এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সমাজবাদী মধ্যবিত্ত পুনি্‌জবাদী গরীব

    shyamal
    অন্যান্য | ১১ জুলাই ২০০৮ | ৬৮২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | 125.18.104.1 | ১১ জুলাই ২০০৮ ১৩:১১399124
  • গুরুচন্ডালি তে আলোচনার বিষয় মাইরি যা হয়ে উঠছে তাতে ফুল চাপ হয়ে যাচ্ছে। কঠিন বোগাস ও বিরক্তিকর।
  • nyara | 64.105.168.210 | ১১ জুলাই ২০০৮ ১৩:১৩399125
  • আজকে আমি স্যানের সঙ্গে এতবার একমত হয়ে পড়ছি যে ভয় করছে।

    (হনু এবার বিগ মিডিয়া ও ডিবেটিং ফ্রেমওয়ার্কের গরু আনতে চলেছে।)
  • h | 125.18.104.1 | ১১ জুলাই ২০০৮ ১৩:১৫399126
  • স্যান, প্লিজ ক্যান ইউ গিভ নেমস? কট্টর বামপন্থী কাকে দেখেছো এখানে :-) কট্টর খুব একটা কিসু না দেখার আশাতেই এইখানে আসা শুরু করেছিলাম। এখন এই বামপন্থী হলেই কট্টর এই আনন্দবাজারি ধারণাটা গুরুচন্ডালিতে এরকম গেঁড়ে বসেছে দেখে প্রফুল্ল বোধ করছি মাত্র।
  • pi | 69.251.184.3 | ১১ জুলাই ২০০৮ ১৩:১৬399127
  • অনেক অভিযোগ ই সত্যি কিন্তু অনেককিছু না ও।
    কলকাতা, মুম্বই , পুণেতে যা দেখেছি, মাসে অন্তত চারদিন ছুটি দেওয়ার কথা থাকে, বছরে নিয়ম করে বেতন বাড়ার কথাও।

    এসব সঙ্কেÄও এনাদের অবস্থা বেশ খারাপ ই।
    তবে এই নিয়ে সংগঠিত প্রতিবাদ হতে দেখেছি একবার ই, মুম্বইতে, বছর কয়েক আগে।
    http://tinyurl.com/6473eg

    তবে এনারা আবার অবস্থার উন্নতির দাবীতে ধর্মঘট করেছিলেন, ডেমোক্র্যাসিতে এই কাজের মেয়েদের যখন ভোটের অধিকার আছে, তখন এই ধর্মঘট করে প্রতিবাদ করাটা তো আবার অনুচিত, তাই না শ্যামলবাবু ? :)

    আর, পড়ে দেখুন, এই প্রতিবাদ হয়েছিলো মূলত: বাম দলের শ্রমিক শাখা সংগঠনের পক্ষ থেকে।

    হিপোক্রিসি নেই তা না, কিন্তু শ্যামলবাবুর অভিযোগগুলির একচোখোমি ও বড় চোখে লাগে।
  • san | 12.144.134.2 | ১১ জুলাই ২০০৮ ১৩:১৭399128
  • এখানে? আমি গুরুচন্ডালি নিয়ে কিছুই বলিনি। সেরকম মনে হয়ে থাকলে খুব দু:খিত। যাদের ভালো করে কাছ থেকে দেখেছি তাদের কথা বলেছি, কোলকাতার চেনা লোক জন ইত্যাদি।

    অপ্পন, আমার বসের বসের বাড়িতে জলখাবার খেতে বললে , মানে টেবিলে বসে খেতে বললে আমি কিন্তু অস্বাচ্ছ্যন্দ বোধ করিনা। কেন ওরা করে বলোতো? শুধু ওরা টেবিলে অভ্যস্ত নয় বলেই? না অধিকাংশ জনতার ওদের প্রতি যা মানসিকতা তার সঙ্গে কোন রিলেশন থাকতেও পারে?
  • r | 125.18.17.16 | ১১ জুলাই ২০০৮ ১৩:১৭399129
  • ঐজন্য কট্টর কমরেডদের সাথে তর্কও করি না।

    সেরেফ ইন্টারনেট আর ম্যাগ কলামের (অন্যপক্ষে, পার্টির মুখপত্র) উপর ভিত্তি করা জীবনদর্শনের বিরুদ্ধে যুক্তি সাজিয়ে তর্ক করা সময় ও শ্রমের অপচয় এবং নিজের শিক্ষক ও শিক্ষার উপর অবিচার।

    পেডাগগ হওয়ার ইচ্ছা নাই।
  • h | 125.18.104.1 | ১১ জুলাই ২০০৮ ১৩:১৭399130
  • খুব স্বাভাবিক ভাবেই। চিন্তার সীমা নিয়ে সচেতনতার দায়িঙ্কÄ টা সকল পার্টিসিপান্ট দের-ই আছে। আমি আর্টিকুলেট করছি মাত্র।
  • h | 125.18.104.1 | ১১ জুলাই ২০০৮ ১৩:২৫399131
  • বাংলা বক্তব্য হল , মধ্যবিত্ত বা উচ্চবিত্ত ডোমেস্টিক লেবার দের রেস্পেক্টে আমরা যারা বাড়িতে বা দোকানে বা ব্যবসায় ডোমেস্টিক বা সেমি ডোমেস্টিক লেবার দিয়ে কাজ করাই তারা সকলেই মালিক শ্রেণী এবং কোন এমপ্লয়মেন্ট স্ট্যান্ডার্ড না থাকার কারণে লোক কে পাতি এক্সপ্লয়েট করি, এবং সময়ে অসময়ে সুযোগ পেলে তারা আমাদের ধরে বাঁশ দেয়। অত্যন্ত ভালো কাজ করে। আমরা সেটাই সম্বৎসর তাদের ফেরৎ দিয়ে থাকি।

    এই গভীর ভালোবাসার সম্পর্কটিতে মতাদর্শ সততা পার্সোনাল মহানুভবতা বা আনুগত্য বা স্নেহ অন্যান্য ড্যাশ নিয়ে আলোচনা চালানো একেবারেই বেকার। ইকোনোমিক ইস্যু তে আলোচনা হলে। বাকি মানবিক ইস্যু এত কিসু বক্তব্য নাই। কারণ অ্যাম স্যুওর সেটা আবার ব্যক্তিগত অভিজ্ঞতার লুপে পড়বে।

    ফাক দিস, অ্যাম টায়ার্ড।
  • r | 125.18.17.16 | ১১ জুলাই ২০০৮ ১৩:২৮399132
  • তর্ক বা আলোচনার উদ্দেশ্য একটাই- মতামতের আদানপ্রদানের মাধ্যমে একে অন্যের থেকে নতুন কিছু শেখা। কারণ আমরা এখন যে বয়সে পৌঁছেছি সেখানে বিতর্ক করে কেউই নিজেদের স্ট্যান্ড পালটাব না। ন্যাড়াস্যার বা স্যান যেমন সেই এক বামপন্থী চর্বিতচর্বণ শুনতে পাচ্ছেন, আমি গত সতেরো-আঠেরো বছর ধরে শ্যামলবাবুর যুক্তির চর্বিতচর্বণ শুনছি, শিক্ষা ও পেশাজনিত কারণে, এবং যাবতীয় মিডিয়াতে। এখন বুঝি যে এগুলো অর্থনীতির কথা নয়, ঐ যাকে বলে জীবনদর্শন ও বিশ্বাসের কথা। অতএব, এই জাতীয় কথাবার্তা থেকে আমার নতুন কিছু শেখারও নেই, এবং এর বিরুদ্ধে নতুন কিছু বলারও নেই। এই সব কথার একটু বিদগ্‌ধ ভার্শন যদি চান, আমি তার বিবলিওগ্রাফি বানিয়ে দেব।
  • Arpan | 202.91.136.71 | ১১ জুলাই ২০০৮ ১৪:০৩399134
  • স্যান, তুমি যা বলতে চেয়েছ সেটা আমার লেখার মধ্যে উহ্য ছিল। এক লাইনে সেরেছি বলে হয়ত তোমার অন্যরকম মনে হয়েছে।

    যাগ্গে, কাটাও।
  • S | 202.140.54.29 | ১১ জুলাই ২০০৮ ১৪:০৭399135
  • hএর ১০:৩৪ এর লেখাটা কিন্তু কিছুটা ঐ কট্টর বামপন্থী টাইপের মনে হল, খট্‌ করে কানে এসে লাগল। শ্যামল যা বলেছেন, তা যেমনই হোক, কিন্তু উনি এই ইনফেরেন্সটা ড্র করতে চাননি যে বামপন্থী মধ্যবিত্ত দ্বিচারী, আর দক্ষিণপন্থী মধ্যবিত্ত হলেই "প্রচন্ড কাজে ও কথায় মিল সৎ লোক'। এই কথাটা আমার মাথায় অন্তত আসে নি শ্যামলের পোস্টটা পড়ে, h-এর মাথায় এল। শ্যামল কি একবারও দক্ষিণপন্থীদের তোল্লাই দিয়ে কিছু বলেছেন? দক্ষিণপন্থীরা তো সাম্যবাদের জয়গান গায়ই না, তাদের এই আলোচনায় টানা হচ্ছে কেন? সাম্যবাদের জয়গান গায়, বেশ সোচ্চারেই গায় বামপন্থীরা। তারাই কাজের লোকের ক্ষেত্রে ... ইত্যাদি ইত্যাদি, যা শ্যামল লিখেছেন।

    চিরকালীন সেই বামপন্থী উত্তর মনে পড়ে গেল এই রিয়্যাকশনটা পড়ে, জ্যোতি বসুটা শালা কী খচরামি করল শুনলেই কট্টর বামপন্থী বলে আচ্ছা? আর মমতা ব্যানার্জি বুঝি খুব ভদ্রমহিলা? তার বেলায় কেন চোখ বুজে থাকো তুমি?
  • san | 12.144.134.2 | ১১ জুলাই ২০০৮ ১৪:১৩399136
  • ও তুমি বেশি মাইনে আর আরো বেশি বাড়ানোর চাপের পরেই বলেছো তো তাই মনে হয় ভুল ভেবেছি যে আমরা বসতে বলি ও বসে না তো কি করবো ।হয়েই থাকে কাটাও :-)

    বোধিদাকে বলা হোলোনা - কট্টার কমরেড মানে যাহা কমরেড তাহাই কট্টর এরকম আমি ঠিক বলতে চাইনি, কট্টার লোক সবজায়গাতেই আছে এই অব্দি - কমরেড বেশি রেড সবার মধ্যেই -
  • Arijit | 61.95.144.123 | ১১ জুলাই ২০০৮ ১৪:১৪399137
  • অন্য বেশ কিছু থ্রেডে অল্প হলেও টপিকটা এসেছে, এবং সবকটা মিলিয়ে পড়লে শ্যামলের থিসীসটা বেশ পরিস্কার হয়, এবং সেটা হনু ১০০% ঠিক লিখেছে।
  • S | 202.140.54.29 | ১১ জুলাই ২০০৮ ১৪:৩০399138
  • স্যান,

    আমি বছর বছর মহার্ঘভাতা পাব আর কাজের লোক কম মাইনেতে আমার ঘরে কাজ করে যাবে, এটা যদি অসাম্য মনে হয়, তা হলে আইআইএম মাসে এক দেড় লাখ টাকা মাইনে পাবে আর আমি কলকাতা ইউনিভার্সিটি মাসে পঁচিশ হাজার টাকা মাইনে পাবো, এটাও অসাম্য।

    আমি এটাই বলতে চাইছিলাম :-)
  • shrabani | 124.30.233.101 | ১১ জুলাই ২০০৮ ১৭:২৮399139
  • তুললাম
  • rimi | 168.26.191.117 | ১১ জুলাই ২০০৮ ১৮:০৫399140
  • কারোর যদি কোনো লেখা ভালো না লাগে, কিম্বা ক্লান্তিকর লাগে, সেই লেখা না পড়লেই হয়। এই আলোচনায় অংশ নিতেই হবে এমন মাথার দিব্বি কেউ দিয়েছে বলে তো দেখলাম না। কিন্তু কেউ একজন ক্লান্তিকর কিম্বা বিরক্তিকর লেখা লিখছে বলে বাকিদের শিশুসুলভ আচরণ, একমাত্র এই যুক্তিতে যে লেখাগুলো ক্লান্তিকর, হাস্যোদ্রেক ছাড়া আর কোনো উপকার করে না।

    :-)))))
  • Arijit | 61.95.144.123 | ১১ জুলাই ২০০৮ ১৮:১০399141
  • রিমির বাড়ির পাশে দিন পনেরো সকাল থেকে রাত্তির অবধি ননস্টপ মাইক লাগিয়ে তারস্বরে হরে রাম হরে কৃষ্ণ হলে কি করতেন?

    পালাজ্বরে ভোগা পেটরোগা প্যালাও একবার সম্রাট ব্র্যাণ্ডের ক্রেপ সোল ক্রোম লেদারের জুতো ছুঁড়েছিলো। অবিশ্যি তারপরে জুতিয়াবাবার চরণামৃতও খেতে হয়েছিলো - আশার কথা গুরুতে সেরকম পিসীমা নেই। ইয়েট।

    ;-))))
  • rimi | 168.26.191.117 | ১১ জুলাই ২০০৮ ১৮:১৬399142
  • তুলনাটা ঠিক জমল না। আরেকটু বেটার অ্যানালজি দাও না । :-))
  • Arijit | 61.95.144.123 | ১১ জুলাই ২০০৮ ১৮:১৮399143
  • মানে গুরুতে পিসীমা আছে?
  • r | 198.96.180.245 | ১১ জুলাই ২০০৮ ১৮:১৮399145
  • লিখতে তো কেউ বারণ করে নি। সেই লেখা নিয়ে আমাদের বক্তব্য আমরা পেশ করলাম মাত্র। যেমন ধরা যাক এখন দেশের বেশির ভাগ লেখা। না পড়লেই হয়- সেটা ঠিক। আবার তার মানে এই নয় যে এটা বলা যাবে না যে এখন দেশের বেশির ভাগ লেখাই ধুরস্য ধুর।
  • rimi | 168.26.212.163 | ১১ জুলাই ২০০৮ ১৯:২৬399146
  • কারোর লেখা ভালো না লাগলে নিশ্চয়ই সেটা স্পষ্ট করে বলা যায় যে লেখাটা ধুরস্য ধুর, কেন ধুরস্য ধুর সেটা পরিষ্কার করে বলে দিলে আরো ভালো হয়। সত্যি বলতে গেলে, এই ধরণের আলোচনা আমারো একঘেয়ে লাগে।

    কিন্তু d এর 7.50 AM এর পোস্ট, অরিজিতের 10.01 AM এর পোস্ট, আর শ্রাবণীর 11.52 AM এর পোস্ট, - এগুলো আমার শিশুসুলভ আচরণ বলেই মনে হল।

    আর hএর 1.25 PM এর পোস্টের সঙ্গে আমি মোটামুটি একমত হলেও শেষ লাইনের গালাগালিটা ভালো লাগল না।
  • rimi | 168.26.212.163 | ১১ জুলাই ২০০৮ ১৯:২৮399147
  • ওহো, আর অজদার 6.24এর পোস্টের গালাগালিটাও ভালো লাগল না। :-((
  • r | 198.96.180.245 | ১১ জুলাই ২০০৮ ১৯:৪২399148
  • বলেছি তো! একটা থেকে দুইটার মধ্যে তিনখান পোস্টে বলেছি। এর পরেই উনি বলবেন- তাহলে আপনি লাইসেন্স-পারমিট রাজ ফিরিয়ে আনাকে সমর্থন করছেন।

    আর কতবার বলব?

    ভ্যাঁ!
  • d | 59.161.37.123 | ১১ জুলাই ২০০৮ ১৯:৪৬399149
  • সে আর কি করা যাবে। যত বয়স বাড়ে তত শিশুসুলভ আচরণ কত্তে ইচ্ছে হয়। এটা ভগোমানের নিয়ম। হ্যাঁ।
  • Arijit | 61.95.144.123 | ১১ জুলাই ২০০৮ ১৯:৪৮399150
  • আর এত ইন্টেলেকচুয়াল পোমো আইটি স্টাইলে "একঘেয়ে' বলাটা শিশুসুলভ লাগলে মহা মুশকিল;-) সবাই বড় বড় পোস্টে কয়েকশো কেবি খচ্চা করেছে, আর ওই অ্যালগোতে কয়েকলাইনে মোট একশো কেবি কেন - পঞ্চাশও হবে না।
  • shyamal | 64.47.121.98 | ১১ জুলাই ২০০৮ ১৯:৫২399151
  • এই টই খোলার পর দেখলাম বিশেষ কেউ রেসপন্ড করছেন না। তারপর আজ সকালে এসে দেখি গুচ্ছ কমেন্ট পড়েছে। এতে আমি খুবই খুশী। বালিতে মাথা গুঁজে রাখা সবচেয়ে খারাপ।

    আমার উদ্দেশ্য দেখান যে আমরা বহু হিপক্রিসি করি। বাম ডান দুইই। কিন্তু বামদেরটা চোখে লাগে। তাঁরা অনেক কিছু দাবী করেন ও পেয়েছেন এমপ্লয়ারের কাছে। কিন্তু যখন তিনি নিজের বাড়িতে মালিক, তখন কর্মীকে এমন ট্রীট করেন যা ভারতের কোন প্রাইভেট কোম্পানী করতে সাহস পাবেনা। যথা সোফায় বসতে না দেওয়া।

    ডানরা বলে বাজার ঠিক করবে কত মাইনে হবে,আয় হবে। কাজেই সে নিজেও বাজারের দ্বারা চালিত, কাজের লোককেও সে ভাবেই চালায়। যেমন যাঁরা আই টি বা অন্যান্য প্রাইভেট কোম্পানীতে আছেন।

    আমি জানিনা কোন কাজের মেয়ের মাইনে প্রতি বছর বাড়ে। আমাদের বাড়ি যে কাজ করত তার মাইনে পাঁচ বছরে একবার বেড়েছে। বাবুদের কিন্তু প্রতি বছর বাড়ে।

    কল্লোল যে হিসেব দিয়েছে মাইনের, সে প্রসঙ্গে বলি, দেশে মিনিমাম ওয়েজ ৮০ টাকা অর্থাৎ ঘন্টায় ১০ টাকা। দিনে দুঘন্টা কাজ করলে তার মাইনে হওয়া উচিৎ ৬০০ টাকা। কল্লোল দেয় ৪০০। এছাড়া আরেকটা ব্যপার আছে। এরা কিন্তু ঐ দুঘন্টা সলিড কাজ করে ননস্টপ। কিন্তু মধ্যবিত্ত যখন আপিসে কাজ করে , ধরে নেওয়া হয় সে আট ঘন্টার মধ্যে ৫ থেকে ৬ ঘন্টা সলিড কাজ করবে।

    বাম-ডান কেউই সোফায় বসতে দেয়না। এটা অর্থনৈতিক নয়, সামাজিক সমস্যা।

    এইসব নিয়ে আলোচনা। আমার কথা হল বামেরা বলেন ব্যবসাদার/মালিক/পুঁজিবাদী শোষণ করছে কিন্তু বাড়িতে তিনি অনেক বেশী শোষণ করেন।
    আমার কথা হল কেউই কাউকে শোষণ করছেনা। সবাই বাজার ফলো করছে।
  • r | 198.96.180.245 | ১১ জুলাই ২০০৮ ১৯:৫৫399152
  • :-))))))
  • Blank | 170.153.62.251 | ১১ জুলাই ২০০৮ ২০:০৭399153
  • শ্যামল বাবুর একটা বেশ মজার আছে। ওনার কাউন্টার কথা গুলো কে উনি কাটিয়ে দেয়, 'আমি জানি না কোথায় এমন হয়', এই টাইপ আইডিয়া নিয়ে।

  • c | 131.95.219.92 | ১১ জুলাই ২০০৮ ২০:১৮399154
  • বেশ ভালো হচ্ছে। চালিয়ে যান।

  • c | 131.95.219.92 | ১১ জুলাই ২০০৮ ২০:২৩399156
  • এই দুখানা গরু রচনা-"সবকিছু বাজার ঠিক করবে" আর "সবকিছু সাম্যবাদী সমাজতান্ত্রিক গণতন্ত্রদ্বারা নিয়ন্ত্রিত হবে" -এই দুই এক্সট্রীমের মাঝামাঝি ডাইনে বাঁয়ে খেলিয়ে আপনারা কিছু বলুন না! তাইলে তর্কটা সলিড হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন