এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 781212.194.7812.29 (*) | ২১ অক্টোবর ২০১৮ ০৬:২৮65635
  • হুম্ম, আরো কয়েকজনের কাছে এমনি ফিডব্যাক পেলাম ঃ(
  • Deb | 7845.15.9007812.178 (*) | ২১ অক্টোবর ২০১৮ ০৭:০২65636
  • সিরিয়াসলি, এর বদলে হৈচৈ আনলিমিটেড দেখতে গেলে ভালো হতো।
  • S | 90067.146.9004512.46 (*) | ২১ অক্টোবর ২০১৮ ০৭:৪৩65637
  • অনিন্দ্য চ্যাটার্জি বড় হয়ে সত্যজিত রায় হবেন? মনোজদের বাড়িরও কেউ এমন আজব কথা ভাবেনি কোনওদিনও।
  • sm | 785612.35.90089.157 (*) | ২২ অক্টোবর ২০১৮ ০১:৩১65650
  • যে কোন বাচ্চা দের সিনেমা, বাচ্চাদের খুব ভালো লাগলে, বড়দের ভালো লাগবেই। সে, টিনকারবেল হোক, হিরে মানিক হোক, হ্যারি পটার হোক বা মেরি পপিন্স হোক।
    খালি বাচ্চাদের ভালো লেগেছে কিন্তু বড়রা দুরছাই করছে, এমন টা সচরাচর হয় না।
    চাঁদের পাহাড় ঝুলেছে, ম অ বা ঝুলবে, এ আর কি এমন বিচিত্র জিনিস!
  • Deb | 7845.15.010123.107 (*) | ২২ অক্টোবর ২০১৮ ০১:৩৪65651
  • বাচ্চাদের কথা জানিনা, কিন্তু পরিবারের তিনজন সিনিয়র সিটিজেনদের সঙ্গে দেখতে গেছলুম। সবারই খুব ঝুল লেগেছে।
  • Bishan Basu | 785612.40.23.5 (*) | ২২ অক্টোবর ২০১৮ ০১:৩৮65638
  • না, অনিন্দ্য চট্টোপাধ্যায় বড়ো হয়ে সত্যজিত রায় হবেন না, এখনই এ নিয়ে গ্যারান্টি দেওয়া যায়। কিন্তু, এই নব্যধারার সিনেমার পালে হাওয়া জোগাচ্ছেন যে বাংলা সংস্কৃতির ঠিকেদার বাজারী পত্রিকা, তাঁদের একাধিকবার এবম্বিধ একাধিক পরিচালকদের সাথে সত্যজিৎ রায়ের তুলনা করতে দেখেছি। তাই এই বিরক্তি।

    সিরিয়াসলি, একেবারে দায়িত্ব নিয়ে বলছি, ঘরেও নহে পারেও নহে, এই সব ছবিগুলোর চাইতে, যেকোনোদিন মূলধারার বাণিজ্যিক ছবিগুলো ঢের ভালো। পাগলু বা চ্যালেঞ্জ বা ফাটাকেষ্ট তো অনেকগুণে ভালো, নিশ্চিতভাবে।

    হইচই আনলিমিটেড দেখলে, আর যাই হোক, এমন বিরক্তি নিয়ে হয়তো ফিরতাম না।
  • বঙ্গসন্তান | 011212.227.45900.235 (*) | ২২ অক্টোবর ২০১৮ ০১:৪১65652
  • দক্ষিনী ছবি থেকে করলে সমস্যা কোথায় ? অনেক হিন্দি ছবি হচ্ছে । সেখানে তো সমস্যা হচ্ছে না ? দক্ষিণে হিন্দি ছবি থেকে হচ্ছে । সেখানেও সমস্যা নেই ।
  • S | 90067.146.9004512.46 (*) | ২২ অক্টোবর ২০১৮ ০১:৪৯65653
  • স্ক্রিপ্ট রাইটার বলে কেউ আর বেঁচে থাকেনা ইন্ডাস্ট্রিতে।
  • Bishan Basu | 785612.40.6723.13 (*) | ২২ অক্টোবর ২০১৮ ০১:৫২65654
  • বাচ্চাদের খুব খারাপ লাগছে এমন বোধহয় নয়। আজকাল বাচ্চাদের কার্টুন দেখে অভ্যেস। মোটাদাগের চিত্রনাট্য তাদের যথেষ্ট আমোদ যোগায়।

    আমার ছেলেরও ভালোই লেগেছে। এর আগে একবার Chota Bheem and Himalayan কিছু একটা নামের একখানা ছবি দেখেও সে ভারী খুশী হয়েছিলো, কিন্তু আমি প্রায় অসুস্থ হয়ে পড়েছিলাম।

    টিভিতে ছোটা ভীম বা ডোরেমন বা মোটু-পাতলু দেখেও তারা খুশীই হয়। প্রশ্নটা হচ্ছে, তারা সিনেমাটা দেখে এনজয় করছে, নাকি এই ভিউইং এক্সপিরিয়েন্স?

    এই ছবিটা দেখার এক দিন (এক সপ্তাহের কথা ছেড়েই দিন) বাদে তারা কি এই সিনেমাটার কিছু অংশ মনের মধ্যে বারবার রিপ্লে করছে? সেই হিউমারগুলো নিজেদের মধ্যে ব্যবহার করছে?

    তাহলে কী করে বুঝবো যে সিনেমাটা ভালো লেগেছে, নাকি সিনেমা দেখতে যাওয়ার অভিজ্ঞতাটা?
  • Ishan | 2390012.189.892312.13 (*) | ২২ অক্টোবর ২০১৮ ০২:০৯65655
  • আমার ছেলের তো দেখি টিভির গোপাল ভাঁড়ও ভালো লেগেছে। কীকরে লাগল ঈশ্বরই জানেন। সে খুব একটা ছোটোও না। যখন দেখতো তখন ক্লাস এইট।
  • S | 90067.146.9004512.46 (*) | ২২ অক্টোবর ২০১৮ ০২:১৯65656
  • পড়াশুনার থেকে দুরে থাকার জন্য ছোটোবেলায় অনেক কিছুই ভালো লাগতো।
  • S | 90067.146.9004512.46 (*) | ২২ অক্টোবর ২০১৮ ০২:২৯65639
  • পাগলু বা চ্যালেন্জের ক্ষেত্রে আমার একটাই সমস্যা - পুরোটাই নকল কোনও দক্ষিনী সিনেমার থেকে।
  • শঙ্খ | 340112.242.90090012.230 (*) | ২২ অক্টোবর ২০১৮ ০২:৪৩65657
  • দক্ষিণী সিনেমা থেকে টুকলে, অরিজিনালটাই দেখবো, সাবটাইটেল লাগিয়ে। তার প্যারাফ্রেজিত পিউবিক হেয়ার বঙ্গানুবাদ দেখবো কেন? দক্ষিণীদের কন্টেক্সটে যেটা মানায়, সেটা যে বাংলার কন্টেক্সটে যায়না, এই সহজ ব্যাপারটা না বুঝলে তো ভারী মুশকিল।
  • PT | 340123.110.234523.23 (*) | ২২ অক্টোবর ২০১৮ ০২:৪৬65640
  • উইট-পান সহযোগে শিল্পে দীর্ঘজীবন যাপন করা কঠিন কাজ। বিশেষতঃ যাঁর প্রধান কাজ (বোধহয় এখনো) কলেজ পড়ুয়াদের সামনে লঘু সঙ্গীত পরিবেশন করা তিনি কি করে শিব্রাম চক্কোত্তি হবেন?
    এইরকম লম্বা আলোচনাতে পুলক-গৌরীপ্রসন্ন-সুধীন-নচিকেতা(ঘোষ)-কে বক্তব্য রাখতে শুনেছে কেউ? তাঁরা অন্তরালে থেকে কাজকম্ম করতেন। এরা লঘু সঙ্গীত তৈরি করতে করতে নিজেদের ভেতরটাও বোধহয় লঘু করে ফেলেছেন!!
  • কল্লোল | 342323.176.672312.205 (*) | ২২ অক্টোবর ২০১৮ ০২:৫৬65641
  • অনিন্দ্য বড় হলে সত্যজিত হবে না, কিছুতেই না। কিন্তু যারা বড় হলে হলেও হতে পারতো, প্রদীপ্ত বা মানসমুকুল বা মে-ঢা-তা'র কমলেশ্বর ব ভু-ভ'র অনীক ধর, কি এরকম অরো কিছু (নাম মনে পড়্ছে না) তারা এমনধারা হয়ে গেলেন কেন?
  • স্বাতী রায় | 781212.194.5645.236 (*) | ২২ অক্টোবর ২০১৮ ০৪:৩০65642
  • অনিন্দ্য বড়ো বা বুড়ো হয়ে সত্যজিত রায় হন বা না হন, আমার তাতে কিস্যু আসে যায় না। ...তবে বিষাণ বাবুকে ধন্যবাদ এই লেখাটার জন্য। সিনেমাটা হলে গিয়ে দেখব, নাকি দেখব না - এই নিয়ে দ্বিধায় ছিলাম - লেখাটা দেখব না তে মন স্থির করাল। ... ইদানীংকার বহুল চর্চিত ছবিগুলির মধ্যে সহজ পাঠের গপ্প দেখে বড়ই হতাশ হয়েছিলাম - সেই ভয়ে আর রেনবো জেলি দেখতে যাই নি। এটাও বাদ থাক।
  • S | 90067.146.9004512.46 (*) | ২২ অক্টোবর ২০১৮ ০৫:৩১65643
  • ঘরে বসেও কি এই সিনেমা দেখা যাবে?

    আবাপ তার সান্ধ্য আড্ডা ও কাগজের কলাম লেখানোর জন্য জোড় করে কিছু সর্বজ্ঞানী বোদ্ধা তৈরী করেছে।
  • Tim | 89900.228.90056.67 (*) | ২২ অক্টোবর ২০১৮ ০৫:৪৯65644
  • ঘরে বসে বিনা পয়সায় হয়ত দেখা যাবে।
  • র২হ | 7845.15.234512.233 (*) | ২২ অক্টোবর ২০১৮ ০৬:০৬65645
  • এমনিতে আমি মানুষের মধ্যে বাংলা সিনেমা করিয়ে অংশটুকুর ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছি, তাই কোন বাংলা সিনেমা খারাপ হয়েছে শুনলে পরিচিতিমূলক কমফর্টটা পাই।

    এই প্রসঙ্গে মনে পড়লো, সেই আর্লি নব্বইয়ের দশকে এক বন্ধু যখন বললো সুমন নামে একটা লোক তোমাকে চাই নামে একটা নতুন বাংলা গানের ক্যাসেটে ভয়ানক নতুন রকমের সাংঘাতিক ভালো গান গেয়েছে, আমি অনেক্ষণ বিশ্বাস করিনি যে নতুন বাংলা গান আমাদের ভালো লাগার কোন সম্ভাবনা আছে।
  • Bishan Basu | 342323.176.0134.186 (*) | ২২ অক্টোবর ২০১৮ ০৬:২৬65646
  • একদম ঠিকঠাক রিভিউ।সব সাহিত্য যে সিনেমা হয়না, এই বোধ যার নেই,তার ভবিষ্যতে আর সিনেমা বানানোই উচিত নয়।অনিন্দ্য সাহস দেখাতে গিয়ে দুঃসাহস দেখিয়ে ফেলেছেন।
  • Bishan Basu | 785612.40.6756.111 (*) | ২২ অক্টোবর ২০১৮ ০৭:০১65647
  • মানুষের মধ্যে বাংলা সিনেমা করিয়ে অংশটুকুর উপর বিশ্বাস হারানোটা পাপ, বোধহয়, নয়। অন্তত, বেশ কিছু উটকো আপদ থেকে বাঁচা যায়।

    আনন্দবাজার তৃতীয় শ্রেণীর সিনেমা নিয়ে হাইপ-কে একটা হাস্যকর উচ্চতায় নিয়ে গিয়েছে। বিভ্রান্ত হয়ে একবার, এমনকি, নোবেল চোর দেখতে চলে গেছিলাম, এমন সরল বিশ্বাসী টাইপের মানুষ ছিলাম।

    ইদানিং সহজ পাঠের গল্প দেখতে গিয়েও কিছুটা নিরাশ হয়েছি। গল্প আর সিনেমার ফারাক থাকবে মেনে নিয়েও, বিভূতিভূষণের তাল-নবমীর স্পিরিটটাই অনুপস্থিত মনে হয়েছিলো।

    একমাত্র 'আসা যাওয়ার মাঝে' দেখে অবাক হয়েছি। কম মানুষই দেখার সুযোগ পেয়েছেন অবশ্য। এই পরিচালকের উপর ভরসা রাখা যায়, হয়তো।

    একসাথে সব বাংলা চিত্রনির্দেশক গেঁজে গেলেন কেন, তাই নিয়ে সমাজতাত্ত্বিক গবেষণা হতে পারে। তবে, আমার মনে হয়েছে, চটজলদি সাফল্যের পেছনে দৌড়ানো বা প্রথম সিনেমা কোনোক্রমে লেগে গেলে সদি ফর্মুলাতেই হাত বুলিয়ে ক্রমশ মোটা আর ভোঁতা করে ফেলা, এইগুলো অন্যতম কারণ হতে পারে।
  • র২হ | 7845.15.783412.160 (*) | ২২ অক্টোবর ২০১৮ ০৭:২৩65648
  • এইটা ভাটে আগে লিখেছি, এখানেও বলি, গত বছর পাঁচেকে দেখা বাংলা সিনেমার মধ্যে ভালো লেগেছে ফড়িং, বাকিটা ব্যক্তিগত, গোয়েনদা।
    আসা যাওয়ার মাঝেও।
  • pinaki | 0189.254.455612.105 (*) | ২২ অক্টোবর ২০১৮ ১২:১৪65649
  • কিন্তু বাচ্চাদের ফীডব্যাক কী? এগুলো তো মূলতঃ বড়দের চোখ দিয়ে মূল্যায়ন। সিনেমাটা কিন্তু বাচ্চাদের। কাজেই বাচ্চারা এনজয় করছে কিনা - সেটা খুব জরুরি বিষয়। আমার স্কুলের বন্ধুদের হোয়াটসয়াপ গ্রুপে তো দেখলাম লোকজন বলছে খুব ভালো লেগেছে। সপরিবারে দেখেছে এবং তাদের বাচ্চারা (এবং বৃদ্ধ বাবা-মা রা) সকলে একসাথে খুব হেসেছে। এই মোটামুটি দশ-বারো বছরের বাচ্চারা। আমার মনে হল তারা নিজেদের ছেলেবেলার এক টুকরো তাদের বাচ্চাদের দিতে পেরে বেশ আনন্দিত। অবশ্য এটা জেনারালাইজ করা যায় কিন জানি না।
  • Bishan Basu | 785612.40.6723.17 (*) | ২৩ অক্টোবর ২০১৮ ০১:৩৯65659
  • আমি কিন্তু ঠিক বর্তমান বা পরবর্তী প্রজন্মের ভালো লাগা নিয়ে কোনো উচ্চাঙ্গের মতামত দিই নি।

    বলতে চেয়েছি, বাবামায়ের সাথে শপিং মল মাল্টিপ্লেক্সে পপকর্ণ সহযোগে সিনেমা দেখার অভিজ্ঞতাটা বা ভালো লেগেছে, নাকি সিনেমাটা, এই দুটোর মধ্যে ফারাক করা প্রয়োজন।

    এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে পছন্দ বদলাবে, এই নিয়ে হাহুতাশ করার অর্থ হয় না। কিন্তু, এই প্রজন্মের শিশুদের মধ্যে প্রায় যেকোনো মুভিং ইমেজ ভালো লাগার প্রবণতা লক্ষ্যণীয়। কার্টুন বা সিনেমা বা মোবাইল গেমস। চারপাঁচটা বাচ্চা একসাথে হুমড়ি খেয়ে মোবাইলে গেমস খেলছে, এই দৃশ্য খুবই কমন। এইক্ষেত্রে অবান্তর আলোচনা হয়ে যাচ্ছে অবশ্য।

    সেইজন্যেই আমি সিনেমা আর দেখতে যাওয়ার অভিজ্ঞতার প্যাকেজ, কোনটা ভালো লাগছে, সেই ফারাকটা বুঝতে চেয়েছি। সিনেমাটা ভালো লাগলে, তার রেশ অন্তত পরবর্তী কয়েকদিন নিজেদের বন্ধুদের মধ্যে গল্পগাছা বা খেলাধূলার মধ্যে রয়ে যায়। এক্ষেত্রে সেইটা হয়েছে কি?
  • একক | 3445.224.9002312.62 (*) | ২৩ অক্টোবর ২০১৮ ০২:১৩65660
  • "ছোটদের ভালো লাগা " দিয়ে কিছু প্রমান হয়না । চোখ খুলে থেকে পিটুলি গোলা সাপ্লাই দিতে থাকলে একসময় সেটাই ভালো লাগবে । সেটাকে অজুহাত করে আরও বেশি পিটুলি গোলার কারখানা খুলে কী হবে ?

    বাচ্চারা নতুন নতুন এন্তার্তেন্মেত চায় । এইটুকু সত্যি । বাকিটা আমরা প্রভাইড করি । যেকারণে আমরা নাইনটিজ এ অখাদ্য হিন্দি গান গুলো শুনতুম এবং পরে সেগুলো জাস্ট ছুঁড়ে ফেলে দিয়েছি , সেইকারণেই এই প্রজন্মের বাচ্চারাও আগামীকাল খিস্তি করবে , সিনেমা আর শিল্পের নামে পিটুলিগোলা সাপ্লাই করার জন্যে ।

    সত্যিই খুব স্লিপারি স্লোপ এই "বাচ্চাদের ভালো লাগা" কে ঢাল করা ।
  • Tim | 89900.228.90056.67 (*) | ২৩ অক্টোবর ২০১৮ ০২:৪০65679
  • পাতালঘর মন্দ হয়নি। কোন কোন জায়গা ফিরে দেখাও যায়।
  • PT | 340123.110.234523.25 (*) | ২৩ অক্টোবর ২০১৮ ০৩:০৪65680
  • তোমরা যা বল তা বলো............
    "‘মনোজদের অদ্ভুত বাড়ি’র প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় .... উচ্ছ্বসিত ছবির ফলাফল নিয়ে, ‘‘কোনও রকম প্রচার ছাড়াই কনটেন্টের জোরে এ পর্যন্ত সব মিলিয়ে এক কোটির মতো ব্যবসা হয়েছে।’’ (আইনক্সের পূর্বাঞ্চলের অধিকর্তা) অমিতাভর বক্তব্য, ‘‘ছোট ছবি হিসেবে ‘মনোজদের অদ্ভুত বাড়ি’র বেশ ভাল ব্যবসা হয়েছে।
  • Bishan Basu | 7845.15.782323.47 (*) | ২৩ অক্টোবর ২০১৮ ০৪:৪৩65681
  • কোনোরকম প্রচার ছাড়া কথাটা একটু বাড়াবাড়ি হয়ে গ্যালো না!!!!!

    সিনেমা তৈরী থেকে রিলিজের আগে পর্যন্ত মিডিয়ার অকুন্ঠ সহযোগিতা পেয়েছে। তার সুবাদেই প্রথম হপ্তায় বেশ কিছু সরলবিশ্বাসী মানুষ বিভ্রান্ত হয়েছেন। দ্বিতীয় হপ্তায় অবশ্য কঙ্কালটা বেরিয়ে এসেছে।

    আর, হ্যাঁ, সিনেমাটা এমনই মাস্টারপিস যে, বাজারচলতি চিত্রসমালোচকেরা এই ছবির গুণগান গেয়ে উঠতে পারেন নি। তাঁদের বিবেক আছে, সন্দেহ করা যায়।

    এর চাইতে পাতালঘর বহুগুণে ভালো, নিঃসন্দেহে।
  • | 453412.159.896712.72 (*) | ২৩ অক্টোবর ২০১৮ ০৫:০২65661
  • "যেকারণে আমরা নাইনটিজ এ অখাদ্য হিন্দি গান গুলো শুনতুম এবং পরে সেগুলো জাস্ট ছুঁড়ে ফেলে দিয়েছি ,"

    হা হা হা হা হা একক, এখনও নান্টিজের ঐ অখাদ্য প্যানপ্যানে হিন্দি নিয়ে কত্ত লোক উলুতপ্লুত, নালেঝোলে হয় যায়!
  • একক | 3445.224.9002312.62 (*) | ২৩ অক্টোবর ২০১৮ ০৫:২৯65662
  • এই উলুত্পুলুত হওয়ার কারন সো কল্ড "কমফোর্ট ফিলিং " যেটা একটা মেডিক্যাল ফেনোমেনা । এই নিয়ে বিস্তর গবেষণা হচ্চে । দেখা গ্যাচে খুব পুওর কোয়ালিটির জিনিস ও নাগারে এক্সপিরিয়েন্স করালে , একধরনের ডিপেন্ডেন্সি গ্রো করে । তার সঙ্গে আবার ছোটবেলার কমফোর্ট ফিলিং জড়িয়ে একটা বিকট এডিকশন তৈরী হয় ।

    কাজেই , আমরা যারা বিভিন্ন ক্ষেত্রে এরকম এডিকশনের শিকার তারা আদতে ভিকটিম , তাদের দোষ দেবনা । জাস্ট ভিকটিমকে দেখিয়ে যুক্তি খাড়া করে নতুন করে বাজে জিনিস ছড়ানোর প্রয়াসে সমস্যা বোধ করছি ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন