এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • সর্ষেদানায়, ইচ্ছেডানায়ঃ অচল সিকির মোটরসাইকেল ডায়েরি

    সিকি লেখকের গ্রাহক হোন
    বইপত্তর | ১৩ অক্টোবর ২০১৭ | ১২৭৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১৮ অক্টোবর ২০১৭ ০৯:৫৬371103
  • দিল্লি হাট অবশ্যই বেটার, কিন্তু ঢুকতে গেলে টিকিট লাগে :'( প্লাস পার্কিংয়ের ঝাম। সাত রাজ্য পেরিয়ে পার্কিং - উরেবাবা।
  • kumu | 132.162.112.221 | ১৮ অক্টোবর ২০১৭ ১০:১০371104
  • মুক্তধারার ভেতরে বাঙালিত্ব নিয়ে আমার কোন সন্দেহ নাই।তবে খাবারের প্যাকেট অর্ডার দিয়ে আনানো হয়।৩০-৩৫ জনের জায়্গা হবে,তবে সৌরাংশু বেটার বলতে পারবে।সবচেয়ে বড় কথা আদৌ ভাড়া দেয়া হয় কিনা।
    চিত্তরঞ্জন ভবনে খোঁজ নিয়ে বলে দেব।
  • সিকি | ১৮ অক্টোবর ২০১৭ ১০:৩৩371105
  • ভাড়া দেয়। খুবই শস্তায় পাওয়া যায়। তপনদা একটা অ্যামাউন্ট বলেছিলেন অনেকদিন আগে, এখন ভুলে গেছি।
  • de | 24.139.119.171 | ১৮ অক্টোবর ২০১৭ ১৩:০৪371106
  • মুম্বইতে হলে আমি হল বুক করে দিতে পারি, অল্প পয়সায় হয়ে যাবে, ভেবে দ্যাখো ঃ)
  • সিকি | ১৮ অক্টোবর ২০১৭ ১৩:১০371107
  • কিছু কিছু বাইকার বা বাইকার গ্রুপ জায়গায় জায়গায় টেড টক দেয়। মূলত এলাকার অ্যাসপায়ারিং বাইকার, যাদের মনে অনেক সংশয়, অনেক ইফস অ্যান্ড বাটস থাকে, কোথায় যাবো, কীভাবে তৈরি হবো, কী কী নিয়ে যাবো, রোড রুল কী রকম, পারমিটের জন্য কী কী লাগে - এই রকম নানাবিধ প্রশ্নের উত্তর দেয়, নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করে সরাসরি অডিয়েন্সের সাথে।

    তো, মর্মপীড়ের দয়া হলে এই রকম একটা টেড টক শো অ্যারেঞ্জ করা যেতেই পারে দিল্লি-মুম্বই-লুরু-শ্রীসেন্নাইতে।

    (গোল্ডেন কোয়াড্রেল্যাটেরালটা আমার উইশ বাকেটে রয়েছে এখনও। একদিন সবার সাথে দেখা হবেই, একই ট্রিপে। )
  • pi | 24.139.221.129 | ১৮ অক্টোবর ২০১৭ ১৩:২৪371108
  • '
    বলছি কী ভাই,হুগলী চলো,বিকেলবেলায় চুপিচুপি,
    দেখা দেবেন বাইকসিকি,মাথায় তাঁহার ইচ্ছেটুপি।'

    জ্জিও কুমুদি ! এটা বইয়ের পেজে দিয়ে দেওয়া যাক ?
  • pi | 24.139.221.129 | ১৮ অক্টোবর ২০১৭ ১৩:৩৭371109
  • এখুনি খেয়াল হল, দেদির নামই করিনি !
  • kumu | 132.162.112.221 | ১৮ অক্টোবর ২০১৭ ১৩:৪১371110
  • কিংবা

    বলছি কী ভাই,হুগলী চলো,বিকেলবেলায় চুপিচুপি,
    নতুন বইয়ে বাইকসিকি,মাথায় তাঁহার ইচ্ছেটুপি।'
  • pi | 24.139.221.129 | ১৮ অক্টোবর ২০১৭ ১৩:৫২371111
  • এটাও ভাল।
  • সিকি | ১৯ অক্টোবর ২০১৭ ১২:৫৮371113
  • জ্ঞানবাপী চিনেন, জ্ঞানবাপী? উখানে আমার লোক থাকবে, ব্লু শার্ট পরে। সে আপনাকে লিয়ে আসবে।

    কিন্তু রুকেন, মোহনলালবাবু, উদিকে বই প্রকাশ হোবে না, আঙ্কেল। হুগলি চিন্‌সুরা মিন্সিপালটি চিনেন, আঁ? সেই যাকে লোকাল বুঢ়বক লোকেরা বোলে - হুগলি চুঁচড়ো মিউনিসিপ্যালিটি।

    হ্যাঁ, সেই পৌরসভা চত্ত্বরের ভেতরে আছে একটি কনফারেন্স হল - দোতলায়। এন ইউ এল পি হল বলে। সেইখানে স্থির হয়েছে বইপ্রকাশ। দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত চলবে হুল্লোড়, আড্ডা, আর বেড়ানো-পাগল কিছু মানুষের নিজেদের কথা।

    কীভাবে আসবেন? খুব সোজা। যদি কলকাতা থেকে আসেন, দুটি রাস্তা - হাওড়া স্টেশন হয়ে, অথবা শিয়ালদা স্টেশন হয়ে।

    ১) হাওড়া থেকে - ধরবেন গিয়ে মেনলাইন ব্যান্ডেল লোকাল, "মেনলাইন" - মাথায় রাখবেন, কর্ড লাইন নয়, মেনলাইন বর্ধমান লোকাল, অথবা মেনলাইন কাটোয়া লোকাল। নামবেন হুগলি স্টেশনে।
    এটা ব্যান্ডেলের ঠিক আগের স্টেশন, চুঁচুড়ার পরের স্টেশন। বর্ধমান বা কাটোয়া লোকাল ধরার আগে কনফার্ম করে নেবেন যে সেগুলো হুগলিতে থামবে কিনা। গ্যালপিং লোকাল হুগলিতে থামে না। থামবে গিয়ে ব্যান্ডেলে।
    ব্যান্ডেলে নামলেও অসুবিধে নেই, বেরিয়েই দেখবেন অটোস্ট্যান্ড, সেখান থেকে চুঁচুড়ার দিকে যাবার অটো ধরবেন, সমস্ত অটো হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটির সামনে দিয়েই যায়।

    যদি হুগলিতে নামেন, একটা রিক্সা ধরবেন, বলবেন, মিউনিসিপ্যালিটি, আর যদি অটো ধরেন, জেনে নেবেন "পিপুলপাতির মোড়" হয়ে যাবে কিনা, সব শেয়ার অটো কিনা, বিভিন্ন রুটে চলে।
    নামবেন গিয়ে পিপুলপাতির মোড়ে। ওটা শ্যামবাজারের পরেই পশ্চিমবঙ্গের অন্যতম পাঁচমাথার মোড়। মোড় থেকেই দেখতে পাবেন একটা সুইমিং ক্লাব, "শার্কস সুইমিং ক্লাব"। ওটাই মিউনিসিপ্যালিটির চৌহদ্দি। সিকি ওখানে দীর্ঘ চার বছর সাঁতার শিখেছে। সুইমিং পুলের পরেই বিশাল বড় গেট, ঢুকে পড়ে জেনে নেবেন এন ইউ এল পি হল।

    ২) শিয়ালদা থেকে - নামবেন নৈহাটিতে। সেখান থেকে নৈহাটি ব্যান্ডেল লোকাল ধরে নামবেন গরিফা পেরিয়ে হুগলি ঘাট স্টেশনে, জাস্ট গঙ্গা পেরিয়েই প্রথম স্টেশন।

    হুগলি ঘাট স্টেশনে নেমে রিক্সা ধরে বলবেন মিউনিসিপ্যালিটি। দেড় কিলোমিটার ওখান থেকে।

    অথবা, নৈহাটি থেকে লঞ্চ সার্ভিস ধরে গঙ্গার হাওয়া খেতে খেতে চলে আসতে পারেন চুঁচুড়া লঞ্চঘাটে। সেখান থেকে রিক্সা ধরে নিতে পারেন।

    ৩) বর্ধমান/কাটোয়ার দিক থেকে - সোজা নামবেন ব্যান্ডেল স্টেশনে। তার পরে চুঁচুড়ার অটো ধরে পিপুলপাতির মোড় বা মিউনিসিপ্যালিটি।

    ৪) কলকাতার দিক থেকে যাঁরা বাই রোড আসতে চান - বালী থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরতে পারেন, সিঙ্গুরে দেখবেন চন্দননগর বা চুঁচুড়া লিখে সাইনেজ দেওয়া আছে, সেইখানে এক্সপ্রেসওয়ে থেকে নেমে ডানদিকের সরু রাস্তা ধরবেন। জিপিএস থাকলে সুবিধে হয়, এই রাস্তা সোজা নিয়ে ফেলবে আপনাকে জিটি রোডে, চন্দননগরে। একটু এগোলে পাবেন "খাদিনার মোড়", সেখান থেকে আরও একটু এগোলে পাবেন "হুগলি মোড়"। এই হুগলি মোড় থেকে ডানদিকে বেঁকে তিন কিলোমিটার এগোলেই পিপুলপাতির মোড়।

    এর পর দরকার হলে এখানে প্রশ্ন করুন, আমি দরকার মত ডিরেকশন দিয়ে দেব।

    আর ঝটপট, কে কে আসছেন প্লিজ জানান।
  • aranya | 172.118.16.5 | ২০ অক্টোবর ২০১৭ ২০:৩৫371114
  • ভার্চুয়ালি যোগদানের কোন ব্যবস্থা হলে জানিও, স্কাইপ লিং ইঃ
  • ব্যোমকেশ | 57.15.13.121 | ২৬ অক্টোবর ২০১৭ ১২:৫৪371115
  • এই বইটা কলেজ স্ট্রীটে পাওয়া যাবে?
  • pi | 57.29.233.60 | ২৬ অক্টোবর ২০১৭ ১৩:০৪371116
  • অবশ্যই।
  • tania | 165.57.254.1 | ২৭ অক্টোবর ২০১৭ ০৪:০৯371117
  • এই আড্ডায় যারা যারা সশরীরে উপস্থিত থাকবে তাদের সব্বাইকে পোচ্চুর হিংসে!
  • সিকি | ২৯ অক্টোবর ২০১৭ ২২:২০371118
  • আজ আপনাদের সাথে পরিচয় করাই আরও একজনের।

    লেখক তো দু পাতা লিখেই খালাস, সে লেখার বই হয়ে ওঠার পেছনে, সে বই সকলের সামনে প্রকাশিতব্য করে তোলার পেছনে যে সমস্ত যন্ত্রীরা নিয়মিত কাজ করে যান, বইতে সবসময়ে তাঁদের নাম লেখা হয়ে ওঠে না।

    চিররঞ্জন বসু। এমনিতে লোকজনের ভিড়ের মাঝে তাকে দেখলে আলাদা করে চেনা যায় না, তবে আমি তাকে প্রথম দেখেছিলাম এক অন্যরকমের ভিড়ে। মাত্র কয়েক ঘণ্টা, খুব বেশি হলে এক দিনের মুখোমুখি আলাপ। অন্য রকম একটা মানুষ চিনে নিতে তার বেশি সময় লাগে না।

    ২০১১ সাল। একটা টিভি চ্যানেলের তথাকথিত রিয়েলিটি শো-তে অংশ নিতে হায়দ্রাবাদের রামোজী ফিল্ম সিটিতে পৌঁছেছিলাম আমরা। সেখানেই প্রথম মোলাকাত, আলাপ এবং বন্ধুত্বের সূত্রপাত।

    এমনিতে যদি জিজ্ঞেস করেন, কে এই লোক, তা হলে উত্তর এক কথায় দেওয়া যায় - পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একজন কর্মচারী। কিন্তু খোলস ছাড়ালে দেখবেন, সে পরিচয়ের আড়ালে আছে আরও কিছু পরিচয়, যার খবর সবাই জানে না।

    ওরিগামি। চৌকো করে কাটা রঙিন কাগজ থেকে বানিয়ে তোলা হাতি ঘোড়া ব্যাঙ প্রজাপতি কিংবা সুদৃশ্য খেলনা অহঙ্কার-পেটিকা - আপনারা যারা ফেসবুকে চিররঞ্জনের সাথে যুক্ত আছেন, তারা দেখে থাকবেন ওর হাতের বানানো ওরিগামির কাজ।

    নিউম্যাটোলজি। দেশ বিদেশের কয়েন আর কারেন্সি নোট জমাবার হবি। হায়দ্রাবাদের সেই গেস্ট হাউসে যখন চিররঞ্জনের সাথে দেখা হয়েছিল, ও নিয়ে এসেছিল ওর সংগ্রহ। তাক লাগিয়ে দেবার মত কালেকশন ছিল তখনই ওর কাছে। এতদিনে নিশ্চয়ই সে সংগ্রহ আরও সমৃদ্ধ হয়েছে।

    অ্যাস্ট্রোনমি। না, প্রথাগত পড়াশোনার দিক দিয়ে অবশ্য চিররঞ্জন জ্যোতির্বিদ নয়, তবে এটাও তার অন্যতম একটা হবি। চুঁচুড়া ও সন্নিহিত এলাকার বিভিন্ন অ্যাস্ট্রোনমি ক্লাবের সদস্যদের মধ্যে এক উজ্জ্বল নক্ষত্র আমাদের এই বন্ধুটি।

    তালিকা আরও লম্বা করাই যায়, তবে সে সব সাক্ষাতে হবে 'খন। ।।। হ্যাঁ, সামনাসামনিই তো, এই আসছে শনিবারেই তো, হুগলি-চুঁচুড়া পৌরসভার দোতলায় "ন্যাশনাল আর্বান লাইভলিহুড প্ল্যানিং", বা সংক্ষেপে এনইউএলপি কনফারেন্স হলে অচল সিকির বইপ্রকাশ অনুষ্ঠানে হাজির থাকবেন এই ব্যক্তিত্বটিও।

    আসল কথাটাই বলা হয় নি, যে কথা বলার জন্য এত এত ব্যাখ্যান। ।।। এই এনইউএলপি হল বুকিং, পুরোটাই সম্ভব হয়েছে চিররঞ্জনের একার উদ্যোগে। সিকি তো এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে গায়ে হাওয়া লাগিয়ে - চিররঞ্জন না থাকলে যে কী করে এ জিনিস হুগলিতে অর্গানাইজ করা সম্ভব হত!

    তা হলে দেখা হচ্ছে তো, চৌঠা নভেম্বর?
  • সিকি | ০৩ নভেম্বর ২০১৭ ০৫:৪২371119
  • আপনারা আসছেন তো?
  • aranya | 172.118.16.5 | ০৩ নভেম্বর ২০১৭ ০৬:১১371120
  • ভার্চুয়ালি যোগ দেওয়ার কোন ব্যবস্থা হলে জানিও
  • সিকি | ০৩ নভেম্বর ২০১৭ ২১:২৬371121
  • ইউটিউব লাইভ করার চেষ্টা করছি।

  • দেব | 57.11.240.199 | ০৩ নভেম্বর ২০১৭ ২১:৩৪371122
  • ইউটিউবে থাকছি।
  • dc | 132.164.233.138 | ০৩ নভেম্বর ২০১৭ ২১:৪৫371124
  • কাল দুপুর সাড়ে বারোটায়? দেখা যাক।
  • সিকি | ০৩ নভেম্বর ২০১৭ ২১:৫৩371125
  • ডিসি কি বঙ্গদেশে নাকি?
  • | ০৩ নভেম্বর ২০১৭ ২১:৫৫371126
  • বেশ
  • dc | 132.164.233.138 | ০৩ নভেম্বর ২০১৭ ২২:৩৫371127
  • নানা চেন্নাইতেই। য়ুটিউবে নজর রাখব।
  • pi | 57.29.193.213 | ০৩ নভেম্বর ২০১৭ ২২:৪৮371128
  • এই ইউটিউব লিন্কেই লাইভ হবে?
  • সিকি | ০৩ নভেম্বর ২০১৭ ২৩:৩৫371129
  • এটা শিড্যুল করে রেখেছি কাল বেলা একটাতে। চালু করে দেব। তবে দুটো আড়াইটের আগে হয় তো শুরু হবে না অনুষ্ঠান। আর আমার মোবাইলে কেউ কল করলে লাইভ স্ট্রিমিংটা ইনটারাপটেড হবে।

    আর কেউ করতে পারবে?
  • কল্লোল | 233.227.126.34 | ০৪ নভেম্বর ২০১৭ ০৮:০৫371130
  • অনুষ্ঠান খুব ভলো হোক। প্রচুর বই বিক্কিরি হোক।
    অগে থেকে একটা অন্য অনুষ্ঠান থাকায় যেতে পারবো না।
  • aka | 79.73.9.37 | ০৪ নভেম্বর ২০১৭ ০৮:৩২371131
  • সিকির একটা সিগনেচার লাগবে দেখি। জ্জিও পাগলা।
  • pi | 57.29.217.197 | ০৪ নভেম্বর ২০১৭ ০৮:৩৫371132
  • মামু কীসব লিখেছে!

    'অবশেষে সেই সকাল এসেই গেল, অনেকদিন পর যে সকালের জন্য আমি হাত কামড়াব। বছর বিশেক পর আত্মজীবনীর পাতায় স্বীকার করে যাব, এই একটা বই বার করা ভুল হয়ে গেছে বিলকুল। খাচ্ছিল-দাচ্ছিল, কী দরকার ছিল উসকানোর। মধ্যবিত্ত মানুষ দিব্যি সকালে আপিসে গাল খাচ্ছিল, বিকেলে চার আনার মাল। আফ্রিকা টাফ্রিকা, হনলুলু কি মেক্সিকো দেখতে হলে হাতের কাছে বোকা বাক্স ছিল। ন্যাশানাল জিওগ্রাফিক, আরও কত হাবিজাবি। আর এই ছোকরা শুধু সেসব রুলবুক ভেঙে একলা বাইক নিয়ে লাদাখ থেকে লখনৌ, গ্যাংটক থেকে গোবিন্দপুর করে বেড়াচ্ছে তাই না, সেসব লিপিবদ্ধ করেও ফেলেছে। সুস্থ মানুষকে অসুস্থ করার মহতী প্রোজেক্টে ইন্ধন জোগানো ছাড়া আর কী? প্ররোচনার দায়ে এর জেল জরিমানা হওয়া উচিত।
    হ্যাঁ, অচল সিকির বইয়ের কথাই বইছি। তার বাইক বগলে লাদাখ জয়ের হম্বিতম্বির কাহিনী। আজকে হুগলীতে সে বইয়ের উদ্বোধন আছে। সেখানেও সিকিবাবু আসছেন, দিল্লি থেকে নিজের বাহন হাঁকিয়ে। তা তিনি আসছেন আসুন, আপনি একান্তই যদি যান তো একটু সাবধানে। পারলে সরকারি যানবাহন ব্যবহার করুন, একান্তই না পারলে চারচাকায়। বাইকে একেবারেই না। কারণ অ্যাডভেঞ্চার করতে গিয়ে ঠ্যাং ভাঙলে দায়িত্ব সিকিবাবু নেবেননা। গুরুচন্ডালি তো নয়ই। আর বইটা পড়ে লাদাখ কিংবা খাইবার পাসে লাফিয়ে লাফিয়ে দৌড়বেননা। বরং স্রেফ গপ্পোকাহিনী হিসেবে সোফায় বসে পড়ে ফেলে ডিসকভারি চ্যানেল দেখতে বসে যান। কারণ, বিপদ হলে আপনার হবে। সিকিবাবু বখে গেছেন, তাঁর আর কিছু হবার নেই। আর আমি যেখানে সুখে থাকি তার দুশো মাইলের মধ্যে কোনো সমুদ্র নেই। পাহাড় দেখতে গেলে মহাদেশ এফোঁড় ওফোঁড় করতে হবে। আনি দশ বছর পরে ভুল স্বীকার করেই খালাস হয়ে যাব। বিপদে পড়লে আপনি পড়বেন। তাই সাধু সাবধান।'
  • সিকি | ০৪ নভেম্বর ২০১৭ ১১:০২371133
  • ইউটিউব লাইভের আপডেটেড লিঙ্ক

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন