এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 900900.0.0189.158 | ২১ জানুয়ারি ২০১৯ ১৩:১৪380519
  • যা দেখলাম, এখন কলকাতায় থাকতে (অন্তত আমি যেখানে ছিলাম) বাংলা না জানলেও চলে, হিন্দি দিয়েই হয়ে যায়। শ্যামবাজার-হাতিবাগান এলাকায় আমাদের ফ্ল্যাটে মকরসংক্রান্তি অনুষ্ঠান পালনের একটি কাগজ দিয়ে গেল, পুরোটাই হিন্দিতে লেখা, কোনো বাংলা নেই, ইংরেজিও নেই।
    আবার ছত্তিশগড়ে এক ছোট্ট শহরে মিষ্টির দোকান দেখলাম বাঙালির, দিনাজপুরের, নলেনগুড়ের রসগোল্লা পাওয়া যাচ্ছে।
  • T | 561212.112.4578.134 | ২১ জানুয়ারি ২০১৯ ১৩:১৮380520
  • আহা, খালি যাও সবে নিজ নিজ কাজে বলাটাই বাকি থেকে যাচ্চে।
  • সিকি | 562312.19.4534.88 | ২১ জানুয়ারি ২০১৯ ১৩:৩২380522
  • আমার সকাল নটা একচল্লিশের পোস্টের পরে জুড়ে দিলেই হত। তা দুলিরামদের আর নিজ কাজ কীই বা আছে।
  • rabaahuta | 342323.226.7889.160 | ২১ জানুয়ারি ২০১৯ ১৩:৩২380521
  • সবই তো বুঝলাম কিন্তু ১৯এ বিজেপির প্রতিপক্ষ কে হবে? নাকি বিজেপি এমনিতেই চলে যাবে? দেশের সব মানুষের বোধদয় হয়ে গেছে, না বিজেপির বৈরাগ্য এসেছে?
    মোদীকে সুপারম্যান বানাতে বিজেপি অনেক খর্চাপাতি করে ফেলেছে, গডকরীর পেছনে অত পয়সা দেবে? মোদী দিতে দেবে? পয়সা না দিলে অত বড় ইমেজ বিল্ডিং হবে? এত বড় আইটি সেলের অধিকাংশ তো ছাপ্পান্ন ইঞ্চি ল্যাজ দিয়ে চালিত।
    আগে থেকে বিরোধীপক্ষগুলোকে একসঙ্গে করে শলাপরামর্শ না করে নিলে তারপর তো লঙ্কাভাগ নিয়ে গোলমাল বাঁধবে। সে পরেও বাঁধবেনা তা নয়, কিন্তু বিকল্প কী? কিছু তো একটা রূপরেখা লাগবে।

    যে আসে আসুক বিজেপি যাক - যাবতীয় কিউটত্বের খিল্লী শিরোধার্য করেও এই মতে সাবস্ক্রাইব করছি, এই সময়।
  • PT | 340123.110.234523.10 | ২১ জানুয়ারি ২০১৯ ১৪:০২380523
  • কংগ্রেস বাদে ঠিক কতগুলো "দল"-এর মুখপাত্র ব্রিগেডে এসেছিল? তেজস্বী যাদবের পর থেকে যাদের নাম তারা দিল্লীতে কতগুলো বিজেপি-বিরোধী সিটের জোগান দেবে? এই তালিকায় কেউ বাদ গেলে জুড়ে নেবেনঃ

    Mamata Banerjee
    Akhilesh Yadav
    (BSP) leader Satish Misra
    Sharad Pawar
    HD Devegowda and HD Kumaraswamy
    Arvind Kejriwal
    Chandrababu Naidu
    MK Stalin
    Tejaswi Yadav

    Farooq Abdullah and Omar Abdullah
    (RLD) chief Ajit Singh and leader Jayant Chowdhury
    Opposition leader in Mizoram Lalduwahawma
    former Arunachal Pradesh chief minister Gegong Apang,
    former Jharkhand chief minister Hemant Soren,

    Gujarat independent MLA and Dalit leader Jignesh Mevani
    Patidar quota agitation leader Hardik Patel

    Yashwant Sinha, Arun Shourie, Satrughna Sinha
  • | 453412.159.896712.72 | ২১ জানুয়ারি ২০১৯ ১৪:০৬380524
  • এই Yashwant Sinha, Arun Shourie, Satrughna Sinha দেখলেই বলতে ইচ্ছে করে are you kidding yaar?

    (মানে পিটিকে বলি নাই, 'বিজেপী বিরোধী' লেবেল দেখলে প্রশ্নটা জাগে আর কি)
  • dc | 232312.164.230112.13 | ২১ জানুয়ারি ২০১৯ ১৪:২৫380526
  • এই "যে আসে আসুক বিজেপি যাক" থিওরি, যেটা S অন্য টইতে বললেন, সেটা ভেবে দেখলাম অনেক দিন থেকেই আমার মটো। আগে ভাবতাম যে আসে আসুক বিজেপি যেন না আসে, আর এখন যে আসে আসুক বিজেপি যাক। যার জন্য বিজেপির প্রোপাগান্ডা মেশিন সব জায়গায় যে প্রশ্নটা করে বেড়ায়, ইফ নট মোদি হু, সেটার উত্তর আমার কাছে অনেক দিন ধরেই সোজা - এনিওয়ান বাট বিজেপি।
  • lcm | 900900.0.0189.158 | ২১ জানুয়ারি ২০১৯ ১৪:৪৮380527
  • অ্যাক্সিডেন্টাল
  • PT | 340123.110.234523.25 | ২১ জানুয়ারি ২০১৯ ১৬:১০380529
  • মনে হয় সংখ্যার হিসেব একটা আছেঃ
    ৪০ (পব)+৬০ (উপ) = ১০০
    বাকিরা গড়ে ১০ টা করে আনলেওঃ ৬x১০ = ৬০
    অর্থাৎ কিনা কং বাদ দিয়ে ব্রিগেড পার্টিরা (কম করে) ১৬০ টা সিট দখলে রাখবে?
    আরো ১১২ টা দরকার সরকার গড়্তে.....
  • sm | 2345.110.9002312.186 | ২১ জানুয়ারি ২০১৯ ১৬:২৪380530
  • ওটা কংগ্রেস সাপ্লাই দেবে। না দিলেই অস্তিত্ব রক্ষার প্রশ্ন।
    রিজিওনাল পার্টি গুলোর হারাবার কিছু নেই।কারণ নিজ নিজ স্টেট এ প্রত্যেকের পায়ের নিচের মাটি শক্ত।
    কংগ্রেস কে আগামী তিন বছর বিভিন্ন রকম রাজনৈতিক লাঞ্ছনা সহ্য করতে হবে বৈকি।
    যেটা এতদিন কংগ্রেস পার্টি শরিক দল গুলোর সঙ্গে করে আসতো।একবারই জয়ললিতা বোধ হয় একটু টাইট দিয়েছিল।
  • ..ভবিষ্যৎ.. | 90056.160.011223.3 | ২১ জানুয়ারি ২০১৯ ১৬:৩৩380531
  • দিদি মোদিকে তাড়াতে পারলে পব-র যাবতীয় ঋণ মুকুব হয়ে যাবে। কেন্দ্রের কাছে এত ঋণের বোঝা বয়ে রাজ্যে বসে থেকে সুবিধে হবে না, কেন্দ্রে যেতেই হবে।
  • sm | 2345.110.9002312.186 | ২১ জানুয়ারি ২০১৯ ১৬:৪২380532
  • আমার ব্যক্তিগত ভাবে খুব ভালো লাগবে।বামেদের কৃত ঋণের বোঝা লাঘব হবে।
    আমি ,পব এর দুজন রাজনৈতিক নেতাকে একটু আলাদা চোখে দেখি।
    গনি খান আর মমতা ব্যানার্জি।
    গনিখান মেট্রোটা এনে দিয়েছিল।
    আর দিদি জগদ্দল পাথর টাকে সরিয়ে পব বাসী কে রিলিফ দিয়েছে।
    এই দেখলাম, চারটি রুটে মেট্রোর কাজ চলছে।
    সব মিলিয়ে 60 শতাংশ মতো কাজ হয়ে গিয়েছে।অগ্রগতি একটু শ্লথ।কিন্তু পুরো হয়ে গেলে কলকাতার ভোল পাল্টে যাবে। নর্থ 24 পরগনারও ট্রান্সপোর্টে ব্যাপক উন্নতি হবে। বাংলার স্বার্থে
    তিনো মুলের কিছু মন্ত্রিত্ব বা বারগেইন করার মতন আসন সংখ্যা চাই।
  • PT | 340123.110.234523.24 | ২১ জানুয়ারি ২০১৯ ১৯:১৬380533
  • যদি কং ঐ সংখ্যা না পায় তাহলে ব্রিগেড-বৃন্দ শেষ পর্যন্ত বিজেপিকে সমর্থন জানাবে!!
  • S | 458912.167.34.76 | ২১ জানুয়ারি ২০১৯ ১৯:২৭380535
  • মেট্রোর কাজ যে রাজ্য সরকার করে এই প্রথম জানলাম।

    কোলকাতায় মেট্রো আনার কৃতিত্ব গণি খানের কারণ তিনি কেন্দ্রীয় মন্ত্রি ছিলেন। আর এখন মেট্রোর কাজের কৃতিত্ব রাজ্য সরকারের।

    সিকির মতই আমিও বলি এইসব ডেলিবারেট ছাগলামো গুলো বেশ ক্ষিউট লাগে কিন্তু।
  • PT | 340123.110.234523.24 | ২১ জানুয়ারি ২০১৯ ১৯:৩৩380536
  • জমি অধিগ্রহণ করে মেট্রোর লাইন পাতার কঠিনতম কাজটা বামেরাই করে দিয়ে গিয়েছিল।
  • মানিক | 78900.84.6767.126 | ২১ জানুয়ারি ২০১৯ ১৯:৫৩380538
  • কেকে মনে করেন গঠবন্ধন সরকার অন্ততঃ অর্ধেক টার্ম, অর্থাৎ আড়াই বছর টিকবে?

    না টিকলে আবার নির্বাচন হবে। তখন মোদী, শাহ কোম্পানী স্টেবিলিটির যুক্তিতে আবার ফেরত আসবে। গঠবন্ধনের অনেকেই সিবিআইয়ের ভয়ে বা ক্ষীরের লোভে ওদিকে সাপোর্ট দেবে। যে দেশে থাকাটা অসহ্য হয়ে উঠছে সেই দেশ গেঁড়ে বসবে। বিজেপি ম্যারাথন দৌড়োচ্ছে। ব্রিগেডে জোকারের আহবানে অন্য জোকারেরা কি বলল সে নিয়ে তারা চিন্তিত না।

    যে কথাটা কেউ কেউ বলছেন, বিজেপি আসার অন্যতম বড় কারণ কংগ্রেসের নীতিহীন রাজনীতি। ব্রিগেডের গঠবন্ধন সেই নীতিহীন রাজনীতির আরো কুৎসিত চেহারা।

    কখনো কখনো শর্ট টার্মে ক্ষতি মেনে নেওয়া ছাড়া উপায় থাকে না।
  • Nipa | 90090012.249.013423.68 | ২১ জানুয়ারি ২০১৯ ২১:১০380540
  • সিপিএম না এসে ঠিক করেছে। মমতাও তাই চেয়েছিল। সিপিএম মমতার হাত ধরলে ওদের আরো লোক বিজেপিতে চলে যাবে। বিরোধী ভোট পুরোটা বিজেপিতে ঢুকে গেলে বিপদ। সিপিএমই মমতার লক্ষ্মীপেঁচা।
  • sm | 2345.110.783412.180 | ২১ জানুয়ারি ২০১৯ ২১:৫৬380541
  • In 2010, the Railway Ministry announced plans for the construction of five new metro lines and an extension of the existing North-South corridor. These new projects are:
    Salt Lake City - Howrah Maidan (East-West Metro Corridor)
    Joka - BBD Bagh
    Noapara - Barasat via Biman Bandar (Airport)
    Baranagar - Barrackpore
    Noapara - Dakshineswar
    New Garia - Biman Bandar (Airport)
    Extension of Line 1 from Dum Dum to Dakshineshwar via Noapara
    Major modifications[edit]
    https://en.wikipedia.org/wiki/Kolkata_Metro

    ---
    A new organisation was formed known as Kolkata Metro Rail Corporation Limited (KMRC) which will be executing the operations of this Line thus starting the physical construction in 2009.[3] Of KMRC's eight directors, four each are from the state and central governments. The cost is being shared between the state government (30 per cent), the Union Urban Development Ministry (25 per cent), and the Japan Bank for International Cooperation (JBIC) (45 per cent).[4] But as of 2011 most of the share of this project went to Indian Railways with Japan Bank for International Cooperation (JBIC). The project is estimated at a cost of ₹50 billion (US$700 million).[5]

    The West Bengal government have proposed an extension to the East-West metro line. In this proposal the East West Metro will be connected to the Airport Garia Metro near Haldiram stoppage. According to this proposal the East West Metro will have 3 terminating stations at Howrah Maidan, Sector V and the proposed Haldiram station. At Haldiram it will be connected to the Airport-Garia metro route and interconnection facilities will be present. The extension and the present route will converge at the Central Park Station.[20] The proposed extension is under study and it will need several clearances before being implemented. A 10 km East-West Metro extension project from Howrah Maidan to Santragachi bus terminus has been proposed. Rites, the implementing agency for this project, is set to start work on the corridor early in 2017.[21]
    https://en.wikipedia.org/wiki/Kolkata_Metro_Line_২

    বড় এস কে।
    ওপরের লিংক গুলো পড়ুন।এর পর আমার পোস্ট পড়ুন।
    ---
    আমার ব্যক্তিগত ভাবে খুব ভালো লাগবে।বামেদের কৃত ঋণের বোঝা লাঘব হবে।
    আমি ,পব এর দুজন রাজনৈতিক নেতাকে একটু আলাদা চোখে দেখি।
    গনি খান আর মমতা ব্যানার্জি।
    গনিখান মেট্রোটা এনে দিয়েছিল।
    আর দিদি জগদ্দল পাথর টাকে সরিয়ে পব বাসী কে রিলিফ দিয়েছে।
    এই দেখলাম, চারটি রুটে মেট্রোর কাজ চলছে।
    সব মিলিয়ে 60 শতাংশ মতো কাজ হয়ে গিয়েছে।অগ্রগতি একটু শ্লথ।কিন্তু পুরো হয়ে গেলে কলকাতার ভোল পাল্টে যাবে। নর্থ 24 পরগনারও ট্রান্সপোর্টে ব্যাপক উন্নতি হবে। বাংলার স্বার্থে
    তিনো মুলের কিছু মন্ত্রিত্ব বা বারগেইন করার মতন আসন সংখ্যা চাই।
    --
    এবার আপনার পোস্ট-
    মেট্রোর কাজ যে রাজ্য সরকার করে এই প্রথম জানলাম।

    কোলকাতায় মেট্রো আনার কৃতিত্ব গণি খানের কারণ তিনি কেন্দ্রীয় মন্ত্রি ছিলেন। আর এখন মেট্রোর কাজের কৃতিত্ব রাজ্য সরকারের।

    সিকির মতই আমিও বলি এইসব ডেলিবারেট ছাগলামো গুলো বেশ ক্ষিউট লাগে কিন্তু।
    ---
    আমার পোস্টে, পরিষ্কার লিখেছি,দুজন রাজনৈতিক নেতার এচিভমেন্ট এর কথা।এক গণিখান মেট্রো এনেছিলেন। আপনিও স্বীকার করেছেন দেখলাম।
    মমতা জগদ্দল পাথর অর্থাৎ লেফট ফ্রন্ট কে পব থেকে সরিয়েছে। নিশ্চয় অস্বীকার করেন না।
    তার পর লিখেছি পব তে চারটি মেট্রো প্রজেক্ট হলে কলকাতার ট্রান্সপোর্টের ভোল পাল্টে যাবে। কোথায় লিখলাম রাজ্য সরকার এর কৃতিত্ব? যেখানে দুজন রাজনৈতিক ব্যক্তির আলোচনা হচ্ছে!
    ধরে নিলাম রাজ্য সরকার কথাটি আপনার মনগড়া।
    কেন মেট্রো প্রজেক্ট গুলো উল্লেখ করলাম?তার কারণ এই প্রজেক্ট গুলোর মমতার অবদান।ওনার কিছু অবদান আছে স্বীকার করেন তো? যদি মানতে না ইচ্ছে হয় ,ওপরের কিছু লিংকের অংশ বিশেষ আছে পড়ে নেবেন।
    আমার আশা , তৃণমূল কেন্দ্রে সরকার গঠনে বড় ভূমিকা নিলে ,এই প্রকল্প গুলো আরো তাড়া তাড়ি সমাপ্ত হবে।
    এটাই কলকাতা বাসি হিসাবে আমার প্রাপ্তি হবে ।
    এবার এই পোস্ট পড়ে কাকে ছাগলামী বলবেন ভাবুন।নিজের থুতু চাঁটা বড় সহজ কাজ নয়।
  • dc | 232312.164.230112.13 | ২১ জানুয়ারি ২০১৯ ২২:২৩380542
  • "কেকে মনে করেন গঠবন্ধন সরকার অন্ততঃ অর্ধেক টার্ম, অর্থাৎ আড়াই বছর টিকবে?"

    মানিক, কোয়ালিশন সরকার হলেই যে পড়ে যাবে সেটা বোধায় ঠিক না। নরসিংহ রাও মাইনরিটি সরকার গড়েছিলেন, বাজপেয়িও কোয়ালিশান সরকার চালিয়েছিলেন। কাজেই গাঠবন্ধন সরকার এলে সেটা পুরো টার্ম টিঁকে থাকতেও পারে।

    এই লেখাটা পড়ে দেখতে পারেনঃ

    https://thewire.in/politics/narendra-modi-bjp-coalition
  • মানিক | 78900.84.6767.126 | ২১ জানুয়ারি ২০১৯ ২৩:১০380543
  • বলছেন এরা টিকবে? আপনি হলেন ইনকরিজিবল অপ্টিমিস্ট। দেখুন, কি হয়।
  • dc | 232312.164.230112.13 | ২১ জানুয়ারি ২০১৯ ২৩:১৭380544
  • মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ :p
  • মানিক | 78900.84.6767.126 | ২১ জানুয়ারি ২০১৯ ২৩:২৭380545
  • ব্রিগেডের ওরা মানুষ ছিলেন? আপনার আশাবাদ অভূতপূর্ব!!
  • Atoz | 125612.141.5689.8 | ২১ জানুয়ারি ২০১৯ ২৩:৩৭380546
  • আগে "মাছভাত" দিত, এখন "ডিম্ভাত" দেয় কেন? মাছ কি কমে গেছে?
  • sm | 2345.110.783412.180 | ২১ জানুয়ারি ২০১৯ ২৩:৪৫380547
  • এ নিয়ে বিস্তারিত প্রবন্ধ লিখেছে প্রতিদিন পত্রিকায়।
    সারৎসার হলো,
    মাছ,মাংসের দাম বেশি।
    আঁশ, ও হাড় গোড় ফেলায়, নোংরা বেশি হয়।
    মোস্ট ইম্পরট্যান্ট থিং হলো, ডিম কাউন্ট করে সহজেই কতো লোক হয়েছিল পারফেক্ট বলে দেওয়া যায়।
  • Atoz | 125612.141.5689.8 | ২২ জানুয়ারি ২০১৯ ০০:০৬380548
  • খুবই ম্যাথামেটিকাল। বলতেই হবে। ঃ-)
    তারচেয়েও বেশি হল, সেই বিখ্যাত বামপন্থী মার্ক্সবাদী নেতা একবার দেখা করতে এসেছিলেন, ময়দানে লোক জমায়েত, উনি জিগালেন, "আপনারা যে এখানে এসেছেন তার কারণ কী?"(অনুবাদ করে শোনানো হল জনতাকে)।
    জনতা সম্মিলিত কন্ঠে বলল, "মাছভাত", উনি শুনলেন "মার্ক্সবাদ"।
    ঃ-)
  • PT | 340123.110.234523.17 | ২২ জানুয়ারি ২০১৯ ০৭:০৭380549
  • শুধুই মাছ্ভাত? আর কিছু দেখা-শোনা হয়নি? আমার বাড়িতে দিস্তে দিস্তে হাতে গড়া রুটি তৈরি করতে দেখেছি মা-কাকীমাকে বড় মিটিং-এর আগে। আর গণেশ মার্কা সরষের তেলের খালি টিনে আলুর দম। স্থানীয় ছোট নেতারা বাড়ি বাড়ি থেকে সেসব সংগ্রহ করে নিয়ে যেত!!

    আর এখন আবার.......এখনও এত ভয়?
    "সিপিএমের পদযাত্রীদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল গোঘাটে সিপিএমের জোনাল পার্টি অফিসে। ওই অফিসে তালা ঝুলিয়ে দেয় তৃণমূল। স্থানীয় সিপিএম নেতা তিলক ঘোষের দাবি, ওই অফিসে ছিল চাল, ডাল, আলু, সব্জি, মশলাপাতি। তৃণমূলের লোকজন সে সব লুঠ করে নিয়ে পার্টি অফিসে তালা লাগিয়ে দিয়ে চলে যায়। পুলিশকে জানালে সোমবার তারা পার্টি অফিসের তালা খুলে দেওয়ার ব্যবস্থা করে। কিন্তু মালপত্র ছিল না বলে রান্নাবান্না কিছু করা যায়নি। দলের কর্মীরা যে যেমন পেরেছেন, খাবারদাবার নিয়ে এসেছেন। তা দিয়েই পদযাত্রীদের খাওয়ানো হয়েছে।

    গোঘাটের মোড়ে মোড়ে এ দিন তৃণমূলের কর্মী ও স্থানীয় নেতাদের জমায়েত ছিল। এক তৃণমূল নেতাকে বলতে শোনা যায়, এখনও ওদের সমর্থনে এত লোক মিছিলে আসে কোথা থেকে?"
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=45882&boxid=38548
  • Atoz | 125612.141.5689.8 | ২২ জানুয়ারি ২০১৯ ০৭:২৮380551
  • এই মাছভাতের জোকটা মনে হয় নব্বইয়ের দশকের, কোনো পত্রিকাতে বেরিয়েছিল। ঃ-)
    হ্যাঁ, হাতে গড়া রুটি আর আলুরদমের কাহিনি আগে শুনেছি, আশির দশকে। আমাদের অঞ্চলে অবশ্য স্থানীয় ছোটো ছোটো স্বাধীনতা দিবসের পদযাত্রা, তাতে গোল গোল বিস্কুট দিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন