এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ফরিদা | 37.56.189.179 (*) | ২৮ মার্চ ২০১৭ ০৩:২১60793
  • #
  • সিকি | 132.177.229.231 (*) | ২৮ মার্চ ২০১৭ ০৩:৩০60794
  • ...
  • pi | 57.29.241.8 (*) | ২৮ মার্চ ২০১৭ ০৩:৪৩60795
  • সেই ...
  • sswarnendu | 138.178.69.138 (*) | ২৮ মার্চ ২০১৭ ০৩:৪৬60796
  • "পরাধীন দেশে বেঁচে থাকতে কেমন লাগে আমি এখন জানি।"
  • sswarnendu | 138.178.69.138 (*) | ২৮ মার্চ ২০১৭ ০৩:৫৫60797
  • কিছু কিছু সত্যি এত নির্মম, এত ভীষণ সত্যি যে সেগুলো কেউ লিখলে কিছুই বলার থাকে না তাই নিয়ে... ভাল লেখা, অনবদ্য লেখা বলার উর্ধ্বে সেগুলো...

    এই লেখাটার শেষ লাইনটাও তাই...
    এমন অমোঘ সত্যি যে ভাষা হারিয়ে যায়... শুধু লাইনটাই জেগে থাকে মাথার ভিতরে...
  • dc | 116.201.164.230 (*) | ২৮ মার্চ ২০১৭ ০৪:১১60798
  • "আমি নিজের আয়কর দেওয়া টাকার কতটা নগদে ব্যবহার করব, রাষ্ট্র তাও বলে দেবে।"

    এটা কিন্তু খারাপ না। রাষ্ট্র বলছে যে একটা সিংগল ট্রানসকশানে দু লাখের বেশী ক্যাশে দেওয়া যাবেনা, এই নিয়মটা আমার সমর্থন যোগ্য মনে হয়। ইন জেনারাল ক্যাশের ব্যবহার কমে যদি ডিজিটাল ট্রানসাকশান বাড়ে তাহলে ট্রানসাকশানগুলো ট্রেস করা যায়, ফলে আনয়াকাউন্টেড ইনকাম জেনারেট করার প্রয়াসটাও অল্প একটু কমে। আর ডিজিটাল ট্রানসকশান বাড়লে ট্রান্সপারেন্সিও অল্প একটু বাড়ে, তাছাড়া ফর্মাল ইকোনমিও এক্সপ্যান্ড করে। লং টার্মে এগুলোর সবকটাই ইকোনমির জন্য ভালো। তাই ডিমনি শকটা আমার মতে লং রানে ভালো ফল দিতে পারে। অবশ্যই, এর সাথে অন্য স্টেপগুলোকেও নিতে হবে।
  • dc | 116.201.164.230 (*) | ২৮ মার্চ ২০১৭ ০৪:২০60799
  • এপ্রিল থেকে দু লাখের বেশী নগদে দেওয়া যাবেনা, এই নিয়ম আসছে। এটা যদি ঠিকমতো এনফোর্স করে তাহলে আমার মনে হয় লং টার্মে ভালোই হবে। ডিমনির পরে এই পদক্ষেপও আমি সমর্থন করি।
  • T | 229.75.11.86 (*) | ২৮ মার্চ ২০১৭ ০৪:২৭60800
  • ডিসিকে কেউ একটা অন্য চুষিকাঠি দাও। এ মাইরি ফাটা রেকর্ডের মতো বাজিয়েই চলেছে বাজিয়েই চলেছে বাজিয়েই চলেছে...
  • T | 229.75.11.86 (*) | ২৮ মার্চ ২০১৭ ০৪:২৮60801
  • হ্যাঁ হয়েছে ভাই, ডিমনি লং টার্মে ভালোই করবে। আমরা শুনেছি অনেক, এবার ক্ষ্যামা দিন।
  • ফরিদা | 37.56.157.98 (*) | ২৮ মার্চ ২০১৭ ০৪:৪৮60802
  • ভালো হলে তো ভালোই। আমিও ভালো হবে ভাবতে পছন্দ করি আর দশটা লোকের মতো। কিন্তু কয়েকটা প্রশ্নের উত্তর পাই না -
    ১) কত টাকার নগদ ব্যাঙ্কে জমা হয়েছে বিমুদ্রাকরণের পর?
    ২) কত কালো টাকা জমা হয়েছে? নাকি কত কালো টাকা রঙ বদলেছে?
    ৩) ২০০০ টাকার নোট এত সহজে কেন জাল করা যাচ্ছে?

    কিন্তু, না। এই প্রশ্নগুলো গৌণ। প্রাথমিক ভাবে দেখছি আন্তর্জাতিক বাজাকে অপরিশোধিত তেল যখন ১২০ ডলার প্রতি ব্যারেল দর যাচ্ছিল তখন একটা গ্যাস সিলিন্ডার ৪৩১ টাকায় পাওয়া যেত (ভর্তুকিহীন) পেট্রল ভরেছি সর্বোচ্চ ৭৫ টাকা প্রতি লিটারে। আজ যখন সেই অপরিশোধিত তেল ৫৩ ডলার চলছে সেই সময়ে গ্যাসের সিলিন্ডারে লাগছে ৭৩৬ টাকা। পেট্রল ৭১ টাকার একটু বেশি।

    এখন প্রশ্ন হল এই প্রশ্নটা উঠছে না কেন?

    আমি জানতে চাই, দেশে কেন এখন প্রতিদিন নয়া রাষ্ট্রীয় ফরমান নিয়ে কথা হবে, দেশে কি সবাই শিক্ষিত? অন্ন, বস্ত্র বাসস্থানের সমস্যা আর নেই?

    কারণ এই প্রশ্নগুলো উঠছে না। রেডিওতে সরকারের বিজ্ঞাপনে থাকছে শৌচালয়ের উপযোগিতা ও ব্যারিটোনে কম্পোস্ট বানানর উপায়।

    আমি এখনও চেষ্টা চালাচ্ছি ভালো হবে ভাবতে। পারছি না।
  • dc | 116.201.164.230 (*) | ২৮ মার্চ ২০১৭ ০৫:০৩60803
  • বিমুদ্রাকরনের ফলে "কালো টাকা" সেভাবে উদ্ধার হওয়ার প্রশ্নই ছিল না। ওটা আমাদের মিথ্যেবাদী সরকারের অনেকগুলো মিথ্যের একটা। ইন ফ্যাক্ট বিমুদ্রাকরনের শর্ট টার্ম এফেক্ট খুব বেশী কিছু হওয়ার কথাও না। তবে ডিমনি শক আর তার পরের কিছু পদক্ষেপের ফলে যদি ক্যাশ ট্রানাকশানের প্রবনতা কমে তাহলে ভালো।

    "২০০০ টাকার নোট এত সহজে কেন জাল করা যাচ্ছে"

    সহজে জাল করা কি যাচ্ছে? এখনো অবধি খবর যা পড়ছি তা হলো, সিম্পল ফটোকপি চালাতে গিয়ে কেউ কেউ ধরা পড়েছে। টাকা জাল বলতে যা বোঝায় এগুলো ঠিক সেই কেস না। তবে এটাও ঠিক, পৃথিবীর কোন ক্যাশ টাকাই জাল হওয়ার থেকে আটকানো যায়না। ডিজিটাল কারেন্সি বা ক্রিপ্টোকারেন্সির ব্যবহার বাড়লে এই অসুবিধেটা বোধায় একটু কমবে।
  • Du | 182.58.104.86 (*) | ২৮ মার্চ ২০১৭ ০৫:১৭60804
  • পার্টিফান্ডেই বা জমা দেওয়ার বেনামী ফান্দা বানাচ্ছে কেন?
  • Du | 182.58.104.86 (*) | ২৮ মার্চ ২০১৭ ০৫:১৭60805
  • পার্টিফান্ডেই বা জমা দেওয়ার বেনামী ফান্দা বানাচ্ছে কেন?
  • dc | 116.201.164.230 (*) | ২৮ মার্চ ২০১৭ ০৫:২৪60806
  • ঠিক বলেছেন। পলিটিকাল পার্টির ফান্ডিং মেকানিজম তো অনেক পাল্টানো উচিত। যদিও আগে কুড়ি হাজার অ্যানোনিমাস ডোনেশান দেওয়া যেত, এখন সেটা কমিয়ে দু হাজার করেছে। আমার মতে এটা আরো অনেক কমানো উচিত, বা অ্যানোনিমাস ডোনেশান রুটটাই তুলে দেওয়া উচিত। পার্টিগুলোকেও আরটিআইএর আওতায় আনা উচিত।
  • সিকি | 233.188.1.4 (*) | ২৮ মার্চ ২০১৭ ০৫:৩১60807
  • ডিসি কি বাই এনি চান্স কেসচা বা রাসচা?
  • dc | 167.50.4.3 (*) | ২৮ মার্চ ২০১৭ ০৫:৩৬60808
  • কেসচা আর রাসচা মানে কি?
  • sswarnendu | 198.154.74.31 (*) | ২৮ মার্চ ২০১৭ ০৬:০১60809
  • কেন্দ্র সরকারী চাকুরে আর রাজ্য সরকারী চাকুরে মনে হয়
  • dc | 167.50.4.3 (*) | ২৮ মার্চ ২০১৭ ০৬:১০60810
  • আচ্ছা। নাঃ এই দুটোর কোনটাই না, তাহলে কি আর কেন্দ্র আর রাজ্য সরকারের হাজারটা সমালোচনা করতাম?
  • S | 184.45.155.75 (*) | ২৮ মার্চ ২০১৭ ০৬:৫৮60811
  • ফরিদা, আপনি মোদির পেতে রাখা ফাঁদে একদম দেখে শুনে ঝাঁপিয়ে পড়েছেন।

    এইসরকারের দুটো মুখ আছে। আপনি যখনই ডিমনিটাইজেশন, ক্যাশ লিমিটের আর গরীবদের (?) দেওয়া গ্যাস সিলিন্ডারের প্রতিবাদ করবেন, তার সমালোচোনা করবেন, আসল কারণ খোঁজার চেস্টা করবেন - তখনই মুশকিল হবে। অনেকেই আপনার সাথে একমত হবেনা। কারণ এইগুলো আপাত দৃষ্টিতে খুব দেশহিতৈষি মুলক কাজ কর্ম। তাই ওগুলো নিয়ে আলাদা প্রবন্ধ চাই - ইমোশান ছাড়া, তথ্য নির্ভর, পলিসি অ্যানালিসিস। আর বাকি কাজ কর্মের জন্য আপনার প্রবন্ধটা ঠিক আছে।

    আপনি লিখেছেন যে "পরাধীন দেশে বেঁচে থাকতে কেমন লাগে আমি এখন জানি।" খুব মুল্যবান কথা। একদম সঠিক দিকে এগোচ্ছেন আপনি। কিন্তু সেই কনক্লুশনে আসতে গিয়ে আপনি যদি বলেন যে মাত্র দুলাখের বেশি ক্যাশ ট্রানজাকশন করতে পারবোনা বলে নিজেকে খুব পরাধীন পরাধীন লাগছে, বা আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়া সত্ত্বেও আমাকে ৭১ টাকায় পেট্রোল কিনে গাড়িতে ঢালতে হচ্ছে - এর জন্য বিপ্লব চাই যেমনটি হয়েছিলো স্বাধীনতার আগে। তাইলে লোকে আপনার সাথে থাকবেনা। কারণ লোকে খুব বৃহত্তর স্বার্থে (ঐ যে ডেভালাপমেন্ট, জিডিপি গ্রোথ, সেনসেক্স, ইনফ্রাস্ট্রাকচার, তারপরে সার্জিকাল স্ট্রাইক, হট পার্সুট, ইউএনের মেম্বারশিপ, আরো কত কিছু) এইসব ছোটো খাটো স্যাক্রিফাইস দিতে রাজি আছে। যেমন আপনি ছোটোবেলায় ভাবতেন "ইংরেজদের নাকে ঝামা ঘষে দিতাম। বিশ্বাসঘাতকদের একজনকেও ছাড়তাম না।" এরাও সেইভাবেই ভাবেন এখনো, শুধু ইংরেজ বদলে গিয়েছে, আর বিশ্বাসঘাতকদের চিনতে পারছেনা।

    তাই ম্যাপিঙ্গটা ভালো করে করতে হবে। যে সরকার সবাইকে খেতে দিতে পারেনা, সেই সরকারের কি অধিকার আছে কে কি খাবে সেইটা ঠিক করার? বিজেপির কাছে ইউপি খুব ইমোশনাল আর ইম্পর্ট্যান্ট রাজ্য - তাই সেখানে অন্য খেল খেলা হচ্ছে। আমরা বাঙালী বলে এইসব মাছ মাংসের বিরুদ্ধে আইনে খুব গা লেগেছে। শুধু গরুর/ শুয়োরের মাংস/ মদ বিক্রি বন্ধ করে দিলে কিন্তু অতটা গা লাগতো না - কোনো কোনো রাজ্যে তো অলরেডি এইসব নিয়ম আছেই/ ইমপ্লিমেন্ট করতে চেস্টা করেছিলো।

    মোদি জানে আমাদের চিন্তাভাবনার এইসব ইনকনসিস্টেন্সি। যে আমরা গুলিয়ে ফেলবো। তাই তিনি খুব চিন্তাভাবনা করে এগোচ্ছে। খেয়াল করবেন মোদিভক্তের সংখ্যা দিনে দিনে বাড়ছে। কারণ তারাও দেশকে স্বাধীন করতে চায়। আমার আপনার মতন চিন্তাভাবনার লোকেদের থেকে।
  • amarnath | 226.163.254.1 (*) | ২৮ মার্চ ২০১৭ ০৮:১১60812
  • আপনি যেটা বলছেন সেটা মানতে পারলাম না। দেখুন আমি যতটুকু জানি মাওবাদী হামলা বেশ কমেছে। মোদী আর যাই পারুক না পারুক লোকজন এর মনে এইটুকু ঢুকিয়ে দিয়েছে যে কালো টাকার লোকজন এই নোটবন্দি এর ফলে শেষ হয়েছে। উত্তরপ্রদেশ এর ভোট তার প্রমান। অমর্ত্য সেন etc.এনারা অনেক বলেছেন কিন্তু তবুও এতো বলার পরেও দেখুন ইন্ডিয়া এর জিডিপি ঠিক রয়েছে। কি বলেন ! মোদী একটা চেষ্টা করছে সেটা করতে দিন , দেখাই যাক না এর সুদূরপ্রসারী ফল। "যে সরকার সবাইকে খেতে দিতে পারে না" এর মানে কি? কেউ চেষ্টা করছে তাকে একটু সময় দিন.। ভাববেন না আমি বিজেপি এর লোক। না । আমি যে ভালো কাজ করে তাকে সাপোর্ট করি। আর হাঁ বেআইনি সব কিছুই সরকার এর উচিত আটকানো.।স্কুল , কসাইখানা , মদ এর দোকান সব।
  • S | 184.45.155.75 (*) | ২৮ মার্চ ২০১৭ ০৮:৫১60813
  • আপনি বোধয় আমার লেখাটা ঠিকমতন পড়েননি, বা বোঝেননি। আমি মোদির কাজের সমালোচোনা এই লেখায় করিনি, ফরিদার লেখাটার সমালোচোনা করেছি। লিখেছি যে মোদির কাজকর্মের সমালোচোনাটা ঠিকমতন হয়নি - লেখক অনেক কিছু গুলিয়ে ফেলেছেন। অনেক অন্য পয়েন্ট আনতে পারতেন।

    ইন্ডিয়ার জিডিপি যে ম্যালিপুলেট করা হয়েছে রিসেন্টলি, সেখবর বোধয় আপনি রাখেননা। বা আপনার মিডিয়া আপনাকে জানায় না। তাই প্লিজ চারদিকে ছড়ানো মন্তব্য শুনে আর সস্তা প্রবন্ধ পড়ে অমর্ত্য সেনের ভুল ধরতে যাবেন না।

    "যে সরকার সবাইকে খেতে দিতে পারে না" এর মানে কি? মোদি সরকার খাদ্য সুরক্ষার জন্য কি কি করেছে জানলে ভালো লাগতো। মনরেগা আর মিড ডে মিল তো মনমোহন সরকার আর বামেরা শুরু করে দিয়ে গেছিলো।

    উত্তরপ্রদেশের সব কসাইখানা কি বেআইনি ছিলো? ছিলো না। গুজরাতে যে মদ জিনিসটাই বেআইনি (তারও আবার প্রকারভেদ আছে, সেটা আরো মারাত্মক)।

    তা এতোগুলো ভুল তথ্য দিয়ে আপনি যখন মোদির কাজের সাপোর্ট করলেন তাও এমন একটা লেখার উত্তরে যেটার মুল উদ্দেশ্য আদৌ মোদির কাজের মুল্যায়ণ নয় তখন আর কি বলবো? ভালো থাকবেন।
  • lcm | 83.162.22.190 (*) | ২৮ মার্চ ২০১৭ ০৯:২৩60814
  • হে হে, এরকম অবশ্য আগেও শুনেছি। যেহেতু বিজেপি রাজ্যে বিধানসভা ভোটে জিতেছে তাই ডিমনিটাইজেশন ডিসিশন ঠিক ছিল। তার মানে, ভোটে হেরে গেলে ওটা ভুল ডিসিশন হত।
  • dc | 167.51.70.119 (*) | ২৯ মার্চ ২০১৭ ০২:০৯60815
  • এলসিএমদা ঠিক বলেছেন, আর এখানেই অমরনাথের সাথে আমার দ্বিমত। ইউপিতে বিজেপি জিতেছে বলে ডিমনি সাপোর্ট করতে হবে, এটা একেবারে ভুল যুক্তি। ইউপির ভোটে ডিমনি আদৌ সেরকমভাবে হয়ত ইস্যুও ছিলনা।

    ডিমনি একটা পলিসি ডিসিশান, কাজেই এর লং টার্ম এফেক্ট দিয়ে এটা ইভ্যলুএট করুন। ভোটে হারলো কি জিতলো তার সাথে ডিমনির সম্পর্ক নেই।
  • Biplob Rahman | 129.30.38.152 (*) | ২৯ মার্চ ২০১৭ ০২:৩০60816
  • পাড়ার লোকের মন ভাল না,
    মোর মদীকে দেয় কুমন্ত্রণা গো! :p
  • বিপিন | 83.189.180.205 (*) | ২৯ মার্চ ২০১৭ ০২:৫৭60817
  • ডিমানিকে বুজিরা কোনো কিছুতেই মেনে নেবে না মনে হচ্ছে। এবার কলকাতা গিয়ে অবশ্য নিজের আত্মীয়স্বজনের সন্গে কথা হোলো - প্রত্যেকেই ব্যাবসায়ী। তারা তো বললেন আর নয় ঘোর শিক্ষা হয়েছে - আগের মতো পুরো লস দেখাবেন না। এবার কিছুমিছু লাভ হয়েছে - তা হাত তুলে স্বীকার করে নেবেন।
  • ফরিদা | 132.176.155.5 (*) | ২৯ মার্চ ২০১৭ ০২:৫৭60827
  • Comment from S on 29 March 2017 00:28:27 IST 184.45.155.75 (*) #

    হ্যাঁ। আমার জায়গাটা নড়বড়ে। জানি, এই কথাগুলো দিয়ে তর্কে জেতা যায় না। কিন্তু লেখার উদ্দেশ্য তা ছিল না। লেখাটা দানা বাঁধছিল গতকাল অফিসে কিছু লোকজনের কথাবার্তার সময়ে। যেখানে আজকাল চুপ থাকি বেশির ভাগ সময়ে।

    মোদির পাতা ফাঁদে এইভাবে শুধু আমি একা নই, সারা দেশ পড়েছে। অন্ধরা সমর্থন করে চলেছে, যারা চোখে ভালো দেখেন না তাঁরা চুপ থাকছেন। যারা দেখতে পান বলে ভাবেন, তারা অপারগ। তাদের কথা শোনা যায় না।

    গত এক দেড় বছরে (কানহাইয়ার কেস খাওয়ার সময় থেকে) আমি বুঝেছি সংখ্যালঘু শব্দটার মানে কি। কেমন লাগে অফিসের করিডোর দিয়ে হেঁটে যেতে যেতে আচমকা অনুভব করা সামনের জটলাটি হঠাৎ চুপ হয়ে গেলে।

    লেখাটা সেইসব ক্ষোভ থেকে লেখা। কোনো কাজে লাগানর উদ্দেশ্য ছিল না।

    বাকিরা যারা পড়েছেন, লিখেছেন, মতামত দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই।
  • সিকি | 233.179.125.2 (*) | ২৯ মার্চ ২০১৭ ০৩:০৭60828
  • ফরিদাকে নতুন করে চিনছি। এর আগে নিজেকে এইভাবে চিনতাম।
  • dc | 116.201.164.230 (*) | ২৯ মার্চ ২০১৭ ০৩:৫৬60829
  • আমার আজকাল একটা ভয় হয়। বছর তিন চারেক আগেই অস্বস্তি শুরু হয়েছিল, এখন আস্তে আস্তে ভয় লাগচ্ছে - এই ভেবে, যে আমার মেয়ে বড়ো হয়ে কিরকম ভারতবর্ষ পাবে। আমি ছোটবেলার থেকে মেয়েকে শেখাই সব ধর্ম সমান, হিন্দু, মুসলমান, খ্রীস্চান, বৌদ্ধ, বাহাই, এসব নানান ধর্মের মানুষ হলেও মানুষগুলো একই। মেয়ে দুয়েকসময়ে আমাকে জিগ্যেস করে, আমরা কি হিন্দু? আমি বলি, আমার নিজের তো কোন ধর্ম নেই, আমি স্রেফ একটা লোক। তবে তুমি যদি চাও তো পছন্দমতো একটা ধর্ম বেছে নিতেও পারো, যদিও কোনটাই না বাছলে আমি সবচেয়ে খুশী হবো। এখন আমার ভয় হচ্ছে এই ভেবে যে মেয়ে যদি বন্ধুদের বলে ধর্ম স্রেফ বিভেদ তৈরি করে, তাহলে ওর বন্ধুরা কিভাবে রিঅ্যাক্ট করবে। যেভাবে অসহিষ্ণুতা বাড়ছে, তাতে এইসব কথা বলাও আর কতোটা সেফ থাকবে জানিনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন