এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • abantika | 11.39.56.133 (*) | ০৪ মে ২০১৬ ০৭:০৬80670
  • সোসেন দি,
    না অসাবধানতা নয়। বুরুন অংকে তেরো হলেও পাটিগণিতটা সে করতে জানে :D
    যাই হোক। সাত বছরের মেয়ে মানে আরলি স্টেজ অব পিউবারটি। ম্যানিকুইনের সাথে সাযুজ্য রাখা তো একটা উদ্দেশ্য বটেই। পিউবিক হেয়ার গ্রোও না করা, স্প্রাউটস অব ব্রেস্টস, এসবের ঈংগিতবাহী। (বেচামণি নিকের জনৈক এবং ছোটাই দি ভাবনার কিছুটা কাছাকাছি গেলেন দেখলাম। ভালো লাগলো।) যৌথ পরিবারে এ হেন আকর্ষণ বিরল নয়। যেহেতু বিপরীত লিংগের ভাবনাকে মধ্যবিত্ত(বা চিত্ত) কাঠামোয় শৈশব থেকেই গ্রোথিত করে দেওয়া হয় মগজের ভেতর, তাই মেয়ে, সে যে বয়সেরই হোক, রহস্যে আবৃত, কামনার বস্তু এমন একটা ধারণা পুং সন্তানের ভেতর ওই বয়ঃসন্ধির সময় থেকেই তৈরি হয়ে যায়। গোটা লেখাটা বিভাস প্রামাণিকের জবানিতে পুরুষতন্ত্রের, বা বলা যেতে পারে পৌরুষ-ভাবনার, একটা ছেঁদো ছকে লেখা। সেটা উদ্দেশ্যপ্রণোদিত। যদিও কমেন্ট পড়ে এখন আর মনে হচ্ছে না সে উদ্দেশ্য সফল হয়েছে। :p
    জাস্ট অ্যান ইনফো, পাব্লিক হেলথ গাইডলাইনে স্পষ্টত লেখা আছে, ছ'বছর বা তার অধিক দুটি বিপরীত লিংগের শিশুকে একঘরে ঘুমোতে দেওয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। এই এজ রিলেটেড মাইলস্টোন নিয়ে যদিও আমার নৈতিক ও সাংস্কৃতিক আপত্তি আছে, কিন্তু সে ভিন্ন পরিসরে বলা যাবে খন। মোদ্দা কথা, যৌনতার প্রাথমিক বোধ, যৌন আকাঙ্ক্ষা, বিপরীত লিংগের প্রতি কৌতূহল (গিভেন স্ট্রাকচারে), এগুলো খুব অল্প বয়স থেকেই তৈরি হয়ে যায়, বা, তৈরি করানো হয় - ক্লাস টু এর মেয়ের অনুষঙ্গে ক্লাস এইটের ছেলের বর্ণনায় এটুকুই এস্টাব্লিশ করতে চাওয়া।
  • de | 24.139.119.174 (*) | ০৪ মে ২০১৬ ০৭:২১80671
  • গপ্পো লেখার পর লাইনে লাইনে মানেবই দেখতে বাজে লাগে -

    এটা সমালোচক বা ডিফেন্ডার দুতরফেই প্রযোজ্য -

    লেখা পাবলিশ হওয়ার পর তা প্রত্যেক পাঠকের নিজস্ব -

    এই বাদে এই লেখা নিয়ে কিছুই লেখার নেই -

    শুধু এক সমালোচকের লেখকের ব্যক্তিগত জীবনে উঁকি দেওয়াটা ভালো লাগলো না-
  • d | 144.159.168.72 (*) | ০৪ মে ২০১৬ ০৭:৪৫80672
  • এজ রিলেটেড মাইলস্টোন নিয়ে নৈতিক ও সাংস্কৃতিক আপত্তি কেন এইটে জানতে আমি আগ্রহী। অবন্তিকা কোথাও বলবেন। আলাদা ব্লগে বা ভাটে হলেও হয়।

    কোনও একটা জায়গায় বাংলাভাষী মেয়েদের নিজের নাম গোপন করে বিভিন্ন হয়রানী ও যৌন নির্যাতনের মুখোমুখী হওয়ার অভিজ্ঞতা বর্ননা করার অপশান আছে। সেখানে অনেকেই নিজের ও নিজের ভাইবোনেদের বিভিন্ন ধরণের হয়রানী ও নির্যাতনের বর্ননা দিচ্ছেন, বেশীরভাগেরই অভিজ্ঞতা শুরু প্রায় ৪ বছর বা খুব জোর ৬ বছর বয়স থেকে। এখন হয়ত ৪ বছর বয়সের আগের অভিজ্ঞতা হয়ত মানুষ খুব একটা মনে রাখতে পরে না তাই তার আগেরগুলো মনে নেই। আবার হতে পরে ঐসময় থেকেই শুরু হয়।
    যাই হোক আপনার আপত্তির কারণ শুনতে চাই।
  • sosen | 177.96.49.239 (*) | ০৪ মে ২০১৬ ০৮:২৪80675
  • এইখানে একটু লেখার ছিল। পরে লিখছি।ভুলে গেলে কেউ মনে করিও
  • abantika | 11.39.37.189 (*) | ০৪ মে ২০১৬ ০৯:০৫80676
  • তখন বুদ্ধিজীবীর একটা বড় অংশের দাবি ছিল ধর্ষকের কোনো মানবাধিকার হয়না। সে ধর্ষক যে বয়সেরই হোক, যে আর্থ সামাজিক প্রেক্ষিতেই বেড়ে উঠুক না কেন। এক্সেপশনাল কেসে নাবলকত্ব শাস্তির অন্তরায় হবে না। এই যুক্তিতে তো পরে জনৈক ফেমিনিস্ট-এক্টিভিস্ট আবাপে প্রবন্ধও লেখেন। যদিও সেটা পুরোটা পড়তে পারিনি। বেশ বিরক্তিকর লেগেছিল।
  • abantika | 11.39.37.189 (*) | ০৪ মে ২০১৬ ০৯:২৬80677
  • লেখা ছাপার দিনই, এবং পরের দিনও, সম্পাদকের কাছে, এবং দফতরেও ফোন আসে, একটা সংবাদপত্রের এ ধরণের মতের প্রতিনিধিত্ব করা মানে, সোসাইটির কাছে অপরাধীর প্রতি পক্ষপাতিত্বের wrong message পৌঁছে দেওয়া।

    এজ রিলেটেড মাইলস্টোনের স্ট্যান্ডারডাইজড ফর্ম গুলো খুব ফিশি। সে ভোটাধিকারেই হোক, বা চাইল্ড এবিউজে। ১২/১৬/১৮/২১ কেন কীভাবে কোথায় কীজন্য - সেসবের কাটাছেঁড়া হওয়া জরুরি।
  • abantika | 11.39.38.164 (*) | ০৪ মে ২০১৬ ১০:৫০80673
  • দ দি এ বিষয়ে আর্টিকেল লিখতে শুরু করেছিলাম মাস পাঁচেক আগে। নির্ভয়ার জুভেনাইল ইস্যু নিয়ে আমার 'এই সময়ে'র লেখা এবং তজ্জনিত বিতর্কের পরপর। কিন্তু অসীম ল্যাদের কারণে একটা প্যারাগ্রাফের পর আর লেখা হয়নি। অন্য অনেক লেখার মতোই। শেষ করতে পারলে ব্লগে দেব নিশ্চয়। মাথায় রাখলাম। সিরিয়াস্লি।
  • sosen | 184.64.4.97 (*) | ০৪ মে ২০১৬ ১২:৫৫80668
  • লেখাটায় এই ছবছরের ছোটো ব্যাপারটা সত্যিই মিস করে গিয়েছি। এটা অবন্তিকার অসাবধানতা না ম্যানিকুইনের সাথে ইচ্ছাকৃত সমান্তরাল টানতে, একটু লেখকের কাছ থেকে শুনতে চাই।
  • sosen | 177.96.95.104 (*) | ০৫ মে ২০১৬ ০২:৩৬80678
  • হ্যাঁ লিখি।
    বেসিক্যালি আমি খানিক প্রতিবাদের সুরে লিখতে যাচ্ছিলাম যে বয়ঃসন্ধির ছেলেদের ওরকম ছোটো মেয়েদের প্রতি আকর্ষণ জাগা ব্যতিক্রম ইত্যাদি। লিখতে গিয়ে ভাবলাম। এবং থমকে গেলাম।
    ভেবে দেখছি,ব্যক্তিগত অভিজ্ঞতার ভান্ডারে অন্তত ছ সাতটি খুব ক্লোজলি দেখা ঘটনা ফিট করাতে পারছি, আরো বেশিও হতে পারে শুধু ঘেঁটে বের করতে চাই না। স্বাভাবিক কৌতূহল স্টিকার মেরেই রেখে দিয়েছিলাম ব্যাপারগুলোকে। কিন্তু না। আর শুধু বয়ঃসন্ধির ছেলেরাও নয়। মেয়েরাও।প্রিডেটর হিসেবে।

    হঠাৎ কয়েকটা দরজা খুলে দেওয়ার জন্য অবন্তিকাকে ধন্যবাদ, লেখা হিসেবে হয়তো এটা সেরকম উচ্চমানের নয়, কিন্তু এই আলোচনাটার জন্য।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন