এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • রাজনীতিতে শ্রেষ্ঠ সিনিকাল রসিকতা

    dash
    অন্যান্য | ২৬ জুন ২০০৭ | ১৫৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 193.134.170.35 | ২৭ জুন ২০০৭ ১৯:১৭388740
  • আপাতত এই লিংকটা পেলাম। বিশদ খোঁজার সময় নেই। তবে খুঁজলে আরো বেরোবে।

    আজকালের পুরনো আর্কাইভগুলো কাজ করলে সেখানেও দেখা যেতে পারে। ;-)

    http://www.telegraphindia.com/1070109/asp/nation/story_7238013.asp
  • Tim | 71.67.115.14 | ২৭ জুন ২০০৭ ২৩:০৯388741
  • একটি পত্রিকায় পড়েছিলাম এই সত্যি জোকটা।
    জনৈক সোভিয়েত রাষ্ট্রপ্রধান শুয়োরের খামার পরিদর্শনে গেছেন। সেখানে শুয়োরদের দুপাশে রেখে ছবি তুললেন হাসি-হাসি মুখে।
    পরেরদিন একটা কাগজে সেই ছবি বেরোল; সাথে ক্যাপশন:

    "" খামারে রাষ্ট্রপতি: বাঁদিক থেকে তৃতীয় ""।:)
  • Arijit | 82.39.109.5 | ২৮ জুন ২০০৭ ০১:৪০388742
  • এর একটা ভারতীয় ভার্সন আছে - গোয়ালে লালুপ্রসাদ।
  • I | 172.206.80.72 | ২৮ জুন ২০০৭ ০১:৫৩388743
  • সত্তর দশকে যুব কংগ্রেস আর ছাত্রপরিষদ মানুষ খুনের রাজনীতি করেনি।
  • c | 195.93.21.104 | ২৮ জুন ২০০৭ ০২:১২388744
  • S
    জোকটা সত্যি। যতদুর মনে পড়ছে ওটা লালু বলেছিলো।
  • Arijit | 82.39.109.5 | ২৮ জুন ২০০৭ ০২:১৪388745
  • ডিভিসির সময় লালু কোথায়? তখন সত্যিই চাষীদের ক্ষেপানো হয়েছিলো এই বলে।
  • dri | 129.46.154.111 | ২৮ জুন ২০০৭ ০২:২৩388746
  • রাজীব গান্ধী যখন মারা যান, টিভিতে সিদ্ধার্থ রায় এসে বলতে শুরু করেন, "এই যে খুনের রাজনীতি (pause) এই যে গুন্ডামির রাজনীতি ..."। এই অব্দি বলে তাঁর গলা ধরে আসে। ঠোঁট কাঁপিয়ে কোনমতে কান্না চাপেন। যদ্দুর মনে পড়ছে পকেট থেকে রুমাল বার করে নাকও পোছেন।
  • shyamal | 24.117.80.201 | ২৮ জুন ২০০৭ ০৩:২২388747
  • জয়প্রকাশ নারায়ণ ১৯৭৭এ জনতা পার্টিকে গদিতে বসান। তিনি তখন খুব অসুস্থ। ৭৮ কি ৭৯ তে একদিন মোরারজি দেশাই লোকসভায় ঘোষনা করলেন যে জয়প্রকাশজি পরলোকগমন করেছেন। উপস। তার পরেও জয়প্রকাশজি প্রায় সাত আট মাস বেঁচেছিলেন।
  • J | 77.56.85.45 | ২৮ জুন ২০০৭ ০৩:৩৩388748
  • ঠিক ঠিক, ঐদিন দুপুরে হঠাৎ ইস্কুল ছুটি হয়ে গেছল আমাদের। পরে বাড়ী গিয়ে রেডিও তে শুনলাম, খবরটা ভুল। তারপরে আবার যখন সত্যি সত্যি মারা গেলেন, তখন আবার ছুটি।
  • shyamal | 24.117.80.201 | ২৮ জুন ২০০৭ ০৩:৫১388750
  • গান্ধীজি আর যতিন চক্কোত্তির জোকটা বহু পুরোনো। কাজেই শুনে থাকলে স্কিপ করুন।
    যতীনবাবু তখন বোধহয় পূরমন্ত্রী। ময়দানে সকালে বেড়াচ্ছেন। এমন সময়ে ডাক , ও যতীন শোন । চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে পেলেননা। ডাকটা ওপর থেকে আসছে। ওপরে তাকিয়ে দেখেন গান্ধীমূর্তি থেকে আওয়াজ বেরোচ্ছে। গান্ধীজিই ডাকছেন। গেলেন মূর্তির কাছে।
    গান্ধীজি বললেন, ও যতীন, এই রোদে জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো পা ব্যথা হয়ে গেল। তার ওপর মাথায় পাখিরা ইয়ে করছে। তা তোরা তো শ্যামবাজারে সুভাষকে ঘোড়ায় চড়িয়েছিস, আমারও একটা ঘোড়ার ব্যবস্থা কর না। যতীনবাবু বললেন , নিশ্চয় গান্ধীজি , আমি চেষ্টা করব।
    তো সেদিন মহাকরণে মুখ্যমন্ত্রীকে সব কথা খুলে বললেন। জ্যোতিবাবু শুনে বললেন, কমরেড, আপনি কি বুড়ো বয়সে গাঁজা ধরেছেন ? না, না আমি পষ্ট দেখেছি। বিশ্বাস না হয় আপনি চলুন কালকে।
    পরের দিন সকালে যতীনবাবু জ্যোতিবাবুকে নিয়ে আবার ময়দানে। ডাকছেন , গান্ধীজি, ও গান্ধীজি। কোন সাড়াশব্দ নেই। জ্যোতিবাবু বললেন, কি আপনার গান্ধীজি তো নির্বাক। বুঝছি আপনার বয়েস হচ্ছে, ভালো করে ঘুমোন, দেখবেন রোগ চলে গেছে। বলে গট্‌গট করে চলে গেলেন।
    যতীনবাবু তখনও হতভম্ব। আবার ডাকলেন , গান্ধীজি আপনি কথা বলুন। এবারে গান্ধীজি মুখ খুললেন। কি আর বলব ? যতীনবাবু বললেন, আপনি তখন চুপ করে রইলেন কেন? আমার তো প্রেস্টিজ হাতা।
    গান্ধীজি তখন অভিমানভরে বললেন, তোকে একটা ছোট্ট রিকুয়েস্ট করেছিলাম। বলেছিলাম একটা ঘোড়া দিতে। আর তুই নিয়ে এলি একটা খচ্চর।
  • Tim | 71.67.115.14 | ২৮ জুন ২০০৭ ১০:৩৩388751
  • সেম জোক সিদ্ধার্থবাবুকে নিয়েও চালু ছিল। বক্তার রাজনৈতিক পছন্দের ওপর নির্ভর করে বলা হত।
    আরেকটা শুনেছিলাম ইন্দিরা জমানায়। এটাও অনেকেই শুনে থাকবেন।
    কোন এক দেশে এক বহুজাতিক সম্মেলনে ইন্দিরা আর জৈল সিং আমন্ত্রিত অতিথি। আলাপচারিতার পর সেখানে নৈশভোজ শুরু হল। প্রচন্ড দামী রত্নখচিত সব বাসনে খেতে দেওয়া হয়েছিল। এদিক ওদিক দেখে জৈলবাবু দুটো হীরে বসানো সোনার চামচে পকেটে পুরলেন। সবার দৃষ্টি এড়ালেও ইন্দিরাদেবীর শ্যেনদৃষ্টি এড়াতে পারলেন না। অত:পর খাওয়ার শেষে সবাই যখন নিজ নিজ দেশের ঐতিহ্য সম্পর্কে বলছে, ইন্দিরা উঠে দাঁড়িয়ে বললেন, "" আমাদের দেশের ম্যাজিক বিখ্যাত। আমি ম্যাজিক দেখাব। আপনাদের চোখের সামনেই আমি টেবিল থেকে দুটো চামচে আমার ব্যাগে রাখব। আর ঐ চামচেদুটো জৈলজির পকেট থেকে বেরোবে।""
    ইন্দিরা নিজের চামচদুটো ফেরত দিয়েছিলেন কিনা সেটা জানা যায়নি।

  • S | 61.95.167.91 | ২৮ জুন ২০০৭ ১১:২৩388752
  • আরে পলিটিকাল জোক্‌স তো ভূরি ভূরি আছে। লাখে লাখে। আসল স্যাটায়ার কিছু হোক!!

    আমার এই মুহুর্তে মনে পড়ছে গত বছর সেপ্টেম্বর মাস নাগাদ আচমকা 'বন্দেমাতরম' সঙ্গীতের কততম বর্ষপূর্তি উপলক্ষ্যে যেন লালকৃষ্ণ আদবানীর নাচানাচি। সব্বাইকে সেদিন সকালে সুর করে বন্দেমাতরম গাইতে হবে।

    এ দিকে আজতক্‌-এর টিম তো সংসদ ভবনে গিয়ে দেখিয়ে দিল অনেক সাংসদ গানের লাইন জানেন না, বেশির ভাগ জানেন বন্দেমাতরম গুরুদেব রবীন্দরনাথ টেগোরজির লেখা, কেউ কেউ শরৎচন্দ্র চ্যাটার্জির কথাও বলেছিলেন।

    তারপরে তো বেরুল বন্দেমাতরম গানের মোট্টেই অততম বয়েস হয় নি।
  • S | 61.95.167.91 | ২৮ জুন ২০০৭ ১১:২৬388754
  • এটা জোক্‌স।

    এক ইউরোপিয়ান সার্জেন রাশা বেড়াতে গিয়ে দ্যাখেন সেখানে এক পেশেন্টের টনসিল অপারেশন হচ্ছে গলা কেটে ফাঁক করে। শিহরিত ইউরোপিয়ান পুছলেন, এ অপারেশন তো মুখ হাঁ করিয়েই করানো যেত, খামোকা গলা কেটে করছেন কেন?

    অবশেষে এক প্রবীন রাশান ডাক্তার বললেন, এটা রাশিয়া। জানেন না, এখানে মুখ খোলা বারণ?
  • d | 122.162.104.228 | ২৮ জুন ২০০৭ ১১:২৬388753
  • ঠিক কথা। থ্রেডটা শুরুই হয়েছিল তাই নিয়ে, গুচ্ছ চালু জোকস টোকার জন্য নয়।
  • S | 61.95.167.91 | ২৮ জুন ২০০৭ ১১:২৭388755
  • গাধার জোক্‌টা ক্রুশ্চেভকে নিয়ে তৈরি। ক্রুশ্চেভকে গাধা বলার জন্য ছ মাস, আর রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করে দেবার অপরাধে আরও ছমাসের জেল।
  • S | 61.95.167.91 | ২৮ জুন ২০০৭ ১১:২৯388756
  • নাহ্‌, আর জোক্‌স নয়। :-)
  • shyamal | 24.117.80.201 | ২৮ জুন ২০০৭ ১২:০১388757
  • গত বছর ইউ এন ও তে হুগো শাভেজ হঠাৎ এল ডিয়াব্লো, এল ডিয়াব্লো বলে চেঁচাতে থাকেন। পরে বুঝলাম ওর মানে শয়তান (satan)। কে না বুশ। সারা ইউ এন হতবাক। বুশের পলিসি নিয়ে অনেক দ্বিমত থাকতে পারে কিন্তু এ ধরনের ভাঁড়ামো আগে দেখা যায় নি।
    শাভেজ বুঝলেন না এর পর ওনাকে বাফুন ছাড়া আর কিছু লোকে ভাববে না।
  • I | 172.200.143.30 | ২৮ জুন ২০০৭ ১২:১০388758
  • লোক মানে কি আপনি ও আপনার সমমতাবলম্বী যাঁরা?

    "মত কাকে বলে , তাই শোনো।
    মত তাই, যা আমার মত।
    সে-ও যদি সায় দেয় সেই মতে, তবে সে মহৎ'

    -শঙ্খ ঘোষ।
  • shyamal | 24.117.80.201 | ২৮ জুন ২০০৭ ১২:২৯388759
  • ওরে বাবা ! জোক বললাম , তখন বলা হল জোক অনেক আছে । রিয়াল লাইফ রাজনৈতিক স্যাটায়ার হোক। তা যখন বললাম আপনি খচে গেলেন। দেখুন এসব রসিকতা কি অন্য কিছু সেটা perspective এর ওপর নির্ভর করে।
    যেমন শুরু হয়েছিল " ব্লেয়ার মধ্যপ্রাচ্যে শান্তিদূত"। এতে আমি হাসির কিছু পাইনি। কাল এন পি আরে শুন্‌লাম যে হামাস বাদে সব পক্ষই খুশি ব্লেয়ার আসায়। কিন্তু ড্যাশ ভাই নিশ্চয় এটাতে মজা পেয়েছেন। কারন হয়তো তাঁর perspective আলাদা।
    সেরকম শাভেজের কথাটাকে আমার কার্টুনিশ লেগেছে। কিছু অন্যায় বলেছি কি ?
    এই একটা বুশের জোক বলব ভাবছিলাম , আর সাহস পাচ্ছি না।
  • r | 61.95.167.91 | ২৮ জুন ২০০৭ ১৩:০০388761
  • হোক, হোক! :-)
  • Prantik | 132.186.106.33 | ২৮ জুন ২০০৭ ১৩:২৭388762
  • শ্যামলকে অভিনন্দন! উনি ছাড়া আর সবাই দেখলাম "এটা জোক্‌স" বা "একটা জোক্‌স" বলেছেন। অভিযোগ নয়, কেবল চোখে লাগার কথা বলছি আর কি। তবে জোক(স) বা স্যাটায়ার(স), চলুক না ---
  • r | 61.95.167.91 | ২৮ জুন ২০০৭ ১৪:০৯388763
  • মদন মিত্র সোনালী গুহ সৌগত রায়রা হাততালি দিয়ে দিয়ে "হেই সামালো ধান হো" গাইছেন আর মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তোপ দাগছেন, আর বুদ্ধবাবু বিমানবাবুরা বিধান রায়ের জন্মদিন পালন করছেন। :-)
  • S | 61.95.167.91 | ২৮ জুন ২০০৭ ১৫:০২388764
  • হ্যাঁ, এইটাই এ মাসের সেরা খোরাক। :)))
  • I | 172.203.193.64 | ২৮ জুন ২০০৭ ১৮:১৩388765
  • আরে , কি মুশকিল ! এত কথায় কথায় ডিসক্লেইমার দিতে হলে চলবে কি করে! আচ্ছা, না হয় "আমি তো রাগিনি মোটেই' বোর্ড ঝুলিয়ে দিলাম। লোক মানে সব লোকই বোঝালো না হয়।
    শ্যামলবাবু এত থেকে থেকে ভয় পেয়ে যান কেন !
  • shyamal | 24.117.80.201 | ২৯ জুন ২০০৭ ০৪:০৪388766
  • তো বুশ, মুশারফ, পোপ আর একটা দশ বছরের ছেলে মিলিটারী প্লেনে কোথাও যাচ্ছে। হঠাৎ হার্ট ফেল করে পাইলট গত। সর্বনাশ। ভাগ্য ভালো কয়েকটা প্যারাশুট ছিল। কিন্তু তিনটে। সেই দেখে মুশারফ বললেন, আমাকে ছাড়া পাকিস্তান ধ্বংস হয়ে যাবে । কাজেই আমার প্রানের মুল্য খুব বেশী। বলে একটা প্যারাশুট পিঠে পরে প্লেন থেকে লাফ দিলেন।
    বুশ দেখলেন যে মুশারফ ঠিক বেরিয়ে গেল। তখন তিনিও বললেন, আমি পৃথিবীর একমাত্র সুপারপাওয়ারের রাষ্ট্রপতি। আমি না বাঁচলে পৃথিবী শেষ। বলে একটা প্যারাশুট পিঠে পরে প্লেন থেকে লাফ দিলেন।
    বাকি দুজন, পোপ আর ছেলেটি। তা পোপ বললেন, মাই সান, আমি তো বুড়ো হয়েছি , আর কদিনের মধ্যে গডের কাছে এমনিই যাব। কিন্তু তোমার সামনে বিরাট জীবন পড়ে আছে । কাজেই তুমিই প্যারাশুটটা নাও। আমি প্লেনে থাকি।
    ছেলেটি বলল, তা কেন? আমরা দুজনেই লাফ দেব। দুটো প্যারাশুট আছে। পোপ বললেন , কি করে হয়? মোট তিনটে ছিল।
    ছেলেটি বলল, বুশ আমার বুক ব্যাগ পিঠে নিয়ে লাফ দিয়েছেন।
  • B | 59.93.163.238 | ২৯ জুন ২০০৭ ১৬:৫২388767
  • এই ক্যাথোলিকিং জোকের মর্মার্থ কি দাঁড়ালো??

    শ্যামলবাবু যদি একটু সাহায্য করেন......
  • dd | 122.167.235.247 | ০২ জুলাই ২০০৭ ১০:২৭388768
  • সি পি এম ! বিধান রায়ের জন্ম দিবস পালন করছে !!!!!!!

    হা হা হা হো হো হো হি: হি: হি:
  • samit | 10.10.17.221, 192.168.1.2 | ০৩ জুলাই ২০০৭ ১০:৪৮388769
  • একটা মজার quiz। নীচের newsটি পোরে বলুন তো CPM পরমাণু বিদ্যুতের পক্ষে না বিপক্ষে?
    http://www.telegraphindia.com/1070109/asp/nation/story_7238013.asp
    Yechury stand on N-plants
    OUR SPECIAL CORRESPONDENT
    Calcutta, Jan. 8: CPM politburo member Sitaram Yechury today said he was opposed to nuclear power stations as they were being eyed as potential customers by US firms that stand to benefit from the deal signed with the Bush administration.

    Yechury’s comment, made at a DYFI meeting where US-bashing was a pet theme, came a day after Bengal chief minister Buddhadeb Bhattacharjee told the same youth wing that a nuclear power station was among his priorities.

    Bengal is trying to build a nuclear power station at Haripur in East Midnapore. Officials of the Nuclear Power Corporation have told the chief minister they “liked” the site.

    “American companies are looking for new markets. The Indo-US deal is meant for that,’’ Yechury said.

    He later said it is the Centre’s decision to set up plants in states. “No state government has the locus standi to decide where to set up a nuclear power plant. It is entirely the Centre’s business.”
  • shyamal | 24.117.80.201 | ০৩ জুলাই ২০০৭ ১২:২৩388770
  • বুদ্ধবাবু প: ব: র জন্য কিছু করার চেষ্টা করছেন। কিন্তু সীতারাম ইয়েচুরি ভাল articulate করে -- আর কোন গুণ নাই।
    যেটা কইসে তারে কয়, knee jerk reaction
  • samit | 10.10.17.221, 192.168.1.2 | ০৪ জুলাই ২০০৭ ১২:২৪388772
  • বুদ্ধবাবু প:ব: র সঙ্গে সীতারামের হাঁটু ও ভালো করুন, যাতে করে দুজনকেই কিছু কম ভাঁড় মনে হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন