এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • নেমসেক

    apan mon
    সিনেমা | ২৬ মার্চ ২০০৭ | ৩৭৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 61.95.167.91 | ১৭ এপ্রিল ২০০৭ ১০:৫২386845
  • অ্যায়, অ্যায়, এই zন্যিই আমার ডাগ্‌দার বা সিইও হওয়া হল না। আমারও সেই বক্তব্য। ভালো লেগেছে, কিন্তু উত্তাল কিছু ভালো লাগে নি।
  • Sh | 141.218.68.73 | ১৭ এপ্রিল ২০০৭ ২০:৩৮386846
  • হুমম... আমারো ভালো লেগেছে। তবে বার বার দেখার মতো লাগেনি।

    বিশেষ করে ম্যাক্সিনের সাথে গোগোলের ছাড়াছাড়ি হওয়াটা ভীষন অদ্ভুত লাগলো। কেমন হঠাৎ করে হয়ে গেল। বইটা পড়ার সময় কিন্তু এই জায়গাতে একেবারেই হোঁচট খেতে হয়না। অথচ বইতে যে এই break upটা নিয়ে পাতার পর পাতা লেখা হয়েছে তাও নয়। মাত্র একটা প্যারগ্রাফ। তাতেই স্পষ্ট বিচ্ছেদটা কেন অনিবার্য ছিল। সিনেমাতে ভালো করে বোঝাই গেল না। বা বোঝা গেলেও মনে দাগ কাটলো না।

    তবে অসীমার চরিত্রটা খুব ভালো ফুটেছে। খুবই ভালো লেগেছে।

    কিন্তু এভাবে টুকরো টুকরো করে তো কোনো সিনেমাকে ভালো লাগনো যায়না, তাই না?
  • Su | 59.93.242.192 | ২৬ এপ্রিল ২০০৭ ০১:৩২386847
  • অমি একদম বিক্রমের সঙ্গে একমত। ছবি-টা দেখে এক্কেবারে যাকে বলে "স্টান্ড"। বহু দিন পরে একটা ছবি দেখে খুব শান্তি হল। উপন্যাসটা পড়ে মন্দ লাগেনি, কিন্তু সিনেমাটা জাস্ট অনবদ্য।

    তবে এখানে হঠাৎ সুনীল গঙ্গোপাধ্যায় কোথা থেকে উদয় হলেন? পূর্ব-পশ্চিম?

    তা হলে একটা কথা ভরসা করে বলব? ঝুম্পা লাহিড়ী, খুবই ভালো, এবং সুন্দরী-ও বটেন, কিন্তু নেমসেক-এর থেকে এমন-কি সুনীল গঙ্গোপাধ্যায়ের "হীরক-দীপ্তি"-ও অনেক ভালো উপন্যাস। আমি নিশ্চিত এই থ্রেডে ওই উপন্যাসটি কেউ পড়েননি। :P

    প্রথম আলো নিয়ে সমস্যাটা কোথায় আর সেটা এই আলোচনায় কেন এল তাও ঠিক বুঝতে পারিনি।
  • Sh | 141.218.68.124 | ২৬ এপ্রিল ২০০৭ ০২:০২386848
  • কোন উপন্যাসটি পড়ার কথা হচ্ছে? নেমসেক না হীরক-দীপ্তি?

    আর ঝুম্পা লাহিড়ী সুন্দরী না কুৎসিৎ তার সাথে উপন্যাসের ভালোমন্দের সম্পর্ক কি?
  • a x | 192.35.79.70 | ২৬ এপ্রিল ২০০৭ ০২:০৮386849
  • বেশ বাজে লেগেছে নেমসেক। ডিটেলিং এ অসংখ্য ভুল বাদেও, টিপিকাল ফরেন অডিয়েন্সকে টার্গেট করে বানানো সিনেমা। তার জন্য যা যা খাওয়ানো দরকার, কলকাতার দৃশ্য ইত্যাদি, সবই আছে। ঝুম্পা লাহিড়ী আমার সেই interpreter of maladiesএর পর থেকে আর বিশেষ ভালো লাগেনা, তাও উপন্যাসটা হাজার গুণ ভালো সিনেমার চাইতে। আর এই কথায়ে কথায়ে বাংলা সিনেমাতে ট্যাব্বু কে ব্যবহার করা - সেই অরণ্যের অধিকার জাতীয় ফ্লপের পরেও, এটা কেন বুঝিনা।
  • Su | 59.93.195.173 | ২৬ এপ্রিল ২০০৭ ১৯:৩০386850
  • অরণ্যের অধিকার নয়, আবার অরণ্যে।
  • Moloy | 207.45.43.67 | ০৫ জুন ২০০৭ ২১:২৮386851
  • দেখলাম নেমসেক । তেমন কিছু তো লাগলোনা। ইরফান খান কে ভালো লাগল। কিন্তু বাংলা টা অতীব জঘন্য। টাব্বু কে একেবারেই ভাল লাগেনি। গোগোল কে বেশ মানিয়েছে। গোগোল এর বোন ও ঠিকঠাক । মৌসুমি ঝুল।

    সব মিলিয়ে চলে যায়।
  • aatagaachhe totapakhi | 141.211.197.190 | ০৫ জুন ২০০৭ ২৩:৩০386852
  • আপনার লাগেনি, আমাদের অনেকেরই লেগেছে। হৃদয় কে আনুন মশাই, আবেগ আনুন। টাবু ইরফান খান কেউ ই ঐ culture এ বড় না হয়েও চরিত্র দুটি কে খুব ভালো ফুটিয়ে তুলেছে, সেটা না দেখে গেছেন বাংলার খুঁত ধরতে।
  • Moloy | 207.45.43.68 | ০৬ জুন ২০০৭ ০০:৩৯386853
  • ভাল লাগা মন্দ লাগা প্রত্যেকের নিজস্ব । আমার সিনেমা টা দেখে কেমন লেগেছে সেটিই বিনীত ভাবে জানিয়ে ছিলাম মাত্র। একবারও বলিনি যে ভাল লাগেনি। বলেছি তেমন কিছু লাগে নি।
    আর হৃদয় আবেগ এগুলো আপনা থেকেই আসে । জোর জবরদস্তি আনতে হয় না। সিনেমা টা দেখার সময় হৃদয় টা সাথে নিয়েই বসেছিলাম । আপনার টা যদি একটা সন্ধ্যা ধার দেন তো আরেকবার দেখি।

    বাংলা ভাষা টা যখন ব্যবহার করা হয়েছে , বিশেষ করে দুজন বাঙালির মুখে , তখন ও টা বড়বাজারের মারোয়ারী ভদ্রলোকের "কি দাদা বালো আচেন" টাইপ না হয়ে বাঙালির ভাষার মত হওয়াই বাঞ্ছনীয়।
  • aata | 141.211.197.190 | ০৬ জুন ২০০৭ ২০:০৮386855
  • সত্যি ধার দিতে হবে মনে হচ্ছে, মনে হয় না আপনার হৃদয় সঙ্গে ছিলো।
  • kd | 96.224.102.213 | ০৬ জুন ২০০৭ ২১:১৫386856
  • এই তো মুশ্‌কিল, আতা! আপনার ভালো লেগেছে বলে দুনিয়ার সকলেরই ভালো লাগতে হবে? সকলেই তো আপনার মতো হৃদয়, পেন্সিল, নোটপ্যাড, দূরবীন, মাইক্রোস্কোপ, হজমের গুলি ইত্যাদি আঁতেল বস্তু নিয়ে সিনেমায় যায় না - পছন্দের সঙ্গী(নী) আর এক ঠোঙা পপকর্নই যথেষ্ট তাদের কাছে। তারওপর অনেকেরই হৃদয় already হাতছাড়া।

    আমার যেমন গোবিন্দার সিনেমা ভীঈঈঈষণ ভালো লাগে, তাই বলে কি আমি আপনাকে জোর করবো ওগুলো ভালো লাগার জন্যে?
  • tan | 131.95.219.167 | ০৬ জুন ২০০৭ ২১:২০386857
  • সত্যি।
    এই যে প্রসেনজিতের সিনেমা অনেকের এত ভালো লাগে,কারু কারু একেবারেই লাগে না,তবে?
    ভিন্নরুচির্হি লোকা: নাকি এইরকম দাঁতভাঙা কিযেন বলে সমস্কিতে!!!!
  • Arijit | 128.240.233.197 | ০৬ জুন ২০০৭ ২১:২৭386858
  • মলয়ের সেকেন্ড পয়েন্টের সাথে একমত। যখন চরিত্রটা বাঙালী, তখন স্বাভাবিক উচ্চারণই বাঞ্ছনীয় - নয়তো সেটা পরিচালকের ত্রুটি। যদিও আমি সিনেমাটা দেখিনি, তবে এই সমস্যা অনেক সিনেমা/সিরিয়ালে দেখি - এটা স্রেফ হোমওয়ার্কের অভাব।

    "ব্রেভহার্ট'-এ দেখবেন - মেল গিবসনকে রীতিমত মেহনত করে স্কটিশ অ্যাকসেন্ট, তাও স্পেশ্যালি স্টার্লিং অঞ্চলের, আনতে হয়েছিলো, অথেন্টিসিটির জন্যে।
  • Moloy | 207.45.43.68 | ০৬ জুন ২০০৭ ২৩:২০386859
  • আলোচনা প্রসঙ্গে আবার অরন্যের র কথা মনে পরলো। বছর চারেক হবে বোধহয় । এক রোব্বর দুপুরে আবার অরন্যে দেখতে গেছি। সাথে নোটবুক ও নাই , দুরবীন ও নাই। একেবারে নিধিরাম সর্দার । তো সিনেমা শুরু হল , শেষ ও হয়ে গেল। এটুকু বুঝলুম যে পরিচালক "সভ্যতা থেকে দুরে" জাতীয় একটা অনুভূতি দিতে চেয়েছেন । আমার মতো গোমুখ্যু দের ব্যাপার টা বোঝাতে উনি সেল ফোনে সিগনাল না থাকা থেকে শুরু করে আশেপাশে ডাক্তার না পাওয়া ইত্যাদি অনেক কিছু করলেন বটে কিন্তু আমার দুর্ভাগ্য যে এ নিরেট মাথায় অনুভূতি টা ঠিকঠাক জমলো না । কেমন যেন একটা খাপছাড়া ফিলিং হল। (তখনো আমি অরন্যের দিনরাত্রি দেখিনি) পরদিন অফিস গিয়ে জানলাম যে প্রোজেক্ট লীডার ও গতকাল ঐ একই যায়গায় গিয়ে একই মুভি দেখেছেন । এবং উনি আমার আশেপাশেই কোথাও বসেছিলেন । অনিবার্য ভাবে প্রশ্ন এল আমার কেমন লেগেছে । আমার মতামত জানালুম । P L আমার দিকে গোলগোল করে তাকিয়ে বলল "তুই কাল থেকে সুধু প্রসেনজীত আর অক্ষয় কুমার এর খিলাড়ী series দেখবি"।
    ঘেটে ছিলাম । আরও ঘেটে গেলাম । ভাবতে বসলাম । খুব ভাবলাম । পোচোন্দো ভাবলাম। শেষমেষ এই সিদ্ধান্তে এলাম যে নীচের দুটি statement এর একটি বা দুটিই ঠিক।

    ১। দুনিয়া তে তিন ধরনের সিনেমা হয়। আবার অরন্যে টাইপ, প্রসেনজিত টাইপ আর খিলাড়ী series
    ২। আমার পক্ষে PL এর উপদেশ মেনে চলাটাই সুবিধের হবে।

    গোল বাধল কদিন আগে ভুল করে অরন্যের দিনরাত্রি দেখে ফেলতে। কি আশ্চর্য ভাল লেগে গেল। সিনেমা শুরু হওয়ার ১৫ মিনিটের মধ্যে ভাললাগা , হৃদয় , আবেগ অনুভুতি সব একেবারে খাপে খাপ। তারপর থেকে মন খারাপ হলেই অরন্যের দিনরাত্রি । খুব বেশিক্ষন না । Name casting পর্যন্ত। মন একেবারে ব্রিটানিয়া থিন এরারুট । তার পরেই বৌ এর সাথে প্ল্যান । দেশে ফিরেই যাব ডুয়ার্স, শিলং , নেপাল আরো কোথায় কোথায়।
  • S | 122.162.81.35 | ০৬ জুন ২০০৭ ২৩:২১386860
  • ডিট্টো। পুরো টাইটানিক সিনেমায় সমস্ত আমেরিকান অভিনেতা / নেত্রীদের দিয়ে খাঁটি ব্রিটিশ অ্যাক্সেন্টে কথা বলানো ...
  • aata | 141.211.197.190 | ০৬ জুন ২০০৭ ২৩:৪০386861
  • kd দা, আমারো কিন্তু গোবিন্দা সিনেমা ব্যাপক লাগে:)
  • aata | 141.211.197.190 | ০৬ জুন ২০০৭ ২৩:৪৪386862
  • এই রে, হজমি গুলি লাগে নাকি? মাইক্রোস্কোপ?---বাপ্পো
  • tan | 131.95.121.135 | ০৬ জুন ২০০৭ ২৩:৪৮386863
  • হজমী গুলি তো লাগেই!
    খুব মাথা ঘুরাতে থাকলে ওষুধের অভাবে কোটের বোতাম ছিঁড়ে মুখে দিয়ে লাগাতার চুষে গেলেও চলে,কিন্তু খবদ্দার চিবোবেন না।:-)))
    ডাক্তারেরা যখন রুগী নিয়ে সিনেমায় যান,তখন এইভাবেই রুগীকে সামলান।:-)))
    এপাতার দুই ডাক্তারই সাক্ষী দেবেন।এই করে কত বোতাম যে চলে গেছে ওনাদের।
  • kd | 96.224.102.213 | ০৭ জুন ২০০৭ ০০:৩২386864
  • মাইক্রোস্কোপ লাগে, লাগে - আঁতেল হতি গেলি লাগে!
    আমার এক সহপাঠী তপন সিংহের 'অতিথি' দেখে এসে আমাদের ওপর চোট্‌পাট - তোরা তপন সিন্‌হাকে বড় ডিরেক্টর বলিস্‌ (দু:খের কথা, আমরা এমন কথা কখনই বলিনি, বলার কথাও নয় - বাংলা সিনেমাই কেউ দেখতুমই না)- শালা একটা গাঁয়ের গরীব পুরুতকে P3 জাঙিয়া পরিয়েছে - ধুতির তলায় পষ্ট দেখা যাচ্ছ, ছ্যা ছ্যা! ধুতির তলায় জাঙিয়া দেখতে ভাল দৃষ্টিশক্তি (অবিস্যি with an 'antel' mind behind) থাকলেই চলে, কিন্তু P3! এর জন্যে মাইক্রোস্কোপ দরকার। comprende, আতা?
  • aata | 141.211.197.190 | ০৭ জুন ২০০৭ ০০:৪০386866
  • না , আমি সেইসব নিয়ে যাই নি।:)
  • Tim | 71.67.115.14 | ০৭ জুন ২০০৭ ০৫:০৫386867
  • সিনেমাটা দেখেছি। আহামরি কিছু লাগল না। কারন গুলো দেখছি আগেই মলয় বলেছেন। ডিট্টো।
    এর চে flavors ভাল লেগেছিল। কেউ দেখেছেন?
  • Tim | 71.67.115.14 | ০৭ জুন ২০০৭ ০৫:১৭386868
  • অবশ্য হৃদয়টা সাথে ছিলো কিনা খেয়াল করিনি। সারাক্কন তো "ওশিমা" শুনেই কেটে গেল। যদিও এর দায় ইর্ফানের না, পরিচালকের। হোমওআর্ক করতে যে কারুরি ভাল লাগেনা সেটাও বোঝা গেল। শুধু বাচ্চাগুলো বকা খায়।
  • tan | 131.95.121.135 | ০৭ জুন ২০০৭ ০৫:১৮386869
  • ওশিমা!!!!
    হুঁ হুঁ বাবা, ওটা জাপানি ফ্লেভার দিয়েছে।
    :-))))
  • Tim | 71.67.115.14 | ০৭ জুন ২০০৭ ০৬:০০386870
  • এইরে! এইডা ধর্তেই পারিনি তো! তাই একজন আমেরিকান বলছিল নেমিসাকি দেখব। নিখুত জাপানি নাম।
  • ;-) | 61.95.167.91 | ০৭ জুন ২০০৭ ১০:৪২386871
  • হা হা হা, সেই বিয়ের পর বরের কাছে প্রথম বকা খেয়ে রাগ করে গোঁসাঘরে ঢোকার পর ...

    ওশিমা, এই ওশিমা, আমার ওশিমা, আমার শোনা ওশিমা, দোরজা খোলো ওশিমা ...
  • d | 122.162.105.12 | ০৮ জুন ২০০৭ ১১:০০386872
  • এত আলোচনা দেখে কাল শেষপর্যন্ত দেখেই ফেললাম এবং অবিলম্বে হতাশ হইলাম। এমনিতে বইটা পড়েও খুব কিসু ভাল লাগেনি। বোজোর পাল্লায় পড়ে বইটা পড়ে ফেলেছিলাম। কিন্তু সিনেমাটা ঢের বাজে। অনেক কিছু একসাথে গুঁজে দেবার আপ্রাণ চেষ্টায় কি যে একটা ......
    মরুগ্গে।
  • S | 61.95.167.91 | ০৮ জুন ২০০৭ ১১:১০386873
  • ওরে পাগ্‌লা, টিম,

    flavors নিয়ে আলাদা একটা সুতো খুলে ফ্যালো। সিনেমাটা স্টার মুভিজের কল্যাণে বার তিনেক দেখেছি, অসাধারণ সিনেমা। ঐ মেয়েটাকে যে আমার কী পছন্দ ... ;-)
  • Tim | 71.67.115.14 | ০৮ জুন ২০০৭ ১৩:০৫386874
  • S
    star এ দেখিয়েছে বুঝি? বাহ ভাল। সত্যি সত্যি নতুন সুতো খুলবো নাকি? :-))
  • Tim | 71.67.115.14 | ০৮ জুন ২০০৭ ১৩:৩০386875
  • বিষয় থেকে সরে যাবার জন্য দু:খিত। আবার নেমসেক এ ফিরে আসি। ভাল লেগেছে সিনেম্যাটোগ্রাফি (বিশেষ করে কলকতার ছবি) আর গোগোলকে। ব্যস।
  • Arijit | 128.240.229.67 | ১৩ নভেম্বর ২০০৭ ২০:০৪386877
  • অত্যন্ত অখাদ্য সিনেমা। বাধ্য হয়ে সিনেমা ছেড়ে কাজ নিয়ে বসলাম - বিশেষ করে সদ্যজাত বাচ্চা গু-গু করে কথা বলছে দেখে - বাচ্চাটার বয়স কম করেও চার মাস। আর বাঙালী চরিত্রের মুখে অবাঙালী উচ্চারণ তো আছেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন