এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তিব্বত নিয়ে

    Arijit
    অন্যান্য | ২০ মার্চ ২০০৮ | ৭৭৪৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | 203.99.212.224 | ২৪ মার্চ ২০০৮ ১৪:৩৯397733
  • আচ্ছা, চীন যে বারবার বৈদেশিক ষঢ়যন্ত্রের অভিযোগ তুলছে তা কতটা ভ্যালিড? আগের বার কিন্তু পেছনে CIA ছিল সম্পুর্নভাবে।
    তাই নিয়ে কেউ কিছু বলছে না কেন?
  • d | 192.85.47.2 | ২৪ মার্চ ২০০৮ ১৫:৪৬397734
  • তিব্বতের কাছে চীনও বিদেশ, আম্রিকাও। এবারে তারা নিজেদের মধ্যে খেয়োখেয়ি করছে কিনা, চীন আম্রিকাকে আর আম্রিকা চীনকে ষড়যন্ত্রের অভিযোগ করছে কিনা -- তাতে আর তিব্বতের কি গেলো এলো।
  • Blank | 203.99.212.224 | ২৪ মার্চ ২০০৮ ১৫:৫৪397735
  • দলাই লামা কিন্তু স্বাধীনতা চান নি, চীনকেও বিদেশ বলেন না উনি। উনি তো চীনের ভেতরে থেকে অটোনমি চেয়েছেন।
    আর চীনের পেছনে আমেরিকার কাঠি আগেরবারে পরেছিল। সেটা CIA র বই তে আছে।
  • d | 192.85.47.2 | ২৪ মার্চ ২০০৮ ১৫:৫৯397736
  • কারণ দলাই লামার পক্ষে ওটাই নিশ্চয় সুবিধেজনক মনে হয়েছে। ভারতের স্বাধীনতা আন্দোলনেও "পূর্ণ স্বরাজ' চাইবার আগে অনেকদিনের অনেক অধীনতামূলক চাহিদার ইতিহাস আছে।

    আরো কথা হল, ভারত সিকিমকে গপ করে গিলে নিয়েছে, সিকিমের লোক তাতে বিশেষ আপত্তি করে নি। কিন্তু তাতে তো আর ভারতের গিলে নেওয়াটা মিথ্যে হয়ে যায় না। আবার নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচলের অনেকেই এখনও মনে করে ভারত ওদের গিলে নিয়েছে। ভারত তো সত্যিই গিলেছে ওদের।
  • Blank | 203.99.212.224 | ২৪ মার্চ ২০০৮ ১৬:০৮397737
  • উত্তর পুর্বের বেশীর ভাগ অংশই ভারতের নয়, এই ব্যপারে দ্বিমত নেই। কিন্তু আজ যদি চীন এসে সিকিমের লোককে ক্ষ্যপায় তবে কি বলবে?
  • d | 192.85.47.2 | ২৪ মার্চ ২০০৮ ১৬:১৫397738
  • আমি বলব বহিরাগত, চৈনিক আগ্রাসন বা আরো কড়াকড়া কথা।

    কিন্তু সিকিমের সব লোক নিশ্চয় তা বলবে না। তারা ঠিকই বলবে ভারত গাপ করেছিল, এখন চীন করতে চাইছে। তাদের অনেকে হয়ত আবার ভারতের চেয়ে চীনকে বেটার মনে করবে। তাদের কাছে ব্যপারটা একই। ঠিক এই যুক্তিতেই কিন্তু সিপাহী বিদ্রোহের সময় মেজরিটি বাঙালী হিন্দু ইংরেজকে সমর্থন করেছিল।
  • d | 192.85.47.2 | ২৪ মার্চ ২০০৮ ১৬:১৮397739
  • আর হ্যাঁ পূর্ব্বের অধিকাংশ রাজ্যকে ভারত গিলেছে এই নিয়ে তোতে আমাতে দ্বিমত নেই বটে, কিন্তু কিছু কিছু বিশেষ সার্কলে বলে দেখ না ...... দেখবি কয়েক সেকেন্ডে "রাষ্ট্রদ্রোহী' আখ্যা পেয়ে যাবি।
  • Blank | 203.99.212.224 | ২৪ মার্চ ২০০৮ ১৬:৩৮397740
  • সে তো আমাকে অনেকেই তাই বলে :)
    সেটা নিয়ে চাপ নেই। কিন্তু বাইরের কেউ যদি এসে লোক ক্ষেপায়, সেক্ষেত্রে আমি আপত্তি জানাবো। এই CIA পিরিয়ডের আগের তিব্বত কেমন ছিল?
    আর 'সাংস্কৃতিক আগ্রসনের' ডিটেলস চাই।
  • d | 192.85.47.2 | ২৪ মার্চ ২০০৮ ১৬:৪৩397743
  • *গিয়াৎসো
  • d | 192.85.47.2 | ২৪ মার্চ ২০০৮ ১৬:৪৩397741
  • পালদেন গিৎসোর বইটা পড়েছিস? Fire under the snow? কিছুটা ছবি পাবি।
  • arjo | 168.26.215.54 | ২৪ মার্চ ২০০৮ ১৮:৩২397744
  • তিব্বত নিয়ে একলাইন

    দরজা জানলা বন্ধ করে এমন আড়ং ধোলাই দিচ্ছে যে অলিম্পিকের আগেই তিব্বত চীনের অংশ এটাই লেজিটিমেট নাহলে খুব আশ্চর্য্য হব।
  • Ishan | 12.163.39.254 | ২৪ মার্চ ২০০৮ ২২:২৭397745
  • ইপ,

    মোটেও গোলাননি।

    পৃথিবীতে ধর্মীয় রাষ্ট্র এক গাদা আছে। কাজেই ধর্মভিত্তিক জাতীয়তাবাদ এমন কিছু নতুন কথা না। জনতা যদি ধর্মভিত্তিক রাষ্ট্র চায়, তার অধিকার জনতার আছে। "ধর্মীয় রাষ্ট্র' হচ্ছে রে বলে বুশ বা চিন, কেউ যদি রে রে করে সেই দেশের উপরে ঝাঁপিয়ে পড়ে, তবে সেটা অধিকারে হস্তক্ষেপ।

    এবার, ধর্মীয় রাষ্ট্র কি ভালো জিনিস? আমার মতামত, ভালো না। কেন, সেটা আগে লিখেছি। ধর্মীয় রাষ্ট্র হলে আমি সেই রাষ্ট্রের কঠোর সমালোচনা করব। প্রতিবাদীদের সমর্থন করব। আমি সেই রাষ্ট্রের অংশ হলে সরকার ওল্টানোরও চেষ্টা করব। সেটা আমার রাইট। কেউ এখানে হস্তক্ষেপ করতে এলে, আমার মৌলিক অধিকারগুলিকে কার্ব করার চেষ্টা করলে, সেটাও অধিকারে হস্তক্ষেপ।

    এই অবধি ঠিকই আছে। কিন্তু এরপরে একটাই ধূসর এলাকা আছে। কল্লোলদা যেটা লিখেছেন। ধরা যাক বিজেপি সরকার তৈরি করে ভারতকে হিন্দু রাষ্ট্র করে দিল। এবং বিরোধীপক্ষকে উত্তাল ক্যালালো। প্রতিবাদ করতে গেলেই ফাঁসিকাঠে ঝোলালো, কিংবা জেলে পাঠালো। আমার অধিকারের বারোটা বাজালো। সেক্ষেত্রে অমি কি বাইরে থেকে আন্তর্জাতিক পুলিশ বাহিনীর সাহায্য প্রত্যাশা করব?

    এই প্রশ্নের উত্তরে কিঞ্চিৎ ইনকন্সিস্টেন্সি দেখা যেতে পারে। তবে, আমার মোটা দাগের বক্তব্য হল, নিজের ম্যাও নিজেকেই সামলাতে হবে। ক্যালানি খেলে পাল্টা মার আমাকেইই দিতে হবে। বাইরে থেকে সে জন্য মরাল সাপোর্ট চাইতেই পারি। কিন্তু বিদেশী পুলিশ এনে আইনের শাসন প্রতিষ্টা, সেটা অসমর্থনযোগ্য।

    মোটামুটি এই।
  • Ishan | 12.163.39.254 | ২৪ মার্চ ২০০৮ ২২:৩৫397746
  • ব্ল্যাংকিকে। সিআইএ তিব্বতে নির্ঘাত সরকার ওল্টানোর ধান্দায় আছে নিশ্চয়ই আছে। কিন্তু তার সঙ্গে এটাও ঠিক, যে, সিআইএকে একটু বেশি বড়ো করে দেখা হয়। একথা নয়, যে সিআইএর পয়সা বা প্রভাব কিছু কম। কিন্তু কথা হচ্ছে, সেরেফ পয়সা ঢেলে কিলিয়ে কাঁঠাল পাকানো যায়না। মাওয়ের প্রথম দিককার লেখায়(খুব সম্ভবত: On contradictionsএ একটা চমৎকার উদাহরণ আছে। যে, যতই জল ঢালো, পাথর ফুটে কখনও গাছ গজাবেনা। জল দিলে তবেই গাছ গজাবে, যদি তুমি বীজে জল দাও।

    সিআইএ সর্বত্র জল ঢালে। কিন্তু কিউবার পাথরে কোনো গাছ ফলেনি। তিব্বতে যদি গাছ গজায়, তো তার বীজ তিব্বতে ছিলই। এইটা হল বাংলা কথা।
  • ranjan roy | 122.168.73.58 | ২৪ মার্চ ২০০৮ ২২:৪৩397747
  • ইশানের সমর্থনে একটা কথা কই। অ্যার লেইগ্যাই বিপ্লব আমদানি( বা রপ্তানি) করা যায় না।
    এইজন্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে লালফৌজের পূর্ব ইউরোপ দিয়ে ঝাড়ু মেরে এগিয়ে যাওয়ার ফল সমাজতান্ত্রিক শিবিরের পক্ষে দীর্ঘস্থায়ী হয় নাই। অধিকাংশ দেশে এটা পরে গ্রেটার রাশিয়ার দাদাগিরি ফলানো মনে হয়েছে, তাই একটা nascent বিরোধিতা বা খার ধিকি ধিকি জ্বলছিলো মনে হয়।
    আমার ধারণা, ভারতীয় ফৌজের ১৯৭১য়ে বাংলাদেশকে ""স্বাধীন করা''ও ও'দেশের পাব্লিকের একাংশের মনে আশংকা জাগিয়েছে-- ব্ল্যাংক যাকে বাইরে থেকে হস্তক্ষেপ হলে প্রতিবাদ করার কথা বলছে।
  • Du | 67.111.229.98 | ২৪ মার্চ ২০০৮ ২৩:১৩397748
  • আত্মনিয়ন্ত্রণের যুক্তি নিয়ে খুব প্রশ্ন নেই -- কিন্তু বাস্তবে সাধারণত: দাবিটা ওঠে বিক্ষোভ বিদ্বেষের আবেগের থেকেই। সে আবেগ যে কতদূর যাবে সে জিন্নাসাহেব নিজেও কল্পনা করেননি কোনদিন।
    মানবাধিকার বলতে যদি 'জান মালের হেফাজৎ' হয় সে না হয় পাওয়াই গেল, কিন্তু তার পর চাকরি বাকরি ব্যবসা ?
    অত:পর প্রস্থান, প্রস্থান প্রস্থান। এই তো গল্প।
  • Arpan | 124.125.226.8 | ২৪ মার্চ ২০০৮ ২৩:২২397749
  • কল্লোলদার পোস্টটা পুরোপুরি মাথায় ঢুকল না।

    "তিব্বতের মানুষ যদি চিনের দ্বারা শোষিত, অত্যাচারিত হবার বদলে লামাদের দ্বারা শোষিত, অত্যচারিত হবার বদলে লামাদের দ্বারা শোষিত, অত্যচারিত হতে চায় তাহলে আমি কি করব?' - এই আমিটা কে? আমি কি কোন রাষ্ট্র? যেমন চীন? বা রাষ্ট্রের কোন প্রতিভূ যেমন সিআইএ? না আমি হলাম গুরুর একজন ল্যালা পাব্লিক? এই আমিটা কে এইটা জানা দরকার। :-)

    যেটুকু মনে হয়েছে লামাদের দ্বারা শোষিত ধর্মের আফিং খাইয়ে বুঁদ করে রাখা জনগণকে "জনগণতান্ত্রিক' বিপ্লবের অংশীদার করে তুলবার মহান কোন উদ্দেশ্য নিয়ে মুক্তিফৌজ লাসা ঢোকেনি। চীন বহুদিন ধরে তিব্বতকে নিজের অংশ বলে মনে করে। মাও এসে সেই জিঙ্গোয়িস্টিক দেশপ্রেমকে বাস্তবে রূপদান করলেন। মাওয়ের জায়গায় চিয়াং-কাই-শেক ক্ষমতায় এলে তিনিও তাই করতেন।

    একই কথা কি তাইওয়ান সম্বন্ধেও বলা যায় না? চীন তাইওয়ানকে নিজেদের অংশ বলেই মনে করে। আর আমেরিকা পাশে না থাকলে তাইওয়ানও এতদিনে তিব্বতের মতই চীনের একটি লেজিটিমেট অঙ্গরাজ্য হয়ে যেত।

    এবার প্রসঙ্গ তিব্বতের মানুষ কী মনে করেন? তিব্বতের মানুষ কী ভাবেন তা জানা খুব মুশকিল। তবে এতদিন ধরে যা ভাবতেন চিরকাল ধরে তাই ভাববেন এই ভাবনাটা অমূলক। ঘরের কাছে দুটি উদাহরণ দেই। নেপালে রাজতন্ত্র অস্ত যাবে একসময় কেউ ভাবতে পারত না। কিন্তু বাইরের মদতে হোক আর যে কারণেই হোক সেটা হয়েছে। তা সফল হয়েছে উদার গণতন্ত্র এবং মাওবাদ এই দুইটি কনফ্লিক্টিং আইডিওলজির হাত ধরে। অথবা ভূটান। বাইরের ছোঁয়া বাঁচিয়ে চলা রাজ্য। নতুন শতাব্দীতে এসে সেখানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হল।

    এই দুইটি রাষ্ট্রে কিন্তু খোলনলচে পাল্টে দেবার জন্য বাইরের আধিপত্যকামী শক্তির দরকার হয়নি। কেউ যদি বলে চীনের তিব্বত দখল ছিল তিব্বতের মানুষজনকে লামার প্রভাবমুক্ত করার জন্য বিপ্লবী প্রয়াস, তা মানতে ঘোরতর অসুবিধা আছে, যেমন মানতে পারা যায় না গণতন্ত্র প্রতিষ্ঠার নামে তৃতীয় বিশ্বের দেশগুলিতে আমেরিকার দাদাগিরি।
  • Blank | 59.93.195.20 | ২৪ মার্চ ২০০৮ ২৩:৪৫397750
  • অপ্পন দা কে সাপোর্টালুম, কিন্তুক কিছু কনফ্যুশান এখনো হ্যাস।
  • kallol | 122.167.79.156 | ২৫ মার্চ ২০০৮ ০০:০৫397751
  • আমিটা হলো গু-ল্যা-পা।
    কথাটা হলো, তিব্বতের মানুষ কি চায়। তারা : ১) চিনের কম্যুনিষ্ট শাসন চাইতে পারে, ২) লামাতন্ত্র চাইতে পারে, ৩) দুটোকেই ফুটিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটে নির্বাচিত সরকার চাইতে পারে, ৪) চিনের ভিতরে থেকেই আলাদা স্ট্যাটাস চাইতে পারে (হংকং-এ তো তাই চলছে-এক রাষ্ট্র দুই ব্যবস্থা), ৫) লামাতান্ত্রিক গণতন্ত্র চাইতে পারে...... যেটাই চাক না কেন, আমি গু-ল্যা-পা হিসাবে সেটাকেই সমর্থন করব কি ? নাকি তিব্বতের মানুষের ইচ্ছে যাই হোক না কেন, আমার একটা অবস্থান থাকতে পারে।
    যদিও মানুষের ইচ্ছে বলতে, অধিকাংশ মানুষের ইচ্ছের কথাই বোঝায় - কিন্তু তারপরেও সংখ্যালঘুর কন্ঠস্বরের কি হবে ?
  • r | 198.96.180.245 | ২৫ মার্চ ২০০৮ ০০:২৬397752
  • চীন-তিব্বত সমস্যা নিয়ে কোন স্লোগান আপনার কি পছন্দ:

    ১) দলাই লামা নিপাত যাক
    ২) চৈনিক সাম্রাজ্যবাদ নিপাত যাক
    ৩) আমি বাইক্যহারা

    আপনার পছন্দ জানাতে এক্ষুনি এসেমেস করুন ০০৭-৩০২ নম্বরে।
  • r | 198.96.180.245 | ২৫ মার্চ ২০০৮ ০০:২৮397754
  • *প্রশ্নে একটা এক্সট্রা "কি" আছে- "কি"এর জন্য দু:খিত।
  • Arpan | 124.125.226.8 | ২৫ মার্চ ২০০৮ ০০:৩২397755
  • কল্লোলদা, কৌশিক বসুর "Ele Bele: the Subversion of democracy" এই প্রবন্ধটা পড়ে ফেলুন। পুরো বইটা কেনার ইচ্ছে আছে। বহুত দাম। দেখি। :-(
  • r | 198.96.180.245 | ২৫ মার্চ ২০০৮ ০২:৫০397757
  • বি:স: ইন্টারেস্টিং বইল্যা তুইল্যা দিলাম- এই লইয়া আমার লগে কেউ তক্কো কইরেন না।
  • b | 78.137.144.235 | ২৫ মার্চ ২০০৮ ০৩:৪২397758
  • রবিবাবু তো নিকেই গেচেন "একদিন চিনে নেবে তারে'। এ নিয়ে আবার চেঁচামেচি করার কি আচে?
    (পু: এই বস্তাপচা/ গোল্ডেন ওল্ডি-টি আমদানি করার জন্যে বাস্তবিক ক্ষমা চেয়ে নিচ্ছি, যাঁরা এই সমস্যাটি নিয়ে গভীরভাবে ভাবছেন)
  • r | 70.55.12.174 | ২৫ মার্চ ২০০৮ ০৫:৫৪397759
  • থাকতে পাল্লাম না:

    সে কি(?) আমায় নেবে চিনে(?) এই নব ফাল্গুনের দিনে(?)
  • S | 122.162.83.141 | ২৫ মার্চ ২০০৮ ১২:৪১397760
  • এটা থাক। তিব্বতের গল্পটা প্রেসি করে দেওয়া আছে।
  • b | 78.137.144.235 | ২৬ মার্চ ২০০৮ ০৪:১২397762
  • মহারাষ্ট্রীয় ভূতেদের কি দয়া! ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসার, শাহরুখ খান, কাউকেই কিছু বলে না।
    http://www.telegraphindia.com/1080326/jsp/bengal/story_9058567.jsp
  • d | 192.85.47.2 | ২৬ মার্চ ২০০৮ ১১:১৯397763
  • কিন্তু কাউকে তিব্বতে পাঠিয়ে দেয় নি। অথবা তিব্বতিদের নিয়ে কিচ্ছুটি বলেও নি।
  • Arijit | 128.240.229.67 | ২৬ মার্চ ২০০৮ ১৫:১১397765
  • ওই একটা বাচ্চা ছেলে - একজন লামা - যে পালিয়ে এলো ভারতে - বেশ কিছুদিন আগে - তার কি হল? সে কি এখনো আছে না চলে গেছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন