এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ঝিঁঝিঁ বর্ষাকাপ ২০১৯

    S
    অন্যান্য | ১৯ জুন ২০১৯ | ৩৬১১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju | 236712.158.895612.210 | ০৪ জুলাই ২০১৯ ১৭:০৩383398
  • *Left arm wrist spin
  • ICC | 236712.158.455612.186 | ০৫ জুলাই ২০১৯ ১১:৫০383399
  • "জাদেজা হলো ধোনির আমদানি করা একজন মধ্যমানের প্লেয়ার " - মধ্যমানের প্লেয়ার ই বটে ।
    মধ্যমানের প্লেয়ার হয়ে যে কেউ আই সি সি টেস্ট rank ১ বোলার হয় জানতাম না , বেশিদিন আগে নয় মার্চ 2017 সালে , পয়েন্ট ছিল ৮৯৯ ( খুব খারাপ নয় , বর্তমান topper Pat Cummins ৮৭৮ )। এখন ৬ নম্বরে (৭৯৪)।
    "He along with Ravichandran Ashwin became the first pair of spinners to be jointly ranked number 1 bowler in ICC Test Rankings history.
    On 5 August 2017, Jadeja became the fastest left-arm bowler to reach 150 wickets in terms of number of Tests played (32).
    On 5 October 2018, he scored his first century in Tests. In March 2019, during the second ODI against Australia, Jadeja became the third cricketer for India to score 2,000 runs and take 150 wickets in ODIs. "

    https://en.wikipedia.org/wiki/Ravindra_Jadeja
    http://www.relianceiccrankings.com/playerdisplay/test/bowling/?id=6985

    কি কান্ড ! জাদেজা কে ICC টেস্টের টপ অলরাউন্ডার লিস্টে তিন নম্বরে রেখেছে এখনো
    https://en.wikipedia.org/wiki/ICC_Player_Rankings

    ODI বোলার হিসেবে ১ নম্বর , অলরাউন্ডার হিসেবেও ২ নম্বরে ছিল এক সময়। এখন নেই ,তাই কুল-চা ফার্স্ট চয়েস ODI তে ।
    তা রবীন্দ্র জাদেজার বদলে বর্তমান ভারতীয় টিমে কাকে স্পিনিং অলরাউন্ডার চান ?
  • রঞ্জন | 236712.158.455612.186 | ০৫ জুলাই ২০১৯ ১৫:২৪383400
  • এই কথাটাই বলতে চাইছিলাম, আমার কাছে এগজ্যাক্ট ডেটা ছিল না ।
    ইন্ডিয়াতো এখন দু'জন রিস্ট স্পিনারকেই খেলাচ্ছে, কোন অর্থোডক্স (ফিঙ্গার) অফ স্পিনারকে (যেমন অশ্বিন/জাদেজা ছিল) নয় । তায় দুজনেই লেগ স্পিনার। ইদানীং খুব মার খাচ্ছে।
    এখানে জাদেজার অর্থোডক্স বাঁহাতি অফ স্পিন খুব কাজে আসতে পারে। যুবরাজের পরে ওর মত ফিল্ডার এই দলে বেশি ঙেই। শেষের দিকে ব্যাট মন্দ করে না।
  • a | 236712.158.67.51 | ০৭ জুলাই ২০১৯ ১৫:০১383401
  • কিউই দের হরেদরে আড়াইখানা ব্যাট্সম্যান। দেখা যাক কি হয়। কুলদীপ বোধহয় আর খেলবে না, জাদেজাকে আর বসানো উচিত হবে না। কার্তিকের জায়্গায় অতিরিক্ত পেসার খেলানো যেতে পারে।
  • Amit | 237812.68.6789.105 | ০৯ জুলাই ২০১৯ ১১:৫১383403
  • সেমি শুরু হতে আর তিন ঘন্টা।

    নিউ জিলান্ড ২০১৫ র ফাইনালিস্ট, আশা করি ওদেরকে হালকা ভাবে নেওয়ার মতো ভুল করবে না কোহলি রা।
  • দ্রি | 890112.162.674523.112 | ০৯ জুলাই ২০১৯ ১২:৫২383404
  • ইন্ডিয়া ইংল্যান্ড ফাইনাল হবে। তাই তো?
  • রঞ্জন | 236712.158.565612.163 | ০৯ জুলাই ২০১৯ ১৪:০৯383405
  • বলা কঠিন।
    ইন্ডিয়া-অস্ট্রেলিয়াও হতে পারে । জাদেজার আগের ম্যাচে ইকনমিক বোলিং ও ফিল্ডিং এর পর ও অ্যার রিজার্ভ বেঞ্চে থাকবে না বলেই মনে হয় ।
  • Amit | 237812.68.6789.111 | ১০ জুলাই ২০১৯ ০১:৫৫383406
  • এক দিকে ভাল হয়েছে বাবা। বৃষ্টি থিম গিয়ে ম্যাচ resume করেনি কালকে। ম্যাচ শুরু হলে ওই শালার লুইস ডাকওয়ার্থ মেথডে ইন্ডিয়াতে ২০ ওভার এ ১৪৮ করতে হতো জিততে গেলে। বেশ চাপের।

    এ মেথড কতদিন এভাবে চলবে কে জানে। একটা অন্য অল্টারনেটিভ দরকার। বাকি মেথড গুলো যে ফুল প্রুফ তা নয় , কিন্তু ইটা একটা অদ্ভুত সিস্টেম। একেক তো কিছু বুঝি না কিভাবে ইটা কাজ করে , তার পর উল্টোপাল্টা সব টার্গেট
  • S | 236712.158.676712.238 | ১০ জুলাই ২০১৯ ১০:০৫383262
  • এই মেথডে কটা উইকেট হাতে আছে সেটাও টার্গেট সেট করার সময় ধরা হয়। সেই সব টার্গেট নিজের টিমকে করতে হলে সত্যিই খুব খারাপ লাগে বটে।

    যদিও ২০ ওভারে ১৪৮ অনেক মনে হচ্ছে, এবং রানরেট রাখতে হবে সাড়ে সাত যেটা নিউজিল্যান্ডের রানরেটের থেকে অনেক অনেক বেশি, কিন্তু কটা উইকেট পড়লো সেই নিয়ে ভারতকে ভাবতেও হবেনা, তাই অনেক বেশি রানের টার্গেট দেওয়া হচ্ছে। নিউজিল্যান্ড যদি পুরো ৫০ ওভার খেলে, এবং ইন্ডিয়া টীম যেভাবে বাজে ফিল্ডিং করছে, তাতে ২৪৫-২৫০ করে ফেলতে পারে। এই মেথডে ৫০ ওভারে ২৫০ করা আর ২০ ওভারে ১৪৮ করা একই ব্যাপার। যেহেতু ২০ ওভারে খেলার সময় ভারতকে কটা উইকেট পড়লও এই নিয়ে ভাবতেও হবেনা, এবং প্রথম থেকেই মারতে পারবে, কোনও বোলার ৪ ওভারের বেশি বল করতে পারবেনা, তাই এত রানের টার্গেট দেওয়া হচ্ছে।

    আরেকটা শুনছিলাম (শিওর নই) যে ৪৬.১ ওভারে কিউইজরা ২১১ করেছিলো। খেলা যদি ৪৬ ওভারের হয়, তাহলে ইন্ডিয়াকে ২৩৭ করতে হবে। কেন বেশি রান তাড়া করতে হবে? কারণ কিউইজরা যখন ব্যাট করছিলো তখন তারা ৫০ ওভার টিকে থাকবে এই টার্গেট নিয়ে ব্যাট করছিলো। যেহেতু ভারতকে মাত্র ৪৬ ওভার টিকে থাকতে হবে, তাই বেশি রান করতে হবে।

    আমি ডাকওয়ার্থ মেথডের সমর্থন করছিনা। কিন্তু এইমুহুর্তে অন্য কিছু ভাবনাও তো আসছে না। এই মেথড তৈরী করা হয়েছিলো পুরানো ম্যাচের ডেটা অ্যানালিসিস করে। এখন সেটাকে রেগুলার আপডেট করা হয় কিনা, সেটা জানা নেই। এমনকি যেহেতু খেলার ধরন বদলেছে, হয়তো নতুন টেবিল বানানোর সময় এসে গেছে (শুধুমাত্র বিগত ১০ বছরের খেলার ডেটা ইউজ করে)।
  • b | 236712.158.9001212.32 | ১০ জুলাই ২০১৯ ১৫:৪৯383263
  • সায়াহ্ন ৩ঃ৪৮ , ক্রিকইনফো ড্ট কম।

    আঁক।
  • sei | 236712.158.891212.117 | ১০ জুলাই ২০১৯ ১৬:০২383264
  • আজ মিডল অর্ডারকে জেতাতে হবে।
  • | 236712.158.891212.75 | ১০ জুলাই ২০১৯ ১৬:২৩383265
  • অপিসে পাবলিক কল মিউট করে হাহাকার কচ্ছিল। তা আমাদের তো আর কপিলদেব নেই যে ১৭/৫ থেকে টেনে তুলবে ...
  • S | 236712.158.786712.215 | ১০ জুলাই ২০১৯ ১৬:২৪383266
  • টই বন্ধ করার কোনও উপায় আছে?
  • | 236712.158.891212.219 | ১০ জুলাই ২০১৯ ১৬:২৫383267
  • অপিসে পাবলিক কল মিউট করে হাহাকার কচ্ছিল। বললাম তা আমাদের তো আর কপিলদেব নেই যে ১৭/৫ থেকে টেনে তুলবে ।।। তো, তারা বলল এইত্তো দেখো না একতু কষ্ট হলেও জিতেই যাব।
    -_-
  • sei | 236712.158.891212.81 | ১০ জুলাই ২০১৯ ১৬:২৫383268
  • এখনো পন্থ হার্দিক ধোনি জাদেজা ৪ জন ব্যাটসম্যান আছে। টার্গেট খুব বড় নয়।জেতা উচিত।
  • b | 236712.158.891212.125 | ১০ জুলাই ২০১৯ ১৬:২৯383269
  • কে আছো জোয়ান, হও *গুয়ান, হা*ছে ভবিষ্যৎ
  • সৈকত | 236712.158.782323.31 | ১০ জুলাই ২০১৯ ১৬:৪১383270
  • আকাশ অংশত মেঘলা থাকিলেই....
  • pi | 237812.68.6745.10 | ১০ জুলাই ২০১৯ ১৮:২৭383271
  • ছয়
  • S | 237812.68.454512.108 | ১০ জুলাই ২০১৯ ১৯:৩২383273
  • টীম সিলেকশন ঠিক হয়নি। আরেকজন পার্ট টাইম বোলার এবং ব্যাটসম্যান হিসাবে কেদার যাদবের দলে থাকা উচিত ছিলো। দীনেশ কার্তিকের বদলে।
    কোহলি এই বিশ্বকাপে একটাও সেন্চুরি করতে পারেনি।
    আজকে টপ অর্ডারের প্রত্যেকে ১ রান করেছে। তিনজন তিন রান।
    জাদেজাকে এতোদিন দলের বাইরে রাখা যে ভুল হয়েছে, আজ প্রমাণিত হয়েছে। ধোনিপ্রিয় হলেই এই টীমে জায়্গা পাওয়া যাচ্ছেনা আর।
    প্রচুর এক্সট্রা রান আর বাজে ফিল্ডিঙ্গ করেছে ইন্ডিয়া। এখানেই অনেকটা গ্যাপ তৈরী হয়ে গেছিলো।
    ধোনি একটুও খেলার মতন অবস্থায় নেই। আগের ধোনির সঙ্গে এই ধোনির আকাশ-পাতাল তফাত।

    কেন উইলিয়ামস ইজ সাচ আ গ্রেসফুল প্লেয়ার অ্যান্ড ক্যাপ্টেন। কোহলি একটু শিখতে পারে।
  • রঞ্জন | 236712.158.895612.132 | ১০ জুলাই ২০১৯ ২০:১১383274
  • দীনেশ কার্তিককে সম্ভবতঃ ওর কাউন্টি ক্রিকেটের অভিজ্ঞতার জন্যে টানা হচ্ছিল। ওযে ফুরিয়ে গেছে তা আইপিএল এই বোঝা যাচ্ছিল।
    ওর বদলে বাড়তি পেসার শামি বা অলরাউন্ডার হিসেবে কেদার বেটার চয়েস ছিল।
    অসাধারণ খেলেছে জাদেজা। ফিল্ডিং-- ডায়রেক্ট থ্রো, ক্যাচ এবং রান বাঁচানো। কঠিন সময়ে ব্যাটিং-- চারটে ছয়। ইংল্যান্ডের ম্যাচে ভারতের একটাও ছয় ছিল না । ধোনির শেষ দুটো ওভার অব্দি আস্কিং রেট বাড়তে দেওয়া অ্যার নেওয়া যায় না । আসলে বয়স হয়েছে, আগের ফিনিশার নয় ।
    যদি জাদেজার বলে উইলিয়মসনের সহজ ক্যাচ না ফেলতো তাহলে নিউজিল্যান্ডের ইনিংস দুশো'র কমে শেষ হত ।
  • S | 237812.69.453412.122 | ১০ জুলাই ২০১৯ ২৩:২৮383275
  • রবি শাস্ত্রীকে এবারে ধারাভাষ্যকারের কাজটা ফিরত ফিলেই তো হয়।
  • b | 236712.158.891212.243 | ১১ জুলাই ২০১৯ ০০:১১383276
  • আরে ঠিক আছে। ১৯৮৩ তে ঐ টিম নিয়ে যদি ওয়েস্ট ইন্ডিজ ওরকম আতাক্যালানের মত হারতে পারে, তবে ইন্ডিয়ার হারে খারাপ কিছু হয় নি। প্রায় জিতেই তো যচ্ছিলো।
  • Amit | 237812.68.23.9 | ১১ জুলাই ২০১৯ ০২:২৮383277
  • কালকে দিনটা জাস্ট ইন্ডিয়ার ছিল না। শুরুতেই যে চেইপ পরে গেলো , সেটা থেকে আর বেরোতে পারলো না। নক আউট স্টেজ এ একটা ম্যাচ হারলে খারাপ লাগে ঠিক ই, কিন্তু ভেঙে পড়ার কিছু নেই। কিন্তু এতো ভালো ইন্ডিয়া টিম বহু বছরের মধ্যে খেলেনি। ব্যাট বা বল দুটো দিকেই ওয়ার্ল্ড এর বেস্ট কয়েক জন এখন ইন্ডিয়া টিম এর। টিম এর মধ্যে সে রকম পলিটিক্স ও নেই, সব ইয়ং ছেলে পুলে। এই টিম নেক্সট কয়েক বছর ওয়ার্ল্ড এর টপ এ থাকবে, সে বিশ্ব কাপ জিতুক বা না জিতুক।

    সব থেকে ভালো টিম ও কোনো খেলায় সব ম্যাচ জেতে না। সে ব্রাজিল এর টিম ও একবার জার্মানি র কাছে সাত গোলে হেরেছিল, তার মানে যে ওরা শেষ হয়ে গেলো তা তো নয়।

    বিরাট বা রোহিত দুজনেই ভালো খেলেছে এতদিন , কালকে দিন ওদের ছিল না। রাহুল ধাওয়ান এর বিকল্প হতে পারে নি। পন্থ বা পান্ডিয়া এখনো পরিণত হয়নি। এরাই নেক্সট কয়েক বছরে অন্য লেভেল এ যাবে। ধোনি কে যতই গালাগালি করা হোক, এখনো অবসর নেওয়ার আগে ওর পারফরমেন্স যথেষ্ট ঠিক ঠাক ছিলো। এখন হয়তো ও আর আগের মতো ম্যাচ উইনার নেই, কিন্তু ব্যাটিং ভেঙে পড়লে এখনো ওই মেন্ সাপোর্ট দিতে পারে মাঝখানে। হয়তো এবার অবসর নিয়েই নেবে। জাদেজা দারুন খেলেছে, ওকে আগে টাইম ঢোকালে হয়তো হয়তো আরো ভালো কম্বিনেশন হয়ে যেত। যাক গে।

    এই টিম এর জন্য রবি শাস্ত্রী একদম ঠিক কোচ। এর আগে অনিল কুম্বলে বেশি কড়া হতে গিয়ে ছড়াচ্ছিল। এতো আর মিলিটারি বারাক নয়। এতো গুলো ইয়ং ছেলে কে ইমোশনাল সাপোর্ট দেওয়া, ওদের কে ভুল গুলো দেখিয়ে দেওয়া, গাইড করা, এটা শাস্ত্রী ই বাকি দের থেকে ভালো পারে।
  • Amit | 237812.68.23.87 | ১১ জুলাই ২০১৯ ০২:৪৯383278
  • আর হ্যা , কমেন্ট্রি বক্স এ সঞ্জয় মঞ্জরেকার কে কান ধরে ওঠ বস করানো উচিত জাদেজাকে নিয়ে কমেন্ট র জন্য। কারোর সম্পর্কেই ওরকম ডিস্রেপেক্টফুল কমেন্ট করা উচিত নয়।

    ব্যাটিং , বোলিং ছেড়েই দিচ্ছি, সঞ্জয় মাঞ্জরেকার নিজে সারা জীবনে ওয়ান ডে তে যত রান করেছে, জাদেজা শুধু ফিল্ডিং এই তার থেকে বেশি রান বাঁচিয়েছে। :) :)
  • রঞ্জন | 124512.101.780112.71 | ১১ জুলাই ২০১৯ ১০:৪৭383279
  • অমিতের দুটো পোস্টেই বড় হাতের ক।
    ধোনির এটা শেষ বিশ্বকাপ, ও-ই ট্র্যাজিক নায়ক। ওই সময়ে একঘেয়ে পুশ-প্রড করে একদিকে হাল না ধরলে জাদেজার অসাধারণ ব্যাটিং সম্ভব ছিল না ।
    আজকের ধোনি অ্যার সেই ফিনিশার নয় । সেই সব শটের শুধু একটা দ্যাখা গেল শর্ট পিচ বল পাওয়ামাত্র একটু লাফিয়ে উঠে কভারের উপর দিয়ে ছয়!
    তবে ক্রেডিট দিতে হবে নিউজল্যান্ডের স্ট্র্যাটেজিকে, একেবারে রিসার্চ করে ছক কষে খেলেছে। ক্যাপ্টেন কুল রিচার্ডসন।
    সত্যি কথা , ১৯৮৩তে ওয়েস্ট ইন্ডিজের টিম ভারতের কাছে ফাইনালে হারবে কোন জ্যোতিষ ভাবে নি ।
    মঞ্জরেকার মাফি চেয়েছে, আনকন্ডিশনালি।
  • বেঙ্গলী | 237812.68.121223.141 | ১১ জুলাই ২০১৯ ১২:৪৫383280
  • ক্যাপ্টেন কুল উইলিয়ামসন হবে।
  • রঞ্জন | 124512.101.780112.71 | ১১ জুলাই ২০১৯ ১৩:৩৩383281
  • ধন্যবাদ বেঙ্গলী! অবশ্যই উইলিয়ামসন!!
  • S | 237812.69.453412.32 | ১২ জুলাই ২০১৯ ০০:০৬383282
  • এইবারে নতুন দেশ বিশ্বকাপ পেতে চলেছে।
  • Amit | 237812.68.6789.105 | ১২ জুলাই ২০১৯ ০৪:২৫383284
  • ইংল্যান্ড এক্সপ্লোসিভ ব্যাট করলো কালকে। পুরো টি-২০ মোড এ খেললো ওদের ব্যাট্সমেন গুলো। নিজের দেশ থেকে কাপ টাকে যেতে দেবে না মনে হচ্ছে।

    নিউ জিলান্ড কে দারুন কিছু করে দেখতে হবে জিততে গেলে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন