এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • ধুরন্ধর ঝাঁট | 127.194.27.1 (*) | ১০ আগস্ট ২০১৪ ০৫:১৯73626
  • সাবাস !
  • aranya | 154.160.98.31 (*) | ১০ আগস্ট ২০১৪ ০৭:১৬73627
  • বাঃ, খুব ভাল লেখা
  • ওপু | 24.99.126.58 (*) | ১১ আগস্ট ২০১৪ ০৯:২৭73628
  • ভালো লাগলো। এবং বেওয়ারিশ দেখবো দেখবো করেও এখনও দেখা হল না।
  • h | 127.194.254.202 (*) | ১৪ আগস্ট ২০১৪ ০৫:১২73629
  • এই লেখাটা আমার খুব ভালো লেগেছে। আগে বলা হয় নি।
  • | 24.97.21.17 (*) | ১৭ আগস্ট ২০১৪ ০৭:০৪73630
  • খুবই ভাল্লেগেছে
  • pi | 24.139.209.3 (*) | ১৭ আগস্ট ২০১৪ ০৭:১৩73631
  • ভাল লাগল।

    এটা নিয়ে একটু ব্যাখ্যা করবে?
    'হোমো-হেটেরো-বাই-ট্রাই-প্যান-ক্যুয়ারের ধন্দও তো কোথাও না কোথাও ধনতন্ত্র দ্বারাই নিয়ন্ত্রিত, যা স্বরূপকে ‘ট্রান্সজেন্ডার লেসবিয়ানের’ তকমা দিয়ে প্রান্তিকের মধ্যেও প্রান্তিক হওয়ার দিকে ঠেলে দেয় l নিয়ে যায় সঙ্গীহীন ব্যর্থতার দিকে l'
  • nina | 78.37.233.36 (*) | ১৮ আগস্ট ২০১৪ ১১:০৩73633
  • খুব ভাল লেখা----
  • শিবাংশু | 127.197.242.6 (*) | ১৮ আগস্ট ২০১৪ ১২:২৪73632
  • ভালো লেগেছে।

    তবে বিষয়টা অত্যন্ত বড়ো, এতো সংক্ষেপে হয়তো মুখর কান্নাটুকুই ধরা যায় । তুষারশিলার শিখরটুকু।

    সংস্কৃত তথা বাংলায় জেন্ডার'কে লিঙ্গ বলা হয় পারিভাষিক অর্থে । ঠিক যেভাবে মানুষজন্মটিকে ( পুরুষ-নারী নির্বিশেষে) মনুষ্যযোনি বলা হয়ে থাকে। এ বিষয়টি নিয়ে গত বছর কুড়ি ধরে মানুষের ধ্যানধারণা যে গতিতে বদলে যাচ্ছে, সেখানে প্রতিপক্ষের অবস্থানটিও ক্রমাগত পরিবর্তনশীল। পুরুষতন্ত্র, ধনতন্ত্র ইত্যাদি ছাপ তর্ক করার জন্য সুবিধেজনক, কিন্তু তা কোনও সমাধানসূত্রের সন্ধান দেবেনা ।

    কবিতা সিংহের সময় ( প্রায় পঞ্চাশ বছর আগে) তিনি ভগিনীপ্রথায় আশ্রয় খুঁজেছিলেন । সাহেবি ব্রাদার্স ইন আর্মস ধরনে । কিন্তু দু'জন মানুষ, নারী বা পুরুষ, যদি সমাজনিরূপিত সম্পর্কসারণীর বাইরে গিয়ে ঘনিষ্ট হতে চায়, তবে তার অন্য নামকরণ হবে । এই নামের স্বরূপটি বোধ হয় এখনও স্থির হয়নি । এখনও অভিযোগ, প্রতিবাদ, প্রতিরোধ পর্ব চলেছে । গ্রহণযোগ্য স্থিতাবস্থা এখনও নাগালের বাইরে।
  • apps | 126.203.196.14 (*) | ২৮ জুন ২০১৫ ০৩:১৯73634
  • গতকাল ফেবু গুরুতে একটা সুতো খুলেছিলুম l তবে কিনা জেনেগেণ সেথায় বিশেষ কথা কইলো না l তাই সেই সুতো এখানে কপি-পেস্ট করে নিজের লেখা এখানে নিজেই ওপরে তুলছি l :( আর হ্যা, আমার অজ্জিনাল হরিদাসপাল-আইডি (গুগুলের) দিয়ে কেন জানিনা ঢুকতে পাল্লুম না l তাই ফেবু দিয়ে ঢুকে বলছি l

    "ভাষায় প্রকাশ করতে পারব না ঠিক কতটা ভালো লাগছে l আমেরিকান সুপ্রিম কোর্টের এইরকম সিদ্ধান্তে আবেগবিহ্বল হয়ে পড়াটা খুব আশ্চর্যেরও নয় বোধ করি l সত্যিই তো ‘যে যেখানে লড়ে যায় আমাদের লড়া’ l তাই জিতে যাওয়ার আনন্দটুকুও আমাদের সক্কলের l নিশ্চিতভাবে বলতে পারি আগামী কয়েক বছরে, সরকার পরিবর্তিত হোক বা না হোক, ভারতবর্ষও আমারিকা-অনুসারী হবে l আরে বাবা, মার্কেটে (মানে বিশ্ববাজারে আরকি) সবাইকেই তো করে খেতে হয় নাকি!
    তবে বেশ কিছু প্রশ্ন এরপরেও বাকি থেকে যায় l আমার কাছে যার উত্তরগুলো অন্তত স্পষ্ট নয় l আইনি বৈধতা পেল সেম-সেক্স-ম্যারেজ বা সম-লিঙ্গ-বিবাহ l মানে নারী-নারী, পুরুষ-পুরুষের বিবাহ l যদি একটি মেয়ে জনৈক ভিন্নলিঙ্গের (প্রচলিত শব্দে তৃতীয় লিঙ্গের) মানুষকে বিয়ে করতে যায় তাকে কী হিসাবে গণ্য করা হবে? সেম-সেক্স-ম্যারেজ নয় নিশ্চয়? তবে কি অপোসিট-সেক্স-ম্যারেজ? সেটা কি বিশ্বের কোনও বা কোনও কোনও দেশে আইনিভাবে স্বীকৃত বিবাহ? একটু পরিষ্কার করা দরকার - ভিন্নলিঙ্গ বলতে কিন্তু এই ক্ষেত্রে ট্রান্সজেন্ডার বোঝাচ্ছি না l মানে যারা বায়োলজিকালি পুরুষের দেহ নিয়ে জন্মেছিল, এবং বড় হওয়ার পর মনে হলো সে আসলে মেয়ে হতে চায়, তারপর এই বিধার বিধান ফিধান জাতীয় বাকতাল্লাকে কাঁচকলা দেখিয়ে এসএসকেএম-এ গিয়ে আপাদমস্তক কাটাছেঁড়া করে মেয়ে হয়ে বিয়ে করে ফেলল পছন্দের পুরুষকে, তেমন কোনও রাষ্ট্র-স্বীকৃত ‘বৈধ’ বিয়ের কথা বলছি না l আমি নারী/পুরুষের সাথে হিজড়ের বিয়ে কথা বলছি, রাষ্ট্র যাদের এই কিছুকাল আগে হিজড়ে হিসাবেই গ্রহণ করেছে l দিয়েছে ন্যূনতম শিক্ষার অধিকার l
    গত বছর দেবলীনার একটা ছোট ছবি দেখে কিছু প্রতিক্রিয়া (রিভিউ নয়) লিখেছিলাম l গুরুচণ্ডা৯-র ব্লগে l সেও একপ্রকার আবেগতাড়িত হয়েই লেখা l সেদিনও বলেছিলাম, আজও বলছি, প্রেম বা যৌনতা, বিষয় যাই হোক না কেন, তাকে হোমো-হেটারো বা সম-বিসম-য় দেগে দেওয়া কিন্তু যৌন-স্বাধীনতার চিন্তাধারাকে খর্ব করে l তাকে বেঁধে দেয় l দুটি লিঙ্গে l নারী ও পুরুষ l শুধু আইনে নয়, সোসিও-কালচারালি-ও আজ সম-লিঙ্গ-বিবাহ বৈধতা পেল l
    আমরা কিন্তু কেবল ‘সম’ নয়, ‘সমান্তরাল’ প্রেমের জন্যও লড়ছি l"
  • সে | 94.75.173.148 (*) | ২৯ জুন ২০১৫ ০২:০৬73635
  • apps এর শেষ বাক্য কটি খুব যথাযথ।
  • - | 109.133.152.163 (*) | ২৯ জুন ২০১৫ ০৩:৪২73636
  • "সমান্তরাল প্রেম" মানে কী? পরকীয়া? শব্দটা নতুন, তাই জানতে চাই।
  • সে | 94.75.173.148 (*) | ২৯ জুন ২০১৫ ০৭:৩৪73637
  • "যদি একটি মেয়ে জনৈক ভিন্নলিঙ্গের (প্রচলিত শব্দে তৃতীয় লিঙ্গের) মানুষকে বিয়ে করতে যায় তাকে কী হিসাবে গণ্য করা হবে? সেম-সেক্স-ম্যারেজ নয় নিশ্চয়? তবে কি অপোসিট-সেক্স-ম্যারেজ? সেটা কি বিশ্বের কোনও বা কোনও কোনও দেশে আইনিভাবে স্বীকৃত বিবাহ? "
    হ্যাঁ, এই স্বীকৃতিও বটে। এটিও বৈধ হোলো। দুজন কনসেন্টিং অ্যাডাল্ট (যাদের ঐ সময়ে আর কোনো বিবাহবন্ধন নেই) বিয়ে করতে পারবে।
  • apps | 122.79.36.31 (*) | ২৯ জুন ২০১৫ ১১:১৬73638
  • সে- থ্যাঙ্কিউ l তাহলে বিষয়টাকে শুধু সেম সেক্স ম্যারেজ হিসেবে দিকে দিকে গ্লোরিফাই করা হচ্ছে কেন! ভারি আশ্চর্য তো!
  • সে | 94.75.173.148 (*) | ৩০ জুন ২০১৫ ০৫:০০73639
  • apps,
    আমার ধারণা হচ্ছে যে প্রচুর লোকই তো এই ব্যাপারগুলো ডিটেলে বোঝে না, তার ওপর ব্যাগড়া দেবার লোকও আছে, সেই কারণেই সম্ভবতঃ। অবশ্য অধিকাংশ মানুষই এগুলো সাপোর্ট করছে। অবশ্য যারা সাপোর্ট করছে, তারা সবাই এই সমস্ত ডিটেল না ও জানতে পারে।
    কিন্তু "যে কোনো দুজন কনসেন্টিং অ্যাডাল্ট, যাদের ঐ সময়ে আর কোনো বিবাহবন্ধন নেই" এখন থেকে বিয়ে করতে পারবে যেখানে এই আইন পাশ হয়ে গেছে।
  • দ্রি | 60.7.139.243 (*) | ০১ জুলাই ২০১৫ ০৪:১৪73642
  • আমেরিকায় সুপ্রীম কোর্টের ভার্ডিক্ট কিন্তু আপাতত সেম সেক্স ম্যারেজের জন্যই। ওবেরগেফেল ভার্সেস হজেস।

    ভার্ডিক্টের ডিটেলের পিডিএফ, ১০৩ পাতা। http://www.supremecourt.gov/opinions/14pdf/14-556_3204.pdf
  • সে | 94.75.173.148 (*) | ০১ জুলাই ২০১৫ ০৪:২৯73643
  • দ্রি,
    তাহলে কি যে কোনো দুজন কনসেন্টিং অ্যাডাল্ট, যাদের ঐ সময়ে আর কোনো বিবাহবন্ধন নেই এখনো বিয়ে করতে পারবে না, প্রোভাইডেড তারা সেম সেক্স নয় বা মেল-ফিমেল নয়?
  • a x | 138.249.1.202 (*) | ০১ জুলাই ২০১৫ ০৪:৩৮73644
  • আম্রিকায় ট্রান্সজেন্ডারদের কোনো বৈধ স্বীকৃতি নেই। মাত্র সাতটি দেশে স্বীকৃতি আছে।

    আরো মজার হল ভারত সহ সাবকন্টিনেন্টের সব কটি দেশেই এখন স্বীকৃতি আছে।

    বার্থ সার্টিফিকেটের লিঙ্গ বদলাতে পারেননা ট্রান্সজেন্ডাররা, কিন্তু সুপ্রীম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী নিজেকে পুরুষ বা নারী হিসেবে দাবী (যা বার্থ সার্টিফিকেটে আছে) করে বিয়ে করতে পারেন। আর এটাও বলা হয়েছে যে নিজের আইডেন্টিটি পার্সু করার রাইট রয়েছে, তাই মনে হয় হয়ত এরা এবার স্বীকৃতি পাবেন।
  • দ্রি | 195.77.129.88 (*) | ০১ জুলাই ২০১৫ ০৪:৩৯73645
  • মনে তো হয় না। মানে বিয়ে লীগালি বাইন্ডিং হবে না। আর বিয়ে করলে যে সব ট্যাক্স বেনিফিট পায় সেসব পাবে না।
  • সে | 94.75.173.148 (*) | ০১ জুলাই ২০১৫ ০৪:৪২73646
  • কিন্তু, বার্থ সার্টিফিকেটে উল্লিখিত সেক্স যেহেতু এঁরা পরে পাল্টাতে পারেন না, তৃতীয় লিঙ্গের স্বীকৃতি নেই(?) বলে, তাহলে তো বিয়ে হতে পারবে, আইনের ফাঁক গলে।
  • দ্রি | 195.77.129.88 (*) | ০১ জুলাই ২০১৫ ০৪:৪৫73647
  • ট্রান্সজেন্ডার ছেলে হিসেবে বিয়ে করতে পারে, বা মেয়ে হিসেবে। কিন্তু ট্রান্সজেন্ডার হিসেবে নয়।
  • সে | 94.75.173.148 (*) | ০১ জুলাই ২০১৫ ০৪:৫১73648
  • এবার অন্য একটা কথা। যে জন্মের সময়ে ছেলে (xy ক্রোমোজোম নিয়ে) হয়ে জন্মেছে, পরে নিজেকে অন্যভাবে আবিষ্কার করে মেয়ে হতে চাইছে বা হয়েও গেল (যদিও ক্রোমোজোম পাল্টে xx কিছুতেই হবে না) হর্মোন নিয়ে, কিছু অপারেশন করিয়ে, মনে প্রাণে সে মেয়ে - এখন কি তার বার্থ সার্টিফিকেটে লিঙ্গ পাল্টানো যাবে (অ্যামেরিকায়)?
  • a x | 138.249.1.202 (*) | ০১ জুলাই ২০১৫ ০৪:৫১73649
  • হ্যাঁ, সেটা আগেও পারত। মানে একজন বার্থ সার্টিফিকেট অনুযায়ী পুরুষ ও অন্যজন মহিলা হলেই। এরা কেউ পরে লিঙ্গ পরিবর্তন করলেও, যেহেতু লিঙ্গ পরিবর্তনটাই স্বীকৃতি পাচ্ছেনা। মানে তাদের আইডেন্টিটি ঐ বাইনারিতে ফেললে তবে।
  • a x | 138.249.1.202 (*) | ০১ জুলাই ২০১৫ ০৪:৫২73650
  • ওপরেরটা আগের প্রশ্নের উত্তর - এখন বোধ্হয় তিনটে স্টেটে লিঙ্গ পাল্টানো যায়, বাকি স্টেটে যায়না।
  • সে | 94.75.173.148 (*) | ০১ জুলাই ২০১৫ ০৪:৫৩73651
  • অর্থাৎ জেন্ডার আইডেন্টিটিতে আইন এখনো খুবই রিজিড।
  • a x | 138.249.1.202 (*) | ০১ জুলাই ২০১৫ ০৪:৫৬73652
  • ও না, ঠিক বলিনি দেখছি - উইকিতে বলছে তিনটে স্টেটে কিছুতেই যায়না। আরো অন্যান্য রাইটসের ব্যপারেও আছে এখানে।

    https://en.wikipedia.org/wiki/Legal_aspects_of_transsexualism_in_the_United_States
  • a x | 138.249.1.202 (*) | ০১ জুলাই ২০১৫ ০৫:০১73653
  • লাল স্টেটগুলো কিছুতেই বদলাবেনা। বেগুনী স্টেটগুলো সার্জিকালি যৌনাঙ্গ বদলালে, তবেই বদলাবে।

    কিন্তু কেউই পুরুষ বা নারীর বাইরে আর কোনো লিঙ্গ মানবেনা।
  • a x | 138.249.1.202 (*) | ০১ জুলাই ২০১৫ ০৫:০৩73654
  • উফ্ফ, সবুজ স্টেটগুলো সার্জিকালি...*
  • সে | 94.75.173.148 (*) | ০১ জুলাই ২০১৫ ০৫:০৭73655
  • ID, KS, OK, TN, OH এই পাঁচটি স্টেটে এখনো অবদি বদলানোর কোনো অপ্শন নেই। :-(
  • apps | 126.203.202.91 (*) | ০১ জুলাই ২০১৫ ০৯:৪১73640
  • সে,
    ভার্ডিক্ট-এর ডিটেল কি পাওয়া যাবে নেট-এ? খবরের কাগজ, এমনকি বিবিসি-র স্টোরি-ও খুব সুপারফিসিয়াল l দু'চারটে রেলিভেন্ট লিংক পেলে আমাকে একটু দেবেন প্লিজ? সেম-সেক্স-ম্যারেজ আর ম্যারেজ ইকুয়ালিটি যে স্বতন্ত্র বিষয় সেইটা তো বোঝা ও বোঝানো দরকার l উচ্ছ্বাস শেষ হলে, এই ভার্ডিক্ট-এও যে ম্যারেজ নামক ইন্সটিটিউশন-কেই বৈধতার ছুতোয় শ্রেষ্ঠ বা সর্বোত্তম দেখানো হলো, সেটা নিয়েও এবার কথা হওয়া প্রয়োজন l
  • সে | 94.75.173.148 (*) | ০১ জুলাই ২০১৫ ১০:০৩73641
  • ভার্ডিক্ট এর ডিটেল আমার কাছে নেই।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন