এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুচন্ডা৯ এগারো

    trq
    অন্যান্য | ২১ জানুয়ারি ২০০৮ | ৪৯৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sumeru | 59.93.254.28 | ২১ জানুয়ারি ২০০৮ ০৮:৪৭395530
  • কৌশিক চক্রের লেখাটা কবিতায় চলে গেল ?
  • Ishan | 12.240.14.60 | ২১ জানুয়ারি ২০০৮ ০৯:০৭395544
  • ছাপাখানার ভুত হানা দিয়েছিল :)
  • Sumeru | 59.93.254.28 | ২১ জানুয়ারি ২০০৮ ০৯:১৬395555
  • তা বেশ!

    কিন্তু মাপা-খানার মেনু কার্ডে আকাশ আদিত্য আইলেন না?
  • Sumeru | 59.93.254.28 | ২১ জানুয়ারি ২০০৮ ০৯:২২395566
  • ঘেঁটে আছে দ্বৈপায়ন-এর লেখা। আকারগত।

    ডানদিকের লিংকে যেখানে সব লেখার শিরোনাম, সেখানে একমাত্র ব্যতিক্রম কৌশিক চক্র।
  • d | 192.85.47.11 | ২১ জানুয়ারি ২০০৮ ১০:১১395577
  • "জলসম্পদ' এর শেষের রেফারেন্স লিস্ট কোথায় গেল???????????
  • r | 125.18.17.16 | ২১ জানুয়ারি ২০০৮ ১০:১৪395588
  • এই ব্যাপারটি বেরোবার আগে আরও একটু বড়ো করে লুটিশ টাঙালে হয় না? টই দেখতে গিয়ে বুঝলাম নতুন ইস্যু বেরিয়েছে!!
  • d | 192.85.47.11 | ২১ জানুয়ারি ২০০৮ ১০:১৭395599
  • সেকি? মাথার উপরে টাঙানো আছে তো। মোমবাতির নীচে।

    কিন্তু সমস্ত রেডী করে দেবার পরও সৈকত এত ছড়ায় কেন???? :X
  • r | 125.18.17.16 | ২১ জানুয়ারি ২০০৮ ১০:৩০395610
  • ল্লে..........................
  • Tim | 204.111.134.55 | ২১ জানুয়ারি ২০০৮ ১১:০৪395621
  • :-)
  • Arpan | 202.91.136.4 | ২১ জানুয়ারি ২০০৮ ১১:২৭395531
  • কল্লোলদার লেখাটায় প্যারাগ্রাফগুলোর মাঝে মাঝে স্পেস গুঁজে দিতে এত অমনোযোগিতা কেন?

    আর দ্বৈপায়নের লেখাটায় ছবির পাশে ছবি সেঁটে দেবার পরে মনে হচ্ছে পাতাটি অহেতুক ওবেসিটিতে ভুগছে।

    গুচ-১১ প্রকাশের আগে টেস্ট সার্ভারে পাতাগুলি লোড করে দেখা হয়নি? কেন?
  • d | 192.85.47.11 | ২১ জানুয়ারি ২০০৮ ১১:৩৪395535
  • রোহণ কুদ্দুসের লেখাটার শব্দের মাঝে মাঝে এমন অলৌকিক স্পেস কেন??
  • r | 125.18.17.16 | ২১ জানুয়ারি ২০০৮ ১১:৪৫395536
  • ক্যানো? ক্যানো? ক্যানো?

    মুঝে জওয়াব দে ঠাকুর......

    ক্যানো? ক্যানো? ক্যানো?

  • trq | 61.68.189.33 | ২১ জানুয়ারি ২০০৮ ১১:৪৮395537
  • জনগণ, ওম শান্তি।
    এত সব কেন-র উত্তর দিতে দিতে ঈশানদার নিশ্চিত ঘাম ছুটে যাবে! আমার মায়া লাগছে।
    আন প্রোফেশনাল অভিজ্ঞতা থেকে আমি খানিকটা বলি, পাতাগুলো ওয়েবে তুলে দেয়ায় অনেক হাঙ্গামা। টেস্টিং এর সময় হয়তো ঠিকঠাক আউটপুট দেখায়, কিন্তু তুলে দেবার পরে রহস্যজনক ভাবে দেখা যায় অনেক গোলমাল এসে হাজির। অনেক ঠিক জিনিস কেমন করে যেন বেঠিক হয়ে যায়।
    আরো আছে, যারা পাতাগুলো তৈরি করছেন, তারা সবাই এক কম্প্যুতে ( একই OS নয়, ফিজিক্যাল কম্প্যু, অথবা অলৌকিক ভাবে একই সেট-আপের কয়েকটি কম্প্যুতে ( যেটা অসম্ভব)) কাজ না করলে, আমি গ্যারন্টি দিয়ে বলতে পারি, সবাই একই আউটপুট দেখবে না। কেউ এখানে হয়তো স্পেস বেশি দেখছে, কেউ ওখানে কম, কেউ শব্দ ছোট দেখছে কেউ বড়।
    সুতরাং, অস্থির হবার কিছু নাই। গেটাপে যা যা সমস্যা আছে, ধীরে সুস্থে সব ঠিক করা যাবে।
    এর মাঝে আসুন, আমরা পত্রিকার লেখাগুলো পড়ে ফেলি।
  • Arpan | 202.91.136.4 | ২১ জানুয়ারি ২০০৮ ১২:১৫395538
  • কারা পাতাগুলি তৈরি করছেন? :-)

    সিরিয়াসলি কইলাম, এইসব গোলমাল প্রযুক্তিগত কারণে কিনা আমার বেশ সন্দেহ আছে। যদি সময়াভাব বা অন্য কারণ হয় তাহলে বলব গুচ-১২ বের করার আগে কিছু স্বেচ্ছাসেবী নাও। আমার মনে হয় এখানে প্রচুর লোক আছে যারা অল্পবিস্তর প্রুফরিডিং, ফর্ম্যাটিং, টেস্টিং এসব করে দিতে পারে। অন্তত উৎসাহের কমতি হবে বলে মনে হয় না।

    এবং অবশ্যই পাঠকের উপরে মায়া বাড়ান। :-))
  • trq | 61.68.189.33 | ২১ জানুয়ারি ২০০৮ ১৩:৫৬395539
  • প্রযুক্তিই একমাত্র- এরকমটা বুঝাই নি কিন্তু।
    আর, পাতা তৈরি করা প্রসংগে দমুদির 'কিন্তু সমস্ত রেডী করে দেবার পরও...' দ্রষ্টব্য।
  • Arpan | 202.91.136.4 | ২১ জানুয়ারি ২০০৮ ১৪:১৭395540
  • আর আর আর ... এত বানাম্ভুল?

    একই লেখায় ব্যবহৃত হয়েছে পুঁজি আর পূঁজি!

    লক্ষ করুন, আমি কিন্তু জানতে চাইনি এরম ক্যানো? :-)
  • - | 125.18.17.16 | ২১ জানুয়ারি ২০০৮ ১৪:২৫395541
  • আমি আবার অত শত বুঝি ই নি। ল্যাখাগুলো পড়ছি, কিছু ভালো লাগছে, কিছু লাগছে না। আমার জেনেরালি মনে হয়, সৈকত পত্রিকার টেকি সাইড টা অর্পন আর দমুরে দিয়া দাও। গুছিয়ে নামায়ে দেবে। জেনেরালি পিট পিটা হইলে এই কাজ গুলা ভালো হয়। আমি নিজে পিট পিটা তাই জানি, কিন্তু টেকনোলোজিতে তো আমি জিরো র চেয়ে অনেক টা নীচে, তাই হাত তুলতে পারছি না। প্রুফ দেখা টেখা বেশি লোক না করাই ভালো। একটা পত্রিকার মোট পাঠকের অধিকাংশ যদি প্রোডাকশনে জড়িত থাকে তাইলে সেটা কিরকম যেন হাতে ল্যাখা পত্রিকার মত হয়ে যাবে। আমি সেইটা চাই না, একটা পত্রিকা বেরোবে বেরোবে ধুকপুকি না থাকলে হয়? সবার সব ল্যাখা পড়া হয়ে যাক, প্রকাশের আগে এটা আমি চাই না। তবে সেটা দিয়ে বা* হবে, সৈকত কি চায় সেইটা সৈকত ঠিক করুক করে সেইরকম মত চালাক। এইটাই ভালো। ওভার অল আমার মনে হয় ছেলেটারে এত চাপ দিয়া লাভ নাই, টেকি ব্যাপারগুলো সৈকত ছাইড়া দাও। তুমি মনে হয় পিটপিটা নও। এ দু:খ তুমি বুঝবা না, আমি নিজে প্রচন্ড পিটপিটা। মেনলি পোগ্রাম কিছু যদি তোমারে লিখতে দেয়, তাইলে লিখ্যা দ্যাও।

    আর একটা বক্তব্য। অন্য বাংলা পত্রিকার লেখা গুরুতে পুন: প্রকাশে আমার একটা জেনেরাল আপত্তি আছে। কেন আছে তা ঠিক ভালো কইরা কইতে পারি না। কিন্তু কিরকম মনে হয়, গুরুকে স্বাবলম্বী দেখলে আমার বেশি ভালো লাগবে। এমনিতে একটা ভালো লেখা বিভিন্ন যায়্‌গায় পড়া গেলে আপত্তি থাকার কথা নয়। ভবিষ্যপুরাণ ?যেমন ফ্যান্টাস্টিক ল্যাখা। কেন জানি না তবু আমার মনে হয়, গুরুর যখন নাম ডাক হবে তখন বড় লেখকেরাও শুধু গুরুর জন্যেই কোন লেখা দেবেন। এইটা গুরুর পাঠক হিসাবে আমার আশা। এই একই আপত্তিটা অনুদিত লেখার ক্ষেত্রে বা দুÖপ্রাপ্য লেখার ক্ষেত্রে নেই। ধরেন বিশের দশকের কোন পত্রিকার লেখা পাইলেন, কোন ট্রাংকের তলায়, পুন:প্রকাশ করলেন, অনুমতি যোগাড় করে, যদি পাওয়া যায়। authenticity সম্পর্কে সন্দেহের অবকাশ না থাকলে আর্কাইভাল ভ্যালুর দিক থেকে তাৎপর্য্য পূর্ণ জিনিস ছাপানোয় আপত্তি নাই। কিন্তু সমসাময়িক লেখার ক্ষেত্রে আপত্তি আছে। এইবার মুশকিল হল, হিস্টরিকালি সিগনিফিক্যান্ট যদি কোন ল্যাখা হয়, ধরেন, চারিদিকে দাঙ্গা হচ্ছে, ধরেন তার মধ্যে আনন্দ পটবর্ধন বা সুকুমারী ভট্টা কোন অপেক্ষাকৃত বড় পত্রিকায় দুইটা বড় ল্যাখা লিখলেন, এইবার অনুমতি নিয়া রিপ্রিন্ট করলে সেইটার আলাদা তাৎঅপর্য্য। মুশকিল হল এই বিষয়্‌গুলোয় পুরোটাই সৈকতের জাজমেন্টের উপরে নির্ভর করতে হবে, কোন পলিসি নেওয়া প্রায় অসম্ভব। তবু কেন জানি খটকা লাগছে।

    য্যামন ধরেন, আগামী কয়েকদিনের মধ্যেই গুরুর পাঠকদের জন্য আমি একটি অনুদিত প্রবন্ধ নিয়ে আসবো। এইবার সৈকত বা এডিটোরিয়াল টিম রাজি হলে সেটা ছাপা হবে। সেইটার জন্য আমার লেখক ও প্রকাশক দুইজনের অনুমতি আছে। অল্প কয়েকদিন আগে অন্যত্র ছাপা হয়েছে। এক্ষেত্রে আঅমার যুক্তি হল এই লেখক বাংআলী পাঠকএর কাছে প্রায় অপরিচিত। আর যেখানে লেখাটি আগে বেরিয়েছে, সেটা কেউ নিয়মিত কেউ পড়েন বলে শুনি নাই। মুশকিল হল এইটাতে হয়তো আমি নিজেই নিজেরে contradict করবো কিছু টা, তবু ধরতে পারছি না, যে এইবার এগারোর রিপ্রিন্ট টা আমার কেনা জানি ঠিক পোসায় নি।

    চাপ হয়ে গেল। ধুর বা*।
  • § | 125.18.17.16 | ২১ জানুয়ারি ২০০৮ ১৪:৪৪395542
  • ড্যাশগুপ্তা চাপকে বড় ভয় খায়। :-)

    যাউক গিয়া, গোপনে কইসিলাম, এখন প্রকাশ্যে কইছি, আমি HTMLএ অত্যন্ত এক্সপার্ট। পাতা সাজানোর ব্যাপারে আমি অতীব দক্ষ। এবারের ইস্যুর কয়েকটা লেখার প্রুফ রিডিং আমি করেছি, যেমন ব্ল্যাঙ্কেরটা, প্রায় কোনও বানাম্ভুল নেই, দেখেই বুঝতে পারছো আশা করি। অদ্ভুত ব্যাপার, দময়ন্তী আমায় যখন ব্ল্যাংকির লেখাটা মেলে পাঠায় (বাংলা ভার্সনটা), সমস্ত দীর্ঘ-ঈকারগুলো ছিলো কালো চৌকোবাক্স। "নীচে' আসছিল ন(চৌকো ব্ল্যাকবক্স)চে ... এই রকম। ভাগ্যিস সাথে ইংরেজিটাও চিল, সেটা থেকে ফ্রেশ বাংলা বানালাম, তারপরে সেখানে বানান কারেকশন করলাম। খুব বেগ পেতে হয়েছিল যদিও :-); অথচ বেরোবার পরে লেখাটা যে এইভাবে ছড়িয়ে গিয়ে পাতাটা চওড়া হয়ে যাবে, প্রোটোটাইপ দেখে একেবারে বুঝতে পারি নি।

    আবার সুমেরুর লেখায় কীবোর্ডে হাত দিতেই হয় নি। পুরো ঝরঝরে লেখা, সবশুদ্ধ গোটা তিনেক বানান ভুল ছিল, তাও সেগুলো টাইপো বলাই ভালো। বানান ভুল নয়।

    রোহনের লেখাটা আমি পেয়েছিলাম বাংলায়। ইংরেজি টাইপিংটা ছিল না। বেশিরভাগ ক্ষেত্রেই যে কী করে হ্রস্ব ই-কারগুলো শব্দ ছেড়ে বেরিয়ে এল, আমি বুঝতে পারলাম না। অনেক চেষ্টা করেও ঠিক করতে পারি নি। ইংরেজি টাইপিংটা পেলে হয় তো করতে পারতাম।

    মোট কথা, ডিম্যান্ড অফ টাইম বলছে, মামুর একটা টেস্ট এনভায়রনমেন্ট দরকার, প্রডাকশন সার্ভারে মালপত্তর তোলার আগে সেখানে দেখতে হবে। আর কাজটা যেহেতু মূলত HTML ওরিয়েন্টেড, এর ফর্ম্যাটিং ঠিক করা টরা আমার বাঁ হাতের কাজ (প্রসঙ্গত, আমি বাঁহাতি)। এখনও ব্ল্যাংকের পাতার অ্যাক্সেস আমাকে দিলে আমি ওটা ঠিক করে দিতে পারি।
  • § | 125.18.17.16 | ২১ জানুয়ারি ২০০৮ ১৪:৪৭395543
  • আর লেখকদের লেখা পাঠানোর ব্যাপারেও একটা চাপ আছে, কেউ গুরুর এডিটর ইউজ করে লিখছে, কেউ ইউনিকোড ইউজ করছে, কেউ অন্য কিছু, একটা কমন চ্যানেল দিয়ে সমস্ত লেখাগুলো তৈরি হলে ফর্ম্যাটিংও অনেক সহজ হয়ে যায়।

    কমন কোশ্চেন, এবারের গুরুর লেখকেরা, তোমরা কে কীভাবে লিখেছো? গুরুর চ্যাত উইন্ডো খুলে টাইপ করেছো, না জার ফাইল ডাউনলোড করে তাই দিয়ে লিখেছো, না অন্য কিছু?
  • Blank | 203.99.212.224 | ২১ জানুয়ারি ২০০৮ ১৪:৫৩395545
  • আমার তো গুরুর উইন্ডো খুলে টাইপ।
  • d | 192.85.47.2 | ২১ জানুয়ারি ২০০৮ ১৪:৫৬395547
  • বোধি,

    এটা কি এইজন্য যে তুমি এই গল্পটা সদ্য সদ্য বা কিছুদিন আগেই পড়েছ? এটার পেছনে আমাদের কয়েকজনের ভাবনাটা এরকম ছিল যে, ধর লিটল ম্যাগে বেশ ভাল ভাল লেখা প্রচুর প্রকাশিত হয়, কিন্তু সেইটা পারমিতা বা দ্রি'য়ের মত পাঠকদের কাছে পৌঁছায় না। এমনকি পশ্চিমবঙ্গে অবস্থিত বহু লোকের কাছেও এই লেখাগুলো পৌঁছয় না। এইভাবে প্রতি সংখ্যায় যদি একটা করে লেখা পুন:প্রকাশ করা যায় তো এক বিরাট সংখ্যক পাঠক ও কিছু অত্যন্ত ভাল লেখকের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করা যায়।
  • § | 125.18.17.16 | ২১ জানুয়ারি ২০০৮ ১৪:৫৬395546
  • হুঁ। মানে ইন্টারনেট না থাকলে টাইপ করার উপায় নাই। তাই তো?

    একটা যদি পেজ বানিয়ে দিই, যেটা খুলে অফলাইন বাংলা টাইপ করা যাবে, আবার তা থেকে htmlও জেনারেট করা যাবে?

    বাকিরা কী বলে?
  • Blank | 203.99.212.224 | ২১ জানুয়ারি ২০০৮ ১৪:৫৭395548
  • আমাকে দম দি একটা পাঠিয়েছিল। সেটা এই গুরু র উইন্ডোর মতন, কিন্রু অফ লাইন টাইপানো যায়। তাতেই টাইপাতাম, কিন্তু তার থেকে তো HTML হতো না, সেটা একদম এই টার মতন ই দেখতে।
  • Arijit | 128.240.229.67 | ২১ জানুয়ারি ২০০৮ ১৪:৫৮395549
  • ওপেনআপিস বা ওয়ার্ড যাতেই করো এই ছবি ইত্যাদি নিয়ে গোলমাল হবেই। ওই ওবেসিটি গোছের আর কি। লেটেকের কথা ভাবতে পারো - ফ্লোট (টেবল/চার্ট/ছবি ইত্যাদি)-এর জন্যে এর চেয়ে ভালো কিছু হয় নি, হবেও না। লেটেক টু এইচ-টি-এম-এল-এর টুলও আছে।
  • d | 192.85.47.2 | ২১ জানুয়ারি ২০০৮ ১৪:৫৯395550
  • হয়ে গেল! ব্যাঘ্র মানে কি? না "শার্দূল'
  • § | 125.18.17.16 | ২১ জানুয়ারি ২০০৮ ১৫:০০395552
  • ঠিক আছে, আমি তোকে মেলে / চ্যাটে পাকড়াচ্ছি। আপাতত খেয়ে নিই।
  • Blank | 203.99.212.224 | ২১ জানুয়ারি ২০০৮ ১৫:০০395551
  • ছবি জোড়ার জন্য আমি ওপেন অফিস ইউজ করতাম। প্রচুর চাপ হতো।
  • Blank | 203.99.212.224 | ২১ জানুয়ারি ২০০৮ ১৫:০১395553
  • আচ্ছা
  • § | 125.18.17.16 | ২১ জানুয়ারি ২০০৮ ১৫:০২395554
  • HTML দিয়ে পেজ লেআউট করা টরা-তে আমার সবচেয়ে পছন্দের টুল হল নোটপ্যাড। ম্যাক্সিমাম টেক্সটপ্যাড। নাথিং এলস।
  • Arijit | 128.240.229.67 | ২১ জানুয়ারি ২০০৮ ১৫:০৬395556
  • আমি কিন্তু সিরিয়াস - দমু আওয়াজ দিলেও। এই যে এত বড় বড় জার্নাল, বই বেরোয়, তার অনেকটাই লেটেক ব্যবহার করে। ফ্লোট প্লেসমেন্টের ক্ষেত্রে নোটপ্যাড/ওয়াডপ্যাড যাই করো - তোমাকে মাথা খাটাতে হবে - সেদিক থেকে লেটেকের অ্যালগরিদমগুলো অনেক বেশি ইনটেলিজেন্ট। চাইলে একটা বড় ডকুমেন্ট একই সাথে ওয়ার্ড/ওপেন-আপিস আর লেটেকে লিখে কমপেয়ার করে দেখে নিতে পারো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন