এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Bishan Basu | 785612.35.671212.152 (*) | ২৭ সেপ্টেম্বর ২০১৮ ০৪:২৫62173
  • চমৎকার বিশ্লেষণ। এতক্ষণ ফেসবুকে বিভিন্ন লেখা দেখে রায়ের সম্পূর্ণ অর্থটাই গুলিয়ে যাচ্ছিল। বিষাণকে ধন্যবাদ।
  • Bishan Basu | 785612.35.671212.152 (*) | ২৭ সেপ্টেম্বর ২০১৮ ০৪:২৫62172
  • চমৎকার বিশ্লেষণ। এতক্ষণ ফেসবুকে বিভিন্ন লেখা দেখে রায়ের সম্পূর্ণ অর্থটাই গুলিয়ে যাচ্ছিল। বিষাণকে ধন্যবাদ।
  • pi | 7845.29.344512.220 (*) | ২৭ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৪৪62174
  • আবারো বাগ ঃ(
  • PM | 018912.210.012323.15 (*) | ২৭ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৫৯62175
  • বিষানবাবু বল্লেন
    "ফৌজদারি মামলা না হলেও, ব্যভিচারে জেলহাজত হতে পারে। ছেলেদের। মেয়েদের-ও।"

    এদিকে আনন্দবাজার বলছে--
    "পরকীয়া করার জন্য কারও জেল হতে পারে না। কিন্তু পরকীয়া ডিভোর্সের গ্রাউন্ড হতে পারে। "

    কোনটা ঠিক ?
  • pi | 7845.29.344512.220 (*) | ২৭ সেপ্টেম্বর ২০১৮ ০৫:০৪62176
  • কেউ আত্মহত্যা করলে হতে পারে, প্ররোচণার দায়ে।
  • dd | 90045.207.90045.7 (*) | ২৮ সেপ্টেম্বর ২০১৮ ০২:৩৬62177
  • আজকের TOI তে হেডলাইন, পরকিয়াতে আর জেলবাস হবে না adultery no longer a criminal affair : Adultery can take you to court, not to jail।

    পরিষ্কার।
  • sm | 2345.110.564512.45 (*) | ২৮ সেপ্টেম্বর ২০১৮ ০২:৪৯62179
  • হে হে, নারী বিরোধী রায়! খোদ দিল্লি নারী সুরক্ষা কমিশনের চেয়ার পার্সনের উক্তি!
  • Entorhinal Cortex | 891212.185.5678.71 (*) | ২৮ সেপ্টেম্বর ২০১৮ ০৪:২২62180


  • এর থেকে ভালো তুলনা দেওয়া সম্ভব নয়। আলি সায়েব জিন্দাবাদ।
  • সিকি | 894512.168.0145.123 (*) | ২৮ সেপ্টেম্বর ২০১৮ ০৫:০৪62181
  • বেনাবন এবং মুক্তো।
  • বিপ্লব রহমান | 9001212.30.5645.11 (*) | ২৮ সেপ্টেম্বর ২০১৮ ০৫:২১62182
  • কি গোজামিল!
  • 8) | 90056.160.011223.3 (*) | ২৮ সেপ্টেম্বর ২০১৮ ০৭:৪৭62183
  • ছেলেদের জন্যেই উইনিং সিচুয়েশন হল তো। বৌ পরকীয়া করলে ডিভোর্স দেওয়া যাবে। নিজে পরকীয়া করলে শাস্তি হবে না। (নিজে পরকীয়া করলে ডিভোর্স হতে পারে - ডিভোর্সের কেসটা আগেও নিশ্চয় ছিল - কিন্তু যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেরা অর্থনৈতিকভাবে স্বনির্ভর, সেহেতু ডিভোর্সে সমস্যা নেই।) আর যার সাথে পরকীয়া করা, তাকে বিয়ে করতেই হবে এমন কোনো নিদানও নেই। সুতরাং ...
  • sm | 785612.40.45.238 (*) | ২৮ সেপ্টেম্বর ২০১৮ ০৮:১২62184
  • এই রায়টা নারী দের সুরক্ষা রক্ষা করতে পারবে না।
    আগে পরকিয়া কারী পুরুষের শাস্তির যে ভয় ছিলো, সেটা থাকবেই না।
    সমাজের সব স্তরেই এর এফেক্ট পড়বে।
    ধনী ব্যক্তি চুটিয়ে পরকিয়া করবে।
    নিন্মবর্গের লোকজন ও শাস্তির ভয় নেই বলে, স্ত্রী সন্তান কে অবহেলা করবে।
    আলটিমেটলি এফেক্ট পড়বে সেই বিবাহিতা নারী ও তাঁর সন্তান দের ওপর, যার আর্থিক নিরাপত্তার অভাব রয়েছে।
    আইদার তাঁকে ব্যভিচার মেনে নিতে হবে বা সন্তান দের নিয়ে সে,পথে বসবে।
    ওদিকে যে নারীরা বহুগামী, তাদের সন্তান দের পিতৃ পরিচয় নিয়ে ধুন্ধুমার হবে।
    বিন্দু মাত্র সন্দেহ হলে, পতি ডি এন এ টেস্ট এর দাবী জানাবে।
    যদি দেখা যায় তিন সন্তানের জননীর একজনের পিতা , বাইয়োলোজিক্যাল ফাদার নয়, তাহলে সেই সন্তানের দেখভালের দায়িত্ব কে নেবে?
  • T | 342323.176.2367.109 (*) | ২৮ সেপ্টেম্বর ২০১৮ ০৮:৩৪62185
  • যদা যদা হি ধর্মস্য...
  • | 781212.194.90067.144 (*) | ২৮ সেপ্টেম্বর ২০১৮ ০৮:৫২62186
  • ইয়ে আগেও তো পরকীয়া করলেই ভয় ছিল না , শুধু বিবাহিত মহিলাদের সঙ্গে করলেই ভয় ছিল। তো দেশে কি কুমারী, বিধবা কন্যার কম পরিয়াছে? সোস্যাল মিডিয়ার কথা শুনে মনে হচ্ছে পরকীয়া যেন হাতের নাড়ু টপ করে গিলে ফেললেই হয়, আর কেমন যেন সব্বাই করেই যাচ্ছে। ইশ কেন যে আমি চারপাশে এত হিরো হীরালাল দের দেখি না! নিম্নবর্গের ঘরে ঘরে বৌকে ছেড়ে পালিয়ে যাওয়া যে ঘটে, তার কত % অন্যের বৌকে নিয়ে পালায় আর কত % কুমারী মেয়ে নিয়ে পালায় সেই স্টাটিস্টিক্সটাও আমার জানা নেই। ... বিবাহ জিনিসটা অন্তত উচ্চবিত্ত বা মধ্যবিত্ত সমাজে যে ট্রাস্ট নামক একটি জটিল কনসেপ্টের ভরসায় বাঁচে, এই আইনের বদলে তাতে কি আদৌ কোন ছাপ পড়বে? বিবাহ বহির্ভুত সম্পর্কে জড়িয়ে থাকা স্বামীদের আর্থিক নিরাপত্তাহীন স্ত্রীরা আজও সব মেনে নিয়েই বাঁচেন, কালও তাই বাঁচবেন। আসলে বিয়ে করা বৌ , তার আবার নিজের ইচ্ছে কি? আমি যা বলব , তাই হবে - এই হল আসল কথা।
  • সিকি | 894512.168.0145.123 (*) | ২৮ সেপ্টেম্বর ২০১৮ ০৯:২১62187
  • মনে পড়ে গেল, অনেক অনেক দিন আগে, ব্রিটিশ সরকার যখন আইন করে বলল বিধবাবিবাহ রীতিমত জায়েজ ব্যাপার, এই রকমের দাপাদাপি করেছিল তখনকার পাঁড়েজী-পোষ্যেরা। এই রকম কত লজিক উঠেছিল, কত কাদা ছিটিয়েছিল, ঐ বুঝি এল বিদ্যেসাগরের চ্যালারা আমাদের ঘরের বেধবাদের উঠিয়ে নিয়ে যেতে, মার শালাদের, হাত ভেঙে দে ...
  • sm | 785612.40.45.238 (*) | ২৮ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৩২62188
  • বিদ্যাসাগরের সময় তুমি ছিলে, কাট পিস!
    এক্ষুনি আবার ঠোঁট ফুলিয়ে কাঁদতে শুরু করবে, আমায় তুমি করে বলবেন না। আমি আপনার নিকট!))
  • Amit | 9003412.218.8967.17 (*) | ২৮ সেপ্টেম্বর ২০১৮ ১০:০৬62189
  • আহা সিকি । এ ভাবে বলবেন না। বুঝতেই তো পারেন কি ধরণের হতাশা থেকে এই খাপ মানসিকতা আসে । মুজতবা আলী বহুকাল আগেই লিখে গেছেন । Cortex কে ধন্যবাদ লেখাটা তুলে দেওয়ার জন্য ।
  • সিকি | 894512.168.0145.123 (*) | ২৮ সেপ্টেম্বর ২০১৮ ১০:১৩62190
  • বুঝতে পারছি তো :)
  • sm | 785612.40.45.238 (*) | ২৮ সেপ্টেম্বর ২০১৮ ১০:১৭62191
  • যা বুঝেছি বলছি-।পরকীয়া যদি কোন অবিবাহিত নন মাইনর মহিলার সঙ্গে হয়(ধরে নিলাম কনসেন্ট আছে) তাহলে কি হবে?
    মহিলার বাড়ির লোক এফ আই আর করতে পারে, সম্ভ্রমহানি হয়েছে বলে। আর বিবাহিত পুরুষের স্ত্রী ডিভোর্স এর কেস করতে পারে।
    এবং দরকার পড়লে, মানসিক অশান্তি হয়েছে, এই গ্রাউন্ডে ৪৯৮ এ অবধি করা সম্ভব।সুতরাং রক্ষা কবচ আছেই।
    কিন্তু নতুন এমেন্ডমেন্ট এর দরুন বিবাহিত ব্যভিচারী পুরুষ টির অন্তত ৪৯৭ ধারা অনুযায়ী কোন শাস্তির ভয় থাকছে না।
    এতে করে ধনী লোক লিয়র করতে পারে, আর্থিক ভাবে পিছিয়ে থাকা কোন ভালনারেবল নারী কে।খুবই সম্ভব।
    ওই নারীর দরিদ্র পতির কিছু করার ই নেই এক্ষেত্রে।
    সন্তান দের নিয়ে প্রবলেম এর কথা আগেই বলেছি।
  • সিকি | 894512.168.0145.123 (*) | ২৮ সেপ্টেম্বর ২০১৮ ১১:২৭62192
  • লিয়র, লিয়র!! :D
  • sm | 785612.40.45.238 (*) | ২৮ সেপ্টেম্বর ২০১৮ ১১:৩২62193
  • sm | 785612.40.45.238 (*) | ২৮ সেপ্টেম্বর ২০১৮ ১১:৩৩62194
  • গবেট এর জন্য।))
  • একক | 3445.224.9002312.62 (*) | ২৯ সেপ্টেম্বর ২০১৮ ০৩:১৯62196
  • যে পরকীয়া সম্পর্কে আছে সে ভিকটিম হতে যাবে কোন দুঃখে ???
    কনসেন্ট নেই ? তাহলে তো সিম্পলি রেপ কেস ।
    কনসেন্ট আছে ?? তারমানে কেও কোনো ভিকটিম নয় ।

    উইথ কনসেন্ট পরকিয়াতে থাকা মহিলাকে ভিকটিম ভাবাই ম্যাচো মানসিকতা , উল্টোটা নয় । লেডিজ সীট এর যুক্তিটা এখানে খাটেনা কারন বাসে মহিলাদের কোনো কনসেন্ট দেওয়ার এজেন্সি নেই যে পাশে পুরুষ বসবে কী বসবে না । তাই আলাদা করে লেডিজ সীট । সম্পর্কের ক্ষেত্রে কনসেন্ট টাই ফাল্ক্রাম । তুলনা করতে হলে সেরকম কোনো মডেল এনে করতে হবে । পেটের ভেতর গুরগুর আর , হরিয়ানা টেনে কথা সাজালেই হলো নাকি :))

    কনসেন্ট । সিঙ্গল ওয়ার্ড । এটাকে গুরুত্ব দিতে এখনো ভারতীয়দের বিস্তর ফাটে ।
  • সিকি | 670112.199.90089.14 (*) | ২৯ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৩২62197
  • আর ভাই ...
  • sm | 7845.11.9006712.196 (*) | ২৯ সেপ্টেম্বর ২০১৮ ০৪:১৯62198
  • এখানে ভিকটিম তো পরকিয়া কারি মহিলা নয়। ভিকটিম হলো তার পতি ও ফ্যামিলি মেম্বার।
    ৪৯৭ ধারায় ছিল পতির কনসেন্ট থাকলে, পরকিয়া চালানো যেতে পারে, তার পত্নীর সঙ্গে।এখানে পতির কনসেন্ট মানে কি?অর্থাৎ এই পরকিয়ার কথা ওই নারীর পতি জানে। না জানিয়ে চুরি ছিপা কিছু চলছে না। এখানেই সুপ্রিম কোর্টের আপত্তি। অর্থাৎ নারী ওই পুরুষের সম্পত্তি নয়।
    বেশ তো, পরকিয়া করতে হলে, নারী বা পুরুষ দুজনেই তাদের লাইফ পার্টনার আই মিন বিবাহিত পার্টনার কে জানিয়ে করুক না কেন।
    এতো এমন জিনিস নয় ,ক এর বাগানে চারা গাছ লাগানো হবে আর খ এর বাগানে ফুল হয়ে ফুটবে এবং খ কে পরিচর্যা করতে হবে।
  • 8) | 2345.110.233412.76 (*) | ২৯ সেপ্টেম্বর ২০১৮ ০৫:১৫62199
  • একক, রেপ ভিকটিমের কথা বলা হল। একটু মনোযোগ দিয়ে পড়লেই দেখা যাবে। প্রকৃত পরকীয়া নিয়ে কিছুই বলা হয় নি। রেপ কেস এ ভিকটিমের (স্পেশালি বিবাহিত মহিলা) কনসেন্ট ছিল প্রুফ করে কি বাড়তি সুবিধে পাওয়া যাবে সেকথাই বলা হল।
  • অভি | 7845.11.564512.82 (*) | ২৯ সেপ্টেম্বর ২০১৮ ০৫:২৩62200
  • আচ্ছা ভালো কথা, এতদিন তো ৪৯৭ ছিল। রেপ কেসে রেপ না হলেও অ্যাডাল্টারির অভিযোগে ধরা হয়েছে অপরাধীকে, এমন উদাহরণ নিশ্চয় গুচ্ছ আছে। কী বলেন? মানে ৩৭৫ দিয়ে সুবিধে করা যাচ্ছে না, তাই ৪৯৭ দিয়ে পাকড়াও করা হলো, ন্যায়বিচার সুনিশ্চিত হলো, এরকম এক দুটো উদাহরণ যদি দেওয়া যায়... :(
  • Du | 7845.184.1256.215 (*) | ২৯ সেপ্টেম্বর ২০১৮ ০৬:০৯62201
  • রেপ ভিক্টিমকে নিয়েও চিন্তার কিছু নেই। আগে বরং পতি অনুমতি ছিল বয়ান দিয়ে কেস গুবলেট করতে পারতো স্ত্রীর অনুমতির প্রশ্নই উঠতো না। এখন ভিকটিম নিজের অনুমতি নিয়ে ফাঈট দিতে পারবে।
  • sm | 785612.40.12.184 (*) | ২৯ সেপ্টেম্বর ২০১৮ ০৬:১৬62202
  • এরকম কিছু শুনি নি, কোনদিন। যেখানে ভিকটিম কে কিছু বলতে দেওয়া হয় নি কোর্টে।
    --
    যাই হোক ইন্ডিয়া কানুন এ এরকম সহস্র কেস এর উদাহরণ আছে।
    অভি, চাইলে দেখতে পারেন।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন