এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সমাজবাদী মধ্যবিত্ত পুনি্‌জবাদী গরীব

    shyamal
    অন্যান্য | ১১ জুলাই ২০০৮ | ৬৮২৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 61.95.144.123 | ১১ জুলাই ২০০৮ ২০:২৬399157
  • মাইরি আমার চোকে কি ন্যাবা হল - আমি কি করে একখান এক্সট্রীমই দেকচি? অন্যটা কি বানের জলে ধুয়ে গেলো? ;-)
  • c | 131.95.219.92 | ১১ জুলাই ২০০৮ ২০:৩২399158
  • ঐদিকের কোণাটা টাঙানো হয়ে গেছে,এবারে এদিকেরটা টাঙানো হবে হবে কচ্ছে নেহাৎ কিনা রেগে গেছে তাই দেরি হচ্ছে-নইলে এলো বলে।এক্ষুনি এলো বলে আতালান ফেরারা।;-)
    কিন্তু পর্দা দরকার। খুব দরকার। পর্দা টাঙানো না হলে সিনেমা প্রোজেক্ট করবেই বা কিকরে?

  • kallol | 122.167.102.23 | ১১ জুলাই ২০০৮ ২১:১৮399159
  • হিপক্রেসি নিয়ে:
    ১) যাদের বাড়িতে কাজের লোক, সোফায় বা খাটে বসে। একসাথে পাত পেড়ে বসে খায় বাড়ির সকলের সাথে - আমি যাদের দেখেছি, তারা সকলেই বামপন্থী। তার পরেও শ্যামল বলবেন আরও বামপন্থী আছে যাদের বাড়িতে এটা হয় না। হ্যাঁ, তাতো আছেই। কিন্তু যারা ব্যতিক্রম -তারা সকলেই বামপন্থী।
    ২) আর যারা ভাবেন বাজারই সব ঠিক করে, তারা কি সবাই কাজের লোক কে আপনি বলে সম্বোধন করেন? সোফায় বসতে দেন? বছর বছর না চাইতেই মাইনে বাড়ান? ""যেমন আইটি বা অন্যান্য প্রাইভেট কম্পানীতে"" হয়!!
    মনে তো হয় না। কারন তেমন একজন স্বীকার করছেন যে ৫ বছরে একবার মাইনে বাড়িয়েছেন তিনি।
    মাইনে বাড়া নিয়ে:
    ১) শ্যামল না জানতে পারেন, আমি জানি বছর বছর কাজের লোকের মাইনে বাড়ে। আমার বাড়ির কাজের লোকেদের বাড়ে। আমাদের পাড়ার সব বাড়ির কাজের লোকেদের বাড়ে। আমার কলকাতার, দিল্লীর, ব্যাঙ্গালোরের সব বন্ধু/আত্মীয়ের বাড়িতে বাড়ে।
    ২) এছাড়া : ক) পূজোয় বোনাস আছে - এক মাসের মাইনে, খ) মাঝে মাঝে - এটা ওটা অসুবিধা বলে, টাকা ধার নেয়া, যেটা মাইনে থেকে কাটা হয় না। পরে ফেরৎ দেবো বলে, কখনো ফেরৎ দেওয়া, কখনো নয়, গ) মাঝে মাঝে পুরোনো জামা, শাড়ী, সালোয়ার কামিজ পেয়ে যাওয়া, ঘ) প্রতি বছরেই ছোট ছেলে মেয়ের ইস্কুলের বই পেয়ে যাওয়া, ঙ) কখনো কখনো ছেলে-মেয়েকে পড়া দেখিয়ে দেওয়া।
    সলিড কাজ করা নিয়ে:
    ১)আমি কখনো দুঘন্টা সলিড কাজ করতে দেখিনি। এর মধ্যে বাড়ির কত্রীর সাথে পাড়ার লোকেদের পনিপচ করা, চা খাওয়া ইত্যাদিও থাকে।
    ২)বলে, না বলে সবেতন ডুব দেওয়া।
  • Suvajit | 124.184.20.231 | ১১ জুলাই ২০০৮ ২১:২৭399160
  • রেলবস্তির পাশে বাড়ী থাকলে কি অভিজ্ঞতা হয় সে বর্ননা করতে গেলে তৃতীয় গরুর রচনা হয়ে যাবে, তাই সে পথে আর যাচ্ছি না। কিন্তু এই 'গরীব বেচারা' বস্তিবাসী প্রজাতিটির ওপর আমি হাড়ে হাড়ে চটা। প্রসঙ্গত এদের সবার জমিজমা আছে বারুইপুর থেকে দক্ষিনের দিকে। আর এদের বেশীরভাগ তিনোমুল করে।
    সুতরাং বাম বা দক্ষিন যাই বলুন, বস্তিটা উঠলে বাঁচি।
  • arjo | 168.26.215.54 | ১১ জুলাই ২০০৮ ২১:২৯399161
  • শ্যামলবাবু, আপনার এই টই টা সত্যিই একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা লেখা। অনেকেই যা বলেছেন আর কি। অনেকের সাথে মিলবে অনেকের সাথে মিলবে না। কিন্তু ঐ আর কি এমন স্ট্রং স্টেটমেন্টে টই খুলতে গেলে তথ্য এবং তঙ্কÄ দিয়ে সাপোর্ট করতে হয়। এবং সেই তথ্য এবং তঙ্কÄ আনবায়াসড সোর্স থেকে আসতে হয়। নইলে যাঁরা পড়ছেন তাঁদের বড় অসুবিধা হয়। তবে মনে হয় অন্য থ্রেডের কিছু পোস্টের জন্য এই থ্রেড খোলা। ঐ আর কি চাপান উতোর।

    এমন নয় যে গুরুতে সমস্ত সুতো অত্যন্ত তথ্যবহুল বা যুগান্তকারী তঙ্কেÄ ভরে উঠেছে। তাই আপনি লিখতে থাকুন, সেটা আপনার ব্যক্তিগত ব্যপার। আমার ব্যক্তিগত মতামত জানালাম।
  • dd | 122.167.2.124 | ১১ জুলাই ২০০৮ ২১:৩১399162
  • হিন্দু ধর্মের কথা শুনুন।

    "ধনবানেরই ধর্ম এবং ধনবানেরই কামনা সুসিদ্ধ হইয়া থাকে। গ্রীষ্মকালে নদী যেমন শুষ্ক হয়, ধন বিনা ক্রিয়া কলাপও তেমনি পন্ড হইয়া যায়।
    পতিত এবং নির্ধন, এই উভয়ের কোনোরূপ ভেদ নাই।"

    "ধনহীনের একমাত্র ভার্য্যাও তাহার উপবর্ত্তিনী হয় না।"

    সুতরাং ধর্মে মতি থাকলে ট্যাকা বানান, ট্যাকা বানান। নান্য পন্থা:... বুঝলেন তো ?
  • shyamal | 64.47.121.98 | ১১ জুলাই ২০০৮ ২২:৫৪399163
  • আর্য, আমরা মূলত: আড্ডা মারার জন্য গুচতে আসি। কিন্তু সব আড্ডার মতই তাতে কিছু শিখি ও। হ্যাভিং সেড দ্যাট, ঠিকই এগুলো ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে লেখা। কিন্তু এই অভিজ্ঞতা যে প:বঙ্গ তথা ভারতের কনটেক্সটে একেবারে ঠিক , তা কিন্তু সবাই স্বীকার করেছেন। এব্যাপারে তথ্য ও তত্ব নেই কারণ আমি জানিনা এই ব্যাপার নিয়ে প্রফেশনাল গবেষণা হয়েছে কিনা। কিন্তু আমি রিসার্চ পেপার পড়ছিনা।
  • ranjan roy | 122.168.208.145 | ১১ জুলাই ২০০৮ ২৩:০৬399164
  • আমি শ্যামলের সাথে একমত:)))); মানে কেন গু চ তে আসি, এবং এই পাতাগুলোতে আড্ডা মারার মোডালিটি নিয়ে।
    সেই অধিকারে শ্যামলের জন্যে অন্নদাশংকর রায়ের এই ছড়াটা দিলাম।
    """ আমরা দু'জনা দুইটি ডালের পাখি,
    একটি রজনী, একটি শাখার শাখী,
    তোমাতে-আমাতে মিল নাই, মিল নাই--
    তাই বাঁধিলাম রাখী।''
  • ranjan roy | 122.168.208.145 | ১১ জুলাই ২০০৮ ২৩:২৩399165
  • মাত্র পড়ে উঠেছি অর্থশাস্ত্রী অমিত ভাদুড়ীর " " Development with Dignity: A Case for Full EmploymenT''. মাথার মধ্যে ফান্ডা গিসগিস করছে। এইশুনে যদি D চেপে ধড়ে যে একটা রিভিউ লিখুন, তাহলে আমি নাচার। আমি অধিকারী ভেদ মানি। বেদে আমার মত্‌শুদ্রের অধিকার নেই। এর যোগ্য অধিকারী হলেন সুব্রাহ্মণ প্রো বৈ চ।
    কিন্তু একটা সার বুঝেছি--- মিডিয়া এবং গু চতে এই যে "" বাজার বনাম রাষ্ট্র'' নিয়ে বিতর্ক,-- এটি একটি অনাবশ্যক,অর্থহীন, নিষ্ফলা বিতণ্ডা মাত্র।
    সব সমস্যার সমাধান বাজার বা শক্তিশালী রষ্ট্রের পিতৃসুলভ দেখভালেই ভবিষ্যৎ সুরক্ষিত--- দুটৈ একদেশদর্ধী।
    কাজেই প্রোফেসর বৈজয়ন্তের অপেক্ষায় ( ওয়েটিং ফর গোডোর মত) বসে থেকে প্রয়াত বনফুলের এই ছড়াটি কাট-পেস্ট করলাম।

    "" চাঁদ-সূজ্জির জয়''
    ---------------------------
    চাঁদের জয় হোক,
    পরোপকারী ভদ্রলোক।
    আস্ত, খ্যাঁদা, ফালি যেকোন অবস্থাতে,
    যথাসাধ্য লণ্ঠনের কাজ করে রাতে।

    সূজ্জিকে নমস্কার,
    এই দেবতাটি মহা-ফাঁকিদার।
    চোপর রাত দেখা নেই মোটে,
    সকালে লোকদেখাতে আসমানেতে ওঠে।
    আমসঙ্কÄ, ভিজে কাঁথা, কাঁচাচর্ম,
    এ'সব শুকনো কি চাঁদের কম্ম?
    আজ্ঞে না, আমার জানা আছে যদ্দূর,
    এর জন্যে চাই কাঠফাটা রোদ্দূর।
    অতএব গাও চন্দ্র -সূর্য্যের জয়।
    দুটোর একটাও ফেল্‌নার নয়।।
  • S | 122.162.81.182 | ১২ জুলাই ২০০৮ ১০:৪৪399167
  • :-)))
  • kallol | 220.226.209.5 | ১২ জুলাই ২০০৮ ১৭:৩৮399168
  • কি মুশকিল। এত উড়ু উড়ু মন কেন ?
  • lcm | 59.93.202.6 | ১২ জুলাই ২০০৮ ২০:৩৫399169
  • প্র: প্রাচীন ভারতে কখন রাষ্ট্রের আবির্ভাব ঘটে?
    উ: মানুষ যখন কষিকার্যে লিপ্ত হয়ে একটি নির্দিষ্ট সীমানায় বসবাস করতে লাগল, এবং উদ্বৃত্ত ফসলের ফলে সুবিধাবাদী ও বঞ্চিত সম্প্রদায়ের সৃষ্টি হল, তখনই প্রাচীন ভারতের ইতিহাসের পাতায় রূপায়িত হল রাষ্ট্র।

    প্র: কখন কর এবং রাজস্ব ব্যবস্থা প্রবর্তিত হয়?
    উ: বৈদিক সভ্যতায় উৎপাদন ব্যবস্থা হল অপরিহার্য। সৃষ্টি হল ভেদাভেদ ও উদ্বৃত্ত, আবির্ভুত হল বর্ণভেদ প্রথা, তখন শাসক কর্তৃক কর আরোপ ও রাজস্ব সংগ্রহের ব্যবস্থা চালু হল।

    (সোর্স: টেক্সট বুক :-))

    যাকগে ...
  • c | 131.95.121.107 | ১২ জুলাই ২০০৮ ২০:৩৮399170
  • কন কি মশয়? এখানেও সেই বেদ?
    :-))))))))))))))))))))))))
    হায় মেঘনাদ,কবেই তুমি....
  • shyamal | 67.60.254.15 | ১৩ জুলাই ২০০৮ ০৭:২২399171
  • কল্লোলের (১১ জুলাই, ৯:১৮) উত্তরে বলি,
    ১) হতে পারে সামান্য কিছু বামপন্থী লোকের বাড়িতে কাজের লোক একই টেবিলে খায়, সোফায় বসে। আমার কথা হল, এটা ৯৯% লোকের বাড়ি হয়না। বাম-ডান দুইই।
    ২) যারা ভাবে বাজার সব ঠিক করে তারা বাজারের ওপর নির্ভর করে কাজ করে। যদি দেখা যায় কোন কাজের লোকের বাজারদর বাড়েনি, তার মাইনে বাড়াবেনা। যদি দেখে হু হু করে বাড়ছে তবে দরকার হলে বছরে দুবার মাইনে বাড়াবে।
    আপনি বলে সম্বোধনটা আমার অরিজিনাল লিস্টে ছিলনা। তবে আমাদের বাড়ি যে কাজ করত তাকে আমরা তুমি বলতাম, সেও আমাদের তুমি বলত।

    আমি আবার বলছি, ডান বাম দুদলই একভাবে বিহেভ করে। কিন্তু বামেরা নিজের কাজের জায়গায় যে সুবিধাগুলি দাবী করে, মালিক হয়ে সেগুলো দেয়না। এটা বিরাট হিপক্রিসি।
    ডানেরা বলে আমার মালিকও আমাকে শোষণ করছেনা, আমিও কাজের লোক বা ড্রাইভারকে শোষণ করছিনা। সবাই বাজার মেনে চলছি।
    আর বামেরা নিজের সুবিধার জন্য গরীব লোকের ক্ষতি করতে পেছপা হয়না। এল সি এম বলেছে, প: বঙ্গে আলুর দাম হু হু করে পড়ছে। এবার সরকার বা কোন প্রতিষ্ঠান যদি চাষীদের আমেরিকা, ইউরোপে ও অন্য দেশে আলু রপ্তানীতে সাহায্য করে যাতে তারা বিশ্বের বাজার দর পায় , তাতে আলু চাষের সঙ্গে জড়িত সবার আয় বাড়বে। কিন্তু তখন আর কৃত্রিম ভাবে দেশের ভেতরে আলুর দাম কম করে রাখা যাবেনা। কারণ বাইরে দাম বেশী হলেই রপ্তানী হবে। তখন কিন্তু এই বামেরাই প্রথমে চ্যাঁচাবেন যে আলুর কিলো ২০ টাকা হওয়ায় আম জনতার মুশকিল হচ্ছে।
  • nyara | 64.105.168.210 | ১৪ জুলাই ২০০৮ ০৯:১৬399172
  • শ্যামলবাবুর মুক্ত বাজারের ডাকসাইটে খেলুড়েদের রক্ষা করতে রাষ্ট্রকে প্রথমে বেয়ার স্টার্ন্স কেস করার পরে এখন ফ্যানি মে ও ফ্রেডি ম্যাককে বাঁচাতে মাঠে নাবতে হচ্ছে। বাজার তাহলে ব্রহ্ম নয়, after all, eh?
  • shyamal | 67.60.254.15 | ১৪ জুলাই ২০০৮ ০৯:৪৪399173
  • সরকার যা করছে আমি একেবারেই সমর্থন করিনা। যদিও আমার একার বিরোধীতায় কিছু আসে যায়না। যারা লোভে পড়ে দামী বাড়ি কিনে ফেঁসেছে let the chips fall where they may। আমার ট্যাক্সের টাকায় তাদের বেইল আউট করা আমি মোটেও সাপোর্ট করিনা।
    অ্যাকটিভ সরকার লাভের চেয়ে ক্ষতি বেশী করে। এদেশে অনেকে মনে করে যখন প্রেসিডেন্ট এক পার্টির হয় আর কংগ্রেস উল্টো পার্টির তখন দেশ সবচেয়ে ভাল চলে। কারণ দুই পার্টির ঝগড়ার ফলে কোন বিল পাশ হয়না। মানে কংগ্রেস কোন নতুন আইন তৈরী করতে পারেনা।
    আমেরিকা হল একটি হাইলি ওভার রেগুলেটেড ধনতান্ত্রিক অর্থনীতি। এই ওভার রেগুলেশন দেশের বিরাট ক্ষতি করছে।
  • pi | 69.251.184.3 | ১৪ জুলাই ২০০৮ ১০:০৩399174
  • শ্যামলবাবু একবার বলেছেন, বামেদের হিপোক্রেসি টাই চোখে লাগে কারণ নিজে বাড়িতে মালিক হিসেবে তিনি এমনভাবে ট্রীট করেন যা কিনা প্রাইভেট কোম্পানীর মালিক ও করতে সাহস পাবেনা। এটার উদাহরণ উনি দিলেন, সোফায় বসতে না দেওয়া।

    আবার লিখলেন, বাম-ডান কেউই সোফায় বসতে দ্যায় না। এটা সামাজিক সমস্যা ।

    তার মানে ডানেরাও তাই করেননা বাড়িতে, যা অফিসে করার কথা ভাবতে পারেন না !
    কিন্তু এই হিপোক্রেসি টা চোখে লাগার মতন নয়, তাই তো ?

    ডানেরা বলে বাজার ঠিক করবে মাইনে কত হবে, কিভাবে বাড়বে। সে নিজেও বাজার দ্বারা চালিত, কাজের লোককেও সেভাবে চালায়। যেমন আই টি বা অন্যান্য প্রাইভেট কোম্পানীর কথা।

    এটা ওনাকেই কোট করলাঅম।
    এবার উনি বল্লেন কোনো কাজের মেয়ের ই মাইনে বছর বছর বাড়ে না।
    মানে বাজার দ্বারা পরিচালিত লোকজন ও আপিসের মতন নিয়মে কাজের লোককে চালন না।
    এবং, এই হিপোক্রেসি টাও চোখে লাগার মতন নয় ।

    এত সেল্ফ-কনট্রাডিক্টারি কথা বলে অন্যদের সমালোচনা করাকে কি হিপোক্রিসি বলা যায় ?

    আর একটা কথা, উনি এও বলেছেন, সবাই বাজার দ্বারা চালিত, তাই কেউ ই শোষিত হচ্ছে না ।
    সে কথা মেনে নিলে, কাজের মেয়েরা ও কোনোভাবেই শোষিত হচ্ছে না ... ওনার ই তোলা পয়েণ্টগুলো অনুযায়ী,কোনো জায়গায় বছরের পর বছর মাইনে না বাড়ে্‌লও, জিনিশপত্রের দাম বাড়া সঙ্কেÄও মাইনে না বাড়লেও, সারাবছর কোনোরকম ছুটি না পেলেও, আট ঘণ্টার বেশি কাজ করতে হলেও ,ন্যূনতম সম্মান না পেলেও , 'বাজারদর না থাকলে' এগুলোর কোনোটাই শোষণ নায়, তাই তো ?
  • shrabani | 124.30.233.101 | ১৪ জুলাই ২০০৮ ১০:০৬399175
  • যাক এই বাজারে এই দুনিয়ায় এখনও আমার শিশুমন শিশুসুলভ আচরন করতে পারে জানতে পেরে খুব ভাল লাগছে। শুধু একটাই প্রবলেম, যে মন্তব্যের পরিপ্রেক্ষিতে এটা বলা তা আমার হিসেবে শিশুসুলভ ছিলনা।
    শ্যামলবাবুর প্রতিটা বিষয়েই কোনো না কোনো ভাবে বামপন্থী ব্যাপারটা আসেই (প্রাসঙ্গিক হোক বা না হোক), এবং এই থ্রেডে এই টপিকে সেটার দরকার ছিলনা তা উনি নিজেই পরবর্তীতে বলেছেন।

    এটা একটা খোলা পাতা, যে যা খুশী বলতে পারে তবু অনেক সময়ই বলেনা, আলোচনা র স্পিরিটটা থাকে,তাই ভাল লাগে। এই থ্রেডে আলোচনা হচ্ছে যেটা কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আর কিছু চাপান উতোর। আমি শুধু এটাই বলতে চাইছিলাম যে সবসময় "ঐ কেষ্টা বেটাই চোর" সব আলোচনাতে বড্ড একঘেয়ে হয়ে যাচ্ছে।

    যাই এর চেয়ে বরং শিশুটক পড়ে শিশুমন টা তাজা করে নি।:)
  • shyamal | 67.60.254.15 | ১৪ জুলাই ২০০৮ ১০:৩৩399176
  • না পাই, এটা ডানেদের হিপক্রিসি নয়।

    কাজের মেয়ে বাজার দ্বারা চালিত। তার মনিবও। তার মানে এই নয় যে প্রতি বছর মাইনে বাড়াতে হবেই। যদি দেখা যায়, একজনের মাইনে না বাড়ালে তার চলে যাওয়ার সম্ভাবনা আর তাতে মনিবের ক্ষতি, তাহলে মনিব মাইনে বাড়াবে , অন্যথায় নয়। সেটা কাজের মেয়ের ক্ষেত্রেও সত্যি, যে প্রাইভেট কোম্পানীতে কাজ করে তার ক্ষেত্রেও সত্যি।

    সোফায় বসতে না দেওয়াটা ডান-বাম নির্বিশেষে সামাজিক সমস্যা। তার সঙ্গে , অর্থনীতির সরাসরি যোগাযোগ নেই। ইনডিরেক্ট আছে। আজ থেকে কুড়ি বছর পরে যখন কাজের মেয়েরা পাঁচ কি দশ হাজার টাকা মাইনে পাবে তখন হয়তো এই সমস্যা থাকবেনা।

    আপনার লাস্ট প্যারার সঙ্গে একমত। শোষিত তখনই বলব, যখন তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করানো হচ্ছে। যেমন ক্রীতদাস প্রথা। কেউ যদি স্বেচ্ছায় এক বিশেষ পরিস্থিতিতে কাজ করতে চায়, সেটা শোষণ নয়। বাজারে চাহিদা যোগান অনুযায়ী মাইনে ঠিক হবে। সরকারের দায়ীত্ব হল মানব সম্পদ তৈরী করা, শিক্ষা দেওয়া যাতে প্রত্যেক মানুষ চাহিদা আছে এমন কাজ করতে পারে।
    আমাদের দেশের সমস্যা হল প্রচুর লোকের কম স্কিল। সেজন্য তারা কম উপার্জন করে। বাজারের দোষে নয়।
  • Arijit | 61.95.144.123 | ১৫ জুলাই ২০০৮ ০৯:৪৯399178
  • ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ব্যাপারে ব্ল্যাটারের মত হল ম্যানিউ রোনাল্ডোকে যে আটকে রেখেছে সেটা আধুনিক দাসপ্রথার সামিল। রোনাল্ডো কিন্তু হপ্তায় কম সে কম ১৪০০০০ পাউন্ড পায়। কিন্তু সে যেতে চায় রিয়ালে। রোনাল্ডো কি শোষিত? বাজারের দর বা হয়তো তার চেয়েও বেশি টাকা কিন্তু সে পায়। এখানেও একটা মজা আছে - বাজারদর বাড়ে এসবের কারণেই - ক্লাবগুলো পাগলের মতন দাম দিয়ে বাজারদর বাড়িয়ে দেয়, ফাঁকে পড়ে ছোট দলগুলো।

    দ্যাখেন - ফুটবলেও কি ভাবে এই ফোড়নটা দিয়ে দিলাম;-)
  • r | 125.18.17.16 | ১৫ জুলাই ২০০৮ ১৩:৩৯399179
  • অমানবিক সততার লোকের থেকে মানবিক ভন্ডামিটা অনেক ভাল।
  • Y | 61.95.144.123 | ১৫ জুলাই ২০০৮ ১৭:৩৬399180
  • তুললাম
  • Ishan | 12.163.39.254 | ১৬ জুলাই ২০০৮ ২২:১৩399181
  • ওহো এখানেও আমার কিছু বলার ছিল। :)

    ডানরা মোটেও মনে করেনা, যে, বাজারে কেউ শোষিত হয়না। বিশ্বের সমস্ত উন্নত "ডান' দেশে মনোপলি আটকানোর সুবন্দোবস্ত আছে। শ্রম আইন আছে। গুচ্ছের রেগুলেশন আছে। কারণ বাজারকে বাজারের মতো ছেড়ে দিলে, তা মানুষকে ষোষণ করবেই, এটা "ডান' রাও মনে করেন। সেই জন্যই "নউনতম মজুরি'র আইন। সেইজন্যই "ওয়ার্কিং কন্ডিশন' এর রেগুলেশন।

    যে ডান ন্যূনতম মজুরির আইন মানছেন না, শ্রম করানোর শর্তগুলো মানছেন না, বলছেন, যে, খোলা বাজারে তো এরকম হবেই, তিনিও আসলে হিপোক্রেসি করছেন। খোলা বাজার কিছু "ভগবান' নয়, তিনি জানেন, বিশ্বাস করেন, কিন্তু নিজের কাজের সাফাই গাবার সময় তিনি সেটা ইচ্ছে করে ভুলে যাচ্ছেন। মনোপলি আটকানোর সময়, ন্যূনতম মজুরির আইন পাশ করানোর সময় তাঁর স্লোগান "খোলা বাজারে কিছু নিয়ন্ত্রণ দরকার', আর নিজের বাড়িতে কাজ করানোর সময় সেটা বদলে গিয়ে দাঁড়াচ্ছে "খোলা বাজারই ভগবান'।

    এটা হিপোক্রেসি।
  • pi | 128.231.88.7 | ১৭ জুলাই ২০০৮ ০২:২৬399182
  • আরে, আমার লাস্ট প্যারার সাথে একমত মানে ?
    আমি আবার কখন বল্লাম ওগুলো 'শোষণ' নয় !
  • shyamal | 64.47.121.98 | ১৭ জুলাই ২০০৮ ০২:৫৬399183
  • পাই, আপনি রেটোরিকালি বলেছেন। আমি সোজাসুজি। আপনি ওগুলোকে শোষণ মনে করেন। কিন্তু ঐ কাজের লোক যে কোন দিন কাজ ছাড়তে পারে। তাকে কেউ জোর করছেনা। আপনি যদি বলেন পেটের দায়ে করছে, সে তো সবাই। পেটের দায় না থাকলে আমি এখন বাহামার বীচে থাকতাম। কে কত টাকা পাচ্ছে, সেটা বাজারের ঠিক করা উচিৎ।

    আপনি যদি পুরো সোশ্যালিজম চান তাতে দেশের প্রচুর ক্ষতি হবে, তবু এই হিপক্রিসিটা থাকবেনা। বর্তমানে আপনি যদি সরকারী চাকুরে বা স্কুল শিক্ষিকা হন আপনার মাইনে ঠিক হয় আপনার কত প্রয়োজন তা দিয়ে। বাজার দিয়ে নয়। কিন্তু কলমি শাক ওয়ালি বা ঝির মাইনে ঠিক হয় বাজার দিয়ে। আপনি যদি বলেন কলমিওয়ালিদের সরকার থেকে মাসে আট হাজার টাকা করে দেওয়া হবে, ঝিদের ঘন্টায় তিরিশ টাকা ন্যুনতম মজুরী করা হবে, আমি আপনার পাশে আছি।

    আমার মতে সোশ্যালিজম খারাপ। কিন্তু বর্তমান মধ্যবিত্তের জন্য সোশ্যালিজম আর গরীবের জন্য বাজার -- এর চেয়ে ভাল।
  • shyamal | 64.47.121.98 | ১৭ জুলাই ২০০৮ ১৯:২৮399184
  • তুললাম।
  • lcm | 59.93.205.255 | ১৭ জুলাই ২০০৮ ২৩:২৭399185
  • "কে কত টাকা পাচ্ছে, সেটা বাজারের ঠিক করা উচিৎ' - এটি কিছুটা ভেগ স্টেটমেন্ট, হুইচ ইস সাফারিং ফ্রম গ্রস ওভার জেনারালাইজেশন। পৃথিবীর সব কাজকে কোন বাজারের কোন ফরমূলায় ফেলা যায়?
  • pi | 69.251.184.3 | ১৮ জুলাই ২০০৮ ২৩:২৩399186
  • শ্যামলবাবু,হ্যাঁ , আমি তো বলছি, বাজার দিয়ে ঠিক কারা ঠিক নয়, প্রয়োজন দিয়ে ঠিক করা হোক।
    আপনি কিন্তু তাহলে আমার পাশে থাকবেন বলেছেন।
    বাজার ছেড়ে আসছেন তো, অন্তত এই ইস্যুতে ? :)

    BTW, আপনি জানেননা বোধহয়,মুম্বইতে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলতে পারি, ওখানে কিন্তু ঘরের একেকটি কাজ পিছু মাসে তিনশো থেকে চারশো টাকা মাইনে ফিক্সড, আর সেরকম তিন চারটি কাজ এক ঘণ্টায় করে ফেলতে দেখেছি, অতএব সেটা ঘণ্টায় তিরিশ টাকার বেশি ই হল। :)
  • S | 122.162.83.250 | ১৮ জুলাই ২০০৮ ২৩:৩৭399187
  • আমাদের কাজের মেয়ে ঘর ঝাঁট দেয় মোছে আর বাসন মাজে, সাড়ে পাঁচশো টাকা নেয় এই মুহুর্তে। দিনে পাঁচ-ছ-বাড়ি কাজ করে। ঘন্টায় কত হল?

    এই কাজটাই ব্যান্ডেলে কাজের লোক করে দুশো আড়াইশো টাকায়।
  • Arijit | 61.95.144.123 | ২১ জুলাই ২০০৮ ১৭:৫০399189
  • প্রয়োজন মানে? কার প্রয়োজন? প্রয়োজন দিয়ে ঠিক হলে শ্যামলের অত্যন্ত অপছন্দের সিস্টেমের কথা ওঠে আগে;-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন