এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ঝিঁঝিঁ বর্ষাকাপ ২০১৯

    S
    অন্যান্য | ১৯ জুন ২০১৯ | ৩৬১৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বেঙ্গলী | 236712.158.566712.173 | ৩০ জুন ২০১৯ ০৮:২৯383365
  • অস্ট্রেলিয়া ক্রমশ অপরাজেয় হয়ে উঠেছে। মিচেল স্টার্ক তো ভগবান এখন। বেহরেনডর্ফও ভালো বল করছে। কামিন্স তো আছেই। আগাগোড়া ভালো চাপ রেখে যাচ্ছে। ব্যাটে ম্যাক্সওয়েল ছাড়া সবাই ক্লিক করে গেছে। উইকেট না পড়লে তো কথাই নেই, চার পাঁচটা জলদি উইকেট পড়লেও কেউ না কেউ ঠিক একটা লড়াইয়ের রান তুলেই দিচ্ছে। লোয়ার মিডল অর্ডার মারাত্মক শক্তিশালী। এদিকে বিশ্বকাপে দ্বিতীয়বার সিরিজসেরা হওয়ার মুখে মিচেল স্টার্ক।
  • S | 236712.158.90056.249 | ৩০ জুন ২০১৯ ০৮:৪৬383366
  • ফাইনাল মনে হয় ইন্ডিয়া-অস্ট্রেলিয়াই হবে।
  • Amit | 237812.68.6789.27 | ০১ জুলাই ২০১৯ ০৫:২৫383367
  • সন্দেহ কিছুতেই যাচ্ছে না যে ইন্ডিয়া ইচ্ছে করে ইংল্যান্ড কে ম্যাচ ছেড়ে দিলো কালকে। হয় সেটা, নয়তো স্লগ ওভার র চাপ নেওয়ার লোক জাস্ট নেই। এতটা ডিফেন্সিভ ব্যাটিং লাস্ট ১০ ওভার এ ? এই ফ্লাট ব্যাটিং পিচ এ ? ইংল্যান্ড ১২-১৩ টা ছক্কা মেরে গেলো, আর আমরা ১ টা ? ইংল্যান্ড এর পেস ব্যাটারী আদৌ বলার মতো ই নয়, এর থেকে অস্ট্রেলিয়া র পেস ভালো ছিল।

    মেজাজ বিগড়ে যাচ্ছে পুরো। যদি সন্দেহটা সত্যি হয়, অত্যন্ত বাজে উদা হয়ে থাকলো ম্যাচ ফিক্সিং এর। আর যদি সেটা না হয়, এর পর ইন্ডিয়া আর বড়ো রান তাড়া করতে পারবে কি না সন্দেহ হচ্ছে।
  • S | 890112.162.561223.237 | ০১ জুলাই ২০১৯ ০৬:৫৯383368
  • প্রথম ১০ ওভারে এত কম রান করলো এই উইকেটে?
  • aranya | 236712.158.3467.111 | ০১ জুলাই ২০১৯ ০৮:৫১383369
  • প্রথম ১০ ওভারে কত রান আর সেশ ১০-এ কত?
  • Tim | 890112.162.671223.45 | ০১ জুলাই ২০১৯ ২০:২৫383370
  • ২৮/১
    শেষটা মনে নেই। কোহলি আর রোহিত আউট হওয়ার পরই মনে হচ্ছিলো হবেনা। ধোনি আর কেদার খুবই অদ্ভুত খেলেছে। তবে ইন্ডিয়া ম্যাচটা প্রথম ইনিঙ্গসেই হেরে গেছে। মনে হচ্ছিলো ২০-২০ খেলা।
  • বেঙ্গলী | 237812.69.3434.106 | ০১ জুলাই ২০১৯ ২১:৩০383371
  • শেষ দশে সত্তরের আশেপাশের কিছু করেছিল।
    জনগণ শ্রীলঙ্কার আবিস্কা ফার্নান্দো খেলোয়াড়টিকে একটু খেয়াল রাখবেন। গত দুতিনটে খেলাতেই দেখছি। রকমারি মার রয়েছে হাতে, সাহসী ছেলে, ধৈর্য এবং খেলার গতিপ্রকৃতি অনুধাবনের ক্ষমতাও মন্দ না। মন বলছে শ্রীলঙ্কা একটা ভালো তিন নম্বর পেয়েই গেল।
  • aranya | 890112.162.9001223.51 | ০২ জুলাই ২০১৯ ০৭:৫৯383372
  • ধোনি-র ব্যাটিং সত্যিই বিস্ময়কর। জেতার চেষ্টা করল না, যেখানে ভারতের সেমিফাইনালে যাওয়া এখনও নিশ্চিত নয় !
  • a | 236712.158.78.108 | ০২ জুলাই ২০১৯ ১১:২৪383373
  • লোকে বল্ছে ওটা রানরেট ভালো রখার জন্যে কারণ উইকেট পড়লে রানরেটে ইম্প্যাক্ট হয়
  • Amit | 237812.68.6789.33 | ০২ জুলাই ২০১৯ ১২:০৫383375
  • বুমরার বলে এদিকে বিজয় শঙ্কর আহত, বিশ্ব কাপ থেকে ছুটি।

    ইন্ডিয়া টিম এ এবার নিয়ম করা হোক কেও বাজে খেললে বা বল নষ্ট করলে বেটা কে নেট প্রাকটিস এ খালি পায়ে বুমরার বোলিং খেলতে হবে :) :)
  • Kaju | 236712.158.34900.200 | ০২ জুলাই ২০১৯ ১২:২৯383376
  • এবার লোকেশ রাহুলকে বোলিং করুক নেটে তাইলে। এত অপদার্থ ওপেনার টিকে থাকলে ইন্ডিয়া দাঁড়িয়ে দাঁড়িয়েই হেরে যাবে। ও আউট হলে স্বস্তির নিশ্বাস ফেলি। টেস্টে হয়ত ভালো, ওয়ানডে-র টোটালি অনুপযুক্ত। ধাওয়ান গিয়ে এই ব্যাটা ঢুকেছে। বল নষ্ট করার মার্কামারা।
  • sei | 236712.158.01900.11 | ০২ জুলাই ২০১৯ ১২:৩৫383377
  • ধোবিকে আর কতদিন টানবে মাতাল শাস্ত্রী।স্বার্থপর প্লেয়ার যে নিজের অ্যাভারেজ ঠিক রাখতে ব্যস্ত।শেষ ওভারে বিগ হিট করলো যাতে স্ট্রাইক রেট কুৎসিত না দেখায়।
  • রঞ্জন | 124512.101.560112.113 | ০২ জুলাই ২০১৯ ১৩:০৮383378
  • এখনও ধোনির বিকল্প নেই , যদিও ওর বয়সের প্রভাব দ্যাখা যাচ্ছে।
    পন্থের শট সিলেকশন , তাড়াহুড়ো এগুলোতে টি টোয়েন্টির প্রভাব স্পষ্ট। আরও এক্সপোজার দরকার। বিজয়শঙ্করের জায়গায় আগেই চান্স দিলে ভাল হত ।
    লোকেশ রাহুল চারনম্বরে খুব ভাল। ওপেনার নয় । কপাল খারাপ তাই শিখর আহত হল অ্যার ওকে দিয়ে ওপেন করিয়ে শ্যাম ও কুল দুইই গেল।
    আজ বাংলাদেশের সঙ্গে খেলার মোড দেখে বোঝা যাবে কন্সপিরেসি থিওরি মে কিতনা দম হ্যায় !
  • Kaju | 236712.158.8989.217 | ০২ জুলাই ২০১৯ ১৩:২৫383380
  • নিশাহীন নয়, দিশাহীন। নিশা তো ঘনিয়েই আছে।
  • Kaju | 236712.158.8989.217 | ০২ জুলাই ২০১৯ ১৩:২৫383379
  • আমার একদমই কোনো কন্সপিরেসি বলে মনে হয় না। স্রেফ নিশাহীন বাজে বোলিং আর ভুলভাল বোলারকে দেয়া ক্রুশিয়াল টাইমে।

    শেন ওয়ার্নের বিষাক্ত লেগ স্পিনের একটা সংকলন ভিডিও দেখছিলাম। চাহাল ভাই-কে একটু টিপস দিতে পারে না? একটু বিশ্রাম নিয়ে বরং একদিন ওয়ার্নের কাছে একটু পাঠ নিক। সেদিন এত ভয়ানক মার খেলো কুল-চা জুটি, গায়ের ব্যথা মরতে মরতে একটু শিখে আসুক না। নইলে বিপদ আছে আজ ও পরবর্তীগুলোয়।
  • রঞ্জন | 124512.101.450112.124 | ০২ জুলাই ২০১৯ ১৪:৩৯383381
  • একটা দুঃস্বপ্ন আমাকে তাড়া করছে। সেমিতে ভারত হেরে গেছে।
    ফাইনাল হচ্ছে অস্ট্রেলিয়া অ্যার ইংল্যান্ডের মধ্যে।
    এমনই একটা দেখেছিলাম দেড় মাস আগে ইলেকশনের সময় যে সিপিএমের সিট শূন্য , ভোটক্ষয় অ্যার বিজেপির শক্তি বৃদ্ধি। যা তা ফলে গেল।
    এটা যেন না ফলে হে ঠাকুর!
    কিন্তু স্মিথ ওয়ার্নাররা ফিরে আসায় অসিদের ব্যাটিং দারুণ, ব্যালান্সড। ক্যাপ্টেন ফর্মে, অবশ্য ভারতের ক্যাপ্টেনও তাই।
    কিন্তু ওদের পেস ব্যাটারি?
    এবারের অধিকাংশ পিচ পাটা; তাই অসিদের চান্স বেশি , ভারতের চেয়েও।
  • Kaju | 236712.158.01900.11 | ০২ জুলাই ২০১৯ ১৫:০৪383382
  • আজকে দুই যাদব বিস্‌রাম লিয়েছে। ভুবি অ্যান্ড কার্তিক ইন। নতুন কিছু দেখা যাবে হয়ত।
  • sei | 236712.158.34900.2 | ০২ জুলাই ২০১৯ ১৫:২১383383
  • আজকে ধোবিদাদু কে বসলে পারতো। আপদটা প্রাণ ত্যাগ না করলে দলত্যাগ করবে বলে মনে হয় না।
  • Kaju | 236712.158.34900.158 | ০২ জুলাই ২০১৯ ১৫:৪৬383384
  • রাহুল-কে খিস্তি মারছিলাম, এবার একটু সিঙ্গল অন্ততঃ নিচ্ছে, ৪ টারও মারছে আরিব্বাস ! রোহিত সাহেবের ক্যাচ ফেলা গেল তাই, নইলে তিনি এতক্ষণে...
  • S | 237812.68.7845.143 | ০২ জুলাই ২০১৯ ১৯:১৬383386
  • রাহুল আজকে যত বল খেলেছে তার আদ্ধেক বল ডট বল। শিখরকে রিপ্লেস করার লোক নেই।
    প্রথম ২৫ ওভারে উইকেট না দিয়ে ১৬২ করেও শেষে মাত্র ৩১৪ অবধি টানলো। উইকেট স্লো হয়ে গেছে কিনা সেটা বাংলাদেশের ব্যাটিং দেখলে বোঝা যাবে। শেষ ১০ ওভারে জঘণ্য ব্যাটিং করলো ইন্ডিয়া।
    আজকে রোহিত একটা জীবন পেয়ে ১০০ করলো। এটা অনেকদিনের একটা ট্রেন্ড দেখছি। ভারতের ব্যাটসম্যানদের রান করতে গেলে একটা লাইফ দিতে হবে।
    পন্থ আজকে ভালই খেলেছে। টি২০ মোডে, তবুও আজকের পরিস্থিতে কাউকে ঐ ইনিংসটা খেলতেই হত।
    ধোনি হ্যাজ লস্ট হিজ গোল্ডেন টাচ। মনে হচ্ছে দেখে স্পিন খেলতেই ভুলে গেছে। আর লাস্ট কয়েক ওভারে খুব খারাপ ডিসিশান নিচ্ছে। সঙ্গে রয়েছে ওভারকনফিডেন্স, যেটা ওর পারফরমেন্সের সাথে একেবারেই মানানসই নয়।
    জাদেজাকে কেন খেলানো হলোনা এতোদিনেও, সেটা বুঝলাম না।
  • Amit | 237812.68.6789.81 | ০৩ জুলাই ২০১৯ ০৩:১৬383387
  • ইন্ডিয়া টিম মনে হয় শুরুতেই অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকা ম্যাচ এ পিক করে গেছিলো, এখন আর ওই লেভেল এ খেলতে পারছে না। মিডল অর্ডার যেটা আগে সব থেকে স্টেবল এরিয়া ছিল , সেটাই শেকি হয়ে গেছে, বেন স্টোকস এর মতো ৩০-৫০ ওভার এ লম্বা ইনিংস খেলার কেও নেই। ধোনি কে আর ভরসা করা যাচ্ছে না। বোলিং ও বুমরা ছাড়া রান আটকানোর কেও নেই, শামি উইকেট পাচ্ছে , কিন্তু প্রচুর রান দিয়ে দিচ্ছে।

    অন্য দিকে অস্ট্রেলিয়া শুরুতে একটু নড়বড় দেখাচ্ছিল , কিন্তু একদম ঠিক টাইম এ টপ ফর্মে ফিরছে।
  • sei | 236712.158.34900.200 | ০৩ জুলাই ২০১৯ ১৩:০০383388
  • আজ ইংল্যান্ড জিতলে নক আউট স্টেজে হারানো মুশকিল হবে। অস্ট্রেলিয়া টাফেস্ট টীম। ইংল্যান্ড অস্ট্রেলিয়া ফাইনাল হওয়ার চান্স বেশি।
  • Kaju | 236712.158.23900.129 | ০৩ জুলাই ২০১৯ ১৩:১৯383389
  • সেমিফাইনালে উঠবে
    তারপরেই ফুটবে
  • sei | 236712.158.01900.253 | ০৩ জুলাই ২০১৯ ১৩:২৩383390
  • ঠিক। ধোবিদাদু খেললে ইন্ডিয়া ফুটে যাবে।
  • Kaju | 236712.158.12900.238 | ০৩ জুলাই ২০১৯ ১৮:৩২383391
  • ইংল্যান্ডের স্কোরবোর্ড গতকালকের ভারতের মতই। বেয়ারস্টো আর জেসন রয় যেতেই ধস নেমেছে। 7.5 থেকে 5.83-তে নামিয়ে দিয়েছে নিশাম বোল্ট-রা। এই নিউজিল্যান্ডের বোলিঙের সামনে পড়লে ভারতের দুর্গতির শেষ নেই। এখনো অব্দি যা দশা সেই অনুসারে।
  • pi | 236712.158.566712.233 | ০৩ জুলাই ২০১৯ ২০:২৯383392
  • লিখব না লিখব না করেও না লিখে আর পারলাম না।
    প্রথমে ভাবতাম, ধোবি টাইপো।। নিজেকে বামপন্থী দেখান বলেই হয়তো আরো অপ্রত্যাশিত ছিল।।

    (ডিঃ আমি ধোনিভক্ত নই।

    মোদিকে মুদি বলে খিল্লির উদ্দেশ্য ( বোল্ড আন্ডারলাইন করে দি, ধোবি বা মুদি বলা না, এগুলোলে খিল্লি খিস্তি ব্যংগের উদ্দেশ্যে ব্যবহার করাকে)
    এরকমই বিরক্তিকর লাগে।
  • রঞ্জন | 236712.158.455612.210 | ০৪ জুলাই ২০১৯ ০৬:৩৮383393
  • দীনেশ কার্তিককে না খেলিয়ে জাদেজাকে খেলালে ভালো হয় । ফিঙ্গার স্পিনও দরকার। ৬ষ্ঠ বোলার এবং আরেকজন অল-রাউন্ডার পাওয়া যায় । পন্থের এইস্তরে খেলার 'অকল' এবং ধৈর্য পিক আপ করছে। ভাল লার্নার।
  • sei | 236712.158.565612.163 | ০৪ জুলাই ২০১৯ ১১:৪১383394
  • জাদেজা হলো ধোনির আমদানি করা একজন মধ্যমানের প্লেয়ার যেমতি রায়না আর পি সিংহ মনপ্রীত গনী এরা ছিল।টিমে চান্স পেয়েছে এই অনেক।প্রথম ১১ তে ঢোকানো মানে একটা জায়গা নষ্ট করা।না হোমে লাগবে না জগ্গিতে।
  • রঞ্জন | 124512.101.780112.71 | ০৪ জুলাই ২০১৯ ১৪:৫৭383395
  • শুধু অসাধারণ ফিল্ডিঙয়ের জন্যে? এবং ৬নং বোলার-- ৩০ থেকে ৪০ ওভারের মধ্যে? ফিংগার স্পিন?
  • Kaju | 236712.158.895612.210 | ০৪ জুলাই ২০১৯ ১৭:০২383397
  • স্পিন তো ফিঙ্গার দিয়ে ছাড়া হয়ই না। ঃ) Wrist spin বা চায়নাম্যান বলছেন মনে হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন