এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উত্তরাধুনিক বাংলা থ্রিলার এবং কলকাতায় বোমাবাজি


    অন্যান্য | ১৮ অক্টোবর ২০১৭ | ২৮৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মনন | 160.107.214.74 | ১৮ অক্টোবর ২০১৭ ০৭:৫৬370963
  • শ্রদ্ধেয় স্মরণজিৎ বাবুর লেখা অদম্য সিরিজের সব কয়টি গল্প এবং উপন্যাস সারাদিনে পড়ে শেষ করলাম। করে কিছু উপলব্ধি হল-

    ১। বাংলা থ্রিলারে ভিলেনের নাম Vlad the Impaler বা Nero এরকম দেখলে প্রথমেই যেটা আসে সেটা হল এক অদ্ভুত রকমের রোমাঞ্চ। বইটা নামিয়ে রেখে অট্টহাসি চেপে রাখবার রোমাঞ্চ এবং সেই হাসি চেপে রেখে গল্প শেষ করতে পারবার উত্তেজনা। বেশ ভাল সাইকোলজিকাল পদ্ধতি লোকজনকে বইয়ের দিকে আকৃষ্ট করে রাখবার জন্য।

    ২। শুধু জেমস বন্ড নয়, বাঙ্গালিও বলতে পারে, আমার নাম সেন, অদম্য সেন। আপনি এটা পড়ে কি প্রতিক্রিয়া দেবেন তার উপরে আপনার শ্রেণী নির্ভর করছে, তবে হ্যাঁ, হাসি পেলে আপনি অবশ্যই কলোনিয়াল হ্যাংওভারের শিকার।

    ৩। স্পেশাল প্যারামিলিটারী ফোর্স বা কম্যান্ডো অবশ্যই সেরা, কিন্তু বোমা বিস্ফোরণ থেকে শহরকে বাঁচাতে আপনার সব সময় একজন ফেরারি অনাথ বাঙালি সুপার ক্রিমিনালকেই লাগবে।

    ৪। আন্তর্জাতিক অপরাধী হওয়া সত্তেও মোসাদ থেকে শুরু করে MI6 সবাই একজনের থেকেই সাহায্য নেয় ব্ল্যাক অপ লঞ্চ করবার সময়, তার নাম সেন। অদম্য সেন।

    ৫। বারাসাতের কাছে কোনও এক গ্রামে এসে মোসাদ এজেন্ট এসে মার্কোস কম্যান্ডোর হাতে চাইনিজ সিক্রেট সার্ভিস এর লোকের থেকে পাওয়া গুফন নথি দিয়ে যায়।

    ৬। এই মার্কোস কম্যান্ডো আবার নিজের হবু বৌ এর বাড়ির সামনে থেকে নথি সমেত কিডন্যাপ হয়ে যায়।

    ৭। সেন, মানে অদম্য সেন মার্কোস কম্যান্ডোর বৌ এর বিয়ের গিফট হিসেবে চুরি করা পঞ্চদশ লুই এর আমলে বানানো সোনার গোলাপ দিয়ে যায়।

    ৮। অদম্য সেন MI6 এর বিশ্বাসঘাতক চিফকেও গাড়ি শুদ্ধ বোমা মেরে উরিয়ে দেহে :O

    ৯। এত খতরনাক অ্যান্টি হিরো হয়েও এক গুজ্জু মামনির প্রেমে পড়ে প্রায় জীবনের পিছন মাড়িয়ে বসে থাকেন। আবার, অদম্যর কলেজের বান্ধবী নিজের কোমরের উপরে আঁকা লাল আপেলের ট্যাটু নিজের গেঞ্জি তুলে অদম্য কে দেখিয়ে বলছে- এটা ধর, এটা শুধু তোর। এবং তাতেই অদম‍্য ঘেমে নেয়ে একাকার। ক্কী দুক্কু।

    ১০। সবশেষে, এখন আর কেউ বলতে পারবে না যে সব এলিয়েন ইনভেশন আম্রিগাতে হয় বা সব সন্ত্রাসবাদী কার্যকলাপ ইউরোপে হয়। কলকাতায় বাঁড়া চারবার আনবিক বোমা ব্লাস্ট করবার চক্রান্ত হয়েছে, দুইজন বিশ্বখ্যাত বৈজ্ঞানিক কে অপহরণ করবার চক্রান্ত হয়েছে। আর সব ব্যর্থ করেছেন সেন, অদম্য সেন।

    খুবই আমোদদায়ক সিরিজ। পড়ে দেখতে পারেন।
  • T | 165.69.191.249 | ১৮ অক্টোবর ২০১৭ ০৮:০৩370989
  • হেঃ হেঃ হেঃ, কই কোথায় পাওয়া যাচ্চে। সফট কঁপি হঁলে ভাঁল হঁয়। এমনিতেই ভূত সিরিজ জমাচ্ছি।
  • Ishan | 42.210.218.202 | ১৮ অক্টোবর ২০১৭ ০৮:১৩371000
  • আমিও কালই দুটো পড়লাম। তার মধ্যে একটায় খুব সিরিয়াস সমস্যা। পিঠে করে বয়ে নিয়ে এসে পোর্টেবল পরমাণু বোম রাখা হয়েছিল রাইটার্সের ঠিক নিচে। তারপর মমতা বাঁড়ুজ্যে, পার্থ চাটুক্যে, জেটলি, মোদী সবাইকে হুমকি দিয়ে রাইটার্স বিল্ডিং এ এনে জড়ো করা হল। শুধু বাকি ছিল বোম ফাটানো। অদম্য সেন কীকরে একটা ডিটোনেটর অকেজো করে প্লুটোনিয়াম স্টিক খুলে নিয়ে পালাল একটা।

    পড়ে জীবনে এনার্জি এসে গেছে।
  • পাই | 57.29.202.215 | ১৮ অক্টোবর ২০১৭ ০৮:১৫371011
  • মনন, ঃ D :D
  • মনন | 160.107.214.74 | ১৮ অক্টোবর ২০১৭ ০৮:৩৬371022
  • ক্যাটায়্ন থেকে যে ঋনাত্মক আয়্ন বেরোয় সেটা স্মরণজিত এর লেখা না পরলে জানাই হত না।
  • T | 165.69.191.249 | ১৮ অক্টোবর ২০১৭ ০৮:৩৭371033
  • আমি বহু বহু আগে পড়েছিলুম, লরিতে করে প্লুটোনিয়াম বোম নিয়ে পালাচ্ছে। সেটার পর লেখক জানিয়েছিলেন কি অমানুষিক পরিশ্রম কত্তে হয়েছে ওঁকে লেখাটা লেখার জন্য, যেমন মঙ্গোলিয়ার রাজধানীর নাম জানা, ইত্যাদি এইরকম সব।

    জনতা লিঙ্ক ফিঙ্ক ছাড়ো মাইরি।
  • মনন | 160.107.214.74 | ১৮ অক্টোবর ২০১৭ ০৮:৪৩371044
  • আবার, অদম্যর কলেজের বান্ধবী নিজের কোমরের উপরে আঁকা লাল আপেলের ট্যাটু নিজের গেঞ্জি তুলে অদম্য কে দেখিয়ে বলছে- এটা ধর, এটা শুধু তোর। এবং তাতেই অদম‍্য ঘেমে নেয়ে একাকার। ক্কী দুক্কু। :(
  • pi | 57.29.202.215 | ১৮ অক্টোবর ২০১৭ ০৯:০২371055
  • গ্রপে মামুর কালকের পোস্টটাও থাক।
    --------
    বলিউডের যেমন এ গ্রেড, বি গ্রেড সিনেমা হয়, আমাদের ছোটোবেলায় স্বপনকুমারের লেখা বাংলা সাহিত্যে সেরকম ছিল বি অথবা সি গ্রেড কিছু একটা। বাচ্চারা হাঁ করে পড়ত, পড়েনি এমন কেউ মনে হয় নেই, কিন্তু জাতের একটা ব্যাপার ছিল। কোনো নামী প্রকাশনা সুদৃশ্য মলাটে বইগুলো বার করতেননা। এমনকি কিশোরদের নামী পত্রিকাতেও স্বপনকুমারের কোনো জায়গা ছিলনা। বড়দের নামী পত্রিকা তো ছেড়েই দিলাম।

    স্মরণজিৎ চক্রবর্তীর দুইখানি অদম্য উপন্যাস পড়ে বুঝলাম, জাতপাতের ব্যাপারটা এখন উঠে গেছে। লেখাগুলির সঙ্গে স্বপনকুমারের বিশেষ পার্থক্য নেই। তফাত হল, এই লেখাগুলি বড়দের শারদ পত্রিকায় হইহই করে বেরোচ্ছে। একে এক কথায় সাহিত্যের টিভি সিরিয়ালিকরণ বলা যায়।

    যদিও লেখালিখির সিরিয়ালিকরণ কেন দরকার (বা অনিবার্য) এটা পরিষ্কার নয়। টিভি সিরিয়ালের বিবর্তনে টিআরপির একটা বড় ভূমিকা আছে। টিআরপি, বাজার অর্থনীতির সেগমেন্টেশন নামক ধারণাটাকে, কোনো অজ্ঞাত কারণে অস্বীকার করে। ফলে টিভি সিরিয়ালের এই বিবর্তনটি অনিবার্যই ছিল। কিন্তু লেখালিখিতে তো তেমন নয়। এক হতে পারে, অডিও-ভিশুয়াল এতটাই ক্ষমতাশালী হয়ে উঠেছে, যে, অডিও-ভিশুয়াল পপুপার ঘরানা টিভি থেকে উপচে পড়ে লেখালিখিকেও ভাসিয়ে দিচ্ছে। আবার এও হতে পারে, বড় প্রতিষ্ঠানগুলি কোনো একটি লুজ-লুজ গেমে জড়িয়ে পড়ে টিআরপি ঘরানার দিকে এমনিই গড়িয়ে চলেছেন। কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। গত কুড়ি বছরের সব শারদীয়া পত্রিকা খুঁটিয়ে পড়া দরকার। কোনো আর্কাইভের সন্ধান আছে?
  • | 52.106.99.121 | ১৮ অক্টোবর ২০১৭ ০৯:২১371066
  • আচ্ছা আপনারা এগুলা পড়ে ফ্যালেন ক্যামনে? আমি স্মরণজিৎ কোনকালে ২-৩ পাতার বেশি পড়ে উঠতে পাল্লাম না। তবে এই স্রেপ ক্যটায়নের ভুল ফান্ডা দেবে বলে একটা লোকের নাম আয়ন রেকেছে -- এই নিয়ে খিল্লি দেখছি মাসখানেক ধরে।
  • pi | 57.29.202.215 | ১৮ অক্টোবর ২০১৭ ০৯:৪৩370964
  • আমি পড়তে পারিনা।

    দেশে যেটা পড়েছিলাম, কিলবিল করছে চরিত্র আর তাদের অদ্ভুত সব নাম এবং সাথে কেবল, কেবলি ঘটনাপ্রবাহের রিপোর্টিং, কৃতঞ্জয় খেল, জলস্নাতা চান করল, রিরু ঘুমোলো, রুরিনা জেগে উঠল, রাজেন্দ্রনন্দিনী ব্রেকফাস্ট করল, অসূর্যমপশ্যা অফিসে বেরোল, কিহিম তিমিরবিদারীর সাথে সিনেমা দেখতে গেল, মাচুপিচু শেভ করল, মিমু চ্যাট করল, ভুঁইচাঁপা সেলাই নিয়ে বসল, টিংটং গোল করল, লুডো হাসতে লাগল, কপোতাক্ষী কান্নায় ভিজল।।।উফফহ

    তিন চার পর্ব পড়ে ইতি টেনেছি।
  • T | 165.69.191.249 | ১৮ অক্টোবর ২০১৭ ০৯:৪৬370975
  • হেঃ হেঃ, আরে একটা বিবলিওগ্রাফি দাও না কেউ।
  • সিকি | ১৮ অক্টোবর ২০১৭ ০৯:৫৯370981
  • এটা কি পর্বে পর্বে পাওয়া যাচ্ছে? কোথায়, পাক্ষিক দেশে?
  • Manan | 160.107.214.74 | ১৮ অক্টোবর ২০১৭ ১০:০৭370982
  • অচল সিকি, এটা পিডিএফ পাওয়া যাবে। লিন্ক দিয়ে দেবো।
  • সিকি | ১৮ অক্টোবর ২০১৭ ১০:৩১370983
  • আহা, আশীর্বাদ করি। মর্মপীড় আপনার সহায় হৌন।
  • dc | 132.174.122.114 | ১৮ অক্টোবর ২০১৭ ১১:২৪370984
  • পিঠে করে পরমানু বোমা? প্লিজ পিডিএফের লিংক দিন।
  • b | 24.139.196.6 | ১৮ অক্টোবর ২০১৭ ১১:৪২370985
  • কেন, কেন? প্রফুল্ল রায়ের একটা উপন্যাস পড়েছিলাম, তাতেও নায়ক একেবারে জেমস-বন্ড ত্রিংশ শক্তি। শেষ ঘটনা ছিলো হেলিকপ্টার থেকে লাফ দিয়ে (হংকং এর) সমুদ্রে সাঁতার কেটে নায়ক ভিলেনকে ধরল এরকম একটা গল্প। তারপরে বিশাল ভলাপচুয়াস (এই কথাটা ঐ উপন্যাসেই ছিলো)এক বাঙ্গালী নারী , যিনি কিনা এফ বি আই না র না সিবি আই এর এজেন্ট, তিনি নায়কের বাইল্যপ্রেমিকা, যাঁরে চাইল্য করে নায়ক মাইল্যদান করেছিলেন।
    এই সব আর কি।
  • de | 69.185.236.51 | ১৮ অক্টোবর ২০১৭ ১১:৪৫370986
  • মুঝে ভি চাহিয়ে- পর্‌মাণু কা লিং -

    স্মরণজিৎ বাবুর চরিত্রদের নামগুলো বেশ - নামগুলো ওই নতুন হওয়া বাচ্চাদের নামের টইতে তুলে রাখা যায় -
  • S | 184.45.155.75 | ১৮ অক্টোবর ২০১৭ ১২:২২370987
  • ভলাপচুয়াস এর বাংলা কি? বিশাল ভলাপচুয়াসের বাংলা কি?

    "চাইল্য" টা কি জিনিস?

    "আমার নাম সেন, অদম্য সেন" এতোদিনে বাঙালী উঠে দাঁড়িয়েছে।
  • dc | 132.174.122.114 | ১৮ অক্টোবর ২০১৭ ১২:৫৫370988
  • নাহ। এর অনেক আগেই "আমার নাম সেন, মুনমুন সেন" শুনে বাঙালি উঠে দাঁড়িয়েছিল।
  • | 116.193.157.193 | ১৮ অক্টোবর ২০১৭ ১২:৫৮370990
  • বাঙালি দাঁড়িয়েছিল নাকি ....
    ?
  • pi | 24.139.221.129 | ১৮ অক্টোবর ২০১৭ ১৩:২২370991
  • দেদি, পড়েছ ওগুলো ?

    তবে সইত্যের খাতিরে বলে যাই, বেড়াল নামে গল্পটা, আবাপর রবিবাসরীয়তে বেরিয়েছিল বোধহয়, পড়তে ভালই লেগেছিল। সেটা আবার পড়লাম, স্মরণজিৎ বাবুর নামে পাইরেসির অভিযোগ আসাতে, ঐ গল্পে। তা যিনি সেই অভিযোগ করেছিলেন, কাবেরী মুখার্জি না কে, যা নিয়ে স্স্স্সে কী হইচই , তাঁর গল্পের চেয়ে বিড়াল অনেক ভাল ছিল, আর পাইরেসির অভিযোগও খাটেনা, সে যারাই দুটো গল্প পড়েছে, তারাই বলেছে।
  • S | 184.45.155.75 | ১৮ অক্টোবর ২০১৭ ১৩:৩০370992
  • ভলাপচুয়াসের উত্তরটা কেউ দিলো না?
  • Arpan | 212.172.247.110 | ১৮ অক্টোবর ২০১৭ ১৩:৩৯370993
  • পীনোন্নত?
  • pi | 24.139.221.129 | ১৮ অক্টোবর ২০১৭ ১৩:৪৮370994
  • ডবকা।
  • nabarun | 113.75.161.14 | ১৮ অক্টোবর ২০১৭ ১৩:৫৮370995
  • চাম্পি
  • dc | 132.174.122.114 | ১৮ অক্টোবর ২০১৭ ১৪:১৩370996
  • K2
  • cb | 55.250.244.94 | ১৮ অক্টোবর ২০১৭ ১৪:১৬370997
  • পিডিএফটা ছাড়ুন না মাইরি, ভাল্লাগে না
  • cb | 55.250.244.94 | ১৮ অক্টোবর ২০১৭ ১৪:২৩370998
  • মোবাইল থেকে লিং টা পোস্ট করতে পারছি না এদিকে সার্চ মেরে ১০ এমবি পিডিএফ টা নামিয়ে নিয়েছি। ধুশশালা
  • | 116.193.157.193 | ১৮ অক্টোবর ২০১৭ ১৪:৩১370999
  • আঁআঁআঁকক
    বাপস!
  • cb | 55.250.244.94 | ১৮ অক্টোবর ২০১৭ ১৪:৩৪371001
  • দাঁড়াও তোমাকে পাঠাচ্ছি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন