এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kallol | 220.226.209.5 | ০৭ মার্চ ২০০৮ ১১:৩৪398523
  • আমার একটা ব্যাপার জানার আছে। এটাকে কেউ ভালো-মন্দের নিরিখে দেখো না, অনুরোধ রইলো।
    কেন একজন তার পরিচয় গোপন করে বা অন্য পরিচয়ে পরিচিত হতে চায় ?
    আমি এরকম ভাবি নি কখনো। তার মানে এটা নয় যে এমনটা করার কোন যুক্তি (বা অযুক্তি) নেই। আমি সেটাই জানতে চাইছি। কারন, আমি জানি না তাই।
  • shrabani | 124.30.233.101 | ০৭ মার্চ ২০০৮ ১১:৪৬398524
  • এটা কি শুধু ভার্চুয়াল সম্পর্কিত না সব ক্ষেত্রেই? এর বোধহয় কোনো একটা কারন হয় না। আলাদা আলাদা যুক্তি বা কারন থাকে।
  • kallol | 220.226.209.5 | ০৭ মার্চ ২০০৮ ১৩:০৩398525
  • এটা মায়াজগতের জন্য।
    বাস্তবে যখন কেউ তার পরিচয় গোপন করে বা অন্য পরিচয়ে পরিচিত হতে চায়, তার নানান কারন থাকতে পারে। লজ্জা, ব্যক্তি নিরপত্তা, অপরাধবোধ এমনকি নিছক মজা করা। কিন্তু মায়াজগতে যেখানে এই বাধ্যতাগুলো থাকেনা, সেখানে এমনিই তো নাম অবয়বহীন। পরিচয় দিতে না চাইলে সেটা করাই যায়। সেখানেও ছদ্মনাম কেন ? এটাই জানার।

  • kallol | 220.226.209.5 | ০৭ মার্চ ২০০৮ ১৩:০৪398526
  • হ্যাঁ, প্রত্যেকেরই আলাদা আলাদা যুক্তি থাকতেই পারে। সেটাই স্বাভাবিক। সেটাই তো জানতে চাওয়া।
  • sinfaut | 66.232.102.157 | ০৭ মার্চ ২০০৮ ১৩:৩২398527
  • ছদ্মনাম কিছুটা নিজের এক্সটেনশনের মতন, যাকে নিজেই আবার পিছন ফিরে দেখা যায়। আর খোলস বলেই হয়তো, সরাসরি আঘাত, গ্লানি এইসবের থেকে কিছুটা অদ্ভুতভাবে হলেও রক্ষা করে। আমার এখানে ছদ্মনামটা যেমন অনেককে দেখে, জখন এ পাতায় প্রথম আসি, দেখি বাঙলা বর্ণমালা নয়তো আরো মজার মজার সব নামওয়ালা লোক, এই অ্যানোনিমিটিটায় মজা পেয়ে আমি চিহ্ন দিয়ে না রাখলাম, তারপর সেটাই কেমন পরিবর্তিত হতে হতে আজ সিঁফো তে এসে দাঁড়িয়েছে। এতে কি লাভ হয়েছে জানিনা, কিন্তু এটা মনে হয় ঐখানে আমার একটা পার্ট আছে যার নাম সিঁফো, সে আমি হয়েও ঠিক পুরোপুরি আমি নই। আর ব্যক্তির প্রকাশের থেকে তো এখানে ধারণার প্রকাশের জায়গাটা বেশি, তাই ব্যাপারটা মজারই লাগে।
  • kallol | 220.226.209.5 | ০৭ মার্চ ২০০৮ ১৫:১৪398528
  • এই তো - সিঁফো (মানে, যে নিজেকে সিঁফো বলে) কেমন সুন্দর করে বললো , ওর আর একটা অংশ হলো সিঁফো। তোমার কি মনে হয় সিঁফো তোমার চাইতে অন্য রকম ?
    অন্য ছদ্মরা কি বলেন ?
  • Blank | 203.99.212.224 | ০৭ মার্চ ২০০৮ ১৫:১৭398529
  • যখন আমার অর্কুট ছিল, তখন আমি এক একদিন এক এক রকম নাম রাখতাম, সারাদিনে শোনা কথা, গান etc থেকে যে কথাটা মাথায় ঢুকে থাকতো, সেটা কে নাম বানিয়ে দিতাম। খুব ভাল লগতো, সত্যিকারের তো আর নিজের নাম অমন রাখতে পারবো না।
    ঐ জায়গা টুকু আমার নিজের জগৎ ছিল, যেখানে আমি যেদিন যা ইচ্ছে হতে পারি। যেদিন যেটা হতে ইচ্ছে হতো, তক্ষুনি আমি সেটা হয়ে যেতাম। কোনো দিন 'মিষ্টি প্যাঙ্গোলিং' তো কোনো দিন 'শাল পাতা'।
    মায়াপাতা অনেক ইচ্ছে পুরন করে।
  • shrabani | 124.30.233.101 | ০৭ মার্চ ২০০৮ ১৫:৩৩398530
  • এত শুধু ছদ্মনামের কথা হল, পরিচয়টাও যদি ছদ্ম হয় সেটাই চিন্তার। আর নেটে পরিচয় হল যে যা যেরকম লেখে তাই দিয়ে। তবে Blank এর কারন টা কিন্তু খুব সুইট, অধিকাংশেরই হয়ত তাই, ইচ্ছেপূরণ।কেউ কাউকে যদি মুখোমুখি না চিনি তাহলে আসল আর ছদ্মনাম সবই সমান মনে হয়, তাই আসল নামে লিখলেই বা কি এসে যায়!
  • Bunan | 203.99.212.224 | ০৭ মার্চ ২০০৮ ১৫:৩৭398531
  • তবে এই ব্ল্যাংক নামটা কিন্তু আসল ছদ্ম নাম। বাস্তব জগতের ছদ্ম বেশ সত্যি। :)
  • kallol | 220.226.209.5 | ০৭ মার্চ ২০০৮ ১৫:৩৮398533
  • ব্ল্যাঙ্ক - একদম মিত্তি।
    দারুন হচ্ছে। অন্যেরাও হাত খুলুক।

  • shrabani | 124.30.233.101 | ০৭ মার্চ ২০০৮ ১৫:৫১398534
  • পরিচয় বলতে এই যেমন আসল Blank বানান ভুল করে (ইচ্ছে করে?), ওপরের কার একটা যেন পোস্ট যেখানে সব বানান ঠিক!
  • kallol | 220.226.209.5 | ০৭ মার্চ ২০০৮ ১৬:১৭398535
  • কই হে, অন্যেরা কই ?
  • Arijit | 80.229.80.170 | ০৭ মার্চ ২০০৮ ১৬:২৮398536
  • আমার যে ছদ্মনামগুলো পছন্দ সেগুলো বড্ড বড় বড় - এই যেমন হ্যাংলাথেরিয়াম বা হুঁকোমুখো হ্যাংলা বা পেটুকেশ্বর পটপটি। তো এগুলো লেখা বহুত কটিন। তাই নিই না। অন্য জায়গায় মাঝে কিছুদিন স্বামী ডমরুঢক্কাপটকানন্দ নিয়ে চলেছিলুম - তো সেই এক কেস লেখা কটিন। মাঝে দু একবার হুড়ো দেওয়ার জন্যে হুতুম পেঁচা হয়েছিলুম - বাস ওটুকুই। আমার নিজের নামটা বেশ ছোটই। আর একাক্ষর হতে গেলে কমন পড়ে যায়:-(
  • kallol | 220.226.209.5 | ০৭ মার্চ ২০০৮ ১৬:৫২398537
  • বাহ বেশ। যে ব্যাটা ছদ্মনাম নেয় নি, সে কেনো নেয় নি তাও এসে গেলো।
    আর সব ছদ্মরা কই ?

  • Arijit | 80.229.80.170 | ০৭ মার্চ ২০০৮ ১৬:৫৫398538
  • নিয়েছি তো!!! ওই যে ডমরুঢক্কাপটকানন্দ। তার একখান বাণী কেম্নি হিট হয়েছিলো না জানলে হবে কি করে? কেউ একটা সুপার ডুপার একাক্ষর দিলে এক্ষুণি নিয়ে নেবো। কিন্তু সেই একাক্ষর দিয়ে থীমটা বোঝাতে হবে - যেমন হ্যাংলাথেরিয়াম ইত্যাদি।

    গোটা দিন মিটিনে বসে বোর হবো - তাই ভাট দিচ্ছি।
  • Arijit | 80.229.80.170 | ০৭ মার্চ ২০০৮ ১৬:৫৮398539
  • বাই দ্য ওয়ে - আমার অজ্জিত নামটাই যে ছদ্মনাম নয় তার প্রমাণ কি? না হয় আমাদের সাক্ষাতে ভাট হয়েছে (মানে এখানে অনকের সাথে - দমু, ইন্ডো ইত্যাদি) - যদি না হয়ে থাকতো - তাহলে আমি অজ্জিত না শিয়ারার কি করে বুঝতে?
  • sinfaut | 117.195.195.111 | ০৭ মার্চ ২০০৮ ১৭:১৩398540
  • না ঠিক অন্যরকম না। কিন্তু অসম্পূর্ণ। আর মানুষের যেমন স্বাভাবিক ধর্ম, আধখানা লাইন কে সম্পূর্ণ করে গোটাগুটি ছবি দেখা, তাই আমার একটা অংশও স্বাবলম্বী ভাবে এখানে থাকে। আমিও দেখি, অন্যরাও দেখেন। এটাই মজা।
  • kallol | 220.226.209.5 | ০৭ মার্চ ২০০৮ ১৭:২০398541
  • সিঁফো - কেয়া বাত।

    আর সত্যি তো ! অজ্জিতই যে অজ্জিত সেটা কেডায় কইবো ? দেখা সাক্ষাত ? আরে ধুর ! যে লোকটা এসেছিলো সেটাই যে অজ্জিত তাই বা কে বোল্লো ? কি অজ্জিত, কি বলো ?
  • Arijit | 80.229.80.170 | ০৭ মার্চ ২০০৮ ১৭:২৪398542
  • বটেই তো। সাধে কি জ্যাকি স্মিথ আইকার্ডের কথা কয়?
  • b | 193.1.100.109 | ০৭ মার্চ ২০০৮ ১৮:৩৩398544
  • ' আমি যে আমি-ই সেই পরিচয়ে ভরে না হৃদয়?/ তুমি চাও আত্মপরিচয়?'
  • hanu | 195.212.29.83 | ০৭ মার্চ ২০০৮ ১৯:১৭398545
  • যেমন আমি আসলে মোটেও হনু নই।
  • arjo | 168.26.215.54 | ০৭ মার্চ ২০০৮ ১৯:২৫398546
  • ছিল রুমাল হইল বেড়াল।
  • hanu | 195.212.29.75 | ০৭ মার্চ ২০০৮ ১৯:৩৭398547
  • গ্রীষ্মকালে বেশি মিউ - টেশন হয়।
  • r | 198.96.180.245 | ০৭ মার্চ ২০০৮ ২০:২৩398548
  • আমার ছদ্মনাম নাই। একবারই নিয়েছিলাম- সুনীল গঙ্গোপাধ্যায়। কেউ কেউ জানে। ;-)
  • Du | 67.111.229.98 | ০৭ মার্চ ২০০৮ ২০:৩৩398549
  • লাল থেকে একেবারে সু-নীল হইলা?
  • d | 61.17.13.11 | ০৭ মার্চ ২০০৮ ২০:৪৯398550
  • তুই মুনমুন সেন ও নিয়েছিলিস না একবার?
  • r | 198.96.180.245 | ০৭ মার্চ ২০০৮ ২০:৫৯398551
  • :-D

    হ্যাঁ, মনে ছিল না।
  • ghyaghasur | 59.160.139.100 | ২০ মার্চ ২০০৮ ১৪:৪৫398552
  • এইখানে সবাই ভীষণ রকম ফাল্‌তু কথা বল তে ওস্তাদ। সবাই কি নিজের বিদ্দ্যে জাহির করার এই একটাই জায়গা পেলো? কাজের কাজ কিছু না করে কেবল কথার কচ্‌কচি। বাঙালিরা সত্যি বিদেশে গিয়েও ধান ভাঙছে! কেবল বকবক। ব্যাটারা গাদাগাদা সুকুমার, রবি ঠাকুর নিয়ে ফাজ্‌লামি না করে দেশটার ভালোর জন্য কিছু আলোচনা করতেউ তো পারে? হোপলেস!!
  • Arijit | 128.240.229.7 | ২০ মার্চ ২০০৮ ১৫:৪৬398553
  • এইত্তো একখান নাম পাইসি - "বক'
  • Nilabhra Banerjee | 14.99.74.70 | ২৬ জুলাই ২০১১ ০১:১৯398555
  • ইন্টারনেট দর্পণ

    একটি মানুষের চরিত্র আসলে কি সেটা সামাজিক প্রেক্ষাপটে বোঝা খুব কঠিন । শিষ্টাচারের গন্ডী আর সমস্যার ভয় তাকে তার আসল রুপটা বের করতে দেয়না । এই দুটি প্যারামিটার কে যদি

    সরিয়ে দেওয়া হয় তাহলে বোধ হয় মানুষের আসল চরিত্রচিত্রনে আমরা সমর্থ হব । দুটি উদাহরণ দিলে সুবিধা হবে । ধরুন আপনি পুরুষ, অফিসে আপনার সহকর্মিনীর হাত থেকে কলম মাটি... তে পড়ে গেল, আর তিনি সেই কলম নিচু হয়ে তুলতে গেলেন। পাছে তার বক্ষদেশ চোখে পড়ে আপনি সেই ভয়ে সটান জানলা দিয়ে দৃষ্টিনিক্ষেপ করে বাইরের কাক পাখি দেখবেন

    কয়েক মুহুর্ত । কিন্তু আপনার normalresponse কিন্তু তা হওয়ার নয় । আপনার দৃষ্টি সেই মহিলার দিকেই আবদ্ধ থাকার কথা । কিন্তু শিষ্টাচার ! যা আপনাকে শেখানো হয়েছে, তা
    আপনি পেরোবেন না । পাড়ার মোড়ে একটা বাওয়ালি । কোন মেয়েকে ছেলেরা টোন কাটছিল , মেয়েটা ঘুরে দাঁড়িয়ে প্রতিবাদ করছে । ইচ্ছে করলেই আপনি গায়ে আবার জামাটা গলিয়ে পাড়ার ছেলেদের কে গিয়ে দু কথা শুনিয়ে দিতে পারেন । কিন্তু যাবেন না । অফিস থেকে এসে জিরোচ্ছেন । আবার ঝামেলায় যাওয়ার কি দরকার ।

    তাহলে কি আমরা তার সঠিক চেহারা কোন দিন ও দেখতে পাব না? স্বামী বিবেকানন্দের মতে, পাব , যদি সেরকম পরিস্থিতির সন্মুখীন হই । কিন্তু আজকের ইন্টারনেট যুগের social
    networking এর কল্যাণে এই দুই প্যারামিটার, মানুষ অনায়াসে লঙ্ঘন করে । কিভাবে ? ধরুন অমিতবাবু ব্যাঙ্কের বড় অফিসার, খুব ই সজ্জন ব্যক্তি । কিন্তু মদ পেটে পড়লে তাঁর মাথা ঠিক থাকেনা । অথচ পাড়ার গনশা দিব্যি ১ লিটার মাল খেয়েও মইয়ে চড়ে ইলেক্ট্রিকের কাজ করে । তাহলে কি অমিতবাবুর কিছু physiologicalproblem আছে? যার জন্যে তিনি মাতাল হয়ে পড়েন ? নাহ ! তাঁর অবদমিত ইচ্ছে গুলো বেড়িয়ে আসে মদ খেলে, কারন মদ খেয়ে মাতলামি করলে দিব্ব্যি মদকে দোষ দেওয়া যায় । এখানে মদ তাকে শিষ্টাচারের গন্ডি ভাঙতে সাহায্য করেছে। SocialnetworkingSite গুলো এরকম ই এক হাতিয়ার মানুষের এক দ্বিতীয় রুপ বের করে আনার । কেন? এই ইন্টারনেটের আবডালে আসল পরিচয় লুকিয়ে আমি আপনি বা অমিতবাবু সিরাজদৌল্লা বা দেং জিয়াও পিং হয়ে ঘুরতে পারব । মনের কোনে অবরুদ্ধ সব বাসনা মিটিয়ে নিন আজ ফেসবুকে ফেক খুলে ।

    এই ফেকের বিষয়ে আসব আবার পরে । কিন্তু তার আগে আরেকটা লক্ষনীয় ব্যাপার বলি । একটা কঠিন সত্য কাউকে বলতে হবে এরকম সময় আমরা অনেক সময়ই মানুষটির মুখোমুখি হইনা, চিঠি লিখে জানাই। কিনবা অনেক সময়ে টেলিফোন করে জানাই । এটা একধরনের পরিস্থিতি থেকে নিস্তার পাওয়ার উপায় । ফেসবুক মিথ (Myth) আমাদের কে সেই সুয়োগ করে দিয়েছে । অনেকেই দেখেছি অতি পরিচিত জন কে রূঢ় কথা বলে দিব্যি হাসিমুখে রয়েছে, আর বাকিরা সেই বেচারা ঝাড় খাওয়া ব্যক্তিটিকে বোঝাচ্ছে, "ওরে এসব ভার্চ্যুয়াল ওয়ার্ল্ড , এসব রিয়াল লাইফে টানিস না "। এই ভার্চ্যুয়াল ওয়ার্ল্ড বর্মটা পড়ে আমি আপনি অমিতবাবুরা দিব্ব্যি বেশ desparetely খেলতে পারি । মদ খেয়ে মাতাল হতে লাগে না। কারন, এটা নাকি ভার্চ্যুয়াল ওয়ার্ল্ড ।

    হ্যাঁ , ফেক । মানে ফেক একাউন্ট । ধরুন আপনি বেঁটে মোটা, ৪৫ বছর বয়েসি এক বাঙালি ভদ্রলোক, ১০টা ৫টার অফিস ঠেলে মাঝে মাঝে ওর্কুট ফেসবুক করে থাকেন। কমিঊনিটিতে হরদম মেয়ের বয়েসি মামনিরা আসছে যাচ্ছে , আপনাকে পাত্তাই দিচ্ছে না । ওদিকে কোন ব্যাটাচ্ছেলে রাজিব কলেজের পড়া ফাঁকি দিয়ে ফেসবুক করছে, তাকে হাই হ্যালো বলার ঘটা কত । সইতে সইতে আপনিও একদিন খুলে ফেললেন জয়ন্ত একাউন্ট টা , বয়েস কমিয়ে করে ফেললেন ২২ , তারপরে ইন্টারনেটে ফুরফুরে যৌবন উপভগ করুন । হায় যযাতি ! ওনার আমলে ফেসবুক ছিলনা ।

    আপনার ঘূঁটিটা কে আর দুঘর এগিয়ে দিন। আরো ইন্টারেস্টিং ফেক বার করে আপনার ক্রিয়েটিভিটি দেখান । সেদিন মমতা সিধু কানু ডহরের ডহরকেও শহিদ বানিয়ে দিলেন । ডহর মানে যে সড়ক সেটা ওনার মাথায় ছিল না, সেই নিয়ে কমিউনিটি তে কি হাসাহাসি, এর মধ্যেই দেখি এক ডহর মুর্মু হাজির ! তাকেও জানতে হবে সবাই হাসছে কেন । অবশ্যই ডহর মুর্মু ফেক । ওর আভির্ভাব ই মানুষকে খানিক্ষন অনাবিল আনন্দ দেওআর জন্যে । তবে এর ও একটা darkside আছে । অনেকেই দেখেছি নিতান্তই নিজের ব্যক্তিগত ঝাল মেটাতে ফেক বানিয়ে ফেক থেকে "খিস্তি" করে । অমিতবাবুর ওপরে রঞ্জনবাবুর বেজায় রাগ। একদিন ফেসবুকে দেখা মিলে গেল দুজনের । ব্যাস পরেরদিন রঞ্জনবাবু খিস্তিবাজ নামে এক ফেক নামালেন মার্কেটে । তারপরে কমিউনিটিতে অমিত বাবু কে দিলেন বেশ কিছু কাঁচা কথা শুনিয়ে । পরেরদিন বাজার যাবার সময়ে অমিত বাবুর সঙ্গে ইচ্ছাকৃত ভাবে একটু বেশি হেজিয়ে নিলেন, বোঝার চেষ্টা করলেন , খিস্তি হজম হল কিনা । শিষ্টাচারের ভয়ে যেটা কল্পনার বাইরে ছিল, আজ ইন্টারনেটের দৌলতে কতই সোজা । এইভাবে রঞ্জনবাবুর ভেতরের আসল রঞ্জন বেড়িয়ে পড়ে, ইন্টারনেটে দৌরাত্তি করার জন্যে । Psycho দেখেছেন তো? ড: জেকিল এন্ড মিস্টার হাইড ? এ হল MPD বা MultiplePersonalityDisorder, এক ই মানুষের ভিন্ন রুপ। আজ সে আলেক্সান্ডার ত কালকে সে স্ট্যালিন, সময় কালের গন্ডী পেরিয়ে মুহুর্তে মুহুর্তে নব নব রুপ ধারণ করেই মানূষ তার ইচ্ছেপুরণ করে ইন্টারনেটে ।

    এরপরে আসি আরো কঠিন খেলায়। সত্যিকারের ভার্চুয়াল রিয়ালিটি । ধরা যাক "secondlife " । এটি একটি প্রোগ্রাম । অনেকটা matrix সিনেমার মত । আমি আপনি সবাই সেকন্ড
    লাইফে এ যেতে পারি। কিন্তু সেখানে আমি হয়ত একটি এস্কিমো আর আপনি আন্দিজ পর্বতমালার মেষপালক । সেখানে আমি আর আপনি সামনা সামনি পরে গেলেও একে অপরকে চিন্তে পারব না । এক ভদ্রমহিলা কে দেখেছি , যাঁর এক মেয়ে ছিল, সে ২২ বছর বয়েসে মারা যায় । ভদ্রমহিলা সেকন্ড লাইফে এ একটা দ্বীপ কিনে তাতে বিশাল স্মৃতিসৌধ বানান মেয়ের নামে । এ জীবনে হয়ত সেটা সম্ভব ছিলনা ওনার পক্ষে । তাই সেকন্ড লাইফ ই ভরসা । প্রোগ্রামের দুনিয়ায় ওনার মেয়ের স্মৃতিসৌধ অক্ষয় হয়ে থেকে যাবে ।

    লেখাটি প্রুফ রীড করিনি ...খুব তাড়াহুরোতেও লেখা আর এটি আমার প্রথম অভ্রতে বাংলা লেখা। বানান ভুল মার্জনা করবেন ।SeeMore

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন