এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 89900.228.90056.67 (*) | ২৩ অক্টোবর ২০১৮ ০৫:৩৬65663
  • "যেকারণে আমরা নাইনটিজ এ অখাদ্য হিন্দি গান গুলো শুনতুম এবং পরে সেগুলো জাস্ট ছুঁড়ে ফেলে দিয়েছি ,"

    ঃ-))))

    ছুঁড়ে ফেলতে সময় লাগে বস। সাতঘাটের জল খেয়ে জানতে হয় কোথা থেকে কীভাবে গানবাজনা চলাচল করতে শুরু করেছে, আদত গানগুলো কী ছিলো আর কী হয়েছে সেসব জানার পর তবেই ছোঁড়া গেছে। বাকি নষ্টলজিক তো থাকবেই, সে ঠিক আছে। কিন্তু একদা যাকে গান বলতাম তাকে আর গান বলতে পারার অসুবিধে একটা প্রসেস। অ্যাডিকশন না থাকলেও এই বোধটা অন্তত কিছুটা তৈরী হওয়া দরকার।
  • একক | 3445.224.9002312.62 (*) | ২৩ অক্টোবর ২০১৮ ০৫:৫০65664
  • এইটা সেইসময় হতে পেরেছে তার কারন , ওই মিউজিকগুলো এটলিস্ট কিছু আন্তর্জাতিক লেভেলের কাজের বাজে টুকলি ছিল । খুঁজতে খুঁজতে আমরা তাই তার লেজ ধরে আন্তর্জাতিক কাজ গুলোতে পৌঁছতে পেরেছি ।

    এবার এই ২০১৮ সালে , যখন ইন্টারনেট , সিনেমা , বইপত্র নিমেষে এভেইলেবল .............তখন শো মি ওয়ান গুড রিজন যে আজকের বাচ্চাদের ওই কেঁচে গন্ডুষ টা আদৌ করার দরকার আছে । তুমি নিজের বাচ্চাকে পিক্সারের দুর্দান্ত এনিমেশন থাকতে কেনই বা অখাদ্য কোয়ালিটির হিন্দি ছোটা ভীম বা ততোধিক অখাদ্য বাংলা গোপাল ভাঁড়ের এনিমেশন দেখাতে যাবে ? কারন টা কী ? যাতে তারা গোপাল ভাঁড়ের কুত্সিত ড্রইং থেকে পিক্সারের ফিনেসে উন্নীত হয় ? :)))

    এখনকার সমস্যা কিন্তু এটাই । আমাদের উপায় ছিলনা পিটুলি গোলা খেয়েছি । বাট হওয়াই নাও ?
  • S | 90067.146.9004512.46 (*) | ২৩ অক্টোবর ২০১৮ ০৬:০৭65665
  • ছোটা ভীমের ক্ষেত্রে বোধয় দুটো ইসে আছে। এক, ঠাকুর দেবতার ব্যাপার স্যাপার, অতেব সেসব বাচ্চাদের জোড় করে গেলানোর মধ্যে বামায়েরা একটা ধার্মিক বাহাদুরি এবং নস্টালজিক কর্তব্য দেখতে পান। দুই, আজকালকার বাবাময়েরা অনেকেই ম্যাঙ্গা বা ঐধরনের জিনিসপত্র বোঝেন না, বা বুঝতে গেলে যে সময় ও মনোযোগ দিতে হয় সেটা দেওয়ার ইচ্ছে নেই। সেক্ষেত্রে ইজি অপশান ছোটা ভীম বা বাল গনেশ।
  • একক | 3445.224.9002312.62 (*) | ২৩ অক্টোবর ২০১৮ ০৬:১১65666
  • সেভাবে দেখলে জাপানিজ এনিমেশনেও তো "মাঙ্কি গড " আছে । ওরা মাঙ্কি গড কে সুপারহিরো বানিয়ে আর্টের জায়গায় নিয়ে গ্যাছে আর আমরা আর্ট কে হনুমান এর জায়গায় নাবিয়ে একটা ভক্তিমূলক বিটকেল পাঁচন তৈরী করেছি :)
  • S | 90067.146.9004512.46 (*) | ২৩ অক্টোবর ২০১৮ ০৬:৩৪65667
  • জাপানীরা রামায়্নও বানিয়েছিলো এনিমেশনে। রামানন্দ সাগরের থেকে অনেক বেটার।
  • | 453412.159.896712.72 (*) | ২৩ অক্টোবর ২০১৮ ০৬:৪৪65668
  • হ্যাঁ এককের পয়েন্ট মেনে নিয়েই বলি বাংলা সিনেমায় ঐ দেব এর হলদে হলদে ভাঙা দাঁতের ফাঁক দিয়ে বেরোনো বদখৎ বাংলা শুনতে যাবই বা কেন? তাচ্চেয়ে ইংরিজি বা অন্য যে কোনও সিনেমা সাবটাইটেল দিয়ে দেখে নেব। অ্যাবসার্ড থ্রিলার টাইপ দেখতে গেলে রজনীকান্ত দেখব। ইত্যাদি।
  • de | 90056.185.673423.57 (*) | ২৩ অক্টোবর ২০১৮ ০৬:৪৮65669
  • এটা দেখেছি, মানে পরিবারের বাচ্চাদের সঙ্গে দেখতে বাধ্য হয়েচি - এবং মোটেই ভালো লাগেনি -

    শীর্ষেন্দুর গপ্পো সিনেমায় না আসাই ভালো - বিশেষতঃ এই আমেলার গপ্পোগুলো - বড্ড নষ্টলজি জড়িয়ে আছে এগুলোর সঙ্গে -
  • Tim | 89900.228.90056.67 (*) | ২৩ অক্টোবর ২০১৮ ০৬:৪৯65670
  • হ্যাঁ আমি একেবারেই এই আন্তর্জাতিক বাজারে ইউটিউবের যুগে বাচ্চাদের নস্টালজিয়ার অজুহাতে ফালতু কোয়ালিটির জিনিস পরিবেশন করতে রাজি নই। ভাষা, সংস্কৃতি ইত্যাদি কোন অজুহাতেই না।
  • de | 90056.185.673423.57 (*) | ২৩ অক্টোবর ২০১৮ ০৬:৫০65671
  • বরং কিশোর কুমার জুনিয়র খারাপ লাগেনি - যদিও বড্ড নাটুকে - কিন্তু গানগুলো রিভিজিট করতে বড্ড ভালো লেগেছে -
  • S | 90067.146.9004512.46 (*) | ২৩ অক্টোবর ২০১৮ ০৬:৫২65672
  • কি অবস্থা। নস্টালজিয়ার পক্ষে ও বিপক্ষে দুপক্ষের লোকই অনিন্দ্য বাবুর সিনেমা দেখতে ও দেখাতে বারণ করছেন।
  • Tim | 89900.228.90056.67 (*) | ২৩ অক্টোবর ২০১৮ ০৬:৫৪65673
  • গোপাল ভাঁড় আর ছোটা ভীম খুব বড়ো ফেনোমেনা শুনেছি। দ্যাখেন, বাচ্চাদের এক্সপোজার তো নির্ভর করবে মেজরিটি বাচ্চা কী করছে তা দিয়ে, যদিনা তার বাবা-মা খুব স্পষ্ট ধারনা রাখেন টেস্ট সম্পর্কে। বেশিরভাগেই হন না। খুব কড়াকড়ি করা সম্ভবই হয়ত না ঐ আবহাওয়ায় থেকে, একঘরে হয়ে যাবে বাচ্চা।
  • | 453412.159.896712.72 (*) | ২৩ অক্টোবর ২০১৮ ০৭:২৩65675
  • মারাত্মক।
  • | 453412.159.896712.72 (*) | ২৩ অক্টোবর ২০১৮ ০৭:২৩65674
  • কিন্তু নবীগঞ্জের দৈত্য হয়েছিল তো। সে তো খুব মরত্মক খারাপ হয় নি। তপন সিনহার ডায়রেকশান বোধহয়।
  • de | 90056.185.673423.57 (*) | ২৩ অক্টোবর ২০১৮ ০৭:২৫65676
  • পাতালঘরও খুব খারাপ হয়নি -

    তবে বেশীরভাগটাই তো তাল রাখতে পারেনা -
  • T | 342323.176.6789.178 (*) | ২৩ অক্টোবর ২০১৮ ০৮:২০65677
  • দমদি যতই বলুক নবীগঞ্জের দৈত্য খুবই মরত্মক খারাপ সিনেমা। মারাত্মক হলেও তাও সহ্য করা যেত।
  • | 453412.159.896712.72 (*) | ২৩ অক্টোবর ২০১৮ ০৮:৪৪65678
  • তুই কি ভীষণ রেগে যাবি যদি বলি পাতালঘরও মন্দ লাগে নি?
  • Kihobejene | 676712.216.785612.23 (*) | ২৩ অক্টোবর ২০১৮ ১২:৪৭65658
  • Anindya r chobi bhalo laageni bujlam. Kintu hotath next generation er pochondo opochondo r opor porlen keno? Tader taste tarai thik korbe. Amar baba Ami chitrahar dekle rege jeto. Amar dadu mamar barite keo jore Hindi gaan shunbe bhabte paren ni. Mo Ad Ba bhalo laageni - na lagtei pare .. ekhonkar beshir bhag Bangla chobi shesh porjonto tolerate Kora mushkil. Kintu next generation er choice niye discuss korte boshle slippery slope hoye jaabe. :-)
  • Name | 457812.89.23900.3 (*) | ২৫ অক্টোবর ২০১৮ ০২:২৯65682
  • পাতালঘর তো ভয়াবহ রকমের খারাপ ছিলো!
  • একক | 3445.224.9002312.55 (*) | ২৫ অক্টোবর ২০১৮ ০৪:০০65683
  • অধুনা এই "ছবি প্রচুর ব্যবসা করেছে " টা দারুন কায়দা হয়েচে !! বাজারটাকে ছোট করেছে , টিকিটের দাম দিয়েছে বাড়িয়ে । দিয়ে বলছে ব্যবসা করেছে । কটা শো কত লোক দেখেছে , আগেকার বাংলা ছবির তুলনায় তার রীচ নিয়ে তুলনামূলক কোনো আলোচনা নেই ।

    এবার যদি আপনি বলেন , ওকে ফাইন টিকিটের দাম বাড়িয়ে ক্লাস এর জন্যে এন্টারটেনমেন্ট করছ যখন , তার কোয়ালিটি কোই ?
    তখন এরা বলবে , না না এত মাসের জন্যে ছবি বানিয়েছি !!!!

    হারামিগিরিটা বুঝতে পারছেন ??? মাসের নাম করে বাজে পিটুলিগোলা আপনাকে গেলাবে ক্লাসের পয়সা নিয়ে । এদের কী করা উচিত । প্যান্ট নাবিয়ে কুলের ডাল দিয়ে চাবকানো উচিত না ?
  • | 453412.159.896712.72 (*) | ২৫ অক্টোবর ২০১৮ ০৪:৩১65684
  • একদম একদম।
    তবে কুলেR দাল যখন প্যান্ট না নাবিয়েও চলবে।
  • pi | 781212.194.12.146 (*) | ২৫ অক্টোবর ২০১৮ ০৫:০৩65685
  • এই মাল্টিপ্লেক্সে টিকিটের দাম বহুগুণ হওয়ার ফ্যাক্টরটা কোন হিসেবেই দেখি আনেনা!
  • Bishan Basu | 7845.15.9004523.16 (*) | ২৫ অক্টোবর ২০১৮ ০৫:১৯65686
  • ব্যবসার অ্যাঙ্গলটা দারুণ ধরেছেন।

    প্লাস, এই হিসেবটা একটু ডিটেইলসে কেউ দেয় না।

    ঠিক কতো টাকা টিকিট থেকে এলো, আর কতো টাকা বিভিন্ন খাতে ভুলভাল বিজ্ঞাপন থেকে এলো, সেইটা প্রকাশ্যে আনুক। যে ছবি দ্বিতীয় সপ্তাহের রবিবার মাছি মারে, তাকে বাণিজ্যসফল বলে মেনে নিতে চাপ আছে।

    আর ব্যবসাই যদি শেষ কথা হয়, তাহলে তো শিবপ্রসাদ-নন্দিতা তো কান-ভেনাস ফেরত ছবিকে দাঁড় করিয়ে পাঁচ গোল দেবেন।
  • S | 90067.146.9004512.46 (*) | ২৫ অক্টোবর ২০১৮ ০৫:২১65687
  • মনোজদের অদ্ভুত বাড়ি ভালো ব্যবসা করেছে চারটে কারণেঃ ১) পুজোর সময়ে অনেক বাঙালী বাড়ি ফেরেন এবং তারা নিয়ম করে বাঙলা সিনেমা দেখেন, ২) বাচ্চাদের সিনেমা এমনিতেই কম হয়, অতেব এই একটাতে বাচ্চাদের নিয়ে গেছেন অনেকে, ৩) অনেকেই বইটার জন্য সিনেমাটা দেখতে গেছিলেন এবং হতাশ হয়েছেন, ৪) চন্দ্রবিন্দু আর অনিন্দ্যর একটা ফ্যানবেস আছে।

    তারপরেও আমাদের দেশে এইসব বক্স অফিসের হিসাবটা (এস্টিমেট) অনেকটাই আর্বিট্রারি এবং প্রচুর অ্যাপ্রক্সিমেশন থাকে।
  • S | 90067.146.9004512.46 (*) | ২৫ অক্টোবর ২০১৮ ০৫:২৯65688
  • বাংলা সিনেমা এখনো অনেক কম বাজেটে তৈরী হয়। কমার্শিয়াল সিনেমাও যে বাজেটে তৈরী হয়, সেটা বলিউডের একটা মাঝারি অভিনেতা অভিনেত্রীর সিনেমা পিছু মাইনেরও কম। তাই বক্স অফিসের উপরে অত নির্ভর করে থাকতে হয়্না।

    প্রোডাক্ট প্রোমোশান, মিউজিক রাইটস, স্যাটেলাইটস রাইট্স বিক্রি করে বেশিরভাগ টাকা ওঠানো হয় বলেই মনে হয়।
  • :-( | 781212.194.230123.197 (*) | ২৫ অক্টোবর ২০১৮ ০৫:৫৩65697
  • একটা গোটা জেনারেশনের বড় হওয়া ভালোবাসা যে গল্পগুলোর সাথে মনোজদের অদ্ভুত বাড়ি তাদের একটি। উপরন্তু সেই একমাত্র বাংলা চ্যানেল যুগের সিরিয়াল ফেরত। সেটা সিনেমা হয়েছে বলে নিজের এবং পরের প্রজন্মের দেখতে কেমন লাগবে এই আকুতি একটা মিনিমাম ক্রাইসিস। নস্টালজিয়ার অন্য কোনো সংজ্ঞা হওয়া সম্ভব কি? এই গোল্ডেন পয়েন্টটা কাজে লাগানো হচ্ছে। মানুষকে ঠকানো হচ্ছে। এই স্মৃতির সঙ্গে জড়িত প্রত্যেকে সপরিবারে একবার করে দেখলেও বাজেটের ২০ গুণ টাকা উঠে আসার কথা। দেখে ফিরে যতই গালাগাল দেওয়া হোক। সন্ধ্যা রায়ের আবাপ সাক্ষাৎকারেই বলা ছিল ২০ না ৩০ দিনে শ্যুটিং হয়ে যায়। বাজেটের পরিমাণ তো ছবি দেখেই আন্দাজ করা যায়।
  • বঙ্গসন্তান | 232312.163.4523.92 (*) | ২৫ অক্টোবর ২০১৮ ০৬:৫৩65689
  • কম বাজেট বলতে কত ? এখন কি তিরিশ লাখে ছবি সম্ভব ? " পাগলু" র বাজেট ছিল ৭ কোটি । অন্তত প্রযোজকের মুখ থেকে শোনা । ছবির এত বাজেট হবার কথা না, প্রশ্ন হল ঐ বাজেটের ছবির থেকে টাকা উঠে আসার মত বাজার কি আছে ? সম্ভবত খুব কঠিন বলে মনে হয় । সুরিন্দর ফিল্মসের নিসপাল সিং এর কপালে চিন্তার ভাঁজ দেখেছি । " চাঁদের পাহাড় " এর বাজেট নিয়ে আনন্দবাজার যে প্রচার করেছিল সব ফালতু কথা । পরে জানা যায় আফ্রিকার জঙ্গলে নয়, শুটিং হয়েছে বেথুয়াডহরিতে ।আমাদের মিডিয়া অপপ্রচার এর দায়িত্ব নিয়ে নিয়েছে ।
  • sm | 785612.35.012312.19 (*) | ২৫ অক্টোবর ২০১৮ ০৬:৫৬65690
  • সিনেমা টি দেখলাম। চিত্রনাট্য ও সংলাপ বড় দুর্বল।গানের লিরিক্স অন্তত ছোটদের পক্ষে দুর্বোধ্য।
    বিক্ষিপ্ত কিছু কিছু জায়গা ভালো। মজা পাওয়া যায়।
    বাচ্চারা একটু বেশি হয়তো উপভোগ করেছে, তার বেশি কিছু নয়।
    পরিচালকের চিন্তা, ভাবনা ও ইন্টেলিজেন্স এ ঘাটতি আছে। তবে উনি চেষ্টা করেছেন আপ্রাণ।
  • S | 90067.146.9004512.46 (*) | ২৫ অক্টোবর ২০১৮ ০৭:১৫65691
  • শোনা যায় প্রথম সারির নায়্করা নাকি আজকাল এক দেড় কোটি নিচ্ছে। বিশ্বাস করতে মন চায়্না। কারণ এই তিন-চার বছর আগেও সংখ্যাটা ২৫-৩০ লাখ ছিলো। হঠাৎ এই মন্দার বাজারে পারিশ্রমিক কিকরে ৩-৪ গুন হয়ে গেলো সেটা বোঝা মুশকিল। অথচ প্রথম সারির অভিনেত্রীদের পারিশ্রমিক সেই তুলনায় এখনো এতো কম থাকে কি করে? বাংলা সিনেমায় যেটুকু খরচ হয় তা হলো গানে। জীত গাঙ্গুলীকে দিয়ে সুর করিয়ে, অরিজিত-মোনালি-বম্বের অবাঙালী গায়্ক গায়িকাদের দিয়ে গাওয়াতে এবং তার বিদেশে দৃশ্যায়নে খরচ আছে ভালই।
  • বঙ্গসন্তান | 232312.163.4523.92 (*) | ২৫ অক্টোবর ২০১৮ ০৭:৩৪65692
  • জিৎ এক কোটি নিচ্ছে তার বদলে দু কোটিতে স্যাটেলাইট রাইট বিক্রি করে দেবে । গ্যারান্টি ।
  • বঙ্গসন্তান | 232312.163.4523.92 (*) | ২৫ অক্টোবর ২০১৮ ০৭:৪৩65693
  • অনন্যা চট্টোপাধ্যায় , জাতীয় পুরষ্কার পাবার পর বিরাট অঙ্কের পারিশ্রমিক চাইতেন । কিন্তু কোন প্রযোজক দিতে রাজি হননি ।
    উনার মতে প্রিয়াঙ্কা চোপড়া যদি জাতীয় পুরস্কার পাবার পর পারিশ্রমিক দ্বিগুণ করে দিতে পারে তবে সে কেন নয়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন