এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  আলোচনা  বিবিধ

  • পয়লা আষাঢ়

    ইন্দ্রাণী লেখকের গ্রাহক হোন
    আলোচনা | বিবিধ | ২৭ অক্টোবর ২০১৮ | ৩৫৫০ বার পঠিত
  • রুবির বাঘের নাম শান্তনু। বাঘ যেমন হয়-পেল্লায়, ডোরা কাটা, বিশাল খণ্ড ত ল্যাজ। ভারি বলিষ্ঠ থাবা ঘিরে সাদা নরম রোঁয়া। বিষণ্ণ পোখরাজ চোখ। কানের পিছনে, থাবায় গভীর ক্ষতচিহ্ন। এখন রাত বারোটায় মোড়ের মিষ্টির দোকানের ঝাঁপ বন্ধ - দু'ধাপ সিঁড়ির নিচে ভাঙা ফুটপাথ-সেখানে এক ছটাক ঘাসের দখল নিয়ে কাড়াকাড়ি স্ট্রীটলাইট আর জ্যোৎস্নার; দুটো লাল গাড়ি পর পর পার্ক করা। মিত্র সুইটস আর গাড়ির মাঝখানে ঐ জ্যোৎস্নার ওপর হিসি করছিল শান্তনু - আকাশের দিকে মুখ, সামনের দুপায়ে শরীরের সম্পূর্ণ ভর, পিছনের পা ভাঁজ করা এবং লম্বা ল্যাজ মাটির সঙ্গে সমান্তরাল-ওর পিঠের ডোরা এই মুহূর্তের চাঁদের আলোয় সিপিয়া আর সাদা। রুবির হাতে একটা বড় কালো চাদর ভাঁজ করা; সে শান্তনুর পিঠে হাত রেখে সটান দাঁড়িয়ে এদিক ওদিক দেখছিল। রুবি যেন এক বন্ধ দরজার পাল্লা-যার আড়ালে বসে, প্রকৃতির ডাকে নিশ্চিন্তে সাড়া দিচ্ছিল শান্তনু- ঝাঁঝালো বুনো গন্ধ সিঁড়ির ধাপ বেয়ে পৌঁছোচ্ছিল মিত্র সুইটসের সাইনবোর্ড অবধি, ঘাসের ওপর চাঁদের আলো তরল আর হলুদ হয়ে যাচ্ছিল ক্রমশঃ।
    রুবিদের গলিটা আদতে জটিল ও প্যাঁচালো- তবে, এর দেওয়ালে ওর দোকানে ঠোক্কর খেতে খেতে শেষ অবধি বড় রাস্তায় পৌঁছে গেছে। গলিতে রিক্শা, ঠ্যালাগাড়ি ছাড়া কিছু চলে না-ইদানিং অবশ্য রাতের দিকে অটো চলার আওয়াজ পায় রুবি। শান্তনুও অটোতেই এসেছিল। সেদিন রুবি আলো নিভিয়ে শুয়ে পড়েছে, বেশ রাত- অটোটা রুবিদের বাড়ির সামনের গাড্ডায় পড়ে ক্যাঁক করে উঠেছিল যেন পা ভেঙেছে-তারপরেই অদ্ভুত গন্ধে রুবির দোতলার ঘর ভরে গিয়েছিল- আশ্চর্য গন্ধ - কেউ যেন মাধবীলতার ফুল আর চিড়িয়াখানার গন্ধ একটা বোতলে ঢুকিয়ে খুব ঝাঁকিয়ে তারপর ফটাস করে ছিপিটা খুলে দিয়েছে। অত রাত, ঐ গন্ধ, তার আচম্বিত ও তীব্রতা- রুবি আলো জ্বালায়, দরজা খোলে - সিঁড়ির ল্যান্ডিংএ শান্তনু বসে ছিল -ডোরা কাটা বিশাল পিঠের পেশী চল্লিশ ওয়াটের আলোয় সামান্য ময়লা দেখাচ্ছিল; কানের পাশে রক্ত শুকিয়ে আছে। লতানো মাধবীলতা ছিল সিঁড়ির পাশে, সেই ফুল মাড়িয়ে ল্যান্ডিং অবধি উঠেছিল শান্তনু-সিঁড়িতে পিষ্ট ফুল, কাদা ও রক্ত লেগে ছিল। রুবির চোখে চোখ রেখে বিশাল হাই তুলেছিল সে-মুখের ভিতর গোলাপি জিভ আর তীক্ষ্ণ সাদা দাঁত দেখা গিয়েছিল। রুবির মনে হয়েছিল, যেন এক রণক্লান্ত মহারাজ যুদ্ধ শেষে ফিরেছেন। মহারাজ ভাবতেই পরের শব্দটা সৌরভ নয়, শান্তনু মনে হয় রুবির - অটোম্যাটিক। পাসপোর্ট ছবির মতো ছোটো চৌকো ফ্রেমে কমলা মুকুট, কমলা আর কালোতে রাজপোষাক, কমলা ধনুর্বাণে মহারাজ শান্তনু, নীল ব্যাকড্রপ -তলায় লেখা হস্তিনাপুরের মহারাজ শান্তনু। সেই রাত থেকে শান্তনু এই বাড়িতে রুবির সঙ্গে।

    আজ পয়লা আষাঢ়- এখন রাত বারোটা, রুবির জন্মদিন। রুবি দিনক্ষণ এইভাবে বলতে ভালোবাসে অর্থাৎ যেখানে বাকি নিরানব্বই জন বলবে ১৬ই জুন জন্মদিন, রুবি বলবে পয়লা আষাঢ়। কখ্নও দু একদিন বাড়িয়ে কমিয়েও নেয় রুবি-যেমন ওর ভাইয়ের জন্মদিন আদতে তেরই অগাস্ট, রুবি বলবে বিলু জন্মেছিল স্বাধীনতা দিবসে। তো এইভাবেই রুবির মা বাবার বিয়ের তারিখ পঁচিশে বৈশাখ, মায়ের মৃত্যুদিন দোলপূর্ণিমা। এই রকম বলতে বলতে দিনগুলো নিজেই বিশ্বাস করতে শুরু করে রুবি তারপর দেখতে পায়-বিলুর জন্মদিনে জাতীয় পতাকা উড়ছে- ও হাসিমুখে বিলুকে কোলে করে বারান্দায় - প্রভাতফেরি বেরিয়েছে- বিলুর কপালে চন্দনের একটা টিপ অথবা আকাশ জুড়ে মস্ত বড় সোনালি চাঁদ - হরিধ্বনি দিয়ে ওরা মা কে নিয়ে যাচ্ছে-চাঁদের আলোয় খইগুলি, খুচরো পয়সা। স্কুলে পড়ার সময়ই রুবির এই দিনক্ষণ এদিক ওদিক করার ব্যাপারটা জানাজানি হয়, তারপর যথারীতি কানে কানে পল্লবিত হতে থাকে। একদিন ছন্দা আঙুল তুলে ওকে মিথ্যুক বলে, তারপর সুনন্দা; ফার্স্ট গার্ল নয়নতারা সুপ্তিদির কাছে ওর নামে নালিশ করে। শাস্তি, নালিশ, নামের আগের বিশেষণ- রুবি বদলায় নি- সে ঘটনার পঁয়ত্রিশ বছর পরেও ওর জন্মদিন পয়লা আষাঢ়।

    বস্তুত, আজ পয়লা আষাঢ়, দুপুর একটায়, পঁয়ত্রিশ বছর পরে রুবির সঙ্গে সুনন্দা, ছন্দা, নন্দনা, দীপ্তি, অনসূয়াদের দেখা হবে। নয়নতারা আমেরিকা থেকে এসেছে -সিটি সেন্টারে আজ দুপুরে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া গল্পগাছা। দীপ্তিই ফেসবুকে বিলুকে খুঁজে বের করেছিল, বিলুর থেকে রুবির ল্যান্ডলাইনের নম্বর-ফোন করে বলেছিল, 'আমরা তো সবাই আছি ফেসবুকে, কত খুঁজেছি তোকে - কোথায় ছিলি তুই? ফেসবুকে অ্যাকাউন্ট নেই?'
    রুবি বলেছিল, ' কোথায় যাব? বরাবর এখানেই তো...'
    দীপ্তি হেসে হেসে বলেছিল, ' আরে, তোদের পাড়ায় খোঁজার কথা মনেই হয় নি, জানিস? আসলে সবাই তো বিয়ে টিয়ে হয়ে অন্য কোথাও, তাই আর কি...' রুবি বুঝে গিয়েছিল, মাঝখানের এই পঁয়ত্রিশ বছরের পুরো গল্পটা বিলুর থেকে অলরেডি জেনে নিয়েছে দীপ্তি। তবু, দীপ্তির হাসির সঙ্গে, কথার সঙ্গে হু হু করে ছোটোবেলা ঢুকছিল রুবির ঘরে-সুপ্তিদি, পূরবীদি- সবুজ গেটের পাশে দুটো কদম গাছ- ক্লাস থ্রীতে ' পূজারিণী' হচ্ছে-ভাস্কর ওকে একটা জাহাজের ছবি এঁকে দিচ্ছে-বেগুনি জাহাজ, সবুজ ঢেউ তারপর বলছে, 'বিয়ে করবি আমাকে ?...' রুবির একবার মনে হ'ল, জিগ্যেস করে-'ভাস্কর কোথায় রে? কী করছে?' তারপর এক কথায় সম্মতি দেয়; বলে, 'যাবো, নিশ্চয়ই যাবো সেদিন।' আসলে, বহুদিন রুবিকে কেউ ফোন করে নি; যেতেও বলেনি কোথাও।যাতায়াতের পথে রুবি দেখেছে সিটি সেন্টার, দেখেছে, আলো জ্বলা বিপণি, গাড়ির ভিড়- মানুষজন ঢোকে বেরোয়, তাদের হাসি, হাতে ধরা শিশু, বেলুন ও পণ্যসম্ভার - ভিতরে ঢুকতে ইচ্ছে হয়েছে খুব। পরক্ষণেই নিজে নিজেই ভেবে নিয়েছে - যেদিন ও আসবে এখানে, হয়তো একবারই আসবে-খুব বিশেষ একটা দিন যেন হয়- হয়তো বড়দিন কিম্বা-
    দীপ্তির ফোন রেখে দিয়ে ওর মনে হতে লাগলো- ওর পঞ্চাশ বছরের জন্মদিনটাই পারফেক্ট হবে- জন্মদিনের দুপুরে সিটি সেন্টার-উজ্জ্বল আলো, সামনে বড় কেক, মোমবাতি, ছোটোবেলার বন্ধুরা আর সে -

    টেলিফোনে এই সব কথোপকথন কিছু আগের -শান্তনু তখনও আসে নি। আজ এখন ১৬ই জুন-আর তেরো ঘন্টা বাদে পয়লা আষাঢ়ের দুপুরে ওকে সিটি সেন্টার যেতে হবে। শান্তনু কীক'রে এতক্ষণ একলা থাকবে বাড়িতে -ভাবতে ভাবতে রুবি মিষ্টির দোকানের সামনের ফুটপাথে উঠল। এই ক'দিন শান্তনুকে লুকিয়ে রেখেছে রুবি। ওদের পাড়ায় আর কোনো বাঘ নেই- অন্ততঃ রুবি জানে না- দেখতে পেলে শান্তনুকে হয়ত পাড়া থেকে বের করে দেবে। সবার তো সব সহ্য হয় না- রুবির জেঠুর যেমন কুকুরে অ্যালার্জি ছিল, মায়ের ছিল বিড়ালে। বড়পিসি টিকটিকি ভালোবাসত, আবার আরশোলা দেখলেই ঝাঁটার বাড়ি। ওদের পাড়ার সবার হয়ত বাঘে অ্যালার্জি- কে জানে। কোনদিন কথা তো হয় নি কারোর সঙ্গে। ওর বাড়িতে এমনিতে কেউ আসে না, বাড়ির কাজকর্ম নিজেই করে, সকালের দিকে পাঁচ মিনিট হেঁটে দুটো আলু পেয়াঁজ দু টুকরো মাছ। কেউ এসে শান্তনুকে দেখে ফেলবে, সে সম্ভাবনা ছিল না। ভয় ছিল গন্ধে আর গর্জনে। শান্তনু চুপচাপ ছিল- এই ক'দিন, ওর কানের পাশের ক্ষতে, থাবায় ডেটল লাগালে সামান্য আঁক করে চুপ করে যেত, আর গন্ধটা দরজা জানলা এঁটে সামলে দিয়েছিল রুবি। খাওয়া নিয়ে কোনো ঝামেলাই নেই -রুবির সঙ্গেই ভাত ডাল মাছের ঝোল। রুবি কাঁটা বেছে সামান্য লেবু চিপে দেয় ডালে- পেটির মাছ বেজায় ভালোবাসে শান্তনু। আর দাদাগিরি। দা দা গি রি শুনলেই এক লাফে টিভির সামনে। রাতের দিকে, পাড়া নিঝুম হ'লে শান্তনুকে নিয়ে হাঁটতে বেরোয় রুবি- মিত্র সুইটসের সামনে প্লাস্টিকের প্লেট, চামচ, মাটির খুরির ছোটো স্তূপ- জায়গাটা বাথরুম হিসেবে শান্তনুর পছন্দ।
    এইমাত্র রাত বারোটায় শান্তনুর বাথরুমপর্ব শেষ হ'ল। গোটা পাড়া দিব্যি ঘুমিয়ে। সোনার তরী অ্যাপার্টমেন্টসের তিনতলায় এক বিন্দু লাল আলো দেখা যাচ্ছিল-কেউ সিগ্রেট খাচ্ছে, সম্ভবতঃ বসাকবাবু; রুবি চট করে শান্তনুর গায়ে কালো চাদরটা ফেলে দিল। এই টেকনিক রুবির পরীক্ষিত ও প্রমাণিত- ও নিজেও যখন বাড়ি থেকে বেরোয়, চোখে কালো চশমা, গায়ে পরিপাটি জড়ানো আঁচল, শীতে চাদর ও ঘোমটা -রুবি দেখেছে, এভাবে সে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যেতে পারে; পথে ঘাটে কেউ তাকায় না, কেউ জিগ্যেস করে না-'অত বড় বাড়িতে একলা থাকো, ভয় করে না? এত রোগা হয়ে যাচ্ছ কেন? খাও না? ইশ কী কালো হয়ে গেছ! শোনো,শোনো, সমীরণের সঙ্গে যোগাযোগ নেই আর?' পাড়ায়, বাজারে, বাসে, মেট্রোয় ওর সামনে দাঁড়িয়ে মানুষ হাসে না, গায়ের ওপর দিয়ে, ওকে ভেদ করেই চলে যায় একটুও না হেসে, কথা না ব'লে অথচ কালো চশমার ভিতর দিয়ে রুবি সবাইকে দেখতে পায়। এভাবেই ও কালো চাদরের উপকারিতা উপলব্ধি করে। এখনও রাত বারোটায় ওর গায়ে আঁচল।
    শান্তনুকে চাদরে ঢেকে খানিকটা নিশ্চিন্ত হল রুবি। চাদরের তলায় শান্তনুর হাঁটা, পেশীগুলির নড়াচড়া চাঁদের আলোয় স্পষ্ট-মস্ত কালো ছায়া পাশে নিয়ে রুবি গলির শেষে পৌঁছে যায়। বড়ঘরে টিভি, সামনের সোফায় শান্তনুর বিছানা, জানলার পাশে জলের বাটি। শান্তনু জল খেয়ে গুটিসুটি হয়ে শোয়। রুবি টিভি চালায় এবং সামান্য উদ্বেগে থাকে-কেউ যদি দেখে থাকে শান্তনুকে। আধঘণ্টা কেটে গেলে কালো চাদরের কামাল সম্পর্কে সে নিঃসংশয় হয় এবং মনস্থির করে - সিটি সেন্টারে শান্তনুকে সঙ্গে নিয়েই যাবে-কালো চাদরটা ওর গায়ে জাস্ট ফেলে দিলেই হবে।

    রুবির বাড়ি থেকে সিটি সেন্টার হাঁটা পথ। যদিও বাস চলে, অটো-ও, রুবি ঠিক করল হেঁটেই যাবে। দুপুর বারোটা নাগাদ শান্তনুকে নিয়ে সে বড় রাস্তার মোড়ে এল। আজ সে সানগ্লাসবিহীন, গায়ে আঁচল জড়ায় নি-তার জন্মদিনে সে আজ ছোটোবেলার বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছে- অনেকদিন পরে ফ্রায়েড রাইস খাওয়ার সাধ হচ্ছিল রুবির -ফ্রায়েড রাইস, চিলি চিকেন, আর আইসক্রীম। বিশালদেহী শান্তনু কালো চাদরের তলায় গদাইলস্করি- ল্যাজ গুটিয়ে এক বিশাল অন্ধকার ছায়ার মত হেঁটে চলছিল রুবির সঙ্গে, রাস্তা ক্রস করার সময়ে রুবির ইঙ্গিতে থামছিল, মাঝে মাঝে রুবি কালো চাদর সরে গিয়েছে কি না চেক করছিল, ল্যাজের দিকের চাদরের প্রান্ত টেনেটুনে দিচ্ছিল মাঝে মাঝে তারপর একসময়ে পোঁছে গিয়েছিল সিটি সেন্টারে।

    ফুডকোর্টে পৌঁছে রুবি দেখল মধুছন্দা, প্রতিমা, সুলতা, লতিকা, দীপ্তি, যমুনা, সুনন্দা, ছন্দা আর নয়নতারা-চিনতে অসুবিধে হচ্ছিল না রুবির। বাকিরা খুব সম্ভব এখনও পৌঁছোয় নি। প্রতিমার হাত -গলার গয়না দেখছিল দীপ্তি, নয়নতারা সেল্ফি তুলছিল। যমুনা আর ছন্দা ঠেলাঠেলি করে হাসছিল। কে এফ সির সামনে কালো চাদরের তলায় শান্তনুকে বসিয়ে রুবি এগোল। যমুনা ছন্দারা ততক্ষণে ফুডকোর্টের টেবিল দখল করছে-একটা দুটো তিনটে চারটে পাঁচটা-নয়নতারার গলা জড়িয়ে ছবি তুলেই যাচ্ছিল সুলতা, প্রতিমা এইবার তাতে যোগ দিল। একে একে চন্দনা, ঝিমলি, উমাকে আসতে দেখছিল রুবি। এক একজন করে আসছে-গলা জড়াজড়ি করে ছবি তুলছে, টেবিলে ব্যাগ রেখে বসে ঘাম মুছছে আর প্রবল হাসছে। এই ক'বছরে অনেক বদলে গেছে মেয়েগুলো- ভারি শরীর, গয়না গাঁটি, জমকালো শাড়ি -রুবির সামান্য নার্ভাস লাগছিল। ও রুমাল দিয়ে ঘাম মুছল তারপর প্রথম টেবিলে নয়নতারার পাশে গিয়ে বসল। প্রতিমা চন্দনা আর দীপ্তি নয়নতারার অন্য পাশে, উল্টোদিকে ঝিমলি আর উমা-অনর্গল কথা বলে চলছিল ওরা- শ্বশুরমশাই, কোমরব্যথা, ছোটো মেয়ের মাধ্যমিক, বড় ছেলের জয়েন্ট, অম্বল, সুপ্রকাশ, চঞ্চল, বিজন-এই সব শব্দ আর খুচরো বাক্যবন্ধ কানে আসছিল রুবির। নয়নতারা, প্রতিমা, যমুনার চোখের দৃষ্টি ওর মুখের ওপর ভেসে বেড়াতে দেখছিল রুবি অথচ ওর চোখে চোখ রাখছিল না কেউ। ও সবার দিকে তাকিয়ে হাসছিল সেই কখন থেকে-এতটা সময় হাসি ধরে রাখতে গিয়ে চোয়াল ব্যথা করছিল রুবির। দীপ্তি চশমা খুলে চোখ মুছল একবার-রুবি ভাবল এইবার চশমা পরলেই ওকে ঠিকঠাক দেখতে পাবে দীপ্তি, তারপর চন্দনা, ঝিমলি, মধুছন্দা -একসঙ্গে বলে উঠবে-'আর্রে! হ্যাপি হ্যাপি বার্থডে -কখন এলি- একটুও বদলাস নি তুই '
    দীপ্তি চশমা পরল, তারপর নয়নতারার দিকে তাকাল। নয়নতারা উঠে দাঁড়িয়ে নাটকীয়ভাবে ঘোষণা করল-'আজ আমি খাওয়াব তোদের- এত দিন পরে দেখা- আই অ্যাম সো সো সো গ্রেটফুল-তোরা আমার জন্যই এলি- সো সুইট অফ ইয়ু'। দীপ্তি সঙ্গে সঙ্গে আঁচল কোমরে গুঁজে সবাইকে জিগ্যেস করতে লাগল-' এই, কে কী খাবে-যমুনা এই যমুনা শিগ্গির বল। ঝিমলি, এই তোর না আজ নিরামিষ? উমা তুই? মধুছন্দা তোর কিসে কিসে অ্যালার্জি ফটাফট বলে ফ্যাল...'
    রুবি খুব মরিয়া হয়ে হাত নেড়ে বলল, 'এই আজ আমি খাওয়াই? আজ তো আমার জন্মদিন। কী রে, মনে নেই তোদের?' বাল্যবন্ধুদের দৃষ্টি ওকে পেরিয়ে, ওকে ফুঁড়ে উল্টোদিকের দোকানপাট, আলোর মালা, বার্গার, মোমো, পিজ্জা, ফ্রায়েড রাইস, চিলি চিকেন দেখছিল। রুবি আবার হাত নাড়ল, উঠে দাঁড়াল, দুহাত মাথার ওপরে তুলে নাড়ল এবারে- জনে জনে নাম ধরে ডাকল-উমা, এই উমা, মধু, মধুছন্দা, দীপ্তি, নয়নতারা...ক্রমশঃ রুবির গলা ভেঙে যাচ্ছিল, শেষের দিকে যমুনা ডাকটা কান্নার মত শোনাল। ওদের চারপাশে ঝলমলে আলো জ্বলা দোকানপাট, উজ্জ্বল মানুষজন-সবার কাছেই তা দৃশ্যমান- অদৃশ্য শুধু রুবি আর কালো চাদরের তলায় শান্তনু। এতকাল নিজেকে অদৃশ্য রাখতে চেয়েছে রুবি, আজ পয়লা আষাঢ় ওর পঞ্চাশবছরের জন্মদিনে ভীষণভাবে দৃশ্যমান হতে চাইছিল সে এই মুহূর্তে -চাইছিল সবার সঙ্গে হাসতে, গলা জড়িয়ে ছবি তুলতে, একসঙ্গে খেতে। একইসঙ্গে সামান্য আবছাভাবে বুঝতে পারছিল, ওর কালো চাদরের বাইরে দুনিয়া একেবারে বদলে গিয়েছে- এখন, দৃশ্যমান হওয়ার জন্য কিছুক্ষণের জন্য কালো চাদর খুলে ফেললেই হয় না।
    রুবি চোখ মুছল- ঠিক করল বাড়ি ফিরে যাবে- টেবিল থেকে উঠে গিয়ে কে এফ সির দিকে গেল। কালো চাদরের আর তো কোনো দরকার নেই-রুবি ভাবছিল; ওর মনে হচ্ছিল - ওরা সম্পূর্ণ অদৃশ্য -এমনিতেই। সামনে বসে থাকা শান্তনুর চাদর খুলে ফেলল একটানে; বলল-'চল, শান্তনু, বাড়ি যাই চল। '
    কালো চাদরের তলায় বসে শান্তনু ঝিমোচ্ছিল এতক্ষণ- রুবি চাদর খুলে নিতেই সিটি সেন্টারের ফুডকোর্টে আড়মোড়া ভাঙল বিশাল শার্দূল। তারপর ল্যাজ আছড়ে হুঙ্কার- চুরচুর হয়ে গেল সিটি সেন্টারের যাবতীয় কাচ এবং শান্তনু প্রবলভাবে দৃশ্যমান হ'ল। পয়লা আষাঢ়ের মেঘলা দুপুরে, দীপ্তি, উমা, ঝিমলি, সিটি সেন্টারের মানুষজন, আলো, বেলুন, দোকানপাট, ম্যানিকুইন চোখ কচলে দেখল কে এফ সির সামনে কমলা কালোয় ডোরা কাটা বিশাল বাঘ ল্যাজ আছড়াচ্ছে আর মুহুর্মুহু গর্জন করছে। শান্তনুর একেবারে সামনে তখন দীপ্তি অনসূয়া নন্দনা। নয়নতারা ওর পঞ্চান্ন নম্বর সেল্ফি তুলতে গিয়ে ঠোঁট ওল্টাচ্ছিল একটু আগে -শান্তনু যন্ত্রটা চেনে, ভঙ্গিটাও-ওর ল্যাজ মুচড়ে ধরে এইরকম যন্ত্র দিয়ে ছবি তুলেছিল দু পেয়েটা। ল্যাজের এক বাড়িতে আইফোন আছড়ে পড়ল ফুডকোর্টের মেঝেয়। শান্তনু ওর তুমুল গোলাপি জিভ বের করে থাবা চেটে নিল একবার। বার কয়েক পাক খেলো টেবিল ঘিরে তারপর কালো কমলা বিদ্যুৎ উঠে এল ফুডকোর্টের টেবিলে। দীপ্তি সম্ভ্বতঃ অজ্ঞান হয়ে গেল সঙ্গে সঙ্গে। সিকিউরিটি গার্ড দৌড়ে এসে বন্দুক তোলার সঙ্গে সঙ্গে শান্তনু সিকিউরিটির চোখে চোখ রাখল, টান হয়ে দাঁড়াল- ঐ যন্ত্রও শান্তনুর চেনা। ঠিক সেই মুহূর্তে রুবি লাফ দিল, টেবিল টপকে গিয়ে বিশাল কালো চাদর ফেলে দিল সিকিউরিটি গার্ডের ওপর-ছিটকে পড়ল পুরোনো বন্দুক। ফুডকোর্টের টেবিলের ওপর এখন শান্তনু দাঁড়িয়ে - তার সামনে থরথর করে কাঁপছে সিটি সেন্টারের রোব্বারের পাব্লিক। শান্তনু মাথা তুলে আর একবার গর্জন করল, তারপর পিছনের পা সামান্য ভাঁজ করে, ডোরাকাটা লম্বা ল্যাজ টেবিলের সঙ্গে পারফেকটলি প্যারালাল রেখে তীব্র ধারায় সিটি সেন্টার ভাসিয়ে দিল অনেকক্ষণের জমিয়ে রাখা হলুদ হিসিতে।

    সিটি সেন্টারের এস্কালেটর, প্রবহমান জনস্রোত পেরিয়ে শান্তনু আর রুবি এখন রাস্তায়। রুবির হাতে ধরা দুটো আইসক্রীম। রাস্তায় অটো, ট্যাক্সি, রুটের বাস। সিটি সেন্টারের মাথার ওপর নীলচে কালো মেঘ জমছিল। ওলোট পালোট হাওয়া বইছিল কলকাতা জুড়ে। বিদ্যুতে বিদ্যুতে বেগুনি দেখাচ্ছিল আকাশ -ধুলোবালি, ঝরা পাতা আর কদম ফুলের গন্ধ পাক খাচ্ছিল শহরে। তারপর সেই বেগুনি আকাশের বুক চিরে আষাঢ়স্য প্রথম দিবসে তুমুল বৃষ্টি এল; ঠিক তখনই এক টকটকে লাল দোতলা বাস হেডলাইট জ্বালিয়ে, হর্ন বাজিয়ে রুবিদের সামনে এসে দাঁড়াল।

    রুবি আর শান্তনু এখন ডাবলডেকারের দোতলায় - সামনের সিটে। পেল্লায় উইন্ডস্ক্রিনে বৃষ্টির ফোঁটা বাসের প্রবল গতিতে নিচের দিকে না গড়িয়ে ক্রমশঃ উপরের দিকে উঠছিল। গোটা কলকাতা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিল সেই সময়- যে অসুখে মনের চোখ অন্ধ হয়ে যায়।

    সেই রুগ্ন শহরের সরণিতে, পয়লা আষাঢ়ের সন্ধ্যায় রুবি আর শান্তনু আইসক্রীম খাচ্ছিল পাশাপাশি।


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • আলোচনা | ২৭ অক্টোবর ২০১৮ | ৩৫৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • কুমু | 2345.111.4567.50 (*) | ২৭ অক্টোবর ২০১৮ ০৩:৩৫85903
  • যদি কোনদিন এমন লিখতে পারতাম!!!
  • প্রতিভা | 342323.176.56.210 (*) | ২৭ অক্টোবর ২০১৮ ০৩:৫৫85904
  • প্রত্যেকেই কালো চাদরে মুড়ে নিয়েছে নিজেকে। তাই দৃশ্যমানতা এতো কম!
  • dd | 670112.51.1223.137 (*) | ২৭ অক্টোবর ২০১৮ ০৪:২৬85905
  • চমৎকার চমৎকার
  • I | 785612.40.9001212.179 (*) | ২৭ অক্টোবর ২০১৮ ০৫:৩৫85906
  • অন্যরকম। বেশ অন্যরকম। কোথাও কোথাও জীবনানন্দের গদ্য মনে পড়িয়ে দেয় (এবং এই কথাটা নিন্দাসূচক নয়)। আবার কোথাও সন্দীপন। প্রথম লাইন যেমন। ছোট্ট, কিন্তু হৃদয়ের মাপের। মানে , হৃদয় বিদ্ধ করতে যতটা দৈর্ঘ্য না থাকলেই নয়, ততটা। ঠিক ততটাই। এর বেশী কেন, কী দরকার অনর্থক? ধাতুর অপব্যয়। করেন নি, লেখক।

    ঋণাত্মক সমালোচনা করতে পারি না খুব একটা। লেখা ভালো না লাগলে সাধারনতঃ চুপ করে থাকি। কিছু বলি না। কেননা ঐ লীলা মজুমদারের কথা,ইয়েটসের লাইন। Tread softly, because you you tread on my dreams।এই লেখকের আগের লেখার ক্ষেত্রে কখনো ঘটেছে এরকম। এবার কিছু বলছি মানেই
    আমার। বেশ। ভালো। লেগেছে।

    পিরিয়ড।
  • arpita | 7845.11.895612.93 (*) | ২৭ অক্টোবর ২০১৮ ০৭:৪৬85907
  • ভারি সুন্দর
  • মুনমুন চ্যাটার্জি | 018912.87.9002323.50 (*) | ২৮ অক্টোবর ২০১৮ ০৫:৪২85908
  • আত্ম আবিষ্কারের পথে যাত্রা। পঞ্চাশের পরিণত অন্বেষণ।প্রশ্ন এই, কতোটা স্বাতন্ত্র্যময় জীবন আমরা সত্যি করে পেলাম।
  • Keya Ganguly | 561212.187.2334.237 (*) | ২৮ অক্টোবর ২০১৮ ০৬:১০85909
  • নীরেন্দ্রনাথ চক্রবর্তী র উলঙ্গ রাজা যেমন তেমনি এ লেখার কালো চাদরে মোড়া রুবি আর ওর শান্তুনু।অপূর্ব ভাবনার স্বতঃস্ফূর্ত প্রকাশ,বাহুল্যে নয় স্বাভাবিক জীবনের ছন্দে।
  • I | 3445.239.2389.218 (*) | ২৮ অক্টোবর ২০১৮ ০৬:২০85912
  • পার্থবাবু দুর্দান্ত ধরেছেন। নাগরিক লেখকদের এই এক সিরিয়াস সমস্যা। কেউ দুর্বলতাও বলতে পারেন। এই দুর্বলতাকে যিনি শক্তিতে পরিণত করতে পারবেন, তিনি টিকে যাবেন। বাকিরা নিজেকেই পুনরাবৃত্ত করতে থাকবেন।

    খুব সহজ কথা নয়। ট্রাংক ভর্তি জীবনানন্দের গদ্য পড়তে শুরু করলে সহানুভূতিশীল পাঠকেরও এক সময় একঘেয়ে লাগতে শুরু করবে। জীবনানন্দ পর্যন্ত, ভাবুন।

    আর একটা উপায় আছে। কম লেখা। যেমন সন্দীপন। কেননা ওঁর কাছে লেখা মানে তো নিজেকেই কেটে পিস পিস করে বিক্কিরি করা। তো, নিজের ওজন আর কতটুকু। খুব মোটকা-সোটকা হলে ৭০-৮০ কেজি হবে। নাহয় একশ'ই ধরলাম। সে ও তো একদিন শেষ হবে। কাজেই কম না লিখে আর উপায় নেই।মাংস একদিন ফুরোবেই।

    কমলকুমার লিখেছিলেন একজন মানুষের কথা, যার শ্বাস নেওয়া-ছাড়ার মোট সংখ্যা বাঁধা। দ্রুত শ্বাস ফেললেই সে তাড়াতাড়ি ফুরিয়ে যাবে।

    এসব অবশ্যই লিখে ফেলা স্বগতোক্তি। লেখককে কিছু বলার উদ্দেশ্যে নয়। আর বলবার আমি কে ই বা ধনুর্ধর।
  • | 670112.220.890123.249 (*) | ২৮ অক্টোবর ২০১৮ ০৮:৪৩85910
  • বাঁকুড়ার খুন হওয়া বাঘটা ফিরল তাহলে।

    এই গল্পটা বিশেষ ভাল লেগেছে 'নেই' হয়ে যাওয়া কত শত নিস্প্রভ মুখের কথা মনে করে, চারিদিকে অবিরত 'আমাকে দেখুন'দের দ্যাখার ক্লান্তির পরে, অনবরত পপিচু দেখে চলার ক্লান্তির পরে বিশেষ ভাল লেগেছে।

    আরো ঐ চরম ইনসেন্সিটিভ বর আর অতি সেন্সিটিভ বৌ অনুপস্থিত বলেও ভাল লেগেছে। (সে অবশ্য আরো দু একটায় অনুপস্থিত)
  • i | 783412.157.89.253 (*) | ২৮ অক্টোবর ২০১৮ ০৯:৪২85913
  • সবাইকে ধন্যবাদ। পার্থবাবুর আর বড় I এর সঙ্গে আরো অনেক কথা বলার এবং শোনার ইচ্ছে রইল নগরজীবনের কথকের সমস্যা নিয়ে।

    ব্যক্তিগতভাবে আমি নিজেকে টেখক বলেছি এই সেদিনও-এখনও তাই মনে করি। তো এই টেখকের যেটা মনে হয়- গল্প ছড়িয়ে আছে প্রতিটি মুহূর্তে, রাস্তায় ঘাটে অফিসে বাজারে ড্রেনের পাশে, স্ট্রীটলাইটের মরা ডুমের তলায়, এমনকি ঐ বাহারি জলপাত্রে মাছের রুটিন চলাচল, দানাখাওয়াও একটা গল্প বলে চলে- গল্প বা গল্পের মুহূর্ত-তাদের দেখা পেতে গেলে টুকিয়ে তুলে ঘরে আনতে গেলে( হয়তো তা ছাতায় আশ্চর্য কিছু ফুটো করাই হ'ল) এমন মনের দরকার যে মনের চোখে 'একটি পিঁপড়ের চলাচলও এড়িয়ে যায় না'। এই টেখকের সমস্যাটা সেই মন নিয়ে-সেই মনকে সেই চোখ কে প্রতিদিনের দুর্মুশের পরে বাঁচিয়ে রাখা-গল্প দেখার চোখ বাঁচিয়ে রাখা নিয়ে--

    নির্মাণ কি সৃষ্টি তার পরের কথা।

    আবারও পরে কথা বলব ।
  • পার্থসারথি গিরি | 7845.15.8990012.163 (*) | ২৮ অক্টোবর ২০১৮ ১০:৩৩85911
  • এই মুহূর্তে লেখকদের, বিশেষত নগরজীবনের কথকদের একটি সমস্যা এসে গিয়েছে।
    লেখকদের মনের সংবেদনশীলতা, বিস্তার, ডুবুরি-স্বভাব, এসবের পাশাপাশি নগরের কংক্রিট যত স্টিফ হচ্ছে, লেখকরা অসামান্য সব ফুটো করে দিচ্ছেন ছাতার কালো কাপড়ে, চাঁদের আলো পড়বে নির্ঘাত।
    এ এক অনবদ্য লড়াই নগর-লেখক বনাম ক্রমবিস্তৃত কংক্রিট।
    এই সমস্যা অন্যান্য কাহিনিকারদের ক্ষেত্রেও একই ভাবে প্রযোজ্য। কিন্তু নগরকথকদের কাহিনির উপাদান-বৈচিত্র্য ক্রমে স্টিফ হয়ে আসছে। সবুজের আজও যেখানে অপার আধিপত্য, সেখানে জীবনের ছোট ছোট উপাদানমালা আজও অসংখ্য। গ্রামীণ কথকতা আজও সম্ভাবনাময়, যদি লেখকের দম থাকে।

    তবু, তবু বলি, এই লেখকের মননের দম মুগ্ধ করল। আর ওই যে ছায়া, আন্তর্জালের দৌলতে বিশ্বসাহিত্য আজ চায়ের টেবিলে উপলব্ধ, তাই ছায়া এসেই যায়। খুব সহজে অবশ্যম্ভাবী প্লেজিয়ারিজমের কথা মনে এসে যায়। এসব হবে। কিছু করার নেই। এই নিয়ে কলমবাজি চলবে, চলুক। কোন গল্পের সূত্রের সমধর্মীতা কে কোথায় পড়েছেন, এ আজ আর মনে রাখাও মুশকিল। মুশকিল বলেই বাঁচোয়া।

    যেমন, আমার কিছু কাহিনিতে পাঠক কমলকুমার খুঁজে পান, মাণিক বাঁড়ুজ্যের ছায়া পান। এই নিয়ে লেখালিখি করতে হয়। করতে হবেই, কারণ ছায়া ক্রমশ ঘনসংবদ্ধ হচ্ছে বলে।

    এখানে কাহিনির বুননের নকশাটি দারুণ। শব্দ সাজানো, এক শব্দের সঙ্গে অন্য ইমেজের ট্রানজিশন, মাঝে মাঝে ইগনিশন স্পার্ক খুব ভাল। আঙ্গিকের খেলা পাঠককে আচ্ছন্ন করুক, এই বিশ্বাসে লেখক সফল।

    ইদানিং লেখার ধারার পূর্বাপর মূল্যায়ন করতে বসলে এমন কিছু কিছু ইঙ্গিত পাই, যা কিনা কোনোভাবে বিবেচ্য।

    ধরা যাক একটি পুকুর। তার চারদিক সিমেন্ট ইঁটে বাঁধিয়ে একটি আবাসন। একশটা খুপরি। খুপরির নিজস্ব দিনগত, পুকুরে মাছের একটি ঘাই, এইখানে লেখকের বাসস্থান। এই আবসনে ভ্রাম্যমান। এর বাইরে যাওয়ার দরকার নেই বলে দরকার পড়ে না, তাই এই অনবদ্য বুনোটে লেখা একশভাগ সফল।

    খুব ভাললাগল। এই লেখকের আরো লেখা পড়ার ইচ্ছে হল। অগ্রজদের সঙ্গে দূরত্ব ক্রমে বাড়ুক, এই আশা রাখি।
  • শক্তি | 238912.66.235612.234 (*) | ০২ নভেম্বর ২০১৮ ০৩:৪৬85915
  • অন্য রকম ভালো লেখা
  • de | 90056.185.673423.54 (*) | ০২ নভেম্বর ২০১৮ ০৯:১১85916
  • জাদুবাস্তবতা - বাঘ ফিরলো তবে -

    খুব ভালো লাগলো -
  • r2h | 785612.119.560112.117 (*) | ০২ নভেম্বর ২০১৮ ০৯:৫২85917
  • এই গল্পটা পড়ে মনে হয় এর থেকে একটা খুব ভালো ছবি হয়।

    যেরকম উইলিয়াম ব্লেকের টাইগার টাইগার পড়ে মনে হয়েছিল; বাঘ ছাড়া দুইয়ের মধ্যে মিল নেই যদিও, ছবিটা ভাবছি, কালো কমলা বিদ্যুৎ, গোলাপী জিভ, ভীত ও মুগ্ধ রবিবারের লোকজন।
  • শিবাংশু | 5645.249.2378.17 (*) | ০২ নভেম্বর ২০১৮ ১০:৩০85918
  • সব লেখারই দু'রকম পাঠক থাকে। যাঁরা নিজেরা লেখালেখি করেন, তাঁদের কাছে পঠিতব্য লেখাটির শরীর নিয়ে আগ্রহটি অধিক হয়। কারণ প্রতিটি শব্দ, বাক্য, ক্রিয়াপদের গড়ন (আমাদের ভাষার জন্য অত্যন্ত জরুরি ব্যাপার), কর্তা বা কর্মের জায়গাবদল, যতিচিহ্ন ইত্যাদি একজন লেখকের কাছে বড়ো চ্যালেঞ্জ। গত বছর তিরিশ ধরে বাংলায় কথক-লেখকদের (যেমন ধরা যাক, বিমল মিত্র) গদ্যকে প্রতিস্থাপন করেছে শল্যচিকিৎসাজাত ভাষার পরিবেশনা। সন্দীপনের নাম এসেছে, এসেছেন আবশ্যিক প্ররোচনা কমলকুমার। তবে বাংলাগদ্য এই মূহুর্তে তাঁদের হাতও ধরে থাকেনা। গদ্য বা পদ্যে 'নতুন' শৈলী খোঁজার জন্য সদাতৎপর লেখকদের মধ্যে পাঠকদের আগ্রহ ধরে রাখতে পারার দম দুয়েকজনের মধ্যেই থাকে। প্ল্যাটফর্মে চলতি ট্রেনের পিছনে একসঙ্গে দৌড়ে যাচ্ছেন একরাশ মানুষ। এক আধজন হয়তো 'সন্দীপনে'র কামরায় একটা দাঁড়ানোর জায়গা পেলেন। কিন্তু তিনি কতোক্ষণ বা কতোদিন টিকে যাবেন সেটা বিবিধ শর্তসাপেক্ষ। ইতর পাঠক হিসেবে নিজের দীর্ঘ অভিজ্ঞতা বলে, অন্যের থেকে 'আলাদা' হতে চাওয়ার রুদ্ধশ্বাস প্রচেষ্টা অনেক সময়ই লেখককে বৃষ্টির ছায়া অঞ্চলে নিয়ে গিয়ে ফেলে দেয়। যেখানে বৃষ্টি বা রোদ, কোনওটিই নেই।

    এতো গেল শরীরের খেলা। বাকি থাকছে 'কী নিয়ে? কাকে নিয়ে?' এখানে নাগরিক সংবেদনার হৃদয়হীনতার প্রসঙ্গ এসেছে। নাগরিক মানুষের ক্রমাগত 'একলা' বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সংবিগ্নতাও শুধুমাত্র 'আজ'কের প্রপঞ্চ নয়। 'ফ্ল্যাটবন্দি' টুকরো আকাশজাত মূল্যবোধের তোলপাড়ও তো বেশ কিছুদিন হল। কিন্তু এখনও তার থেকে অধিক প্রাসঙ্গিক নাগরিক প্ররোচনা স্পষ্ট হয়ে ওঠেনি। অতএব আমরা তার সঙ্গে আছি।

    ইন্দ্রাণীর লেখা চোখে পড়লেই পড়ি। তাঁর শব্দপ্রয়োগের প্রতি আতিশয্যভীতির সঙ্গে পরিচিত আমি। আমাদের ভাষায় শব্দের প্রযুক্তিগত সমস্যাগুলি তিনি সযত্নে মোকাবিলা করেন। এই লেখাটিতে যতিচিহ্নের ব্যবহার লক্ষ করার মতো। মনুষ্যেতর প্রাণীর রূপক ব্যবহার তাঁর প্রিয় শৈলী। নিজেকে আড়ালে রেখে পথ চাওয়ার আনন্দ তিনি উপভোগ করেন। তাঁর পাঠক ও পাত্ররা চাদরের আড়ালে স্বাচ্ছন্দ্য উপভোগ করেন। করতে চান কিনা সেটা হয়তো কারও কাছেই স্পষ্ট নয়। কিন্তু উভয়পক্ষই জানে এভাবে উদ্ধার সম্ভব নয়। 'মহোত্তম ভবিষ্যতে'র প্রতি দায়বদ্ধ জীবনানন্দীয় নিরুপায়তার বয়সও তো সাত-আট দশক হয়ে গেল। তবু তো পাখা বন্ধ করা যায়না।

    'দ' যেমন লিখেছেন, এই লেখকের বিষয়বদল সানন্দস্বাগত। লেখাটি পড়ে ভালো লেগেছে। পরবর্তীর অপেক্ষা থাকবে।
  • Titir | 90067.174.564512.164 (*) | ০২ নভেম্বর ২০১৮ ১২:৫১85914
  • আমার মত সামান্য পাঠক এই রকম লেখা, পড়ার সুযোগ পেয়েছে সেটাই অনেক।নিজের জানার পরিধি বাড়ে।
  • Anil | 236712.238.893412.173 (*) | ০৩ নভেম্বর ২০১৮ ০৩:৫৪85920
  • ফেসবুকে গুরুর লিন্ক থেকে চট করে লেখাটা নজরে পড়ল।
    অসম্ভব ভাল লাগল। অনেকদিন পর একটা খাসা ছোট গল্প পড়লম।
  • Tim | 2378.36.341212.104 (*) | ০৩ নভেম্বর ২০১৮ ০৫:২৭85921
  • ইন্দ্রানীদির এই গল্পটা আগেরগুলোর থেকে বেশি স্পর্শ করলো। ভালো তো লেগেছেই, সে সঙ্গে যেটা বলার যে শব্দচয়ন প্রায় নিখুত (চন্দ্রবিন্দু আসছেনা)। প্রায় কেন না হিসি শব্দটা ইন্টেন্সিটি খানিক কমিয়ে দিলো। "পেচ্ছাপ" এর থেকে যেন বেশি ভালো আবহটা তৈরী করত। হয়ত নিটপিক হচ্ছে তবে ইন্দ্রাণীদি পারফেকশনিস্ট বলে সাহস করে বললাম। যে বিষয় নিয়ে এই গল্প সেখানে লঘুত্ব বা প্রশ্রয়ের কোন জায়গাই দেখিনা, তাই হয়ত এরকম ভাবছি। এমন গল্পের জন্যে অভিনন্দন।
  • পৃথা | 232312.161.016712.93 (*) | ০৩ নভেম্বর ২০১৮ ০৫:৩৪85922
  • অভিভূত হলাম।
  • ইন্দ্রাণী | 2345.110.014523.191 (*) | ০৩ নভেম্বর ২০১৮ ১১:১৯85919
  • দুবার করে পড়লাম। অনেকদিন পর কোন লেখা উদাস করে দিলো।
  • i | 452312.169.2312.209 (*) | ০৩ নভেম্বর ২০১৮ ১১:৫০85923
  • সকল পাঠককে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সমনামী পাঠককে পেয়েও বড় আনন্দ হ'ল। বড় I , পার্থসারথিবাবু আর শিবাংশুদার সঙ্গে কোনো এক অবসরে আলোচনায় বসবার আন্তরিক ইচ্ছে রাখি-আমি শ্রোতা, আপনারা বলবেন। অনেক কিছু জানার রয়েছে।
    টিমকে, একটু আলাদা করে বলার আছে -অত কিন্তু কিন্তু করছ কেন? মুখের ওপর বলবে। সেটাই তো চাই।
    তো দেখো, লেখা হয়ে গেলে, লেখকের কিছু আর বলার থাকে না, নিজের লেখাকে ডিফেন্ড করা আমার অপছন্দ, তবু, গুরুচন্ডালি এমনই এক প্ল্যাটফর্ম যেখানে এই কথোপকথনটা চালাতে আমার আগেও ভালো লেগেছে, এখনও লাগে-কখনই মনে হয় না ডিফেন্ড করছি- মনে হয়, নিজের কথা বলার সুযোগ পাচ্ছি যে বক্তব্যের সঙ্গে সহমত হওয়ার বিন্দুমাত্র দায় পাঠকের নেই। তো সেই জায়্গা থেকে , কথা এই যে এ লেখায় আগাগোড়া একটি প্রচ্ছন্ন মস্তানি থাকবে-এই ছিল লেখকের অভিপ্রায় -প্রচ্ছন্ন এবং নির্মোহ। প্রথম লাইনটা বেছে নিতে লেখকের সময় লেগেছিল সেই তাগিদ থেকে। এই অভিপ্রায় ও প্রচেষ্টা লেখককে "পেচ্ছাপ" শব্দ এবং তার আগে কোনো ধ্বনিবাচক বিশেষণ প্রয়োগে বাধা দিয়েছে। পেচ্ছাপ করে দেওয়ার বদলে 'হলুদ হিসিতে ' নির্মোহ মস্তানি বজায় থাকে বলে লেখকের মনে হয়েছিল। আরো একটা কথা থাকে- পাঠকের আবিষ্কারের জন্য তা তোলা রইল আপাততঃ।
  • পাঠক | 781212.194.8990012.0 (*) | ০৪ নভেম্বর ২০১৮ ০৪:০৬85924
  • হ্যাঁ লেখাটি যেহেতু একটি মেয়েলি দৃষ্টির অনুষঙ্গে, মানে, ন্যারেটর লেখক হলেও যেহেতু রুবির চোখ দিয়ে ন্যারেশনটা চলছে, হিসি ইজ বেটার চয়েজ অব ওয়ার্ড আই গেস, পেচ্ছাপ বড় পুরুষালি শব্দ, যেটা বাঘের সাথে গেলেও রুবির সাথে যায় না। রুবি সিমস টু বি নট মাচ পুরুষালি টু। একটু মেয়েলি মত কমনীয়তা ফীল করা যায় হিসির ক্ষেত্রে। মস্তানির যে চেষ্টা লেখক ধরতাই দিলেন, তাকেও একটু কমনীয় মস্তানিই বলতে সাধ যায়। টিমির কনসার্নটাও বোঝা গেল, শার্দূলের প্যারাগ্রাফটা পুরো লেখাটার কমনীয় পেলবতা থেকে একেবারে ডিস্টিংক্ট দাঁড়িয়ে ওঠা দার্হ্য। গ্রাফটা ট্রেন্ডলাইনের প্রিডিকশনাল স্মুদনেস ছেড়ে মোচড় মেরে হঠাৎ খাড়া হয়ে অনেক উঁচু একটা পয়েন্টে উঠে নতুন করে শুরু করল যেন। টিম ওইজন্যেই ওখানে আরেকটু পরুষ শব্দই একস্পেক্ট করছিল হয়ত। আমি মনে করলাম, প্যারাটা শেষ হওয়ার পর আবহটা আবার নমনীয় হয়ে আসবে খানিক। ওলোট পালোট হাওয়া, কদম ফুলের গন্ধ আর বৃষ্টি, আইসক্রিম তাকে আবার নমনীয় করে তুলবে খানিক। শার্দূলের প্যারাগ্রাফটা থেকে পরের প্যারার এই ট্রানজিশনটায় হিসি খানিক সাহায্যই করল মনে হয়। শেষে পেচ্ছাপ থাকলে কার্ভটার স্মুদ ডিক্লাইনের বদলে আবার একটা খোঁচা মতো উঠে থাকত যেন। জানিনা ভাবনাটা বোঝানো গেল কিনা। গ্রাফের ছবিটা আঁকলে বেটার বোঝাতে পারতাম হয়তো।
  • i | 452312.169.2312.209 (*) | ০৪ নভেম্বর ২০১৮ ০৫:১১85925
  • পাঠককে নমস্কার। অশেষ ধন্যবাদ। এই সমস্ত ফীডব্যাকের জন্যই আরো লেখার চেষ্টা করতে সাধ যায়।
    গোটা গল্প একলা মেয়েটির চোখ দিয়ে -শান্তনু হয়ত তার অল্টার ইগো-এরকম ঈশারা রয়েছে গল্পে। রুবি পেচ্ছাপ শব্দটা ব্যবহার করবে না। আর গ্রাফ না আঁকলেও ভাবনাটা বুঝতে কোনৈ অসুবিধে হয় নি কারণ মিলে গেছে পুরোপুরি লেখকের সঙ্গে। শার্দূল পাক খেলো, লাফ দিয়ে উঠল টেবিলে , মাথা তুলে গর্জন তার্পর, তার শরীর নামল , টেবিলের সঙ্গে প্যারালেল হল ল্যাজ, পা ভাঁজ হল-এই মুভমেন্টগুলো পর পর ধরবার প্রচেষ্টায় ছিল লেখক- একটা স্পাইক-তারপর সেটা নেমে গেল-জনজীবন আবার এস্ক্যালেটরে নেমে জনস্রোতে মিশছে-এখানে হিসি শব্দটিই লেখক বেছে নিল। ঠিক হল কি ভুল হল-পাঠক বলবে। তবে মোটামুটি এই ভাব্না।

    অনেক কথা বললাম। হয়ত বেশিই একটু।

    এবার থামি।
    দীপাবলীর শুভেচ্ছা-
  • Tim | 89900.228.90056.67 (*) | ০৪ নভেম্বর ২০১৮ ০৫:১৩85926
  • ইন্দ্রাণীদিকে, ইতস্ততঃ করিনি, যা বলছি তা বলার সাথে সাথে আরেকবার পরখ করছিলাম যে ঐটাই বলতে চাই কিনা।

    পাঠক খুবই ইন্টারেস্টিং পয়েন্ট বলেছে। আমি ট্রানজিশানের দিক থেকে ভাবিনি, ভাবা উচিত ছিলো। বাঘের হিসি করা প্রথমে ও শেষে দুটো আলাদা প্রেক্ষিতে এসেছে, আমার মনে হয়েছিলো দুবার দুরকম শব্দও ব্যবহার করা যেত কিনা, এবং লঘু শব্দ অ্যাভয়েড করা যেত কিনা, কারণ, একটু পরেই দেখা যাবে একটি অসুখের উদ্দেশ্যে জেহাদ। জেহাদের আক্রমণাত্বক রূপটা খর্ব হয় একটি নরম/লঘু শব্দের ব্যবহারে। যেন ভাইরাসকে খানিক প্রশ্রয় দেওয়া হলো, যেন মাথায় আদরের চাপড় মেরে বলা হলো যা হয়েছে হয়েছে আরেকটু ভালো হলেই সব ঠিক হয়ে যাবে। এই আর কি।
  • Tim | 89900.228.90056.67 (*) | ০৪ নভেম্বর ২০১৮ ০৫:২২85927
  • লেখা হয়ে গেলে পাঠকের কাছে এত বিভিন্নভাবে ধরা পড়ে, তা খুবই অদ্ভুৎ এবং কৌতূহলের বিষয়। এই গল্পের লেয়ারগুলোও এরকম। যাই হোক, আপাতত পরবর্তী আলোচনা কোনদিকে গড়ায় দেখি। চমৎকার সব বিষয় জানা ও ভাবা যাচ্ছে।
  • £ | 457812.254.453412.15 (*) | ০৪ নভেম্বর ২০১৮ ০৫:৩১85928
  • আক্রমণাত্মক, ত-য়ে ম-য়ে। ত-য়ে ব-য়ে না।
  • Tim | 89900.228.90056.67 (*) | ০৪ নভেম্বর ২০১৮ ০৫:৩৬85929
  • সরি বাজে বানান ভুল। ভাগ্যিস মনে করিয়ে দিলেন। ধন্যবাদ।
  • | 2345.107.5667.179 (*) | ০৪ নভেম্বর ২০১৮ ০৫:৩৯85930
  • দার্ঢ্য ওটা দার্হ্য নয়।
  • £ | 457812.254.453412.15 (*) | ০৪ নভেম্বর ২০১৮ ০৫:৪৩85931
  • না না, সরি বা ধন্যবাদ কোনওটাই লাগবে না। বিরক্ত যে হন নি, এতেই খুশী হলুম।
    নমস্কার!
    লেখার কথায় ফেরা যাক।
  • শঙ্খ | 5645.112.0178.227 (*) | ০৬ নভেম্বর ২০১৮ ০৫:২১85932
  • আমি এখনও লেখাটা জমিয়ে রেখেছি। পড়ে ফেললেই শেষ। সেই ভয়ে আর নিরবিচ্ছিন্ন কিছু সময়ের অভাবে এখনো পড়ছি না। আরও কিছুটা সময়...
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন