এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • খ্যাতির জন্যে ইন্দুরদৌড়

    Arijit
    অন্যান্য | ০২ জুলাই ২০০৮ | ৪৫৫৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 61.95.144.123 | ০২ জুলাই ২০০৮ ১০:১২400181
  • ইঁদুরদৌড় হবে। মামুর কল ` নিলো না, ইন্দুর বানায়ে দিলো। কি কেচ্ছা।

    যাই হোক - টপিকটা শিঞ্জিনী এবং শিঞ্জিনীর মতন আরো কত কে জানে - তাদের নিয়ে। আগে ছিলো ক্লাসে ফার্স্ট হওয়া নিয়ে, এখন শুধু ক্লাসে ফার্স্ট নয়, তার সাথে নাচে-গানে-ক্যারাটেতে-দাদাগিরিতে - সবেতেই তুখোর হতে হবে। আর টিভি চ্যানেলে মুখ দেখানোটা এখন বড় অ্যাট্রাকশন। কে নাম করে? বাচ্চাগুলো, না কি তাদের বাপ-মা? কে বেশি দোষী? বাপ-মা? নাকি টিভি চ্যানেল? নাকি আমরা, যারা এগুলো দেখে আর সাজানো ঝগড়া জেনেও টিআরপি বাড়াই?

    কোথাও যেন পড়েছিলাম উড়িষ্যার একটি বাচ্চা মেয়ে এরকম জায়গায় জায়গায় শো করে বেড়ায় - এও কি এক ধরণের চাইল্ড লেবার নয়?

    বিলেতে এধরণের শোয়ের ক্ষেত্রে আলাদা লাইসেন্স নিতে হয় - চোদ্দ বা ষোল বছরের কমবয়সী হলে।

    যাই হোক - শুরু করে দিলাম - এবার চলুক।
  • quark | 121.242.12.21 | ০২ জুলাই ২০০৮ ১০:৪৮400192
  • শিঞ্জিনী'র রোগটা আদৌ রোগ নয়, রোগের উপসর্গ মাত্র, আসল রোগটা ওর আর ওর মত সক্কলের মা-বাবার। তার পরেই আসবে এই সব শোয়ের বিচারকদের কথা, যাঁরা সবাই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত (তাঁরা এই শোতে বিচারক হ'তে অস্বীকার করতে পারেন সামাজিক দায়বদ্ধতা নিয়ে)। এছাড়ার আমরা সক্কলে যে যার মত প্রতিবাদ করতে পারি (আমি এই শো কখনো দেখিনা, কোন চ্যানেলে দেখলে তৎক্ষণাৎ চেঞ্জ করি, এইটুকুই আমার প্রতিবাদ)। এই শোয়ের প্রযোজকরাও দায়ী, কিন্তু তাঁরা বেওসা করছেন, আর বেওসায় সামাজিক দায়বদ্ধতা খুঁজতে গেলে অনেক গোড়া অবধি যেতে হবে।

    আমার দু পয়সা ...
  • Arijit | 61.95.144.123 | ০২ জুলাই ২০০৮ ১০:৫১400203
  • এক পয়সা যোগ করবো - যাঁরা সত্যিই ভালো বিচারক, তাঁরা সমালোচনা করলে কন্সট্রাকটিভ ভাবে করেন। শিঞ্জিনীর এই ঘটনায় পাপিয়া অধিকারির কথা শুনে সেরকম মনে হয়নি। দ্বিতীয় প্রশ্ন, পাপিয়া অধিকারির কি ক্রেডিবিলিটি আছে/ছিলো একজন তৃতীয় শ্রেণীরও অধম অভিনেত্রী হওয়া ছাড়া?
  • quark | 121.242.12.21 | ০২ জুলাই ২০০৮ ১১:০৪400214
  • অরিজিৎ,

    আমি কিন্তু এত ছোটো বাচ্চাদের এইভাবে টিভি'র পর্দায় এনে লাখ লাখ লোকের সামনে তাদের হিরো কিম্বা জিরো বানিয়ে দেওয়ার এই শো গুলোর ই বিরোধিতা করেছি। তাই সেই শোয়ের বিচারক হিসেবে কে কি বলেছেন বা কিভাবে বলেছেন সেটা নিয়ে ভাবতে আমি মোটেই আগ্রহী নই।

    আমার মতে এত বড় সাফল্য বা ব্যর্থতা সামলে নেওয়ার জন্যে এই বাচ্চাগুলোর আও একটু বড় হওয়াই ভালো।
  • Arpan | 202.91.136.71 | ০২ জুলাই ২০০৮ ১১:০৬400225
  • পাপিয়া কী বলেছিলেন? আমিও এইসব রিয়ালিটি শো দেখিনা। এক মীরাক্কেল ছাড়া।
  • Arijit | 61.95.144.123 | ০২ জুলাই ২০০৮ ১১:০৯400236
  • কি বলেছেন-এর চেয়ে বড় কি ভাবে বলেছেন। অত লোক দেখছে, লাইভ শো - সেখানে মোদ্দা কথাটা ছিলো তুমি একটি অকর্মা, কিস্যু হবে না তোমার দ্বারা, বিদেয় হও - এবং আরও বাজেভাবে বলা।
  • Arijit | 61.95.144.123 | ০২ জুলাই ২০০৮ ১১:০৯400247
  • শো গুলোতে আপত্তি তো প্রথমেই।
  • Arijit | 61.95.144.123 | ০২ জুলাই ২০০৮ ১১:৪২400255
  • http://tinyurl.com/4qenyu - কোনও কীওয়ার্ড মনে ছিলো না বলে এটা খুঁজে পাইনি। এটাই কন্টিন্যু হোক তাইলে।
  • kallol | 220.226.209.5 | ০২ জুলাই ২০০৮ ১১:৫০400256
  • টইটা ইঁদুর দৌড় নিয়ে, তাই একটা মারাত্মক অভিজ্ঞতা ভাগ করে নিতে চাই।
    সেটা সম্ভবত: ৮৭-৮৮। সবে উচ্চমধ্যমিকের ফল বেরিয়েছে। আমি অফিস যাবো বলে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নেমেছি দক্ষিনের দরজা দিয়ে। তারপর হাঁটতে হাঁটতে প্রথম কামরার দিকে যাচ্ছি। ময়দানে নামবো।
    আমি যখন ওপাশের সিঁড়ির কাছাকছি, তখন হঠাৎই চোখে পড়লো, একটা শ্যামলা মেয়ে, ঐ ১৮/২০ বছর বয়েসী হবে, সিঁড়িতে বসে আছে। হলুদ সালওয়ার কামিজ পড়া, হাতে বই খাতা। কেন যে চোখে পড়েছিলো কে জানে। আমি একটু তাড়াতাড়ি অফিস যেতাম, আমাদের সময় ছিলো ৯.১৫ থেকে ৫.৪৫। তখনও অফিসের ভিড় শুরু হয় নি, স্টেশন ফাঁকাই। তাই হয়তো চোখে পড়েছিলো।
    আমি যখন মেয়েটির থেকে ২৫ মিটার মত দূরে, হঠাৎ মেয়েটি উঠে দাঁড়ালো, প্ল্যাট্‌ফর্মের ধারে দাঁড়ালো, তারপর কিছু বোঝার আগেই চটিটা প্ল্যাট্‌ফর্মে খুলে রেখেই ঝাঁপ দিলো একদম থার্ড লাইনে। তখনো থার্ড লাইনের ওপর কাঠের পাটাতন ছিলো না। এই ঘটনার পরেই সব স্টেশনে লাগানো হয়।
    জীবনে সেই প্রথম মাথার ভিতরটা মনে হলো যেন ফাঁকা হয়ে গেলো। কিচ্ছু ভাবতে পারছিলাম না। তখন স্টেশন জুড়ে হৈ হৈ। আমি আর পারিনি। বাড়ি ফিরে এসেছিলাম।
    খুব মনে হচ্ছিলো এতটুকু একটা মেয়ে, তার কী এতো কষ্ট হতে পারে যে সে ঐরকম একটা মৃত্যুকে মেনে নিলো!
    সেদিনি সান্ধ্য আজকালে দেখলাম - মেয়েটির উচ্চমাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পায় নি, তাই.........
  • r | 125.18.17.16 | ০২ জুলাই ২০০৮ ১৪:৪১400182
  • ঐ তো, এইসব নিয়ে সরকার কিসব রেগুলেশন তৈরি করছে শুনলাম।
  • shyamal | 64.47.121.98 | ০২ জুলাই ২০০৮ ১৯:৩৩400183
  • আমেরিকায় অধিকাংশ ভারতীয় এই ট্র্যাডিশন চালাচ্ছেন। এদেশে "কোচিন"এর ব্যাপারটা নেই। সবাই নিজেই বাড়িতে হোম ওয়ার্ক করে যদিও তার পরিমাণ অতি কম।
    কিন্তু সেই শুন্য ভরাট করার জন্য আছে টেনিস, সকার, টাইকুয়েন্ডো, পিয়ানো, বেহালা, ভরতনাট্যম, ছবি আঁকা। হয়তো বলবেন , এগুলো তো ভাল কথা।

    ভাল হত যদি বাচ্চা নিজে বলত, আমি ঐটা শিখতে চাই। তা হয়না। বাচ্চাদের সাধারণত: তিন চারটে অ্যাক্টিভিটিতে ভর্তি করা হয়। তার ফলে বেশির ভাগ ক্ষেত্রে তারা কোনটাই ঠিক শেখেনা। আর বাবা মা দের প্রধান কাজ হল সন্ধেবেলায় আর উইকএন্ডে বাচ্চাদের টেনিস, সকার ইত্যাদিতে ফেরী করা।

    মা বাবাদের উদ্দেশ্য কি? প্রথমত: পার্টিতে বলতে পারা , মুন্নি খুব ভাল পিয়ানো বাজায়। মুন্নি, ঐ বাখের যেটা শিখেছিস, শুনিয়ে দে তো।

    তার চেয়েও বড় হল আইভি স্কুলে পাঠানো। এদেশে ভাল কলেজে অ্যাডমিশনের জন্য একটা রিকুয়্যারমেন্ট হল extra curricular activity। কিন্তু তারা বারে বারে বলে, আমরা দেখতে চাই তোমার সন্তানের একটা কোন ফিল্ডে ইন্টারেস্ট আছে, সেই ফিল্ডে ভাল করছে। তবু বাবা মারা তিন চারটে জিনিষে ভর্তি করে।
    ছেলে মেয়ের অবস্থা কি বুঝতেই পারছেন।
  • Blank | 170.153.62.251 | ০২ জুলাই ২০০৮ ২২:০৮400184
  • সর্বত্রই তাই
  • cam | 131.95.121.107 | ০২ জুলাই ২০০৮ ২২:৩৩400185
  • এগুলো ভারতীয়দের মধ্যে খুব বেশীরকম, অন্যদের মধ্যে এত দেখা যায় কি? কিজানি কতটুকুই বা বোঝা যায়!
  • ranjan roy | 122.168.68.100 | ০২ জুলাই ২০০৮ ২৩:৩৯400186
  • শ্যমল এবম অরিজিৎ সমস্যাটা বেশ গোড়াতে ধরেছেন। কিন্তু আমি, ঐ আর একজন যিনি বল্লেন, তাঁর সঙ্গে একমত। বাচ্চাদের শৈশব ছিনিয়ে নিচ্ছে লোভী বাপ-মায়েরা। ছোটদের জন্যে এইধরণের এলিমিনেশন ওলা বাজে কম্পিটিশন বন্ধ হওয়া উচিৎ।
    একটা ঘটনা বলি।
    ১৯৬৯ সাল। নাকতলা সেকন্ড স্কীমে ফাংশনে দেখলাম---প্রায় রাত বারোটায় স্টেজে বেবি রুমকি- ঝুমকির নাচ হচ্ছে।
    সাত থেকে আট বছরের দুই বাচ্চা বোন। একজন পরেছে বোম্বাইয়া ফিল্মি স্টাইলে লেহঙ্গা-চোলি আর রেকর্ডের সঙ্গে নাচছে "" চুনরি সামাল গোরী, উড়ি চলি যায় রে।'' আর একজন ব্ল্যক টপের সঙ্গে স্ল্যাকস্‌। নাচছে টুইস্টের ঢংয়ে "" বড়ে মিঞা দিওয়ানে''।
    ওদের বাবা মাইকে চেঁচাচ্ছে--"" আমার মেয়েরা আগামী মাসে অমেরিকা যাবে, সেখানে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরবে।
    কিন্তু রাত অনেক, বাচ্চা দুটোর ঘুম পেয়েছে, ক্লান্ত।
    আমার ওদের জন্যে বড় কষ্ট হল, বাবার জন্যে রাগ।
    ঘরে ফিরে গেলাম।
    বহু বছর পরে কোলকাতা এসে জানলাম
    ঐ দুই বাচ্চার একজন এখন প্রখ্যাত টলিউড অভিনেত্রী দেবশ্রী রায়।
  • shyamal | 64.47.121.98 | ০৩ জুলাই ২০০৮ ০০:২২400187
  • ঐ সময়ের ধারে কাছে রুমকি-ঝুমকির নাচ আমিও দেখেছি আমাদের পাড়ার কালিপুজোর ফাংশনে।
  • rimi | 168.26.191.117 | ০৩ জুলাই ২০০৮ ০০:৪১400188
  • শিঞ্জিনীর অসুস্থতা সম্পর্কে ডাক্তাররা বলছেন এটা একটা অটো ইমিউন ডিসর্ডার, এর সঙ্গে ডিপ্রেসনের বা সাইকোলজির কোনো সম্পক্ক নেই।
  • quark | 121.242.12.21 | ০৩ জুলাই ২০০৮ ১০:৪৯400189
  • রঞ্জন,

    আপনার গল্প পড়ে সেই পুরনো কথাই আবার বলতে হ'ল (যদিও আমি নিশ্চিত আপনিও এটা জানেন) - সাত আট বছরে পাড়ার ফাংশনের স্টেজে নাচা ১০০ রুমকি-ঝুমকির মধ্যে ১ জনই (অথবা আরো কম) দেবশ্রী রায় হ'ন।

    রিমি,

    ঠিক কথা। শিঞ্জিনীকে যিনি কলকাতায় দেখেছেন, এবং SSKM এর নিউরোলজির একজন সিনিয়র এর কথা (দুটোই টিভি তে শোনা) এটা একেবারেই কাকতালীয় একটা ব্যাপার। কিন্তু, প্রথমত: আজই কাগজে পড়লাম শিঞ্জিনীর বাবা কঠোর ভাষায় শোয়ের প্রযোজকদের আক্রমণ করেছেন, তাঁর মেয়ের এই অবস্থার জন্য। দ্বিতীয়ত: কাকতালীয় হলেও আমি এখনো আমার প্রথম পোস্টের জায়গাতেই থাকব - এতবড় সাফল্য বা ব্যর্থতা সামলে নেওয়ার জন্য আর একটু বড় হওয়া দরকার (ব্যতিক্রমীদের কথা ব্যতিক্রম)।
  • Arpan | 122.252.231.206 | ০৩ জুলাই ২০০৮ ১০:৫৬400190
  • দেবশ্রী রায়ের নিকনেম চুমকি। রুমকি বা ঝুমকি নয়। :)
  • Arijit | 61.95.144.123 | ০৩ জুলাই ২০০৮ ১১:০১400191
  • যেটা লক্ষ্যণীয় সেটা হল এই ক্রেজ (ক্রেজই বলা উচিত) রিসেন্টলি বেড়েছে। অবশ্য আগে এত চ্যানেলও ছিলো না, এত কম্পিটিশনও হত না - যদিও এটা ডিম আগে না মুরগী আগে গোছের প্রশ্ন। ক্রেজ বেশি বলে শ্যানেলগুলো ব্যবসা করে নিচ্ছে, নাকি চ্যানেলগুলো দিচ্ছে বলে লোকের ক্রেজ বাড়ছে।

    মূল লক্ষ্য হল সস্তায় খ্যাতি কেনা। একটা বড় আইডিওলজিক্যাল শিফট?
  • Arijit | 61.95.144.123 | ০৩ জুলাই ২০০৮ ১১:০৩400193
  • কোয়ার্কের শেষ পয়েন্ট প্রসঙ্গে - এটা সাফল্যই বা কেন? ব্যর্থতাই বা কেন? একটা রিয়েলিটি শো-তে জিতলে বা হারলে কি গোটা লাইফের সব স্ট্রাগল জেতা/হারা হয়ে যায়?
  • Arijit | 61.95.144.123 | ০৩ জুলাই ২০০৮ ১১:০৪400194
  • আর মামু কি গুপি করে ইন্দুরটাকে ইঁদুর করতে পারে না? কি বিচ্ছিরি লাগছে দেখতে।
  • quark | 121.242.12.21 | ০৩ জুলাই ২০০৮ ১১:১১400195
  • অরিজিৎ,

    হুম। এটা আরো গোড়ার কথা, অর্থাৎ সাফল্য আর ব্যর্থতার সত্যিকারের সংজ্ঞা। তবে আজকের যুগে লাখ লাখ লোকের সামনে টিভিতে ফার্স্ট হওয়াটা যে একটা বিরাট "সাফল্য" এটা বাতিল করলে গোটা আলোচনাটাই শুরু করা যায় না।
  • Arijit | 61.95.144.123 | ০৩ জুলাই ২০০৮ ১১:১৯400196
  • তা ঠিক - তবে আমার নিজের এটাকে সাফল্য বলে মনে হয় না। আই অ্যাবসল্যুটলি হেট দ্য গ্ল্যামার বিজনেস।
  • quark | 121.242.12.21 | ০৩ জুলাই ২০০৮ ১১:৫৮400197
  • আমার লেখা পড়ে যদি কারো মনে হয়ে থাকে আমিও এটাকে সাফল্য মনে করি, তাইলে আমাকেও ডিসক্লেইমার দিতে হয় - আমিও অরিজিৎ এর মতই ভাবি।
  • S | 202.140.54.29 | ০৩ জুলাই ২০০৮ ১২:০০400198
  • মুশকিল এটাই, এই ক্রেজ নিয়ে কিছু এজেন্সি ব্যবসা করে, আর তার শিকার হয় কমবয়েসী ছেলেমেয়েরা। এদের কতই বা বয়েস, কতটুকু দেখেছে এরা কম্পিটিশনের। কিছু বাপ মা-ও থাকে সেই ক্যাটেগরির, তারাও ছেলেমেয়েগুলোর মাথা খায়। কেউ কেউ অবশ্যই থাকে সত্যিকারের ট্যালেন্টেড, কিন্তু তারা আসলে খুব কম।

    পেছনে ফিরে তাকালেই তো বোঝা যায়, এই যে এত ফেম গুরুকুল ইন্ডিয়ান আইডল ইত্যাদি অনুষ্ঠান হল, এতজন চ্যাম্পিয়ন হল, তাতে কী ছেঁড়া গেল? লোকের এসেমেসের পয়সায় চ্যানেলগুলো গুছিয়ে ব্যবসা করে নিল, টিআরপি বাড়ল, প্রচুর বিজ্ঞাপন এল, আজ ঐ কী যেন সামন্ত, সেই কাজী তৌকী, আর রুপাঞ্জনা, তারা আজ কোথায়? কটা সিনেমায় গান গাইল?

    সব হারিয়ে যায়। ঐ দেবজিৎ তো গায়ক থেকে অ্যাঙ্কর হয়ে গেছে। আর অনীকও হারিয়ে যাবে কিছুদিনের মধ্যেই। গায় হয় তো ভালো, কিন্তু তার মধ্যে সেই জিনিস নেই, যা একজন গায়কের মধ্যে থাকা দরকার।

    ছেলেমেয়েগুলো দেখেও শেখে না !
  • S | 202.140.54.29 | ০৩ জুলাই ২০০৮ ১২:০৫400199
  • চুমকি ?? দেবশ্রী আর তার বোন কিন্তু রুমকি ঝুমকি নামেই পরিচিত ছিল।
  • nyara | 64.105.168.210 | ০৩ জুলাই ২০০৮ ১২:১১400200
  • অরিজিতের এই 'হেট টু দা গ্ল্যামার বিজিনেস' নিয়ে দু পয়সা।

    গ্ল্যামার বিজিনেসের গ্ল্যামারকে হেট করা যায়, কিন্তু লোকগুলোকে নয়। এসব বিজিনেসে সফল্যর জন্যে অসম্ভব ট্যালেন্ট লাগে। ফ্লুকে কয়েকটা ভুলভাল পাবলিক ঢুকে পড়ে ঠিকই, কিন্তু অধিকাংশই হয় ট্যালেন্টেড, নয় অসম্ভব অধ্যবসায় অথবা, অধিকাংশ ক্ষেত্রে, দুইই। স্টারের ছেলেমেয়েদের এর থেকে বাদ রাখছি।

    আজকের এই প্রস্তুতি লোকের সামনে হচ্ছে বলে লোকে চ্যাঁচাচ্ছে। কিন্তু তারাই আবার যখন শোনে যে আলাউদ্দিন খাঁ আলী অকবরকে গৎ না তুললে না খেতে দিয়ে গাছে বেঁধে রাখত, চোখ গোলগোল করে বলে, 'এই না হলে আলী আকবরের মাতন বাজনদার হয়?'
  • Arijit | 61.95.144.123 | ০৩ জুলাই ২০০৮ ১২:১৭400201
  • ধুর ন্যাড়াদা - কোথায় আলি আকবর, আলাউদ্দিন খাঁ আর কোথায় স্টার প্লাসের প্রোগ্রামের "ইশ্‌টার' :-(
  • quark | 121.242.12.21 | ০৩ জুলাই ২০০৮ ১২:২৪400202
  • এইখানে আরেকটু কিছু বলা যায়। সামান্য বইপ্ত্র পড়ে যদ্দূর জেনেছি, এই সব দোর্দণ্ডপ্রতাপ গুরুরা কিন্তু ছিলেন জহুরী। ওঁরা তার পেছনেই সময় শরীর খরচ করতেন যার হবে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো ভুল প্রমাণিত হয় নি। এমনও দেখা গেছে দুই ছেলের একজনতে ঐরকম ভয়ানক উপায়ে শেখালেও, আরেকজনের কপালে জুটত উপেক্ষা।

    সাধারণ মা বাবাদের ক্ষেত্রে কি সেই থিয়োরি প্রযোজ্য হবে?
  • Arijit | 61.95.144.123 | ০৩ জুলাই ২০০৮ ১২:৩০400204
  • এখানে মা-বাবারা তো চান না ছেলে/মেয়ে আলি আকবর হোক। বরং তাঁরা চান ছেলে/মেয়ে কানুকুমার হোক - নাচ/গান/তবলা/বেউলো শেখা নয়, টিভিতে দেখা-গ্ল্যামার-টাকা-খ্যাতি বড়। সবার আগে। শুধু এই দিকে নয় - ব্যাট শরলেই সচিনের মতন সত্তর কোটি কামাবে, ফুটবলে পা দিলেই বেকহ্যামের মতন মিনিটে পঞ্চাশ পাউন্ড কামাবে...

    অলিতে গলিতে সচিন বানানোর কারখানাও দেখি, আর ইদানিং "ইশ্‌টার' নাচিয়ে বানানোর কারখানাও দেখি। গড়িয়া অটো স্ট্যান্ডের পিছনে। বাঁশদ্রোণী ২০৫ স্ট্যান্ডের পাশের গলিতে। আরো কত্ত জায়গায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন