এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ফরিদা | 132.176.155.5 (*) | ২৯ মার্চ ২০১৭ ০৪:১১60830
  • ডিসি,
    আমারও। অবিকল।
    ছেলের তার স্কুলের বন্ধুদের কাছে যা শোনে, মাঝে মধ্যে স্কুলের শিক্ষকদের কাছ থেকেও তার সঙ্গে আমরা যা কথাবার্তা বলি তার ফারাক বিস্তর। সেও বোঝে, কিন্তু বয়স কম বলে মাঝে মাঝে হতাশা বেরিয়ে আসে।

    ভয় করে। অসহায় লাগে।
  • Arpan | 24.195.229.36 (*) | ২৯ মার্চ ২০১৭ ০৪:১৯60831
  • ফরিদা, ধন্যবাদ।
  • z*z | 228.248.49.2 (*) | ২৯ মার্চ ২০১৭ ০৫:০২60818
  • নব তালিবান
  • Amarnath | 226.163.254.1 (*) | ২৯ মার্চ ২০১৭ ০৫:৫১60832
  • না আমি কিন্তু মোদী কে সাপোর্ট করিনি আমি যেটা বলেছি সেটা হলো লোকটা কিছু একটা কাজ করেছে আমাদের উচিত কিছুদিন সেটা দেখা। ভুল কি ঠিক সেটা এতো তাড়াতাড়ি কি বোঝা যায় কি বলেন আপনারা? সেইজন্য আমি বিরুদ্ধে বলার এতো তাড়াতাড়ি পক্ষপাতী নোই। আর একটা কথা সেটা আপনি কি কি করে জানলেন যে ইন্ডিয়া এর জিডিপি ম্যানিপুলেট করা হয়েছে.।কোনো সলিড প্রমান আছে ? আর হাঁ অনুমতিহীন কসাইখানা বন্ধ হবে তাতে তো ভালো.। অন্তত যে কসাইখানা গুলো government কেপয়সা দিয়ে ব্যবস্যা করছে তাদের তো ভালো। সেটাই উচিত তাই না!! তবে সরকার এর উচিত একটা স্বচ্ছ পলিসি নিয়ে আসা। আপনার উত্তর এর জন্য ধন্যবাদ ! পসিটিভ সমালোচনা সবসময় দরকার। পরে আবার লিখবো । গুগল লেআউট এ একিছু বাংলা বানান ভুল হলে দুঃখিত।
  • dc | 167.51.70.119 (*) | ২৯ মার্চ ২০১৭ ০৬:০৩60833
  • "আমি কিন্তু মোদী কে সাপোর্ট করিনি আমি যেটা বলেছি সেটা হলো লোকটা কিছু একটা কাজ করেছে আমাদের উচিত কিছুদিন সেটা দেখা"

    গুজরাটে ২০০২ তে যা হয়েছিল তার পরেও আরও দেখতে হবে?
  • de | 192.57.91.238 (*) | ২৯ মার্চ ২০১৭ ০৬:১০60834
  • আমার মেয়ে যখন বেশ ছোট ছিলো তখন তাকে ধর্ম-টর্ম কিছু শেখানো হয়নি, বাই ডিফল্ট শেখেওনি কারণ ধর্মাচরণ বলে আমার কিসু নাই! এবার তার স্কুলে তিন ধর্মের লোক যখন জিগিয়েচে সে সব্বাইকেই হ্যাঁ বলেচে। হিন্দুদের হিন্দু, মুসলিমদের মুসলিম আর বাকীদের ক্রীশ্চান! ওকে জিগিয়েছিলো "বিস তু মোসলেম/হিন্ডু ইঃ" - আর ও সব্বাইকে একধারসে ঘাড় নেড়ে গেছে। এবার, স্কুলে একটা রিলিজিয়নের পিরিয়ড হোতো। তাতে একবার ক্রীশ্চানদের সঙ্গে গিয়ে দেখেচে খুবই বোরিং, তাতে খালি বাইবেল পড়ায়। সেই সময় অন্য ধর্মের লোকেরা ছবি আঁকতে, ক্রাফট করতে বা ছোটাছুটি করতে পারে। তখন টীচারকে গিয়ে বলেচে আমি তো মোসলেম - তারপরে বাইরে বেরিয়ে এসেচে। পরে টীচার আমাকে ডেকে পাঠিয়ে ক্ল্যারিফাই করলেন।

    সেই মেয়ে এখন সব কম্পিটিটিভ এগজামে রিলিজিয়নে আদার লিখেচে - তিনটে ধর্ম ছাড়া বাকি অপশনে আদার ছিলো।

    বাচ্চাদের সঙ্গে কম্যুনিকেশনটা জারি রাখুন, সব বিষয়ে আলোচনা, মতামত প্রকাশ করতে দেওয়াটা জরুরী। আর বিশেষ কিছু দরকার নেই। বাকীটা আপনিই ওরা বোঝে।
  • de | 192.57.91.238 (*) | ২৯ মার্চ ২০১৭ ০৮:২৭60819
  • বড়েস, ভালো লিখেছেন। মোদী এন্ড কোম্পানী এই গুলিয়ে দেওয়াতে সিদ্ধহস্ত।

    ফরিদার লেখাটাও ভালো - সাধারণ মানুষের হতাশার প্রকাশ, যা আমাদের সকলেরই হয় বা হচ্ছে। কিন্তু মোদী ইঃ কে ঠিকঠাক কাউন্টার করতে গেলে খুব ঠান্ডা মাথায়, আবেগকে একদম দূরে সরিয়ে রেখে শুধু যুক্তি আর স্ট্যাটস দিয়ে কাউন্টার করতে হবে। দুঃখের বিষয় - আমাদের মতো সাধারণ মানুষ তো আর তা পারবে না। তেমন ঠিকঠাক বিরোধী রাজনীতিবিদদেরও কোথাও দেখতে পাইনা। ফলস্বরূপ, আমাদের জন্য হতাশাই পড়ে থাকে।

    গোহত্যার কাউন্টার, সব কিছুকে হিন্দু ধর্মশাস্ত্রে টেনে নিয়ে যাওয়ার কাউন্টার প্রাচীন হিন্দুশাস্ত্র থেকেই দেওয়া যেতো, যদি তেমন জ্ঞানীগুণী শাস্ত্র জানা লোকেরা কাউন্টার করতে নামতো। তেমন মানুষই বা কোথায় আজ? তাই গেরুয়া বাহিনী প্রাচীন ভারতীয় সংস্কারের নামে বিষবড়ি গেলাচ্ছে এতো সহজে। বিদ্যেসাগর মশাই বিধবা বিবাহ আর নারীশিক্ষার সপক্ষে যুক্তি পেশ করেছিলেন প্রাচীন ধর্মশাস্ত্রের রেফারেন্স টেনেই। তাতেই জোঁকের মুখে নুন পড়েছিলো।
  • de | 192.57.91.238 (*) | ২৯ মার্চ ২০১৭ ০৮:২৮60820
  • ভালো কথা, সেই অনিল বোকিল গ্যালো কই? তারে আর দ্যাখা যায় না ক্যান?
  • dc | 116.201.164.230 (*) | ২৯ মার্চ ২০১৭ ০৮:৪৫60821
  • উপযুক্ত বিরোধিতা আর বিরোধী পার্টির অভাবে বিজেপির এতো বাড়বাড়ন্ত, এ ব্যাপারে একমত।
  • S | 184.45.155.75 (*) | ২৯ মার্চ ২০১৭ ১০:১০60835
  • ডিসি যা লিখে দিয়েছেন, তার পরে আর কাউকে কোনো জবাব দেওয়ার মানে হয়না। জিডিপির ডেটা ম্যানিপুলেট করা হয়েছে এই নিয়ে গুচ্ছের ইকনমিস্টরা বলেছেন - ফোর্বসে আর্টিকলও বেড়িয়েছে - গুগল সার্চ করলেই পাওয়া যায়। অনেক মোদিভক্তরা এখনো জানে না যে তারা মোদিভক্ত।

    @ফরিদাঃ এটা যদিও খোলা পাতায় লিখছি, তবুও শুধুমাত্র ফরিদার জন্য।
    বিশ্বাস করুন ফরিদা, আপনি কি অব্স্থায় আছেন আমি জানি। ট্রাম্প জেতার পরের দিন ঘর থেকে বেড়োতে ভয় লেগেছিলো। মনে হয়ছিলো দেশটা কেমন যেন অন্যের হয়ে গেলো। সিটিজেন না হয়েও দেশটাকে নিজেরই মনে করতাম - বুক ফুলিয়ে ঘুরে বেড়াতাম। সেই জায়্গাটা আর নেই - চারপাশে দেখে শুনে চলি। লোকেদের মুখের চেহারাও কি বদলে গেছে? তাও তো আমি জানি, আমার আরেকটা মুলুক আছে। কিন্তু ভারতীয় মুসলমানরা কোথায় যাবেন? পাকিস্তান? পাকিস্তান কি সেরকম কোনো প্রতিশ্রুতি দিয়েছে? গুজরাত দাঙ্গার একটা ডকু দেখেছিলাম। সেখানে একজন মুসলমানকে দেখেছিলাম ইন্ডিয়ান পাসপোর্ট বুকে আগলে রেখে কাঁদছে। তাই তো অন্য একটি থেডে বলেছিলাম যে মাইনরিটিদের এক্স্ট্রা প্রিভিলেজ না দিলে সেকুলারিজম টিকবে না।

    আগে যখন মধ্য কোলকাতার মুসলমান অন্চল দিয়ে দুয়েকবার যাতায়াত করেছি, কেমন গা ছমছম করেছে। মনে হয়েছে কেউ যেন এক্খুনি খুর চালিয়ে দেবে। মুখ নামিয়ে রেখে চুপচাপ বেড়িয়ে গেছি। মাইকে চলা গানগুলো শুনে মনে হতো কিরকম যেন। রমজানের মিছিলে পড়েছি একবার - সে কি ভয় পেয়েছি। কই আমাদের মন্দিরে তো এমন ভয় লাগেনা। অথচ এরকম হওয়ার কথা নয় কিন্তু - ছোটোবেলা থেকে সাধারন লোকেদের থেকে অনেক বেশি মুসলমান আমার চারপাশে ছিলো - আমার বাবা মা আমাকে কোনোদিন জানতেও দেয়নি যে তারা মুসলমান। অপপ্রচার। সে অন্য গল্প। যদিও বড় হওয়ার পরে অনেক ধারনাই পাল্টে গেছিলো, তবুও হয়তো রয়ে গেছিলো অনেক স্টিরিওটাইপিঙ্গ, অনেক ভুল ধারনা। তারপরে একদিন নিজেও মাইনরিটি হলাম। দেখলাম/বুঝলাম। কেমন রাজনীতি আর ধর্ম পাশাপাশি চলছে। শিউরে উঠলাম। এখন ঐসব মধ্য কোলকাতার অন্চল দিয়ে গেলে মনে হয় যে আচ্ছা এঁরা তো নিস্চই খুব ভালো বিরিয়ানি তৈরী করে, ইস যদি আমায় ডেকে একটু খাওয়াতো। জানি এইটা স্টিরিওটাইপিঙ্গ। কিন্তু বিরিয়ানি আমার ফেভারিট ফুড - সপ্তাহে ১৪ বেলা খেতে পারি - তাই ঐ ব্যাপারটিতে আমি একেবারেই ইসে আরকি। মাইকে চলা গানগুলোতে যিনি গাইছেন তার গলাটা কেমন সেইটা বোঝার চেস্টা করি। আরবী/ফার্সি শব্দ বলে এখনো মানে বুঝিনা তেমন। হিন্দু মন্দিরে গিয়ে বুঝতে পারি যে এখানেও অন্য কোনো ধর্মের লোক কেন ভয় পাবেন। হিন্দু ধর্মের উগ্র মিছিল দেখলে এখন আমার গা ছম ছম করে।

    কিছু তো মুসলমান বন্ধু/অ্যাকোয়েন্টেন্স হলো - ভারতীয়, বাংলাদেশী, পাকিস্তানি, প্যালেস্তাইন, ইরানী, সৌদি, টার্ক, আম্রিগান। কই কেউ তো কখনো খারাপ কিছু করেছে বলে মনে পড়েনা। সত্যি কথা বলতে গেলে আজমের শরীফে গিয়েছি, সলিম চিস্তির দরগাতেও গেছি - কোনোদিন ভয় তো পাইনি, অমন শান্তি আহা। যাক, অনেক কথা লিখলাম।
  • রোবু | 213.132.214.84 (*) | ২৯ মার্চ ২০১৭ ১১:২৯60822
  • স্ট্যাটস দিয়ে কিস্যু হবে না। প্রচুর স্ট্যাটস দেওয়া হয়েছে।
    ১) স্ট্যাটস শেষ অবধি ভোট গিয়ে দাঁড়ায়। আমরা ভোট জিতেছি মানে তোমার স্ট্যাটস ভুল। হার্ভার্ড হার্ড-ওয়ার্ক মনে করুন।
    ২। নাথিং ওয়ার্কস বেতার দ্যান পোলারাইজেশন।
  • dc | 116.201.164.230 (*) | ২৯ মার্চ ২০১৭ ১১:৫২60823
  • একমত, ইলেকটোরাল পলিটিক্স ঠিক স্ট্যাটস দিয়ে লড়া যায়না। যার ফলে "হার্ভার্ড-হার্ড ওয়ার্ক" এর মতো চরম দাম্ভিক উক্তি করা যায়। বিরোধী পার্টি গুলোও আন্দোলন করে না, একেক্টা ইস্যু নিয়ে দেশ জুড়ে লাগাতার প্রচার করে না। যার ফলে বিজেপি আরেসেস বেড়েই চলেছে।
  • Arpan | 24.195.229.36 (*) | ২৯ মার্চ ২০১৭ ১২:৩৯60824
  • "আরও দেখা গিয়েছিল যারা এই গ্যাস ভর্তুকি ছেড়েছিলেন তারা অচিরেই নাম লেখালেন একটি বেসরকারি তেল কোম্পানির খাতায়, যারা কিনা ভর্তুকি দিতে পারে না বলে গ্রাহক বাড়াতে পারছিল না।"

    বেসরকারি তেল কোম্পানি মানে কাদের কথা হচ্ছে?
  • Atoz | 161.141.85.8 (*) | ৩০ মার্চ ২০১৭ ০১:৩৯60836
  • অনেক বছর আগে গণেশের দুধ খাওয়ার আমলেও এরকম একটা কীরকম কীরকম ভাব দেখেছিলাম আশেপাশে। তখন আবার শুনছিলাম নস্ত্রাদামু নাকি আগেই ওসব বলে গ্যাছেন। কল্কিদেবের উত্থান না কী যেন! এক ভদ্রলোক গভীর আবেগের সঙ্গে বলছিলেন গোটা রাশিয়া নাকি হিন্দুধর্ম নেবে। সব ছেড়ে কেন যে রাশিয়াকে টার্গেট করেছিলেন কেজানে! ঃ-)
  • Amarnath | 209.116.175.59 (*) | ৩০ মার্চ ২০১৭ ০৩:৩৬60837
  • আমি শুধু বলবো শুধু দাঙ্গা দিয়ে কাউকে বিচার করবেন না। কংগ্রেস আমলে কি দাঙ্গা হয়নি? শিখ দেড় মারা হয়নি? অসম এ হয়নি? উত্তরপ্রদেশ এ? কিন্তু আপনি নিজেই বলুন গুজরাট এ শিল্প আমাদের অনেক রাজ্য এর থেকে বেশি কিনা। ডেভেলপমেন্ট হয়েছে অনেক। আর আমি গুগল সার্চ করে জিডিপি এর ব্যাপারে দেখলাম সত্যি বলছি দু রকম লেখা পেলাম। মনিপুলেটেড হয়েছে তাও দেখলাম - হয়নি তাও দেখলাম - জানিনা কোনটা বিশ্বাস করবো।

    হাহাহা - রাশিয়া হিন্দু ধৰ্ম নেবে? দারুন বলেছেন আপনি! তবে কয়েকদিন দেখসি পুতিন একটু চুপ আছে.।কি জানি বাবা কি ফন্দি করছে ভেতরে ভেতরে।
  • Amarnath | 209.116.175.59 (*) | ৩০ মার্চ ২০১৭ ০৩:৪৬60838
  • তবে হাঁ মাইনোরিটি এর কিছুটা আলাদা সুবিধা দেওয়া তা ঠিক.। এইটা আমি মানছি।
  • রোবু | 213.132.214.84 (*) | ৩০ মার্চ ২০১৭ ০৪:০০60839
  • S , লেখাটা খুব ভালো লাগলো।
  • প্রবঞ্চক পানকৌড়ি | 131.241.218.132 (*) | ৩০ মার্চ ২০১৭ ০৫:১১60840
  • "দাঙ্গা দিয়ে কাউকে বিচার করবেন না"

    হুঁ, আলোকিত হলাম। এরপর গেস্টাপো, এসএস, কন্সেন্ট্রেশন ক্যাম্প, হলোকাস্ট দিয়ে নাজিদের বিচার করবেন্না এমনও শোনা যেতে পারে। শোনা যে যায়নি তাও নয় - প্রতিদিনে একবার আর্টিকল বেরিয়েছিলো - মুসোলিনীর আমলে কীভাবে বাস/ট্রেন সময়ে চলতো ইত্যাদি নিয়ে।
  • প্রবঞ্চক পানকৌড়ি | 125.112.74.130 (*) | ৩০ মার্চ ২০১৭ ০৫:১৭60841
  • রইলো গুজরাট। এই ঢপগুলো সম্পর্কে ট্রুথ অফ গুজরাট পেজে খুব ক্যাটেগরিক্যালি দেওয়া আছে, তথ্যসহ।

    আর এইটা ২০১৪ সালের একটা আর্টিকল, এনএসএসও-এর তথ্যসহ। ২০০৫-২০১১-এর ডেটা দিয়ে।

    http://www.thehindu.com/news/national/other-states/gujarat-behind-west-bengal-in-new-factory-jobs/article5948658.ece
  • সইত্যের খাতিরে | 125.112.74.130 (*) | ৩০ মার্চ ২০১৭ ০৬:১১60842
  • ৮৪, নেলি ,ভাগলপুর ইত্যাদি দাঙ্গায় হাজারো নিরীহ মানুষের খুন ,রাতারাতি লাখ কাশ্মীরি পন্ডিতকে ভিটেছাড়া করায় নিশ্চুপ থাকা দিয়ে এদেশীয় সেকুলার মিত্র দের বিচার করবেননা এমন ও যে শোনা যায় নি তাও নয় ।
  • প্রবঞ্চক পানকৌড়ি | 131.241.218.132 (*) | ৩০ মার্চ ২০১৭ ০৬:১৬60843
  • সীমান্তে সৈন্যটা বাদ গেলো।
  • প্রবঞ্চক পানকৌড়ি | 131.241.218.132 (*) | ৩০ মার্চ ২০১৭ ০৬:২৬60844
  • "The inexorable mortal enemy of the _______ people is and remains _________ It matters not at all who ruled or will rule in __________, whether _________ or _________, _________ or _________, _________ or _________: the final goal of their activity in foreign affairs will always be an attempt to seize possession of the _________ border and to secure this _________ for _________ by means of a dismembered and shattered _________."

    অনেক পুরনো লেখা, শূন্যস্থান পূরণ করে নিলেই টেমপ্লেটে পড়ে যায়। অমিত শাহ "স্যার" এইগুলো বলে দেননি?
  • সিকি | 181.60.3.131 (*) | ৩০ মার্চ ২০১৭ ০৬:৩৪60845
  • দিল্লিতে আজও কিছু লোক বেঁচে রয়েছেন যাঁরা আজও সেই সত্তরের দশকের ইমার্জেন্সিকে হোল হার্টেডলি সমর্থন করেন। বাস ট্রেন টাইমে চলত, লোকজন টাইমে অফিস যেত। ইত্যাদি।
  • প্রবঞ্চক পানকৌড়ি | 131.241.218.132 (*) | ৩০ মার্চ ২০১৭ ০৬:৩৭60846
  • দিল্লী কেন? সর্বত্রই আছেন। শুধু সেই আমলের লোক নয়, এখনকার জেনারেশনেরও - দেখাই যাচ্ছে।
  • সিকি | 181.60.3.131 (*) | ৩০ মার্চ ২০১৭ ০৬:৪০60847
  • রাতারাতি লাখ কাশ্মীরি পণ্ডিতকে ভিটেছাড়া করায় .....

    উফ্ফ। চোখে জল এসে যায়। লিখে যে লোকশিক্ষে হয় না, এটা টিম সেদিনও বলছিল। আর এই লাখ ভিটেছাড়া কাশ্মীরি পণ্ডিতদের জন্য কিন্তু একটাও চোখের জল নব্বইয়ের দশকে মাটিতে পড়ে নি, সবাই দূরদর্শনে মহাভারত দেখতে ব্যস্ত ছিল তখন।

    যত দুঃখ এসে উপচে পড়ল এই ২০১৪ সালের পর থেকে।

    আর নব্বইয়ের দশকে চুপচাপ নিজের প্রাণ বাজি রেখে যে সব লোকজন কাশ্মীর ভ্যালিতে দিনের পর দিন ঘুরে বেরিয়ে এইসব বিষয়ের ওপর তথ্যনির্ভর বই লিখলেন, সেগুলো কেউ পড়ল না। ক্ষেউ না।

    কুনান পোশপোরাটাও বোধ হয় এখন কাশ্মীরের বাইরে।
  • প্রবঞ্চক পানকৌড়ি | 131.241.218.132 (*) | ৩০ মার্চ ২০১৭ ০৬:৪৫60848
  • অমিত শাহ "স্যার" পড়তে বারণ করেন।
  • dc | 181.49.175.81 (*) | ৩০ মার্চ ২০১৭ ০৭:০৮60849
  • "আমি শুধু বলবো শুধু দাঙ্গা দিয়ে কাউকে বিচার করবেন না"

    বলেন কি? "শুধু" দাঙ্গা দিয়ে বিচার না করলে আর কি কি দিয়ে বিচার করা যাবে? মানে শুধু দাঙ্গা ঘটালেই হবেনা, তার পরেও এক দু ধাপ আরও এগোতে হবে? এটা নিয়ে আরেকটু লিখবেন, অনুরোধ থাকলো।

    আর গুজরাটে ২০০২ তে দাঙ্গা হয়েছিল, দিল্লীতেও ১৯৮৪ সালে হয়েছিল। এগুলো তো কেউ অস্বীকার করছে না! অই সমস্ত দাঙ্গার ঘটনাগুলোই চরম ঘৃণ্য অপরাধ, সেটা আবার আলাদা করে বলতে হবে নাকি? নাকি অন্যান্য জায়গাতেও "শুধু" দাঙ্গা দিয়ে বিচার হচ্ছে?
  • S | 184.45.155.75 (*) | ৩০ মার্চ ২০১৭ ০৭:১৫60850
  • ধুর মশাই। আপনারাও পারেন বটে। হচ্ছিলো ফরিদার লেখা নিয়ে কথা। আজকের দিনে মাইনরিটিদের কি অবস্থা সেই নিয়ে ফরিদার এক্সপ্রেশন। সেখান থেকে দাঙ্গা নিয়ে আলোচোনা শুরু হয়ে গেলো। মুল আলোচোনা হারিয়ে গেলো।

    ডিসি যে উত্তর দিয়ে দিয়েছিলেন সেখানেই কেস সেটলড। তার পরে "শুধু দাঙ্গা দিয়ে বিচার করবেন না" বা "রাতারাতি লাখ কাশ্মীরি পন্ডিতকে ভিটেছাড়া করায় নিশ্চুপ থাকা " এগুলো হলো পিভটিঙ্গ। গুলিয়ে ফেলানোর একটা উপায়। যিনি লিখছেন তিনিও জানেন ভুল লিখছেন। কিন্তু এও জানেন যে আপনি মুল আলোচোনার কথা ভুলে যাবেন।
  • সিকি | 181.60.3.131 (*) | ৩০ মার্চ ২০১৭ ০৭:১৬60851
  • না না। "শুধু" দাঙ্গা দিয়ে বিচার না করলে আর "শুধু" চুরাশি দিয়ে কাউকে বিচার করে কী হবে।

    তাও তো চুরাশি গণহত্যা বা নেলী গণহত্যার নায়কদের প্রধানমন্ত্রী হিসেবে বা বিকাশপুরুষ হিসেবে কখনও প্রজেক্টও করা হয় নি।
  • dc | 181.49.175.81 (*) | ৩০ মার্চ ২০১৭ ০৭:২১60853
  • S ঠিক লিখেছেন। টিপিকাল ট্রাম্প স্টাইল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন