এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুই না তুমি নাকি আপনি

    Cam
    অন্যান্য | ২৭ জুন ২০০৮ | ৪২১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 61.95.144.123 | ০৪ জুলাই ২০০৮ ১২:৪৭400867
  • স্যানের সাথে আমার কম্প্যাটিবিলিটি লিস্ট বেড়েই চলেছে;-)
  • S | 202.140.54.29 | ০৪ জুলাই ২০০৮ ১২:৪৮400868
  • জোরজার না-পসন্দ, বরবউ তুই তে ছিলাম, আছি, থাকবো। এই জন্য দাম্পত্য জীবনে বাবা-মা/শ্বশুর-শাশুড়ির প্রেজেন্স সহ্য হয় না। অভিনয় করা পোষায় না।
  • Arijit | 61.95.144.123 | ০৪ জুলাই ২০০৮ ১২:৫১400869
  • ধুর আমার বউই তো জোর করে এই কীর্তিটি করেছে।
  • S | 202.140.54.29 | ০৪ জুলাই ২০০৮ ১২:৫২400870
  • তাইলে নো কমেন্ট :-)
  • sinfaut | 66.232.102.157 | ০৪ জুলাই ২০০৮ ১২:৫৩400871
  • ভয়ানক ভুল করেছে। এখন "তুমি" করে প্রেমের কতা বলতে গেলেই সপ্তপদীর কতা মনে হবে। ;-)
    অবিশ্যি "তুই' করে বললে ফসিলস এর গানের কতাও মনে হতে পারে, কোনটা সুবিধেজনক বলা যাচ্ছেনা।
  • Arijit | 61.95.144.123 | ০৪ জুলাই ২০০৮ ১২:৫৫400872
  • মাইরি। কলেজে বউটা বেশ বন্ধু ছিলো - বেশ পিছনে লাগা যেত, রাগতো না। এখন বউ হয়ে গেছে - পটাং করে চটে যায়। জীবনে এত ফর্মালিটি পোষায়?
  • san | 12.144.134.2 | ০৪ জুলাই ২০০৮ ১২:৫৮400873
  • এইবারে অমিল ও বেরিয়েছে ।

    আমাদের সংসার দেখলে এখনো লোকে বলে হস্টেল লাইফেরই এক্সটেনশন চলছে।সম্বোধন পাল্টে কি আর মানুষ পাল্টানো যায়? ;-)
  • Arijit | 61.95.144.123 | ০৪ জুলাই ২০০৮ ১৩:০০400874
  • এক হাতে তালি বাজে না তো। অন্য হাতটা এখন সেতার বাজাতে ইচ্ছুক, তালি-টালি বাচ্চা বয়সে বাজায় - এমন দাবি নিয়ে:-(
  • S | 202.140.54.29 | ০৪ জুলাই ২০০৮ ১৩:০৯400875
  • অরিজিৎ, এ সবই মিডলাইফ ক্রাইসিস, দূ:খ করে লাভ নেই, এই বয়েসেই ছেলেরা হয় বধির বা দার্শনিক হয়ে যায়, মেয়েরা সুতার্কিক হয়ে যায়। :-)

    আমরা গুচ্ছ রাগারাগি ঝগড়াও করি, আবার লাইটার মোমেন্টসে একে অন্যের পশ্চাদ্দেশে লাথি মেরে হস্টেল লাইফের এক্সটেনশন-জাতীয় গুষ্টিসুখও অনুভব করি। তবে কিনা লাইটার মোমেন্টস জীবনে বড়ই কমিয়া আসিতেছে। সেটাই দুস্কু।
  • S | 202.140.54.29 | ০৪ জুলাই ২০০৮ ১৩:১৭400877
  • আবার তুমি-লাভারও দেখেছি। কৌশিক কোয়েলী আমাদের সাথে এক ব্যাচে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস পড়ত। ভুল বললাম, কোয়েলী অন্যত্র পড়ত। পাতি তুই তোকারির বন্ধুত্ব ছিল। আমরাই চুকলি কেটে ওদের মধ্যে প্রেমটা তৈরি করলাম। প্রথমে তো যথারীতি "না-না, ও তো বন্ধু, ওর সাথে কী করে' ইত্যাদি ফেজ গেল, তারপরে এমন আঠার মত প্রেম শুরু হল ... প্রথমে কালীঘাটে গিয়ে বিয়ে, তারপরে বাড়ির লোককে নিয়ে খরচাপাতি করে বিয়ে, তারা এখন মিউনিখে পোস্ট ডক্টরাল গোরু-খোঁজার কাজ করছে একসাথে, কিন্তু সেই প্রেমের প্রথম দিন থেকেই তারা সেই যে তুমি-তুমি শুরু করেছিল, আর কখনও তুই-তে ফিরে যায় নি।

    কী অধ্যবসায় মাইরি! আমি হলে পাত্তাম না।
  • udayan | 125.17.8.196 | ০৪ জুলাই ২০০৮ ১৪:৪২400878
  • আমার বৌ বিয়ের পাচ বছর পরে হটাত করে তুই ডাক তে শুরু করেছিলো। বলার পরে বলল, ছেলে-র সঙ্গে কথা বলতে বলতে অভ্যেস হয়ে গ্যাছে। তাই দেখাদেখি ছেলে-ও শুরু করলো। তবে এখন মাথা থেকে ভুত নেমেছে।

  • sinfaut | 66.232.102.157 | ০৪ জুলাই ২০০৮ ১৪:৫৩400879
  • :-))))
  • Div0 | 160.109.98.44 | ০৪ জুলাই ২০০৮ ১৬:৪৪400880
  • আমার বউ আমাকে তার দিদিমা'র সামনে তুই বলে ফেলায় সেই যে ভর্ৎসিত হ'ল তার পর থেকে দিদিমাকে আর বিশেষ পছন্দ করে না; পরে নির্জনে একবার তুমি বলায় আমার ছোটলোক চোখের দিকে তাকিয়ে মাথার চুল ধরে এমন ঝাঁকুনি দিল -- সেই থেকেই চুল পড়া শুরু :((((
  • Arijit | 61.95.144.123 | ০৪ জুলাই ২০০৮ ১৬:৫১400881
  • আমি ক্রমশ: ফ্রাস্টুতে অধোবদন হইতেছি:-(
  • P | 78.16.10.203 | ০৪ জুলাই ২০০৮ ১৭:০১400882
  • প্রাকবিবাহ কাল ও উত্তরবিবাহ কহপ্তা কানে তুমি-সুধা বর্ষণের পর হড়াৎ করে এক কঠিন সকালে তুই যে শুরু হল , এখনো সমানে চলছে।
    আর তুই-তুমিটা কিচুতেই যখন ইকুইলিব্রিয়ামে পৌঁছলো না , তখন কবে যেন আম্মো তুই তেই ঠাঁই নিলাম। সঙ্গদোষ ! প্রাকবিবাহ কাল ও উত্তরবিবাহ কহপ্তা কানে তুমি-সুধা বর্ষণের পর হড়াৎ করে এক কঠিন সকালে তুই যে শুরু হল , এখনো সমানে চলছে।
    আর তুই-তুমিটা কিচুতেই যখন ইকুইলিব্রিয়ামে পৌঁছলো না , তখন কবে যেন আম্মো তুই তেই ঠাঁই নিলাম। সঙ্গদোষ !
  • Div0 | 160.109.98.44 | ০৪ জুলাই ২০০৮ ১৭:০২400883
  • সঙ্গদোষের জোর! এখানেও একে অপরের পেছন ছাড়েনি ;)
  • sinfaut | 66.232.102.157 | ০৪ জুলাই ২০০৮ ১৭:০৩400884
  • পাল্লিনদি কী চক্রাকার কবিতা লিখতে চেয়েছিলে?
  • P | 78.16.10.203 | ০৪ জুলাই ২০০৮ ১৭:০৫400885
  • ল্লে পচা। মামুর কল !
  • Arijit | 61.95.144.123 | ০৪ জুলাই ২০০৮ ১৭:১২400886
  • পোড়া জীবনে কত্ত চাপ - মামুর কল, বউটা দুম করে বউ হয়ে গেছে, গুচ্ছের পড়াশোনা, লেটেক-ওয়ার্ডের লড়াই, লিনাক্ষ-জানলার লড়াই...আর কফি খেলেও ঘুম পাওয়া। ঘেন্না ধরে গেলো।
  • shrabani | 124.30.233.101 | ০৪ জুলাই ২০০৮ ১৭:১৬400888
  • আচ্ছা, কলেজ ইউনিভার্সিটীতে তো ক্লাসমেটদের সবাইকে তুই করেই বলতাম আমরা। আমাদের ক্লাসে একটি ছেলে ছিল যার সাথে আমি ইউনিভার্সিটীতে কখনো কথা বলেছি বলে কোনো স্মৃতি নেই।
    পাকে চক্রে বছর তিনেক আগে সে আমার অফিসে ট্রানস্ফার হয়ে এসেছে। কথাবার্তা তো বলতেই হচ্ছে, একই সেকশনে, কিন্তু আমি তুই করেই শুরু করেছিলাম দেখি সে আর কিছুতেই তুই বলেনা। সব ঐ ভাববাচ্যে, এত বোরিং যে আমি পারতপক্ষে তার সাথে কথা বলিনা। মুশকিল হয় দুজনেরই চেনা কোনো বন্ধু এসে হাজির হলে।

  • ranjan roy | 122.168.69.43 | ০৬ জুলাই ২০০৮ ০০:৩২400889
  • অরিজিৎকে এক্টু জ্বালাই।
    আমি বিয়ের আগে মহিলাকে চিনতাম না। আমি কোলকাতা ও ভিলাইয়ে । ও ভোপালের মেয়ে। ওর যাকে পছন্দ সেই ডাক্তার ছেলেটিকে অ্যাপ্রোচ করতে ওর পাতি বাবা -মা সাহস করেন নি।
    কিন্তু বিয়ের পর আমরা দ্রুত আপনি-তুমি হয়ে বড়দের ভ্রূকুটি অগ্রাহ্য করে তুই য়ে নেমে এলাম। এখনও চলছে, ঝগড়া হলে তোকে মোড়ের মাথায় ঠ্যাঙাবো অব্দি যায়।
  • kd | 59.93.242.255 | ০৬ জুলাই ২০০৮ ০৮:৩২400890
  • ইস্‌স্‌, আজকালকার মেয়েছেলেরা (সরি, ছেলেমেয়েরা, একটু মেয়েদের প্রায়োরিটি দিয়ে লিখতে গেলুম, দূর! সাধে কেউ আর বাংলা বলে না) এই হাল! 'কেবারে যাতা! দেশটা উচ্ছণ্নে গেলো রে!
  • c | 131.95.121.107 | ১২ জুলাই ২০০৮ ২০:৫২400891
  • গল্পগুলো ভালো হচ্ছিলো তো!
  • sahana | 117.195.195.31 | ১৮ জুলাই ২০০৮ ১০:২২400892
  • এই টই পড়তে পড়তে নিজেদের কথা মনে পড়ে গেল। তখন আমি চাকুরি সুত্রে বাকুড়া তে আর সিফো খড়গপুরে পড়াশোনা করছে। তো ঠিক হল দুজনে একদিনের জন্য মুকুট্‌মনিপুর যাব। গাড়ি ঠিক করে দিল এক পরিচিত দাদা। আর পই পই করে বলে দিল যেন খবরদার মুখ ফস্কেও তুই তোকারি না করি নিজেদের মধ্যে। ড্রাইভার সেকেলে লোক আর সে জানে যে আমরা স্বামী স্ত্রী। কি চাপ! আমি বেশ শাড়ি পড়ে ,ভরিক্কি একখানা কপাল জোড়া টিপ লাগিয়ে মনেপ্রাণে নিজেকে ইস্ত্রী-ই ভাবতে ভাবতে ঐ গাড়ি চেপেই গেছি স্টেশনে আমার "স্বামী" কে আনতে। সিফো বেচারা জানেও না এতো চাপের কথা। ও শুধু জানে আমার ডজন খানেক আত্মীয় এদিক ওদিক সব্‌সময় ই এলাকায় এভয়্‌লবল! সেটাই একটা টেন্‌শন। মরার ওপর খাড়ার ঘা গোছের অবস্থা আর কি! যা হোক! ও এসে পৌছোতেই আমি সন্ত্রাস্বাদীর মতো ওকে গাড়িতে ঢুকিয়েই ,ড্রাইভার ঢোকার আগেই সতর্কবাণী শুনিয়ে দিলাম। নো তুই তোকারি,ভীষণরকম একটা নববিবাহিত তুমি তে নেমে আসতে হবে। ও শুধু বলল "যাহ শালা!" ব্যাস!আর কোন কথাও বলেনা বার্তাও না। আমার এদিকে কথা বলতে না পেরে যায় যায় অবস্থা!নিজের ই অজান্তে বিস্কুটের প্যকেট খুলে বলে ফেললাম "বিস্কুট খাবি-বে?'খাবি থেকে খাবে ,আনকন্‌শাস থেকে কন্‌শাসে আসা কি অসামান্য দ্রুত গতিসম্পন্ন ব্যপার টের পেলুম। অত:পর নিজেরা হাসি চেপে ,বিস্কুট খেতে লাগ্ললাম নৈ:শব্দ দিয়ে।এতো দিন পরের দেখা হওয়ার অনন্দ এমন "তুমির" অস্বস্তিতে ভরে উঠছে ভাবতেও আমার গা জ্বলছিল। খালি মনে হচ্ছিল আমি আর আমি নেই ও-ও আর ও নেই।দুটো অন্য মনুষ যাচ্ছি। যে আমি কথা না বলে থাকতে পারিনে এক দন্ড, সে কিনা দের ঘন্টা বাক্যিরহিত ! আমার কিনা পারসোন্যালিটি ই বদলে দিল এই তুই থেকে তুমি হয়ে ওঠার নাটক! সেদিন থেকেই দুজনে বেশ বুঝে গেছি কোন ড্রাইভার গাড়ি থেকে মায় নামিয়ে দিক ,হেটে যাব,বাসের মাথায় চেপে যাব সেও ভী আচ্ছা ,নিজেদের চরিত্রের বদল নৈব নৈ চ !
  • S | 202.140.54.29 | ১৮ জুলাই ২০০৮ ১৪:১১400893
  • অ্যায়! একেই বলে ইস্পিরিট!
  • Suvajit | 124.184.36.213 | ১৮ জুলাই ২০০৮ ১৮:১৮400894
  • তবে আমার পুরোনো বন্ধুদের (ছেলে মেয়ে নির্বিশেষে) মধ্যে একটা তুমি কালচার আছে। আমরা এখনো একে অন্যকে 'তুমি' বলে ডাকতেই বেশী স্বচ্ছন্দ বোধ করি। 'তুমি' সম্বোধনের মধেই গালাগালও চলছে, যেমন 'তুমি মাইরি যা হারামির হাতবাক্স হয়েছ' কিম্বা ফোনে, '** তুমি এখন কোথায়?' :-)
  • tkn | 122.173.185.75 | ০৪ নভেম্বর ২০০৯ ১৯:৫৮400895
  • আমাদের বাড়িতে সকলেই প্রায় সকলকে তুমি বলে, কিন্তু আমি কোন অজ্ঞাত কারণে ছোটো থেকে দিদু দাদু, জেঠু, মেসোমশাইদের সকলকে আপনি বলি/বলতাম।
    তুমিটাও দিব্যি। মোটামুটি সকলকেই বলা যায় যদি তারা কম্ফর্টেবলি তুমি বলে। তুই বলি সাধারণত: তাদেরই যাদের সঙ্গে আচমকাই খুব ভালো লাগার একটা ব্যাপার তৈরী হয়। তবে আপনি বলতে কেন কে জানে আমার খুব ভালোই লাগে, বিশেষ করে কম কথা হয় কিন্তু কথা বলতে ভালো লাগে এমন মানুষদের এখনো আপনিই বলি। তবে কাউকে যদি আপনি বলি অথচ তুমি বলার ইচ্ছে পোষন করি মনে মনে তো ভাববাচ্যে যাই।
    জীবনে একটাও 'তুই' প্রেম আসেনি। এলে খুব মজার হত মনে হয়।
  • rimi | 24.42.203.194 | ০৫ নভেম্বর ২০০৯ ০১:৫৫400896
  • আমার আবার জীবনে একটাও "তুমি" প্রেম আসে নি। অথচ সেই ছোটোবেলায় যবে থেকে প্রেম বুঝতে শিখেছি তবে থেকে "তুমি" প্রেমেরই স্বপ্ন দেখেছি :-(((

    নদীর এপার কহে... ইত্যাদি
  • tkn | 122.173.185.75 | ০৫ নভেম্বর ২০০৯ ০২:৩৬400897
  • নাহ, আসেনি বলাটা ঠিক হবে না। কিন্তু সেগুলোতে আমার প্রেম্পায়নি। মানে প্রেম বুঝতামই না তখন, ডানপিটেমি করেই দিন গেছে। আর পরে যা এসেছে সবই তুমি তুমি করে। আপনিও। এখন মনে হয় তুই প্রেম তো বেশ মজার। কেন পাত্তা দিই নি :-(((
  • rimi | 24.42.203.194 | ০৫ নভেম্বর ২০০৯ ১১:২২400899
  • আর আমার?? প্রচুর লোকের জন্যে "তুমি" প্রেম্পেয়েছিল, কিন্তু কারুকেও বলার সাহস হয় নি। তাই তারা মাঠে মারা গেছে :-(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন