এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 232312.164.4578.212 (*) | ২৪ জুন ২০১৮ ০৪:৫৮63469
  • গৃহশ্রমিকদের রোববার ছুটি মাস্ট করা উচিত। তাছাড়া পুজোর সময়ে (যে রাজ্যে যেটা বড়ো পুজো, যেমন তামিল নাড়ুতে পোঙ্গাল) এক/দেড় মাসের মাইনে বোনাস দেওয়া মাস্ট করা উচিত। অনেক জায়গাতেই কাজ হিসেবে মাইনে ঠিক হয়, যেমন শুধু ঘর পরিষ্কার ছশো টাকা, শুধু বাসন মাজা আটশো টাকা ইত্যাদি (এটা ফ্যামিলিতে কজন লোক আর দিনে কবার আসতে হবে তার ওপরেও ডিপেন্ড করে)। এগুলো ছাড়া আরেকটা জিনিস অবিলম্বে বন্ধ করা উচিত, সেটা হলো আবাসনের গেটে সমস্ত গৃহশ্রমিকদের রেজিস্টারে সই আর ব্যাগ সার্চ। কিন্তু এটা কি করে বন্ধ হবে জানিনা, কারন আবাসনের বাসিন্দারাই এরকম চায়। হোয়া গ্রুপে লিখে দেখেছি কোন লাভ হয় নি।
  • ... | 893412.75.6712.51 (*) | ২৪ জুন ২০১৮ ০৫:০৬63470
  • আমার অফিসে ঢোকার আর বেরোনোর সময় ব্যাগ চেক হয়। এখন চেকিংটা মেশিনে স্ক্যান হয়। কার্ড ট্যাপ করে ঢুকতে হয়। কাজের মেয়েদের একই জিনিস করলে আপত্তি কেন? এটাও তো এদের কর্মক্ষেত্ৰ।
  • bodhisattva dasgupta | 2345.110.676712.37 (*) | ২৪ জুন ২০১৮ ০৫:২৪63471
  • ক। একদম।
    খ। মূলত ফরমাল কন্ট্রাক্ট দরকার। ডুগনিটির ক্লজ ও থাকা উচিত। ৫৪ টাকা চেয়েছেন ঘন্টায় , পি এফ ট্রাস্ট ই এস আই এগুলো নিয়ে কিছু বলেন নি বিশ্বাস হয় নি, মেডিয়া হয়ত কভার করে নি। ২০০৪ এ সোনিয়া গা ন্ধী এই প্রোপোজাল এনেছি লেন। তার পরে উচ্চ বাচ্য শুনি নি।
    গ। একদম না, সর্বত্র বন্ধ হলে ভলো হয়।
  • h | 2345.110.676712.37 (*) | ২৪ জুন ২০১৮ ০৫:২৫63472
  • *ডিগনিটি
  • dc | 232312.164.4578.212 (*) | ২৪ জুন ২০১৮ ০৫:৫৫63473
  • ..., ফর্মাল সেক্টরে কর্মরত একজন এমপ্লয়ির সাথে একজন গৃহশ্রমিকের তুলনাটা বড্ডো ফারফেচেড হয়ে গেল।
  • pi | 7845.29.452323.57 (*) | ২৫ জুন ২০১৮ ০১:২০63501
  • ধুদ্দুর, লিখতে লিখতে ফোন বন্ধ। সব গেল।

    আর লিখ্তে পারছিনা।

    এখুনি, মিলন দলুই বলে কারুর পোস্ট চোখে পড়ল। পিটিদার পোস্টের কথা মনে পড়ল।

    'একই অফিসে একই কাজে একজনের মাসিক বেতন একজনের সারা বছরের মোট বেতনের সমান।
    ভারত আমার ভারতবর্ষ
    স্বদেশ আমার স্বপ্ন

    কেন্দ্রীয় সরকারী অফিস।এইসব কর্মচারীদের নাম DRM, daily rated majdur. ঘন্টার ভিত্তিতে মাইনে দেওয়া হয়। no work no pay. ছুটি নেই। সরকারী খাতায় এদের নাম নেই। কিন্তু এরা না থাকলে অনেক দফতরের কোমড় ভেঙে পড়বে।এদের জন্য লোক দেখানো আন্দোলন হয়,অনেক দাবীর মাঝে খুব হালকা করে এদের কথা লেখা থাকে। ভাবলে অবাক হবেন,প্রতি মাসে এরা নিজেদের প্রাপ্য বেতনটুকুও পায় না। তিনমাস - চারমাসও লেগে যায়"

    এটা কিন্তু সত্যিই হয়। প্রাইভেটে হয়তো আরো বেশি। প্রাইভেট ডায়াগ্ন্স্টিক সেন্টারে ডিএকএলটি বিএমর্লটি পাশ ল্যাবটেক, সারাদিন খেটে, ৪-৫০০০ টাকা মাসে।

    সিকিওরিটি ঈঃ ও তাই। তার ওপর বড় অংশ ঢোকে কন্ট্রাক্টরের হাতে। এদিকে পুরো দেস্গই প্রায় আউটসোর্সিং, কন্ট্রাক্টরের হাতে।
    ইউনিয়ন করার উপায় নাঈ।

    ইউনিয়ন সবেতে দরকার।

    তবে পিটিদার পোস্টের প্রশ্ন ধরেই, আমি গৃহশ্রমিকদের ন্যূনতম মজুরি
    বৃদ্ধি ও ইউনিয়নের পুরো পক্ষে থেকেও একটা জায়গায় এসে প্যারাডক্স মনে হয়, অন্তত এই নন-আদর্শ সমাজে।

    এই সমাজে নিম্নবিত্তরা, দুজনেই উদয়াস্ত বাইরে খাটলে ঘরের কাজের জন্য কোন হেল্প সার্ভিস আফোর্ড করতে পারবেন না, তাই তো? কাজের দিদি মাসিরা, কি চা বাগান, ইঁটভাটার শ্রমিকদের দেখেছি যেমন, কাজে এলে একটু বড় বাচ্ছা ( মানে ৬ পের্লেই বড়), র উপর ঘরের কাজের জন্য নির্ভরশীল।

    এই প্যারাডক্সের কী সমাধান, আজকের সমাজে?
  • sm | 2345.110.894512.13 (*) | ২৫ জুন ২০১৮ ০১:৫১63502
  • পিটি, বামপন্থী হলেও সামন্ত্র তান্ত্রিক মানসিকতার শিকার!
    পিটি বা অন্য অনেক এই ধরে নিয়েছেন, কাজের লোকের বেতন মাসে দশ হাজার ছাড়ানো, অতি আশ্চর্য্য ব্যাপার।এক্কেরে, না মুমকিন।
    কারণ যে চায়ের দোকানের মালিক নিজেই মাসে পনেরো হাজার টাকা ইনকাম করে, সে কি করে পাঁচ হাজারের বেশি বেতন দেবে, তার কাজের এসিস্ট্যান্ট কে!
    কিন্তু ডায়াগনসটিক সেন্টারের মালিক মাসে পাঁচ লাখ কামালেও ,কাজের লোক কে পাঁচ হাজারই বেতন দেবে।তখন প্রশ্ন করি না।
    অর্থাৎ আমরা ধরেই নিয়েছি পাঁচ হাজার হলো, কাজের লোকের বেতন।
    এই ধারণা ভাঙতে চাই ,মিনিমাম ওয়েজ এর আইন।
    যেমন, দু বছর আগে কলকাতায় ভাড়ার ড্রাইভার এর রেট ছিল ২৫০টাকা প্রথম পাঁচ ঘন্টা ও তার পরে ৩০টাকা প্রতি ঘন্টা।
    এখন রেট প্রথম ৫ঘণ্টায় ৩৫০ও তারপর ঘণ্টা প্রতি ৫০টাকা।
    দু বছরে বেড়েছে ৪০শতাংশ!কোন আন্দোলন ছাড়াই।
    আইন করে, এটাই ১০০টাকা পার ঘণ্টা করা যায়। ইন্সুরেন্স ও বাধ্যতামূলক করা যায়।
    এখনই সেন্টার থেকে কাজের লোক নিলে ঘণ্টা প্রতি পাঁচশোর বদলে ১০০টাকা করাই যায়।
    কারণ অধিকাংশ সময় আমাদের একঘন্টা দরকার হলেও সস্তা বলে কাজের লোক কে ৫ -- ৬ঘণ্টা আটকে রাখি।
    এই অভ্যেস ও বদলানো দরকার।
    প্রবলেম একটাই, ভারতে লোক সংখ্যা এতো বেশি, যে কাজের ঘণ্টা কমিয়ে দিলে,অনেক শ্রমিকের পেটে লাঠি পড়বে।
    এনি ওয়েজ, হিউম্যান লেবার খুব মূল্যবান।
    বিদেশে কিছু বুড়ো বুড়ির মুখের কাছে বসে থাকলেই ঘণ্টা প্রতি ৫০০টাকার বেশি রোজকার সম্ভব। কাজের ও অভাব হবে না।
  • pi | 7845.29.452323.57 (*) | ২৫ জুন ২০১৮ ০২:০২63503
  • আমার পোস্টে ইউনিয়ন করে সবার স্যালারি একসাথে বাড়বেনা ধরে নিচ্ছি। ধরে নেওয়াটা বাস্তব পরিস্থিতির উপরেই।
    সব জায়গায় একসাথে এই ইইনিয়ন ও মজুরি বাড়ার আন্দোলন না করলে সমস্যা আছে।
  • Ishan | 2390012.189.892312.15 (*) | ২৫ জুন ২০১৮ ০২:০৪63504
  • বাজার-নির্ধারিত যে দাম, আইন করে দাম তার থেকে অনেক বাড়িয়ে দিলে কালোবাজারি বাড়ে। মজুরির ক্ষেত্রেও একই যুক্তি প্রযোজ্য। বাজার-নির্ধারিত মজুরির চেয়ে আইনী মজুরি অনেক বেড়ে গেলে 'বে-আইনী' মজুরের সংখ্যা বাড়বে। সেটা আটকানোর একটা উপায় হল শক্তপোক্ত মজুর সংগঠন। কিন্তু তাতেও মাইনে বহু উপরে তুলে দেওয়া মুশকিল।

    ড্রাইভারদের যে হাল আমলে মাইনে বেড়েছে, সেটা যোগান-চাহিদার নিয়ম মেনেই। একই ভাবে শহরে গৃহশ্রমিকদেরও কিছু মাইনে বেড়েছে। যোগান এবং চাহিদাকে টপকে কৃত্রিম পদ্ধতিতে মাইনে অনেক বাড়ানো খুবই চাপ।
  • Ishan | 2390012.189.892312.15 (*) | ২৫ জুন ২০১৮ ০২:১৮63505
  • খুবই ছোট্টো করে ভাবুন, যাকে বলে মাইক্রো লেভেলে। ধরুন রামী একজন নিয়োগকর্ত্রী। তিনি একদিন সকালে উঠে শুনলেন গৃহসহায়িকাদের মাইনে বেড়ে, ধরুন ৩ থেকে ১০ হাজর হয়ে গেছে (সংখ্যাগুলো আরবিট)। এবার, তাঁর হাতে তিনটে অপশন। এক, পরের মাস থেকে ১০,০০০ টাকা বেতন দেওয়া। বিনা বাক্যব্যয়ে। দুই, খরচ সাশ্রয় করা। কাজের লোক এক্বারেই বয়্বহার না করে বা খুব কম ব্যবহার করে বাড়িতে ডিশ ওয়াশার, ওয়াশিং মেশিন, এইসবে ইনভেস্ট করা। তিন, কাজের লোকের সংগে ইনফর্মালি নেগোশিয়েট করা। 'অত টাকা দেবনা, কিছু বাড়াচ্ছি' ইত্যাদি। বাস্তব পৃথিবীতে এই দুই আর তিন একই সংগে ঘটার কথা।

    উল্টোদিকে একজন গৃহসহায়িকা, ধরুন যমুনা, তিনি কী করবেন? তাঁরও একাধিহ্ক অপশন। এক, ১০,০০০ টাকার নিচে কাজ করবেন না। দুই, তিনি হিসেব করে দেখবেন, রামীর দুই আর তিনে তাঁর কী লাভ। রামী একটা ডিশওয়াশার আর একটা ওয়াশিং মেশিন কিনলে যমুনার কাজ দিনে, ধরলাম এক ঘন্টা করে কমে যাবে। ৮ ঘন্টায় ৩০০০ টাকা করে পেলে যা হত, ৬ ঘন্টায় ১০,০০০ করে পেলে হয়তো তার চেয়ে কমই হবে (অংকটা এখানে মিললনা, কিন্তু এগুলো কেবলই উদাহরণ দেবার জন্য সংখ্যা)। মোদ্দা কথা, তাঁর কাজের বাজার কমবে। অতএব তিনিও নেগোশিয়েট করার চেষ্টা করবেন। এবং রামীর সঙ্গে একটা বোঝাপড়ায় আসবেন।

    বাস্তব এর চেয়ে কমপ্লেক্স। কিন্তু পয়েন্টটা হল, ইনফর্মাল সেক্টরে এইসব নেগোশিয়েশন চলবেই।
  • sm | 2345.110.894512.13 (*) | ২৫ জুন ২০১৮ ০২:২১63506
  • বাড়ানো সম্ভব মার্কেট এর যুক্তি তেই। সরকারি চাকুরে দের বেতন বেড়েছে, ব্যবসাদার দের মুনাফা বেড়েছে, চিকিৎসার খরচ বেড়েছে,ফ্ল্যাটের দাম, ওষুধের দাম বেড়েছে,; এদের ই বা বাড়বে না কেন?
    মাইন্ড সেট চেঞ্জ করতে হবে। সরকার কে এগিয়ে আসতে হবে, নতুন আই ডিয়া নিয়ে।
    আজকে যেমন রাজপুর না কোথাকার পুরসভার একটা নতুন আইডিয়া পেলাম
    এই অঞ্চলে লোক সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে।
    তাই পুরসভা, কাজের লোক, পুরোহিত, ড্রাইভার এই সব জোগান দেবার নিমিত্ত সেন্টার খুলেছে। কারণ নতুন অধিবাসীরা খুব সমস্যায় পড়েন।
    একটি ফোন করলেই যা চাই পাবেন, সঙ্গে পুরসভার নিরাপত্তা।
    রেট বাজার দরের থেকে একটু বেশি।
    এভাবে সরকার এগিয়ে এলেই বাড়বে।
    সামান্য ট্রেনিং দিয়ে দিলেই, প্লাম্বার বা কর্পেন্টার এর রেট বাড়বে। পরিষেবা গ্রহণ করতে গেলে ক্রেতা আপত্তি জানাবে নাএকটু নতুন রাঙতায় মুড়ে বিক্রি করলেই হবে।
    লোক পাঁচশো টাকা বেশি দিয়ে তৎকালের টিকিট কিনছে তো!
  • sm | 2345.110.894512.13 (*) | ২৫ জুন ২০১৮ ০২:২৭63507
  • চতুর সরকার, নতুন ফ্ল্যাট কিনতে গেলে ১২পার্সেন্ট জি এস টি নিচ্ছে। স্ট্যাম্প ডিউটি কিন্তু বন্ধ করে নি। আয়রণি হলো, এই জি এস টি আপনি,প্রোমোটার কে দেবেন। সে আপনার হয়ে সরকার কে জমা দেবে। পরে, প্রোমোটার সরকারের কাছ থেকে ইনপুট ট্যাক্স ক্রেডিট ফেরত পাবে আর ক্রেতা পাবে লব ডঙ্কা!
    কে কি বলবে?ক্রেতার থেকে টাকা নিয়ে প্রোমোটার ও সরকারের পকেট ভরানো। একেই বলে ট্রিক, ম্যাজিক, ভোজবাজি!সরকার পারে না এমন জিনিস নেই।
  • PT | 340123.110.234523.5 (*) | ২৫ জুন ২০১৮ ০৩:০৩63508
  • "পিটি, বামপন্থী হলেও সামন্ত্র তান্ত্রিক মানসিকতার শিকার!"
    ব্রেশ, ব্রেশ!!
    ঐ যে পিটি লিখেছে আগেঃ মেসি বা মাসি দুজনকে নিয়েই বাঙালী হৃদয় দিয়ে তক্ক করে-যেমনটি করেছিল সিঙ্গুর-নন্দীগ্রাম নিয়ে।

    "যেমন, দু বছর আগে কলকাতায় ভাড়ার ড্রাইভার এর রেট ছিল ২৫০টাকা প্রথম পাঁচ ঘন্টা ও তার পরে ৩০টাকা প্রতি ঘন্টা। এখন রেট প্রথম ৫ঘণ্টায় ৩৫০ও তারপর ঘণ্টা প্রতি ৫০টাকা।"
    ঐ একই সময়ে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের DA বৃদ্ধিটা (যেটার সঙ্গে পাল্লা দিতে পব-র সরকারের ল্যাজে-গোবরে অবস্থা) একবার বুঝতে পারলে ২৫০ আর ৩৫০-এর খুব একটা ফারাক থাকবে না।

    তবে এই হচ্ছে প্যারাডক্সঃ "জঙ্গী ইউনিঅন দর্কার যাতে , পরের স্টেপ টা একসিলারেট করে। " পব-র থেকে সব কারখানা নাকি পাত্তারি গুটিয়েছিল জঙ্গী ইউনিয়নের কারণে? আর সেজন্যে sm-এর মত বামবিরোধীরা বাইটে বাইটে এখনো জ্যোতি বাবুর মুন্ডুপাত করেন!!

    h
    ইউনিয়ন হোক, মাইনে বাড়ুক, ডিগনিটি বাড়ুক.....কিন্তু যেটা বোঝা গেল না সেটা হচ্ছে যে বাবু বা বিবির পকেটে রেস্ত না থাকলে পরিচারিকার মাইনে কোথা থেকে আসবে?
    রান্নার লোক ১৭০০+কাজের লোক ১৫০০+মালি ১২০০ঃ এই ৪৪০০ টাকার জোগান হতে গেলে বাবু+বিবির আয় কম করে কত হওয়া উচিৎ? আর সেই রোজগার কটা বাড়িতে আছে?

    তো নার্সদের ইউনিয়নের কি খবর? সিকিউরিটি গার্ডদের ইউনিয়ন কেমন চলছে? রিক্সাচালকেরা ইউনিয়ন করে কেমন আছেন?

    এবার কি তবে সেই খেলা হবে? যেমনটি কলকাতার প্রাইভেট নার্সিংহোমগুলো খেলছে? কেরলা বা উত্তর-পূর্ব ভারত থেকে নার্স আসছে বাঙ্গালীদের বদলে!! বিহার, ঝাড়খন্ড থেকে এবারে মেয়েরা আসবে কলকাতায় কাজ করতে?

    কেউ কেন আসল পরিবর্তনের কথা বলছে না?
  • pi | 7845.29.125612.166 (*) | ২৫ জুন ২০১৮ ০৩:২৩63509
  • আমার প্রশ্ন, ড্রাইভার, সিকিওরিটি, রান্নার মাসি কি প্রাইভেট কোঙ্গ এ ৬-৭০০০ কি আরো কম টাকায় চাকরি করা লোকজনের নানাজাতীয় সার্ভিস পাওয়ার কী ব্যবস্থা হবে?
    যদি না, বাকি সবারই স্যালারি অনেক বাড়ে। কিন্তু তাও অসাম্য থাকবেই। ড্রাইভার রান্নার জন্যে কাউকে এই নতুন মজুরি দিয়ে রাখতেই পারবেন সেই পরিস্থিতিতে, কিন্তু গাড়ি কিনে সেই গাড়িতে ড্রাইভর রাখার মত সামর্থ্য তাঁর পরিবারের হবে? বিলাসিতা ছাড়লাম, অন্যদের যে কাতণে দরকার হয়, সেই কারণেই ওঁদের দরকার তো হতে পারে। এই জায়গাটা প্যারাডক্সিকাল মনে হচ্ছে।
  • বিপ্লব রহমান | 340112.231.126712.74 (*) | ২৫ জুন ২০১৮ ০৩:৪০63474
  • কাজের লোকের ইউনিয়ন, সাপ্তাহিক ছুটি, নিয়োগপত্র, আত্মসন্মান?

    এপারে এগুলো এখনো অলীক বলে মনে হয়।
    এখনো কতশত শিশু আলপনা প্রতিদিন শিক্ষিত ভদ্রলোকের বাসায় বিভৎস শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে চলেছে।

    গৃহশ্রমিকের অধিকার আদায়ে বাংলাদেশের ট্রেড ইউনিয়নগুলোকে হয়তো আরো অনেকটা পথ পাড়ি দিতে হবে!

    আনন্দবাজার গোষ্ঠী গৃহ শ্রমিকের ইউনিয়ন ধারণার বিরোধী শ্রেণী স্বার্থে। রেনুর মা বা গীতা মাসিদের সম্পর্কের ফ্যান্টাসি আসলে সামন্ত অবশেষের উচ্ছিষ্ট। এগুলো অধিকার বন্ধের ছুতো হিসেবে সসি। যেন মহেশের মায়ায় ট্রাক্টর দিয়ে চাষ বন্ধের ফতোয়া!
  • sm | 2345.110.9004512.200 (*) | ২৫ জুন ২০১৮ ০৩:৫৫63475
  • কে যে কার প্রতি সহানুভূতিশীল বোঝা দায়। কাজের মাসি, কাজের লোক;এদের প্রতি দরদের কমতি দেখি ন। কেউ দিদি বলে ডাকে, তো কেউ চেয়ারে বসিয়ে টেবিলে খেতে দেয়।
    যদি ট্রেড ইউনিয়ন হয় ;হোক। এসব ছুটি ছাঁটার দাবি হলো, ফালতু পয়েন্ট কুড়ানো লেখা।
    কাজের লোকের বেতন ঘণ্টায় পাঁচশো টাকা করে দাও। যার যতটা ইচ্ছে খাটবে। বেশি কাজ করলে বেশি কামাবে। গৃহ কর্তা/কত্রীরা, নিজের স্বার্থেই কাজের সময় কমিয়ে দেবে,একস্ট্রা ছুটির ব্যবস্থা হয়ে যাবে।
  • Bodhisattva Dasgupta, kolkata | 2345.110.676712.37 (*) | ২৫ জুন ২০১৮ ০৪:১৫63476
  • তো মানুষে কোথায় খাবে কি আলদা এটা কোনো ইসু হল, ডিমান্ড / কমার্স ড্রিভেন লজিকের কথা শোনা যায় মিনিমাম ওয়েজ এর কথা উঠলেই, এট চেনা ট্রোপ, কিন্তু ঘন্টায় ৫০০ টাকা র দাবী সমর্থন না করার কোন কারণ দেখি না। দ্যাট ইজ গুড।
  • | 453412.159.896712.72 (*) | ২৫ জুন ২০১৮ ০৪:৪০63477
  • অভিজিৎএর লেখা আর ডিসির পোস্টের সাথে একমত।

    ডিসি , আমাদের হাউসিঙে ব্যাগ চেকিং বন্ধ হয়েছে গৃহসহায়িকাদের সঙ্ঘবদ্ধ প্রতিবাদে। গেটে সিকিউরিটি গার্ড প্রচুর হ্যারাস করত, তারপরে একবার এক সিকিউরিটি গার্ড একজনের ব্যাগে একজনের দেওয়া পেস্ট্রি দেখে খাবলে একটু খেয়ে নেয়। এরপরেই সকলে মিলে তুমূল প্রতিবাদ করে। এখন নিয়ম হল কেউ কিছু দিলে (মানে জামাকাপড়, ব্যাগ বা অন্য কিছু) চালান বানিয়ে দেবে, গেট থেকে কল করে কনফার্ম করে নিয়ে ছেড়ে দেয়।
  • ... | 9001212.56.900900.176 (*) | ২৫ জুন ২০১৮ ০৫:১১63478
  • সেটা সিকিউরিটি গার্ডের দোষ। ক্ষমতা পেয়ে আমরা ভুলে যাই যে আমরাও একই শ্রেণীভুক্ত।
    আর কোন তুলনাই far fetched নয়। এটা আমাদের মানসিকতার সমস্যা যে কাজের মানুষের ব্যাগ চেক হচ্ছে মনে নিশ্চয়ই তাকে চোর ধরে নেওয়া হচ্ছে।
  • PT | 340123.110.234523.23 (*) | ২৫ জুন ২০১৮ ০৫:৩৩63479
  • ঘন্টায় ৫০০....মানে রেণুবালা তিন বাড়িতে কাজ করে বলে দিনে তার আয় ১৫০০.....অর্থাৎ মাসে ৪৫,০০০? আমি অঙ্কে কাঁচা বলে বুঝতে পারিনি নাকি গুণে ভুল করলাম?
    কেন্দ্রীয় সরকারী গবেষণাগারে NMR-মেশিন বা X-ray মেশিন চালাচ্ছে যে সকল কন্ট্র্যাকচুয়াল মানুষেরা প্রতিদিন ৮ ঘন্টা করে তাদের কারোরই মাস-মাইনে ৯০০০-এর বেশী নয়। তাদের নিয়ে বিপ্লবটা আগে সারলে হয়না?

    খেলার মেসি কিম্বা কাজের মাসি সব ব্যাপারেই বাঙালিকে কি হৃদয় দিয়ে তক্ক করতে হবে?
  • bodhisattva | 2345.110.675612.15 (*) | ২৫ জুন ২০১৮ ০৫:৪৫63481
  • এটা খুব কমন যে অফিসে বডি সার্চ হয় শুধু ব্লু কলার জবার দের, হাউসিঙ্গ এ শুধু ব্যাগ সার্চ হয় একই ভাবে, ফ্ল্যাট ওনার বা তার গেস্ট দের না।
  • bodhisattva | 2345.110.675612.15 (*) | ২৫ জুন ২০১৮ ০৫:৪৫63480
  • এটা খুব কমন যে অফিসে বডি সার্চ হয় শুধু ব্লু কলার জবার দের, হাউসিঙ্গ এ শুধু ব্যাগ সার্চ হয় একই ভাবে, ফ্ল্যাট ওনার বা তার গেস্ট দের না।
  • | 2345.108.784523.168 (*) | ২৫ জুন ২০১৮ ০৫:৫১63482
  • অ। তা স্কুল কলেজ ব্যাঙ্ক আদালত, যাবতীয় সরকারী বেসরকারী অফিস এইগুলোতে ব্যাগ চেকিং ম্যান্ডেটরি করে নিক আগে। তারপর নাহয় গৃহসহায়িকাদের ব্যাগ ধরে টানলেই হবে।
  • modi | 231223.47.014523.246 (*) | ২৫ জুন ২০১৮ ০৫:৫৩63483
  • ঘন্টায় ৫০০ টাকা হলে সপ্তাহে (৪০ ঘন্টা ধরে) ২০,০০০ টাকা হয়। অর্থাৎ মাসে ৮০,০০০ টাকা বা বেশী।
  • dc | 232312.164.452323.101 (*) | ২৫ জুন ২০১৮ ০৫:৫৯63484
  • দ দি, চালান বানিয়ে দেওয়াটা আমাদের আবাসনেও আছে। কিন্তু h দা যেটা লিখলেন, হাউসিংএ সার্চ করা হয় শুধু গৃহশ্রমিকদের, বাসিন্দাদের না। বাসিন্দাদের বড়োজোর জিগ্যেস করা হয় কোন ফ্ল্যাটে যাবে, সেও খুবই কম, আর একেবারে নম্রভাবে। গৃহশ্রমিকরা ঢোকার/বেরনোর সময়ে সিকিউরিটি গার্ডরা এটা সেটা জিগ্যেস করেন, রেজিস্টারেও সই করতে হয়। পুরো ব্যাপারটাই খোলাখুলিভাবে ডিসক্রিমিনেটারি। এ নিয়ে আলোচনা করতে গিয়ে দেখেছি বেশীরভাগ বাসিন্দা এটা সমর্থন করে, কারন বেশীর ভাগ লোকের ধারনা কাজের লোক চোর, ব্যাটাদের নজরে না রাখলে বেশী বেড়ে যাবে।
  • dc | 232312.164.452323.101 (*) | ২৫ জুন ২০১৮ ০৬:০১63485
  • আর ... ঠিক কোন অফিসের কথা বলছেন? আমার জানার মধ্যে বেশীর ভাগ অফিসে ব্যাগ চেকিং এর ব্যবস্থা নেই। অফিসের সেজো ম্যানেজার গাড়ি করে বেরোচ্ছেন বা ঢুকছেন আর সিকিউরিটি তাঁর গাড়ি থামিয়ে বুট খুলে চেক করছে, এরকম দুয়েকটা উদাহরন দিলে ভালো হয়।
  • dc | 232312.164.452323.101 (*) | ২৫ জুন ২০১৮ ০৬:০৩63486
  • মাইনের রেট যাই হোক না কেন, কিছু ফর্মাল নিয়মকানুন বা সুযোগসুবিধের ব্যাবস্থা করলে দুপক্ষেরই সুবিধে।
  • ... | 9001212.56.230112.42 (*) | ২৫ জুন ২০১৮ ০৬:১৪63487
  • আমি এখন বিদেশের একটা কোম্পানির কথা বলছি যেখানে ব্যাগ স্ক্যান হয়। আর ম্যানুয়াল চেকিং সেক্টর 5 এর দুটো কোম্পানিতে যখন ছিলাম তখন হত।
  • dc | 232312.164.452323.101 (*) | ২৫ জুন ২০১৮ ০৬:১৮63488
  • তাহলে এগুলো এক্সেপশান। বহু অফিসে ব্যাগ স্ক্যান বা ম্যানুয়াল চেকিং হয়না। ইন ফ্যাক্ট এই ম্যানুয়াল সার্চ ব্যপারটাই বিরক্তিকর।
  • sm | 2345.110.9004512.104 (*) | ২৫ জুন ২০১৮ ০৬:৩৪63489
  • মাইনে বাড়ালেই এসব সমস্যা আপসে বন্ধ হতে যাবে।
    ইউ কে তে একজন কাজের লোকের/চাইল্ড মাইন্ডার বেতন ঘণ্টায় নয় --দশ পাউন্ড মতন। অর্থাৎ সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ করলে বারশো পাউন্ড বা আমাদের দেশে এক লাখ টাকা।
    ওখানে,একজন ইঞ্জিনিয়ার/শিক্ষক হয় তো লাখ তিনেক টাকা বেতন পায়।
    কোন সমস্যা নেই তো। লোকে নিজের কাজ নিজে করে বা লোক ভাড়া করতে গেলে ,এমন বেতন পে করতে হবে জানে।
    ভারতে লোকজন লাখ ,দুলাখ কামাবে আর বেতন পাঁচশো টাকা ঘণ্টায় করতে বললে দুবার ভাববে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন