এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দ্রি | 568912.220.120112.35 | ১০ মার্চ ২০১৯ ১৯:০৫381488
  • মিডিয়া মোগল। কথাটা শুনলেই মনে পড়ে যায় রুপার্ট মার্ডকের কথা।

    ইনিই কি একমাত্র মিডিয়া মোগল?
  • দ্রি | 7834.187.018912.18 | ১০ মার্চ ২০১৯ ২০:৩৭381499
  • আমেরিকান মিডিয়ায় চ্যানেলের সংখ্যা দেখে মিডিয়ার কনসলিডেশানের এক্সটেন্টটা বোঝা যায় না। মনে হয় দর্শকরা বুঝি চয়েসের রাজা।
  • দ্রি | 7834.187.018912.18 | ১০ মার্চ ২০১৯ ২০:৪৫381510
  • বড় প্লেয়ারের মধ্যে যারা বিশিষ্ট তাদের মধ্যে আছেন কমকাস্ট।

    কমকাস্টের আন্ডারে আছে এনবিসি, সিএনবিসি, এমেসেনবিসি। ফিল্মে ইউনিভার্সাল পিকচার্স ও এদেরই। কেবল বিজনেসে কমকাস্ট কেবল কমিউনিকেশানও এদের। আইএসপি বিজনেসে কমকাস্ট ইনফিনিটি। স্কাইও কমকাস্ট কিনে নিল। ল্যাতিন আমেরিকায় তেলেমুন্দো ও কমকাস্টের।

    কমকাস্টের সিইও ব্রায়ান রবার্টস ডেমোক্র্যাট ডোনার, ওবামার গল্ফ বাডি।
  • দ্রি | 1256.77.787812.194 | ১০ মার্চ ২০১৯ ২১:১৪381521
  • নেক্সট বড় মিডিয়া হাউস -- ওয়াল্ট ডিজনি কোম্পানী। এদের আন্ডারে আছে নিউজ চ্যানেল এবিসি, স্পোর্টসে ইএস্পিএন। এছাড়া ডিজনি, এবং হিস্টরি চ্যানেল। ফিল্মে ওয়াল্ট ডিজনি স্টুডিও।

    এর সিইও রবার্ট আইগার লাস্ট ইলেকশানে ক্লিন্টন ডোনার ছিলেন, ক্লিন্টনের হয়ে ফান্ডরেজিংও করেছেন।
  • দ্রি | 1256.77.787812.194 | ১০ মার্চ ২০১৯ ২১:৩৪381532
  • এই গত কয়েক মাস আগে এটিএন্টি কিনে নেওয়ার আগে পর্য্যন্ত ছিল টাইম ওয়ার্নার। যাদের আন্ডারে ছিল সিএনেন। কার্টুন নেটওয়ার্ক, এইচবিও। ফিল্মে ওয়ার্নার ব্রাদার্স। কেবল বিজনেসে টাইম ওয়র্নার কেবল। প্রিন্ট মিডিয়ামে টাইম এবং লাইফ।

    সিইও ছিলেন জেফ বিউক্স। মার্জারের পর বদলে গেছে। টাইম ওয়ার্নার গ্রুপ হিলারী ক্যাম্পেনে প্রায় এক মিলিয়ান ডোনেট করেছিল।
  • দ্রি | 2367.102.894512.68 | ১০ মার্চ ২০১৯ ২১:৪৬381543
  • ন্যাশানাল অ্যামিউজমেন্টস, যাদের নিউজ চ্যানেল সিবিএস। মিউজিক চ্যানেল এমটিভি। ফিল্মে প্যারামাউন্ট পিক্চার্স। ইন্টার্নেট সার্ভিসে সিবিএস ইন্টার‌্যাক্টিভ।

    কোম্পানীর ওনার সাম্নার রেডস্টোন। প্রোলিফিক ডেমোক্র্যাটিক ডোনার।
  • দ্রি | 568912.107.3489.71 | ১০ মার্চ ২০১৯ ২২:০১381554
  • এই চার ডেমোক্র্যাট কানেক্টেড বিগ মিডিয়া হাউসের সাথে কম্পিট করছে কনজার্ভেটিভ রুপার্ট মার্ডকের নিউজ কর্পোরেশান। টিভি চ্যানেলে তাঁর আছে ফক্স নিউজ, ন্যাশানাল জিওগ্রাফিক। ফিল্মে টোয়েন্টিয়েথ সে্ঞ্চুরী ফক্স (যার নাম এখন বদলে হয়েছে টোয়েন্টিফার্স্ট সেঞ্চুরী ফক্স)। প্রিন্ট মিডিয়ায় ফাইনান্সিয়াল টাইমস, ওয়াল স্ট্রীট জার্নাল, ইলেকট্রনিক মিডিয়ায় মার্কেটওয়াচ।

    মার্ডক প্রাইমারীতে জেব বুশকে প্রেফার করেছিলেন, পরে ট্রাম্পকে সাপোর্ট করেন।
  • দ্রি | 568912.220.010112.253 | ১০ মার্চ ২০১৯ ২২:০৫381565
  • তো এই হল আমেরিকান বিগ মিডিয়ার ল্যান্ডস্কেপ। লিবারাল ফ্যাকশানে চারটে বিগ নেম, কনজার্ভেটিভে একটা।

    কিন্তু নিয়মিত মিডিয়া দেখে/পড়ে আমরা মোটামুটি একজন রাক্ষসের সঙ্গেই পরিচিত হই। তিনি হলেন রুপার্ট মার্ডক।
  • S | 458912.167.34.76 | ১০ মার্চ ২০১৯ ২২:৩৬381576
  • দাদা এইসব নিয়ে কথা বলার আগে দুবার ভেবে নেবেন। এসব সেনসিটিভ ব্যাপার।

    এইসব মিডিয়া কোম্পানির বেশিরভাগেরই মালিক/সিইও সব ইহুদিরা। ওরাই আমেরিকায় বেশিরভাগ ব্যবসা চালায়। আর ইহুদিরা বিগত একশ বছর ধরে ডেমদের বেশি ভোট দিয়েছে। তাছাড়াও, ট্রাম্পের বেস বড্ড অ্যান্টি-সেমিটিক। ট্রাম্পও সেই অ্যান্টি-সেমিটিজম সমর্থন করেছে (শার্লটসভিল)। ফলে বর্তমানেও ডেমরা ইহুদিদের সমর্থনই পাচ্ছে।
  • S | 458912.167.34.76 | ১০ মার্চ ২০১৯ ২২:৩৮381489
  • ট্রাম্প ও তার সমর্থকারা যখন ফেক মিডিয়া ফেক মিডিয়া বলে লাফায় (অথচ নিজেরা ফক্স দেখে) তখন বেসিকালি ইহুদিদেরকে গাল দেয় অন্য নামে।
  • দ্রি | 8990012.96.565612.3 | ১০ মার্চ ২০১৯ ২২:৪৬381490
  • পাঁচটা মিডিয়া হাউস যদি নিজেদের মধ্যে পার্ফেক্ট কম্পিটিশানে যেত, তাহলে অনেক ভ্যারাইটি পাওয়া যেত। কিন্তু সেটা হয় না। 'লাইকমাইন্ডেড' মিডিয়া হাউসগুলো অনেকটা কার্টেলের মত বিহেভ করে।

    জার্নালিস্ট, এবং পরে বার্কলি স্কুল অফ জার্নালিজমের অধ্যাপক বেন বাগদিকিয়ান তাঁর বইতে লিখেছেন,

    If the dominant media corporations behaved in accordance with the classical capitalist dogma, each would experiment to create its own unique product. ... Instead the Big Five indulge in mutual aid and share investments in the same media products. They jointly conform to the periodic ratings that presume to show what kinds of programs have fractionally larger audiences, after which the "the competitors" then imitate the winners and take slightly varying shares of the total profit.

    বাগইকিয়ানের বইটা এইটিজে লেখা। তখন বিগ ফাইভের ডিস্ট্রিবিউশানটা একটু আলাদা ছিল। এরপর কিছু মার্জার টার্জার হয়ে এই অবস্থা হয়েছে। কিন্তু বেসিক ব্যপারতা একই আছে। এবং মিডিয়ার নিজেদের মধ্যে কলিউশান কিছুটা পার্টিলাইনে ভাগ হয়। এবং পার্টিলাইন খুব ক্লিয়ার।
  • দ্রি | 8990012.96.565612.3 | ১০ মার্চ ২০১৯ ২২:৪৯381491
  • তাহলে আমেরিকান মিডিয়ায় রাশিয়ান কলিউশান নেই? ইজরায়েলি কলিউশান আছে বলছেন?
  • দ্রি | 8990012.96.565612.3 | ১০ মার্চ ২০১৯ ২২:৫১381492
  • আমরা ভাবতে ভালোবাসি নিউজ হল ডেমোক্র্যাসির ফোর্থ পিলার হেন তেন। তো মিডিয়া পার্সোনালিটি আর পলিটিকাল পার্সোনালিটির দুচারটে কানেকশান দেখা যাক।
  • দ্রি | 8990012.96.565612.3 | ১০ মার্চ ২০১৯ ২২:৫৪381493
  • ইয়ান ক্যামেরন এবিসি নিউজের এক্সিকিউটিভ প্রোডিউসার। ওনার স্ত্রী সুজান রাইস ছিলেন ওবামা অ্যাডমিনিস্ট্রেশানের ন্যাশানাল সিকিউরিটি অ্যাডভাইসার।
  • দ্রি | 568912.220.120112.60 | ১০ মার্চ ২০১৯ ২২:৫৯381494
  • বিয়ানা ভিতালিয়েভনা গোলোদ্রিগা সিবিএস এর দিস মর্নিং শোর কোহোস্ট (এবং সিয়েনেনের কন্ট্রিবিউটার)। ওনার হাজব্যান্ড পিটার অর্জ্যাগ ওবামা অ্যাডমিনিস্ট্রেশানের অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের ডিরেক্টার।
  • দ্রি | 568912.220.120112.60 | ১০ মার্চ ২০১৯ ২৩:০৫381495
  • ডেভিড রোডস এই কিছুদিন আগে পর্য্যন্তও সিবিএস নিউজের প্রেসিডেন্ট ছিলেন। তাঁর ভাই বেন রোডস ছিলেন ওবামা অ্যাডমিনিস্ট্রেশানের ন্যাশানাল সিকিউরিটি অ্যাডভাইসার ফর স্ট্র্যাটেজিক কমিউনিকেশানস।
  • দ্রি | 568912.220.120112.60 | ১০ মার্চ ২০১৯ ২৩:০৮381496
  • ক্লেয়ার শিপম্যান এবিসির গুড মর্নিং অ্যামেরিকার সিনিয়ার ন্যাশানাল করেস্পন্ডেন্ট। তাঁর হাজব্যান্ড জে কার্নে ছিলেন ওবামা অ্যাডমিনিস্ট্রেশানের হোয়াইট হাউস প্রেস সেক্রেটারী।
  • দ্রি | 568912.220.120112.60 | ১০ মার্চ ২০১৯ ২৩:১১381497
  • ম্যাথু জাফ, এবিসি নিউজ রিপোর্টার ট্রেজারী ডিপার্টমেন্ট কাভার করেন। তাঁর ওয়াইফ কেটি হোগান ওবামা অ্যাডমিনিস্ট্রেশানের ডেপুটি প্রেস সেক্রেটারী ছিলেন।
  • দ্রি | 568912.220.120112.60 | ১০ মার্চ ২০১৯ ২৩:১৪381498
  • বেন শেরউড ডিজনির কোচেয়ারম্যান, এবিসি টিভি গ্রুপের প্রেসিডেন্ট। ওনার ওয়াইফ এলিজাবেথ শেরউড ছিলেন ওবামা অ্যাডমিনিস্ট্রেশানে ডেপুটি সেক্রেটারী অফ এনার্জি।
  • দ্রি | 568912.220.120112.60 | ১০ মার্চ ২০১৯ ২৩:১৬381500
  • ভার্জিনিয়া মোজলি সিএনেনের সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট। ওনার হাজব্যান্ড ছিলেন ওবামা অ্যাডমিনিস্ট্রেশানে ডেপুটি সেক্রেটারী অফ স্টেট ফর ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস।
  • দ্রি | 568912.220.120112.60 | ১০ মার্চ ২০১৯ ২৩:১৭381501
  • *হাজব্যান্ড থমাস নাইডস
  • | 2345.110.673412.42 | ১১ মার্চ ২০১৯ ০৭:৩১381502
  • হ‍্যাঁ মানে এতে কনফিউসন টা কোথায়, লিবেরেল রা আমেরিকায় মিডিয়ায় মোনোপলি বিজনেস এ তো আছে।
  • dc | 232312.174.5690012.250 | ১১ মার্চ ২০১৯ ০৭:৫১381503
  • তাহলে চারটে মিডিয়া হাউস মিলে ট্রাম্পের রেসিজম, জেনোফোবিয়া আর সেক্সিসম কাউন্টার করে। ভালোই করে, অন্তত আমাদের দেশের মতো তো ল্যাজ নাড়েনা! পাঁচটা মিডিয়া হাউস মিলে ট্রাম্পকে অপোজ করলে ভালো হতো, তা ফক্স নিউস সাপোর্ট করে, কি আর করা যাবে।
  • lcm | 900900.0.0189.158 | ১১ মার্চ ২০১৯ ০৮:১৬381504
  • কিন্তু ইয়ে, মানে এত ইয়ে নয়।

    এই যেমন ধরো, ফক্স (রুপার্ট মুর্ডাক) বছর তিনেক আগে নিয়ে নিয়েছে ন্যাশনাল জিওগ্র্যাফিক। তাহলে ধরেই নেওয়া যায় যে, ন্যাট-জিও তাহলে তাদের দৃষ্টিভঙ্গী বদল করবে, ক্লাইমেট চেঞ্জ, বা, সেন্ট্রাল আমেরিকার ইমিগ্রেশন -- এসব নিয়ে পাল্টি খাবে। কিন্তু কিস্যু হয় নি, ন্যাট-জিও আরও কনটেন্ট প্রোডিউস করেছে ক্লাইমেট-চেঞ্জ এর বিপদ নিয়ে, অধুনা ইউ-এস বর্ডারে সেন্ট্রাল-আমেরিকান ফ্যামিলির আটকে যাওয়া কভার করেছে। ইন ফ্যাক্ট, তেমন কিছুই বদল হয় নি।

    আরও ধরো যেমন সিএনএন - প্রেসিডেন্সিয়াল ইলেকশনের বছরে জেনারেলি, টিআরপি বাড়ে, কিন্তু ২০১৬ সালে একটি নির্দিষ্ট সময়ে যখন টিভিতে ট্রাম্প দেখানো হয়েছে তখন টিআরপি খুব বেড়ে যায়, তখন ঐ স্লট গুলোর অ্যাড রেট বেড়ে যায় --- শুধু ঐ স্লট্গুলো থেকে সিএনএন ১ বিলিয়ন ডলার প্রফিট করেছে! এটা কোম্পানীর রেকর্ড (কোনো ইলেকশনের বছরে)।
    যারা ট্রাম্পকে পছন্দ করে তারা একেবারে পাগলের মতন ভালোবাসে, যার পছন্দ করে না তারা সামনে পেলে ঘুষি মেরে দেবে। দু-পক্ষই সন্ধেবেলা পছন্দসই টিভি চ্যানেল খুলে বসছে, অন্য চ্যানেলকে গাল দিচ্ছে। কিন্তু টিভি-মিডিয়া কন্টেন্টে সময় দিচ্ছে। রেভিনিউ বাড়ছে। সিএনএন-ফক্স দুদিকের লক্ষ্মীর ঝাঁপি পরিপূর্ণ। এই এক্সট্রিম পোলারাইজেশন - মিডিয়া মোগল্‌স্‌ লাভ ইট।
  • dc | 232312.174.5690012.250 | ১১ মার্চ ২০১৯ ০৮:১৮381505
  • হ্যাঁ, রোজ রাতে মোগলাই খানা খেতে বসছে।
  • | 2345.107.90078.102 | ১১ মার্চ ২০১৯ ০৮:৩৪381506
  • দেশী মিডিয়া যেমন এখন দিনরাত আম্বানীর ছেলের বিয়ের খুঁটিনাটি দেখিয়্যে চলেছে!.
    এই ট্রাইয়ের নতুন চ্যানেলপ্রতি মাদিক খরচের নিয়মটা খুব ভাল হয়েছে। জিটিভি জাতীয় আপিদগুলো সব ঝেঁটিয়ে বিদায় করেছি। খরচও কম চোকগেরও শান্তি।
  • | 2345.107.90078.102 | ১১ মার্চ ২০১৯ ০৮:৩৪381507
  • দেশী মিডিয়া যেমন এখন দিনরাত আম্বানীর ছেলের বিয়ের খুঁটিনাটি দেখিয়্যে চলেছে!.
    এই ট্রাইয়ের নতুন চ্যানেলপ্রতি মাসিক খরচের নিয়মটা খুব ভাল হয়েছে। জিটিভি জাতীয় আপদগুলো সব ঝেঁটিয়ে বিদায় করেছি। খরচও কম চোখেরও শান্তি।
  • রিভু | 450112.191.564523.191 | ১১ মার্চ ২০১৯ ২০:৪৯381508
  • দৃ ভাই বোন বৌ ইত্যাদি সম্পর্কের কথা বললেন অথচ বিল শাইন এর কথাটা বললেন না? ফক্সের কো প্রেসিডেন্ট এখন ট্রাম্প এডমিনিস্ট্রেশন এ। এডমিনিস্ট্রেশন থেকে ফক্সে গেছে এরকম লোকও কম নেই। নিউ ইয়র্কার এ কদিন আগে এ নিয়ে বড়ো লেখা বেরিয়েছিল একটা : https://www.newyorker.com/magazine/2019/03/11/the-making-of-the-fox-news-white-house
  • দ্রি | 2345.110.454512.209 | ১৩ মার্চ ২০১৯ ১২:৫৭381509
  • মিডিয়া থেকে অ্যাডমিনিস্ট্রেশান। এই তো ব্যাপার? আগে বললেই হত।
  • দ্রি | 2345.110.454512.209 | ১৩ মার্চ ২০১৯ ১৩:০১381511
  • রিক স্টেঙ্গল। ছিলেন টাইমের (সেম পেরেন্ট কাম্পানি অ্যাজ সিএনেন) ম্যানেজিং ডিরেক্টার। হয়ে গেলেন আন্ডার সেক্রেটারী অফ স্টেট ফর পাবলিক ডিপ্লোম্যাসি অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স, আন্ডার ওবামা অ্যাডমিনিস্ট্রেশান।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন