এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কি করিতে হইবে

    Arijit
    অন্যান্য | ০৫ সেপ্টেম্বর ২০০৭ | ৪৬৪৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 77.98.196.117 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ০৩:০০391757
  • এইখানে লিস্টি বানাবো - কি কি করা উচিত - তাই নিয়ে। আইটি ইন্ডাস্ট্রীর ক্ষেত্রে। ইস্কুল ব্যবস্থা নিয়ে। তাপ্পর যখন র বা ব বা দমু বা ইশান সিইও হবে তখন ওরা ব্যবস্থা নেবে। বা কেউ মন্ত্রী হলে তারে ধরিয়ে দেবো।

    বানাও লিস্টি।
  • LCM | 128.48.203.128 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ০৩:১২391768
  • আই টি : সব চমৎকার চলছে। TCS, Infosys, Wipro তিনটে কোম্পানী মিলিয়ে প্রায় আড়াই লাখ কর্মী!! আই টি বললে এখন কেউ আগে ইনকাম ট্যাক্স-এর কথা ভেবে বসে না।

    ইস্কুল ব্যবস্থা : দারুণ। উদাহারণ, আয়নার সামনে দাড়াও, নিজের দিকে দেখো, এই সিস্টেমের প্রোডাক্ট।

    সুতরাং সব ঠিকঠাকই চলছে। বাড়তি উন্নতির কোনো অবকাশ নাই :-)
  • Samik | 195.212.29.179 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১২:৪৩391779
  • আয়নার সামনে দাঁড়ালে মোট্টেই ইমপ্রেস্‌ড হচ্ছি না। অতি জালি মাল।
  • J | 192.6.178.101 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৩:১৩391790
  • ইস্কুল ব্যবস্থা মানে আইটির বাচ্চাদের ইস্কুলে ঢোকানো? ক্যানো? পয়সা থাগলে সব হয়, আইটির বাচ্চাদের ইস্কুলে ঢোকাবার কোনো ঝামেলা নেই, তাদের জন্যেই তো কত দামী দামী ইস্কুল গজাচ্ছে এবং সারভাইভ করছে। ইয়ে আইটি কা জমানা হ্যায়।
  • Arijit | 128.240.233.197 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৩:৫০391801
  • ছোটবেলার ইচ্ছেগুলোও চলবে - এই যেমন ক্লাসে ক্যাডবেরির রেগুলার সাপ্লাই...

    আইটি নিয়ে একটা ইচ্ছে আছে - কোনদিন ক্ষমতা হলে আগে লীগ্যাল অ্যাডভাইস নেবো যে এই বন্ডগুলো কতটা লীগ্যাল - এক ফোঁটা বেআইনী ব্যাপার থাকলেই সব হিউম্যান রিসোর্স ম্যানেজারগুলোকে জেলে পুরে দেবো। তাপ্পর সিইও গুলোকে - সবার আগে রামাদোরাই।
  • J | 192.6.178.101 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৪:০০391812
  • বন্ডগুলো কাজের নয়, আমি নিজে তার প্রমাণ।
  • Arijit | 128.240.233.197 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৪:০২391823
  • উঁহু - জেলে ভরতে গেলে আইন দেখতে হবে। ভাবো দিকি টিসিএস-উইপ্রোর সিইও জেল হাজতে...ও: ফাটাফাটি হেডলাইন হবে।
  • J | 192.6.178.101 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৪:১৪391831
  • যত ভয়ানক ভয়ানক কথাই এমপ্লয়মেন্ট কন্‌ট্র্যাক্টে লিখুক না ক্যানো, একটা লোক গ্রাসাচ্ছাদনের জন্যে চাগ্রী করতে এসেছে তোমার কোম্পানীতে। তোমার ক্ষমতা বেশি, তার কম। তাই তুমি এম্‌প্লয়ার সে এম্‌প্লয়ী। তুমি তার শ্রম কে এক্স্‌প্লয়েট করে মুনাফা লুটবে, সেই অবধি ঠিক আছে। তাকে সুযোগ সুবিধা ছুটি ইত্যা: দেবে। যস্মিন দেশে য্যামোন আচার। পরিবর্তে সে তোমার কোম্পানীর সিক্রেসী বজায় রাখার আমরণ দায়বদ্ধতায় বাঁধা থাগবে। ব্যাস ঐ পর্যন্তই।
    এর পর চাগ্রী সে নিজের ইচ্ছেয় ছাড়ুক কি তুমি তারে তাড়ালে, ডাজন্ট ম্যাটার, সে তখন মুক্ত। তখন সে কোথায় চাগ্রী নেবে, কী করবে, নান অব ইয়োর বিজনেস। চাগ্রী সে কখন চাড়বে স্বেচ্ছায়, সেটাও তার মর্জি। তুমি তারে জোর করে কাজে আটকেও রাখতে পারো না, আর নন্‌ কম্পিটেন্সির ফরম যদি জোর করেও তাকে ফিলাপ করাও, তার দায়বদ্ধতা নেই।
    দরকার হলে তার বিরুদ্ধে মামলা করো, তুমিই মামলায় হারবে ৯০% ক্ষেত্রে। বাকি ১০% ক্ষেত্রে ডাহা হারতে না পারো, কিন্তু ক্ষতিপূরণের য্যামোন অঙ্ক আশা করে বসে আছো, ত্যামোন জুটবে না।
    একজন আইটি এম্‌প্লয়ীর নিজের গ্রাসাচ্ছাদন, সংসার প্রতিপালন, সন্তানের প্রতি দায়বদ্ধতা, এগুলোর প্রায়োরিটি অনেক আগে। তোমার কোম্পানী ছেড়ে, সে আন্‌এম্‌প্লয়েড হয়ে বসে থাকতে পারে না, তা তার যতই ব্যাঙ্ক ব্যালেন্স থাকুক না ক্যানো। তখন তাকে অন্য রোজগারের পথ দেখতেই হবে। তুমি তাতে বাধা হতে পারো না। এবং তোমার কোম্পানী থেকে হয়ত তুমি তাকে তাড়াও নি, সো হোয়াট? তার পছন্দ হয় নি সে ছেড়ে দিয়েছে, তুমি তারে জোর করে কাজ করাতেও পারো না, আবার তাকে অন্য চাগ্রী নেওয়ার ব্যাপারেও বিরত করতে পারো না।
    অনেক পন্ডিত আছে হেথায়, তারা কী বলে জেনে নাও। কিন্তু আমি যেটা বল্লাম, সেটা কঠোর সত্য এবং বাস্তব। যদি প্রমাণ হয়ে যায়, এম্‌প্লয়ীর দুর্বলতার সুযোগ নিয়ে ভয় দ্যাখানো হয়েছে, মামলা গড়্‌বড়ে হবে। তাতে পার্টি পোলিটিক্‌স্‌, কার কোথায় কোন দাদা আছে, না মামা আছে, সেসব ম্যাটার করবে না। তবে ইন্ডিয়ায় তো সব ই সম্ভব, তাই, সে বিষয়ে আমি নীরব রইলাম।
  • J | 192.6.178.101 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৪:২৬391832
  • এই বন্ডগুলো হিউম্যান রিসোর্স ম্যানেজার একা একা বসে, নিজে নিজে বানায় না। তার ওপরে থাকে ওপরওয়ালাদের চাপ, কম্পিটিটিভ মার্কেটের ওপরোয়ালাদের কয়েকজনকে দেখেছি, তারা সেরম হলে খুন টুন ও করাতে পারে গোছের লোক। দেখতে নিপাট অমায়িক যদিও। এইসব বন্ড বানানো হয় দুঁদে উকিল বসিয়ে। বন্ডের ভাষা পড়লেই গা গুলিয়ে ওঠে। তবে গুলিটা করা হয় এইচআর ম্যনেজারের কাঁধে বন্দুক বসিয়ে। তাই সে ব্যাটাই নন্দ ঘোষ হয়ে যায় আল্টিমেটলি।
    আমরা বিপদে না পড়লে উকিলের দ্বারস্থ হই না। কিন্তু এসব ক্ষেত্রে, এই ধরণের বন্ড বা এম্‌প্লয়্‌মেন্ট কন্‌ট্‌র্‌য়াক্ট সই করবার আগে কোনো কম্প্যানী লইয়ারকে দেখিয়ে নেওয়া বেস্ট। যদিও ভুল ভ্রান্তি কোপ্‌মানী পাল্টাবে না, কারণ সে অন্নদাতার ভূমিকায়, অতএব ক্ষমতাশালী, অতএব তার কন্‌ট্‌র্‌য়াক্ট পছন্দ হলে কাজ করো, নইলে ভাত ছড়িয়ে সে অন্য কাক নিয়ে আসবে, সেটা যেমন ঠিক, ঠিক ততটাই ঠিক হচ্ছে, যে, কোম্পানী পরে ব্যাগড়বাঁই করলে, তাকেও বাঁশ দেওয়া যায়। তবে বাঁশটা কতটা তৈলাক্ত হবে, সেটা কিরম উকিল নিয়োগ করা হচ্ছে তার ওপর নির্ভরশীল।
  • d | 192.85.47.1 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৪:৩৩391758
  • এই বন্ডগুলো বেআইনী। সুপ্রীম কোর্ট একটা রায় দিয়েছিল, যে এম্‌প্‌লয়ার আর এমপ্লয়ী যেহেতু একই প্ল্যাটফর্মে দাঁড়ানো নয়, কাজেই তাদের মধ্যে কোন ক¾ট্রাক্ট হওয়া সম্ভব নয়। তাহলে বাকী থাকে বন্ড। সেটা লেবার ল অনুযায়ী বেআইনী। এই কাগজের কাটিং টা আমার কাছে ২০০৪ অবধি ছিল, তারপর হারিয়ে ফেলেছি।

    তবু কোম্পানিগুলো সাইন করায়। আইনের ফাঁক খুঁজে খুঁজে ভাষা ড্রাফট করে। তবে পালিয়ে গেলে কিস্যু করতে পারে না। যদিও ভয় দেখানোর জন্য অনেকসমায় কেস করে। তবে অধিকাংশ সময় ই কিস্যু হয় না। ভুরি ভুরি উদাহরণ আছে।
  • Arijit | 128.240.233.197 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৪:৩৭391759
  • ব্যাস তাইলে তো মিটেই গেলো। HR Manager আর সিইওদের জেল।

    তাপ্পর ভাবি দাঁড়াও। সেদিন তৃতীয়বার "নায়ক' (অনিল কাপুর) দেখে বেশ চেগে গেছি। এক দিনে হাজার পঞ্চাশ লোককে সাসপেন্ড করলো মাইরি। এটাও আমার টার্গেট।
  • J | 192.6.178.101 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৪:৩৭391760
  • আইটি কোম্পানীগুলো প্রচন্ড ভালো মাইনে দেয়। আইটির চাগ্রীর জন্যে মারকাটারি রেজাল্ট করা, বা স্পেশালাইজড লোক না হলেও চলে। মূলত: অ্যাভারেজ আর অল্প কিছু এক্স্‌ট্রা অর্ডিনারী লোক মিলিয়েই আইটি জগৎ। তারা বেশি মাইনের লোভেই এইসব বন্ডে সই করে। অন্য ফিল্ডে তারা মাথা কুটে মরলেও এত টাকা, সুযোগ সুবিধা, ফরেণ ট্যুর এসব পাবে না, তাই তারা মাথা পেতে এসব শর্ত মেনে নেয়। মালিকও সেটা জানে। মুখে এসব বন্ডের ক্রিটিসিজম করলেও, একটা সাধারণ এম্‌সি্‌এ পাশ করা বা জাস্ট বিই প্রাশ করা ফ্রেশি কে একটা আইটির চাগ্রী আর আরেকটা অন্য চাগ্রী যেটায় মাইনে ন্যাচারালি বহুত কম, কিন্তু এধরণের কোনো বন্ড নেই, দিলে সে, ঐ বাজে বন্ডেই সই করবে। পয়সা এমনই জিনিস। কারণ ঐ বন্ড ভ্যলিড থাকে প্রথম কয়েকটা বছর। আর অন্যান্য নন কম্পিটেন্সি ফর্ম, যেমন , তুমি ঐ কোম্পানীতে জয়েন করতে পারবে না ইত্যাদি, ওগুলো ফালতু। জাস্ট ভয় দেখানো।
    কিছু কোম্পানী আছে, বিদেশে প্রোজেক্টে পাঠালে, দেশে এক পয়সা মাইনে দেয় না। বিদেশে গিয়ে পয়সা কামানোটাই আসল মোটো। সেটা যতক্ষণ ফুলফিন্ড হচ্ছে, ততক্ষণই কোম্পানী খুব ভালো, ততক্ষণই দেশের মাটি থেকে সুরভি বেরোয়।
  • J | 192.6.178.101 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৪:৫০391761
  • একদিনে ৫০ হাজার কে চাগ্রী থেকে তাড়ালে এন্‌রন্‌ বা ওয়ার্ল্ডকম টাইপ অবস্থা হবে, খবরের কাগজের ফার্ট পেজে নাম বেরিয়ে যাবে, শেয়ার প্রাইস জিরো হয়ে যাবে। এখন যে কোম্পানীর নাম কি একটা বিজনেস কন্‌সাল্টিং হয়েছে, তারাও এ কাজ করেছিলো। স্লোলি। তাদের তখন অন্য কোম্পানীর সঙ্গে একটা সফ্‌টওয়ার কন্‌সাল্টিং পার্ট কিনে নেওয়া চলছিলো। ২০০১। একদিন হঠাৎ কোম্পানীর নাম হয়ে গ্যালো "সোমবার"। মাইরি! তখনও বহুৎ লোক ছাঁটাই হয়েছিলো, গোপনে। ওয়ান বাই ওয়ান, একেক্‌জনের হাতে পিঙ্ক স্লিপ ধরিয়েছে ম্যানেজমেন্ট। হাত থেকে ল্যাপটপ কেড়ে নিয়ে, আর এϾট্র ব্যাজ কেড়ে নিয়ে সিধে রাস্তা দেখিয়ে দিয়েছে অনেক এম্‌প্লয়ীদের, কিন্তু একদিনে নয়, গ্র্যাজুয়ালি, ওয়ান বাই ওয়ান। এই কারণে এদের শেয়ার পড়ে নি। এ খবর ও কাগজে বেরোয় নি।
    ওভাবে জেল দেওয়াও যায় না। মূলত: এরা কতটা নোংরা, সেটা এদের কন্‌ট্র্যাক্ট পেপার পড়লে বোঝা যায়। কিন্তু তাই বলে কি ওরা ওসব ইম্‌প্লিমেন্ট করতে পারে? একেবারেই না। শুধু ভয় দেখানো। এবং এগুলো সব ভারতীয় কোম্পানীগুলোর ক্ষেত্রেই হয়। আমরা জন্ম থেকে ভয় পেতে শিখেছি। বাপ-মা, ইস্কুলের মাস্টার, মারধোর খাওয়া আমাদের জলভাত, কলেজেও রাগী টীচারদের প্রতি স্পেশাল মায়া, র‌্যাগিং এর প্যাঁদানি খেয়ে সেই সিনিয়রদের প্রতিই বেশি বন্ধুত্ব, তারপরে বেশ কড়া গোছের কোম্পানী, আর শাসানো কন্‌ট্র্যাক্ট না থাকলে আমাদের পিঠ সুড়্‌সুড়্‌ করবে তো। যা আছে, ঠিক আছে। একদম ঠিক। ইন্ডিয়ানদের জন্যে এক্কেবারে সঠিক দাওয়াই।
  • Arijit | 128.240.233.197 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৪:৫৪391762
  • ওই পঞ্চাশ হাজার এক কোম্পানির নয় - মানে কোন কোম্পানিরই নয় - সব হল সরকারী কর্মচারী, আমলা ইত্যাদি। এক দিনের জন্যে মুখ্যমন্ত্রী হয়ে আগে এই ব্যবস্থা। গলায় টাইপরাইটার বেঁধে লোকে মুখ্যমন্ত্রীর সাথে ঘুরছে, আর দরকার মতন সাসপেনশন লেটার নামিয়ে দিচ্ছে। পঞ্চাশ হাজারের ক্ষেত্রে অবশ্য গণ-ব্যবস্থা। সে যাই হোক - এন্থু পাওয়া যায়:-)) এমনকি বাদবাকি মন্ত্রীগুলোকেও জেলে ভরে দিলো, আগের দিনের সিএম সহ।
  • san | unknown, 219.91.147.86 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৪:৫৭391763
  • দ, আমি জলজ্যান্ত উদাহরন। দিল্লির এক চাক্রি ছেড়ে বেঙ্গালুরু পালিয়ে এসেছিলাম। বন্ড ছিলো , কম্পেনসেশন দিতে হোতো, দি নি।কিন্তু এক দু বার ফোনে ধমকি দেয়া ছাড়া কিছু করে ওঠে নি। তাদের বন্ডে আবার স্পষ্ট লেখা ছিলো আমাদের কোং লেবার ল এর আন্ডারে পড়ে না।
  • d | 192.85.47.1 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৫:১০391764
  • আচ্ছা রাস্তাঘাট সারানোর জন্য কারো কোন অ্যাজেন্ডা নেই? বা বিউটিপার্লারে মিনিমাম ওয়েজেস দেওয়া? অথবা প্রাইভেট বাস কন্ডাকটরদের জন্য হেল্‌থ ইন্সিওরেন্স?

    স্যান, আমি একটা ছেলেকে জানি যে কিছুতেই প্রোজেক্ট আর বন্ডের চক্কর থেকে ভায় কাটিয়ে বেরোতে পারছিল না, যদি পুলিশে দেয় , বা টাকা চায়। তো, সে একটা অদ্ভুত কাজ করেছিল। প্রোজেক্ট ম্যানেজারকে চড় মেরে ওর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশান নিতে বাধ্য করেছিল। কোম্পানি ওকে ছাঁটাই করে, কিন্তু ২ মাসের মাইনে দিয়ে, মানে যা লেখা ছিল অ্যাপয়েন্টমেন্ট লেটারে। :))
  • LCM | 71.132.133.135 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৫:১২391766
  • ধুর! তোমরা মিছিমিছি আই টি-র চাকরি-র পেছনে লেগেছ।
    আই টি হল রাজার চাকরি। গরমের দেশে সপ্তাহে পাঁচদিন এয়ার কন্ডিশন ঘরে বসে ব্রাউজ করো, মাঝে মধ্যে খেয়াল হলে একটু if then else , বা একটু ওয়ার্ড/প্রোজেক্ট/এক্সেল-এ টাইপাও, ব্যাস! তার ওপর কি মাইনে, কাঁপাকাঁপি! সাত পুরুষে এত রোজগার দেখে নি।

    যাও না, sail বা bhel এ গিয়ে একটা ভাঙ্গা হেলমেট লাগিয়ে গরমে সেদ্ধ হতে হতে ঘোরো, আর সপ্তাহে একদিন বস-এর ঠান্ডা ঘরে গিয়ে তোমার ইউনিটে প্রোডাক্‌শান কম কেন, লেবার ফাঁকি মারছে তাই নিয়ে ধ্যাতানি খাও।

    আর এ সব বন্ড ফন্ড কোনো ইস্যু না। তুচ্ছ!
    জয়, আই টি বাবা কি, জয় !
  • J | 192.6.178.101 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৫:১২391765
  • আইটি কোম্পানীর এম্‌প্লয়মেন্ট কন্‌ট্র্যাক্ট তো মন্ত্রীরা বানায় না। মন্ত্রীরা আমলারা আইটি কোম্পনী থেকে ব্যক্তিগতভাবে উপকৃত হয়, প্রকাশ্যে নয়, কিন্তু কন্‌ট্র্যাক্ট বানানোর দায় তাদের ওপর বর্তায় না।

    এদেশের কথা বলি।
    একটা জার্মান কোম্পানীকে এরা ইদানীং ব্যবসা করতে দিয়েছে। নাম ALDI. তারা সস্তায় খাবারদাবার, কাপড়চোপড়, সাবান, ড্রিঙ্কস্‌, সিগারেট, এইসব বেচে থাকে। জিনিসগুলোর কোয়ালিটি পুয়োর। আর যাদের এম্‌প্লয় করেছে, তাদের স্যালারীও যেমন পুয়োর, এমপ্লয়মেন্ট কন্‌ট্র্যাক্ট ততোধিক পুয়োর। এমন অদ্ভুত সব ভাষা, ... যাইহোক, কন্‌ফ্লিক্ট অফ ই¾ট্রারেস্টের মামলা হোলো। সুইস্‌ কোর্টে। এম্‌প্লয়মেন্ট কন্‌ট্র্যাক্ট দেখে জজ বলে উঠলেন, "এতো কিছুই বুঝতে পারছি না, তাড়াতাড়ি জার্মান করে লিখুন"!
    যদিও, এম্‌প্লয়মেন্ট কন্‌ট্র্যাক্ট আগাগোড়া উচ্চশ্রেণীর জার্মানে লেখা, তবুও জজসাহেবা তা পড়ে উঠতে পারলেন না, এমন পেঁচিয়ে লেখা তার শর্তাবলী। তারপরে সব ঠিকঠাক ইন্টারপ্রেট করে সিদ্ধান্ত নেওয়া হলো, এই ধরণের বাঁদরামি এখানে চলবে না, বোধগম্য ভাষায় কন্‌ট্র্যাক্ট লেখো, আর ভাষার প্যাঁচে এম্‌প্লয়ীদের যে সব ক্লজএ ঠকানো হচ্ছে, সেগুলো অবিলম্বে বন্ধ হোক।
    এটা একবছর আগের ঘটনা।
    কোম্পানী বদমাইসী করলে, তার জন্যে আইন আছে আদালত আছে। এদেশের জজেরা ঘুষ খায় না। বেশি বেগড়বাঁই করলে ALDI কে ব্যবসা গোটাতে হতো।
  • san | unknown, 219.91.147.86 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৫:১৯391767
  • এই গল্পটা আমার পছন্দ হয়েছে। শিখে রাখলাম । কখন কি কাজে লাগে :-)))
  • J | 192.6.178.101 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৫:২৪391769
  • গরমের দেশে ব্রাউজ করবার জন্যে কেউ আইটির চাগ্রী নেয় না, H1B ভিসা বা L1 ভিসার জন্যেই নেয়, তা না হলে অন্তত: বিলেত বা অস্ট্রেলিয়া, অথবা নন ইংলিশ স্পিকিং কাϾট্র, তাও না হলে, মিডল ইস্ট বা সিঙ্গাপুর। সব্বাই অফশোরের টানে আসে। অফশোরে গিয়ে সেখানেও পার্মানেন্ট জব খুঁজতে ঘুরঘুর করে। পেলে ভালো। না পেলে আঙুর টক, দেশে টান টনটনায়।
    যাগ্গে, এসব ফালতু প্রসঙ্গ।
  • Arpan | 193.134.170.35 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৫:২৭391770
  • অফশোরের টানে না অনসাইটের টানে?

    আর কে বলে আইটির চাগ্রিতে ওভারটাইম দিতে হয় না? তায় বিনা পয়সায়?
  • LCM | 71.132.133.135 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৫:৩৩391771
  • J,
    বিদেশ যাবার ব্যাপারটা আগে ছিল, নব্বুই-এর দশকে। এখন বিদেশ-টা ফাউ, এবং সেটাও কমে আসছে। আর হলেও শর্ট ট্রিপ।
    বিদেশ-এ এসে 'সেটেল' করবার জন্য সবার লালা ঝরছে, সে জমানা একটু বদল হয়েছে। এখন হল, খেপ ট্রিপ মারো, ক্যাশ বানাও, ব্যাক টু হোম।

    এই ২০০৭ সালে যারা কলেজ থেকে বেরিয়ে আই টি-তে ঢুকছে, তারা ফোরেন ট্রিপ-এর মধুতে নয়, কোনো এক্সপেরিয়েন্স ছাড়া মাসে ২০০০০-২৫০০০ টাকা স্টার্টিং স্যালারি আর কেউ দেবে না। আর আরামের চাকরি ব্যাপারটা তো আছেই।

  • d | 192.85.47.1 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৫:৩৯391772
  • LCM কে ডিট্টো। আজকাল বিলিং রেট বহুত কমে গেছে বলে অনসাইটে সেইরকম স্যালারি আর দেয় না, যেটা ৯০ এর দশকের শেষে দিত। এখন খেপ মারা, বিশেষ করে ৬ মাস থেকে ১ বছরের খেপ মেরে, দ্দেশে গিয়ে রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে বেশী আগ্রহী। কিছু কিছু তুখোড় বুদ্ধির লোক আবার শেয়ার মার্কেটেও প্রচুর খেলে। এখনকার ২২ - ২৪ বছরের অনেকেরই লক্ষ্য বছর ৫০ অবধি চাকরী করে রিটায়ার করে পুরোপুরি ব্যবসা করা।

    অবশ্য আমি বেশী দেখেছি উত্তর ও পশ্চিম ভারতের ফ্রেশারদের।
  • Arijit | 128.240.233.197 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৫:৩৯391773
  • রাস্তাঘাট সারানোর জন্যে - আছে তো -

    এক নম্বর হল সাইকেল লেন।

    দুই নম্বর - বাস বেজায়গায় দাঁড়ালে বাস ড্রাইভার এবং যারা বাসে উঠবে সেখান থেকে বা নামবে - তাদের সবার হাজতবাস।

    তিন নম্বর - বাসের আগাপাশতলা পাল্টানো, মুড়ির টিনের বদল, প্রাইভেট বাস সব একটা কোম্পানির আওতায় আনা (লাইক স্টেজকোচ, অ্যারিভা - এবং সেখানে অবশ্যই এমপ্লয়ী - অর্থাৎ ড্রাইভার, কন্ডাক্টরদের হেল্‌থ ইনস্যুরেন্স ইত্যাদি)

    চার নম্বর - ভেবে বলবো।
  • LCM | 71.132.133.135 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৫:৪১391774
  • অনেকেরই মন মানতে চায় না, যে দেশ-এ বদল হচ্ছে। দেশ-এ মিষ্টি আঙুর পাওয়া যাচ্ছে।
  • `' | 10.153.103.97, 10.150.50.89, 10.150.50.89 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৫:৪৫391775
  • অরিজিত বোধহয় সদ্য অনিল কপুরের নায়ক দেখেছে।
  • Arijit | 128.240.233.197 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৫:৪৫391776
  • আর ভারত থেকে পোচ্চুর ফুল (স্পেশ্যালি প:ব: থেকে) ইংলন্ডে আসছে - একটা ক্যাম্পেন চালু হয়ে গেছে - দেশজ (মানে ইংলন্ডে জাত) ফুল ব্যবহার করো। লোকাল খাবারের মতন। এর অজুহাতটা অনেক উচ্চস্তরের - ফুড মাইলস কমানো (মানে এই সমস্ত জিনিস বাইরে থেকে আসে প্লেনে চেপে, তাই পলিউশন হয়) - আদতে ব্যাপারটা হল গ্লোবালাইজেশনে মার্কেট খুলে যাওয়ায় লোকাল ইকনমি বহুত ঝাড় খেয়েছে। কারণ কোম্পানিগুলো তো শুধু সস্তায় যেখানে জিনিস পাওয়া যাবে সেখান থেকে আনবে...
  • Arijit | 128.240.233.197 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৫:৪৬391777
  • শুরুতেই তো তাই লিখলুম - সদ্য তৃতীয়বার দেখেছি। এই সিনেমাটার কথা গুরু ভাটে বহুবার পাবে:-)
  • Arpan | 193.134.170.35 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৫:৪৬391778
  • হক কথা। দেশে তোফা আরামে থাক, সুযোগ পেলে মাঝে মাঝে অনসাইট ট্রিপ মারো। মাইরি বলছি এর থেকে ভাল মডেল আইটিতে আর হয়না।
  • Arpan | 193.134.170.35 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৫:৪৯391780
  • অরিজিতের চার নম্বর - বেআইনি অটো ধরে ধরে বাজেয়াপ্ত কর। অটোঅলার ডাইনে কেউ বসলে তার আর অটোঅলা দুজনেরই হাজতবাস।

    ধম্মে সইলে হয়। :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন