এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কি করিতে হইবে

    Arijit
    অন্যান্য | ০৫ সেপ্টেম্বর ২০০৭ | ৪৬৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • J | 192.6.178.101 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৫:৫০391781
  • কারেক্ট অনসাইট। আমি ভুল লিখেছি, অফশোর লিখে।
    যদি এমন হতো, আইটির চাগ্রী, সারাদিন ঠান্ডাঘরে ব্রাউজ করতে দেবে, কোনো অনসাইট নেই, শুধু ইন্ডিয়ান স্যালারী, বন্ড ফন্ডেরও কোনো ঝামেলি নাই, কোন অভদ্র কন্‌তয়াক্ট নাই, তবুও সে চাগ্রী কেউ নিতে চাইবে না, নেহাৎ আর কোনো অওঅশন হাতে না থাগলে সে অন্য কথা।
    কিন্তু আমরা আসল প্রসঙ্গ থেকে অনেকটাই সরে এসেছি।
    দেশে আইটির বাচ্চাদের শিক্ষাব্যবস্থার জন্যে বহুবিধ ইস্কুল আছে। আবার গত দেড় দশকে বহুৎ আইটিওয়ালার সন্তান জন্মসূত্রে অভারতীয় নাগরিক। তারা কেউ কেউ বিদেশের স্কুলেই বা কিন্ডারগার্টেনে শিক্ষা শুরু করে ফেলেছে, আজকালতো পাকাপাকি বিদেশে সেট্‌ল্‌ হবার ট্রেন্ড নেই, আজকাল দেশে ফিরে আসারই ট্রেন্ড। তো সেইসব বিদেশে শিক্ষা শুরু ক'রে ফেলা, কচি কাঁচাদের উপযুক্ত ইস্কুল অলরেডি বানিয়ে ফেলেছেন বুদ্ধিমান ইস্কুল ব্যবসায়ীরা। একটা তো হেরিটেজ ইস্কুল। এরকম আরো তৈরী হয়েছে অ্যামেরিক্যান ইস্কুল, যাতে বিদেশে জাত, ও শিক্ষা শুরু করা বাচ্চারা ইন্ডিয়ার সাধারণ ইস্কুল সিস্টেমের জাঁতাকলে না পিষ্ট হয়। মাঝেমাঝেই দেখতে পাই, ঐসব ইস্কুলের জন্যে খোঁজ করতে প্রবাসী মা-বাবাদের।
    শুধু ফরেণ কাϾট্র নয়। অনেক পশ্চিমবঙ্গবাসী আইটিওয়ালা বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, মুম্বাই, পুনে, চেন্নাই, দিল্লী, গুরগাঁও, নয়ডা, ইত্যাদি জায়গায় দীর্ঘমেয়াদি চাগ্রী বা প্রোজেক্ট সুত্রে সপরিবারে বসবাস করেছেন। সংসারে আকার বেড়েছে, বাচ্চারা ঐসব জায়গার ইস্কুলে পড়েছে। এখন হয়ত পশ্চিমবঙ্গে ফেরার পালা। এখন উপায়? বাচ্চাদের জন্যে উপযুক্ত ইস্কুল কি পশ্চিমবঙ্গে আছে? কেন থাকবে না? পয়সাওয়ালাদের জন্যে সব কিছুই সর্বত্র পাওয়া যায়।
    এখন মধ্যবিত্ত, বা স্বল্পরোজগারী পশ্চিমবঙ্গবাসীর সন্তানের জন্যে কোনো সাধারণ ইস্কুলে ভর্তি হওয়া হয়ত মুশকিলের ব্যাপার হতে পারে। তবে তাঁরা মূলত: এই টই পড়েন না।
  • Arijit | 128.240.233.197 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৫:৫২391782
  • পাঁচ নম্বর - বেআইনী লাইসেন্স যে দিয়েছে তার হাজতবাস
  • Arijit | 128.240.233.197 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৬:০০391783
  • উম্‌ম্‌ম্‌ম্‌ম বিতর্ক এসে গেল।

    ইস্কুল সিস্টেমটা এই দিকের দেশগুলোতে ভালো - এবং সেটা দেশজ স্কুলগুলোতে কাদের ছেলেমেয়ে পড়ে সেসব না দেখেই চেষ্টা করা যেতে পারে - সিস্টেম বলতে শেখানোর স্টাইল, ক্লাসরুম ট্যাকটিকস, মারধোর বারণ করা, বই মুখস্ত করার চেয়ে হাতে করে ছোট ছোট প্রোজেক্ট করা...ইত্যাদি। ভালো জিনিস মানে ভালো জিনিস - এর জন্যে কে সেই ইস্কুলে পড়ে সেটা দেখার তো দরকার নাই।

    এবার হল অন্য পয়েন্টটা - হ্যাঁ, এই ব্যবসা ব্যাপারটা সত্যি, এবং উপায় নেই বলেই জাঁতাকলে লোকে পড়ছে সেটাও সত্যি।

    ছয় নম্বর - এই ইস্কুল-টিস্কুলে খাণ্ডার টীচারদের (মানে যারা উদুম মারধোর করে) বিদেয় করা।
  • Arpan | 193.134.170.35 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৬:০২391784
  • ব্যাস, হয়ে গেল। এ টই মূলত মধ্যবিত্তের কল্পনাবিলাস। সেদিন "প্রতিদ্বন্দী' দেখছিলাম। একটা সিন ছিল সত্তরের রাগী বেকার যুবকের মুখ আয়নার দিকে তাকিয়ে থাকতে থাকতে কেমন চে'র মত হয়ে যায়। তিরিশ বছর পেরিয়ে সেটা হয়ে যায় অনিল কাপুর। বিপ্লব অস্তাচলে গিয়াছে, পড়ে আছে সেমি-ডিক্টেটরশিপ। সমাজের সার্বিক কল্যাণে।
  • Arpan | 193.134.170.35 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৬:০২391785
  • ** প্রতিদ্বন্দ্বী
  • Arijit | 128.240.233.197 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৬:০৫391786
  • সেই উদ্দেশ্যেই খুল্লুম তো:-) সুতো ওড়াও না যত খুশী।
  • Arijit | 128.240.233.197 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৬:১৩391787
  • ছয় নম্বর - নাকি সাত - পাড়ায় পাড়ায় সিটিজেনস ফোরাম, সেখানে লোকাল কাউন্সিলরের উপস্থিতি বাধ্যতামূলক। এলাকায় কোন অসুবিধা থাকলে সেগুলো সেখানে তোলা হবে - পনেরো দিনের মধ্যে কি হল না হল রিপোর্ট দিতে হবে।
  • J | 192.6.178.101 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৬:১৪391788
  • এটা থিক যে, আজকাল লং টার্ম অনসাইট কাজ পাওয়া খুব দুঋউহ; অবিশ্যি আমি এব্যাপারে একেবারেই নভিস, কারণ আমি জীবনে কোনোদিন অনসাইট প্রোজেক্টে বিদেশে বসে কাজ করিনি। কিন্তু দেখেছি প্রচুর। সময়ের সঙ্গে সে ট্রেন্ড কীভাবে পাল্টেছে সেটাও দেখেছি। ৮০ এবং ৯০ এর দশকে বিদেশে হুহু করে যেতো আইটিওয়ালারা। দেশীয় কোম্পানীর প্রোজেক্টে অ্যামেরিকায় ল্যান্ড করে, ঝটিতি চাগ্রী বদলে, কিছু অতিরিক্ত পারিশ্রমিকের লোভে ও গ্রীন কার্ডের মোহে, স্থানীয় কোম্পানীতে চাগ্রী নিতো। তখন খুব জাভা র বাজার চলছিলো।
    দেশে মাঝে মাঝে ফিরত মিনারেল ওয়াটারের বোতল সহ। বাচ্চার বেবীফুডের কৌটো অ্যামেরিকা থেকেই বয়ে আনতো যতদিন থাকবে ততদিনের। বড্ড ন্যাস্টি লাগত তখন ইন্ডিয়াকে। বড্ড ডার্টি।
    তারপরে জাভার বেলুন ফুটো হলো, আর বেশি করে ঢুকলো গ্লোবালাইজেশনের ইম্‌প্লিমেন্‌টেশন, অন্যরূপে। যাদের চাগ্রী গেলো বিদেশে, কেউ কষ্টে সৃষ্টে রয়ে গেল, কেউ ফেরৎ পার্টি, ব্যাক টু প্যাভিলিয়ন, ভারত্তেয় আঙুর তখন আবার ভীষণ ক'রে মিষ্টি তখন।
    তখন শুরু হয়েছে নতুন ট্রেন্ড, স্বল্পমেয়াদী ট্রিপ। সব্বই চান্স পাবে। ওয়ান বাই ওয়ান। প্রত্যেকের নিজেদের টার্ণ আসবে। তবে ইংলিশ স্পিকিং কাϾট্রই প্রেফারেবল্‌, বাচ্চাদের ইস্কুলের ব্যপারটা আছে কিনা। চাপে পড়ে শর্ট টাইম ফরেণ ট্রিপের ট্রেন্ড এসেছে। অতএব একে মিষ্টি না লেগে উপায় নেই। তেতো শোনালে কী হবে?
    এর মধ্যে ভারতে আইটিশহরগুলোতে দুরন্ত অগ্রগতি হয়ে গেছে। রাস্তা, ফ্লাইওভার, ইস্কুল, শহরের এক্স্‌টেন্‌শন, ভালোভালোফ্ল্যাটবাড়ী, জমি, সুপারমার্কেট, সিটিসেন্টার, আধুনিক সিনেমাহল, ভালোভালো জামাকাপড়ের দোকান, নতুন নতুন রেস্টুরেন্ট, কী হয় নি?
    পয়সা থাগলে সব আয়ত্বে। আবার বিদেশে যেসব জিনিস নেই, সেগুলো ও রয়ে গেছে। ঝি চাকর, পাড়ায় পাড়ায় মিষ্টির দোকান, পানের দোকান, সস্তার ট্রান্সপোর্ট, প্রাইভেট টিউটর, সস্তায় বিউটিপার্লার, নিজেকে উঁচু মনে করবার জন্যে অজস্র ক¾ট্রাস্ট, দেদার গরীব লোক, ভিখিরি, দয়া মায়া করবার পর্যাপ্ত উপায়। অবশ্যই মিষ্টি আঙুর।
    তা সঙ্কেÄও শর্ট টার্ম ফরেণ ট্রিপের টান থেকে যাবেই। ওটুকু যদি নি:শেষিত হয়ে যায় ( বালাই ষাট, ভগমান না করুন অমন যেন), তখন শুধু ইন্ডিয়ান রুপীজেই স্যালারী হবে এমন ভুলেও ভাববেন না যেন। বহু অ্যামেরিকা ফেরৎ কৃতী ভারত্তেয় নাকি ডলারে স্যালারী নিচ্ছেন। শোনা কথা নয়! অনেক ইস্কুলে বাচ্চাকে পড়াতে গেলে ডলারে টিউশন ফি দিতে হয়। ঘটনা।
  • Arijit | 128.240.233.197 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৬:১৬391789
  • জাভার বেলুন তো ফুটো হয়নি। ডট কম কও। জাভা এখনো আছে বহাল তবিয়তে:-) এই এত সার্ভিস ওরিয়েন্টেশন ইত্যাদি - সব জাভা আর সি-শার্প।
  • d | 192.85.47.1 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৬:২৩391791
  • আচ্ছা আজকাল সাদা চামড়ার গলায় ঝুলে পড়ে বিদেশে থেকে যাবার চল অনেক কমে গেছে না? ৬০ ৭০ এ খুব বেশী ছিল, এখন প্রায় শুনিই না। শেষ শুনেছি বছর দুই তিন আগে। আজকাল বোধহয় ইমিগ্রেশান ল ও অনেক কড়া হয়ে গেছে তাই না?
  • J | 192.6.178.101 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৬:২৫391792
  • ইস্কুল সিস্টেম পাল্টালে কীকরে হবে?
    ১। দশ ক্লাস অবধি সম্পূর্ণ অবৈতনিক করলে চলবে সব ইস্কুল? গুনে গুনে মোটা টাকা দিয়ে দামী ইস্কুলে বাচ্চাকে না পড়ালে, প্রতিষ্টিত বাপ মায়েদের মনের অর্‌গ্যাজম্‌ই হবে না। কে যেন এই গুরুতেই লিখেছিলো, বিনা পয়সায় ভালো জিনিস হয় না। সরি, নাম মনে পড়ছে না। তবে আমি নিজে সারাটা জীবন অবৈতনিক শিক্ষা প্রতিঠানে পড়েছি। ভালো জিনিস যে তৈরী হই নি সেটা যেমন সত্যি, তেমনি টাকা নিয়ে গর্ব করতেও শিখিনি, সেটাও সত্যি।
    ২। ইস্কুলে প্যাঁদানো বন্ধ করা বিরাট ভুল পদক্ষেপ। আরে, মাস্টারকে যদি ভয় করতেই না পারলো, তবে, পরে আইটি তে ঢুকবে কীকরে? কীভাবে সই করবে ঐসব কন্‌ট্র্যাক্ট? কী ভাবে ভয়ে ভীত হয়ে চলতে হয়, আর সামনে হেহে করে হাসতে হয়, কোত্থেকে শিখবে? নাহে, এটাও তোমার ভুল পয়েন্ট।

  • d | 192.85.47.1 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৬:২৬391793
  • যোধপুরের একটা মেয়ে, প্রথমে গেল হংকং। কাউকে ভাল লাগল না। ফিরে এসে কোম্পানি বদলে গেল আম্রিকা। সেখানেও সুবিধে হল না। এখন অজ্জিতের ধারেকাছে কোথায় যেন থাকে। বার্গেন্‌স্‌ট্‌য়ানহ্যাম না অমনি কি একটা নাম। এক সাহেবকে বিয়ে করেছে। সেখানের দূর্গে নাকি আবার এক লেডী ভুত আছে। ও পরিস্কার বলত "জিন্দেগী মেং একই তমন্না হ্যায় .... '
  • Arijit | 128.240.233.197 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৬:২৯391794
  • আট নং - ওপেন সোর্সকে ঠেলা, অফিসিয়ালি।
  • J | 192.6.178.101 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৬:৩০391795
  • ৩। বই মুখস্থ করা। এটার দরকার আছে। কিন্তু না বুঝে মুখস্থ করা খারাপ।
    দেশে নামতা মুখস্থ করায়। ফলে মেন্টাল সাম করতে ভারতীয় বচ্চাদের অনেক সুবিধা হয়, বিদেশে সেটা ভাবাই যায় না। সব সময়ে হাতে ক্যালকুলেটর।
    আর উঁচু ক্লাসে উঠলে, বিদেশেও অনেক পড়ার চাপ, দেশের থেকে বেশি বৈ তো কম নয়, তখন প্রচুর মুখস্থ, প্রচুর পরীক্ষা। প্রচুর কম্পিটিশন। প্রাইমারী স্কুল আর নার্সারী দেখে দেশ আর বিদেশের কম্প্যারিজন করা এক্কেবারে বোকামি।
  • Arpan | 193.134.170.35 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৬:৩১391796
  • যারা দেশে ফিরে ডলারে মাইনে নিচ্ছেন (যদি এমন হয়), তাহলে পেটে বিদ্যে আছে বলেই তাদের দেওয়া হচ্ছে। নইলে কোন কোম্পানি তো আর দানসত্র খুলে বসেনি। আর তাদের ওই মাইনে দিয়ে রাখতে হচ্ছে কারণটা নিশ্চয় তাদের মত যোগ্য কাউকে ভারতে পাওয়া যাচ্ছে না। পরিষ্কার। কিন্তু এগুলো খুব হাতে গোণা কিছু এক্সেপশনাল কেস।

    অফশোরিং মডেল চালু হবার পরে ট্রেন্ডই হল ইডটার্ম বা লংটার্ম বাইরে যাবার সুযোগ আসবে কম বয়সে। যত বড় হবে তত ইন্ডিয়ান স্যালারি লাফিয়ে লাফিয়ে বাড়বে। দায়িত্ব প্রতিপত্তিও বাড়বে। আর তখন বাইরে যাবার সুযোগ বলতে বছরে কিছু দুই-তিনবার বিজনেস ট্রিপ।
  • d | 192.85.47.1 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৬:৩৩391798
  • কিন্তু বিউটি পার্লার বা সাইবার ক্যাফের কর্মীদের মিনিমাম ওয়েজেস?

    আর বাস কন্ডাকটরদের হেলথ ইন্সিওরেন্স?
  • Arpan | 193.134.170.35 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৬:৩৩391797
  • ** মিডটার্ম
  • Arijit | 128.240.233.197 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৬:৩৪391799
  • মুখস্ত নিয়ে - পড়তে হবে "শুধু' মুখস্ত নিয়ে:-)

    এই ধরো সিপাহী বিদ্রোহ জাস্ট বই না গাঁতিয়ে একটা প্রোজেক্ট বানালো - অডিও/ভিজুয়াল বা পলাশীর যুদ্ধের একটা ছোট মডেল - অনেক কাজ দেয়। বা এম্নিই কোন বই পড়ে সেটার একটা সামারি ক্লাসে দেওয়া...

    সবই অবশ্য সেই ফাণ্ডিংএর ব্যাপার। কিন্তু লিস্টি বানাতে দোষ কি? ওই যে বল্লুম - যেই কেউ সিইও হবে তারে ধরায়ে দেবো লিস্টিটা।
  • J | 192.6.178.101 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৬:৩৫391800
  • জাভার সেই বেলুনটা ফুটোই হয়েছিলো। ১৯৯৯-২০০১ অবধি যে বেলুনটা হুহু করে ফুলেছিলো।
    পরে ডট কম এর বাজারে অন্য বেলুন এসেছে। আগের বেলুনে যারা ফুলেছিলো, রাতারাতি চাগ্রী খুইয়েছিলো। আমি নিজে চিনি এমন বহুৎ জন কে। তাদের কেউ কেউ, SAP শিখে নিলো, কেউ কেউ ডেটা ওয়ারহাউসে গ্যালো, কেউ Oracle, কগ্‌নস্‌, ক্রিস্ট্যাল রিপোর্ট, প্রাণ বাঁচাতে অনেকেই তখন ERP দিকে ঝুঁকেছিলো। যাগ্গে... এসব আমার বিষয় নয়, ভুল ভাল ব'লে ফেলবো।
  • d | 192.85.47.1 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৬:৩৭391802
  • কেন হে অজ্জিত, তুমি তো কি একটা মন্ত্রী হবে ঠিক ছিল। তা তোমারই তো দায়িত্ব এইসব করা।
  • Arijit | 128.240.233.197 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৬:৩৭391804
  • বাস কণ্ডাক্টরদের হেল্‌থ ইনস্যুরেন্স কইলাম তো।

    আর মিনিমাম ওয়েজ সব জায়গায় থাকবে। ১৪-১৫ একরকম, ১৬-১৭ একরকম, ১৮-২১ একরকম, তার ওপরে একরকম। ১৪-১৮ বছর বয়স অবধি কাজ করতে স্পেশ্যাল লাইসেন্স লাগবে। তার দায়িত্ব লোকাল অথরিটির। নইলে বাপ-মা-গার্জেন-কেয়ারারের হাজত। এটা তো এখানকার সিস্টেম টুকে দিলুম। এগুলো শহরে ভাবা সম্ভব, কিন্তু গ্রামে কঠিন। কিন্তু সেখানেও স্পেশ্যাল রোজগার-যোজনা গোছের জিনিস থাকবে।
  • J | 192.6.178.101 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৬:৩৭391803
  • ডলারে স্যালারীর ব্যাপারে তো বলেই দিয়েছি কৃতি ভারতীয়, ডলারের ইস্কুল ও নিশ্চয় বেটার ইস্কুল। এতে মুশকিলটা কোথায়?
  • Arijit | 128.240.233.197 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৬:৩৯391805
  • টেকনিক্যাল ভুল।

    জাভার বেলুন কোনদিন ছিলোই না। ২০০১ অবধি ছিলো ডট কমের বেলুন - সেটা জাভা স্ক্রিপ্ট, JSP-র ওপর তৈরী - জাভা অন্য জিনিস। জাভা একটা পুরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি বা সি-প্লাসপ্লাসের মতন। JSP/জাভাস্ক্রিপ্ট হল টুলকিট বা স্ক্রিপ্টিং।
  • Arijit | 128.240.233.197 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৬:৪০391806
  • সার্ভিস ওরিয়েন্টেশন তো জন্মালোই ২০০১/২০০২ নাগাদ। এখনো বাচ্চা, তাই অনেক ডাক্তার করে খাচ্চে।
  • Arpan | 193.134.170.35 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৬:৪৫391807
  • ১৯৯৮-৯৯ অব্দি Y2K বেলুন ছিল। ডটকম তার ঠিক পরে এল।
  • Arijit | 128.240.233.197 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৬:৪৫391808
  • পরিকল্পনা উপদেষ্টা দপ্তরের মন্ত্রী।

    কলকাতার আশেপাশে কোথাও একশো একর জমি কিনে একটা লেক তৈরী হবে। যা মাটি খোঁড়া হবে সব লেকের মাঝে জমিয়ে একটা পাহাড় তৈরী হবে - বিরাট উঁচু। তাহলে আর ঠাণ্ডা খেতে লোকজনকে কষ্ট করে দাজ্জিলিং যেতে হবে না। সেই পাহাড়ের গায়ে একটা জনবসতি গড়ে উঠবে, চা-বাগান থাকবে। আর পাহাড়ের ওপর থেকে লেক অবধি ওয়াটার স্লাইড...

    একধারসে প্রমোদবিহার এবং ইন্ডাস্ট্রিয়াল এস্টেট...

    (পরশুরাম রচনাসমগ্র থেকে নেওয়া আইডিয়া)
  • Arijit | 128.240.233.197 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৬:৪৬391810
  • ভুল বল্লুম - সার্ভিস ওরিয়েন্টেশন কনসীভড হল ২০০০/২০০১ নাগাদ। ২০০২-এর শেষে জন্মালো।
  • J | 192.6.178.101 | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ১৬:৪৬391809
  • বাস ড্রাইভার-কন্ডাক্টর, বিউটিপার্লার, চায়ের দোকান, কাপড়ের দোকানের সেল্‌স ম্যান-সেলস্‌ গার্ল, এদের কোনো মিনিমান ওয়েজ বলে কিছু আছে কি? নেই।
    অরিজিৎ লাল ঝান্ডা পার্টি ক'রে দেশে ফিরে ( যখন ফিরবে), যদি মন্ত্রী হয়, যদি টিকিট পায়, এতো বছর ফরেণে থাগলে ভোটার লিস্টেই নাম নেই, সে যদি টিকিট পায়, তার ওপরে দুই ফরেনারের বাপ সে তখন, তার কথা মন্ত্রীমহল শুনবে?
    কোনো মিনিস্‌ট্রি সামলাবে? মুখ্যমন্ত্রী ও জেলখানা ও পুলিশ? সবাই ধরে ধরে গারদে পোরার প্ল্যান সেইজন্য? মন্ত্রী হয়ে গ্যালে তখন তো অন্য সুরে কথা বলবে।
    পশ্চিমবঙ্গ এই ভারত গণরাষ্ট্রের একটা অঙ্গরাজ্য মাত্র। এখানকার ইস্কুল সিস্টেমের সঙ্গে সর্বভারতীয় ইস্কুল সিস্টেমের একটা ব্যালেন্স রাখা দরকার। তহবিলের সব টাকা ইস্কুল ইস্কুল করে উড়িয়ে দিলে হবে? সম্পত্তি বাড়ী গাড়ী জমি বেনামী ব্যবসা এসবের জন্যে ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ তাদের বাঙ্ক অ্যাকাউন্ট এসব অবশ্যকরণীয় কাজগুলো কে করবে?
  • Blank | 65.82.130.9 | ০৬ সেপ্টেম্বর ২০০৭ ০২:৫৪391811
  • আইটি ইন্ড্রাস্টি কে বুধ বারেও ছুটি দিতে হবে।
  • Arijit | 77.98.196.117 | ০৬ সেপ্টেম্বর ২০০৭ ০৩:০১391813
  • সবাইকে ৮০ জিবির আইপড আর একটা ম্যাকবুক প্রো দিতে হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন