এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দিলীপ ঘোষ কি অমর্ত্যসেন কে নিয়ে ভুল কিছু বলেছেন?

    bip
    অন্যান্য | ১২ ফেব্রুয়ারি ২০১৭ | ৩৬৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 57.15.2.80 | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ০০:২৪728561
  • বহুদিন যাবৎ তো অসীম বাবুর গুল গাপ্পা খেয়েছেন,তাতেও পেট ভরেনি?
    যখন বামেরা ক্ষমতায় এসেছিলো;তখন মাথার ওপর কত ঋন ছিল ?জিরো বাজেট এর কথা মনে আছে?
  • ঈশান | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ০২:৪৪728562
  • কমিউনিটি নিয়ে বদার না করলে ক্যাপিটালিস্টদের চলে? অনেক লবি টবি করতে হয় তো শুনি।
  • PT | 213.110.242.21 | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ০৭:৩৯728563
  • উঃ কত কম জেনে তক্ক করে লোকে!! ঐ ধারটা ১৯৪৭ থেকে ক্যালকুলেট করা।
  • সিকি | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ০৭:৪১728564
  • টুইডল ডি, টুইডল ডাম ...
  • sm | 53.251.88.83 | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:২২728565
  • ঐ ধারটা ১৯৪৭ থেকে ক্যালকুলেট করা।
    ---
    একেই বলে এঁড়ে তক্কো আর গুলি তাপ্পি মারা!
    http://www.finmin.nic.in/the_ministry/dept_expenditure/plan_finance/DEbt/state-fiscal-debt-liab.asp
    নিন হিসাব করুন।
    Before the Left Front came to power in 1977, the state government actually had a revenue surplus. Quoting figures, he said during the regime of Prafulla Chandra Sen as the chief minister, in 1963-64, the surplus on revenue account was Rs 9.7 crore. In 1976-77, when Ray himself was the chief minister, the surplus on revenue account was Rs 23.9 crore.
    But the trend of revenue deficit started emerging immediately after the Left Front came to power. In 1977-78, the deficit was Rs 1.81 crore. The a c c u m u l at e d revenue deficit by 1997-98 was Rs 11,403 crore.
    হিসাব কষুন দাসগুপ্ত বাবুর পারফরম্যান্স।
    The total outstanding debt liabilities of the State has mounted steeply from a somewhat manageable level of Rs 1441 crore, or 20% of the GSDP in 1977-78 to an astounding level of Rs 175,366 crore or 37% of its GSDP, at the end of 2010-গা
    The total outstanding debt liabilities of the State has mounted steeply from a somewhat manageable level of Rs 1441 crore, or 20% of the GSDP in 1977-78 to an astounding level of Rs 175,366 crore or 37% of its GSDP, at the end of 2010-গা
    The total outstanding debt liabilities of the State has mounted steeply from a somewhat manageable level of Rs 1441 crore, or 20% of the GS
  • sm | 233.223.157.28 | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৪৬728567
  • http://aajkaal.in/enewspaper/bistaritakhabar/46/28802
    অমর্ত্য সেন কে নিয়ে এই প্রতিবেদন টা ভালো লাগলো।কারো কারো মূর্খামি কমলেও কমতে পারে।
  • PT | 213.110.242.21 | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৫৪728568
  • নতুন কি বললেন? গপ্প তো ঐ ভাবেই ছ্ড়ায় আধা তথ্য থেকে
    "during the regime of Prafulla Chandra Sen as the chief minister"....
    ঐ সময়েই নাকি তার পরে লোকে চাল কিনতে পেত না বলে কাঁচকলা খাওয়ার পরামর্শ দিয়েছিল সরকার... কাজেই সংখ্যার খেলার revenue surplus-এর মানে কি কে জানে!

    তাবে গপ্প আরো আছে.....এখন সময় নেই খোঁজার.....
    In a rebuttal to accusations by the West Bengal government that the earlier Left Front government has thrust a huge debt burden on West Bengal, Asim Dasgupta, former finance minister of West Bengal said that the huge debt was on account of salary pay revision and denial of coal royalty amounting to Rs 5,000 crore.
  • sm | 233.223.157.28 | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১০:০৯728569
  • আপনার ৪৭ সালের ধারের তথ্য টা ছিল কাঁচা ঢপ।এমনি দিয়েই থাকেন -দিতে থাকুন আর গোলপোস্ট সরিয়ে একবারে মাঠের বাইরে রাখুন।
  • ? | 133.242.242.16 | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১২:০২728571
  • ঐ ধারেরে হিসাব্টা '৪৭ থেকে ২০১২ অবধি তো। সেটা সারপ্লাস থেকে ডেফিসিট হোক না কেন। পিটিতো ঠিকই বলেছে। সেটা মুলোদের আমলে ৬ বছরে দিগুণ হয়েছে। এঁড়ে তর্ক না করলেই চলবে না?
  • sm | 233.223.157.28 | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১২:০৮728572
  • এসে গেলো সাক্ষী গোপাল।৪৭ সাল থেকে কিভাবে ধার করা হয়েছে শুনি। তথ্য দিন; না হলে বুঝবো ঝোঁপে কোপ মারছেন।
  • PT | 113.215.54.198 | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৩৬728573
  • মঙ্গল পান্ডের সঙ্গে সেলফি তোলে নি বলে অনেকে সিপাই বিদ্রোহ আদৌ ঘটেছিল বলে মানতেই চায়না!!
  • sm | 57.15.5.138 | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৫০728574
  • অনেক পন্ডিত তো নন্দীগ্রামে কেউ মরেনি বলেই জানে। আর অত্যাচার!-সেতো কেবলই গুজব ।
  • PT | 113.215.54.198 | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৫৪728575
  • এবারে কাঁচা মিথ্যের আশ্রয়!
  • sm | 57.15.7.184 | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৪৬728576
  • এই মার্গে আপনি ই শিক্ষা গুরু!আপনাকে কে ছাড়িয়ে যাবে ?
    এমন ক্ষমতা কার আছে ?
  • রোবু | 55.248.37.247 | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৫৬728577
  • পুরন্দর ভাট। ফেবুতে।

    দিলীপ ঘোষ অমর্ত্য সেনকে গালাগাল করেছে, বলেছে অমর্ত্য সেন দেশের জন্য কিছু করেনি, সে যা বলে বা করে তা নাকি সে ছাড়া কেউ বুঝতে পারে না।

    আসলে সত্যিটা ঠিক এর উল্টো। অমর্ত্য সেন শুধুই যদি একজন অর্থনীতিবিদ হতেন আর মুখ বুজে গুরুগম্ভীর তত্ব আর অঙ্ক করতেন তাহলে দিলীপ ঘোষের মতো চার আনার মস্তানদের তাকে নিয়ে কোনো সমস্যাই হতো না। কিন্তু অমর্ত্য সেন তা নন, তিনি একজন পাবলিক ইন্টেলেকচুয়াল। এখন বয়সের ভারে হয়তো আর আগের মতো অত বেশি লিখতে পারেন না কিন্তু গত অন্তত ৩ দশক ধরে উনি ক্রমাগত ভারতের দারিদ্র্য নিয়ে লিখে গেছেন, তাকে সমাধান করার পথ বাতলে গেছেন। দারিদ্র্যকে মাপবার বিভিন্ন মাপকাঠি ওনারই আবিষ্কার অথবা ওনার কাজের ওপর ভিত্তি করে অন্য কারুর। দারিদ্র্য নিয়ে বিশ্বজুড়ে যে গবেষণা হয় তার অনেকটাই এই ভদ্রলোকের জন্যই। ওনার দুর্ভিক্ষ নিয়ে গবেষণা প্রমান করে যে অধিকাংশ দুর্ভিক্ষই আসলে মানুষের তৈরি, ব্রিটিশ শাসনে এ দেশে যে দুর্ভিক্ষ গুলো হয় সেগুলো একপ্রকার গণহত্যাই। কিন্তু অমর্ত্য সেন শুধুই গবেষণা করে তত্ব দেননি। তিনি এইসব গবেষনা থেকে লব্ধ জ্ঞান সহজ করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে গেছেন ক্রমাগত অসংখ্য বই, পত্র পত্রিকায় লেখালিখি, বিভিন্ন অনুষ্ঠানে ভাষণের মাধ্যমে। এই যে সাধারণ মানুষের মধ্যে একটা মোটের ওপর ধারণা তৈরি হয়েছে যে শুধু জিডিপি গ্রোথ মানেই দারিদ্র্য দূরীকরণ নয়, আমাদের দেশে দারিদ্র্য কমছে না অথবা কমলেও খুব ধীরে, জনমানসে এই ধারণা তৈরি করার পেছনে অমর্ত্য সেনের ভূমিকা বিরাট। তবে শুধু এইখানেই ওনার অবদানের শেষ নয়। দারিদ্র্য দূর করার জন্য ভারত সরকার যে দুটো সবথেকে অভিনব নীতি এখনও অবধি নিয়েছে - ১০০ দিনের কাজ এবং মিড ডে মিল স্কিম, এই দুটোর পেছনেই অমর্ত্য সেনের গবেষণা এবং পরিকল্পনা ছিল।

    অমর্ত্য সেন চাইলেই অর্থনীতির অন্য যে কোনো বিষয় নিয়ে গবেষণা করতে পারতেন। জটিল দুর্বোধ্য অঙ্ক দিয়ে তত্ব বানাতে পারতেন যা উন্নত দেশের অর্থনীতি অথবা স্টক মার্কেটের কাজে লাগতো। উনি হার্ভার্ডে গণিতের ক্লাস করাতেন তাই জটিল অঙ্ক করতে ওনার খুব একটা অসুবিধে হতো না। এতে তাঁর অর্থনীতিবিদ হিসেবে মান সম্মান কমতো না, বহু অর্থনীতিবিদই এসব নিয়ে কাজ করেন সারা জীবন। কিন্তু তিনি বেছে নেন দারিদ্র্যের মতো একটা বিষয় যা আমাদের দেশের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সমস্যা। কেন? তাঁর কারণ দেশের প্রতি ভালোবাসা।

    দিলীপ ঘোষ আর তার দল দেশের প্রতি ভালোবাসা বলতে বোঝে দেশের ধনী শ্রেণীর প্রতি ভালোবাসা। তারা চায় সবাই খালি বড় বড় রাস্তা, ফ্লাইওভার, শপিং মল, দামি গাড়ি আর বুলেট ট্রেনের কথা ভাবুক। দারিদ্র্যের কথা যারা বলে, তা নিয়ে যারা ভাবে, তাদের দেশের প্রতি ভালোবাসা খুব স্বাভাবিক ভাবেই এরা বুঝতে পারে না। দেশের সম্পদ, সরকারি কোম্পানি বিদেশি ইনভেস্টারদের হাতে বেচে দেওয়া দেশপ্রেম কিন্তু ছত্তিসগড়ের আদিবাসীদের হয়ে মুখ খোলা দেশদ্রোহিতা। অমর্ত্য সেন দেশ নিয়ে ভাবেন এবং কাজ করেন বলেই বিজেপি আর দিলীপ ঘোষদের তাঁকে নিয়ে সমস্যা।
  • bip | 75.210.82.114 | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ২২:০৩728578
  • May be Pata/Purandar Bhat is right....
    May be because Amartya Sen did research on poverty, Bengalis have highest level of poverty...So 2+2=4
  • b | 24.139.196.6 | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ২২:০৮728582
  • অমর্ত্য সেনকে প্রখর সমালোচনা করলেন বাবু দিলীপ ঘোষ।
    অমর্ত্য সেনের হয়ে গলা ফাটাচ্ছেন বাবু পার্থ চট্ট্যোপাধ্যায়।

    শ্রীরাধিকে চন্দ্রাবলী কারে রাখি, কারে ফেলি?
  • b | 24.139.196.6 | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ২২:০৮728583
  • অমর্ত্য সেনকে প্রখর সমালোচনা করলেন বাবু দিলীপ ঘোষ।
    অমর্ত্য সেনের হয়ে গলা ফাটাচ্ছেন বাবু পার্থ চট্ট্যোপাধ্যায়।

    শ্রীরাধিকে চন্দ্রাবলী কারে রাখি, কারে ফেলি?
  • b | 24.139.196.6 | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ২২:০৮728584
  • অমর্ত্য সেনকে প্রখর সমালোচনা করলেন বাবু দিলীপ ঘোষ।
    অমর্ত্য সেনের হয়ে গলা ফাটাচ্ছেন বাবু পার্থ চট্ট্যোপাধ্যায়।

    শ্রীরাধিকে চন্দ্রাবলী কারে রাখি, কারে ফেলি?
  • PT | 213.110.242.5 | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ২২:০৮728579
  • what a stupid statement!!
  • b | 24.139.196.6 | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ২২:০৮728580
  • অমর্ত্য সেনকে প্রখর সমালোচনা করলেন বাবু দিলীপ ঘোষ।
    অমর্ত্য সেনের হয়ে গলা ফাটাচ্ছেন বাবু পার্থ চট্ট্যোপাধ্যায়।

    শ্রীরাধিকে চন্দ্রাবলী কারে রাখি, কারে ফেলি?
  • b | 24.139.196.6 | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ২২:০৯728585
  • লে হালুয়া। হালার জন্তর।
  • de | 192.57.99.52 | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:০৪728586
  • এই টই খুলতামই না - পরপর বি বি দেখে খুল্লাম ঃ)))
  • Robu | 55.248.37.247 | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:০৯728587
  • Bip lives in US. And Trump is the US president.
    How much is 2+2?
  • aka | 80.195.83.72 | ১৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৭:৪৮728588
  • মাক্কালি বিপ মাঝে মাঝে ঠিক কথা বলে কিন্তু এত বাজে বকে যে তার মাঝে হারিয়ে যায়। বিপ নিজেই নিজের লেখার শত্রু। এত বেশি উল্টো বকে সেনশেসন তৈরীর চেষ্টা।

    মিড ডে মিলের টাকা মারা যাবে, রোজ জল ভাত খাওয়াবে তাও অমর্ত্য সেনকে দেখতে হবে। সিপিএম বিপের মত অনুযায়ী চলবে না তাও অমর্ত্য বাবুকে দেখতে হবে।

    বাকি রইল সেন মহাশয়ের মিষ্টির কোয়ালিটি। এটিও অমর্ত্য সেনকে দেখতে বলা হউক।
  • sm | 53.251.91.253 | ১৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:২৭728589
  • :-)))।
    একটা নোবেল পাওয়ার যে কি জ্বালা; অমর্ত্য সেন হাড়ে হাড়ে বুঝতে পারছেন। প্রথমে দিলীপ ঘোষ ,তার পরে বিপের কষ্টি পাথরে যাচাই।
    এর পরে হয়তো সেন বাবু কে আত্মচরিত লিখতে হবে- আমি কেন টাটা- বিড়লা হলাম না।তবে না যাচাই কমপ্লিট হবে।
  • Atoz | 161.141.85.8 | ১৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:৫০728590
  • বিপ ডাকছেন, "দি লী ই ই ই প !!!!!!"
    দিলীপ উত্তর দিচ্ছেন, "বি ই ই ই ই প !!!!!"

    টেরিফিপ।

    ইয়ে মানে টেরিফিক।

    ঃ-)
  • bip | 183.67.5.178 | ১৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:৫৬728591
  • পাঠকের মন যুগিয়ে লিখলে, সেটা লেখা হয় না। হয় টয়লেট পেপার । যা দিয়ে লোকে তার আইডিওলজিক্যাল হাগুটা মুছতে মুছতে বলবে দুর্দান্ত লেখা-যাভাবছিলাম তা পরিস্কার হল। সেটাযে টয়লেটপেপার দিয়ে নিজের আজগুবি আইডিওলজিক্যাল হ্যাগসটা ক্লিন হল, অধিকাংশ মানুষ সেটা বুঝতে চায় না।

    আমি খুব সাধারন প্রশ্ন রেখেছিলাম। বাঙালীর মধ্যে এত সব দুর্দান্ত অর্থনীতির পন্ডিত জন্মিয়ে লাভ কি হল? যদি বাঙালি আলটিমেটলি অর্থনৈতিক দিক দিয়ে একটি দুর্বল পিছিয়ে পড়া জনগোষ্ঠি হয়?

    পাতার লেখাটা পড়ে হাঁসি পাচ্ছিল। অর্মত্য সেন দারিদ্য, দুর্ভিক্ষের ওপর অনেক তথ্য, পারসপেক্টিভ দিয়েছেন। তাতে কি লাভ, যদি সেই গবেষনা থেকে বাঙালীর দারিদ্র দূর না করা যায় ( আরেকটা ভুল তথ্য পাতা দিয়েছে। সেন ইকনোমেট্রির লোক না-হার্ভাডে গণিত পড়ান নি। অর্থনীতির বাইরে দর্শন শাস্ত্র পড়িয়েছেন হার্ভাডে। )
  • bip | 183.67.5.178 | ১৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:০৩728593
  • স্যোশাল চয়েস থিওরীতে যদ্দুর জানি তিনজন নোবেল পেয়েছেন। সেন তাদের একজন । বাকী দুজন -কেনেথ এরো, লড শ্যাপলে। এবং ২০০০ সালের আগেও স্যোশাল চয়েস থিওরি কম্পুটেশনাল ছিল না। ছিল এনালাইটিক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন