এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • উদয়ন ঘোষ - লেখা ও কিছু ম্যাজিক

    Somnath
    বইপত্তর | ২১ আগস্ট ২০০৭ | ১০৮৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • .... | 69.160.210.2 | ১৬ অক্টোবর ২০১২ ১১:৩১392508
  • কেউ উদয়ন ঘোষের কোনো ছবির লিংক দিতে পারবেন?
  • .... | 69.160.210.2 | ১৬ অক্টোবর ২০১২ ১৮:৩৭392523
  • উদয়ন ঘোষ-এর লেখালেখি আসলে অনর্গল ভালোবাসার ধারাপ্রপাত-সৃষ্ট এক জলাশয়, যেখানে প্রথম স্নান থেকেই বারংবার অবগাহন-প্রত্যাশী হয়ে ওঠা অনিবার্য ।

    তাঁর লেখালেখি, মূলতঃ, কিংবা শুধুমাত্র, ছোটো পত্রিকাতেই। সচেতন এই বাণিজ্যবিমুখতাহেতুই হয়তো, তাঁর রচনা জনমনোরঞ্জন-প্রচেষ্টার কলুষস্পৃষ্ট হয় নি আমৃত্যু।

    গ্রন্থাকারে প্রাপ্তব্য তাঁর কিছু রচনা নথিভুক্ত করা গেল উৎসাহী পাঠকের অনুসন্ধিৎসা নিবারণার্থে। যদিও, একথাও বলা থাক - এর মধ্যে বেশিরভাগই ছাপা বই হিসেবে হাতে পেতে গেলে তাঁর একনিষ্ঠ পুরোনো পাঠকদের ব্যক্তিগত সংগ্রহেরই দ্বারস্থ হতে হবে। এই দুষ্প্রাপ্যতা তাঁর অলঙ্কার এবং আমাদের লজ্জা হয়েই রয়েছে বিগত কয়েক বছর বা কয়েক দশক, "আউট অফ প্রিন্ট" যার পোশাকী নাম প্রকাশনাবাজারে । আশা করা যায় মরণোত্তর স্বীকৃতি ও পঠনসুলভতার সম্মান তিনি পাবেন।

    উদয়ন ঘোষের লেখাপত্রঃ
    ==============

    -মুকুলেশের মা যা হইবেন (কৌরব)
    -স্বপনের ম্যাজিক রিয়েলিটি
    -অবনী বনাম শন্তনু (উর্বী)
    -আসানসোলের লক্ষ্মী (কৌরব)
    -আদালত ও জীবনের বৌ (কৌরব)
    -বন্দুকের নল থেকে একদা
    -দুই কন্যা
    -অতনু কথা
    -লোকটা ভালো লোকটা ভালো না
    -মলয়ের অষ্টম প্রণয়
    -আমি এখন আণ্ডারগ্রাউণ্ডে
    -খালাসিটোলায় আমি এক প্রডিগ্যাল খালাসি (কৌরব)
    -ভুবনবাবু, স্বপন এবং উদয়ন ঘোষ
    -অমৃতমন্থন (বিষয়মুখ পত্রিকায়)
    -শাইলক (নাটক)

    -উদয়ন ঘোষের ছোটোগল্প (প্রতিক্ষণ)
    -কনকলতা (কৌরব)
    -গদ্যসংগ্রহ (অবভাষ)
    "বোধ" নামক একটি লিটিল ম্যাগাজিন একটি উদয়ন ঘোষ সংখ্যা করেছিল । সেটাও পাঠযোগ্য। নিভিন্ন লেখকদের চোখে উদয়ন ঘোষকে চিনতে ও তাঁর কিছু দুষ্প্রাপ্য লেখালেখির সঙ্গে পরিচয় করতে।

    বাস্তবিক, পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের সিলেবাস আর আনন্দ-প্রতিষ্ঠান নির্ভর পাঠাভ্যাসের ইতিহাস থেকে অন্য অনেকের মতোই উদয়ন ঘোষের নাম বহুদিন শুনিইনি আমি। অবাক হয়েছিলাম যখন আমার কোনো প্রিয়জনের মুখে তাঁর প্রিয়তম লেখক হিসেবে ভেসে ওঠে এই নাম। পরবর্তীতে আস্তে আস্তে যোগাড় হয় তাঁর বই, তাঁর লেখালেখি। আর যেমন বললাম, বারবার তাঁর লেখায় ডুবে যাওয়ার ইচ্ছে অপ্রতিরোধ্য হতে থাকে।

    উদয়ন ঘোষকে নিয়ে কথা বলতে গেলে অনিবার্য তাঁর রাজনীতি প্রসঙ্গ। যা আমি এড়িয়ে গেলাম। পাঠকের ব্যক্তিগত উপলব্ধির হাতে ছেড়ে গেলাম। তবে অর্জুন সেন যেমন বলেন, উদয়ন ঘোষের প্রতিটি লেখাই "এক যুদ্ধ ঘোষনা অথবা এক অঘোষিত যুদ্ধে অংশগ্রহণ করা।" পেশায় বাংলার অধ্যাপক ছিলেন বলেই শব্দ, বাক্য, ফর্ম, কন্টেন্ট, প্লট, পিপল সম্বন্ধে তাঁর সুচারু জ্ঞান ছিল ও জ্ঞাতসারে সেসবের ভাঙচুর করতে পেরেছেন, পরীক্ষা-নিরীক্ষা করতে পেরেছেন। "অন্যের বাক্য নিজের বাক্যের সঙ্গে মিলিয়ে মিশিয়ে এক অদ্ভুত গদ্যের সৃষ্টিকার তিনি। যে গদ্য একাধারে পদ্যও বটে। যে গদ্য পদ্যেরই মত দ্ব্যর্থক বা নিঃসন্দেহে একাধিক অর্থক। টেক্সট এবং সাব- টেক্সটের এক আশ্চর্য খেলা – একই বাক্যের পরতে পরতে অনেক কন্টেন্ট।" "obscure, avant garde অথবা বিপরীতভাবে post-modern, দুর্বোধ্য" সমস্ত দাগই তাঁর গায়ে লেগেছে, কিংবা হয়তো এগুলোর কোনোটা দিয়েই তাঁকে দাগানো যায়নি এখনো পুরোপুরি। সমাজবিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে প্রখর পাণ্ডিত্যে ও গবেষণায় ‘বাংলা সাহিত্যে রাজ সভার প্রভাব’ শিরোনামে তার পিএইচডি থিসিস জমা করে অশ্লীলতার দায়ে অভিযুক্তও হয়েছিলেন। রাজনীতি বাদে উল্লেখযোগ্য তাঁর লেখায় ম্যাজিক রিয়ালিটি।

    শোনা যায়, "একবার তার লেখা ছাপা হবে প্রতিশ্রুতি দিয়ে তাকে আনন্দবাজার পত্রিকার অফিসে ডেকে নিয়ে গিয়ে তার কোন নির্দিষ্ট লেখায় কি কি পরিবর্তন করলে তা ছাপার উপযুক্ত হবে শোনানো হয়। ঐ রাজনৈতিক কনটেন্ট ছেঁটে বাদ দিলেই তা ছাপার উপযুক্ত হবে শুনে তিনি প্রায় অসুস্থ হয়ে পড়েন, তুরন্ত সে অফিস ছেড়ে বেরিয়ে আসেন।" তার লেখা তাই এন্টারটেইনিং নয়, আক্রমণাত্মক। আমাদের বেঁচে থাকাকে, আমাদের প্রাত্যহিক যাপনের দগদগে ঘা, পুঁজ-রক্ত-ঘায়ের সামনে তিনি আয়না ধরেন, বা বলা ভালো নিজেই আয়না হয়ে ওঠেন। যাদু আয়না।

    তাই এখনো গুগুল তাঁর ইমেজ খুঁজে পায় না। ইমেজ অর্থে ছবি, প্রতিবিম্ব কিংবা প্রতিচ্ছবি।
  • সৈকত | 126.203.186.255 | ১৬ অক্টোবর ২০১২ ২২:২৭392534
  • বেহুলা ও তৎসম্পর্কিত সোনার কাক (বিষয়মুখ পত্রিকায়)

    সোমনাথের নিশ্চয় এটাও চাই।

    যাঁরা, উদয়ন ঘোষ পড়তে চান বা পড়েছেন, তারা মনে রাখবেন, অমৃতমন্থন নামে লেখাটায় নিজের লেখা সম্বন্ধে লিখেছিলেন -

    "স্ত্রী বলেন, ঐ সব লেখালেখি আপাদমস্তক পলিউটেড পলিটিক্স। সেখানে নাকি জড়িয়ে আছে সেক্স ম্যানিয়া"।

    এরপর বুঝে শুনে পড়ুন।
  • .... | 127.194.194.185 | ১৬ অক্টোবর ২০১২ ২৩:২৫392545
  • চাই।
  • .... | 69.160.210.2 | ১৭ অক্টোবর ২০১২ ১২:৩১392567
  • ডাইরেক্ট ডাউনলোড
    http://www.4shared.com/file/ULAN6Ugk/Mukulesher_Maa_Jaa_Hoiben-Udya.html
    বা
    http://www.mediafire.com/?ar33q5zz0v7txzx

    .cbz ফাইল পড়ার জন্যে CDisplayEx নামক ফ্রী সফটওয়ার খুব ভালো। আরো অসংখ্য সফটওয়ার আছে। মজার কথা ফাইলনেম extension টা পাল্টে .CBZ থেকে .ZIP করে দিয়ে winzip দিয়ে unzip করে ও পড়তে পারেন। পরবর্তীতে অন্যান্য বই .cbz হিসেবেই পাওয়া যাবে। তবে এক্ষেত্রে যদি একান্তই অসুবিধে হয়, পাঠপ্রবেশক হিসেবে একটা পিডিএফ ফাইলও রাখলাম।

    http://www.mediafire.com/view/?a2ocg6f796t66j4
    বা
    http://www.4shared.com/office/880ak3mo/Mukulesher_Maa_Jaa_Hoiben-Udya.html

    আমরা উদয়ন ঘোষকে নিয়ে আলোচনা শুরু করব এই বইটি থেকে। যাঁরা পড়েছেন, পড়ছেন, পড়বেন, তাঁরা পাঠপ্রতিক্রিয়া জানালে ভালো হয়। অন্যান্য বই ও সামগ্রিকভাবে উদয়ন ঘোষকে নিয়ে আলোচনাও , বলা বাহুল্য, স্বাগতই।
  • h | 213.132.214.156 | ১৭ অক্টোবর ২০১২ ১৩:৪৩392578
  • সোমনাথ, সৈকত দুজনকে অসংখ্য ধন্যবাদ, আমাকে উদয়ন ঘোষ পড়ানোর জন্য। আমার অনেকটা ভালো লেগেছে আবার অনেক টা ভালো লাগে নি। কিন্তু পড়ে মনে পোচোন্ডো ফুত্তি হয়েছে , মনে হয়েছ যাক ভালো জিনিস পড়লাম, এই জন্য থ্যাংক্স।
  • mon | 121.93.171.229 | ১৮ অক্টোবর ২০১২ ১৫:৩৪392589
  • আর কিছু লিংক হবেনা? একটি মাত্র গল্প পড়ে আশ মিটছেনা। খুব শক্তিশালী লাগল লেখা। এমনিতে বই কিনতে চাই। কলকাতায় গেলে কোথায় খোজ করা যেতে পারে জানলে ভালো হত।
  • sumeru | 127.194.81.143 | ১৮ অক্টোবর ২০১২ ২২:৩১392600
  • বাংলা না রে বাবা, ইংলিশ- পড়াতেন, বাংলা খেতেন, খেতেন; ইংলিশও খেতেন।
  • সিদ্ধার্থ | 141.104.245.196 | ১৮ অক্টোবর ২০১২ ২২:৪৩392509
  • শেষ জীবনে কলকাতায় থাকতেন না? মানে আসানসোল থেকে চলে এসেছিলেন তো!

    একটা তুলনায় অল্প-পরিচিত লেখা রেকমেন্ড করব। `যারা নেশা ধরিয়েছিল অথবা অনেক মাটির নিচে যেই মদ ঢাকা ছিল `। এই নভেলাটা জারি বোবাযুদ্ধতে প্রথম বেরিয়েছিল। স্টাইল, স্টাইল! ...
  • sumeru | 127.194.81.143 | ১৮ অক্টোবর ২০১২ ২২:৪৫392514
  • কেলাসে কী পড়াইতেন তাহা বোধে আসে, কিন্তু কে টিতে? বাপু কেষ্টোগোপাল পড়ে ফেল। কেষ্টোগোপালও ওবিশ্যি ইংরজিতেই দড় অসিলো।
  • souvik | 132.175.11.5 | ১৯ অক্টোবর ২০১২ ১১:০৭392515
  • খুব ভালো লাগলো।বাকি গুলোর কোনো ebook পাওয়া যাবে?
  • সৈকত | 212.54.74.119 | ১৯ অক্টোবর ২০১২ ১৬:০২392516
  • যাক। পরিশ্রম সার্থক।

    না, সোমনাথের কথা বলছি না, উদয়ন ঘোষের লেখা নিয়ে যা করতে চাইছে সেসব আমার ক্ষমতার বাইরে। এই যে একটা বই এখন পর্যন্ত তুলেছে, সেই বই পড়ে, কিছু মানুষ আরও পড়তে চাই বলছে, সেটার ভাল লাগা সোমনাথ নিজেই বুঝে নেবে। আমি শুধু আমার কথাই বলি। কবেকার কেনা এই বইটা, কম করে এক যুগ। কিংবা প্রতিক্ষণের গল্প সংকলনটা, যেটার দাম ছিল ২০ টাকা, এখন পাওয়াও যায় না, সোমনাথ যেটা স্ক্যান করছে, কিংবা আরও কিছু বই / পত্রিকা, উদয়ন ঘোষের লেখা সমেত, কিসের টানে কিনে ফেলতাম, কোনও লেখা ভাল লাগত, কোনওটা না, কিন্তু রেখে দিয়েছিলাম এতদিন ধরে, জমিয়েছি, মাঝে মাঝে মনেও হয়েছে, কি আর হবে জমিয়ে রেখে, কম বই তো নেই যা না পড়া, আরও কিনব, তো এইসব বইগুলো কি আর কোনোদিন আবার করে পড়ব ? কেই বা পড়ে, কতজনই বা জানে এই সব অফ ব্রডওয়ে লেখকদের কথা, কিন্তু না, ঠিকই রয়ে যায়, দরকার হয়ে পড়ে, কারওর না কারওর কাছে ঠিকই পৌছয়, ধূলো থেকে এলেও শুধু ধূলোতেই মিলিয়ে যায় না।

    পরিশ্রম বলতে আমার এইটুকুই, বইগুলো জমিয়ে রাখা।
  • .... | 69.160.210.2 | ১৯ অক্টোবর ২০১২ ১৭:৩৩392517
  • সৌভিক ও মন,
    কিছু লিখলে ভালো হয় না?

    অন্তত উদয়ন ঘোষের ক্ষেত্রে, সবাইকে অনুরোধ করব পড়ার পরে পাঠ-প্রতিক্রিয়াটুকু মন্তব্যের আকারে লিখে যেতে । শুধু ভালো লেগেছে বা ভালো লাগেনি টুকু নয়, একটু বিস্তৃত - কেন ভালো লাগল বা লাগল না । অন্যরকম লাগল কিনা । কেন আলাদা লাগল, বা লাগল না । সাধারণ পাঠাভ্যাসকে এক্টু হলেও ধাক্কা দিলেন কি উদয়ন ঘোষ? আক্রমণ করলেন কি আপনাকে? আপনার ভাবনা চিন্তার প্রসেস কে, আপনার ভালোবাসায় বা ঘৃণায় কোনো ভাবে হাত ছুঁয়ে গেলেন কি উদয়ন ঘোষ? প্লীজ, একটু লিখে জানান এসব কথা । অন্তত একবার ।
  • h | 127.194.233.182 | ২১ অক্টোবর ২০১২ ১০:৫১392518
  • অবনী বনাম শান্তনু পড়ে মনে হচ্ছিল, একজন ঐরকম পাওয়ারফুল লেখক যে বার বার নিজের বামপন্থী রাজনইতিক সিম্প্যাথি পরিষ্কার করে উচ্চারণ করছে, সেই তার-ই লেখার তীব্র আত্মকেন্দ্রিক সুর নিয়ে কি কখনো দুস্চিন্তা করেছে? এই সমস্যাটা তিনি কি করে রিজল্ভ ক্রছেন নিজের কাছে।

    পাঠক হিসেবে আমি এইভাবে রিজল্ভ করেছি, সূত্রটা দিয়ে যাই। কবিতা, অনেক কালজয়ী অসামান্য সব কবিতা, মূলত আত্মকেন্দ্রিক, ভাবনাটা নিজেকে নিয়ে। তো বড় কবিদের আমরা ক্ষমা করে থাকি;-) আমিও পাঠক হিসেবে লেখক উদয়ন ঘোষ কে ক্ষমা করলাম;-)

    কেবলি নিজের আংগ্সট নিয়ে বিব্রত বাজে গীটার ধারী গাইয়েদের অনেক সময়ে ক্ষমা করি না। অনেক সময়ে হয়তো কৈশোর-যৌবন-হরমোন কে হতশ্রদ্ধা করার একটা অভ্যেস থেকে করি না।

    তাইলে উদয়ন ঘোষ কি এমন করলেন, যে তাঁর লেখা দেরিতে পড়ার জন্য, নিজের উপরেই রাগ হচ্ছে। সব ভালো লাগছে না, কিন্তু মনে হছে আগেকেন পড়িনি, উত্তর খুব ই সোজা , নিজেকে প্রচুর স্টেজ স্পেস দেওয়া সত্ত্বেও, নিজের ভাবনা চিন্তার প্রতি মুহুর্ত কে ধরে রাখার মত গুরুত্ত্বপূর্ণ মনে করার অডাসিটি দেখানো সত্ত্বেও, উদয়ন মূলত একটা ল্যাদানে সমাজ কে নিয়ে লিখছেন, যেখানে পারফেকশনের চালিয়াতি অনুপস্থিত, কোন ধরণের পূর্ণতা অনুপস্থিত, ককিনেস নেই তা না, কিন্তু সেটা হাস্যকর ককিনেস, ভিভ রিচার্ড্স কে বল করার আগে রনদেব বোস চুইং গাম চিবুলে যেমন লাগবে। লেখার চরিত্রদের এই যে পাকা হতে না দেওয়া, একটা প্রায় চিরদিনের মত প্রমিসিং রবিন সিং করে রাখা , এইটা আমার ইন্টারেস্টিং লেগেছে। এই স্টাইলে লিখলে , ভেবে দেখুন আপনার বিশ খন্ড রচনাবলীও এক মুহুর্তে আ ওয়ার্ক ইন প্রোগ্রেস হয়ে যেতে পারে, চুম্বকটা এইখানে বলে আমার মনে হয়েছে।
  • souvik | 132.175.14.93 | ২১ অক্টোবর ২০১২ ১৩:১৭392519
  • তবে!!! এরে কয় পোতিকিয়া।।হাম তো শুধু পাঠ কিয়া।পাঠ পোতিকিয়া বর্ণনা করার আমি যোগ্য লোক নই ।।অধিকারী লোকেরা যেমতি হ তারাই বলবেন।আমি শুধু আরো পরতে চাই এনার লেখা।।কি করে পাওয়া যাবে সেটা জানলেই খুশি।
  • h | 127.194.224.236 | ২২ অক্টোবর ২০১২ ২৩:০৪392520
  • 'মুকুলেশের মা যা হইবেন' পড়লাম। বিশেষ কিসু হয় নি। একটা পারিবারিক স্ক্যান্ডাল আর পার্সোনাল ক্রাইসিস কে দেশভাগের যন্ত্রণাময় ইতিহাসের সঙ্গে যোগ করার চেষ্টা টা ভালো, ইউনিক, তবে উতরোয় নি।
  • h | 127.201.103.26 | ২৩ অক্টোবর ২০১২ ২০:২৬392521
  • তবে ডিডি দার অনুসরণে সইত্যের খাতিরে একটা কথা বলতে হবে, বাঙাল দের এই যে একটা দেশ ভাগ নিয়ে সর্বদা, আমাগো হ্যায়া সিলো, ত্যায়া সিলো, টাকডুমাডুম বাংলা দেশের ঢোল ইত্যাদি, এইটা নিয়ে কষ্টটা রেখে, কিন্তু তার সংগে 'মা' স্টিরিওটাইপ টার বারোটা বাজিয়ে, 'দেশ-মা' অ্যাসোসিয়েশন টা কে নেগেটিভ চোখে দেখতে একটা নিরীক্ষায় আগ্রহ লাগে, সাহস ও হয়তো লাগে অল্প স্বল্প। তো 'মুকুলেশের মা...' ইত্যাদি কাহিনী তে সেটা আছে। এটা স্বীকার করা দরকার। হয়তো ডিলিনিয়েশন টা সব সময় সফল হয় নি, কিন্তু প্রচেষ্টা টা স্বীকার করা উচিত, সম্ভাব্য পাঠকের আগ্রহ জাগানোর জন্য নোট করা উচিত। সরি সোমনাথ এটা তখনি লেখা উচিত ছিল।
  • .... | 127.194.198.238 | ২৪ অক্টোবর ২০১২ ০৮:০১392522
  • আমার যেটা অসাধারণ লেগেছে, স্বাধীনতার আগে ও পরে দেশের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বদল ও ইতিহাসের চেঞ্জটা মুকুলেশের মা-র চেঞ্জগুলোর ছবি দিয়ে কমপেয়ার করা হয়েছে, আইডেন্টিফাই করা হয়েছে, বোল্ড আন্ডারলাইনে কিছু না বলেই, সারফেসে চলা গল্পটার একটা সূক্ষ্ম সাবভারশন তৈরি করা হয়েছে - আর সেটা খুব মৃদু ব্যক্তিগত অলমোস্ট আত্মগত কথোপকথন থেকেই করা হয়েছে। স্টাইল, লেখার বৈশিষ্ট্যগুলোর আকাশছোঁয়া স্ট্যান্ডার্ড বাদ দিয়েই, এটা শুধু এই উপন্যাসের প্রেক্ষিতেই বললাম।
  • h | 127.194.237.236 | ২৪ অক্টোবর ২০১২ ১৮:৫৬392524
  • ছোটো গল্প সংকলন টা শেষ করলাম। একটা গল্প ছাড়া প্রত্যেকটাই ভালো। গুড। থ্যাংক্স।
    তবে জগত টা, যেটা গড়ে তুলেছেন, সেটা ডেলিবারেটলি একটা ছোটো জগত, এবং তাতে প্রচুর অল্টার ইগো বা একই নামের ব্যবহার, এতে সংকোচন টা আরো প্রকট। আমার এটা জেনেরালি ভালো লাগে না। তবে বড় লেখক তাই এই স্ব-আরোপিত বিধি নিষেধ সত্ত্বেও পড়ে হেবি সুখ। আর আসানসোলের জলকষ্ট নিয়ে গল্প গুলো তে ভদ্রলোক ক্লাসিক। স্টানিং গল্প, বাপ্স।
  • .... | 127.194.195.143 | ২৪ অক্টোবর ২০১২ ২২:১৪392525
  • আপাতত প্রতিক্ষণের "উদয়ন ঘোষের ছোটোগল্প" বইটার একটা লিংক দিয়ে রাখি। খুব বাজে, আন -এডিটেড স্ক্যান এর লিংক। পরে PBands এটা এডিট করে দিলে একটা ভালো পাঠযোগ্য লিংক দেওয়া যাবে।

    http://www.4shared.com/office/B4ct3d2y/Udayan_Ghosher_Chhotogalpo.html

    উদয়ন ঘোষের লেখালেখির জগৎ, সৈকতদা যেমন বলেছিল, কিছু বিশেষ চরিত্রের - বিভিন্ন সময়ে গড়ে তোলা - যারা এক একটা দিক নির্দেশ করে, দাম্পত্য ও ব্যক্তিগত/রাষ্ট্রিক রাজনীতির ইতিহাসের। মনে হয় সৈকতদা এ নিয়ে আরেকটু বললেই ভালো হবে। অন্ততঃ প্রবেশক হিসেবে। আমি ওঁর পুরো কাজটা পড়ে চরিত্রগুলোর একটা রূপরেখা তৈরি করার চেষ্টা করব কালানুক্রমে, সে অনেক সময়ের ব্যপার।
  • .... | 69.160.210.2 | ২৫ অক্টোবর ২০১২ ১৫:৪৫392526
  • PBands এডিট করে দিয়েছেন। সুতরাং একটি সুখপাঠ্য স্ক্যান এর লিংক রইল।
    http://www.4shared.com/file/rNEpHPhX/Udayan_Ghosher_Chhotogalpo_Pba.html
    উৎসাহী পাঠক আসছে বইমেলাতেই প্রচুর উদয়ন ঘোষ কিনে পড়বেন আশা রাখি ।

    প্রাপ্তিস্থলঃ
    ১) লিটিল ম্যাগাজিনের প্যাভেলিয়নে, "জারী বোবাযুদ্ধ" (বিভিন্ন সংখ্যায় বেরোনো উদয়ন ঘোষ কালেকশন পারপাসে, স্বপনের ম্যাজিক রিয়েলিটি), "অমৃতলোক" (লোকটা ভালো লোকটা ভালো না, অতনুর কথা, এছাড়া আসানসোলের লক্ষ্মী এনে দেওয়ার জন্য ঝুলোঝুলি পারপাসে), "বিষয়মুখ" (বিভিন্ন সংখ্যায় বেরোনো উদয়ন ঘোষ কালেকশন পারপাসে)
    ২) "কৌরব" (আদালত ও জীবনের বৌ কেনা, ও নানান আউট অফ প্রিন্ট বইয়ের রিপ্রিন্টের জন্যে অনুরোধ ও ঝোলাঝুলি পারপাসে)
    ৩) "উর্বী প্রকাশনা" ("একালের রক্তকরবী"র সাথে একসাথে স্টল দেয়, - অবনী বনাম শান্তনু এখানে পাবেন।)
    ৪) "বর্ণালী " (বন্দুকের নল থেকে একদা)
    ৫) অন্য প্রকাশ (ভুবনবাবু স্বপন ও উদয়ন ঘোষ, )
    ৬) প্রতিক্ষণ ( আউট অফ প্রিন্ট উদয়ন ঘোষের ছোটোগল্প-এর রিপ্রিন্টের জন্যে অনুরোধ ও ঝোলাঝুলি পারপাসে)
  • Souva | 125.241.99.132 | ২৫ অক্টোবর ২০১২ ১৭:৫৪392527
  • লোকটার ভাষা! ভাষা!! ভাষা!!! এভাবে লেখা যায়? এইভাবে? বাংলার সঙ্গে যথেচ্ছ ইংরিজি শব্দ মিশিয়ে, শহুরে কথার ধাঁচকে কাগজবন্দী করে, একেবারে ফ্লুয়েন্ট ও ফ্লুইডিক একটা ভাষা, ধরতে যাচ্ছি, পারছি না, এইরকম... এ তো সন্দীপনেরও এককাঠি বাড়া... কীভাবে করলো লোকটা? আর কবিতা... লাইনের ভাঁজে ভাঁজে মিশে যাচ্ছে কবিতার লাইন, মাঝেমধ্যে চকিতে মাথা উঁচু করছে আবার ডুবে যাচ্ছে গদ্যের আড়ালে, অন্যের লেখা লাইন, অন্য কবির লাইন... এটা সবচেয়ে বেশি দেখেছি "স্বপনের ম্যাজিক রিয়ালিটি" বইতে। সেখানে তো বিনয় (মজুমদার) নিজেই একটা চরিত্র। তাঁর কবিতাও তাই লেখার শরীরে, নির্মাণের ভিতর... আশ্চর্য এই ইন্টারটেক্সচুয়ালিটির খেলা... বস্তুতঃ, এই খেলাটাই "স্বপনের ম্যাজিক রিয়ালিটি"র মূল বিষয়।

    "কনকলতা"র গল্পগুলো, প্রায় প্রত্যেকটাই, অসামান্য! কী অত্যাশ্চর্য পরিমিতি।

    লেখকের রাজনীতি, লেখক কী বলতে চাহিয়াছেন, এইজাতীয় প্রশ্নগুলো ক্রমশ আমার কাছে, পাঠক হিসেবে, অপাংক্তেয় ও অপ্রয়োজনীয় হয়ে পড়ছে খুব দ্রুত। শুধু ভাষা, শব্দের ঔজ্জ্বল্য সব কিছু ছাপিয়ে উজাগর। মূলতঃ সেইখানেই উদয়নের সঙ্গে আমার অবিচ্ছেদ্য দোস্তি, ভালো লাগা...

    আরো লিখব। পরে...
  • Souva | 125.241.99.132 | ২৫ অক্টোবর ২০১২ ১৮:০৯392528
  • আর উদয়নের বই পেতে হলে লালা-দাকে ধরতে হবে। প্রচেতা ঘোষ (পুং কিন্তু), জারী বোবাযুদ্ধের সপাদক। উদয়ন আর্কাইভ ওনার কাছেই। প্রায় সমস্ত, আজ অবধি, স-অ-ব!

    ওনার সৌজন্যে পেয়েছিলাম ফটোকপি করা উদয়নের আত্মজীবনীর প্রথম খন্ড "লোকটা ভালো, লোকটা ভালো নয়"। মাইরি বলছি, এ জিনিশ বাংলায় আর হয়নি। হবে কি আর? নিজেকে পুরো ন্যাংটো করে লেখা, ভারি কঠিন জিনিশ হে। এমনকি, এ বই, "স্বপনের ম্যাজিক রিয়ালিটি"কেও ম্লান করে দিয়েছিলো।

    আরো অনেক বই আছে। কুড়িয়ে বাড়িয়ে জোগাড় করা। পোকায় কাটা। তখন লোকজনকে ফোন করে, তাদের বাড়িতে গিয়ে হামলা করে বা রবীন্দ্র সদনে দ্যাখা করে বই লেনদেন করতাম। সুবিমল মিশ্রকে খুঁচিয়ে, বিরক্ত করে, লালা-দাকে তুতিয়ে-পাতিয়ে জোগাড় করা বই সব! উদয়ন পড়ার হ্যাপা কি কম!
  • h | 213.99.212.54 | ২৫ অক্টোবর ২০১২ ১৮:২৪392530
  • লেখক কি বলতে চেয়েছেন এটা পাঠকের কাছে ইম্পর্টান্ট নয় , হতে পারে, কিন্তু লেখকের কাছে ইম্পর্টান্ট নয় কিনা, এই তথ্য উদয়ন ঘোষের ক্ষেত্রে, পার্সোনাল ইনফো হিসেবে বলছি , কি কিসু আছে?
    পাঠক হিসেবে আমার দাবী একেবারেই আলাদা সৌভ র বক্তব্যর সংগে , কিন্তু তাতে তো অসুবিধে নেই, উদয়ন ঘোষ ইত্যাদি লোকে পড়লেই হল।
    আর যে কোনো ভাষায় সৃষ্টির একটা বৌদ্ধিক ঐতিহ্য থাকে, প্রবহমানতা থাকে, তো সমসাময়িক/প্রায় সমসাময়িক কবিতা থেকে সেই ঐতিহ্য উদয়ন সংগ্রহ করেছেন, এইটা আমার অবশ্য খুব ই ভালো লেগেছে।
  • Souva | 125.241.99.132 | ২৫ অক্টোবর ২০১২ ১৮:২৪392529
  • "খালাসিটোলায় আমি এক প্রডিগ্যাল খালাসি" কৌরবের "খালাসিটোলা" সংখ্যায় বেরিয়েছে বোধ করি। বইমেলায় কৌরবের স্টলে খোঁজ করতে পারেন। আমিও করবো। :)
  • Souva | 125.241.99.132 | ২৫ অক্টোবর ২০১২ ১৮:৪১392531
  • ঊদয়ন ঘোষের লেখালিখি একটা মাইক্রোকজমকে ঘিরে সৃষ্ট। যে মাইক্রোকজমে একই নামের সব চরিত্ররা ঘোরাফেরা করে, তারা সবাই প্রায় একইরকম--বেফালতু, লাইফে ভাঁজ-খাওয়া, মাঝারিমাপের মধ্যবিত্ত লোকজনসব--প্রায় আলাদাই করা যায় না তাদের, এতোটাই বর্ণহীন তারা, ফিকে ও ম্যাদামারা। তবুও কখনো কখনো, আশ্চর্য ম্যাজিকে, অথবা শব্দের ও ভাষার আলোয়, অকিঞ্চিতকর কিছু ঘটনা, তাদের যাপনের টুকরোবিশেষ প্রায় মিথের আকার ধারণ করে... তাতে ঝলসে ওঠে একটা গোটা সময়খন্ডের বা দেশখন্ডের ইতিহাস, দোলাচল। ওই গল্পটা মনে পড়ছে--"স্বপন মৃত, স্বপন আবার ফিরে আসবে" (নামটা ভুল হতে পারে, স্মৃতি থেকে লিখছি)।
  • Souva | 125.241.99.132 | ২৫ অক্টোবর ২০১২ ১৮:৪৫392532
  • @ হ

    এ বিষয়ে উদয়ন সম্পর্কিত কোনো তথ্য আমার কাছে নেই। তবে, এ নিয়ে অনেক কিছু অন্য অনেক লেখক ও লেখার সূত্রে বলা যায়। তবে অন্যত্র। এখানে শুধু উদয়নই থাকুন... :)
  • h | 213.99.212.54 | ২৫ অক্টোবর ২০১২ ২০:৪৩392533
  • শৌভ, ওকে ফাইন। আমার আসলে বার বার মনে হচ্ছে, তুমি যেটাকে মাইক্রোকজম বলছো, সেটা কিছুটা ক্রমশঃ সংকোচনশীল আবর্ত হয়ে যাচ্ছে কিনা। উদয়ন ঘোষের ক্ষেত্রে। তবে তুমি যখন এনগেজ করতে চাইছ না, আমার আপত্তি নেই। আমি ও সোমনাথের মূল লক্ষ্য থেকে সরতে চাই না, আমি চাই জাস্ট হাজারে হাজারে লোক উদয়ন ঘোষ পড়ুন, ওনার লেখা আরেকটু সহজলভ্য হোক। মানুষে বুঝুন, বিখ্যাত দের বাইরেও লেখাপত্র আছে। ততটা সহজলভ্য নন এমন লেখক কে খুঁজে বার করা, দেরী তে পড়া, হঠাৎ কারো র উৎসাহে দু চারজন মিলে পড়া, এমনকি পুনরাবিষ্কার করা, এসব বিবিলিওফিল মজা না হয় আরো অজানা কাউকে নিয়ে করা যাবে।
  • .... | 127.194.194.59 | ২৬ অক্টোবর ২০১২ ১৭:৪৭392535
  • কনকলতা গল্প সংকলন থেকে পড়ে উঠলাম "স্বদেশের সাহেব", এইমাত্র। মুকুলেশের মা যা হইবেন (৪৮ পাতা) কে উপন্যাস বলতে হলে একেও, ৫২ পাতার এই গল্পটিকেও, বলতে হয় ঐ, অর্থাৎ উপন্যাস। অসামান্য বলা, যায়, কিন্তু তা বললেও ঠিক বলা হয় না। সামান্য -অসামান্যের হিসেবের বাইরে এ লেখা। না পড়লে এক প্রকৃতঅর্থে মাস্টরপীস আপনি পড়েননি, যেমন আমি, ঐ, মাস্টারপীস, এতদিন না পড়েই বেঁচেছিলাম, কিভাবে কে জানে?

    একটা জায়গা, মূল গল্পের সঙ্গে ততখানি সম্পর্কিত নয় বলে ধরতে অসুবিধে হবে না বলে টাইপ করছি, যদিও, প্রকৃত প্রস্তাবে, মূল গল্পটির পুরো টিকিটাই, আগাপাশতলা, এখানে বাঁধা, যদি সেভাবে ভাবা যায়।

    ""১৪ই আগস্ট রাত ঠিক বারোটায় মাউন্ট সাহেব ভারত ছাড়লেন।
    নেহরু তখনো জেগে, ঘোষণা করলেন, দুনিয়ার সবাই যখন এই মধ্যরাতে নিদ্রিত, যখন দুনিয়া কেবলি ঘুমায়ে রয়, তখন ভারত জাগে।
    তখন ভারত জাগল ঠিকই। ১৪ আগস্ট রাত ঠিক ১২টায় মিডনাইট বেল পড়ার সংগে সংগে ১৫ আগস্ট ১৯৪৭ -এর সূচনাও হল।
    বস্তুত তখন দুনিয়ার কেউ খুব একটা ঘুমিয়ে ছিল না। কেননা তখন ইংলন্ডের গ্রীনিচে বিকেল ৬-৩০; মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ-ইয়র্কে তখন দুপুর ১-৩০টা; জার্মানির বার্লিনে তখন বিকেল ৪-৩০ -- সে সময় কারুর ঘুমিয়ে থাকার কথা নয়। উপরন্তু মস্কোয় তখন সন্ধ্যে ৯-৩০টা; চেকোশ্লোভাকিয়ায় তখন বেলা ৪-৩০টা; যুগোশ্লাভিয়ায়ও তাই, ফ্রান্সেও তাই - এরা কেউ তখন ঘুমিয়ে নেই। নিদ্রিত কেবল চীন ও জাপান। পিকিঙে তখন রাত আড়াইটে, টোকিওতে রাত সাড়ে তিনটে। এশিয়ার দুই পিলার কেবল নিদ্রিত। ভারত তাই জাগ্রত মুহূর্তে তার এশিয়ার দুই পিলারকে নিদ্রিত দেখল, তারা নিদ্রিত কিন্তু গতদিন ও আগামীদিন তারা অসম্ভব জাগ্রত থাকবে বলে এখন নিদ্রিত। ভারত থার্ড পিলার হতে চাইল। ফাঁকা মাঠ পেলে ফাউন্ডেশন পিলার হতেও আপত্তি নেই। ব্রিটিশ পার্লামেন্টের লেবার পার্টি সে প্রতিশ্রুতি দিয়েছে।
    স্বদেশ সেদিন রাত ঠিক ১২টায় আতসবাজি পুড়িয়েছিল। লক্ষ্মী তাকে সাহায্য করেছিল।""

    বলা বাহুল্য, স্বদেশ ও লক্ষ্মী এই গল্পে , আহা উপন্যাসে, দুটি চরিত্র, যেমন মাউন্টব্যাটন ও হাটন সাহেব - কিছু বাক্তিচরিত্রের নাম, যারা ইতিহাসের ঘটনাছায়া ক্রমান্বয়ে আঁকতে থাকেন পটচিত্রে, পাঠকের গোচরে -অগোচরে, লেখকের যাবতীয় শ্লেষ ও আক্রমণের রঙে। এই রংবাজী খেয়াল না করলে আপনি জানেন না আপনি কি হারাইতেছেন, হে পাঠক। আরেকটু উদাহরণ টাইপে শেষ করব, আপাতত।

    ""আর ক্যালকাটা মার্ট বাস্তবিক নেটিভ। সিমলা থেকে পর্ক-শ্ল্যাব আসে - আসে আর বিক্রি হয় - বোনলেস করার দিকে নজর নেই। নেটিভদের স্বভাবই হল ঐ কুকুরের মত কেবল হাড় চিবোতে ভালোবাসে।
    কিন্তু ডসের ঐ ফিশ, মিসেস ডসের ঐ প্রিপারেশন - এক কথায় গ্র্যান্ড। হ্যাঁ, নেটিভ হয়েও বোনলেস করতে জানেন বলেই তো দাস ডস, আশুতোষ এ. টস হতে পেরেছেন।
    এখন দরকার কেবল প্রোসেসিং।"

    নিশচয়ই এরপর, বলে দিতে হবেনা, হে পাঠক, আশুতোষ দাস, অর্থাৎ এ. টস বা ডস সাহেব, মাউন্টব্যাটনের সাথে কোল্যাবোরেশনে মাউন্ট-টস প্রোসেসড ফিশ ফার্ম চালাচ্ছিলেন, যেখানে ৮ ঘর ওয়ার্কার লাগে, যার "৬ ঘরই জেলে, তাদের বৌরা কামিন আর ১২র ঊর্ধে ছেলেমেয়েরা ফাই-ফরমাসী হোলটাইমার। বাকি দুঘর রাঁধুনে। ... তাদের বৌরা তাদেরই হেলপহ্যান্ড এবং তাদের ১২ ঊর্ধ্বের ছেলেমেয়েরা ঐ।"

    কবে স্ক্যান করতে পারব জানিনা, তবে এ না পড়লে, পাঠক, যেমন বললাম, আপনি জানেন না আপনি কি হারাইতেছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন