এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দেশটাকে গোল্লায় পাঠাচ্ছে সরকারী কর্মচারীরা আর আমরা।

    santanu
    অন্যান্য | ২৫ এপ্রিল ২০০৭ | ৭২৬৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 10.13.74.166, 202.56.215.9 | ৩০ এপ্রিল ২০০৭ ১৫:৪৯385324
  • তবে শান্তনু, আমাদের সমস্ত অভিযোগগুলোও কিন্তু মিথ্যে নয়। প্রথমেই বলেছিলাম, পাবলিক রিলেশনের সাথে যুক্ত যে বিপুল সংখ্যক সরকারি কর্মচারি, তাদের ব্যবহারে প্রায় সকলেই বিরক্ত।

    জানি না, অ্যানালাইজ করার চেষ্টা করি নি, তবে প্রধানত কম মাইনেই কি এর জন্য দায়ি? পাবলিক ডিলিংয়ের জন্য পর্যাপ্ত ট্রেনিংয়ের অভাবই কি দায়ি?

    দুর্নীতি নয়, কেবল দুর্ব্যবহার নিয়েই বলছি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় পেয়েছি বাজে ব্যবহার। অথচ আইসিআইসিআই ব্যাঙ্কে পাই নি কখনও। কদিন আগে নতুন মোটরসাইকেল কিনলাম, বাজাজ কম্পানির। সেখানে টেম্পোরারি রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিতে গিয়ে পেলাম বাজে ব্যবহার, অথচ হিরো হন্ডাতে কখনও বাজে ব্যবহার পাই নি। মারুতি তো পুরো জামাই আদর করে তাদের কাস্টমারদের। বাকিদের খবর জানি না।

    সব ক্ষেত্রেই কিন্তু স্যালারি কম বেশিটাও ফ্যাক্টর হয় না।
  • Arpan | 193.134.170.35 | ৩০ এপ্রিল ২০০৭ ১৫:৫৯385325
  • বিলাতের সরকারী আপিস নিয়ে আমার অভিজ্ঞতা খারাপ নয়। কাউন্সিল ট্যাক্সো জমা দেবার জন্য নথিভিক্ত করা বা আমার মেয়ের নাম রেজিস্ট্রেশান করানো সবকিছুই হয়ে গেছে দুই মিনিটে। হ্যাঁ, তার জন্য আগে থেকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছিল। কিন্তু এইসব পাতি কাজের জন্য আজ অমুকবাবু অফিসে নেই, কাল আমাদের কোঅর্ডিনশান কমিটির হয়ে মিছিলে যেতে হবে, আপনি পরের মাসের শুরুর দিকে একবার এসে খোঁজ করে যাবেন এসব গুচ্ছ গল্প কেউ বলে না। কর্মদক্ষতার হিসাবে এরা আমাদের দেশের লোকের অনেক পিছনে থাকবে, কিন্তু কর্মদক্ষতা আর কর্মসংস্কৃতি তো আর এক জিনিস নয়।

    হোম অফিসেও আমাকে কোন বাজে বাওয়াল দেয়নি। আমার এক্সটেনশন স্ট্যাম্পিং করার জন্য ক্রয়ডনে ফোন করি এবং অ্যাপয়েন্টমেন্ট নেই। সব ডিটেইলস জানাবার পরে ওরাই নিজে থেকে বলে যেহেতু আমার আগে ওয়ার্ক পারমিট আর ভ্যালিড নেই সেহেতু বাই পোস্ট ছাড়া আর কিছু দিয়েই করানো যাবে না। আমার অরিজিতের মতো কেস হয়নি।

    তবে আজকাল যে প্রাইভেট ব্যাঙ্ক এত জনপ্রিয় হয়েছে আমাদের দেশে, তার একটা বড় কারণ খুব ভালো পরিষেবা আর কর্মসংস্কৃতি। আরো একটা কারণ মাইনেকড়ির একটা অংশ পারফরমেন্স বেসড। এই কনসেপ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে না আনলে চাকরির নিরাপত্তার সুরক্ষাবলয়টি কোনদিনও যাবে না এবং কাজ করার ইচ্ছাটিও তাদের মর্জিমাফিক হবে।

    বছর পাঁচেক আগে স্টেট ব্যাঙ্কে পিপিএফ অ্যাকাউন্ট খুলতে গিয়ে তিনমাস ঘুরিয়েছিল। পরে লকার খুলতে গিয়ে আরো বাজে অবস্থা। যেন দয়াভিক্ষা করা হচ্ছে। সিদ্ধান্ত নিলাম অনেক হয়েছে। ঘরের কাছে আইসিআইসিআই ব্যাঙ্কের শাখা খুলে গেছে। বাবা তো ওখানে কিছুতেই যাবে না। জোরজার করে নিয়ে গেলাম। ওখানে বসেই ফর্ম ফিলাপ করে দিলাম। কাগজপত্রের ফোটোকপি আর আমাদের ছবি সব ওরাই ব্যবস্থা করে দিল। আমাদের কুটোটিও নাড়তে হল না আর এক সপ্তাহের মাথায় বম্বে থেকে কাগজপত্র এসে গেল। ব্যাস।

    তারপর থেকেও আমার বাবাও যিনি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বাইরে সব কিছুই সন্দেহের চোখে দেখতেন তিনিও প্রাইভেট ব্যাঙ্কের পরিষেবায় মজলেন।
  • Blank | 203.99.212.224 | ৩০ এপ্রিল ২০০৭ ১৬:০৯385326
  • আসলে আমরা মেনে নিতে নিতে, আর মানিয়ে নিতে নিতে এই পরিস্থিতি টা নিজেরাই তৈরি করেছি। যেদিন থেকে সাহস নিয়ে কথা বলতে পারবো, সেদিন সব সিধে হয়ে যাবে।
  • Arijit | 128.240.233.197, 128.240.229.7 | ৩০ এপ্রিল ২০০৭ ১৬:১৬385327
  • UTI Bank-টা কি সরকারী? না আন্ডারটেকিং? নাকি পেরাইভেট? প্রথম প্রথম বেশ ভালো ছিলো, বছরখানেক আগে দেখলাম - অনেক তলায় নেমেছে। ICICI-এর ব্র্যাঞ্চ আছে এখানে - এদেশীয় ব্যাঙ্কের চেয়ে বেশি ইন্টারেস্ট দেয় ISA-তে - কিন্তু হ্যাণ্ডলিং খুব খারাপ - এটা এখানকার লোকেদের কমপ্লেন।

    আমাদের মতন অবস্থা না হলেও (আমাদের বলতে শুধু প:ব: নয় - সবাই প্রায় - আমার তো দিল্লী ITO-র ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা), খুব ভালো কিছুও নয়। মিডিয়ায় অনেক কমপ্লেন দেখি তো। আসলে, এক্সপেক্টেশনের ওপরেও নির্ভর করে।

    তবে হ্যাঁ - কমিউনিকেশন জিনিসটা শেখা উচিত। এই যে ক্রয়ডনের গপ্পো বল্লাম - সেখানে কিন্তু ওরা প্রচুর সরিটরি বলেছিলো - জেনুইন কি নয় কে জানে - তবে বলেছিলো। এটা শেখার।
  • Arpan | 193.134.170.35 | ৩০ এপ্রিল ২০০৭ ১৬:১৭385328
  • সে তো ঠিক আছে। যেখানে বিকল্প নেই, সেখানে লড়তে হবেই। যেখানে বিকল্প আছে সেখানে খামোখা শক্তিক্ষয়ের মানে হয়না।

    ভিএসএনএল-এর ল্যান্ডলাইন তো অনেকদিন আগে থেকেই লোকে হুড়হুড় করে ছাড়ছে। মোবাইল পরিষেবাও তথৈবচ। যেসব অঞ্চলে অন্য কোন নেটওয়ার্ক নেই, সেসব জায়গায় এখনো টিকে আছে। অথচ এটি নবরত্ন সংস্থা।
  • Blank | 203.99.212.224 | ৩০ এপ্রিল ২০০৭ ১৬:২৮385329
  • প্রথম প্রশ্ন হলো আমি বিকল্প খুজবো কেন? আমার যেটা ন্যায্য পাওনা, সেটা ছেরে আমি বিকল্প ভাববো কেন?

    আর ল্যান্ডলাইন টা বি এস এন এল এর। আজকাল লোকে ছেরে দিচ্ছে কারন ওর থেকে মোবাইল ফোনে খরচ অনেক কম, সুবিধে বেশি। আর বি এস এন এল এর মোবাইল সার্ভিস বেশ ভাল, স্পেশালি কোলকাতার বাইরে গেলে। নেটওয়ার্ক ভাল ধরে।
    আর বি এস এন এল এর ব্রডব্যান্ড সার্ভিস টা সত্যি ভাল।
  • S | 10.13.74.166, 202.56.215.9 | ৩০ এপ্রিল ২০০৭ ১৬:২৯385330
  • হুম্‌ম্‌। মিনিস্ট্রির কিছু কিছু খবর পাই। সিক্সথ্‌ পে কমিশন নিয়ে কথা চলছে। হয় তো আগামী বছর থেকে চালু হতে পারে। চালু হলে পরে সরকারি কর্মচারিদের মাইনে এক ধাক্কায় বিশাল বাড়বে। কম-সে-কম আড়াইগুণ। সাথে কথা চলছে পারফর্মেন্স বেস্‌ড পে, শনিবারে অর্ধেক দিন অফিস ইত্যাদি চালুর ব্যাপারেও।

    হয় তো সব চালু হবে না। তবে কর্মসংস্কৃতি ফেরানোর চেষ্টা চলছে। বিভিন্ন ভাবে। রাতারাতি ফিরবে না, তবে আস্তে আস্তে পাল্টাচ্ছে অনেক কিছুই।
  • Arijit | 128.240.233.197, 128.240.229.7 | ৩০ এপ্রিল ২০০৭ ১৬:২৯385331
  • ওয়াচডগ। যেমন অফকম (মোবাইলের জন্যে), এনার্জীওয়াচ (গ্যাস ইলেকটিরি)...

    ব্যাটাচ্ছেলে O2 আমার কাছে নির্লজ্জের মতন চার্জ করেছিলো আমি যখন ড্রেসডেন গেছিলুম তখন - আর পরে কাস্টমার সার্ভিস কোন কথাই শোনেনি - আমি ওদের কমপ্লেন্ট সেল আর ওদিকে অফকমে চিঠি লিখে হল্লা করতে পয়সা ফেরত দিয়েছিলো:-)

    অবশ্য ওয়াচডগও তথৈবচ হলে আওরঙ্গজেব কেস হয়ে যাবে:-) ওয়াচডগের ওপর ওয়াচডগ...
  • Arijit | 128.240.233.197, 128.240.229.7 | ৩০ এপ্রিল ২০০৭ ১৬:৩৩385332
  • আরেকটা কথা বলো - গ্যাস-ইলেকেটিরি আমি কার কাছ থেকে কিনবো সেটা আমার ইচ্ছের ওপর নির্ভর করবে - এটা কনজিউমার ডিসিশন। আমি চাইলে স্কটিশ গ্যাসের কাছে যাবো, চাইলে NPower, চাইলে ব্রিটিশ গ্যাস। এই সিস্টেমটা এখানে আছে। আর সুইচ করলে অ্যাকাউন্ট ট্রান্সফার ছাড়া আর কিছু হয় না। ওই একই লাইনে, একই গ্যাস-ইলেকটিরি আসে। এটা হল কনজিউমারকে একটু স্বাধীনতা দেওয়া আর কি - মার্কেট দেখে সিদ্ধান্ত নেওয়ার।

    এটা চালু হবে শুনেছিলাম - মানে কলকাতায় বসে আমি চাইলে পাঞ্জাব স্টেট ইলেকটিরি বোর্ডের থেকে ইলেকটিরি কিনবো। এটার কদ্দুর?

    আর দুই - একটা গ্যাস লাইনের কথাও যেন শুনেছিলাম মনে হচ্ছে - যাতে এই সিলিণ্ডার নিয়ে দৌড়দৌড়ির আর দরকার না থাকে...ইনফ্যাক্ট কলকেতায় এই পাইপলাইন অলরেডি আছে - ব্রিটিশ আমলের।
  • Arpan | 193.134.170.35 | ৩০ এপ্রিল ২০০৭ ১৬:৪৩385334
  • এদেশে বিটি নিয়ে বহুৎ বাজে বাওয়াল হয়েছিল। প্রচুর চিঠিচাপাটির পরে ওরা নি:শর্তে ক্ষমা চেয়ে নেয়। বাইরের থেকে নিযুক্ত কন্স্যালট্যান্ট আমাকে ফোন করে আমার অভিযোগ এবং তার পরিপ্রেক্ষিতে বিটি কী ব্যবস্থা নিয়েছিল তা মন দিয়ে শোনে।

    আমাদের দেশেও মিডিয়া ওয়াচডগের কনসেপ্ট আস্তে আস্তে চালু হয়ে যাবে। RTI যেমন।

    বুনানের আমার যেটা ন্যায্য পাওনা কথাটা পুরো মাথায় ঢুকলো না। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পরিষেবা কেমন করে আমার ন্যায্য পাওনা হয়?

    প:বঙ্গে ভিএসএনএল ব্যবহার করিনি। বাইরের রাজ্যের অভিজ্ঞতা থেকে বলছি ভিএসএনএল দিয়ে অন্য কোন নেটওয়ার্ক কখনো কানেক্ট করা যেত না। অন্য কোন নেটওয়ার্ক দিয়েও ভিএসএনএলের লাইন পাওয়া ছিল লটারি কেনার সামিল।

  • Blank | 203.99.212.224 | ৩০ এপ্রিল ২০০৭ ১৬:৪৮385335
  • প্রথম দিকে বি এস এন এল এর হাল অমন ই ছিল। আজকাল বেশ স্ট্যান্ডার্ড পরিষেবা দেয়। এখন তো কলার টিউন, ভয়েস মেসেজ সব চালু হয়ে গেছে।

    আমি যতক্ষন কোনো ব্যাঙ্কের কাস্টমার ততক্ষন সেই ব্যঙ্কের পরিষেবা তো আমার ন্যায্য পাওনা হওয়া উচিৎ !!
  • Arijit | 128.240.233.197, 128.240.229.7 | ৩০ এপ্রিল ২০০৭ ১৬:৪৯385336
  • তবে এই বিকল্প খোঁজার অপশনটা জরুরী, এবং সময়মত ব্যবহার করতে জানতে হয়। এই যেমন মোবাইল সার্ভিস প্রোভাইডার তোমাকে ভালো সার্ভিস না দিলে ফোন করে বলবে আমি চল্লুম অন্য নেটওয়ার্কে - মন্ত্রের মত কাজ হয়:-) O2 কাস্টমার সার্ভিসে ফোন করে মোটামুটি বিশ মিনিট ধরে বসে থাকতে হয়, কিন্তু ওই "ক্যানসেল ইওর কনট্র্যাক্ট' অপশনে গেলে দু মিনিটে কাজ হয়ে যায়:-))
  • Blank | 203.99.212.224 | ৩০ এপ্রিল ২০০৭ ১৬:৫৩385337
  • এ দেশে এটা সবচেয়ে বেশী হয় ক্রেডিট কার্ডে। ফোন করে বললেই হলো যে আমি এই কার্ড ছেরে দেব। ব্যাস। প্রচুর লোকজন ফোন করে, এক গাদা অফার দিয়ে দেয়। লাস্ট টাইম একটা পার্কার পেন পেয়েছিলাম। একটা ট্রানসাকশান দুবার এ¾ট্রী করেছিল, করে দুবার টাকা চেয়েছিল। তাই নিয়ে চেঁচামেচি করাতে।
  • Arpan | 193.134.170.35 | ৩০ এপ্রিল ২০০৭ ১৬:৫৭385338
  • সরি ওটা বিএসএনএল হবে। :-)

    হ্যাঁ, ওটা ন্যায্য পাওনা। কিন্তু কারোর বারংবার দুর্ব্যবহারে তিতিবিরক্ত হলে আমি বিকল্প খুঁজবো এবং সেটা খুব ফ্রী কম্পিটিশানের যুগে খুব স্বাভাবিক ব্যপার। কাঙ্খিতও। যেমন এক্ষেত্রে আমাদের স্টেট ব্যাঙ্কের পুরনো সেভিংস অ্যাকাউন্টটি এখনো আছে। কিন্তু নতুন কোন সার্ভিস নিতে গেলে স্টেট ব্যাঙ্ক আমার অটোমেটিক চয়েস কখনো হবে না।
  • d | 202.142.6.253 | ৩০ এপ্রিল ২০০৭ ১৭:১১385339
  • ক্রেডিট কার্ডে আরেকটা জিনিষ এদেশে খুব বেশী হয়, লেট ফী আদায়। যে মাসে বেশী কেনাকাটা হয়, পরবর্তী বিলিং সাইক্‌লের বিলটা সাধারণত: আসে না। অনেকেই সেটা তেমন খেয়ালও করে না, তার পরের মাসে লেট ফী এবং তার ওপরে সারচার্জ ইত্যাদি ধরে বিল আসবে। এটা সমস্ত ব্যাঙ্ক (ICICI, HDFC, HSV=BC, Standard & Chartered, SBI) করে।

    আমার গত বছর এরকম হল, আমার যেটা লাস্ট পেমেন্ট ডেট সেদিন খেয়াল হল আরে বিল তো আসে নি। তাড়াতাড়ি দোকানের বিল খুঁজে বের করে চেক ফেললাম। পরের মাসে দেখি যথারীতি লেট ফী, তার সারচার্জ আরো কিসব যেন। ফোন করে বললাম কার্ড ক্যানসেল কর। বলে আমাকে নাকি ক্যানসেল করতে হলেও ওটা দিতে হবে। কারণ লাস্ট ডেটের মধ্যে তো চেক এনক্যাশ হয় নি। আমি যেহেতু বহুদিন ক্রেডিট কার্ড দোমেনে কাজ করছি, তাই এই ঘাপলাগুলো ভালই জানি। ঠান্ডা মাথায় বললাম দেখো বাপু আমি কেনার ৫০ দিনের মধ্যে পে করলে তুমি কোন ইন্টারেস্ট বা কিচ্ছু চার্জ করতে পার না। আরো দুচারটে ওদেরই টার্ম ব্যবহার করে বললাম যে ওসব গল্প আমায় শুনিও না। তখন বলে অন্তত লেট ফীয়ের টাকাটা দাও। বললাম দেব তো না-ই উল্টে RBI এ কমপ্লেইন করব। তখন তাড়াতাড়ি সুর বদলে ল্যাজ নাড়তে লাগল।

    পরে দেখলাম, অনেকেই যারা হয়ত আগের মাসেরটাও পুরো দেয় নি, মিনিমাম অ্যামাউন্ট বা তার কিছু বেশী দিয়েছে, তারা অনেকসময়ই এই হিসেবের গরমিলগুলো খুঁটিয়ে দেখে না আর প্রচুর এক্সট্রা পে করে।
  • Suvajit | 60.229.120.17 | ৩০ এপ্রিল ২০০৭ ১৮:২০385340
  • S কে,
    ক্ষমা করবেন, কিন্তু সরকারী কর্মচারিদের স্যাক করার ব্যাপারে আপনি নিজেই দুরকম কথা বলছেন।
    আমি বলেছি সরকারী কর্মচারিদের স্যাক করা কঠিন, বেসরকারী কর্মচারীদের তুলনায়। সেটা খুব কঠিন না অসম্ভব কঠিন না মোটামুটি কাঠিন কোনো বিশেষণ আমি দিই নি। আপনি নিজেই আমার কথা ক¾ট্রাডিক্ট করছেন আবার নিজেই বলছেন যে পদ্ধতিটা দীর্ঘসুত্রী, যার জন্য সরকারী চাকরীর নিরাপাত্তা বেশী।
    আমার নিজের আভিজ্ঞতায় ২ ঘন্টার ভেতর লোককে স্যাক করতে দেখেছি বেসরকারী অফিসে।
    তবে আপনি যদি শুধু তর্কের জন্যে তর্ক করতে চান, নো প্রবলেম।
  • S | 122.162.82.189 | ৩০ এপ্রিল ২০০৭ ২১:৪৪385341
  • আবার বছরের পর বছর ঘুরে যায় কিন্তু অভিযুক্ত স্যাক্‌ড হয় না, এ রকম বেসরকারি কম্পানিও আছে। সবই কম্পানি পলিসি।

    পরে কথা বলছি।
  • Binary | 198.169.6.69 | ০৯ মে ২০০৭ ০২:৩০385342
  • গ্রামের এক গরীব মানুষ, তার দু ছটাক জমি registration করাতে স্থানিও বোরো অফিসে
    গেছে ....

    --- বাবু, আমার জমি-র কাগজটা

    কেরানী -- যা যা, আগে ১০০ টা টাকা ন্যে আয়

    --- অতো ট্যাকা নেই বাবু

    কেরানী -- তাবে অন্তত ১০ টা টাকা দে

    --- গরীব মানুষ বাবু, আসচে মাসের পয়্‌লা-র আগে কাচে ট্যাকা থাকেনা, বাবু

    কেরানী -- যা শালা, তবে দুটো বিড়ি দে

    --- আমি, হেঁপো রুগি বাবু, বিড়ি-ছিগারেত খাইনা বাবু

    কেরানী -- তবে, আর কি শালা, কিছুই যখন নেই, তবে পিঠ-টা চুলকে দে

    সরকারি করর্মচারী-র চরিত্র, আমাদের দেশে। প্রবলেম টা আসলে আমদের সরকারি ব্যুরোক্রেসি-র।
    আমদের দেশে, যে কোনো, সরকারী কাজ-এ অন্তত ১০ টা গান্ট আর ১০ টা কাগজের আগে হয় না,
    সে বাড়ী Registration, Birth Certificate, Electric Line, Ration Card মায় Death Certificate
    পর্যন্ত।

    বিদেশ-এর সেই একই কাজ গুলো পদ্ধতিগত ভাবে এক হলেও, কোনোটা-ই একদিনের বেশী সময় লাগেনা।
    পশ্চিমী দেশে কোনো সরকারি কর্মচারী, পাতি corruption -এ যুক্তো, ভাবা-ই যায় না। Nordic দেশে
    কাজ করার অভিজ্ঞতা, থেকে বলা যায়, ওখানে, বিশ্বাস কারুন, কেউ, সরকারী কর্মচারী, বেসরকারী কর্মচারী
    কেউ মিথ্যা কথা বলেনা।

  • LCM | 24.4.0.122 | ০৯ মে ২০০৭ ১৪:৩৩385343
  • বলে বলে, মিথ্যে বলে, Z|নতি পারো না। UNকে বলে, বৌ কে বলে...
  • dd | 202.122.20.242 | ০৯ মে ২০০৭ ২০:১৬385347
  • দেশটকে পার্মানেন্টলি গোল্লায় পাঠালেন বাগবাজারের নবীন চন্দ্র দাস।

    তার কতা কেউ কইলেন না ?
  • shyamal | 24.119.209.168 | ২৬ মে ২০০৭ ০৭:১০385348
  • shyamal | 24.119.209.168 | ২৬ মে ২০০৭ ০৯:১৯385349
  • কেন সর কারি চাকুরেরা ঘুষ খায়, কাজ করেনা ? আমি আদিত্য বিড়লার একটা interview পড়েছিলাম। তাঁর কোম্পানীতে ওপর থেকে নীচে কারো বিরুদ্ধে corruption এর চার্জ এলে তাকে প্রথমে সাসপেন্ড করা হয়। দ্রুত investigation এর পর প্রমাণ হলে চাকরি যায়।
    শুনেছেন কি কোন প্রাইভেট কোম্পানীতে corruption আছে?
    আমাদের সরকার আসলে কর্মচারীদের প্রতি অতিরিক্ত সহানুভুতিশীল। তার কারণ চুরি করলে করদাতার টাকা যাচ্ছে -- মন্ত্রি বা secretary র কি আসে যায়? কিন্তু বিড়লার কোম্পানীতে বিড়লার নিজের টাকা যাচ্ছে -- তাই সেখানে শাস্তি হবেই।
    তাই সরকার ছোট রেখে যথাসম্ভব বেসরকারীকরণ হচ্ছে একমাত্র রাস্তা। এছাডাও আছে আইনের সরলিকরণ। আমাদের দেশে আজব সব আইন আছে । যেমন বেসরকারী engineering college আছে। কিন্তু AICTE নামে এক বস্তু বলেছে যে টুইশন ৩২০০০ টাকার বেশি হতে পারবেনা। তবে আর বেসরকারী বলে লাভ কী ? আমাদের সরকার এখনও বাজার অর্থনীতির ওপর বিশ্বাস রাখতে পারেনা।
  • B | 59.93.198.52 | ২৭ মে ২০০৭ ০৯:২০385350
  • আগের পোস্টিং-এ শ্যামলের একটি বাক্য - "শুনেছেন কি কোন প্রাইভেট কোম্পানীতে Corruption আছে?" নিয়ে জিজ্ঞাস্য -

    "হ্যাঁ" বা "না" - তে এ প্রশ্নের উত্তর দিতে হবে? নাকি এর উত্তরে সেগুলোর লিস্টি দিতে হবে?
  • LCM | 24.4.0.122 | ২৭ মে ২০০৭ ০৯:৫৭385351
  • এ প্রশ্নটা প্রাইভেট কোম্পানীকে করা মুশকিল। ভগবান-কে কি জিগ্গেশ করা যায় 'আপনি কি ভগবান?'

    নিদেনপক্ষে, সত্যজিৎ-এর "সীমাবদ্ধ' দেখুন...
  • B | 59.93.201.121 | ২৭ মে ২০০৭ ১৪:৪৪385352
  • সেক্ষেত্রে সিনেমা বা শংকরের মনগড়া কাহিনী, ইত্যাদি উত্তর আসলেও আসতে পারে। আগের প্রশ্নটার উত্তর আসে নি, কিন্তু এই সময়েরই মধ্যে অন্য থ্রেডে বক্তব্য আছে পূর্বের প্রতিবেদকের। তাহলে কি ধরে নেবো .....

    যদি "হ্যাঁ" বা "না" দিয়ে উত্তর দিতে হয়, তাহলে বলবো "হ্যাঁ, প্রাইভেট কোম্পানীতে প্রভূত পরিমাণে Corruption আছে"Corruption-গুলো সব স্তরেই আছে, কেবল মার্কেটিংএর দিক থেকেই বলতে পারি যে Material Testing, Inspection, Approval, Tender Negotiation (Technical & Commercial both), Placement of Order (মানে Order quantity finalisation) ইত্যাদি থেকে Fund allocation, Release of payment order হয়ে finally cheque baa draft hand over অবধি। এত সব করার পরেও কোন ছোট্ট জায়গায় Equationএর তারতম্য ঘটলে এই একই আবর্তের বা চক্রের অনেক Spoke-ই ব্যথা দিতে পারে বা দেয় একইভাবে।

    সরকারী জায়গা বলতে যদি পরিষেবা সংক্রান্ত জায়গাগুলোর কথাই আলাদা করে বলা হয়ে থাকে, তাহলে বলতে হয় এখনও তেমনভাবে সেই জায়গাগুলোতে প্রাইভেট সেক্টরগুলোকে দেখা হয়ে ওঠে নি কারুরই। যদিও শুধু জরুরি পরিষেবার ক্ষেত্রে বিরাটভাবে CESCর নাম আসতে পারতো।(যদি শুধু কলকাতার লোকেদের জন্যই ধরা হয়)।

    কিন্তু মুক্ত মাঠে লিস্টি দিতে যাওয়ার সমস্যা আছে। সে টাটার টাটা স্টীল, টেলকো, টাটা টিউব, বা সম্প্রতি WBIDCর সাথে Joint Ventureএ তৈরি হওয়া Hooghly Metcokeই হোক, কিংবা বিড়লার নানা পরিবারের টেক্স্‌ম্যাকো, হিন্দুস্তান মোটোর্‌স্‌, কেশোরাম রেয়ন-ই হোক অথবা বিড়লা গ্রুপের মধ্যে সবচেয়ে স্বচ্ছ এবং পেশাদারী দৃষ্টিভঙ্গীর বলে পরিচিত আদিত্য বিড়লার এম আর পি এল-ই হোক বা গ্রাসিম-ই হোক.... কারুর নামই নেওয়া যাবে না। ওদিকে আম্বানিদের রিলায়েন্স কোম্পানীর নামও নেওয়া যাবে না।

    তাই ধরেই নিতে হবে এই কোম্পানীগুলোতে Corruption নাই।

    আমি তো শুনি নাই যে করাপশনের (যদি শুধু ঘুষ নামক সবচেয়ে ছোট্ট জায়গাটিকেই ধরি আমরা) কোন রসিদের নিয়ম ভারতে বা কোথাও আছে। হোটেল-এ নিয়ে গিয়ে 'বিশেষ প্রয়োজনে'Entertainment করানোর রসিদ থাকলেও তাতে Entertained ব্যক্তিদের কোন নামের লিস্টি থাকে না। আর সবার উপরে "জন অরণ্য'র সোমনাথের হাত দিয়ে সুকুমারের বোন কণা-কে ভেটের মত অনুরূপ ঘটনাতে কণামাত্র নথির কল্পনাই করা উচিত নয়।

    আমাদের নিজেদের Imageএর জন্যও।
  • shyamal | 24.119.209.168 | ২৭ মে ২০০৭ ১৫:২৮385353
  • পাবলিক লিস্টেড কোম্পানি , যেমন রিলায়েন্স, টাটা, বিড়লা, ইনফোসিস --- এদের corruption নেই। কিন্তু এরাও যখন সরকারি অফিসের সঙ্গে deal করে তখন ঘুষ দিতে বাধ্য হয়। তার কারণ সরকারি অফিস corrupted। পরিষেবার কথাই যদি তোলেন, কেউ দেখেছেন, HDFC Bank, ICICI Bank, CESC, VSNL এরা কেউ ঘুষ চেয়েছে?
    পাড়ায় যে পার্টির ছেলে cement সাপ্লাই করে -- সে হয়তো corruptedcement এ মাটি মেশায় বা দাম বেশী নেয়।
  • d | 122.162.104.112 | ২৭ মে ২০০৭ ১৫:৩১385354
  • CESC রেগুলার ঘুষ চাইত, অল্প কিছুদিন আগেও। এখন জানি না।

    infosys জাতীয় কোম্পানির ক্যাফেটেরিয়া বা ট্রান্সপোর্টেশানের ক¾ট্রাক্ট পাবার জন্য মোটাহারে ঘুষ দিতে হয়।
  • B | 59.93.201.121 | ২৭ মে ২০০৭ ১৬:১৫385356
  • আপনি যে যে কোম্পানী বা তাদের মালিকদের নাম লিখে একটা ধোবি ছাপ লাগিয়ে দিলেন, সেগুলোর অনেকগুলোর আলাদা করে নাম আমি করেছি। এর বেশী কিছু লিখতে আমি অপারগ। আগের লেখাটাই যথেষ্ট অর্থবহ। তবুও যদি আপনার চক্ষুকর্ণের বিবাদভঞ্জন করতে হয় তাহলে কলকাতায় এসে কোন এক সপ্তাহব্যাপী প্রোগ্রাম করে রাখবেন, আপনার সুবিধে অনুযায়ী। আপনার এই জ্ঞানোন্মেষের জন্য আমি সেই সপ্তাহটা নিবেদন করতে অঙ্গীকারবদ্ধ রইলাম।

    সিমেণ্টের কথাটা দুর্বোধ্য রয়ে গেলো। আর অবশ্যই এখানে কোন পার্টির প্রসঙ্গ অবান্তর।

    হয়তো আপনি সিমেণ্টের উল্লেখ গ্রাসিম নাম দেখে করেছেন, তাই জানাই যে ইন্দোরের কাছে গ্রাসিমের একটি কারখানা আছে, যেখানে অন্য বস্তুও তৈরি হয়। এ ছাড়া যতগুলি নাম আমি লিখেছি, তাদের একাধিক কোম্পানীতে সুদূর জামনগরেই বলুন বা পাণিপথে, বরোদায়ই বলুন বা সুরাটে, পুণাতেই বলুন বা নাগপুরে, কাপুরথালারেই বলুন বা চণ্ডীগড়ে, ম্যাঙ্গালোরই বলুন বা ঘরের কাছে জামশেদপুরে, ইত্যাদি, প্রতিটি জায়গায়ই আমার নিজের একাধিকবার যাওয়ার অভিজ্ঞতা আছে, প্রায় দশ বছর ধরে। তখনকার লব্ধ অভিজ্ঞতা ইদানীং আরও বাড়ছে বই কমছে না।

    আপনার কথার সরাসরি উত্তর না দিতে পেরেও হাসলাম। দয়া করে কিছু মনে করবেন না, সেই হাসিটির অর্থও আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন।

    CESCর টিটাগড় বা বজবজে যাওয়ার কথাটা আগে তুলি নি, ওটা d বলে দিয়েছে, Tenseটা বলে নি শুধু, সে জায়গায় আমি এই Phenomenon কে Perpetual আখ্যা দিলাম। প্রত্যেকটি ক্ষেত্রেই।

    সরকারী ক্ষেত্রে ঘুষ না খাওয়া বেশ কিছু লোকজন আছেন কিন্তু। এইখানেই একজন লেখে, যে নিজে সরকারী কর্মচারী, সে ছাড়াও তার দপ্তরেই আমার জানা আরও কেউ আছেন যিনি Corrupted নন। এঁরা ওই শব্দটাকে ঘেন্না করেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন