তারা পরামর্শ, গবেষনা দিতে পারেন, যাতে রাষ্ট্র এবং সমাজ সমৃদ্ধির মুখ দেখে। আরো চাকরি সৃষ্টি হয়?

    সেখানেই আমার প্রশ্ন। বাঙালীদের মধ্যে কৌশিক বসু, অমর্ত্য সেনদের মত দিকপাল জন্মিয়ে কি লাভ হল? বাঙালীর অর্থনৈতিক হাল ত দিনকে দিন খারাপ হয়েছে এবং হচ্ছে যদি গুজ্জু, মারোয়ারীদের সাথে তুলনা করি। অর্থনৈতিক দিক দিয়ে পঙ্গু হয়ে বাঙালী আজ স্বভূমে মারোয়ারীর চাকর। শুনতে খারাপ লাগতে পারে-কিন্ত কটূ সত্য সেটাই। বরং বাঙালীদের মধ্যে দুটো বিড়লা, মিত্তল জন্মালে, কিছু বেকার চাকরি পেত প্লাস কিছু বাঙালী উদ্যোগপতি হওয়াকে সন্মানের চোখে দেখত। তার বদলে বুদ্ধিজীবি কাখাঙ্গী বাঙালীর স্বপ্ন যাদবপুর বা প্রেসিতে ইকো নিয়ে পড়ে বাতেলাবাজ অর্থনীতিবিদ হওয়া!! তাতে কি বাঙালীর অর্থনৈতিক উন্নতি হচ্ছে??

    এবার আসল প্রশ্নে আসি। অমর্ত্য সেন সিপিএমের অর্থনৈতিক নীতিকে ভ্রান্ত বল্লেন ২০১৪ সালে। সিপিএম জমানায় বললেন না। এটাত শ্রেফ ধান্দাবাজি। রাজ্যটা যে অর্থনীতির দিক দিয়ে ডুবছিল এটা একজন অর্থনীতির নোবেল লরিয়েট বুঝতে পারেন নি? অবশ্যই বুঝেছিলেন-কিন্ত ধান্দা বা বাম পলিটিক্যাল স্পেক্রামের ফেবারে থাকার জন্য সমালোচনা করেন নি। তাতে আমাদের প্রজন্মের কি লাভ হল? আমরা ত লাথ খেয়ে বঙ্গের বাইরে প্রবাসী হয়ে গেলাম। তাহলে আমি কেন তাকে ক্ষমা করব?

    সিপিএম যা করেছে ৩৪ বছর-তা অর্থনৈতিক হলোকাস্ট। অমর্ত্য সেন সেই অর্থনৈতিক হলোকাস্টের দোসর। সুতরাং তিনি বাঙালীকে সত্যিই কিছু দিতে পারেন নি।

    প্রফুল্ল রায় বেঙ্গল কেমিক্যাল দিয়েছিলেন। দিয়েছিলেন রসায়নের অসংখ্য ছাত্র-যার জন্য কিছুদিনের জন্য হলেও কোলকাতায় রসায়ন শিল্প গড়ে ওঠে।

    স্পেডকে অসংকোচে স্পেড বলায় ভাল। আমাকে খিস্তি দিয়ে সত্য বদলাবে না।
  • b | 135.20.82.164 | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:১১728543
  • শুধু অর্থনীতিবিদ কেন?

    সমাজতত্ত্ববিদ, রাষ্ট্রবিজ্ঞান, দার্শনিক, নাম্বার থিওরিস্ট, কসমোলজিস্ট এনারাই বা সমাজের জন্য কি করেছেন?
  • সিকি | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৫২728544
  • "আমি মৌলিক প্রশ্নটা তুলতে চাইছি। অর্থনীতি সাবজ্জেক্টটা সমাজে অবদান কি? একজন অর্থনীতিবিদ সমাজের জন্য কি কর‍তে পারেন? "

    - কেন, উইকিপিডিয়াতে এই নিয়ে কিছু লেখে নি?
  • | 116.208.29.107 | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ২০:০৯728545
  • বিপ অমর্ত্য সেনের কোন কাজটা পড়েছেন?
  • রোবু | 55.248.37.247 | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৩৩728546
  • "জীবিত বাঙালীদের মধ্যে দর্শন শাস্ত্রের ওপর দখল একমাত্র উনারই আছে।" - বিপ-এর এই বিনয় ইতিহাসের পাতায় লেখা থাকবে।
  • dc | 181.49.216.57 | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ২১:৪২728547
  • কেউ কেন সমাজের জন্য আর দেশের জন্য কিছু করতে যাবে এই ব্যাপারটাই আমার মাথায় ঢোকেনা। কৌশিক বসু, অমর্ত্য সেন, হ্যন ত্যান যে যার নিজের পড়াশুনো করেছেন বা অন্য কিছু করেছেন, পুরস্কার পেয়েছেন, সম্মান পেয়েছেন, ব্যস হয়ে গেছে। এর বেশী আবার কি করবেন? বিপ যে মাড়োয়ারি আর গুজ্জুদের কথা বল্লেন তাদের জন্য কেউ কিছু করেছে নাকি? তারা নিজেরা নিজেদের ব্যবসা পত্তন করেছে, টাকা কামিয়েছে, কেউ আম্বানি তো কেউ আদানি হয়েছে, ব্যস হয়ে গেছে। বিপ এরকম অহেতুক এক্সপেক্ট কেন করেন যে কেউ একজন এসে "জাতির" জন্য কিছু করবে? প্রত্যেকে নিজের নিজের জন্য করবে, পারলে করবে, না পারলে করবে না। খাও, দাও, নিজের চরকায় তেল দাও। এইসব দেশ, সমাজ ইত্যাদি হ্যালু কনসেপ্ট নিয়ে বোধায় বিপ বাবুর মতো আতেল বাঙালি ছাড়া আর কেউ মাথা ঘামায় না।
  • dc | 181.49.216.57 | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ২১:৫১728549
  • এই আতেলমার্কা আইকন অবসেশান কবে যাবে কে জানে মাইরি! অমর্ত্য সেন কেন বাঙালির জন্য কেন কিছু করল না! যাকলা, অমর্ত্য সেনের কি দায় পড়েছে বাঙালির জন্য কিছু করতে?
  • Bip | 183.67.5.178 | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ২১:৫২728550
  • DC
    Assume you are right. That one doesn't need to bother for the community they were born into. Then why the he'll community needs to feel exalted about Prof Sen ?
  • bip | 183.67.5.178 | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ২১:৫৭728551
  • @ Robu
    Philosophy is the most difficult subject among all that I studied. For example I am trying to read and understand Kant for last 5 years and yet I am too behind. Prof Sen has published wonderful lucid works on philosophy in case you haven't read them. I respect him for his command on detailed aspect of philosophy which I didn't find among any Bengali. You can include Tagore Vivekananda Netajai..anyone ...any Marxist..any Aurobindo..practically they were illiterate in the matter of philosophy..
  • robu | 55.248.37.247 | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ২২:১২728552
  • But but bip, are we not ignoring someone very important? Why are you so humble about yourself?
  • dc | 181.49.216.57 | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ২২:১৯728553
  • বিপ, অফ কোর্স ওয়ান নিড নট বদার! কমিউনিটির জন্য বদার করে তো কমিউনিস্টরা! আমরা যারা ছহি ক্যাপিটালিস্ট তারা থোড়াই কমিউনিটির জন্য কেয়ার করি! আর কমিউনিটিকে কে বলেছে প্রফ সেনের জন্য এক্সালটেড ফিল করতে? আমি না অমর্ত্য সেনের জন্য এক্সালটেড ফিল করি, না রবীন্দ্রনাথের জন্য। অমর্ত্য সেন নোবেল পেয়েছে তো আমার কি? রবীন্দ্রনাথ সাহিত্য নিয়ে কি আদিখ্যেতা করেছে তাতে আমার কি? আমাকে অমর্ত্য সেন আর রবীন্দ্রনাথ পয়সা দেবে? তাহলে আমার কি মোজা ছেঁড়া যায়? আমার মনে হচ্ছে আপনি বোধায় ক্লোসেট কমিউনিস্ট, তাই এতো কমিউনিটি কমিউনিটি করছেন।
  • সিকি | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৩২728554
  • চেতন ভগতও বছর দেড়েক আগে এই লাইনেই কথা বলেছিল। হোয়াট ডু হিস্টোরিয়ানস ডু? দিস হ্যাপেনড, দেন দিস হ্যাপেনড, দেন দিস হ্যাপেনড। ব্যস। সমাজে এদের কন্ট্রিবিউশন কী?
  • PT | 213.110.242.20 | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৩৯728555
  • "সিপিএম যা করেছে ৩৪ বছর-তা অর্থনৈতিক হলোকাস্ট"

  • sm | 57.15.2.80 | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৫২728556
  • সি পি এম বাংলা কে দেনার দায়ে ডুবিয়েছে। হয়েছে।
    সব টই কে হি রা ভ না বানালে চলছেনা?
  • PT | 213.110.242.20 | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:০৫728557
  • বিপ না জানার ভান করেন আর অনেকে সত্যি কিস্যু জানেনাঃ
    ২০১০-এর খবর
    Uttar Pradesh: Loan burden: Rs 221,000 crore
    Maharastra: Loan burden: Rs 208,000 crore
    West Bengal: Loan burden: Rs 192,000 crore
  • sm | 57.15.2.80 | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:১৫728558
  • রাত হলো ঘুমোতে যান না।এতো চিন্তা করলে চলবে।অজীর্ণ হবে যে।
    একটু ইসাব গুল খেয়ে নেবেন কিন্তু।
  • PT | 213.110.242.20 | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:৪৪728560
  • অপ্রয়োজনীয় বাক্যব্যয়।
    ক্ষমতায় যাওয়ার আগেই তো ধারের সংখ্যাটা জানা ছিল। ৬ বছর হয়ে গিয়েছে ক্ষমতায় থাকার। আর কতদিন এই ধার নিয়ে ন্যাকাপনা ও নাকিকান্না চলবে দেশ ও বিদেশের তিনোদের?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন