এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সুভাষ চন্দ্র বসু -- একটি নির্মোহ ব

    Ishan
    অন্যান্য | ২৭ এপ্রিল ২০১৯ | ৮০৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 230123.142.5678.219 | ২৯ এপ্রিল ২০১৯ ২১:৫০382631
  • তার মধ্যে কটি করে আদি ব্রাহ্ম সমাজ এটি নিয়ে অনেকে জানতে চাই ছেন।
  • Atoz | 125612.141.5689.8 | ২৯ এপ্রিল ২০১৯ ২২:৩০382632
  • তাই তো বলি! সাধে কী আর বেয়াল্লিশ ডিগ্রি তে উঠেছে তাপমাত্রা! এইরকম সব বারো চোদ্দো ষোলো করে করে স্কোর ছিল এদের ! উফ্ফ। বৌগুলোকে ডেকচি বানিয়ে ছেড়েছে!
    এইসব কারণেই বিধানচন্দ্র রেগে চতুর্ভূজ হয়ে গেছিলেন! ঃ-)
  • এলেবেলে | 230123.142.67900.125 | ২৯ এপ্রিল ২০১৯ ২৩:০১382633
  • নির্বাচনপর্ব ভালোয় ভালোয় চুকিয়ে বাড়ি ফিরেছি অক্ষত অবস্থায়। কিন্তু খ অর্জুনের পেচুনে লেগেছেন দেখছি আর অ্যাতোজ নির্মল আনন্দ নিচ্ছেন!

    @অর্জুন অভিষেক, আপনি সুভাষ নিয়ে যে রকম উলুতপুলুত হয়েছিলেন ভাটিয়ালিতে তাতে তাঁর বাবাকে দোষ দিচ্ছেন কেন? এটা তো আমবাঙালির সুভাষদর্শন --- সুভাষ বসু ছিলেন একটা টোটাল প্যাকেজ যাই বলুন আর তাই বলুন। সুদর্শন, তেজদীপ্ত, বুদ্ধিমান, বর্ণ লিডার আবার স্বভাবে একটুকরো দুষ্টুমী যাতে পুরোটা পরিপূর্ণতা পায়। তুখোড় ছাত্র, আই সি এসে র‍্যাংক করেও বুড়ো আঙুল দেখিয়ে ছেড়ে দেবার ক্ষমতা ছিল, এদিকে কেমব্রিজ ফেরত হয়ে দুর্দান্ত ইংরেজি জেনেও নিপাট বাঙালী। কংগ্রেসে থেকেও ওলোয়েজ অ্যান আউটসাইডার। গান্ধীকে ইগ্নর করার মত হিম্মত আবার এদিকে ঘোড়ায় চড়ে পৃথ্বীরাজের মত একটা স্বপ্নের নায়কের মত ব্যাপার ছিল। এল্গিন রোডের বাড়ি থেকে রাতের অন্ধকারে ছদ্মবেশে সোজা জার্মানি পালানো কি অত সহজ! তাও দুর্গম সব পথ অতিক্রম করে। সেখানে গিয়ে সেনা বাহিনী গঠন করে চিতকালের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। --- অথচ এর অনেক কিছুই ফোঁপরা! সুভাষের মা ছিলেন হাটখোলার দত্ত পরিবারের মেয়ে, জাঁদরেল গৃহকত্রী। মেয়ে দেখতে যেতেন অদ্ভুত কায়দায়। নিজে বসে থাকতেন জুড়িগাড়িতে, রায়বাহাদুরের স্ত্রী হবু বৌমার বাড়িতে গেলে দেমাকের আর অবশিষ্ট কী থাকে! সেখানে কনে আসলে গা ঘষে স্নো-পাউডার তুলে রঙ দেখা হত। ধবধবে ফর্সা না হলে পত্রপাঠ বাতিল। শরৎ-সুভাষ নিজেদের মধ্যে চিঠি লিখতেন ইংরেজিতে। এহেন ব্যাঘ্রসন্তান (আসলে চর্মপরিহিত) জার্মানিতে থাকাকালীন গেস্টাপো চরদের নজর এড়াতে বাংলায় ডায়েরি লেখা শুরু করেন। গরজ বড় বালাই!

    আর অমিয় চক্কোত্তির চিঠি প্রসঙ্গে বলি গান্ধী-সুভাষের আলাদা ইমেজ তৈরি করে লাভ নেই। একজন ব্রিটিশ সাম্রাজ্যবাদকে আশীর্বাদ মনে করেছেন, অন্যজন জার্মান সাম্রাজ্যবাদকে। একজন দেখেছেন বিড়লা-বাজাজ-সারাভাইয়ের স্বার্থ, অন্যজন তাঁদের সঙ্গে ইস্পাহানিরও।
  • এলেবেলে | 230123.142.67900.125 | ২৯ এপ্রিল ২০১৯ ২৩:১০382634
  • জালিয়ানওয়ালাবাগ সম্পর্কে সুভাষের নিস্পৃহতার যে কারণ অর্জুন অভিষেক দেখিয়েছেন তা ধোপে টেকে না। তিনি লিখেছেন, '১৯১৯ এ জালিয়ানয়ালা বাগ ঘটনার ঠিক আগে, পরে সুভাষচন্দ্র নিজেই এক ব্যক্তিগত সঙ্কটের মধ্যে ছিলেন। ওটেন অধ্যায়ের পরবর্তীকাল সেটা। প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কৃত হবার পরে এক বছর নষ্ট গেছিল। দর্শন শাস্ত্রে অনার্সে ভাল ফল করলেও ভবিষ্যৎ নিয়ে যেকোনো যুবার মতই দুশ্চিন্তায় ছিলেন। সেটাই স্বাভাবিক।'

    না, স্বাভাবিক নয়। প্রেসিডেন্সি থেকে বিতাড়িত হয়ে জানকীনাথের নির্দেশে এবং আশুতোষের সহায়তায় তিনি স্কটিশে ভর্তি হন। সেখানে তিনি সুবোধ বালক হয়েই ছিলেন। তারপর দর্শনে ফার্স্ট ক্লাস সেকেন্ড হন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে এক্সপেরিমেন্টাল সাইকোলজি নিয়ে মাস্টার্সে ভর্তিও হয়েছিলেন। বিপ্লবী আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখতেই জানকীনাথ তাঁকে আই সি এস পড়তে পাঠান। কোনও ব্যক্তিগত সংকটই ছিল না আদতে।
  • Atoz | 125612.141.5689.8 | ২৯ এপ্রিল ২০১৯ ২৩:১৯382635
  • এলেবেলে, এইসব রায়বাহাদুরগিন্নীদের অবস্থাটা একবার দেখুন! নিজেরা বছর বছর বিয়োতে বাধ্য হয়(কেউ কেউ মরে টরেও যায় বাচ্চা পয়দা করতে গিয়ে), অথচ পুত্রবধূদের একতা কাপুরীয় টাইপের অত্যাচার করে!
  • অর্জুন অভিষেক | 671212.72.892312.87 | ২৯ এপ্রিল ২০১৯ ২৩:৪৫382636
  • @এলেবেলে, প্রথমে আলোচনাটাকে আলোচনায় ফেরানোর জন্যে আপনাকে ধন্যবাদ।

    'আপনি সুভাষ নিয়ে যে রকম উলুতপুলুত হয়েছিলেন ভাটিয়ালিতে তাতে তাঁর বাবাকে দোষ দিচ্ছেন কেন? এটা তো আমবাঙালির সুভাষদর্শন -' হা হা, ওটা ছিল নেহাতই আলোচনাটাকে উস্কে দেবার জন্যে। কারণ একটা প্রতিপক্ষ তৈরি না হলে বিষয়টা নিয়ে শুধু ভাঁটিয়ে কি লাভ! আমার ধারণা আপনি তো বটেই, এখানে আরও কয়েকজন এই বিষয়ে নূতন করে আলোকপাত করতে পারবেন।

    Indian Pilgrim থেকে quote গুলো দিলাম, সেটা থেকে সুভাষচন্দ্রের পারিবারিক আর্থসামাজিক অবস্থানটা তুলে ধরেছিলাম। বঙ্গভঙ্গ আন্দোলনের পরে পরেই যে তরুণরা জাতীয়তাবাদী আন্দোলনে এগিয়ে এসেছিলেন, সুভাষচন্দ্র ছিলেন তাদের চাইতে অনেকটাই ভিন্ন।

    আর রবি ঠাকুরকে লেখা অমিয় চক্রবর্তীর চিঠির অংশটা দিয়েছিলাম @সৈকত-দা'র ১ নম্বর প্রশ্নের উত্তর স্বরূপ বলা ভাল কিছু রেফারেন্স। গান্ধী- সুভাষের জনমানসে গ্রহণযোগ্যতা বিষয়টা কিন্তু এই আলোচনায় খুব গুরুত্বপূর্ণ বলেই মনে হয়েছে।

    সকালে আপনি যে পয়েন্টগুলো তুলে ধরেছেন সেই নিয়ে আলোচনা এগিয়ে চলুক।

    @আতোজ'র কথায় শুধু উনি নন, আমিও 'নির্মল আনন্দ' পাচ্ছি কিন্তু আমার 'পিছনে লাগার' কারণটা সত্যিই অন্ধকারে।
  • Ishan | 89900.222.34900.92 | ২৯ এপ্রিল ২০১৯ ২৩:৪৯382637
  • এলেবেলে। আমাকে কী প্রশ্ন করা হয়েছে তাইই বুঝলামনা যে। :-( আপনি যদি দ্বিমত হন তো অবশ্যই পয়েন্ট গুলো কাটুন।
  • অর্জুন অভিষেক | 671212.72.892312.87 | ২৯ এপ্রিল ২০১৯ ২৩:৫১382638
  • @এলেবেলে, প্রভাবতী বসুর 'কনে দেখা'র যে গল্পটা বললেন, ওটি তার পৌত্তুর শিশির বসুর 'বসুবাড়ি' তে আছে! মাপ করবেন, বসু'রা ছিলেন খাস বনেদী ঘটি পরিবার! ঃ-) ঃ-)
  • অর্জুন অভিষেক | 671212.72.892312.87 | ৩০ এপ্রিল ২০১৯ ০০:৪৫382639
  • একদম কোনো সঙ্কট ছিলনা এটা হলপ করে বলা যাচ্ছে কি?

    ' I was expelled from the Presidency College. I appealed to the University for permission to study
    in some other college. That was refused. So I was virtually rusticated from the University.
    What was to be done? Some politicians comforted
    me by saying that the Principal’s orders were ultra vires since the Committee of Enquiry had taken over all his powers. All eyes were turned to the Committee. The Committee was presided over by Sir Asutosh Mukherji, former Vice—Chancellor and Judge of the High Court. Naturally we expected justice.

    এর কমিটির মিটিং বসল। সেখানে সুভাষই ছাত্র পক্ষের একমাত্র প্রতিনিধি।

    I was one of those who had to represent
    the students’ case. I was asked a straight question। Whether I considered the assault on Mr O. to be justified. My reply was that though the assault was not justified, the students had acted under great provocation. And I then proceeded to narrate seriatim the misdeeds of the Britishers in Presidency College during the last few years. It was a heavy indictment, but wiseacres thought that by not unconditionally condemning the assault on Mr O. I had ruined my own case. I felt, however, that I had done the right thing regardless of its effect on me. I lingered on in Calcutta hoping against hope that something favourable would turn up. The Committee submitted its report and there was hardly a word in favour of the students. Mine was the only name singled out for mention—so my fate was sealed. Meanwhile the political atmosphere in Calcutta grew from bad to worse.
  • এলেবেলে | 230123.142.67900.125 | ৩০ এপ্রিল ২০১৯ ০১:৩৬382641
  • @সৈকত বা @ঈশান - সাহিত্যিককে যে নামে ডাকো! আমার প্রশ্নগুলো খুব তাড়াহুড়োয় করা, এখন প্রাঞ্জল করি।

    ১) কংগ্রেস কেন ফজলুল হককে মুসলিম লিগের দিকে ঠেলে দিয়েছিল? সুভাষ কি সেই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন?

    ২) '১৯৩৮ এর শুরুর দিকে নির্বাচিত হন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি হিসেবে'। নির্বাচিত না মনোনীত? আদৌ নির্বাচন হয়েছিল ১৯৩৮এ?
    'একই সঙ্গে তাঁর একটি র‍্যাডিক্যাল বাম ঘরানার আদর্শও ছিল'। কীসের ভিত্তিতে এই সিদ্ধান্তে আসছেন? সুভাষ বামবিরোধিতার একাধিক নজির রেখেছেন যেখানে।

    ৩) 'কৃষকের অধিকার, শ্রমিকের অধিকার, এই পরিপূর্ণ বাম অ্যাজেন্ডাগুলিও তাঁর বৃহত্তর লক্ষ্যে ছিল।' বেশ, ধরে নিলাম ছিল। সেগুলি পূরণ করার তাগিদ তাঁর কতটা ছিল? আদৌ ছিল কি?

    ৪) র‍্যাডিক্যাল দৃষ্টিভঙ্গী দক্ষিণপন্থী নেতৃত্বের জানা সত্ত্বেও তিনি ৩৮এ সভাপতি হলেন কেন?

    ৫) পন্থ প্রস্তাবে তাঁর মনোভাব সত্যিই কি অতটা বৈপ্লবিক ছিল? তিনি কি আপসের কোনও চেষ্টাই করেননি?

    ৬) সাম্প্রদায়িকতার ঘরানাকে তিনি আদৌ ভাঙতে আগ্রহী হয়েছিলেন কি?

    ৭) ফান্ডিং নিয়ে আপনাকে ঠিক প্রশ্ন করিনি, জানতে চেয়েছি।

    আমি কাটতে ততটা আগ্রহী নই যতটা এ বিষয়ে আপনার থেকে জানতে। মূল লেখাটা আপনার, আগে আপনিই লিখুন।
  • এলেবেলে | 230123.142.67900.125 | ৩০ এপ্রিল ২০১৯ ০১:৪২382642
  • না, @অর্জুন অভিষেক, ব্যাপারটা অত জটিল নয়। সুভাষ বিতাড়িত হলেন, পড়তে চাইলেন ইংল্যান্ডে। কিন্তু তাঁর ছেলেকে বহিষ্কার করার ব্যাপারটা জানকীনাথের আঁতে প্রচণ্ড ঘা দিয়েছিল। তিনি সুভাষকে কলকাতাতেই পড়া চালিয়ে যেতে বললেন। তারপরেই আশুতোষের সহায়তায় স্কটিশে ভর্তি এবং উত্তীর্ণ হওয়া। কিন্তু তার জন্য জালিয়ানওয়ালাবাগ নিয়ে কিছু বলা যাবে না - এ আবার কেমন কথা?
  • Atoz | 125612.141.5689.8 | ৩০ এপ্রিল ২০১৯ ০২:০৫382643
  • @অর্জুন,
    ঐ যে "Lying on the bunk in the train at night I reviewed the
    events of the last few months. My educational career was at an end, and my future was dark and uncertain."
    এটা কখন ও কোথায়? ট্রেনে করে কোথা থেকে কোথায় যাচ্ছিলেন সুভাষ?
  • Atoz | 125612.141.5689.8 | ৩০ এপ্রিল ২০১৯ ০২:১০382644
  • আর
    'One evening, when my father was in Calcutta, he
    suddenly sent for me. I found him closeted with my second brother, Sarat. He asked me if I would like to go to England to study for the Indian Civil Service. If I agreed I should start as soon as possible. I was given twenty—four hours
    to make up my mind. It was an utter surprise to me. I took counsel withmyself and, within a few hours, made up my mind to go.

    এইটা কবে? স্কটিশ পর্বের পরেই? নাকি মাঝে আরো কিছু সময় কেটেছে?
  • Ishan | 89900.222.34900.92 | ৩০ এপ্রিল ২০১৯ ০৮:০৭382645
  • আমার যদ্দূর জানা আছে লিখব। কিন্তু কোটি কোটি জিনিসে বাণী বিতরণ করে হাতে ব্যথা। :-) একটু টাইম দিন। কাল নাগাদ লিখছি।
  • S | 458912.167.34.76 | ৩০ এপ্রিল ২০১৯ ০৮:১৮382646
  • আচ্ছা এই নির্মোহ বিশ্লেষণের প্রয়োজনটা কি? মানে প্রাচীন মনিষীদের প্রতি মোহময় থাকলে অসুবিধেটা কোথায় হচ্ছে?
  • Amit | 340123.0.34.2 | ৩০ এপ্রিল ২০১৯ ০৮:৩২382647
  • উঁহু, মোহ থাকলেই পঞ্চ ম-কারের বাকি গুলো পেছন পেছন আসবে :) :) চান্স নেওয়া যাবে না।
  • / | 457812.254.892312.170 | ৩০ এপ্রিল ২০১৯ ১০:৩৩382648
  • রিয়েলি? পঞ্চ ‘ম’-এর একটা ম স্ট্যান্ডস ফর মোহ? ইন্টারেন্স্টিঙ্গ!
  • Amit | 340123.0.34.2 | ৩০ এপ্রিল ২০১৯ ১০:৪১382649
  • মোহ নয়? মদ, মোহ, মাৎসর্য, আর যেন কি কি সব ছিল। ভুলে গেছি মাইরি।
  • dc | 232312.174.6789.222 | ৩০ এপ্রিল ২০১৯ ১০:৫০382650
  • আরেকটা ছিল মাংস।
  • Amit | 340123.0.34.2 | ৩০ এপ্রিল ২০১৯ ১০:৫৯382652
  • দ্যুৎ, মাংস হতেই পারে না। সেকালে মুনি ঋষি রা নিজেরাই নধর, কচি গরুর কাবাব খেতেন।

    যাক গে, এসব নিয়ে পড়লে টোয়ি বেলাইনে হয়ে যাবে।
  • অর্জুন অভিষেক | 340123.212.124523.227 | ৩০ এপ্রিল ২০১৯ ১১:০৭382653
  • @এলেবেলে, আহা! আপনি মনের আনন্দে আলোচনা করুন। আপত্তি কিসের! আপনি অলরেডি বেশ কিছু পয়েন্ট তুলে ধরেছেন। সুভাষচন্দ্রের নিজের লেখা 'An Indian Pilgrim' থেকে ১৯১৬- '১৯ সময়সীমা পর্যন্ত তার জীবনের অধ্যায়টা তুলে ধরেছি মাত্র। জালিয়ানয়ালাবাগ নিয়েও একটা লেখা আছে তার। তবে জালিয়ানয়ালাবাগের ঘটনায় রবীন্দ্রনাথ ব্যতীত আর কে রিঅ্যাক্ট করেছিলেন লবুন তো! সব তো মুখে কুলুপ এঁটে ছিল। রবীন্দ্রনাথ যখন তার 'চিত্ত' (চিত্তরঞ্জন দাশ)কে এই নিয়ে আন্দোলনের ডাক দিতে বললেন তিনিও কিছু বলেননি। গান্ধীর উক্তি তো আপনি জানেন!

    কিছুদিন আগে জালিয়ানয়ালাবাগ হত্যাকাণ্ডের শতবর্ষ উপলক্ষে আমার একটা লেখায় লিখেছিলাম যে এই ঘটনা মূলধারার জাতীয়তাবাদী আন্দোলনে বিশেষ প্রভাব ফেলেছিল কিনা , সে নিয়ে আমার সন্দেহ আছে যথেষ্ট!
  • অর্জুন অভিষেক | 340123.212.124523.227 | ৩০ এপ্রিল ২০১৯ ১১:১২382654
  • 'মোহ' ব্যাপারটা কখনই ভাল নয়, তবে কাল @b যেটা বললেন সেটাও ঠিক। 'নির্মোহ' হতে গিয়ে শেষে "নিখুঁত কোট প্যান্ট টাই পরে বিলেতের ফুটপাতের কিনারায় বসে বসে পা দোলাতে হবে" সেটাও একদম ঠিক নয়। ঃ-)
  • র২হ | 342323.176.78900.212 | ৩০ এপ্রিল ২০১৯ ১১:২৫382655
  • এহ পঞ্চমকার আর ষড়রিপুতে গোলাচ্ছেন। মোহ রিপু, মাংস মকার। ওভারল্যাপ আছে এদিক ওদিক। কাম রিপু, ওদিকে মকার হলো মৈথুন।

    এই প্রসঙ্গে আমার কিয়ানু রিভস মর্গান ফ্রিম্যান (আর নিকোল কিডম্যান?) এর সেভেন সিনেমাটা মনে পড়লো। আগে নন্দনে বেশ বিদেশী সিনেমাপত্র আসতো (এখনো আসে হয়তো)। আমার এক বন্ধু মা বাবাকে নিয়ে শেকস্পিয়র ইন লাভ দেখতে গিয়ে বিড়ম্বনার একশেষ। খোঁজখবর না নিয়ে ভেবেছিল নন্দনে নিরাপদ সিনেমা হবে।

    যাগ্গে ব্যাক টু নেতাজী।
  • Amit | 340123.0.34.2 | ৩০ এপ্রিল ২০১৯ ১১:৩৫382656
  • বাবা মাকে নিয়ে ওই সিনেমা। শখ আছে মাইরি।

    শোনা গল্প, এক পাবলিক বাবা মা বৌ সবাইকে নিয়ে এরকম মুভি দেখতে গেছে। নতুন বৌ লজ্জায় মাথা নিচু করে বসে আছে ঐসব দৃশ্যে। এমন সময় শাশুড়ি তাকে খোঁচা মেরে বললেন, "বৌমা, বিছানার চাদরটা দেখেছো, কি দারুন ডিজাইন। তোমরাও কেন না কেন ? "

    জয় নেতাজি। ব্যাক টু স্কোয়ার ওয়ান।
  • dc | 232312.174.6789.222 | ৩০ এপ্রিল ২০১৯ ১১:৪৩382657
  • মোহ মোহ কে ধাগে গানটা মনে পড়ে গেল। এনিওয়ে, হ্যান্ডিং ওভার টু নেতাজি।
  • অর্জুন অভিষেক | 340123.212.124523.227 | ৩০ এপ্রিল ২০১৯ ১২:২৫382658
  • হা হা । 'শেক্সপীয়ার ইন লভ' বোধহয় রিলিজ করেছিল আমি যে বছর এইচ এস দিলাম। এক বন্ধুর সঙ্গে দেখতে গিয়েছিলাম নন্দনে । তবে টিভিতে ইংরেজি দৃশ্যে সবসময় দেখতাম, হয় বাবার কোনো কাজ পড়ত বা আমরাই উঠে পড়তাম, নইলে বাবা 'দেখি একটু খবরটা দেখি' বলে অন্য চ্যানেল ঘোরাত। ঃ-) ঃ-)
  • এলেবেলে | 230123.142.1278.217 | ৩০ এপ্রিল ২০১৯ ১২:৩১382659
  • 'নির্মোহ' হতে গিয়ে শেষে "নিখুঁত কোট প্যান্ট টাই পরে বিলেতের ফুটপাতের কিনারায় বসে বসে পা দোলাতে হবে" আহা সত্যিই যদি এমন হয় মানে বিনি মাগনায় বিলেত যাওয়া যেখানে কিনা জুতো পালিশওয়ালাও ঝরঝরে ইঞ্জিরি বলে তাহলে এলেবেলে প্রতি বছর নিয়ম করে একটা নির্মোহ ব-এর টই খুলবে। গ্র্যান্টি!
  • এলেবেলে | 230123.142.1278.217 | ৩০ এপ্রিল ২০১৯ ১২:৩৭382660
  • অ্যাতোজ কিচ্ছু পড়ছেন্নাকো, শুধু নির্মল আনন্দ নিচ্ছেন! না হলে জিজ্ঞাসা করেন 'এইটা কবে? স্কটিশ পর্বের পরেই? নাকি মাঝে আরো কিছু সময় কেটেছে?' এর উত্তর তো আমার 29 Apr 2019 -- 11:10 PM এই দেওয়া আছে।
  • অর্জুন অভিষেক | 340123.212.124523.227 | ৩০ এপ্রিল ২০১৯ ১৭:৩৭382661
  • @আতোজ, 'Lying on the bunk in the train......' এই উদ্ধৃতিটি প্রেসিডেন্সি কলেজ থেকে এক্সপেল হবার পরে ১৯১৬ সালে, যখন ছাত্র কৃতকর্মের বিচারে কমিটি গঠন হল। জানকীনাথ- প্রভাবতী তখনও কটকে। সুভাষচন্দ্র বাবা-মা'র সঙ্গে যাচ্ছিলেন।

    ''One evening, when my father was in Calcutta... ১৯১৯ সালে স্কটিশচার্চ কলেজ থেকে দর্শনে অনার্সে প্রথম শ্রেণীতে দ্বিতীয় হবার পরে। Experimental psychology নিয়ে এম এ তে ভর্তি হবেন ভাবছেন সেই সময়ে।
  • অর্জুন অভিষেক | 340123.212.124523.227 | ৩০ এপ্রিল ২০১৯ ১৭:৫৩382663
  • জালিয়ানয়ালাবাগ প্রসঙ্গে সুভাষচন্দ্র লিখেছেন

    'When I left India the Jallianwalla Bagh massacre at
    Amritsar had already taken place. But hardly any news of it had travelled outside the Punjab. Punjab was under martial law and there was a strict censorship on all news sent out from that province. As a consequence, we had heard only
    vague rumours of some terrible happenings at Lahore and Amritsar. One of my brothers who was then working at Simla brought us some news—or rather rumours——about the Punjab happenings and also about the Anglo-Afghan war in which the Afghans had got the better of the British. But on the whole the public were ignorant of what had been going on in the north—west, and I sailed for Europe in a complacent mood.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন