এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • সর্ষেদানায়, ইচ্ছেডানায়ঃ অচল সিকির মোটরসাইকেল ডায়েরি

    সিকি লেখকের গ্রাহক হোন
    বইপত্তর | ১৩ অক্টোবর ২০১৭ | ১২৭৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১৩ অক্টোবর ২০১৭ ২৩:৫৮371079
  • পড়েছেন তো সবাইই। গুরুর যারা ভামবিশেষ। প্রায় সেই লেখাটাই, তবে আরও একটু বাড়ানো, আরও একটু ছড়ানো।

    পায়ের তলায় সর্ষে তো কমখানিক লোকের নেই, এক সে বঢ়কর এক সর্ষের কালেকশন আছে একমাত্র এইখানেঃ গুরুচণ্ডা৯র টইয়ের ভাঁজে। সেইখান থেকেই আমার গুটিকয় লেখা নিয়ে প্রকাশিত করতে চলেছি একটা বই, সর্ষেদানায়, ইচ্ছেডানায়।

  • সিকি | ১৩ অক্টোবর ২০১৭ ২৩:৫৯371090
  • তো, কথা হচ্ছিল উদ্বোধনের। বই যখন একটা হচ্ছে, তার একটা আনুষ্ঠানিক উদ্বোধন করা যেতেই পারে। কিন্তু উদ্বোধনটা হবে কোথায়? অচল সিকি দিল্লিবাসী, কিন্তু বইটা তো বাংলায়, ছাপা হচ্ছে কলকাতার প্রেসে।

    তা হলে কলকাতায়? ... সেইখানেই হল তক্কের সূত্রপাত। বাঙালি, বাংলার 'কলচর', বড় কলকাতাকেন্দ্রিক। আজ পর্যন্ত বোধ হয় কলকাতার বাইরে কখনও কোনও বইয়ের উদ্বোধন হয় নি, সমস্তই হয় খাস মহানগরের বুকে, হল ভাড়া করে। এমন কি মফস্বল বা গ্রামের লেখকের বইয়েরও আবরণ উন্মোচন করতে হলে তাঁকে তাকিয়ে থাকতে হয় কলকাতার দিকে।

    গুরুচণ্ডা৯ কিনা একটি উল্টোপাল্টা প্রতিষ্ঠান, তাই আমরা ভাবলাম উল্টোভাবে। এইবারে শহর আসুক শান্ত শহরতলিতে। সেইখানে হবে দেখা, তোমার সঙ্গে, একা।

    আর শহরতলির কথা ভাবতে গেলে, হুগলি ছাড়া আর কোন জায়গার কথাই বা মাথায় আসতে পারে? অচল সিকি তো ব্যান্ডেল-চুঁচড়োরই জনতা। ফেলে আসা ছোটবেলা, নব্বইয়ের স্মৃতিমাখা সেইসব রাস্তাঘাটের মধ্যে যদি আজ তার বই উদ্বোধনের ব্যবস্থা করা হয় - তা হলে কি কলকাতার লোকজন একদিনের জন্য আসবে না সেখানে? উপরি পাওনা তো গঙ্গার ঘাট, প্রাক্‌-রেনেসাঁ থেকে রেনেসাঁ যুগের বাংলার ইতিহাসের গন্ধ মাখা একটা কোনও জায়গায় বসে যদি বইটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা যায়, সিকি তো আপত্তি করবেই না, বরং বাকি সবাইয়েরও একটা দিনের জবরদস্ত আউটিং হয়ে যাবে - গঙ্গার ধারে এক বেলার চড়ুইভাতি?

    যে কথা, সেই কাজ। গুরুচণ্ডা৯র তরফে, এইবারে অচল সিকির মোটরসাইকেল ডায়েরির উদবোধন হচ্ছে হুগলি শহরের কোনও এক জায়গায়। তারিখটা ফাইনাল - চৌঠা নভেম্বর, শনিবার। জায়গাটা ফাইনালাইজড হলেই আবারও জানিয়ে দেওয়া হবে, এখানেই। ইভেন্ট ক্রিয়েট করে দেব।

    বেলাবেলি চলে আসবেন, ব্যান্ডেলের সুইটস সেন্টারের ডালপুরিটা কিন্তু মারকাটারি বানায়। আর এদিকে বারোদুয়ারীর মোড়ে আছে সুরুচি সুইটস। সিকির মা যখন ছোট্ট মেয়েটি ছিল, তখনকার দোকান।

    নভেম্বরের শনিবার, নরম রোদ, গঙ্গার হাওয়া, হুল্লোড়, খাওয়া দাওয়া। বই-ফই তো সাইড বিজনেস!

    চলে আসবেন কিন্তু।
  • kumu | 192.69.6.252 | ১৪ অক্টোবর ২০১৭ ০৮:১৪371101
  • ক্যানো?দিল্লির মানুষ,দিল্লিতে বই প্রকাশ করো।
    কলকাতা পজ্জন্তই যাওয়া হয় না,গেলেও ১/২ দিন,তায় আবার হুগলি!!
    এসব চক্কান্তের প্রতিবাদ করার কি কেউ নেই?
    অ ফরিদা ---
  • | ১৪ অক্টোবর ২০১৭ ১১:১০371112
  • দেখেছো! মফস্বল দেখেই লোকজন ক্যমোন কচ্ছে! না গো সিকি এইটা একটা দারুণ সিদ্ধান্ত!
  • Arpan | 116.51.140.169 | ১৪ অক্টোবর ২০১৭ ১১:১৩371123
  • সে মফস্বলে ক্ষমাঘেন্না করে না হয় যাওয়া গেল, তাই বলে চড়ুইভাতির নামে সির্ফ ডালপুরি আর চাট্টি মিষ্টি! ধর্মে সইবে?
  • T | 129.74.180.59 | ১৪ অক্টোবর ২০১৭ ১১:৫৯371134
  • হ্যাঁ হ্যাঁ, সমুদ্রের ধারেই হোক। মফস্বল জিন্দাবাদ।
  • kumu | 132.180.173.240 | ১৪ অক্টোবর ২০১৭ ১২:১১371145
  • আরেচ্ছাই,মফস্বল না,মফস্বল না,ক অ অ অ তো দূ ঊঊঊঊ র!!!
    আমাদের তো আর বাইক নাইই।
  • pi | 57.29.210.72 | ১৪ অক্টোবর ২০১৭ ১৬:১৮371154
  • দিল্লিতেও আরেকটা হোক!
  • সিকি | ১৪ অক্টোবর ২০১৭ ২৩:৩১371155
  • খুবই ভালো আইডিয়া। হোক হোক। অ পটাশম্যাম, অ ফরিদা, একটু দ্যাখো না, ঐ চিত্তরঞ্জন ভবনটা ক পয়সায় পাওয়া যায়। আমার হাতে তো আর সময় নেই।
  • aranta | 83.197.98.233 | ১৪ অক্টোবর ২০১৭ ২৩:৩৭371080
  • ক্ষি য্যান কয়, গ্রেট মেন থিং অ্যালাইক। আম্মো লিখব ভাবছিলেম - মফস্বল জিন্দাবাদ, টি অলরেডি লিকে দিয়েচে।

    সিকি-র লেখা তো পড়েছি, লা জবাব , চটির নাম আর প্রচ্ছদ-ও দারুণ হয়েছে
  • aranya | 172.118.16.5 | ১৬ অক্টোবর ২০১৭ ০০:৫৫371081
  • ক্ষি মুশকিল, aranta নয়কো, আগের পোস্টটি এই অধম অরণ্য-র।
  • নির | 212.78.25.37 | ১৬ অক্টোবর ২০১৭ ২০:২৫371082
  • অনলাইনে পাওয়া যায় যেন সিকিদাদা, পিলিজ লাগে
  • pi | 24.139.221.129 | ১৭ অক্টোবর ২০১৭ ২০:৪৫371083
  • থেকে পাওয়া যাবে।
  • সিকি | ১৭ অক্টোবর ২০১৭ ২২:০৬371084
  • হ্যাঁ হ্যাঁ। আরও কোথায় কোথায় অনলাইন অফলাইন পাওয়া যাবে, তার একটা লিস্টি আছে। পাইয়ের কাছে আছে লিস্টিটা?
  • kumu | 132.162.112.221 | ১৭ অক্টোবর ২০১৭ ২২:০৯371085
  • চিত্তরঞ্জন ভবনটা ক পয়সায় পাওয়া যায়। আমার হাতে তো আর সময় নেই-- এইটা কি সিকি সিরিয়াসলি বল্ল?কবে চাই?
  • সিকি | ১৭ অক্টোবর ২০১৭ ২২:১১371086
  • সিরিয়াসলি বললাম। দিল্লিতে একটা হলে খুবই ভালো হয়।

    আমি ছ তারিখ ফিরছি। দরকার হলে সঙ্গে পনেরো কপি কুড়ি কপি নিয়ে ফিরব। ছ তারিখের পর কোনও একটা শনি বা রবিবার করাই যায়।

    শেখরদা কবে দিল্লি ফিরছে? কিংবা সি আর পার্কের বঙ্গীয় পরিষদ না কী যেন, তাদের নম্বর আছে? ওরা জানতে পারে।
  • kumu | 132.162.112.221 | ১৭ অক্টোবর ২০১৭ ২২:১৭371087
  • চিত্তরঞ্জন ভবনএর চার্জ জেনে বলে দেব।
  • সিকি | ১৭ অক্টোবর ২০১৭ ২৩:০৩371088
  • বা ওচ্চেয়ে শস্তার হল যদি পাওয়া যায় এলাকায়। নইলে কালীবাড়ির চাতালেও বসে যাওয়া যায় - আশা করি কেউ মানা করবে না।
  • Ishan | 42.210.218.202 | ১৮ অক্টোবর ২০১৭ ০৭:৫৩371089
  • আপনারা ই-বই ই-বই করে লাপাচ্ছেন, ওদিকে আরেকটি যুগান্তকারী ব্যাপার ঘটতে চলেছে। সিকির অভিযান কাহিনী বেরোচ্ছে। বেরোচ্ছেটা বড় কথা নয়, প্রকাশ হচ্ছে হুগলী জেলায়। কলকাতার বাইরে কিন্তু বাংলার মধ্যে গুরুর অনুষ্ঠান এই প্রথম।

    জায়গাটা খুব সুচিন্তিত ভাবেই বাছা হয়েছে। কেবল সিকি বা আমার জন্মস্থান বলে নয়। আমরা থেকে থেকেই কলকাতা কেন্দ্রিকতা নিয়ে লেকচার দিই। কিন্তু আমাদের কোনো অনুষ্ঠানই কার্যক্ষেত্রে কলকাতার বাইরে হয়না। কিছু জিনিস করা একেবারেই মুশকিল। যেমন বইমেলা, যেমন বইমেলার আগের বা পরের ভাট। কিন্তু কিছু কিছু জিনিস হয়তো চেষ্টা করলে করাও যায়। এইটা সেই প্রথম প্রচেষ্টা। কলকাতার মধ্যে গুরুর অনুষ্ঠান করলে ভাবার কিছু থাকেনা। কিন্তু বাইরে, অতএব, স্লাইট দুরু দুরু বক্ষ।

    তা, আপনারা যারা কেন্দ্রবিরোধী (মানে দিল্লি বা কলকাতার মাথাভারিপনার বিরোধী), যাঁরা লিনাক্ষপ্রেমী (মানে শুধু অজ্জিত না, মুক্তচিন্তা সর্বত্র বিকশিত হোক মনে করেন আর কি), যাঁরা টইটই করে কেন্দ্রের বাইরে বৃত্তে বৃত্তে, পাহাড়ে বা নদীতে হাবিজাবি চক্কর কাটেন, তাঁরা একটু পদধূলি দ্যান না। শুধু পদধূলি না, ব্ল্যাংকির মতো বিচিত্র অ্যাডভেঞ্চার যাঁদের ঝুলিতে আছে, ছবি, ভিডিও সব সহযোগে একটু বক্তিমেও দিতে পারেন। জিলার লোকে খুশি হবেন, আমাদের অ্যাজেন্ডারও পালে হাওয়া লাগবে। তাই, সিকির বই উদ্বোধনের পুণ্যলগ্নে দলে দলে কলকাতা থেকে কোন্নগর ছাড়িয়ে হুগলীর গহনে দলে দলে যোগ দিন। আমাদের আন্দোলন সফল করুন। ইনকিলাব জিন্দাবাদ।
  • সিকি | ১৮ অক্টোবর ২০১৭ ০৮:০৩371091
  • ব্ল্যাঙ্কি অজ্জিত রোবু দ ভাগীদার রাজদীপ পটাশম্যাম ইত্যাদিদের ই-ট্যাগিয়ে দিলাম।
  • pi | 57.29.202.215 | ১৮ অক্টোবর ২০১৭ ০৮:১৬371092
  • সত্যি ট্যাগানোর অপশন নতুন সাইটে এসে যাচ্ছে তো মামু?

    আর যারা ফিজিক্যালি থাকতে পারবেনা, তাদের টইটইয়ের গপ্পো স্কাইপে হোক?
  • সিকি | ১৮ অক্টোবর ২০১৭ ০৮:৩১371093
  • স্কাইপ ছাড়া ভালো ভিকন-এর কোনো টুল আছে?

    ওখানে নেটওয়ার্ক ভালো পেলে (ডেটা প্লেন্টি আছে) ফেসবুক লাইভও করা যেতে পারে।
  • pi | 57.29.202.215 | ১৮ অক্টোবর ২০১৭ ০৮:৪৫371094
  • লাইভ করা যায়। কিন্তু সন্জীব বাদে আর কারো ফোনে লাইভ ভাল শোনা যায়না দেখেছি
  • পাই | 57.29.202.215 | ১৮ অক্টোবর ২০১৭ ০৯:০৯371095
  • যারা নেই বা আসতে পারবেনা, সেইসব টইটই করা লোকজন ছবি গল্প নিয়ে ভার্চুয়ালি এসে পড়, না!

    কি অজ্জিতদা, দমদি, টিম হুচি, ইন্দোদা রাত্তিরদি কিকিদি তানিয়াদি ফরিদাদা রেশমীদি কুমুদি সুদীপ্ত ঋক একক সোসেন ভাগী অভ্যু অরণ্যদা লসাগুদা আকাদা প্রতিভাদি রৌহিন বা অন্যরা ( নাম বাদ গেলে দু ঘা দিতে পারেন, রাগ করবেন না) ?
    খালি মামুর নো এন্ট্রি।
  • lumu | 132.162.112.221 | ১৮ অক্টোবর ২০১৭ ০৯:২৩371096
  • কোন কালীবাড়ির চাতালে?
    মুক্তধারার বেসমেন্টে যে মিটিং রুম আছে,তার ব্যাপারে সৌরাংশু জানবে।
  • kumu | 132.162.112.221 | ১৮ অক্টোবর ২০১৭ ০৯:২৪371097
  • আর চাতালের থেকে দিল্লি হাট বেটার হবে,কিন্তু খুব গোলমাল,মাইকের আওয়াজ ইঃ
  • | 52.106.99.121 | ১৮ অক্টোবর ২০১৭ ০৯:৩৬371098
  • টইটইতে রোবু আর বুনু থাকবেই। বাদের তালিকায় ঈশান আর অক্ষ
  • পাই | 57.29.202.215 | ১৮ অক্টোবর ২০১৭ ০৯:৪১371099
  • ওরা তো সশরীরেই থাকছে। আমি ভাচ্চুয়ালদের কথা কইছিলাম।
  • kumu | 132.162.112.221 | ১৮ অক্টোবর ২০১৭ ০৯:৫৪371100
  • সিকির বই উদ্বোধনের পুণ্যলগ্নে দলে দলে কলকাতা থেকে কোন্নগর ছাড়িয়ে হুগলীর গহনে দলে দলে যোগ দিন। আমাদের আন্দোলন সফল করুন। ইনকিলাব জিন্দাবাদ।

    বলছি কী ভাই,হুগলী চলো,বিকেলবেলায় চুপিচুপি,
    দেখা দেবেন বাইকসিকি,মাথায় তাঁহার ইচ্ছেটুপি।
  • সিকি | ১৮ অক্টোবর ২০১৭ ০৯:৫৫371102
  • ১। মুক্তধারা সম্বন্ধে আইডিয়া নেই। ওখানে ঠিক কতজনের ফুটফল হবে জানা নেই। এবং আশেপাশে খাবার জায়গাও প্রায় নেই বললেই চলে। বাঙালিত্ব জিনিসটাই অনুপস্থিত মুক্তধারার চার দেয়ালের বাইরে। ভেতরেও কতটা আছে, সে সম্বন্ধে আমি কিঞ্চিত সন্দিহান।

    ২। চিত্তরঞ্জন পার্ক কালীবাড়ির কথাই বলছি। প্রথমত ওটা চিত্তরঞ্জন পার্ক, আশেপাশে সব্বাই বাঙালি, চতুর্দিকে বাঙালি খাবারের দোকান।

    এবং দ্বিতীয়ত, নেটওয়ার্ক। নিউ দিল্লি কালীবাড়িতে পৌঁছনোর ঝামেলা, পার্কিংয়ের সমস্যা (দিল্লি পুলিশের অনুমতি ছাড়া ওখানে গাড়ি পার্ক করা খুবই চাপ)। প্লাস নেটওয়ার্ক খুবই ক্ষীণ। ফোন প্রায় চলে না, ডেটা কানেকশন তো আরও দূরের ব্যাপার। এয়ারটেল হোক বা ভোডাফোন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন