এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • উদয়ন ঘোষ - লেখা ও কিছু ম্যাজিক

    Somnath
    বইপত্তর | ২১ আগস্ট ২০০৭ | ১০৮৬৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • .... | 127.194.192.137 | ৩১ অক্টোবর ২০১২ ০৭:৫৯392569
  • সোমনাথের লেখা নবারুণ কে নিয়ে লিখতে গেলে নবারুণের মতো, উদয়ন কে নিয়ে লিখতে গেলে উদয়নের মতো। একে বলে পাকামো। এই নিয়ে বেশি ভেবে লাভ নেই।
  • h | 127.194.228.150 | ০১ নভেম্বর ২০১২ ০৬:৩৯392571
  • এইখানে গপ্প যারা লিখেছে, কুলদা রায় আর আমাদের ইন্দো বাবু এরা স্পেশাল লেখক। এঁদের লেখা নিয়ে আমি আলোচনা করতে চাই না, সব লেখা আলোচনা করা যায় ও না, পড়লাম, মনে রাখলাম, রেগে গেলাম বা খুশি হলাম , এই পর্যন্ত। স্পেশাল ট্যালেন্ট। আমি চাই, ঈশ্বরের আশীর্বাদে এঁরা আরো দেড়শো দুশো বছর লিখুন ও বাঁচুন। এবং মাঝে মাঝে বাজেও লিখুন, যাতে গাল দিয়ে সুখ পাই ;-) কিন্তু মেনলি খুব ভালো থাকুন ও লিখুন।

    উদয়ন ঘোষ আস্তে আস্তে আমার ফেবারিট হয়ে গেছেন। আমার সমস্যা হল, আমার কিছুতেই কারোর লেখা, বিশেষতঃ ফেবারিট হলে, অন্য কারোর মত মনে হয় না।

    কুলদা রায়ের লেখায় মেটাফোর, উদয়ন ঘোষের লেখায় , একটা প্রায় অবসেশন আছে মেটাফোর অ্যাভয়েড করে , একটা প্রিসিশনে পৌঁছনোর। আমার এইটাই চরম ভালো লাগে।

    আমার কি কি রিজারভেশন আছে উদয়ন বাবু সম্পর্কে সেটা আগে বলেছি, পরে হয়তো আবার বলবো। আজ শুধু ভালো লাগার কথা বলি। বয়স কম থাকলে আর চাকরি নামক ফাল্তু কাজটি না থাকলে, আমি এই দশ বারো টা বই যদ্দিনে পড়া না হত ঘর থেকে বেরোতাম না।

    আমার আরেকটা জিনিস চমক্প্রদ লাগে উদয়ন ঘোষের মধ্যে, ভালো না, চমকপ্রদ। সেটা হল পোয়েটিক্স সম্পর্কে চিন্তা ভাবনা, একটা লোক কন্টি লিখতে লিখতে একটা লেখা লিখির দর্শন নিয়ে ভাবছে। এবং সেটা সফল গদ্য গুলি তে অন্তত সেটা লেখার মেনস্ট্রীম টার কোন ক্ষতি হয় নি। এ মানে অসা। কোনো কথা হবে না গুরু কে নিয়ে।

    আমি সৈকত এবং সোমনাথ কে ধন্যবাদ জানাই আবারো, আমাকে এই এত এত উদয়ন ঘোষ পড়ানোর জন্য।

    উদয়ন ঘোষ একটা দিক দিয়েই বেকেটের 'মতন'। কারণ বেকেট এবং উদয়ন ঘোষ , এবং আরো অনেক মহান লেখক রা, এঁরা কেউ ই কারোর 'মতন' নন।
  • সিদ্ধার্থ | 141.104.245.196 | ০১ নভেম্বর ২০১২ ০৬:৫১392572
  • তবে ওই অর্জুন সেনের লেখাটা ব্যাপক। প্রথমে `উদয়ন ঘোষ কমিউনিস্ট তাত্বিক ছিলেন` দেখেই কাটিয়ে দিয়েছিলাম। পরে হাতে কাজ না থাকায় পড়লাম। ওটাকে উদয়ন-চালিশা বলা যায়। বা, হাউ টু বি আ গুড উদয়ন
  • .... | 127.194.199.134 | ০১ নভেম্বর ২০১২ ২২:৪০392573
  • শারদীয়া প্রতিক্ষণে "সিঁড়ি" নামে একটা উপন্যাস বেরিয়েছিল কোনো এক কালে।

    প্রফুল্ল রায়ের "অগ্রণী" পত্রিকায় বেশ কিছু গদ্য ছাপা হয়েছিল উদয়নের। প্রথমটি "উদ্ভিদ"। এছাড়া আর একটা লেখার নাম পাওয়া যায় - "অমৃত-যন্ত্রণা"।

    এছাড়া এখনো পাইনি "আমি এখন আন্ডারগ্রাউন্ডে" ও "শাইলক"।

    এগুলো কারোর সংগ্রহে আছে? থাকলে একটু হাত তুলবেন প্লীজ।
  • সিধু | 141.104.245.196 | ০১ নভেম্বর ২০১২ ২২:৪২392574
  • লালাদার কাছে পেয়ে যাবে। .
  • Souva | 132.177.203.26 | ০৩ নভেম্বর ২০১২ ০৭:৫৭392575
  • "মৃত্যুর হাতে করাতঃ বেয়ারিম্যানঃ সেভেনথ সীল" বহুযুগ আগে আপলোড করেছিলাম, বইপাড়ার ব্লগপাড়ায়। এই সেই লিঙ্ক, ধুলো ঝেড়ে বের করলাম--http://boipara.blogspot.in/2007/09/blog-post.html
  • শিবাংশু | 127.197.244.89 | ০৩ নভেম্বর ২০১২ ১৫:০৪392576
  • উদয়ন ঘোষ পড়ছি তা প্রায় বছর তিরিশ। মূলতঃ কৌরবেই লিখতেন তো। এক আধবার দেখাও হয়েছে। লাল রং ভালোবাসতেন তাই একটা কামারোদোরিও ছিলো। অর্জুন এতো মেহনত করে লেখাটি লিখেছেন, যাকে বলে 'সারগর্ভ'। তবে যেটা এই অধমের মনে হলো যদি অর্জুনের লেখাটি আগে পড়তুম তবে হয়তো উদয়নের লেখা পর্যন্ত পৌঁছোবার সাহস হতোনা।

    অন্যরকম লিখতেন, কিন্তু জটিল লাগেনি কখনও। মূলস্রোতের সমান্তরাল আইকন হবার কোনও বাসনা যে তাঁর ছিলো ( যেটা হাংরিদের মধ্যে দেখতুম), এমন ভাবিনি। তবে তাঁর লেখা নিয়ে এতোজন নিমগ্ন পাঠককে এই টইটি একত্র করেছে, এটাই বড়ো পাওয়া।
  • সৈকত | 126.203.210.29 | ১২ নভেম্বর ২০১২ ০০:৩৫392577
  • ও সোমনাথ, বাড়িতে তো দেখছি, উদয়ন ঘোষের আরও কিছু লেখা আছে, পত্রিকায়। লিখিও, উহা পড়িতে চাহ কিনা।
  • .... | 127.194.198.65 | ১২ নভেম্বর ২০১২ ০০:৫৬392579
  • অবশ্যই চাই। ১৯শে নিয়ে এলেই হবে।

    শারদীয়া প্রতিক্ষণে একদা ""সিঁড়ি"" নামের একটা উপন্যাস বেরিয়েছিল। সেটা পাওয়া চাপ, তবে নাকি খুঁজলে পাওয়া যাবে। তাছাড়া, আমি এখন আন্ডারগ্রাউন্ডে আর শাইলকের জেরক্স পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
  • কল্লোল | 111.63.142.144 | ১২ নভেম্বর ২০১২ ০৯:৩৮392580
  • আমি এখন আন্ডারগ্রাউন্ডে - এই লেখাটা নাইয়া নামে লুপ্ত হয়ে যাওয়া এক ছোট পত্রিকায় ছাপা হয়েছিলো।
    কারুর কাছে সেই পত্রিকাটি থাকলে, আমি গোটা পত্রিকাটারই জেরক্স চাই। ঐ সংখ্যায় আরও কিছু অসাধারণ লেখা ছিলো।
  • dhak | 131.241.218.132 | ১২ নভেম্বর ২০১২ ১৪:৪৫392581
  • "তার আর কোন বাক্য মাওসে তুং, লিন পিয়াও, সরোজ দত্ত, চারু মজুমদার, বিনয় মজুমদার, প্রতুল মুখপাধ্যায়, সুমন চট্টপাধ্যায় (কবীর সুমন), জয়দেব, রাসেল সাহেব, ড্যানিয়েল বেল, শেলী, শেকস্পিয়ার, জীবনানন্দ, মরগ্যান, রবীন্দ্রনাথ, কডওয়েল, ডস্তয়ভস্কি, অর্জুন সেনের, অথবা কোন ইমেজ কাফকা, কামুর, কোন মন্টাজ ফেলিনি, বেয়ারিম্যান, আইজেনস্টাইন, ঋত্বিকের, তাও গুলিয়ে যায়"
    দেখেছ লেখক কোন লেভেলএর জনতার সমগোত্রীয় ?
  • h | 213.99.212.53 | ১২ নভেম্বর ২০১২ ১৬:১২392582
  • কি কি আছে আনো ঃ-) এ আবার জিগেস করার কি হল। আগামী ১৯ এ ;-)
  • Ishan | 60.82.180.165 | ১৩ নভেম্বর ২০১২ ০৮:৫১392583
  • এক মাসব্যাপী পাঠের পর ১৯ এর মহাসামিটের বর্ণনাও এখানে লিপিবদ্ধ(মানে ডকুমেন্টেড) রাখার দাবী রইল। না পেলে খুব খারাপ হবে।
  • de | 190.149.51.69 | ২১ নভেম্বর ২০১২ ১৫:৫৯392585
  • পড়তে আরম্ভ করেছি -- ভীষণ ভালো লাগলো --

    মহাসামিটের বন্নোনা আর দাবীদাওয়া, আদায়পত্তর সম্বন্ধে একটু জনসাধারণকে জানানো হোক!
  • samit | 127.204.223.161 | ২১ নভেম্বর ২০১২ ২২:৩৫392586
  • অনেক কাল আগে শারদীয়া প্রতিক্ষণে উদয়ন ঘোষের একটা উপন্যাস বেরিয়েছিল। প্রতিটা অধ্যায় ছিল জীবনান্দের একেকটা লাইন দিয়ে। কি নাম ছিল?
  • .... | 127.194.198.213 | ২২ নভেম্বর ২০১২ ০৭:১২392587
  • সিঁড়ি।
  • h | 213.132.214.156 | ২২ নভেম্বর ২০১২ ১০:১১392588
  • সোমনাথ আর সৈকত(২য়) কে দিয়ে লেখানো প্রায় অসম্ভব। দুজনেই কর্মব্যস্ত, লাজুক, পড়ুয়া ও নিজেদের লেখার ব্যাপরে অলস। কেউ যদি পারে ভালো, আমি পারিনি। আমি দেবর্ষি সরোগীর উপরে লিখতে বলেছিলাম সোমনাথ কে ২০০৭ বা ২০০৮ এ। লেখেনি। সৈকত কে ফুয়েন্তেস/আলোভারো মুতিস/মাচাদো ডি আসিস সম্পর্কে লিখতে বলেছিলাম লেখেনি। সৈকত তো আমেরিকান সাহিত্য, ফকনার, কেরুয়াক, আপডাইক, রথ এদের নিয়েও লিখতে পারে। বোজো বলে একজন ছিল তার ও লেখার কথা ছিল। কথা না রাখলেও চলবে, কিন্তু অন্ততঃ ইভেনচুয়ালি যদি কোথাও না কোথাও লেখে, আমি কজনের জীবনী লিখবো আর কজনের হয়ে বিবলিওগ্রাফি লিখবো? বা আমার আত্মজীবনী তে কজনকেই বা লেট ইনফ্লুয়েন্সেস চ্যাপটারে ঢোকাবো;-)
  • sumeru | 127.194.81.107 | ২৩ নভেম্বর ২০১২ ১০:১৪392590
  • সিঁড়ি আমার চুঁচুড়ায় আছে, বইমেলা ইস্তক হাতে পাওয়া উচিত।
  • .... | 127.194.194.119 | ২৪ নভেম্বর ২০১২ ০৮:১৪392591
  • কনকলতা - উদয়ন ঘোষ, কৌরব প্রকাশনী

    এই ছোটোগল্প সংকলনে উদয়নের সবচেয়ে স্মরণীয় কাজগুলো রয়েছে। "স্বদেশের সাহেব" আর "কিছু মানুষের ভালো থাকা" আমার পড়া ওঁর শ্রেষ্ঠতম কাজগুলোর এক্কেবারে প্রথম দিকেই। ভারতবর্ষের স্বাধীনতা, শিল্পায়ন ও তার সামাজিক প্রভাব নিয়ে তীব্র বক্তব্যের জন্যই শুধু নয়, যেভাবে গল্পের মধ্যে তিনি সাবভার্শনে ঢোকাচ্ছেন যৌনতা, মানবিক সম্পর্ক ও ক্লাস স্ট্রাগলের প্রতি তাঁর তীব্র কমেন্ট - সেটা আনপ্যারালাল। রয়েছে আসানসোলের জলকষ্ট নিয়ে "কুয়োতলা সিরিজের গল্পগুলো, যা বাংলা ছোটোগল্পের ইতিহাসের সম্পদ। প্রথম কুয়োতলা গল্পে নারীর আত্মরতির প্রসঙ্গ এসেছে অসম্ভব সূক্ষ্ম ইঙ্গিতে সামাজিক-অর্থনৈতিক বিভেদের প্রতি সিম্বলিক ক্রিটিকে, দ্বিতীয় কুয়োতলায় এই ক্রিটিক আরো আক্রমণাত্মক ও বিদ্রোহী হয়ে উঠেছে একটি কুকুরের সিম্বলে।

    উদয়ন ঘোষ এমন একজন লেখক যাঁর বইতে লেখা প্রথম অক্ষরটি থেকে শেষটি পর্যন্ত পড়তে হয়। অর্থাৎ, পড়তে হয় - ভূমিকা হিসেবে, "মাতামহী স্নেহলতা" থেকে উপসংহার হিসেবে "কাকে আমি যৌবন-ভালবাসা আর সময় দেব" পর্যন্তি। গোলগোল গল্পের জন্য নয়, ভাষা! ঐশ্বরিক ভাষা, যা এমনকি তার প্রতিটি যতিচিহ্ন কেও অক্ষর, শব্দ, বাক্যের পূর্ণ মর্যাদা দেয় - সেই ভাষার নিশ্বাস-উষ্ণতা অনুভবের জন্য ।

    আজ জলভাত, কিন্তু যেসময়ে লেখা, তখন নারীর নিজস্ব যৌনতা নিয়ে লেখা, এক নারীর অন্য নারীর কাছে যৌনতা-আকাঙ্ক্ষা, প্রবৃত্তিকাতরতায় ২২ বছরের ছোটো যুবকের কাছে সমর্পণ - এসব নিয়ে লেখা সহজ ছিলনা সম্ভবতঃ। "কনকলতা" গল্পে আমরা সেখানে পৌঁছই।

    "শান্তনুর পকেট" গল্পে এক বাসে তার পকেটমার হয়। আর তারপরেই পাঠক দেখেন ন্যারেটিভ কিভাবে ভাঙতে থাকে। অবিশ্বাস্য এই ভাঙা - প্রতীকে, রূপকে, ব্যঞ্জনায়, ম্যাজিকে।

    "সবুজ গ্রহের দম্পতি ওরফে শান্তনু-গৌরী" - গল্পে চাঁদে মানুষের প্রথম পদক্ষেপের অনুসঙ্গে এক দম্পতির ব্যক্তিগত অনুভূতি ও সম্পর্কের টানাপোড়েনের ভাষ্য রচনা হয়েছে।

    "দুই কুসুম" গল্পে সেকুলারিজমের কাঁটাছেঁড়া, দুই নারীর মাতৃত্ব ও ব্যর্থ মাতৃত্বের দ্বন্দ, টানাপোড়েন এক দাঙ্গা-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে দুই ধর্মের মানুষের অন্তর্সম্পর্ককেও নিরাবরণ করে দেখা - আত্মস্থ কথোপথনের স্বরে সেই সামাজিক-রাজনৈতিক সম্পর্কের প্রতি কমেন্ট করতে করতে চলা - উদয়ন ঘোষ পারেনও বটে !

    "পামেলা প্রমীলা ও তার কুকুর বেড়াল গল্পে মা আর মাতৃস্তন্য বিষয়ে উদয়ন ঘোষের অবসেসন একটি মেয়ের বড় হতে থাকা , নষ্ট হতে থাকাকে ঘিরে আকার নিয়েছে।
  • h | 127.194.231.36 | ২৫ নভেম্বর ২০১২ ০৮:২৩392592
  • স্বপনের ম্যাজিক রিয়েলিটি টা শেষ হল। ওভার অল ভালো না।ঐ দু চারটে লাইন , তার জন্য এত জায়গার দরকার হলে মুশকিল। আরো গাল দিতাম, তবে এমনিতেই লোকে দেশের বাইরে পড়ে না, গাল দিলে আরো কম পড়বে, বা ছোটো গল্প গুলো ও পড়বে না, তাই কিছু বললাম না। এমনটা নয়, আমার কমেন দেখে লোকে পাঠ্য নির্বাচন করবে, কিন্তু একজন লোক ও দেশ কম পড়লে বা এসব পড়তে গিয়ে দেশ পড়ার টাইম না পেলে, সমাজের ভবিষ্যতের পক্ষে ভালো !!
  • .... | 69.160.210.2 | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:০১392593
  • আর যে যে লেখার খোঁজ পাওয়া গেলঃ

    নাটক (মৌলিক)ঃ
    ১) পক্ষে বিপক্ষে - "অভিনয়" পত্রিকায় প্রথম প্রকাশিত, পরে সংশোধিত পরিবর্ধিত আকারে "আনন্দন'-এর 'এরিনা" নাট্য পত্রিকায় (ঝাড়গ্রাম) প্রকাশিত
    ২) লাল পিঁপড়ে ও কালো পিঁপড়ে - "অভিনয়" পত্রিকায় প্রকাশিত
    ৩) লাল রাজা - অপ্রকাশিত
    ৪) হ্যানিম্যান - অপ্রকাশিত
    ৫) ঔরঙ্গজীব - অপ্রকাশিত

    নাটক (অনুপ্রাণিত)ঃ
    ৬) নীলিমা - ইউজিন আয়নেস্কো অবলম্বনে - "অভিনয়" পত্রিকায় প্রকাশিত
    ৭) চেয়ার - ইউজিন আয়নেস্কো অবলম্বনে - "গন্ধর্ব" পত্রিকায় প্রকাশিত
    ৮) সম্রাট ভূত দেখেছে ভূত (আগের নাম - "মৃত কুকুর ও ভিক্ষুক")- ব্রেশট (A Begger or a Dead Dog") অবলম্বনে "এরিনা" পত্রিকায় প্রকাশিত
    ৯) সব্যসাচী - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অবলম্বনে "এরিনা" পত্রিকায় প্রকাশিত
    ১০) তেলেঙ্গনা জাগো - কৃষন চন্দর অবলম্বনে - অপ্রকাশিত
    ১১) আদালত - ব্রেশট অবলম্বনে - অপ্রকাশিত
    ১২) শাইলক - সেক্সপিয়র অবলম্বনে 'ইস্পাতের চিঠি" পত্রিকায় প্রকাশিত

    প্রবন্ধঃ
    ১) রাজার মাথায় একটি মুকুট / কিন্তু অনেক ভার - "আনন্দন'-এর 'এরিনা" নাট্য পত্রিকায় (ঝাড়গ্রাম) প্রকাশিত

    অগ্রন্থিত উপন্যাস ;
    ১) সতী সাবিত্রী কথা - একালের রক্তকরবী পত্রিকায়
    ২) চন্দনার মনের কথা - অক্ষর পত্রিকায় (২য় বর্ষ, ৮র্থ সংখ্যা, ২০০০)

    প্রসঙ্গত এগুলো কিছুই আমার পড়া হয়নি। তবে চন্দনার মনের কথা মনে হয় অন্যভাবে পেয়েছি। আসলে "দুই কন্যা" ও "আমি এখন আন্ডারগ্রাউন্ডে" - জেরক্স পেয়েছি।
  • Pathok | 69.160.210.2 | ০৮ মে ২০১৩ ১৩:৪৩392594
  • উদয়ন ঘোষের লেখাপত্রঃ সম্পূর্ণ তালিকা (আমি যেটুকু জানি)
    =======================================
    উপন্যাস (গ্রন্থ):
    -মুশকিল আসান ও আসানসোলের লক্ষ্মী (কৌরব)
    -মুকুলেশের মা যা হইবেন (কৌরব) 1995
    -আমি এখন আণ্ডারগ্রাউণ্ডে (গ্রাফিত্তি) 1995 (নাইয়া নামে লুপ্ত হয়ে যাওয়া এক ছোট পত্রিকায় ছাপা হয়েছিলো।)
    -স্বপনের ম্যাজিক রিয়েলিটি (জারী বোবাযুদ্ধ) 1997
    -লোকটা ভালো লোকটা ভালো না (অমৃতলোক সাহিত্য পরিষদ) (অমৃতলোক ২৭ বর্ষ ২য় সংখ্যা, আগস্ট ২০০২)
    -অতনুর কথা (অমৃতলোক সাহিত্য পরিষদ) 2003 (অমৃতলোক ১৪০০ শারদীয়া)
    -আদালত ও জীবনের বৌ (কৌরব) 2003
    অগ্রন্থিত উপন্যাস :
    -মলয়ের অষ্টম প্রণয় (বিষয়মুখ পত্রিকায় July-December 2000)
    -বেহুলা ও তৎসম্পর্কিত সোনার কাক (বিষয়মুখ পত্রিকায় 2002)
    -অমৃতমন্থন (বিষয়মুখ পত্রিকায় 2003)
    -যারা নেশা ধরিয়েছিল অথবা অনেক মাটির নিচে যেই মদ ঢাকা ছিল (জারী বোবাযুদ্ধ জানুয়ারী - 2004)
    -নীল সুখ (জারী বোবাযুদ্ধ জানুয়ারী ২০০৫)
    ১) শারদীয়া প্রতিক্ষণে "সিঁড়ি" (~1990-96)*****
    ২) সতী সাবিত্রী কথা - একালের রক্তকরবী পত্রিকায়****
    ৩) চন্দনার মনের কথা - অক্ষর পত্রিকায় (২য় বর্ষ, ৮র্থ সংখ্যা, ২০০০)****
    ৪) বিবাহ একটি রক্তের নেশা - একালের রক্তকরবী - শীত সংখ্যা, ১৪০১****

    ছোটোগল্প সংকলন (গ্রন্থ):
    -অবনী বনাম শান্তনু (উর্বী) 1971
    অবনী বাড়ি নেই (এক্ষণ)
    অবনীর মণিমুক্তো
    অবনী চরিত
    শান্তনুর হাত পা
    একা শান্তনু
    শান্তনু চরিত
    পক্ষে / বিপক্ষে
    -বন্দুকের নল থেকে একদা (বর্ণালী) 1993
    ভুবনবাবু বাড়ি ফিরছেন (অনীক ১৯৬৫)
    বন্দুকের নল থেকে একদা (ইস্পাতের চিঠি / অণ্ডাল)
    স্বপন মৃত, স্বপন আরও অনেকদিন বেঁচে থাকুক (ফ্যান্টাসি ১৯৭২)
    গণফৌজ ছাড়া স্বপনের আর যা-কিছু (সংশোধিত পাঠ, দ্রোহ ১৯৯০)
    হর্ষচরিত (ডুলুং / খড়গপুর)
    ১৯৭০
    -কনকলতা (কৌরব) 1994
    মাতামহী স্নেহলতা
    কনকলতার কথা
    শান্তনুর পকেট
    সবুজগ্রহের দম্পতি ওরফে শান্তনু-গৌরী
    দুই কুসুম
    পামেলা প্রমীলা ও তার কুকুর-বেড়াল
    কুয়োতলাঃ রুমা সেনগুপ্ত
    কিছু মানুষের ভালো থাকা
    স্বদেশের সাহেব
    কুয়োতলাঃ রেবা-অজয়
    কাকে আমি যৌবন-ভালোবাসা আর সময় দেব
    -উদয়ন ঘোষের ছোটোগল্প (প্রতিক্ষণ) 1997
    ভূমিকা/লেখালেখি
    কোলকাতা সোনার তরী
    কুয়োতলাঃ তরুণ রায়
    কুয়োতলাঃ আমবাগান (সংবিত্তি ১৯৮৫)
    শান্তনুর গ্রহরত্ন (অ-সম্পূর্ণ)
    দাসদাসীর গল্প
    একটি পরিমার্জিত অ-বাঙালী গল্প
    উদয়ন ঘোষের সন্ধানে চারটি চরিত্র
    লাল পিঁপড়ে কালো পিঁপড়ে
    -দুই কন্যা (জারী বোবাযুদ্ধ)
    শ্যামলী উদয়ন সম্পূর্ণ কথা
    কবিতার কথা অথবা Ceremony of Ashes
    -ভুবনবাবু, স্বপন এবং উদয়ন ঘোষ (অন্য প্রকাশ) 2008
    ভুবনবাবু বাড়ি ফিরছেন (অনীক ১৯৬৫) , ভুবনবাবু বাড়ি ছাড়ছেন (দীপংকর চক্রবর্তী অনীক ১৯৬৬)
    স্বপন মৃত, স্বপন আরও অনেকদিন বেঁচে থাকুক (ফ্যান্টাসি ১৯৭২)
    অগ্রন্থিত ছোটোগল্প:
    - "বোধ" (Oct 2010, 51 No.)
    আসানসোলের মুখে কুলুপ, তিনতলায় তিনবছর তামসিক তালা (দেখা গল্প বার্ষিক জানু, ২০০৮)
    অবনীর মণিমুক্তো, শান্তনুর হাত পা, পক্ষে / বিপক্ষে, কুয়োতলাঃ আমবাগান (সংবিত্তি ১৯৮৫)
    গণফৌজ ছাড়া স্বপনের আর যা-কিছু (প্রথম প্রকাশের পাঠ, দ্রোহ ১৯৯০)
    প্রতি সপ্তাহে শান্তনু (গদ্যচিন্তা 1978/ দুর্গাপুর, মানবেন্দু রায়ের ত্রৈমসিক সাহিত্যপত্র - ১৯৯৪)
    শান্তনুর গ্রহরত্ন (সম্পূর্ণ) (সূত্রপাত 1980/ আসানসোল)
    শান্তনু অশেষ (ইস্পাতের চিঠি ১০০ সংখ্যা)
    শেষ শান্তনু (বোবাযুদ্ধ ৩৬ - জানু, ১৯৯৪)

    অগ্রন্থিত ছোটোগল্প:
    ১) স্বপ্নে সুশীল রাস্তা বানায় (প্রান্তিক / আসানসোল)****
    ২) ঠন্ডা বাগান গরম বাগান (নিসর্গ / বগুড়া, বাংলাদেশ) ****
    ৩) স্বপনের অযোধ্যাকান্ড (স্বপন সিরিজের গল্প) ****
    ৪) ৮০ কোটি উলুখড়ে রাতজীবন (স্বপন সিরিজের গল্প) ****
    ৫) অযোধ্যা অথবা '৮৯ এর কুরুক্ষেত্রে (শান্তনু-গৌরী সিরিজের গল্প) ****
    ৬) অবনী মল্লিকার জেনারেল এগ্রিমেন্ট (অবনী মল্লিকা সিরিজের গল্প) ****
    ৭) "কলকাতা কমলালয়, সিটি অফ বেগার্স" (শান্তনু-গৌরী সিরিজের গল্প) ****
    ৮) উদয়ন ঘোষের পালংক পুড়ে যায় (আসানসোলের একটা কাগজে, এক পাতার গল্প (পোলেমিক বলাই ভালো) ****
    ৯) পিলকিংটন ও ২২ টি কাঁচের গ্লাস (আজকাল রবিবাসরীয়) ****
    ১০) এক বা একাধিক আমি (একালের রক্তকরবী) ****
    ১১) গোপালের মা স্নেহলতা (কৌরব ?) (গ্রন্থ:সমরেশ বসু ও বিভূতিভূষণ মুখোপাধ্যায় সম্পাদিত স্বনির্বাচিত গল্প সংকলন প্রথম খণ্ড)-শঙ্খ ঘোষ (২৩৩৭৯৭৭৪) -এর সংগ্রহে থাকবে পরিচয় (?) পত্রিকায় বেড়িয়েছিল ~১৯৮৩ তে****
    ১২) মারিয়ামের লেখা যীশুকে একটা প্রেমপত্র - পা পত্রিকা (সম্পাঃ সুশীল সিংহ) -এখানে আরো অনেক এরকম লেখা ****
    ১৩) একটা মেয়ে আকাশকে কালো দেখে - এই ভাবনায় একটা গল্প ****
    ১৪) শাদা বাড়ি কালো রাস্তা ****
    ১৫) কুয়োতলা সিরিজের গল্পঃ শ্যামলী বন্দ্যোপাধ্যায় ****
    ১৬) কাকে বলে তেল সোনা কয়লার খনি ****
    ১৭) একটি বেকার যুবকের আত্মকথা (কৃষ্ণনাথ কলেজ ম্যাগাজিন – ১৯৫১ - প্রথম ছাপা গল্প) ****

    গদ্য:/প্রবন্ধঃ
    - খালাসিটোলায় আমি এক প্রডিগ্যাল খালাসি (কৌরব ) 2003 (কৌরব-92, Nov -2002)
    - গদ্যসংগ্রহ (অবভাষ)
    লেখালেখি (উদয়ন ঘোষের ছোটোগল্প - প্রতিক্ষণ, জানু, ১৯৯৫)
    একুশে ফেব্রুয়ারি, এখন এই বাংলায় গদ্যে (কৌরব ১৯৯০)
    মৃত্যুর হাতে করাতঃ বেয়ারিম্যানঃ সেভেন্থ সিল (জারী বোবাযুদ্ধ ২০০৩, জানু, ২০০৯)
    মঁসিয়ে ভার্দু, লেনিন অথবা আমি (বোবাযুদ্ধ বৈশাখ, ১৩৯৬)
    গ্যাম্বলার দস্তয়েভস্কি বনাম জীবনানন্দের কারুবাসনা (অপর বইমেলা ২০০৪)
    একটি অসামান্য উইল (প্রতিবিম্ব অক্টোবর ১৯৭৭)
    "আবার আসিব ফিরে", জীবনানন্দ জানাচ্ছেন (মানসলোক ১৯৯৫)
    পান্ডুলিপি করে আয়োজন অথবা বনলতা সেন মানসলোক ১৯৮৩)
    জীবনানন্দের হৃদয়।। ১৯৮৫ (মানসলোক ১৯৮৫)
    জীবনের সহোদর অথবা জীবনানন্দের ঘাস / ১৯৮৬ (মানসলোক ১৯৯৪)
    বাংলা কবিতার পট-পরিবর্তনে টি এস এলিয়টের ভূমিকা (অনীক এপ্রিল, ১৯৬৫)
    আলবেয়র কামু (অনীক অক্টোবর, ১৯৬৪)
    মানিক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে (অনীক এপ্রিল, ১৯৬৪)
    এখনও মানিক (পরিচয় ১৯৮৯)
    সন্দীপনের ম্যাজিক বনাম সন্দীপনের রিয়ালিটি (বোবাযুদ্ধ জানু, ১৯৯৫)
    বিনয় এখনও কি আকাশকে কালো দেখছেন? (জারী বোবাযুদ্ধ, জানু, ২০০৭)
    সময় বনাম অস্তিত্ব (বোবাযুদ্ধ, মে, ১৯৮৩)
    কৃষ্ণগোপালের গল্পকবিতা (বোবাযুদ্ধ বিশেষ যুগ্ম সংখ্যা আগস্ট ২০০৩, জানু ২০০৪, বোবাযুদ্ধ জানু, ২০০৯)
    মাতামহী স্নেহলতা (কৌরব জানু, ১৯৯০)
    ইতি বিষ্ণুপ্রিয়া (পা। দ্বিতীয় বর্ষ/শারদ সংখ্যা (৩য় সংখ্যা) ১৩৯২ , জুলাই-সেপ্টেম্বর, ১৯৮৫)
    শ্যালক আছে প্রকাশক নেই (কৌরব ১৯৯০)
    গানে গানে তব বন্ধন যাক টুটে (জারী বোবাযুদ্ধ জানু, ২০০৩)
    কাকে আমি যৌবন-ভালোবাসা আর সময় দেব (কৌরব ১৯৯০)
    - "বোধ" (Oct 2010, 51 No.)
    লু-সুন সংক্রান্ত (ইস্পাতের চিঠি-৮৮, দশমবর্ষ বিশেষ সংখ্যা)
    ঋত্বিকের ম্যাজিক রিয়েলিটি (শিল্প সাহিত্য ও গবেষণা- ১৯৯৫, সম্পাঃ মধু চট্টোপাধ্যায়)
    এখনও মানিক (পরিচয় এপ্রিল-মে ১৯৮৯)
    গানে গানে তব বন্ধন যাক টুটে (জারী বোবাযুদ্ধ জানু, ২০০৩)
    মলয় পোস্ট-কলোনিয়াল, মলয় পোস্টমডার্ন (মলয় - সম্পাঃ মুর্শিদ এ. এম - প্রথম প্রকাশঃ বৈশাখ ১৮০৮)
    ভাস্কর চক্রবর্তীর পা (চিরঞ্জীব ৪৭, ১৪১২)
    পরবাসে অরুণ, বোধে অরুণ (আজকের বোধন - মে, ১৯৯০)
    বিনয় কি এখনও আকাশকে কালো দেখছেন(জারী বোবাযুদ্ধ, জানু,, ২০০৭)
    অঃ আজিজুল আঃ আসানসোল (ইস্পাতের চিঠি)
    মুস্কিল আসান ছিল এই আসানসোলে (দাঁড়াও পথিক, ১৯৯৬)
    ১) রাজার মাথায় একটি মুকুট / কিন্তু অনেক ভার - "আনন্দন'-এর 'এরিনা" নাট্য পত্রিকায় (ঝাড়গ্রাম) প্রকাশিত ****
    ২) "পুনশ্চ" ও পরে নাম পরিবর্তন করে "অনীক" প্রত্রিকার প্রায় প্রতি সংখ্যায় লেখা ****
    ৩) "এখন সময়" নামক একটি সমাজ সংস্কৃতিমূলক কলাম (কয়েক কিস্তি) - পুনশ্চ(১৯৬৪)/অনীক (১৯৬৫)অনেক আর্টিকল ****
    ৪) "স্থানীয় সংবাদ" (জার্নাল): ১৯৭৫ কৌরব-১১ ****
    ৫) "অতিথি" সেকশন - সংবাদ প্রতিদিন - ২০০৪-০৭ - সম্পাদকীয় পাতায় ৮ম কলাম
    ৬) খোয়াবনামা - প্রতিদিন (২৩ ফেব্রুয়ারি, ১৯৯৭)
    ৭) বর্ধমান ইউনিভার্সিটির পাঠ্য ছিল জীবনানন্দের "পাখিরা" কবিতা , একটি নোটবইয়ের জন্যে তার সম্প্রসারিত অর্থ লিখে দিয়েছিলেন।
    ৮) প্রফুল্ল রায়ের "অগ্রণী" পত্রিকায় বেশ কিছু গদ্য ছাপা হয়েছিল উদয়নের। প্রথমটি "উদ্ভিদ"। *****
    ৯) এছাড়া আর একটা লেখার নাম পাওয়া যায় - "অমৃত-যন্ত্রণা" *****
    ১০) স্বকাল পত্রিকায় হাংরিদের নিয়ে প্রবন্ধ *****
    ১১) মানবেন্দু রায়ের ত্রৈমাসিক মাসিকপত্র (দ্বিতীয় সংখ্যাঃ সাম্প্রদায়িক দাঙ্গার উপর লেখা দুটো বইয়ের সমালোচনামূলক গদ্য) *****

    উদয়ন ঘোষ বিশেষ সংখ্যা:
    "বোধ" (Oct 2010, 51 No.)
    ১) আলকাপের চিঠি (পুরোটাই বোধ-এ অন্তর্ভুক্ত হয়েছে) *****
    নাটক (মৌলিক):
    ১) পক্ষে বিপক্ষে - "অভিনয়" পত্রিকায় প্রথম প্রকাশিত, পরে সংশোধিত পরিবর্ধিত আকারে "আনন্দন'-এর 'এরিনা" নাট্য পত্রিকায় (ঝাড়গ্রাম) প্রকাশিত ****
    ২) লাল পিঁপড়ে ও কালো পিঁপড়ে - "অভিনয়" পত্রিকায় প্রকাশিত ****
    ৩) লাল রাজা – অপ্রকাশিত ****
    ৪) হ্যানিম্যান – অপ্রকাশিত ****
    ৫) ঔরঙ্গজীব – অপ্রকাশিত ****
    নাটক (অনুপ্রাণিত):
    ৬) নীলিমা - ইউজিন আয়নেস্কো অবলম্বনে - "অভিনয়" পত্রিকায় প্রকাশিত ****(গ্রন্থ: একালের ইউরোপীয় একাঙ্ক - অজিতেশ বন্দ্যোপাধ্যায়)
    ৭) চেয়ার - ইউজিন আয়নেস্কো অবলম্বনে - "গন্ধর্ব" পত্রিকায় প্রকাশিত **** (গ্রন্থ: একালের ইউরোপীয় একাঙ্ক - অজিতেশ বন্দ্যোপাধ্যায়)
    ৮) সম্রাট ভূত দেখেছে ভূত (আগের নাম - "মৃত কুকুর ও ভিক্ষুক")- ব্রেশট (A Begger or a Dead Dog") অবলম্বনে "এরিনা" পত্রিকায় প্রকাশিত ****
    ৯) সব্যসাচী - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অবলম্বনে "এরিনা" পত্রিকায় প্রকাশিত ****
    ১০) তেলেঙ্গনা জাগো - কৃষন চন্দর অবলম্বনে – অপ্রকাশিত ****
    ১১) আদালত - ব্রেশট অবলম্বনে – অপ্রকাশিত ****
    ১২) শাইলক - সেক্সপিয়র (মার্চেন্ট অব ভেনিস) অবলম্বনে 'ইস্পাতের চিঠি" পত্রিকায় প্রকাশিত **** (গ্রন্থ: ইস্পাতের চিঠি প্রকাশনী)
    ১৩) গন্ডার - ইউজিন আয়নেস্কো অবলম্বনে (রাইনোসেরাস্) অপ্রকাশিত ****
    নাটক ১ টি (বহরমপুরের বোলান দলের জন্যে) (কৌরব) ****
    উদয়ন ঘোষ এর চিঠিঃ
    পাঁচটি চিঠি (জারী বোবাযুদ্ধ জানু, ২০০৪)
    একটি চিঠি : সুবিমল মিশ্র (জারী বোবাযুদ্ধ জানু, ২০০৯)
    রবিবার ৭ আষাঢ়, ১৪১০ (২২ শে জুন, ২০০৩): রবিবারের চিঠি ****
    চিঠিপত্র (স্ত্রীকে, তখন প্রেমিকা) (বড় মেয়ে) ****
    উদয়ন ঘোষকে চিঠিঃ
    অবনী বনাম শান্তনু প্রকাশের পরে কমলকুমার মজুমদারের লেখা দীর্ঘ চিঠি উদয়ন ঘোষকে ****
    সাক্ষাৎকারঃ
    কথা বলতে বলতে (জারী বোবাযুদ্ধ জানু, ২০০৯)
    কবিতা :
    "বোধ" (Oct 2010, 51 No.)
    চিরুণি
    রাজার মাথায় একটি মিকুট
    কলকাতা এক রাক্ষস
    জন্মভূমি
    জননী
    ইঁদুর-বেড়াল খেলা
    নজরুল
    আসানসোল - এক
    আসানসোল - দুই
    ঘরে বাইরে
    অন্ধকারে পাগলের গানঃ (উজ্জ্বল পান্ডুলিপিঃ বসন্ত ১৪১৭ তে প্রকাশিত) (internet)
    1) দীর্ঘ কবিতা (কৌরব) ****
    2) স্বদেশ ****
    3) "চেতনা কবিতার বিষয় আশয়" ****
    পি এইচ ডি থিসিস:
    1)"বাংলা সাহিত্যে রাজসভ্যতার প্রভাব" ****
    ডায়রি: ****

    **** এই গুলো আমার কাছে নেই। এছাড়াও উদয়ন ঘোষের লেখালেখির তালিকা যেটুকু করতে পেরেছি রইল। এই তালিকায় যদি কোনো সংযোজন করা সম্ভব হয় তবে খুব খুব আনন্দিত হব। সেই লেখাগুলো ও পেতে আগ্রহী থাকব। মূল লেখা বা তার জেরক্স বা স্ক্যান বা ডিজিটাল ফোটো কোনো ফর্মেই কোনোরকম আপত্তি নেই। শুধু আমি আরো বেশি বেশি উদয়ন ঘোষকে পড়তে চাই।

    Addendum/ Notes:

    1) মৃত্যু ১৮ই নভেম্বর, ২০০৭ এর ৭-১০ দিনের মধ্যেই প্রতিদিন কাগজে মৌলিনাথ বিশ্বাস উদয়ন ঘোষ কে নিয়ে একটা বড় লেখা লেখেন।
    2) আজকাল কাগজ - ১৯-২০ নভেম্বর - অনিশ্চয় চক্রবর্তী (অবিচুয়ারি)
    উপন্যাস ৪ টি (??) ও অজস্র গল্প (কৌরব)
    পত্রিকাঃ

    সিনে সেলুলয়েড (আসানসোল সিনে ক্লাব)
    কল্পনির্ঝর
    দুইজন (প্রদীপ দাশশর্মা-র সঙ্গে)
    যোগসূত্র
    প্রতিবিম্ব
    লাল নক্ষত্র
    বোবাযুদ্ধ
    ইস্পারের চিঠি
    সূত্রপাত (অরূপ গঙ্গোপাধ্যায়)
    অগ্রণী
    মহানগর


    কাগজঃ
    উত্তরবঙ্গ সংবাদ
    পশ্চিমবঙ্গ সংবাদ (?) এ বেশ কিছু লেখা
  • Ekak | 125.115.139.226 | ০৮ মে ২০১৩ ১৪:৫৫392595
  • নিঃশব্দ পাহাড় পড়ার উদ্যোগ নিয়েছিলুম । এগোতে পারিনি । বড় আরষ্ট ভাষা । ভয়ঙ্কর চেষ্টা করেছেন একটা ভাষারীতি এস্ত্যাব্লিশ করার যা আদপে দাঁড়ায় নি । বিশাল প্রেক্ষিতের মাঝখানে ভো কাট্টা ঘুড়ির মত অসহায় তদুপরি অনান্দনিক প্রয়াসে ঘুরপাক খেয়েছে । এককথায় দুয়েন্দে নেই । ব্যাখ্যাক্যাঙলা দের জন্যে দুকথা লিখতে হলো ।
  • Pathok | 127.194.203.76 | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫৮392596
  • উদয়ন ঘোষের ৭ টি উপন্যাস বই হয়েছে। তার বাইরে আরো ৯ টি উপন্যাস আমি যোগাড় করেছি। তাঁ ছোটোগল্পের ৬ টি বইতে মোট ৩৫ টি গল্প ছাপা হয়েছে, যাকে বলে গ্রন্থিত। আমি তার বাইরে যোগাড় করেছি আরো ৬৫ টা ছোটোগল্প। খালাসিটোলা আর অবভাসের গদ্যসংগ্রহ মিলিয়ে মোট ২৩ টি গদ্য গ্রন্থাকারে প্রকাশিত, আমি এর বাইরে এখনো ৮৫ টি গদ্য/প্রবন্ধ যোগাড় করেছি। পেয়েছি গোটা দশেক কবিতা, লিখিত ১৪টি নাটকের মধ্যে একটিমাত্র বই হয়েছিল। আমি পেয়েছি আরো ১১ টি নাটক। পেয়েছি কিছু চিঠি, উদয়ন ঘোষের লেখা, উদয়ন ঘোষ কে লেখা। যোগাড় করেছি উদয়ন ও তার লেখাকে বিষয় করে প্রবন্ধ ও স্মৃতিচারণ ৪৫ টি। উদয়ন ঘোষ বিশেষ সংখ্যা ৬টি। ২টি সাক্ষাৎকার। তাঁর প্রাপ্ত সম্মান ও পুরস্কারের লিস্টি করেছি। তার লেখার ইংরিজি অনুবাদ ২ টি পীস পেয়েছি। বেশ কিছু ছবি/ফটো যোগাড় করেছি। আরো বেশ কিছু গল্প, গদ্যের খোঁজ পেয়েছি,বিভিন্ন পত্র-পত্রিকায় যা এখনো যোগাড় করতে পারিনি। কেউ কোনোভাবে সাহায্য করতে পারলে, উদয়্ন সমগ্র আর্কাইভ করার এই প্রচেষ্টায়, জানাবেন। dasgupta.somnath জিমেলে।
  • Pathok | 127.194.197.208 | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫৭392597
  • কল্লোলদা নাইয়া-র কথা বলল। আমার জ্ঞানতঃ আমি এখন আন্ডারগ্রাউন্ডে বেরোয় যোগসূত্রে। রাঘব বন্দ্যোপাধ্যায় এর। দুটো পার্ট এ। নাইয়া কারো কাছে থাকলে আমি ও চাই। স্ক্যান করে নেব।
  • Sumeru Mukhopadhyay | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫৮392598
  • দারুন কাজ। মেল পাবে।
  • !@#$%^ | 127.194.192.175 | ২৩ জানুয়ারি ২০১৪ ০৩:৫৪392601
  • Dear Sir,
    In pursuance of the previous e-mail sent on 27th Nov, 2013, I would further like to reiterate that my father, who peacefully demised on the 19th of November, 2007 had left a world of collection in the form of short stories, poems, sonnets and the ubiquitous ones, a major portion of which are in your possession.

    Being the lawful legal heir of late Udayan Ghosh, i.e. being his daughter, I would appreciate if you would graciously return all his writings, including short stories, poems, sonnets, etc. at your earliest convenience. Nevertheless, till such a time all the writings are given to me, I also request you to refrain from publishing any of his writings, i.e. the writings of Late Udayan Ghosh in any form whatsoever.

    I have taken due consideration of the amicable relationship my Late Father shared with you and as such I hope for full co-operation in the matter as stated above. Hoping the letter finds you in good spirit and health.

    Thanking you,
    Your Truly,

    Nandin Sen
    (D/o Late Udayan Ghosh)

    এই চিঠিটা আজ পেলাম। আগের চিঠিটা এরকম ছিলঃ

    Bhai xxxx,

    Onek oshubidhar modhey acho jani kintu tobouo tumi amake amar Baba r lekhar somosto rochonar talika ta pathao. Ar tumi toh janoi amar kache ki ki ache ar ki ki nei, je gulo tumi ato koshto kore jogar korecho othocho amar kache nei tomar Didi ke tar theke bonchito koro nah. Photocopy er jabotiyo khoroch ami tomake diye debo tumi shudhu ei tuku shahajyo amake koro.
    Asha kori tomar priyo lekhoker kanya ke tumi bonchito korbe nah. Kobe pathacho janiyo. Uttor er opekhaye roilam.
    Bhalo theko.

    Amar sneho ar bhalobasha niyo
    Nandin Di

    সৈকত দা, মামু কি অনুগ্রহ করে এই থ্রেড থেকে আমার সমস্ত পোস্ট মুছে দিতে পারে? আমি জেল টেল খাটার প্রস্তুতি নিচ্ছি। মামলা টামলাও হবে আশা করি। এটা সিরিয়াস রিকোয়েস্ট।অথচ এ নিজে আমাকে একটা কুচো কাগজ ও দেয় নি। যা পেয়েছি দুশো লোকের কাছে পার্সোনালি চেয়ে চিন্তে পুরোনো পত্রিকার কপি। সেগুলো সব পুড়ছে এখন। হার্ড ডিস্কে যা ছিল সবই শিফট ডেল মারা হল। ভালো উকিলের সন্ধান দিতে পারে কেউ? আমি প্রচন্ড ডিস্টার্বড। মানসিক শান্তি নষ্ট, হ্যারাসমেন্ট, মিথ্যে অভিযোগ, সন্মানহানি আর কি কি চার্জে মামলা করা যায় জানতে চাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন