এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ঝিঁঝিঁ বর্ষাকাপ ২০১৯

    S
    অন্যান্য | ১৯ জুন ২০১৯ | ৩৬১৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বেঙ্গলী | 237812.69.453412.236 | ২৩ জুন ২০১৯ ১৫:৩৪383332
  • আজ পাকিস্তান ভালই শুরু করেছে। দক্ষিণ আফ্রিকার কেমন কাঁধ ঝুলে গেছে লাগছে।
  • জয় | 124512.101.450112.246 | ২৩ জুন ২০১৯ ১৭:৫৭383333
  • আজ ভালো পাকিস্তান টিমটা মাঠে এসেছে
  • জয় | 237812.69.4556.248 | ২৩ জুন ২০১৯ ১৮:০৩383334
  • বাবর আজমটা ভালো ক্লাসিক্যাল ব্যাট। কিন্তু হ্যারিস সোহেলটা কোথায় ছিল? কি স্টাইলিশ বাঁহাতি ব্যাট!
    শিখর চলে যাওয়ার পর কি ইন্ডিয়া বাঁহাতি-ডানহাতি কম্বিনেশন মিস করছে? পন্থ থাকলে আফগান স্লো বোলার এমন মাথায় চাপতে পারত?
  • বেঙ্গলী | 237812.68.454512.156 | ২৩ জুন ২০১৯ ২২:২৫383335
  • দক্ষিণ আফ্রিকার এ দশা সহ্য হচ্ছে না। শ্রীলঙ্কার সাথে টেস্ট সিরিজ হারার পর থেকে যে মেঘ ডাকতে শুরু করেছে, তার থেকে এখন প্রবল বর্ষণ চলছে। বন্ধুবান্ধব মাঝে মাঝেই ওদের সংরক্ষণ ব্যবস্থার ওপর সব দায় চাপিয়ে দেয়। কিন্তু কালো চামড়ার যারা আছে, তারাই তো দেখি তাও ভালো খেলছে। লুঙ্গি, রাবাদা, আন্ডিল মন্দের ভালো, মাঝের ডাসেন, মিলার, মার্করাম কোনো দলেই থাকার যোগ্য না। ডুমিনি আর আমলা আগের এক শতাংশও না আর। জিম্বাবুয়ে কেনিয়া একেবারে হারিয়ে গেছে, আশা করব প্রোটিয়া যেন টিকে যায়।
  • S | 890112.162.564523.207 | ২৪ জুন ২০১৯ ১৩:৩৫383336
  • পাকিস্তানকে সেমিফাইনালে উঠতে গেলে বাংলাদেশ, আফঘানিস্তান ছাড়াও নিউজিল্যান্ড ম্যাচ জিততেই হবে। নিউজিল্যান্ড ইতিমধ্যেই ১১ পয়েন্ট পেয়ে রয়েছে এবং রান রেটে হয়তো পাকিস্তানের উপরেই শেষ করবে। কিন্তু ইংল্যন্ড যদি অজি, ইন্ডিয়া, আর কিউইজদের মধ্যে অন্তত দুটো ম্যাচ না জেতে তাহলে সেমিফাইনালে ওঠা কঠিন হয়ে যাবে (এখন ৬টি ম্যাচে পয়েন্ট ৮)।

    বাংলাদেশের পক্ষে সেমিফাইনালে ওঠা কঠিন হয়ে গেছে। পাকিস্তান, আফঘানিস্তান ছাড়াও ভারতকে হারাতে (অন্তত টাই) করতে হবে। এবং আশা করতে হবে যাতে ইংল্যন্ড আর একটি ম্যাচের বেশি না জেতে। মনে রাখতে হবে যে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে কেবলমাত্র একটি দেশই ওঠার সম্ভাবনা আছে। তাই ৫ই জুলাই পাক-বাংলা ম্যাচ খুব গুরুত্বপুর্ণ।

    ওয়েস্ট ইন্ডিজের সামনে আফঘানিস্তান, শ্রীলন্কা ছাড়াও ভারত। তিনটে ম্যাচ জিতলেও হবে ৯ পয়েন্ট। ইংল্যন্ড যদি তিনটে ম্যাচই হেরে যায়, তাহলে সম্ভব। বিগ ৪ ছাড়া একমাত্র ওদেরই রানরেট এখন পজিটিভ। কিন্তু ইংল্যন্ড তিনটে ম্যাচ হারলে অন্য কোনও দেশের সেমিতে ওঠা সহজতর হয়ে যাবে।

    শ্রীলন্কা যদি দঃ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইন্ডিয়ার বিরুদ্ধে তিনটে বা এমনকি দুটো ম্যাচে (প্রেফারেবলি প্রথম দুটো) জেতে তাহলেও ১০ পয়েন্ট নিয়ে আশা থাকবে। দক্ষিন আফ্রিকা ৭ ম্যাচে পেয়েছে ৩ পয়েন্ট, অতেব সেমিফাইনাল থেকে বাদ। আফঘানিস্তানও বাদ।

    কে কে সেমিফাইনালে উঠতে পারে সেটা হিসাব করতে গেলে দেখতে হবে বিগ ৪এর মধ্যে কে কে সেমিফাইনালে উঠতে পারবে না (মোট সীট সংখ্যা যেখানে ৪)। ইংল্যন্ডের কাজ এখন খুব কঠিনঃ সামনে সবকটি বড় দল, যাদের কেউ চাইবেনা ইংল্যন্ডের মতন শক্তিশালী দল সেমিতে উঠুক। নিউজিল্যান্ডের সামনে আছে অস্ট্রেলিয়া, ইংল্যন্ড এবং পাকিস্তান। কিন্তু তারা ইতিমধ্যে ১১ পয়েন্ট পেয়ে রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে, রানরেটও ভালো। ফলে আগামী তিনটে ম্যাচ হারলেও সেমিতে জায়্গা পাকা।

    ভারতের সংগ্রহ ৫ ম্যাচে ৯ পয়েন্ট। সামনে শ্রীলন্কা, বাংলাদেশ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যন্ড। পয়েন্ট তোলার অনেক সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়ার সামনে ইংল্যন্ড, নিউজিল্যন্ড, দঃআফ্রিকা। একটা ম্যাচ জিতলেই ১২ পয়েন্ট এবং সেমিতে জায়্গা।

    শুনছি যে বৃষ্টির সম্ভাবনা কমেছে। ফিঙ্গার ক্রস্ড। দেখা যাক।

    তবে একটা জিনিস খেয়াল করবেন যে ইংল্যন্ড, নিউজিল্যান্ড, এবং অস্ট্রেলিয়া (অর্থাত ইন্ডিয়া ছাড়া বাকি বড় দলগুলো) কাল থেকে নিজেদের মধ্যে খেলতে শুরু করবে। এই খেলাগুলো যেমন একদিকে সেমিতে কে কার সঙ্গে খেলবে নির্ধারণ করবে, তেমনই এর ফলে পয়েন্ট টেবলে অনেকে থমকে যেতে পারে।
  • বেঙ্গলী | 237812.69.563412.9 | ২৫ জুন ২০১৯ ০৮:১৪383337
  • বাংলাদেশ কী করবে বলা মুশকিল, তবে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হওয়ার দিকে বড় বড় পায়ে এগিয়ে এসেছে শাকিব। কালকের ৫১ আর ৫/২৯ যেকোনো পর্যায়ে ড্রিম পারফরম্যান্স। বাংলাদেশের মিডল আর লোয়ার মিডল অর্ডার বেশ মজবুত। যেটা ভোগাবে, নতুন বলে ধার নেই, মাশরাফি নিজেই দলের অন্যতম উইক লিঙ্ক। আর ওপেনাররা কনভিনসিং নয়, যদিও সৌম্য আর তামিম এক দুটো খেলায় রান পেয়েছে।
    লিগে আপাতত ভারত মনে হয় সবচেয়ে আনন্দদায়ক অবস্থায়। ধোনি ফর্মে থাকলে এটাই সবচেয়ে ভয়ংকর দল বলা যেত। অপরাজেয় হয়ে সেমিতে যাওয়ার উজ্জ্বল সম্ভাবনা। আজ ইংল্যান্ড জিতলে পরের ভারত ইংল্যান্ড খেলাটা খুব উপভোগ্য হবে।
  • aranya | 237812.68.5667.65 | ২৫ জুন ২০১৯ ০৮:২৭383338
  • সাকিব জাস্ট টু গুড। খুবই খুশী হব যদি বাংলা দেশ শেষ চারে যায়, ক্ষীণ আশা যদিও
  • বেঙ্গলী | 236712.158.8956.242 | ২৫ জুন ২০১৯ ১০:২৬383339
  • খুবই ক্ষীণ। পাকিস্তান আর ভারত অতি কঠিন প্রতিদ্বন্দ্বী। আর দুটোই না জিতলে সম্ভাবনা মিনিমাম। অন্তত একটা জিতলে খাতায় কলমে সম্ভব। তুলনায় পাকিস্তান দুর্বল দল, মানে ভারতের চেয়ে। কিন্তু ফখর আর বাবর দাঁড়িয়ে গেলে খুব বিপজ্জনক, পরের স্তরে হ্যারিস আর ইমাম। এ ছাড়া প্রফেসর হাফিজ। স্পিনটা সবাই ভালো খেলে। লেফট রাইট কম্বিনেশন আছে। বাংলাদেশের বোলারদের কাজটা কঠিন। উল্টোদিকে মহম্মদ আমীর একদম বহুবছর আগের ফর্ম দেখাচ্ছে। সাপোর্টে ওয়াহাব হাসান মোটামুটি। তাও, চেজ করতে হলে ৩০০র কম রানে বাংলাদেশের একটা আশা থাকে।
    যাই হোক, এবারের কাপে শাকিব আল হাসান এখনও অব্দি ৪৭৬ রান আর ১০ উইকেট। এর কাছের পারফরম্যান্স ছিল যুবরাজের ৩৬২ আর ১৫, বা ক্লুজনারের ২৮১ আর ১৭। এর দুটো খেলায় গতপাঁচেক উইকেট আর ২৪ মতো রান করে নিতে পারলে ব্যক্তিগতভাবে শাকিবের অনন্য নজির হয়ে থাকবে।
  • Kaju | 236712.158.9001212.26 | ২৫ জুন ২০১৯ ১৪:১৪383340
  • কালকে লিটনের ডায়রেক্ট হিটে রান আউট করা আর এর আগে কোট্রেলের ডায়রেক্ট হিটে স্ট্রাইকার-প্রান্তের উইকেট ছিটকে দেয়া - বহুদিন ভুলব না।
  • S | 890112.162.564523.225 | ২৫ জুন ২০১৯ ২২:৩৯383342
  • অস্ট্রেলিয়া আজ ইংল্যন্ডকে হারিয়ে কার্যত চলে গেলো সেমিফাইনালে। ৭ খেল্যায় ১২ পয়েন্ট পেয়ে লীগ টেবিলের শীর্ষে। ভারতের সংগ্রহ ৫ খেলায় ৯ পয়েন্ট। অনেকগুলো বড় অঘটন না ঘটলে সেমিতে যাওয়া প্রায় নিস্চিত। নিউজিল্যান্ডের সংগ্রহ ৬ খেলায় ১১ পয়েন্ট। সামনে সবকটি কঠিন খেলা থাকলেও রান রেট ভালো হওয়ার কারণেই শুধু তারা চলে যেতে পারে সেমিতে।

    ইংল্যন্ডের কাজটা খুব কঠিন হয়ে গেলো। ৭ ম্যাচের পর তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। পরপর দুটো ম্যাচ হারলো এই বিশ্বকাপের ফেবারিট টীম। সামনে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া। দুটো ম্যাচ জিতলে তবেই সেমিতে জায়্গা। একটা হারলেই বাংলাদেশ বা পাকিস্তান জায়্গা করে নিতে পারে সেমিতে।
  • nt | 237812.69.5656.159 | ২৫ জুন ২০১৯ ২৩:১০383343
  • সামনে ইন্ডিয়া আর বাংলাদেশ
  • S | 890112.162.564523.207 | ২৫ জুন ২০১৯ ২৩:২৩383344
  • * সামনে ইন্ডিয়া আর নিউজিল্যান্ড
  • nt | 236712.158.015612.135 | ২৫ জুন ২০১৯ ২৩:২৬383345
  • ও হো রাইট
  • S | 890112.162.674523.112 | ২৬ জুন ২০১৯ ০০:১৬383346
  • কতগুলো সিনারিওঃ

    ১) কালকের ম্যাচে পাক কিউইজদের হারিয়ে দিলো (১৯৯২?)। বাকিদুটো ম্যাচেও (বাংলা আর আফ) জিতলো। মোট পয়েন্ট হলো ১১।
    ক) ইংল্যন্ড বাকি দুটো ম্যাচের (ইন্ডিয়া আর কিউইজ) মধ্যে একটা হারলো। ইংল্যন্ড আউট, পাকিস্তান ইন।
    খ) ইংল্যন্ড বাকি দুটো ম্যাচই জিতলো। ইংল্যন্ড ইন। পাকিস্তান/কিউইজদের মধ্যে একজন - রান রেট অনুযায়ী।

    ২) কাল পাক হেরে গেলো। কিন্তু পরের দুটো ম্যাচ জিতলো। তাহলে ইংল্যন্ডও যদি পরের দুটো ম্যাচ হেরে যায়, তাহলে পাকিস্তান মাত্র ৯ পয়েন্ট নিয়েও সেমিতে (১৯৯২)।

    ৩) পাক কালকে হারলো। বাংলার কাছেও হারলো। পাক তাহলে আউট।
    ক) বাংলাদেশ উঠতে পারে যদি তারা ভারতকেও হারিয়ে দেয়। ইংল্যন্ড একটা বা দুটো ম্যাচই জিতলো, কিচ্ছু যায় আসেনা। রানরেট কাজে আসবে।
    খ) ইংল্যন্ড দুটো ম্যাচই হারলো।

    ইংল্যন্ড পরের দুটো ম্যাচই হেরে গেলে অন্য কেউ উঠছেই সেমিতে। একটা ম্যাচ হারলেও বাংলা/পাকের মধ্যে একজন উঠতে পারে। দুটো ম্যাচই জিতলে বিগ ৪ সেমিতে খেলবে মনে হচ্ছে (পাক ভার্সেস কিউইজদের রানরেট কাজে আসতে পারে)।
  • Amit | 237812.68.6789.111 | ২৬ জুন ২০১৯ ০৫:৫৯383347
  • জয় গুরু। ওয়েস্ট ইন্ডিজ কে কালকে কোনো মতে হারাতে পারলেই আর লাস্ট ইংল্যান্ড ম্যাচ টার আশায় বসে থাকতে হবে না। নিউ জিলান্ড ম্যাচটা বৃষ্টি তে ভেস্তে না গেলে এতো দিন ও অপেক্ষা হতো না হয়তো। বেশি টেনশন এ খুব ভালো টিম ও ফেল মেরে যায়। আশা করি এবার সেটা হবে না।

    বহু বছর পরে একটা ইন্ডিয়া টিম খেলছে যাদের ব্যাটিং বোলিং ফিল্ডিং সব কিছু একদম ব্যালান্স। রিসার্ভ বেঞ্চ টপ অর্ডার এ আছে। এবার যেন সব ঠিক ঠাক হয়।
  • বেঙ্গলী | 236712.158.8956.98 | ২৬ জুন ২০১৯ ০৭:৫৭383348
  • ভারতের একটা জায়গায় উদ্বেগ আছে। ৩০/৩ বা ৫০/৪ হয়ে গেলে তারপর আড়াইশো তোলার লোক আছে কিনা সেই বিশ্বাসটা পাচ্ছি না।
  • Amit | 237812.68.6789.105 | ২৬ জুন ২০১৯ ০৯:২০383349
  • ভালো টিম মানে ১০০-% অপরাজেয় তো আর নয়। খারাপ দিন আসতেই পারে, এলে যে কেও হারবে। ইন ফ্যাক্ট ৩০-৩ বা ৫০-৪ হলে বেশির ভাগ টিমই বেশ চাপে পড়ে যাবে রিকভার করতে।

    কিন্তু ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ এখনো অব্দি ভালো খেলছে, আফগান ম্যাচ টা বাদ দিলে। বোলোইং ও ভালোই। এবার বাকিটা ভাগ্য। একবার সেমি তে পৌঁছে গেলে চারটে টিম এর যে কেও কাপ জিততে পারে। যার সেদিন সব ক্লিক করে গেলো, ব্যাস।
  • a | 236712.158.891212.17 | ২৬ জুন ২০১৯ ১০:৪৩383350
  • ৩০/৩ না ১৫০/৩ হয়ে গেলে সেখান থেকে ৩০০ তোলার লোক
    কই? ২৫০/৩ থেকে ৩২৫ তুলে দেবার লোক আছে ।
  • sei | 236712.158.891212.33 | ২৬ জুন ২০১৯ ১২:০৬383351
  • ধোবিকে বয়ে বেড়ানোর কোনো মানে হয় না।
  • Amit | 236712.158.891212.249 | ২৬ জুন ২০১৯ ১২:৫১383353
  • একটা ম্যাচ বাজে খেলেই ধোনি কে খরচের খাতায় ? এই তিন চার মাস আগেই অস্ট্রেলিয়া তে ও দারুন খেলে কয়েকটা ম্যাচ জিতিয়েছে।
  • a | 236712.158.9001212.20 | ২৬ জুন ২০১৯ ১৪:৩৫383354
  • ধোনিকে নিয়ে প্রশ্ন নেই। রাহুল আর শিখর দুজনে থাকলে ভালো কম্বি ছিল। এখন রহুলের জায়্গয় বিজয় শন্কর খেলছে কিন্তু সে অলরাউন্ডার। ৪ টে ব্যাটসম্যান ৪ টে বোলার দুটো অলরাউন্ডার একটা উইকেটকিপার তো মিনিমাম
  • sei | 236712.158.9001212.14 | ২৬ জুন ২০১৯ ১৫:৪৯383355
  • ধোবি যোগ্যতার থেকে অনেক বেশি রিকগনিশন পেয়েছে।আর কতদিন পন্থের জায়গা ব্লক করে থাকবে।
  • a | 236712.158.891212.137 | ২৬ জুন ২০১৯ ১৬:২৬383356
  • ধোনি এখনো বেস্ট কিপার। পন্থ এর থেকে অনেক এগিয়ে
  • Kaju | 236712.158.891212.167 | ২৬ জুন ২০১৯ ১৬:৪৩383357
  • এখনো ধোনির স্টাম্পিঙের যা সুইফটনেস, সে পেতে পন্থের অনেক দেরি আছে। আর শচীন দাদা বকা দিয়েছে স্লো ব্যাটিঙের জন্যে, এবার ধোনি উঠে পড়ে লাগবেই।
  • S | 236712.158.670112.101 | ২৬ জুন ২০১৯ ১৭:১৩383358
  • আজ পকিস্তান জিতবে মনে হচ্ছে।
  • Kaju | 236712.158.891212.61 | ২৬ জুন ২০১৯ ১৭:৩৯383359
  • এই বৃষ্টিভেজা মাঠ, তায় এজবাস্টন সবচেয়ে বড় মাঠ ওখানকার, তাতে টসে জিতে ব্যাটিং? রান বেশি হবেই না, সেটা ডিফেন্ড করতেও পারবেও না। আজ কি কিউয়ি-রা একটু বেশিই ঢিলে দিয়ে ফেলল, যে অনেক তো জিতেছি, আজ হারলেও সেমিফাইনাল যাবই। 3.20 রানরেট ! ৪ উইকেট খতম। যেচে বাঁশ নিল দেখছি। তাও কিনা পাক-এর বিরুদ্ধে।
  • Amit | 237812.68.6789.105 | ২৭ জুন ২০১৯ ০৫:১৬383360
  • জয় গুরু। আজকে যেন সব ঠিক হয়। এই ওয়েস্ট ইন্ডিজ টিম টাকে কোনো বিশ্বাস নেই, এমনিতে ওরা মনের আনন্দে বিন্দাস থাকে, হারলো জিতলো কোনো পাত্তা নেই। কিন্তু কয়েকটা এমন সাংঘাতিক প্লেয়ার আছে, গেল, ব্রেথওয়েট, হটাৎ খেপে গেলে যে কেউকে ছাদে উড়িয়ে দিতে পারে। তাও ভালো রাসেল খেলছে না।
  • sei | 236712.158.9001212.32 | ২৭ জুন ২০১৯ ১১:০৯383361
  • টুর্নামেন্ট জমে গেছে। ফেভারিট ইংল্যান্ড না বাইরে চলে যায় এবার।দায়িত্ব নিয়ে চোক করে শ্রীলংকার কাছে হারলো।সাউথ আফ্রিকার অভাব পুষিয়ে দিচ্ছে চোক করে করে।
  • S | 237812.68.7845.137 | ৩০ জুন ২০১৯ ০০:৫৪383362
  • আজ আফগানরা সুবর্ণ সুযোগ হাতছাড়া করলো।
  • Tim | 237812.68.8956.28 | ৩০ জুন ২০১৯ ০৮:০৫383364
  • ঐ গুলবদন একাই জেতা ম্যাচ হারিয়ে দিল। একে কে ক্যাপ্টেন করেছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন