এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • খ্যাতির জন্যে ইন্দুরদৌড়

    Arijit
    অন্যান্য | ০২ জুলাই ২০০৮ | ৪৫৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Paramita | 143.127.131.4 | ০৩ জুলাই ২০০৮ ১২:৪২400205
  • নাচাগানার চাপ বলে কি একটু বেশী ছিছিক্কার হচ্ছে না? লেখাপড়ার চাপে নষ্ট শৈশব, পরীক্ষার আগে ডিপ্রেশন, রেজাল্টের পর সুইসাইড এসব ট্র্যাডিশান কি আমরা ভুলে গেছি? তখন লেখাপড়া করে চাকরি পয়সা কামাবার পন্থা ছিল তাই ঐটেয় বাপ-মার চাপ-বেত-রক্তচক্ষু, এখন উপার্জনের অ্যাভিনিউ খুলে গেছে, তাই চাপের ক্ষেত্রও ডাইভার্সিফাই করেছে।
  • nyara | 64.105.168.210 | ০৩ জুলাই ২০০৮ ১২:৪৮400206
  • প্রথমত: আলী আকবর হবার আগে কেউ জানে না সে আলী আকবর হবে না পাড়ার আলুভাই হয়ে থাকবে।

    দ্বিতীয়ত: আগে ছিল আইনস্টাইন বাননোর কারখানা। বাপ-মা তখন শুধু পড়াশুনো নিয়ে হুড়কো দিত। আজকাল তো অন্য অনেক অ্যাভিনিউ হয়েছে। সেটা আমার মতে ভাল। তবে একটা বয়েসের পরে হওয়া উচিত।

    আসলে এক কথায় ভাল কি মন্দ বলা যায় না। সবই ব্যালেন্সের খেলা। কিছু গাম্বাট বাপ মা আছে, যাঁদের ব্যালেন্স ঠিক নেই। আজকে রিয়েলিটি শোতে পাঠচ্ছেন। আজ থেকে বিশ বছর আগে হলে দশটা মাস্টার রেখে ফার্স্ট করার চেষ্টা করতেন, না পারলে ঠ্যাঙানি। কল্লোলদার গল্পটা স্মর্তব্য।
  • Arijit | 61.95.144.123 | ০৩ জুলাই ২০০৮ ১২:৪৯400207
  • সব ইনক্লুডেড। ক্লাসে ফাস্টো হবার জন্যে যদি বাবা-মা রেগুলার বেত পেটা করেন সেও একই ক্রাইম।

    সেটাই কইতেছি - কই এই প্রেসার তো কেউ আমাদের দেয় নাই? কেউ বলেনি যে তোকে ক্লাসে ফার্স্ট হতেই হবে, বা অমুকটা করতেই হবে...

    দ্বিতীয় কথা - উপার্জন - শুধু উপার্জন যদি লক্ষ্য হত, তাহলে এই টেন্ডেন্সীটা যাদের উপার্জন কম, তাদের ক্ষেত্রে দেখা যেত। তা নয় - বরং উল্টোটা - অধিকাংশ ক্ষেত্রে। অবশ্যই কিছু ক্ষেত্রে অনেক স্ট্রাগল করে উঠে আসে - ওই তোশি না কি নাম ছেলেটার - স্টার প্লাসে দেখলুম - ও যেমন - অবশ্য শোনা কথা।
  • Arijit | 61.95.144.123 | ০৩ জুলাই ২০০৮ ১২:৫৪400208
  • আর জিন্দগীতে মনে হয় এই প্রথম শ্যামলের একটা অবজার্ভেশনের সাথে মতে মিললো;-) যে এটা শুধু ভারতীয়দের মধ্যেই দেখি। অবশ্য চাপ জিনিসটাই ভারতীয়দের মধ্যে বেশি - বিরিয়ানির মতন চাপও সুস্বাদু।
  • S | 202.140.54.29 | ০৩ জুলাই ২০০৮ ১২:৫৫400209
  • আমার মা করত। ছোটবেলায়। ক্লাসে ফার্স্ট না হতে পারলে বাড়ি থেকে বের করে দেব, খেতে দেব না, এই সব বলত।

    বড় হবার পর অবশ্য বলে নি।
  • Paramita | 64.105.168.210 | ০৩ জুলাই ২০০৮ ১৩:০৩400210
  • যাদের উপার্জন কম, তারাই শুধু উপার্জন করতে চায় নাকি?
  • Arpan | 202.91.136.71 | ০৩ জুলাই ২০০৮ ১৩:১০400211
  • তবে এইসব চটজলদি গ্ল্যামারের পেছনে দৌড়নো, মানে আইডল টাইডল, এক্স ফ্যাক্টর জাতীয় অনুষ্ঠানের গণ-হিস্টিরিয়া বিলেতে বা আম্রিকায় কিছু কম দেখি নাই। বিচারকদের সমালোচনাও হয় আরো চোখা চোখা।

    তবে এসবে সাফল্য পাবার জন্য বাপ-মায়ের চাপ? মনে হয় না। না হবারই কথা।
  • r | 125.18.17.16 | ০৩ জুলাই ২০০৮ ১৩:১৮400212
  • বিদেশে উপার্জন ও সাফল্যের (বিদেশ মানে উত্তর আমেরিকা ও ইউরোপ) পথ বহুমাত্রিক। একটা ছেলে বা মেয়ে দশ বছর কর্পোরেট জগতে কাজ করে তারপরেও একদম অন্যরকম কাজের জগতে চলে যেতে পারে। তাতে তাদের স্বচ্ছন্দ জীবনধারণের কোনো অসুবিধা হয় না। আমাদের দেশে পেশা ও উপার্জনের পথ সীমিত এবং অনমনীয়। অতএব, নতুন কোনো লাইনে সাফল্যের গন্ধ পাওয়া গেলেই সব বাবা-মা সেই ইঁদুরদৌড়ে লাইন দেন।
  • quark | 121.242.12.21 | ০৩ জুলাই ২০০৮ ১৩:২৭400213
  • এতদিনে শমীকের "বড়' হবার নেপথ্য কাহিনী জানা গেল।

    জাস্ট কিডিং :)
  • Arijit | 61.95.144.123 | ০৩ জুলাই ২০০৮ ১৩:২৮400215
  • কিছু রিয়েলিটি শো নিয়ে হিস্টিরিয়া - হ্যাঁ - বিলেতেও দেখেছি - উদা বিগ ব্রাদার। এবং আশ্চর্যের ব্যাপার হল একটা অতি ফালতু কনসেপ্ট নিয়ে শো, তাই নিয়ে চেঁচামেচি। পিপিং টমের বেশি তো কিছু নয়। প্রথমবার নতুন কনসেপ্ট ছিলো বলে সুপার ডুপার হিট, তারপর থেকে রেটিং পড়তে শুরু করলো বলে বিতর্কের আমদানি শুরু হল - জর্জ গ্যালওয়ের বেড়াল সাজা, তারপর শিল্পা শেঠি এপিসোড। আর তখন ভারতীয়রাও রীতিমতন ফিল্ডে নেমে গেসলো - আহা ভারতীয় সুন্দরী bullyed হচ্ছে, এসো কিছু করি। পুরোটা যে তৈরী করা সেটা কেউ দেখে না।

    কিন্তু বাপ-মায়ের চাপ নাই - অন্তত: অল্প বয়সে।
  • r | 125.18.17.16 | ০৩ জুলাই ২০০৮ ১৩:৫৭400216
  • তবে এর মধ্যেও আমি কিছু ভালো জিনিষ দেখতে পাই। বাচ্চাদের উপর নিজেদের ইচ্ছে চাপিয়ে দেওয়া সবসময়ই অন্যায়। কিন্তু এখন যে অন্তত: "ডাক্তার-এঞ্জিনিয়ার-ম্যানেজার না হয়ে গাইয়ে-বাজিয়ে হয়েও বেঁচে থাকা যায়"- এই বোধটা তৈরি হচ্ছে, সেটা একটা ভালো ব্যাপার। বিশেষত: আমাদের দেশে গাইয়ে-বাজিয়ে-নাচিয়েদের সামাজিক অবস্থানের ইতিহাসের পরিপ্রেক্ষিতে।
  • lcm | 71.132.147.103 | ০৩ জুলাই ২০০৮ ১৩:৫৮400217
  • অরিজিৎ,
    শুধু ভারতীয় নয়। চীনাদের মধ্যেও কম কিছু নয়। থাইল্যান্ড, ফিলিপিনস, ব্রেজিল...

    তবে r একটা কথা ঠিক বলেছে, ডেভলপড নেশনে বাবা-মায়েদের এতটা চাপ নেই। জনবহুল ডেভলপিং কাϾট্রগুলোতে বেশী চাপ। এবং, প্রধানত মিড্‌ল ক্লাসে।
  • Arpan | 202.91.136.71 | ০৩ জুলাই ২০০৮ ১৪:২০400218
  • মোলো যা, বিগ ব্রাদার তো সেলিব্রিটিদের নিয়ে হত। আমি বলছি এক্স-ফ্যাক্টরের কথা, যেটা চ্যানেল ফোরে হত। গানের অনুষ্ঠান। সাইমন কাওয়েল ঝেড়ে কাপড় পরাত সবার।

    বলাই বাহুল্য সাইমনের সাথে বাকি বিচারকদের খিটিমিটি ছিল অনুষ্ঠানের অন্যতম টিআরপি।
  • Arijit | 61.95.144.123 | ০৩ জুলাই ২০০৮ ১৪:৩২400219
  • সেলিব্রিটি বিগ ব্রাদার ছাড়াও আরেকটা সিরিজ হত - এম্নি বিগ ব্রাদার। জেড গুডি সেলিব্রিটি হল তো প্রথম (নাকি দ্বিতীয়) বিগ ব্রাদার থেকে। জেড গুডি হইল গিয়া আমাগো রাখী সাওন্ত।
  • Santanu | 82.112.6.2 | ০৩ জুলাই ২০০৮ ১৬:০১400220
  • এই চাপ নিয়ে একটা হাতে গরম কাহিনী।

    আমার মেয়ে দোলনা স্কুলে Trinity School course এ পিয়ানো শেখে। গত ৬ বছর ধরে শিখছে। (ডি: এতে মা বাবার কোনো অবদান নেই। একদিন স্কুল থেকে লাফাতে লাফাতে এসে বল্লো, পিয়ানো শিখবো, কি ভালো, কিনে দেবে? আমরা বল্লাম, বলিস কি রে, সে তো অনেক দাম। যাই হোক, এক বছর স্কুলের পিয়ানো তে শেখার পর বাড়িতে পিয়ানো এলো, ইত্যাদি)

    এবার যা হয়, প্রথম তিন বছর খুব ইন্টারেস্ট, Trinity yearly exam এ মেরিট টেরিট পেল, তারপর ইন্টারেস্টে ভাঁটা। অর ও দুটো Trinity exam পাস করলো।

    এখন পিয়ানো বাজানোটা Home Task এর মতো সপ্তায় একদিন করতে হয় তাই করে। আমরা আধুনিক বাবা মা, চাপ টাপ দিই না, মাঝে মাঝে মিণমিণ করে বলি, ওরে না বাজাবি না বাজাবি, এতো দামী জিনিষ, মাঝে মাঝে একটু ধুলোটুলো ঝারিস।

    Trinity Course - 8 yearly exam plus 1 diploma exam. এবার বাজাক না বাজাক, আমার কন্যা মনে মনে ভেবে বসেছিল, ৫ টা হয়ে গেছে আর ক্লাস ৯ থেকে ক্লাস ১২, এই ৪ বছরে বাকি ৪ টে exam দিয়ে কেল্লা মেরে দেবেন।

    এই আল্লাদে এক ঘটি জল। দুদিন আগে পিয়ানো স্যার বলেছেন যে এই preparationexam দিলে খুব বেশী হলে টেনে টুনে পাস করবে, সে পাস করাও যা, না করাও তা। তাই এবার উনি কন্যা কে exam দিতে দেবেন না। ভালো করে Practice করে, পরের বার দেবে।

    কন্যার ক্লাস ১২ এর মধ্যে Trinity Diploma বাগিয়ে নেবার আশা শেষ। মেয়ে আমার প্রথমে স্যার এর সাথে প্রচুর লড়াই করেছে, তারপর দুদিন ধরে গাল ফুলিয়ে বসে ছিল। এটা মা বাবার খুব চিন্তার কারণ হয়েছিল।

    কাল রাত্তিরে শুনলাম মেয়ে নর্মাল হয়েছে। বাপ মায়ের বেশ চাপ কমে গেল এতে।

    এ যে কাকে চাপ দেয় !!!

  • santanu | 82.112.6.2 | ০৩ জুলাই ২০০৮ ১৬:০৪400221
  • *কে যে কাকে
  • shyamal | 64.47.121.98 | ০৩ জুলাই ২০০৮ ১৮:৪৯400222
  • এই দেবশ্রীর বোন ঝুমকির মেয়েই কি রানী মুখার্জি? কারণ দেবশ্রী রানীর মাসি।

    এখন শচিন বানানোর , কিশোর বানানোর কারখানা হয়। সেটা যদি খারাপ হয় তবে নারায়নমুর্তি বানানোর কারখানাও একই রকম খারাপ। আমাদের আমলে "কোচিন" এর ব্যাপারটা প্রায় ছিল না। আমি ক্লাস সিক্সে তিন মাস ছাড়া কোন কোচিংএ পড়িনি। আজ দেখছি আমার ভাইঝি ইলেভেনে ছ জন টীচারের বাড়ি পড়তে যায়। এটা কি ভাল?
  • rimmi | 168.26.191.117 | ০৩ জুলাই ২০০৮ ১৯:৩০400223
  • আমি নিজেও হায়ার সেকেন্ডারির সময় গুচ্ছ গুচ্ছ টিচারের কাছে পড়েছি। সেইসব সময়ের অপচয়ের কথা ভাবলে কষ্ট হয়। নিশ্চিতভাবেই ঐসব টিচারের কাছে না পড়লে যা রেজাল্ট হত পড়েও তাইই হয়েছে। খামোখা সময় নষ্ট, আর টেনশন। তবে হ্যাঁ, যেসব কোচিংএ ছেলে মেয়ে একসঙ্গে পড়ত, সেগুলোতে যাওয়া বৃথা হয় নাই। ঝারি মারা, চোখে চোখে কথা বলা - এসব না থাকলে জীবনটা নেহাত বোরিং হত, আর হা:সে:র পরে আমাকেও হয়ত রেললাইনে ঝাঁপ দিতে হত।

    একসময়ে পৃথিবী এবং জীবনকে বড়ই মধুর মনে হত, তা কেবল ঐ কচি কচি দাড়ি গজানো, সদ্য সিগারেট ধরা, মিষ্টি হাসির মিষ্টি মুখের ছেলেগুলোর জন্যেই। নয়ত ঐ পরীক্ষা সর্বস্ব নাম্বার সর্বস্ব মোস্ট বোরিং জীবনের কে তোয়াক্কা করত?
  • rimi | 168.26.191.117 | ০৩ জুলাই ২০০৮ ১৯:৩৮400224
  • পরীক্ষা আর নাম্বারের মতন বাজে জিনিষের জন্যে যা চাপ, তার থেকে টিভিতে নাচানাচি করা ঢের ভালো, অন্তত একটা থ্রিল আছে। :-)) ডি: একান্তই আমার ব্যক্তিগত মত।
  • sinfaut | 117.195.199.15 | ০৩ জুলাই ২০০৮ ১৯:৪৩400226
  • সত্যি মেয়েরা পষ্টাপষ্টি যদি এইকথাগুলো তখন বলে দিত আমাদের কত সুবিধে হতো।
  • rimi | 168.26.191.117 | ০৩ জুলাই ২০০৮ ১৯:৫১400227
  • পষ্টাপষ্টি বলা মানেটা কি? চোখের ভাষা বোঝো নাই? মেয়েদের ভাষা শুধু কিছু শব্দ নয়, তার চেয়েও গভীর, ব্যঞ্জনাময় শিল্প। :-))
  • sinfaut | 117.195.199.15 | ০৩ জুলাই ২০০৮ ১৯:৫৭400228
  • ঐ ভাষা পড়তে গেলেই বলত - syntax error কিংবা illegal assignment। ক্রমে ক্রমে শিখেচি আরকি। তবুও চাপ নিইনা। কি থেকে কি হয়ে যায়।
  • kd | 59.93.206.49 | ০৩ জুলাই ২০০৮ ২২:২০400229
  • শ্যামল, ঝুমকির নাম বোধহয় রাজশ্রী। রানীর মাএর নাম কৃষ্ণা, এদের বড় বোন। কৃষ্ণা রফির দলে, মানে concertaccompanying singer ছিলো - ও কিন্তু ঐ দুই বোনের মতো অত সুন্দরী নয়।

    ডি: আমি কী ঠিক জানি? কে জানে?
  • I | 59.93.216.60 | ০৩ জুলাই ২০০৮ ২২:২৫400231
  • না না, কোচিন ভালো। আমি এক ভদ্রলোকের কাছে খড়দায় কোচিন পড়তে যেতাম,ইঞ্জিরি-রিমি চেনে-তো, তাঁর কাছে না গেলে বেঁচে থাকা অনেকটা ছোট হয়ে যেত।
    তাই বলে সব কোচিন কি আর সমান!
  • aja | 207.47.98.129 | ০৩ জুলাই ২০০৮ ২২:২৫400232
  • সরি, unresolved
  • aja | 207.47.98.129 | ০৩ জুলাই ২০০৮ ২২:২৫400230
  • সিফোঁ-কে:

    আর একটা এরর ছিল, linking error: undefined symbol
  • sinfaut | 117.195.199.15 | ০৩ জুলাই ২০০৮ ২৩:৪৩400233
  • লসাগুর পুরো নামটা মনে করলেই এই সমস্যা রিজলভ হয়ে যাবে। ল্যাদোশ চন্দ্র মিত্র। বেসিকালি হেবি ফান্ডু লোক, আপিসে লিনাক্স ব্যবহার করেন। বাড়িতে, এক্সটার্নাল প্রেসারে নাও করতে পারেন, আবার করতেও পারেন। কিন্তু লিনাক্স না নন-লিনাক্স এ ব্যাপারটাকেই পাত্তা না দিয়ে হাই তোলেন। হেউ। কয়েকটা পোস্ট পড়ে এ আমার ডিডাকশন। কিন্তু এ ভুল হতে পারে আবার নাও হতে পারে। কারন, এ জগতে ভুল ঠিক বলে কিচু নেই। হুঁ হুঁ বাওয়া পোস্টমর্ডার্ন হোম্‌স।

    আর ইসে, এই গুরুতে এসেই আমার জাতিসঙ্কÄ¡র ধারনা গাঢ় হয়েছিল। তার আগে ঘটি আর বাঙাল নামে যে যুযুধান দুই ক্যাটাগরি বায়োস্কোপ থেকে লাফিয়ে জীবনের এত ঘাড় ঘেঁসে মেখে গেছে সে বুঝি নাই। আগেও তো আমি বাঙাল দেখেছি। কিন্তু আমি শুধু তাদের মানুষই ভাবতাম।
  • sinfaut | 117.195.199.15 | ০৩ জুলাই ২০০৮ ২৩:৪৪400234
  • উফফ।
  • ranjan roy | 122.168.31.29 | ০৪ জুলাই ২০০৮ ০১:১৩400235
  • অরিজিৎ,
    তুমি কি নিউ ক্যাসল ছেড়ে আমার প্রথম যৌবনের পাড়াগুলোতে ঘুরে বেড়াচ্ছো? গড়িয়া বাসস্ট্যন্ড, মিতালী সংঘের মাঠ,পদ্মশ্রী সিনেমা হল, বাঁশদ্রোণীর বাজারের পেছনের গলি? হায়!
  • ranjan roy | 122.168.31.29 | ০৪ জুলাই ২০০৮ ০১:১৪400237
  • সরি, আগেরটা ভাটে যাবে। সূতো গুলিয়ে দু:খিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন