এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উবের ডক

    h
    অন্যান্য | ১৪ এপ্রিল ২০১৭ | ২২৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 83.197.98.233 | ১৬ মে ২০১৭ ০৭:৪০366149
  • খুবই ভাল হচ্ছে, এই ডকুমেন্টেশন, দামী অভিজ্ঞতা। আম্রিগায় থেকেও আমরা অনেকেই এত সীমিত বৃত্তে ঘুরে বেড়াই...
  • h | 184.79.160.147 | ১৬ মে ২০১৭ ০৯:১৯366150
  • তুমি ইন্ডিয়ান।
    হ্যাঁ
    কোন দিকটা। সাউথ?
    না, ইস্ট।
    আমি চেন্নাই গেছি জানো।একটা চার্চ স্কুল তৈরী করতে গেছিলাম। কিন্তু পারি নি। জমির বড্ড দাম। আমাদের ছোটো চার্চ।
    ও তাই, তোমার বাবা মায়ের বাড়ি কোথায়?
    আমার বাড়ি গায়ানায়।
    অ্যাঁ সে তো সাঁঘাতিক ব্যাপার, ক্লাইভ লয়েড , কালীচরণ এরা তো গায়ানার। আমার কাছে কত পোস্টার ছিল, ব্লারি কিন্তু ছিল। যাক তোমরা তো ক্রিকেট জানো না।
    কে বলেছে জানি না। আমরা এখানেও মাঝে মাঝে খেলি। অনেক মায়েরা বার বার আমায় বলে ছোটোদের ক্রিকেট সেখাতে, আমি মাঝে মাঝে শেখাই ও। ক্রিকেট ইজ ফান। আমি বাস্কেট বল, বেসবল , ক্রিকেট সব ই খেলি। সকার ও খেলি। উসেন বোল্ট আমাদের হিরো, যদিও হি ইজ ফ্রম জামাইকা। ইট ইজ অ স্মল কান্ট্রি, দেয় উইন এভরিথিং।
    হ্যাভ ইউ সীন কালীচরণ?
    ও ইয়া ও ইয়া, হি সেভড দ্য ম্যাচ ফর ইন্ডিজ।
    ম্যান আই উইল রিমেম্বার ইউ, ইউ আর ওয়ান আইটি গাই, ডুইনং কম্প্লিটলি বোরিং কম্পিউটার্স, কম্প্লিটলি আউট অফ শেপ, নেভার মাইন্ড, ইট ইজ লাভ, বাট ইট ইজ ইউ হু স কালীচরণ, মাই ড্যাড উইল বি আ হ্যাপি ম্যান দ্যাট আই মেট ইউ।
  • pi | 57.29.247.192 | ১৬ মে ২০১৭ ০৯:৩৭366151
  • পড়ছি। খুব ইন্টারেস্টিং।

    'মাদের নতুন প্রেসিডেন্ট হোয়াইট হাউজ বেশ ভালো করছেন। সবাই কে প্রার্থনা করতে উৎসাহিত করছেন। মিটিং এ প্রার্থনা হয় শুনছি। তার পরে ধরো, কয়েকটা স্টেট আইন পাশ করতে পেরেছে, যে তারা যারা তাদের ধর্ম বিশ্বাসে আঘাত আনে তাদের জিনিস পত্র বিক্রি করবে না, সার্ভিস দেবে না, তাতে অবশ্য গে আর এসবিয়ান রা একটু রেগে গেছে। ;

    এরকম স্টেট আইন এসে গেছে নাকি ? কোন কোন স্টেটে ?
  • de | 24.139.119.171 | ১৬ মে ২০১৭ ১৭:০৯366152
  • দারুণ ডকুমেন্টেশন -
  • h | 184.79.160.147 | ১৬ মে ২০১৭ ২০:৪১366153
  • পাই, দুটো জিনিস। তোর হয়তো খেয়াল নেই, এটা তুই এমনিতে জানবি।
    তুই খেয়াল করে দেখবি, কার্ল রোভ এর সময় থেকে নিও লিবেরাল রিপাবলিকান আর ইভানগেলিকাল রিপাবলিকান দের একটা মেল বন্ধন হয়েছিল। এটা ছোটো বুশ এর আমলের কথা। তখন থেকেই একট বড় পজিশন ছিল , যে হোয়াইট হাউজে যথেষ্ট ধর্মপালন হছে কিনা। বুশ নিয়ে প্রে করতেন মিটিং এ, ক্রাইসিসে, ব্লেয়ার এর সঙ্গে প্রে করেছিলেন, সে নিয়ে সেকুলারিস্ট রা ওদের পার্টি গুলোর মধ্যে থেকেই প্রশ্ন তোলেন, তখন ইরাক যুদ্ধের সময়। এইবার আমি তখন প্রথম খেয়াল করি, যে হোয়াইট হাউজে প্রার্থনা হচ্ছে কিনা তাতে ধার্মিকতা আবার দেশে ফিরছে কিনা তার ইন্ডিকেটর হিসেবে দেখা হয়, ইভানজেলিকাল রিপাবলিকান সমর্থক দের পক্ষ থেকে। তো এই মন্ত্রী সভায়, মাইক পেন্স থাকার কারণে, আমার এটা বুঝতে অসুবিধে হয় নি, প্রার্থনা হোক বা না হোক, হচ্ছে তার খবর্টা একটা প্রচারের অঙ্গ।
    আর একটা দিক হল, ২০১৬ তেই কোন একটা সাউথ ওয়েস্ট স্টেটে এই ল চালু করা হয় যে গে বা লেসবিয়ান দের সার্ভিস রিফিউজ করার অধিকার এ গভর্নর সই করতে উদ্যত হন। শেষ পর্যন্ত সই হয়েছিল কিনা, আমার মনে নেই। একটু সার্চ কর পেয়ে যাবি। এমনিতে সব স্টেটে বিয়ে হয় না, এল জি বি টি দের।
  • SS | 160.148.14.154 | ১৬ মে ২০১৭ ২১:০৮366154
  • উবের ডক পড়তে ভাল লাগছে।

    ২০১২ তে সুপ্রীম কোর্ট গে ম্যারেজকে কনস্টিউশনাল রায় দেবার পর এখন সব স্টেটে গে ম্যারেজ লিগাল।
    আর মাইক পেন্স ইন্ডিয়ানার গভর্নর থাকাকালীন একটা রিলিজিয়াস ফ্রিডম বিল সাইন করেছিলেন। তারপর অনেক প্রতিবাদ হয়েছিল এই নিয়ে। সেলসফোর্স এর সিইও বলেছিলেন অন্য স্টেটে মুভ করবেন। প্রতিবাদের পর অর একটা বিল পাশ হয়েছিল যাতে এলজিবিটি কমিউনিটিকে কিছু প্রোটেকশান দেওয়া হয়।
  • SS | 160.148.14.154 | ১৬ মে ২০১৭ ২১:১০366155
  • ২০১২ নয়, ২০১৫।
  • h | 117.77.106.35 | ১৬ মে ২০১৭ ২১:৫৬366156
  • থ্যা'ম্ক্স এস এস, আই স্ট্যান্ড কারেকটেড।
  • h | 184.79.160.147 | ১৭ মে ২০১৭ ১৭:৫১366157
  • একজন ভয়েস আর্টিস্ট। ৪০ বছর ধরে ভয়েস আর্টিস্ট এর কাজ করছেন, তাঁর ভিশন পুরোনো একটা গাড়িতে চাপা হয়েছে এর মধ্যে। উনি এমনিতে বাচ্চাদের কার্টুন থেকে রেডিয়ো এবং টেলি কমারশিয়াল সর্বত্র ভয়েস দেন, খুব একসাইটেড ছিলেন, সেদিন কোন অডিশন দিতে যাচ্ছিলেন বলে। আমাকে বল্লেন উইশ মি লাক। আমি বল্লাম, গুড লাক মাই ফ্রেন্ড ঃ-))))))))
  • h | 184.79.160.147 | ২০ মে ২০১৭ ০৪:১৮366159
  • --হাই, ওদিকের দরজা টা খারাপ, সামনে বসতে পারবেন?
    --শিয়োর, দরজা য় কি হল।
    --আর বলবেন না, সারাদিন গাড়ি চালাচ্ছি আজ, ভালো ওয়েদার এ সবাই মাল খেতে বেরোচ্ছে আর কি, আমার পোয়া বারো
    --তুমি দু পত্তর খাবে না?
    --না আমি ১৭ বছর হল খাই না
    --কাম অন তোমার বয়স ২৫ পেরিয়েছে?
    --আরে আমি ৩৭।
    --ভালো কন্ট্রোল আছে গুরু তোমার।
    --আমার একজন আত্মীয় মাতাল ড্রাইভারের মারা ধাক্কায় দুর্ঘটনায় মারা যায়, সেই থেকে আর ছুঁই নি।
    --ও সরি। ঘটনা টা কোথায় ঘটল
    --পুয়ের্তো রিকোয়।
    --ও সরি।
    --না ঠিকাছে। এত ব্যস্তো থাকি মদ খাওয়ার সময় ই পাই না, আমার ভাই অবশ্য নেশা করে গাড়ি চালাতে গিয়ে ৩০০০ ডলার ফাইন দিয়েছে, এই সেদিন ফ্লোরিডাতে। কত বারন করেছি, এখন আর কি পস্তাবে। এখন পুলিশ থেকে এমন যন্ত্র ফিত করেহ্হে না, পাফ করে অ্যালকোহল দেখে, লেভেল কম এলে তবে গাড়ি স্টার্ট করবে। অ্যালকোহলের গন্ধ থাকলে গাড়ি ই যাবে না।
    --বাবা কি সা`ঘাতিক, এরকম যন্ত্র তো মারাত্মক।
    --দ্যাখো এগুলো কোনো ব্যাপর না, করাই যায়, কার ম্যানুআল লাগবে হয়তো।
    --বলো কি, তুমি এইসব বানাতে পারো। উরি স্সালা।
    --আরে বস, আমি অনেক কিছু বানাতে পারি। আই লাইক টু ইনভেন্ট। এমনিতে আমি এসি আর ফ্রিজ এসবের মেকানিক। কিন্তু সারাদিন এটা ওটা বানাই। ইউ টিউব দেখি, আর নিজে নিজে এটা ওটা ট্রাই করি। আমার বাড়িতে সব কিছু সুইচ কন্ট্রোলঃ-)) দ্য ডোর দ্য হিটিং দ্য ওয়াটার টেম্পারেচার, এভরিথিং হ্যাড সাম কন্ট্রোল, আই হ্যাভ পুট আপ মোর ফান কন্ট্রোল।
    --আরে গুরু, তুমি তো ডেন্জার লোক।
    --ডেন্জার ?
    --প্রেজ প্রেজ, দিস ইজ লাইক ইন্ডিআন ফর কিক অ্যাস।
    -ও , থ্যাংক্স।
    --কোথয় কোথায় যাও মেশিন সারাতে।
    --আরে সেদিন পেনসিল্ভানিয়া গিয়ে দেখি, মাদারচোৎ ম্যাকডোনাল্ড্স একটা অটো মেটেড টেলার , স্ক্রীন চয়েস করে অর্ডার দেওয়ার উপায় বানিয়েছে। কিচেন এ লোক আছে, কিন্তু সামনে কেউ নেই, কার্ডে পেমেন্ট । সো হিসেব করে দ্যাখো, কি হারামি, তিন শিফটে ৯-১২ জনের চাকরি গেল। আমি সালা ওদের ফ্রিজ টা আরেকটু খারাপ করে দিতে পারলে ভালো হত। দিস প্লেস ইজ অনলি অ্যাবাউট মানি ম্যান, নাথিং অ্যাবাউট পিপল।
    --তুমি কি কোন কোম্পানি তে আছো, না নিজে কাজ করো।
    --এখন কোম্পানীতে আছি, আরো একটা সার্টিফিকেট করলে তবে নিজের লাইসেন্স পাবো ব্যাবসা করার। আমার বস আমায় খুব ভালো বাসে, বলেছে, ইফ আই ওয়ান্ট টু গো অন মাই ওন, আই ক্যান।
    --বাহ ভালো লোক তো।
    --আমার খুব ইচ্ছা জেন একটা তিন বেড রুমের বাড়ি কিনি। কিনে ফেলবো, আর বছর দুয়েক লাগবে।
    --উরি স্সালা বাড়ি কিনবে,
    --হ্যাঁ কিনে ফেলবো। আমার একটা বন্ধু জানোতো প্রপার্টি ল্যাডার এ আছে, ৩৭ টা বাড়ি আছে ওর সব রেন্ট এ। $৬০০ থেক $১২০০ রেন্ট। সব রেঞ্জ এর বাড়ি আছে।
    --বলো কি, ৩৭ টা।
    --ইয়েস বস।
    --শোন তাহোলে তুমি এক কাজ করো বস, তুমি সার্টিফিকেট টা করেই নাও।
    --হ্যাঁ শিয়োর করে নেবো। বাঁদিকে ফার্স্ট টার্ন তো?
  • h | 184.79.160.147 | ২১ মে ২০১৭ ০৯:৪৩366160
  • কোন একটা ফেথ রেডিও স্টেশন, উবেরে শোনা। (প্যারাফ্রেজড)

    বিজ্ঞাপন
    --আমরা এখন মাইকেল এর কথা আপনাদের বলবো। মাইকেল মুসলমান ছিল, ক্রিশ্চিয়ান হয়েছে। ওর বাবা এটা পছন্দ করেনি, ওকে কনফ্রন্ট করতে হয়েছে। যদিও অন্য অনেকেই ওর প্রশ্ন গুলো বুঝতে পেরেছে। এই যে আমরা ট্রিনিটি র কথা বলি, মুসলমান রা অনেকেই একেশ্বর বাইরে কিছুকে ট্রাস্ট করতে পারেন না। কিন্তু মাইকেল প্রমাণ করতে পেরেছে, ক্রিশ্চিয়ান রাও কিন্তু মুসলমান দের জন্য প্রার্থনা করছেন এবং করবেন। রিলিজিয়াস সার্ভিস এর জন্য যোগাযোগ করুন।
  • h | 184.79.160.147 | ২১ মে ২০১৭ ২২:৪৯366161
  • --তুমি কি করো?
    --আর কি, ভারতীয় অতএব আইটি ঃ-)
    --ওয়েল, তুমি কি ম্যানেজমেন্ট?
    --হ্যা তবে লো লেভেল।
    --ওয়েল ইউ কান্ট বি টু হাই, ইউ এন্ডেড আপ ইন কানেক্টিকাট, হাহাহাহা ঃ-)) উই আর রাবিশ।
    ---হাহা, আর ইউ রিটায়ার্ড নাও।
    --ওয়েল ইয়েস, ডুইং দ্য উবের থিং। দ্য সিটি ইজ সো বোরিং, হোয়াট উইল ইউ ডো হিয়ার আদার দ্যান ওয়ার্ক?
    হ্যাভ ইউ ভিসিটেড মার্ক টোয়েন হাউজ?
    ---না আমার যাওয় হয় নি, আছা একটা মজার লিংকের কথা বলি, উনি কলকাতায় গেছিলেন, এবং গিয়ে ব্রিটিশ দের উপরে প্রচন্ড খচে গেছিলাম। দারিদ্র্য দেখে।
    --অ্যামেজিং, শোনো পিপল নো হিম অ্যাজ আ ফিকশন রাইটার, বাট হি ওয়াজ আ টেরিফিক পোলিটিকাল রাইটার, কমেন্টেটর, অ্যান্টি স্লেভারি বিফোর দ্যাট ওয়াজ ফ্যাশনেবল ইন পলিটিক্স। ঘুরে এসো একদিন। কিছু পেপার্স আছে, তুমি ফোন করে যেয়ো, নো-ইং দিস প্লেস, ইট কুড বি ইন হলিডেজ ফর হোল অফ সামার।
    --শিয়োর।
    --দেয়ার আর অ ফিউ গুড রেস্তোরাঁ জ, অ্যান্ড আ গুড এরিনা। বাট ওয়াচ আউট অন ইভেন্ট্স।
    --হ্যাভ আ গ্রেট ডে ইট ওয়াজ ফানি অ্যান্ড গ্রেট।
  • রিভু | 140.203.154.17 | ২২ মে ২০১৭ ০৭:৩৩366162
  • এটা খুব ভালো লাগছে । উবারে চড়লে আমিও ড্রাইভার বাবু/ বিবি টির সাথে হ্যাজানোর চেষ্টা করি অনেক। অন্য কোনো জায়গায় লিখবো। একচুয়ালি অনেক কিছুই ভুলে গেছি, তখনি ডকুমেন্ট করে রাখা উচিত ছিল।
  • h | 184.79.160.147 | ২৫ মে ২০১৭ ০৯:৫৪366163
  • লেডিজ মেন।



    ---হেল্লো হেল্লো , চলে আসুন, বাবা আপনি দেখছি নড়তেই পারেন না, সাবধানে। ওয়েল ইউ আর গো-ইং পাস্ট ইউজ বাই ডেট, কেয়ারফুল বাডি।
    --থ্যাংক্স ফর কামিং। চলুন।
    --হাউ ওয়াজ ওয়ার্ক।
    --টাফ ডে।
    ---ডু ইউ মাইন্ড ইফ আই টেক দ্য ফাস্ট লেন। ইট ইজ লাইক ফুউউউউউ, রিয়েল কুইক।
    --ও আপনি বেশি রাস্তা জানেন তো।
    --হ্যা আমি এখানকর লোক। আমার নেপালি বৌ এর সঙ্গে আমি আপনর ডেস্টিনেশনের কাছে থাকতাম। আপনি ইন্ডিয়ান তো, নেপাল তো জানবেন।
    --হ্যাঁ অফ কোর্স।
    --তবে এখন ডিভোর্স হয়ে গেছে। যদিও মাঝে মাঝে কফি টফি খাই, দেখা করি
    --আপনার ইংরেজি টা বেশ সুন্দর, আপনি শিখলেন কোথায়।
    --আরে কলেকে, ফার্স্ট গাল্ফ ওয়ারের পরে এদেশে আসি, কিছুই ভাষা জানতাম না, এমনিতে আমি জর্ডানের লোক। আরব। তবে আমার প্রথম বৌ ছিল আমেরিকান। খুব ভালো মেয়ে ছিল। ও আমায় ইংরেজি শিখিয়ে ছিল। টেলিং ইউ ম্যান, ইউ ওয়ান্না লার্ন সামথিং, গেট আ গার্ল, এভরিথিং কভার্ড।
    --হ্যা সে তো বোঝাই যাছে, দেখি কি করা যায়ঃ-)))
    -ডোন্ট লাফ আমি সিরিয়াস। উইমেন ক্যান মেক ইউ লার্ন। বাট উইথ দিস শেপ ইউ কান্ট ডু মাচ, এক্সারসাইজ, লটস অফ রানিং, নো চীজ, নো বার্গার, নো কোলা। জাস্ট পাইনায়াপল জুস অ্যান্ড সাম লাইট চিকেন পাস্তা। মাই মেক্সিকান ওয়াইফ, উইল ইউ বিলিভ নেভার এট কর্ন। মাই বিউটি ফুল কিড্স আর উইথ হার, আই হ্যাভ বিন আ গুড ড্যাড।
    --আই সি, তো নেপালে কখনো গেছেন,
    --নো আই ডিড নট, আই হ্যাভ নো মানি টু গো। বিসাইড্স মাই গার্ল উওন্ট লাইক। শি ইজ ব্ল্যাক, বিট মুডি ইউ নো, স্পিক্স হার মাইন্ড। ভেরি শার্প।
    --আই সি, আই সি, ফেয়ার পয়েন্ত। তো বিয়ে কবে করছেন।
    --ওয়েল আই হ্যাভ বিন ম্যারিড সেভেন টাইম্স, ইট উওন্ট হার্ট অ্যানাদার টাইম। আই নেভার লিভ উইডাউট আ উওমান।
    --সাত বার, বাঃ।
    --ওয়েল আই হ্যাভ বিন ম্যারিড টু, আমেরিকান , জর্ডানিয়ান, নেপালিজ, পুএর্টো রিকান, মেক্সিকান, ইটালিয়ান অ্যান্ড পাকিস্তানি ওয়াইভ্স। গট দ্য হোল রেঞ্জ, দে আর অল বিউটিফুল বাট দেন দে স্টার ক্রাইং অ্যান্ডা ফাইটিং, দেন আই ডিভোর্স দেম।
    -- আই সি, গুড লাক , দ্য এইট্থ টাইম।
    --থ্যাংক্স মাই ফ্রেন্ড, ইউ আন্ডার্স্ট্যান্ড মি, গুড ম্যান। বাট ইউ সি, ইউ গট কিপ অ্যান ওপেন মাইন্ড অ্যাবাউট উইমেন, মোস্ট অফ দেম আর নাইস, ডোন্ট বি টু চূজি, বাট ইয়া, ডু সামথিং অ্যাবাউট শেপ, কাম অন, সিক্সটি ইজ নো টাইম টু বি সিংগল।
    --ও ইয়া। ও ইয়া।

    ঃ-))))
  • d | 144.159.168.72 | ২৫ মে ২০১৭ ১০:০২366164
  • এই নিয়ে দ্বিতীয়জন বডি শেমিং করল তোমায়।
    অ্যাহ
  • h | 184.79.160.147 | ২৫ মে ২০১৭ ১০:৩৭366165
  • সকলেই করে থাকে, এ আর অ্যামন কি, মজাই লাগে। আমি কথা বলার জন্য ডেস্পারেট, আর ইমিগ্রান্ট দেশি আইটি পপুলেশন এর সঙ্গে কথা বলতে ভালো লাগে না, সকলেই বলে তোমার প্ল্যান কি, কবে ফ্যামিলি আসবে। কবে বাড়ি কিনবে। দোকানে ব্রেকফাস্ট কফি খেয়ে পয়সা নষ্ট করছো ক্যানো। রান্না করো না কেন। ইত্যাদি । তো আই নেভার প্ল্যান্ড মাই লাইফ, ফাক ইট, পোসায় না। ডেকেছে এসছি, ফুটিয়ে দেবে ফুটে যাবো। বডি শেমিং অ্যান্ড জেনেরাল শেমিং ইজ ফাইন, কিসুই করিনি লাইফে, শেমিং করবে না তো কি করবে, কথা তো বলছে রে বাবা বাজে আড্ডা তো দিচ্ছে ঃ-))))))))))))))))

    বাজে গপ্প করতে ভালো লাগে প্রতিটা দোকানেই এক টা বন্ধু আছে। আজ এক টা জায়গার ভদ্রলোক বল্লেন, ওনার দিদিমা, ইন্দিরা গান্ধির মত দেখতে ছিলেন। অন্তত দু মাশ ধরে আমায় রোজ নমষ্টে বলেন, আজ প্রথম অন্য কথা বললেন। দিদিমার ছবি দেখালেন, সত্যি ইন্দিরার মত দেখতে। তার পরে বললেন, ইউ নিড টু এক্সারসাইজ। পরে একজন কফি দোকানের মেয়ে বল্লো, ইউ টকিং টু হিম, নাইস ম্যান, বাট মেনলি হ্যাজ ফ্রেন্ড্স ইন পোলিস ঃ-) সে এখন আমার কষ্ট সইতে পারে না বলে মনে হল না। মনে হল পুলিশের উপরে খচা। ঃ-))))
  • d | 144.159.168.72 | ২৫ মে ২০১৭ ১০:৫১366166
  • :-))))))
    আমি এক এজেন্সি থেকে ড্রাইভার নিই, তা তাতে একজন মাঝে কিছু শনিবার এলেন, 'শেখ-সাহেব' এই নামেই পরিচয় দিলেন। তো, তিনি দ্বিতীয়দিন থেকেই আমাকে তাঁর বৌএর রান্না করা ফিশ বিরিয়ানি খাওয়াবেনই খাওয়াবেন। একদিন এনেও দিলেন কালুয়া দেওয়া ছিল বিরিয়ানিতে। সে আমার ঘর সাফ করেন সুশীলা আন্টি আমাকে কিছুতেই খেতে দেবেন না , কি না ড্রাইভাররা খুব লোক খারাপ হয়, কোন মতলবে দিয়েছে ওদের একদম বিশ্বাস করতে নেই। এদিকে সুশীলা আন্টির বর আর বড়ছেলে মূলত ড্রাইভারিই করে, ছোট একটা গুডস ট্রানস্পোর্টের ব্যবসাও আছে।
    মানুষ অনেকসময়ই খুব মজার
    :-))

    যাই হোক আর বাধা দেব না, লিইখ্যা যাও।
  • h | 184.79.160.147 | ২৫ মে ২০১৭ ১১:১১366167
  • জেনেরালি বুঝলা আমার ট্রাভেলোগ ভাল্লাগে না। পোসায় না। ফ্লিটিং এক্সপিরিয়েন্স অ্যাজ আ লিটেরারি ফর্ম ভালো লাগে না। ট্রাভেল ডাইরিজ পোশায় না। বিকজ পস্টারিটি ইজ বোরিং, ইট ইজ অ্যাবাউট নাও অ্যান্ড ট্রাম্প অ্যান্ড মোদী এটসেট্রা। সো মাচ অফ হেট, দ্যাট উই নিড লিডার্স তো মেক ইট আ ফ্যাশন। আমি কেরুআক বা পল অস্টার ন্নই যে নিজেকে সেকশুয়ালি আবিষ্কার করার খুব দরকার পড়েছে। ওটা আমাদের জীবনে যৌবনে উচ্চকিত ছিল না, থাকতে পারতো, ছিল না। অনেক অভিজ্ঞতাই তিরিশের পরে হয়েছে, যেটা তো সেটা কনজারভেটিভ সমাজের একটা দিক, যেটা পনেরো তো হতে পারতো।

    প্রেমাংকুর আতর্থী ও নই, যে স্পিরিচুআলিটির দেশ জানার বিরাট টান কিসু আছে। মুজতবা আলি নই, প্রাচ্য পাশ্চাত্যর মিলন ঘটাতে হবে। দেশ জিনিসট উঠে গেলেও কিসু এসে যায় না। কাশ্মীরের ছেলেমেয়েরা মত প্রকাশের স্বাধীনতা পেলে যদি দেশ উঠে যায়, তাহলে আর কি করবো, কিসুই করবো না, তাই বলে তো এ চলতে পারে না।

    তাহলে অ্যাজ ফেইল্ড পোলিটিকাল অবজারভার, একটা কাজ করা যায়, সেটা হল , জব এর ক্যাজুয়ালাইজেশন যে হয়েছে চুড়ান্ত, তার একটা রেকর্ড করা। আবার যারা ঢপ দিচ্ছে, ও বাবা আমি আহত শ্বেতাঙ্গ, সেটাও রেকর্ড করা। আইডিওলোজিকাল পজিশন বা লাইফ চয়েস গুলো কে রেকর্ড করা।

    প্রায় ই কোবল প্রোগ্রামার দের সঙ্গে বাড়ি ফিরি। লে অফ হয়েছে প্রচুর। এবং মানুষ সরকার কে জীবন কে কি ভাবে ডিল করছে বোঝার চেষ্টা করা। দেশেও এটা আমি করে থাকি, বাজে গপ্প , ট্রেনে বাসে ট্যাক্সি তে । এবার বুঝে কি হবে, কিসুই হবে না, চাট্টি বাতেলা ছাড়া, বাট আই গেস উই হ্যাভ সামথিং লাইক আ হিস্টরিক ডিউটি টু আন্ডারস্ট্যান্ড, অর অ্যাটলিস্ট ট্রাই, পিপল হু হ্যাভ বিন ফেইল্ড বাই দেয়ার গভরন্মেন্ট, হোয়াই দ্য ফাক ডু দে ওয়ান্ট ওয়ার, কনফ্লিট, হোয়াই ডি দে বিকাম পিয়োর ইন ব্লাড অ্যান্ড সারাউন্ডিংস। হাউ ডাজ ইট ফিল টু ড্রাইভ আ জব স্ন্যাচার হোম। সো আই গেস আই অ্যাম ডুইং দিস ফর নো পার্টিকুলার রিজন, অ্যাপার্ট ফ্রম দ্যা স্টানিং ডিসকানেক্ট বিটুইন লাইভ্স।
    দেশে গিয়ে জব লস এর ডকুমেন্টারি করতে হবে।

    আরেকটা বিষয় ও আছে, গোপনীয়তার কিছু না, আমরা এক দল মানুষ হিসেবে সমাজ হিসেবে বিষয় হয়েছি বহুদিন। যত পশ্চিমি আকাডেমিক লোক ভারতীয় বিষয় নিয়ে গবেষণা করেছে, ভারতের সেরা সমাজ তাত্ত্বিক রা এখানে এসে বাল সাউথ এশিয়া নিয়ে কেন কাজ করছে বুঝি না। উই শুড ওয়ার্ক অন টিউডর হিস্টরি ফর এক্জাম্পল, অর সে আমেরিকান সিভিল ওয়ার। এতদিনে হিটলারের সময়ে র সমাজ নিয়ে একজন বাঙালি হিস্টরিয়ান বই বের করেছেন। আমি বলছিনা বিদেশ , বিশেষত পশ্চিমি বিদেশ কেই বিষয় হতে হবে। কিন্তু পয়েন্ট ইজ এত অভিবাসনের পরে সূর্য দীঘল বাড়ি ইত্যাদি কদ্দিন চলবে। অবশ্যই বীরভূম ই পৃথিবীর শ্রেষ্ঠ বিষয়, এবং অলিখিত মাস্টারপিস ;-) কিন্তু তাই বলে আমাদের লেখায় ফ্লিটিং এক্সপেরিয়েন্স এর লজ্জা কাটিয়ে মাল কিছু তো একটা দাঁড় করাতে হবে রে বাবা। আমার কি সমাজতত্ত্ব থাকবো নাকি, সমাজ হব না, এই যে বাল দেশে দেশে বা দেশের ভেতরেও এত ঘুরে বেড়াই। কেন হোয়াই তোমার উপন্যাসে পুনার মাছওয়ালা রা প্রধান চরিত্র হবে না কেন, মানে এটা তো ইভেন ইন গুড টাইম্স, বলিউইডি স্টিরিয়ো টাইপ মেকার দের হাতে ছাড়া যায় না, বাঙালী মানেই বাবু মোশাই, মারাঠি মানেই পরেশ রাওয়াল। দেশ তো বারা এই জন্যেই উচ্ছন্নে গেল, যত রাইট উইং সব মেনস্ট্রীম স্পেস নিয়ে বসে আছে।

    সরি অ্যাবাউট দ্য র‌্যান্ট। আই ডোন্ট রিয়েলি নো হোয়াট আই অ্যাম টকিং অয়্বাউট।
  • h | 184.79.160.147 | ২৫ মে ২০১৭ ১১:২৫366168
  • অসীম চট্টরাজ, আসানসোল অঞ্চলে জব লসের ভালো ডকুমেন্ট করেছে, এইটিজ এর।
  • h | 184.79.160.147 | ২৫ মে ২০১৭ ১২:০৩366170
  • তায়েব সালিহ র একটা উপন্যাস আছে সুজন অফ ইমিগ্রেশন টু নর্থ, তো তাতে অমার যেটা স্টানিঙ্গ লেগেছিল একজন আপ্ব্রিকান ছেলের লন্ডনের সেকশুয়াল এক্সপ্লয়েট্স নিয়ে লেখা। তো ধরো ১৯৫০ এর ফ্রান্জ ফ্যান বা চিন্তা আচেবে দের লেখার পরে যেটা কলোনী কে চ্যালেণ্জ করছে এবম প্রাইমর্ডিয়াল অলইহে ফিরে যাছে, ধরো ১৯৩৬ এ লেখা আস্তুরিয়াস এর লেখা ফেবল্স অফ গুয়াতেমালা র কাজ টা আপ্ব্রিকান জন্য করছেন। Kইন্তু তায়েব বড় কোনো প্রোজেক্ট না নিয়ে চটি বইতে একটা নতুন জিনিশ দার্ন করছেন, মেন্স্ট্রীম পশিমী জীবনে এন্ট্রি পাওয়া একজন লোক হিসেবে যা লেখার লিখেছেন এবার সেটা কম রাজনৈতিক বা উপাদেয় কোনোটাই হছে না।ইত্যাদি।
  • h | 184.79.160.147 | ২৫ মে ২০১৭ ১২:১২366171
  • ১৯৬৬ তে প্রকাশ।সালটা বললাম, আচেবে , ফ্যানো দের প্রভাব তখন কত বেশি ভাবো।
  • lcm | 109.0.80.158 | ২৫ মে ২০১৭ ১২:১৫366172
  • আরেন্না, এই টই-টা খেয়াল করি নি আগে। হেব্বি হচ্ছে... গুড আইডিয়া...
  • lcm | 109.0.80.158 | ২৫ মে ২০১৭ ১২:২১366173
  • এ পাড়ায়, আমার এক জাভা প্রোগ্রামার বন্ধু উবের-এ গাড়ী চালিয়েছিল কিছুদিন - সাইড জব হিসেবে - উইকেন্ডেই নিত বেশি। ওর ধারণা ছিল গাড়ী খারাপ টারাপ হলে উবের-এর পয়সায় সারাবে। তো উবের সেই পয়সা না দেওয়ায় ছেড়ে দিয়েছে।
  • Arpan | 116.77.185.95 | ২৫ মে ২০১৭ ১২:৩৯366174
  • এটা খুবই আগ্রহের সাথে পড়ছি।

    জব লসের ডকুমেন্টেশনটা কর। এইরকম ক্যজুয়ালি। কে কারা কী ভাবছে। ফিউচারকে কীভাবে বোঝার চেষ্টা করছে। এইসব।
  • h | 184.79.160.147 | ২৭ মে ২০১৭ ০৩:৩৯366175
  • লেডিজ ম্যান খ

    --হে, হাউ আর ইউ টুডে?
    --এই চলছে, তোমার খবর বলো।
    --ইস দিস দ্য ফার্স্ট কফি
    --নো দ্য সেকন্ড।
    --ও, দ্যাট ইজ টল।
    --ইউ ডোন্ট লাইক কফি?
    --নাঃ, আমাদের ওদিকে কেউ কফি খায় না।
    উই জাস্ট মেক কফি বিনস, অ্যান্ড দেন সেল ইট অফ।
    -তাই নাকি ও, চা খাও।
    --ও ইয়া ওয়ান্স আ ডে টপস। তা এইরকম বোরিং জায়্গায় এসছো কি করতে
    --ওয়েল ফর কফি অ্যান্ড ওয়ার্ক।
    --হাহা, এত বোরিং শহর জীবনে দেখেছো? দেখ ভাই একটা মানুষের জীবনে লাগে টা কি, মোটামুটি এক দুটো জব, এক দু টো বৌ, আ সাপলাই অফ সিগার অ্যান্ড আ ফিউ ড্রিংক্স। অ্যান্ড নেকেড উইমেন ওন দ্য উইকেন্ড, টেল মি দ্যাট ইজ আ হোলসাম পিকচার, ইফ ইউ অ্যাড দ্য ব্রেকফাস্ট।

    বুঝলাম রসিক লোক। সে লাইনে কথা না বললে, শুধুইই ওয়েদার হবে। -----

    --তা এখানে স্ট্রিপ ক্লাব আছে, পোল ডান্সিং হয়?
    --একটু দূরে , আছে। আই ক্যানট বিলিভ এত হোটেল আছে এখানে, একটা একটু ভালো নাইট ক্লাব নেই কিস্যু নেই। কি যে করবে এখন তুমি, রাতের বেলা, দিস ইজ লাইক আ সেমেটেরি।
    আমি খুব বোকা জানো, আমি আমস্টারডাম হয়ে এশছি এখানে, ওহ্কানেই থাকা উচিত ছিল। আরো। ইট ইজ আ বিউটিফুল প্লেস। শপ্স, ফ্লাওয়ার্স, মারিজুআনা অ্যান্ড গার্ল্স। বিউটিফুল। দে রিয়েলি আন্ডার্স্ট্যান্ড আস। দে নো হোয়াট ডাজ আ ট্রাভেলিং ম্যান ওয়ান্ট। দ্য বেস্ট ফ্লাওয়ার মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড ইজ বাই দ্য বেস্ট ফ্লেশ মার্কেট, দ্য বেস্ট টোবাকো শপ্স আর নিয়ার বাই, অ্যান্ড ম্যান দ্য বিয়ার ইজ ফ্যান্টাস্টিক, ইফ ইউ আর ফিলিং এক্সপেন্সিভ, ইউ ক্যান গো টু আ বার। অ্যামেজিং, স্ট্রীট ফুল অফ শপ্স, লাইক আফ্রিকান বাজার। ম্যান আই অ্যাম ডাইং হিয়ার, আই শুড হ্যাভ স্টেড ব্যাক দেয়ার ইন আমস্টারডাম। দে ইভেন হ্যাভ দ্য ফানি স্ট্রীট ট্রেনস।
    --- ঃ-))
  • h | 184.79.160.147 | ২৭ মে ২০১৭ ২৩:৪৬366176
  • পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের তিনজন যুবক। এবং দুজন শ্বেতাংগ যুবক, সম্ভবত পূর্ব ইউরোপীয় এবং আমেরিকার ইংরেজি ভাষী।

    এই লেখাটার মধ্যে প্রস্তাবনায় একটা ফাঁক আছে। যেহেতু টই মাত্র, ওয়ার্ক ইন প্রোগ্রেস, বই না গবেষণাও না, তাই বলে এই ফাঁক টা ভরাট করার দরকার নেই তা না, অন্তত একটা স্বীকারোক্তি দরকার।

    ট্রাম্পের নির্বাচন, হিলি বিলি কান্ট্রি গোছের অতি সুলিখিত প্রবন্ধের খবরে এবং স্যান্ডার্স এর উত্থানের সংবাদে র প্রেক্ষাপটে আমি যখন এখানে আসি তখন সবে নতুন প্রেসিডেন্ট এর ইনগরেশন হয়েছে। নির্বাচনের ঘোর কাটেনি, তখন আমি হয়তো মনে মনে সেই সব লোক খুজছিলাম, যাঁরা হোয়াইট ওয়ার্কিং ক্লাস মেল, প্রেফারেবলু মিড লাইফ। ট্রাম্পের সমর্থক হওয়ার সম্ভাবনা। আমি এই বিষয়ে ব্যক্তি গত ভাবে এই সময় পত্রিকায় একটা প্রবন্ধ ও লিখি, যে এই আহত শ্বেতাংগর গল্পটা আমার সেরকম বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। কিন্তু নিজের চোখে দেখা আর বই পত্র পড়া আলাদা, তো নিজের চোখে খুজছিলাম। দেখাও পেয়েছি। কয়েকজনের কথা বলেও ছি, একজনের কথা বিশেষ ভাবে মনে আছে, তিনি বছর চল্লিশেক, বলছিলেন, ক্লিন্টন এবং ডেমোক্রাটিক পার্টির র দোষ যে এবার ট্রাম্প নির্বাচিত হয়েছে। আমি নিজে ট্রাম্প কে ভোট দিয়েছি। ক্লিন্টন ইজ অল অ্যাবাউট মানি অ্যান্ড পাওয়ার, শি ইজ নট সেকশুয়াল অ্যাট অল, এই জন্যেই ওর বর কে অন্য মহিলার খোজে ঘুরে বেড়াতে হয়। তার পরে বলছিলেন, মেডিকেড থাকায় উনি কি বান্চা বেঁচে গেছেন, মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখন তারা বড় হয়েছে, কোথায় যে পড়বে কি যে করবে চিন্তায় পড়েছেন। নিউ ইংগ্ল্যান্ডে শুধু লোকাল ট্রাক চালিয়ে মাসে চার থেকে ছ হাজার ডলার রোজকার করে ফেলেন মাঝে মাঝে, বাকি সময়ে উবের চালান। তো আমি এই ন্যারেটিভ এর প্রতি সিম্প্যাথেটিক হতে পারিনি, বিশেষত মহিলা বিরোধী অংশটায়, আবার হতে পেরেছি পরিবারের জন্য আশ্চর্য্য পরিশ্রম করা এই মানুষ্টির প্রতি, আমার নিজের চাকরির অনিশ্চয়তার গল্পের থেকে একে কিছু আলাদা অনে হয় নি, ক্যাজুয়ালাইজ্ড লেবার এর পরিচিত কাহিনী তো ছিলই। কিন্তু ফাক তাহলে কি ছিল, আমি ধরে নিয়েছিলাম, শুধু মধ্যবয়সী দের চাকরি ই গেছে বলে তারা খচে গেছে, থিয়োরেটিকালি জানতাম বার্নি সমর্থক রা মূলত অল্পবয়সী, তার যারা ভালো উচ্চশিক্ষা পেতে চান, সেই মিলেনিয়াল রাও তাঁর সঙ্গে আছেন, কিন্তু যে ডেমোগ্রাফিক টা খেয়াল করিনি, তারা সেই সব পঁয় ত্রিশ এর নীচের লোক জন, যাঁরা চাকরি পা্ছেন না। উচ্চশিক্ষা যাঁদের শেষ হয়েছে। আর যেহেতু এটা ফর্মাল সার্ভে না, তাই মাইনের কথা জিজ্ঞাসা করা যায় না, চাই ও না। কিন্তু জানা গেলে রেকর্ড করাটা খারাপ না। তো এই ফাঁক গুলো ছিল, সেটা ভরাট হয়েছে কিছুটা হল, এই পাঁচ জনের সঙ্গে দেখা হয়ে।
  • h | 184.79.160.147 | ২৮ মে ২০১৭ ০০:১২366177
  • বাংলাদেশী যুবক। চাকরি পাচ্ছেন না, কমিউনিটি কলেজে আইটি কোর্স করে ফেলেছেন। অনেকগুলো প্রাইভেট কোর্স করে ফেলেছেন। এস কি এল, জাভা সি শার্প জানেন, তবে কাজ পাচ্ছেন না, এই স্কিলে একবার মাস ছয়েক কাজ পেয়েছিলেন, তার পরে আর পান নি। প্রচন্ড দুশ্চিন্তায় আছেন। দু তিনটে চাকরির পরিশ্রম নিতে পারছেন না। বয়স পঁয়্ত্রিশের নীচে, বিবাহ করতে লজ্জা পাচ্ছেন, আর্থিক নিরাপত্ত পরিবার কে দিতে পারবেন কিনা নিশ্চিত নন।

    নেপালি যুবক তিরিশ বছ র বয়স। বস্টনে ভালো ইউনি ভার্সিটি তে গ্র্যাজুয়েশন করেছেন, ভালো ছাত্র। চাকরি পাচ্ছে না। উবুন্টু আর পাইথন স্ক্রিপ্টিং ভালো বাসেন, টুক টাক অ্যাপ বানান বন্ধুদের বা পরিচিত দের টেক অ্যাওয়ে রেস্তোরা র জন্য, কিন্তু আত্মীয়ের দাক্ষিন্যে থাকতে হছ্হে, কোনো কোনো মাসে এক হাজার ডলার ও যোগাড় করতে পারেন না। বিবর্ন বিরস দিন কাটে বলছিলেন, কিন্তু দেশে ফিরতেও লজ্জা পান। টু লিভ উইথ শেম অফ বি-ইঙ্গ আ জবলেস অ্যাডাল্ট ইজ টু টাফ। যদিও আশা ছাড়েন নি। নিউ ইংগ্ল্যান্ড ছেড়ে যেতে চান না, বস্টন শহরের কোশার মিট থেকে ব্যাগেল সুফ্লে, চার পাষের নতুন ছাত্র দের উৎসাহ ভরা জীবন এগুলো র মধ্যে থাকতে ভালোবাসেন, বোরিং সাউথে একটু জব বেশি হলেও যেতে চান না। আমি বুঝলাম এই সেই পুরোনো জবলেস এজ এর বামপন্থী ছাত্র নেতার নেপালি আমেরিকান সংস্করণ, যার কলেজ চত্তর ছাড়ার আগেই বয়স হয়ে যায় ৪৫, যৌবনের মায়া , কবিতার মায়া, পরিবর্তনের মায়া কাটাতে পারে না, ছোটো শহরের বাড়িতে ফিরতেও ইচ্ছে করে না, কার ফেরোনো বা এগোনো দুটোতেই অনেক প্রশ্নোত্তর লাগে।

    পাকিস্তানি যুবক - সাংঘাতিক সচিন ভক্ত, মানি ব্যাগ খুলে দেখালেন, মিসবা আর সচিনের ছবি। কোহলি কে পছন্দ করেন বুঝলাম, কিন্তু বড্ড শো অফ। দ্রাবিদ আর লক্শমন সম্মান পান নি বলে মনে করেন, করাচীর লোক। আমি কলকাতার লোক শুনে বিস্ফারিত নেত্রে প্রথম প্রশ্ন আমি ইডেনে খেলা দেখি কিনা। তো ইনি গ্যাস স্টেশনের ম্যানেজার ছিলেন, বাড়ির কাছে, ঘন্টায় ১৪ ডলার পেতেন, যেটা অসাধারণ রেট। দুই ছেলেমেয়ে আর বউ কে নিয়ে সংশার। কিন্তু মালিকের ভাই এসে যাওয়ায় চাকরি গিয়েছে। উবের চালাচ্ছেন মাসে ৮০০ ডলার হয়ে যায়। তাতে এত রসিক ক্রিকেট প্রেম থাকে কি করে জ্জ্ঞাসা করিনি, নামার সময়ে জড়িয়ে ধরে বল্লেন, দাদা কো পেয়ার দেনা, হাম লোগ উনকে চাহনে ওয়ালে হ্যায়, জ্যাসে উনহোনে ইনজামাম কে বারে মে মোহব্বত সে বাত কিয়া হাম কভি নহী ভুলেঙ্গে। তো দাদার সে কথা মনে আছে কিনা জানা নেই ঃ-)

    পূর্ব ইউরোপীয় যুবক ---পাশ দিয়ে একটা বাইক যাওয়ায় চমকে উঠলেন, ভেবে ছিলেন তাঁর গাড়িতে ওরকম বিদঘুটে আওয়াজ বেরোছে, তাঁর নাকি অতো পয়সা নেই , গাড়ি সারাবার। সবে সারিয়েছেন। রুফিং করেন, ঠান্ডার মধ্যে ভোর থেকে কাজ, সবসময়ে রোজগার থাকে না। অবসরে উবের চালান উইকেন্ডে, কিন্তু উবের এ কিসু হয় না। এখন পরের রুফিং এর কাজের অপেক্ষায় আছেন। এক মহিলা নাকি সম্প্রতি $৮০ এর ভাড়ায় $৩০ ডলার ক্যাশ টিপ দিয়েছেন। সম্প্রতি।

    জন্মসুত্রে ইংরেজীভাষী যুবক -সাউন্ড ইঁযীনীয়ারিং পড়েছেন, হলিউড স্টুডিও তে কাজ করতেন। খুব ই তরুন চেহারা, চাকরি তে টিঁকতে না পারার মজার কারন বললেন যে মিউজিশিয়ান দের বিচিত্র শিডিউল / স্কেডিউল সামলাতে পারছেন নাম। ফিল্মের ডাবিং বা সোপ এর রেকর্ডিঙ্গ হয় ভোরে। দুপুর থেকে শুরু হয় রক মিউজ এর রেকর্ডিং।। মধ্যরাত পর্যন্ত। একেবারে রাত্রে আসেন র‌্যাপার বা গ্যারেজ মিউজিশিয়ান রা। বিজ্ঞাপন ইত্যাদি এর মাঝে মাঝে। তো এই রুটিন আর টানতে পারছেন ন। এখন নতুন করে দ্বিতীয় একটা ডিগ্রি করে নিচ্ছেন, অনেকটাই জানেন আইটি, কিন্তু জব পাচ্ছেন না, টুক টাক সাপোর্ট জব ছাড়া। আবার হয়তো সাউন্ড ইঞ্জীনীয়ারিং এ ফিরে যেতে বাধ্য হবেন
  • . | 193.82.199.156 | ২৮ মে ২০১৭ ২৩:৩৪366178
  • বোধির এই লেখা দেখে আমারও প্রাক উবের যুগের ট্যাক্সি্চালক মহম্মদ ভাইয়ের কথা মনে পড়ে গেল। সেটা ২০০৪-০৫ হবে ডেট্রয়েটে গিয়েছিলাম কাজে। তিনমাসের কাজ, রেন্টে গাড়ী নেওয়ার আগে ESA থেকে পেয়েছিলাম মহম্মদ ভাইয়ের নম্বর, অফিস নিয়ে যাওয়ার পথে করাচীর এই ভদ্রলোকের সঙ্গে এক অদ্ভুত সম্পর্ক হয়ে গিয়েছিল। নিজের মেয়ে আর বঊকে ১৪ বছর আগে ফেলে এসেছেন, ভিসার চক্করে ফিরে যেতে ভয় পান আর তাদের আনতেও পারেন না।
    আমার স্ত্রী আর মেয়ে আনতে যখন আমি সাউথফিল্ড থেকে ডেট্রয়েট এয়ারপোর্টে ৪০ ডলার কড়ারে যাই আর গিয়ে জানতে পারি তাদের ফ্লাইট ক্যান্সেল, তখন মহম্ম্দ ভাই বিনা দ্বিধায় আমার সঙ্গে ৪ ঘন্টা অপেক্ষা করে তাদের ঐ একই ভাড়ায় ফিরিয়ে নিয়ে যান।
    ঐ সময়েই আমার বউয়ের সঙ্গে এক পাকিস্তানী বুড়ী মহিলার আলাপ হয় যিনি ইংরাজী বলতে ও বুঝতে পারেন না। ছেলের কাছে যাবেন আট্লাণ্টায় ডেট্রয়টে নেমে কিন্তু সে ফ্লাইট তো চলে গেছে। তাকে নিয়ে এয়ারলাইন্সের কাউন্টারে গিয়ে কথা বলে হোটেলের বন্দোবস্ত করে, নামিয়ে দিয়ে যখন আমার আস্তানায় পৌঁছাই তখন ১০ ঘন্টা অতিবাহিত, কিন্তু ভাড়া নিলেন (৪০+৪০)=৮০ ড্লার।
    আমি গাড়ী নিয়ে অফিস চলে গেলে, বউ আর মেয়েকে ঘুরিয়ে আনতে হলে মহ্ম্মদ ভাইকে ডাক দিলেই হত। পরে সপ্তাহের শেষে আমার কাছ থেকে পয়সা নিয়ে নিতেন।
    পন্টিয়াকের কাছে আমার গাড়ী অ্যাক্সিডেন্টের দিন হসপিটালে বসে আমি মহম্মদ ভাইকে ডাকি আর উনি সাউথফিল্ড থেলে এসে আমাকে বাড়ী নিয়ে যান।
    যেদিন চলে আসি উনি ওনার মেয়ের কথা মনে করে আমার কন্যাকে একটি সোনার দুল উপহার দিয়ে আমাদের চমকে দেন। আমি নিতে না চাইলে উনি প্রায় কেঁদে ফেলে বলেন আমার মেয়ে ওনাকে ওঁর পাকিস্থানে ফেলে আসা মেয়েকে মনে করিয়ে দিয়েছে আর এর মাধ্যমে উনি নিজের মেয়েকেই কিছু দিচ্ছেন। এরপর আমি অভিভুত আর কিছু বলতে পারি নি।
  • h | 184.79.160.147 | ২৮ মে ২০১৭ ২৩:৪৮366179
  • থ্যান্ক্স। আমার একটা বিষয় জানার ইচ্ছে , এখানে কেউ ফিলিপিনো বা অন্য ধরনের ডোমেস্টিক হেল্প এম্প্লয় করেছেন? অভিজ'ণতা শেয়ার করার মত অ্যাজ এম্প্লয়ার? বা রিক্রুটার বা এম্প্লয়ার হিসেবে ফর্ম্য সেক্টরেও কি কারো অভিগ"ণতা আছে??
  • h | 184.79.160.147 | ২৮ মে ২০১৭ ২৩:৪৯366181
  • বুকটা মোচড় দিয়ে গেলো আগের পোস্ট Rাত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন