এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উত্তরাধুনিক বাংলা থ্রিলার এবং কলকাতায় বোমাবাজি


    অন্যান্য | ১৮ অক্টোবর ২০১৭ | ২৮২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 116.193.157.193 | ১৮ অক্টোবর ২০১৭ ১৪:৪০371002
  • আ আ আমি কেন? আমি নাআআ
  • Rabaahuta | 233.186.222.204 | ১৮ অক্টোবর ২০১৭ ১৫:০৫371003
  • না না, ডবকা হল উদ্ভিন্নযৌবন। এই নিয়ে অনেক কূটতর্ক হয়েছিল কিনা।
  • de | 69.185.236.55 | ১৮ অক্টোবর ২০১৭ ১৫:০৯371004
  • ডবকা শুনলেই কেমন সেই সের্গেই বুবকার কথা মনে পড়ে গেলো - এমনিই!
  • h | 194.185.177.155 | ১৮ অক্টোবর ২০১৭ ১৫:৪০371005
  • আপনার বললে বিশ্বাসী করবেন না , এক অতি সফল সহকর্মী বন্ধুর বাড়িতে একটা গোটা সন্ধে আমায় এই ভদ্রলোক কত ভালো লেখক সেটাঅ শুনতে হয়েছিল। যেহেতু সে সফল পুরুষ অতএব এটুকু পয়সা কড়িহীন সাহিত্য মূল্য কন ভিন্স সে করতে পারবে এই ধারণা তার বদ্ধমূল চিল। রান্না সামান্য খারাপ হলে সেদিন একটি মার্ডার হত, এবঙ্গ কোনো রহস্য থাকতো না।
  • b | 24.139.196.6 | ১৮ অক্টোবর ২০১৭ ১৫:৪৬371006
  • @এস
    চাইল্যঃ (চ এর উচ্চারণটা চ আর এস এর নাঝামাঝি)ঃ চপলতা।
  • Rabaahuta | 233.186.222.204 | ১৮ অক্টোবর ২০১৭ ১৫:৪৭371008
  • কিন্তু আমি অন্তত একটি অদম্য সেন পড়তে চাই
  • | 116.193.157.193 | ১৮ অক্টোবর ২০১৭ ১৫:৪৭371007
  • বেশ হয়েছে। খুব ভাল হয়েছে। শীর্ষেন্দুর ছোটদের গল্পকে বাজে বলার উপরে উনি যে বেশ একহাত নিয়েছেন (জেনে কিম্বা না জেনে) তাতেই পুলকিত হলাম।
  • | 116.193.157.193 | ১৮ অক্টোবর ২০১৭ ১৫:৫১371009
  • আরে এই সিবি ব্যটা আমাকে হোয়া করেছে। আমি তো টিকে পাঠালাম। যারা যারা হোয়াতে আছ, আমায় কর ফাইনালি ডিলিট মারার আগে, পাঠিয়ে দিই।
  • de | 24.139.119.171 | ১৮ অক্টোবর ২০১৭ ১৬:১২371010
  • আমি নেই - কিন্তু পেতে চাই - তাই বলে হোয়াতে জৈন কত্তে বোলোনা!
  • b | 24.139.196.6 | ১৮ অক্টোবর ২০১৭ ২১:২৫371013
  • ইনি কি অমর্ত্য সেন-এর কেউ হন? নাকি ওনার অল্টার ইগো।

    মানে ভাবুন দিনের বেলা অমর্ত্য হয়ে চুপটি করে নানারকম ইকনমিক্স করেন আর রাতের ব্যালা অদম্য হয়ে ওঠেন।
  • গোমড়াথেরিয়াম | 233.191.44.208 | ১৮ অক্টোবর ২০১৭ ২১:৪৩371014
  • বোধিকে ধরে বেঁধে বসিয়ে অদম্য সেন আবৃত্তি করে শোনানো হোক।
  • সিকি | ১৮ অক্টোবর ২০১৭ ২১:৫৫371015
  • কী জিনিস মাইরি! বারো পাতা পড়ে পর্যন্ত মোজা জ্বলছে দাউ দাউ করে।
  • cb | 55.250.244.94 | ১৮ অক্টোবর ২০১৭ ২২:০০371016
  • যা তা মাল নামিয়েছে !!! পুরো দুহাতে ২ টো পিস্তল নিয়ে অন্যহাতে টর্চ জ্বালানোর মত ব্যাপার!!!

    হাম পড়েগা পুরো
  • h | 117.77.70.111 | ১৮ অক্টোবর ২০১৭ ২২:২৯371018
  • এই এক মুশকিল হয়েছে আজ্কাল , গোরক্ষনাথ কে দেখে লোকে বলছে নানা মোদি ই ভালো। এর পরে বলবে ইনি সেইন্ট , ঐ সঙ্গীত সোম খারাপ।
  • h | 117.77.70.111 | ১৮ অক্টোবর ২০১৭ ২২:২৯371017
  • এই এক মুশকিল হয়েছে আজ্কাল , গোরক্ষনাথ কে দেখে লোকে বলছে নানা মোদি ই ভালো। এর পরে বলবে ইনি সেইন্ট , ঐ সঙ্গীত সোম খারাপ।
  • Ishan | 180.202.22.1 | ১৮ অক্টোবর ২০১৭ ২২:৩৯371019
  • এই তো আপনারা পিডিএফ পেয়ে গেছেন। এবার বোধিকে ফরোয়ার্ড করে দিন।
    আমার তো নেশা মতো হয়ে গেছে। কালকে মনে হচ্ছিল আরও কটা পড়ি, বোধিরও হবে।
  • h | 117.77.70.111 | ১৮ অক্টোবর ২০১৭ ২৩:১১371020
  • এই আরেকজন জুটেছে।ঃ-)))))))))
  • T | 129.74.180.59 | ১৯ অক্টোবর ২০১৭ ০০:৪৪371021
  • উলান বাটোর, ভোর পাঁচটা সতেরো
    -------------------------------------

    উপবৃত্তাকার মহাকাশযান থেকে বেরিয়ে এলো দুইটি ভিনগ্রহী জীব। একজন একটু হাত পা ছড়াল। আরেকজন চারদিকটা একটু সার্ভে করতে চাইল।
    --ক্র্যাঁওও স্যাঁচ ফঁঅঅঅ সিঁ বোঁ বোঁ প্যাঁক।
    --খুব হয়েছে! এখানে ওসব ভাষা কেউ বুঝবে না। বাথরুমের নীচে স্টোরেজে টর্চ আছে, দ্যাখোগে।
    শুনে অন্যজন বিরক্ত হয়ে মহাকাশযানের ভিতর ঢুকে গেল।

    টেক্সাস, রাত তিনটে দশ
    -------------------------

    সু ইয়ান বিছানার উপর উলটে শুয়ে ঘুমোচ্ছিল। তার নাক ডাকছিল। খানিক পরে অটোমেটিক নাক ডাকা বন্ধ হল। কেননা কলিং বেল বেজেছে। সেই শুনে সু ইয়ান ঘুম থেকে উঠে ভাবল, এখন এত রাতে আবার কে এলো? তারপর সে আইহোলে চোখ লাগিয়ে দেখল টমাস এসেছে। হাসিমুখে দরজা খুলতেই দেখল সামনে উদ্যত বন্দুক।

    উলুবেড়িয়া, সকাল আটটা পাঁচ
    -------------------------------

    ট্রেন লাইনের উপরেই বাজার। হরিহর প্রথমে মাছ কিনলেন। তারপর নালতে শাক কিনলেন। তারপর ওভারব্রিজ পেরিয়ে সাইকেল স্ট্যান্ডের সামনে এসে খুচরো বার করবেন বলে পকেট থাবড়াচ্ছেন, এমন সময় দেখলেন এক বুড়ী কোত্থেকে যেন এক ধামা নতুন ধরণের শাক নিয়ে বসেছে। কৌতুহলী হয়ে পরখ করে দেখতেই বুঝলেন আসলি মাল। মহাখুশি হয়ে মোবাইলে ডায়াল কল্লেন কাউকে। অন্য প্রান্তে রিং হয়ে গেল।

    ডার্ক ফরেস্ট, বাভেরিয়া, দুপুর দুটো চুয়ান্ন
    -------------------------------------------

    হেলমুট প্রচন্ড জোরে ছুটছিল। নিউক্লিয়ার ওয়ারহেড এর লঞ্চ কোড হাতে পেলে মানুষ যত জোরে ছুটতে পারে, ঠিক সেভাবেই। জঙ্গলের ভেতর আলো কম। প্রচন্ড ডার্ক। ফলে হেলমুট মাঝে মাঝেই হোঁচট খাচ্চিল। হেলমুটের নাক কান দিয়ে রক্ত পড়ছে। কিন্তু ওকে ছুটতেই হবে। ডেস্টিনেশন এখনো বহুদূর।

    ফের উলান বাটোর, সকাল সাতটা
    -----------------------------------

    --কি বুঝলে!
    --খ্যাঁওসি সেঁরাম্যাঁও প্যাং প্যাং ভুস ভুস বানরঃ।
    --হুঃ! ম্যাপে যা দেখিয়েছে, সেই অনুযায়ী নেমেছি। আমাকে দোষ দিও না।
    --ল্যাও টং!
    --সেকী! অক্ষাংশ দ্রাঘিমাংশে গন্ডগোল করেছি বলছ! হতে পারে কিন্তু। সামনেই শিঙাড়ার দোকান থাকার কথা ছিল। হুঁ হুঁ।

    এবং টেক্সাস, রাত তিনটে পঁচিশ
    ---------------------------------

    সিচুয়েশন এখনো যাকে বলে কেস জন্ডীস। উদ্যত বন্দুক হাতে টমাস। এদিকে বৃষ্টি শুরু হয়েছে। সু ইয়ান দরজাটা বন্ধ করতেও পারছে না। উদ্যত বন্দুক কিনা। এদিকে ঘরের মধ্যে বৃষ্টির ছাঁট আসছে। ঠান্ডা লেগে যেতে পারে। কিছু করার নেই। একটা ফোন রিং হওয়ার কথা।

    ও উলুবেড়িয়া, সকাল আটটা তেত্রিশ
    --------------------------------------

    অপারেশন কমপ্লিট। এইবার বাড়ীর পিছনেই চাষ করতে পারবেন। হরিহর অর্ডার নিয়ে নিয়েছেন। এসব মাল পাকিস্তান আফগানিস্তান সাউথ আফ্রিকা ফকল্যান্ড হয়ে গুয়াতেমালার ফাঁকফোঁকর দিয়ে ঢুকবে। ঘুরপথে দাম বেশী। লাল হয়ে যাবেন। শুধু ফাইনাল কনফার্মেশন আসতে বাকী।

    ফের ডার্ক ফরেস্ট, বাভেরিয়া, দুপুর দুটো সাতান্ন
    --------------------------------------------------

    গত তিনমিনিটে হেলমুট লঞ্চ কোড মুখস্থ করেছে। ছুটতে ছুটতেই। হেড অফিসে রিলে করতে হবে। তাড়াতাড়ি। সে জানে তার সময় খুব কম। মৃত্যুদূত ধেয়ে আসছে, ক্রমাগত। কাছাকাছি কোথাও মর্টার শেল ফায়ার হল। সর্বনাশ, রাশিয়াও জড়িয়ে পড়েছে।

    ৬ নং প্রফুল্ল সরকার স্ট্রীট, বিকেল পাঁচটা
    ------------------------------------------

    খান আঠারো ফোন সমানে বেজে চলেছে। সেন ধ্যানস্থ হয়ে বসে আছেন, অদম্য। ছ নম্বর ফোনের গলাটা শুনে মৃত বাবার কথা মনে পড়ল। রেখে দিলেন ফোন।
    দুনিয়াজোড়া কানেক্টেড এই বিস্তীর্ণ ঘুঘুর ফাঁদ তিনি যা পেতেছেন তাতে প্রচুর লোক সরু সুতোয় ঝুলছে। পাবলিশারও উদ্বিগ্ন। আরেকটু পরেই পুজোর উদ্বোধনে যাওয়ার কথা। সময় চলে যাচ্ছে। সকাল থেকে চা পান দোক্তা অনেক পড়েছে। দু দুটো বোর্ড মিটিং, এলিয়েন ঢোকানোর আইডিয়াটা মুখ্য সম্পাদকের অবশ্য। এখনো অবদি যাবতীয় আইডিয়া খালি এক্সচেঞ্জ হয়েছে মাত্র। সিদ্ধান্ত যা নেওয়ার অদম্য সেনই নেবেন। সামনে খোলা খাতা পেন তীর ধনুক। কালি শুকিয়ে যাচ্ছে।

    একটা লোককে ক্রৌঞ্চ মিথুন সাজানো হয়েছে। পঁয়ষট্টি টাকা পার পালক। সে টেবিলের অন্য প্রান্তে বসে চুলকোচ্চে। অদম্য সেন বিরক্ত, সময় পেরিয়ে যাচ্ছে। কোথায় যেন একটা সাউন্ড সিস্টেমে মরা মরা বেজে চলেছে।

    হঠাতই ঐ বুঝি অদম্য সেনের মুখে চকিত হাসির আভাসটুকু দেখা গেল। পাবলিশার হাঁফ ছাড়লেন, যাক বাবা, বুঝিবা মার দিয়া কেল্লা। ঐ বুঝি নিউক্লিয়ার মিসাইলের লঞ্চকোড টাইপাচ্ছে টেক্সাসের টমাস। ঐ বুঝি সে মিসাইলের এক ধাক্কায় ভেঙে পড়ছে অতিকায় ভিনগ্রহী মহাকাশযান, তাও কিনা মেক্সিকোর সরু গলিতে! পোর ফাভোর! ম্যাঁওস প্যাঁশ প্যাঁশ। আর ঐ দেখ সে ঘটনার তদন্তে নেমে সিক্রেট সার্ভিস আবিষ্কার করছে অকৃত্রিম সিল্ক রুট। উলুবেড়িয়া অ্যান্টার্কটিকা ইউএস! যাক বাবা তাহলে অবশেষে মা নিষাদ প্রতিষ্ঠাং! জিত হইল। স্মরণজিত হইল।

    পাবলিশার ব্যস্ত সমস্ত হয়ে হাসিমুখে তীর ধনুকখানি এগিয়ে দিলেন। সময় হয়েছে। প্রতিটি যুগান্তকারী লেখার আগে চিঁড়ে দই মাস্ট কিনা।

    আর্মানি গীর্জার ঘড়িতে ঢং ঢং করিয়া সাতটা বাজিল। ক্রৌঞ্চ মিথুন ঝটিতি পোঁদ পাতিয়া দাঁড়াইলেন।
  • Rabaahuta | 132.172.96.115 | ১৯ অক্টোবর ২০১৭ ০১:০৪371023
  • প্রচন্ড হচ্ছে। কিন্তু নামগুলিতে আরেকটু অভিনবত্ব হলে ভালো হয়।

    তা বাপু সত্যিই এরকম কিছু লেখো না বড় করে। জমে যাবে। পীড় সার্কিটদের অদাহ্য করবেন।
  • S | 202.156.215.1 | ১৯ অক্টোবর ২০১৭ ০১:০৬371024
  • এতো পুরো গ্লোব ট্রটার মন্দার বোস।
  • T | 129.74.180.59 | ১৯ অক্টোবর ২০১৭ ০১:০৭371025
  • এই যাঃ, সত্যিই তো, নামগুলোর অভিনবত্ব ব্যাপারটা মাথায় আসেনি।
  • Ishan | 180.202.22.1 | ১৯ অক্টোবর ২০১৭ ০১:৫১371026
  • অ্যাটম বোম নেই কেন? :-(
  • PP | 159.142.103.12 | ১৯ অক্টোবর ২০১৭ ০২:৪৮371027
  • cb যা লিখে সার্চ মেরেছিলেন সেটাই দিন না।
  • S | 202.156.215.1 | ১৯ অক্টোবর ২০১৭ ০৩:১১371028
  • এক্পাতাও পড়িনি, কিন্তু অনেক পোশ্নো আছেঃ
    বায়োসেরামিক রেডিয়েশন কি জিনিস?
  • Atoz | 161.141.84.119 | ১৯ অক্টোবর ২০১৭ ০৩:২১371029
  • কোথায় বায়োসেরামিক রেডিয়েশন? পেলেন কোথায়?
  • S | 202.156.215.1 | ১৯ অক্টোবর ২০১৭ ০৪:০৫371030
  • লিখেছে যে প্রোফেসার সোম - ডক্টরেট ইন বায়োসেরামিক রেডিয়েশন।
  • aranya | 172.118.16.5 | ১৯ অক্টোবর ২০১৭ ০৪:২৫371031
  • মিঃ জিৎ আবাপ-র ব্লু আইড বয় কিনা, নিন্দুকেরা তাই হিংসেয় এসব লিখচে, বাঙালীর চিরকালীন স্বভাব। এক্দম কান দেবেন না, অদম্য পড়ুন ও পড়ান।

    বছর কয় আগে পুজোর স্টলে ৫ টি অদম্য উপন্যাসের এক সঙ্কলন কিনেছিলাম, সে এক অনবদ্য জার্নি। খুঁজে পেলে তার থেকে কিছু মণিমুক্তো তুলে দেব।
  • aranya | 172.118.16.5 | ১৯ অক্টোবর ২০১৭ ০৪:২৯371032
  • শীর্ষেন্দুর একটা বেশ জমাটি থ্রিলার ছিল - কালো বেড়াল, সাদা বেড়াল।

    জোড়া বাঙালী নায়ক - এক বিজ্ঞানী আর একজন, নাম 'দাতা' (আমাদের দত্ত আর কি) একাধারে ফ্রান্সে অপরাধ চক্রের পান্ডা, অন্যদিকে ইন্টারপোলের বড় কর্তা
  • aranya | 172.118.16.5 | ১৯ অক্টোবর ২০১৭ ০৪:৪৯371034
  • প্রতিভাবান লেখক, টি :-)

    সেই সাই-ফাইটা, যাতে লেজওলা এলিয়েন মানুষ সেজে ছিল, বেশ ভাল হয়েছিল। ওটাকে আর একটু ঘষে মেজে শারদীয়া আমোলো আমেলায় পাঠাতে পার। ঐ পত্রিকার যা অবস্থা হয়েছে, ওঃফ :-(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন