এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুই না তুমি নাকি আপনি

    Cam
    অন্যান্য | ২৭ জুন ২০০৮ | ৪২১৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cam | 131.95.219.67 | ২৭ জুন ২০০৮ ০৪:১৭400810
  • বাঙালির এই তিনটে তুমিপক্ষ-আগে বলতো মধ্যমপুরুষ নাকি যেন- তুই, তুমি, আপনি থাকায় মহা সমস্যা। অপরিচিত বা সদ্যপরিচিত লোককে আপনি বলাই উচিত নাকি তুমি বলা? অনাত্মীয় ছোটোদের তুই করে বলা অনুচিত কিনা। অপরিচিত ব্যক্তিকে কখনোই তুই বলা উচিৎ কি? ফলবিক্রেতাকে কি বলবেন আপনি না তুমি না তুই? রিকশাচালককে কি বলবেন? ঝালমুড়িওলাকে?
    এসব নিয়ে আপনারা লিখুন।মাঝে মাঝে "ভদ্র"লোকেরা হঠাৎ তুই তুই করে বলে পূর্ণবয়স্ক ব্যক্তিকে,বড্ড বিশ্রী ব্যাপার।
    আপনার লিখে টিখে আলোচনা করুন তো!

  • nv | 64.140.94.125 | ২৭ জুন ২০০৮ ০৫:১০400821
  • '৮০-র দশকের ঘটনা। সিপিএম-র ডাকা বাংলা বন্ধের সমর্থনে বাঘাযতীন এলাকা-র এক কমরেড, যিনি মাঝেমধ্যে আমাদের বাড়ি এসে শ্রেণীহীন সমাজের কথা বলে টুক করে একটা যুবশক্তি গছিয়ে দিতেন, তার থেকে বছর কুড়ি বড় এক রিক্সাওয়ালাকে রাস্তা আটকে তুইতোকারি করে ব্যাপক ধমক দিলেন, বন্ধের দিনে রিক্সা বার করার জন্য।:-(
  • santanu | 82.112.6.2 | ২৭ জুন ২০০৮ ১০:৫৯400832
  • - ও: ভাই কনডাক্টর, বাস টা একটু টান, কি হচ্ছে কি?

    - দেখছেন না সামনে জ্যাম, আর তুইতোকারি করছেন ক্যানো?

    - ঐ যে, ভাই বল্লুম বলে।

  • Binary | 24.66.94.142 | ২৭ জুন ২০০৮ ১২:১৫400843
  • এদিকথেকে আমার ফোরেন কলচার বেশ লাগে। তুমি, তোমরা, আপনি, আপনারা, তুই, তোরা সক্কলে 'ইউ'। সক্কলের সম্বোধনে, ফার্স্ট নেম। কুড়ি বছরের ছোকরা, ষাট বছরের দাদুকে ডাকছে 'হাই জন'। খুব বেশী, প্রেমিকার বাবাকে, 'মিস্টার ব্যাকস্টার', ঐ পজ্জন্তো।
  • quark | 202.56.207.53 | ২৭ জুন ২০০৮ ১২:১৭400854
  • লোকে ট্যক্সিচালককে আপনি বলে, কিন্তু রিক্সাওয়ালাকে তুমি। ঠিক তেমনি শপিং মলের সেলস্‌ম্যানকে আপনি, ফুটপাথের কাপড়ওয়ালাকে তুমি আর বাজারের সবজিওয়ালাকে তুই।

    আরেকটু ভুল হ'ল, এটা ঠিক শুধু বাঙালির নয়, গোটা ভারতের, অন্তত: উত্তর ভারতের সমস্যা।
  • Arijit | 61.95.144.123 | ২৭ জুন ২০০৮ ১২:২৩400865
  • আম্মো বাইনারির সাথে।
  • S | 202.140.54.29 | ২৭ জুন ২০০৮ ১২:২৪400876
  • ও কোয়ার্ক, উত্তর ভারতে তুই তুমি আর আপনি ঠিক বাঙালিদের মত করে ব্যবহার হয় না। ছোটো বাচ্চাকেও এখানে জিগ্যেস করা হয়, বেটা আপকা নাম কেয়া হ্যায়, আপ কঁহা জা রহে হো। তু তুম আর আপ ঠিক তুই তুমি আর আপনির হিন্দি ভার্সন নয়। কহানি মে টুইস্ট হ্যায়।
  • S | 202.140.54.29 | ২৭ জুন ২০০৮ ১২:২৫400887
  • বাইনারি ঠিকই বলেছে, কেবল সাথে এইটা যোগ করে নি ওদের সর্বনাম ছেলেদের জন্য আলাদা আর মেয়েদের জন্য আলাদা। এই লিঙ্গবৈষম্য বাংলা ভাষায় নেই। হিন্দিতেও ক্রিয়াপদের লিঙ্গভেদ হয়।
  • Arijit | 61.95.144.123 | ২৭ জুন ২০০৮ ১২:৩২400898
  • কেন? ইউ তো ইউই।
  • Arijit | 61.95.144.123 | ২৭ জুন ২০০৮ ১২:৩৩400811
  • অ, হিজ-হার?
  • lcm | 71.132.147.103 | ২৭ জুন ২০০৮ ১২:৩৬400812
  • S,
    খুব ছোট বাচ্চা হলে খানিকটা মজা করেই ওরকম আপ বলে অনেকে, কিন্তু ১০/১২ বছরের বাচ্চাকে "আপ' বলে না বোধহয়। বেটা তুমহারা নাম কেয়া হ্যায় - এইটাই বেশী চলে। মানে, আমি যতটুকু শুনেছি আর কি।
  • S | 202.140.54.29 | ২৭ জুন ২০০৮ ১৩:২২400813
  • না লসাগু, যে কোনও বয়েসের মানুষকে অচেনা লোক আপ বলে কথা বলে। তার বয়েস ৩ বছর হলেও, ১২ বছর হলেও, ২২ বছর হলেও। তুম-টা মোটামুটি ঘনিষ্ঠ বন্ধু বা কোলিগ লেভেলে চলে, তবে খুব একটা চলে না। স্বামী স্ত্রী লেভেলে তুম চলে, আপও চলে; পরস্পরে। এমন নয় যে স্ত্রীই কেবল স্বামীকে আপ বলে সম্বোধন করছে। উল্টোটাও চলে। আর খুব ঘনিষ্ঠ সম্পর্ক হলে তু চলে। স্বামী স্ত্রী, বন্ধু, কোলিগ।

    আর পুলিশ যে কাউকে তু বলে সম্বোধন করতে পারে। আফটার অল, তারা পুলিশ।
  • stoic | 160.103.2.224 | ২৭ জুন ২০০৮ ১৩:৫৯400814
  • আম্মো বাইনারির সাথে একমত। সবাইকে ফার্স্ট নেম বেসিসে ডাকো। আর আমার লোকজনকে বেশী আপনি-আজ্ঞে করা পোষায় না, ফর দ্য সিম্পল রিসন যে আমাকে কেউ বেশী আপনি-আজ্ঞে করলে আমার ব্যাপক বোর লাগে। তাই যত চটপট তুমি তে নামিয়ে আনা যায় তত ভাল।
  • Arijit | 61.95.144.123 | ২৭ জুন ২০০৮ ১৪:০৩400815
  • কয়েকটা বাচ্চা আমাকে স্যার বলছিলো - আমি ছোট্ট করে একটা ধমক দিয়ে দিলুম, আর আপনি বলতেও বারণ করে দিলুম। তাপ্পর ছেলেদুটো বেশ শিয়ারার-টিয়ারার নিয়েও ভাট দিতে শুরু করলো।

    আসলে আমাদের কণ্ডিশনিংটাই এমন...
  • a | 220.225.7.11 | ২৭ জুন ২০০৮ ১৪:২০400816
  • কেন কেন আমাদের দাদাটাই খারাব কিসে?

    আমাদের কোং এ CEO ও দাদা আবার ম্যনেজারো দাদা, এবার বোঝো!!!
  • S | 202.140.54.29 | ২৭ জুন ২০০৮ ১৪:২৪400818
  • দাদাটা পবঙ্গে চলে। অন্যত্র নাম ধরেই ডাকে।

    দিল্লিতে "স্যর' কালচারটা অত্যধিক বেশি। ওটা একধরণের সম্বোধন। ভাইসাব, বা বস্‌-এর মত। বন্ধু বন্ধুকে "স্যর' বলে ডাকে। অনেকে আবার সত্যিকারের বসের নাম নেয় না, হামেশা স্যর বলে সম্বোধন করে। দুধের বাছারা নাম ধরে স্যর বলে, ভিভেক সার, ভিশাল সার।
  • quark | 202.56.207.53 | ২৭ জুন ২০০৮ ১৪:২৪400817
  • আমি যখন পেত্থমবার আম্রিগা গিসলুম, তখন বুড়ো বুড়ো পোফেসরকে কি বলে ডাকবো বুঝতে পারছিলুম না। ইদিকে ঘরের ইনস্টিট্যুটে বাঙালি সিনিয়রদের সবাইকে অমুকদা বলে আপনি বলা, আর অবাঙালি হলে ড: অমুক ইত্যাদি বলা রেওয়াজ। তা দেখলুম একবুড়োকে তার স্টুডেন্ট (আম্রিকি) Dr. Cherney ব'লে ডাকছে, তা আম্মো সাহস ক'রে তাই বল্লুম। তা সে একগাল হেসে বলে Hi, Callme Mike, (তার নাম ছিলো Michael Cherney)। টা আমি বিষম টিষম খেয়ে তাই বল্লুম আর তার পর থেকে আপামর জনতাকে নাম ধরে ডাকতে শিখলুম।
  • Arijit | 61.95.144.123 | ২৭ জুন ২০০৮ ১৪:২৬400819
  • আমারও এক কেস। ওই কণ্ডিশনিংএর দৌলতেই আমি পল ওয়াটসনকে প্রথম দিন স্যার বলেছিলুম - তো সে কিছুক্ষণ মিটমিট করে তাকিয়ে বল্ল আমাকে পল বলে ডাকো। আম্মো হেড অব ইস্কুল শুদ্ধু সক্কলকে নাম ধরে ডাকতে শুরু করলুম।
  • Arijit | 61.95.144.123 | ২৭ জুন ২০০৮ ১৪:২৯400820
  • বন্ধু বন্ধুকে স্যার বলছে সেটা তো এম্নিই। আম্মো বলি - কি স্যার কেমন আছেন - তার মানে কি সত্যি সত্যি স্যার বল্লুম? কিন্তু পিএল জিএলকে যে স্যার বলে সেটা সত্যি সত্যি স্যার। ওটিতেই আপত্তি।
  • S | 202.140.54.29 | ২৭ জুন ২০০৮ ১৬:০৭400822
  • ঠিক তাই। এখানে আবার জিএল এলে নিচের মানুষজন উঠে দাঁড়িয়ে সম্মান দেখায়।

    আমি খুব লাকি যে কেরিয়ারের প্রথম তিনটে বছর ইনফোসিসে কাটিয়েছিলাম। এই ন্যাকামিগুলো সেখানে বলে বলে ত্যাগ করানো হত ফ্রেশারদের।
  • shyamal | 64.47.121.98 | ২৭ জুন ২০০৮ ২০:১৭400823
  • ঐ যে রিক্সাওয়ালাকে তুই বলা এটা আমি প্রচুর দেখেছি। ভারত স্ট্র্যাটিফিকেশন খুব পছন্দ করে। সেই মনু বিভিন্ন জাত করে গেছেন। মধ্যবিত্ত ভারতীয়র মধ্যে জাতপাতের বিচারটা বিয়ের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু আর্থিক শ্রেনীর বিভাগ স্পষ্ট। এই জিনিষ দেখে আমি বেশ মজা পেয়েছি। কিন্তু মজা পেতে হলে নৈর্ব্যক্তিক হতে হবে।
    ১) গাড়ির ড্রাইভাররা অটো, রিক্সাওয়ালাদের মানুষ বলেই গণ্য করেনা। কিন্তু বাস ড্রাইভারদের শ্রদ্ধা করে। বাস তো যখন তখন গাড়িকে চ্যাপ্টা করতে পারে, তাই।
    ২) যে মাসে দশ হাজার পায়, সে পাঁচ হাজারকে অবজ্ঞা করে। কুড়ি দশকে। চল্লিশ কুড়িকে। আশি চল্লিশকে। ১৬০০০০ আশিকে। টাকা যত ওপরে যায়, অবজ্ঞাটা ক্রমশ: সাটল হতে থাকে। এটা নিছক পাগলামি। আমেরিকায় প্রায় নেই।
    ৩) একটা ঘটনা বলি। বছর চারেক আগে আমাদের বাড়ির এক বিয়েতে দুপুরে অনেক আত্মীয়স্বজন , পরিচিত সব জমায়েত হয়েছে। খাওয়া দাওয়া হবে আর ঘন্টা খানেক পরে। লোকে আলাপ সালাপ করছে। আমার এক খুড়তুতো মামা আছে, ইঞ্জিনিয়ারিং পড়েছে আবার গানও শিখেছে। ভাল গায়। কিন্তু জীবনে প্রচুর শোক, দু:খ, কষ্ট পেয়েছে। এক পরিচিত ভদ্রলোক আলাপ করার জন্য মামার দিকে ঘুরে জিগালেন, আপনি কোথায় আছেন? মামা বলল, আমি টিউশনি করি। সত্যিই আজ পড়ানোর আর গানের টিউশনি করে সংসার চালায়। কিন্তু ভদ্রলোক টিউশনি শুনেই চেয়ারটা সরিয়ে নিলেন। মুখ ঘুরিয়ে অন্য আরেকজনের সঙ্গে গল্প করতে লাগলেন।
    আমি , আমার বৌ দুজনেই ব্যাপারটা লক্ষ্য করেছি। রাতে বৌ বলে, দেখলে ঐ লোকটার ব্যবহার। একেবারে ছোটলোক। আমি বললাম, পৃথিবীতে নানারকম মানুষ থাকে। দোষে গুণে মিশানো। ছোটলোক বলে লাভ নেই। এই হল মানবচরিত্র।
    ৪) যিনি কদিন আগে এন আর আইয়ের দিন গিয়াছে লিখেছেন, একেবারে খাঁটি লিখেছেন। এনারাই হওয়ার পরে দেখি স্বল্প পরিচিত আত্মীয়ের মধ্যে কদর অনেক বেড়ে গেছে। কিন্তু উল্টোটা দেখার অসীম সৌভাগ্য অনেকেরই হয়না। যখন দেশে ফিরে গেলাম, আমার চাকরী ছিল/ছিলনা/ছিল হয়েছে। অবস্থা খুব ভাল ছিলনা। আর্থিক অবস্থা নয়। সামাজিক অবস্থা। অর্থাৎ লোকে আশা করে এ দেশে এসেছে, কোন বড় আই টি কোংএ অন্তত: ভিপি টিপি হয়ে বসবে। তা হয়নি। কাজেই যারা গায়ে পড়ে কথা বলত, তারাই
    দেখি পাত্তা দিচ্ছেনা। আমার বেশ মজা লেগেছিল এটা দেখে। তবে বৌএর নানা কথা শুনতে হয়েছে বলে সে ফিউরিয়াস।
    ৫) গত বছর দেশে যেতে হয়েছিল বাবা মারা যাওয়ায়। সাত দিনের জন্য। তখনই দেখি লোকের অ্যাটিচুড আবার পরিবর্তিত হচ্ছে। তবে অত কম সময়ে ধরতে পারিনি। জুলাইয়ে যাচ্ছি। এবার অ্যাটিচুডের পরিবর্তনটা ভাল করে ধরতে পারব।

    যদি লেখক হতাম, এই সব দিয়ে খুব ভাল গল্প লেখা যেত।
  • S | 122.162.82.47 | ২৭ জুন ২০০৮ ২০:৩৭400824
  • মোহনদার কাছে ফিজিক্স কেমিস্ট্রি পড়তাম। মোহনদা বিই কলেজের মেটালার্জির প্রফেসর, এখন বোধ হয় অনেক উঁচুতে কোথাও আছে।

    আমার দেখা একমাত্র মানুষ মোহনদা, যে বাড়ির কাজের লোককে পর্যন্ত "আপনি' করে কথা বলত। আর কাউকে কখনও বলতে শুনি নি।
  • kd | 59.93.245.165 | ২৭ জুন ২০০৮ ২১:৫২400825
  • মিত্তির ইস্কুলের পাশেই স্টেশনারী, বিস্কুট, লবেঞ্চুসের দোকান। আমরা তার মালিককে জিজ্ঞেস করতুম, 'এই কেস্ট, শংকরদা কোথায় গো?' শংকরদা কেস্টোর ছেলে।
  • bb | 121.245.9.29 | ২৮ জুন ২০০৮ ১০:৫২400826
  • আপনাদের লেখা পড়ে বেশ ভাল লাগলো এই ভেবে যে একই চিন্তাধারার লোকজন প্রচুর আছে। আম্নো খুউব ব্যাথিত হতাম সাধারন বাঙ্গালীদের এই দ্বীচারিতা দেখে। তবে আমেরিকা তেই নয় দেশি software company তে কিন্তু আর sir ব্যাপারটা চলে না আজকাল।
  • cam | 131.95.121.107 | ০২ জুলাই ২০০৮ ২২:২৬400827
  • তুলে দিলাম।
  • Tim | 24.127.39.26 | ০৩ জুলাই ২০০৮ ০৯:৩৪400828
  • অপরিচিতদের তুই বলাটা অবশ্যই আপত্তিকর। অন্যান্য ক্ষেত্রে (অর্থাৎ পরিচিত হলে) কিন্তু বাঁধাধরা নিয়ম থাকার কথা না। কে কাকে কি বলছে সেটা নির্ভর করবে তাদের পারষ্পরিক বোঝাপড়া ও কম্ফর্ট লেভেলের ওপর। সেক্ষেত্রে কখনও তুই বলাটা অত্যন্ত স্বাভাবিক, আবার কখনও দৃষ্টিকটূ।
    তুমি : বয়সে অনেক বড়ো কেউ অপরিচিত কোন ব্যক্তিকে তুমি বলতেই পারেন। পলিটিকালি কারেক্ট হয়ত হয় না, কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে আপত্তিকর মনে হয় না।
    কনফিউশন হলে আপনি বল্লেই হয়। কিন্তু কথা বলার আগে কেউ ভেবে দেখে কি? রোজকার অভিজ্ঞতা কিন্তু সেকথা বলছে না। তুমি-তুই-আপনি ছেড়েই দিলাম, অনেকেই অনেক আপত্তিকর কথা পরিচিত/অপরিচিত নির্বিশেষে বলে যান।

  • r | 125.18.17.16 | ০৩ জুলাই ২০০৮ ১৩:৫৯400829
  • আমি ভাববাচ্যটাই প্রেফার করি। ;-)
  • h | 125.18.104.1 | ০৩ জুলাই ২০০৮ ১৮:৪৩400830
  • হ্যাঁ র এর এই ভাববাচ্য টার সঙ্গে আমার পরিচয় আছে। প্রথম আলাপে কি করা হয় কোথায় থাকা হয় টাইপের জিগায় নি অবশ্য, তবে মোটামুটি কনভার্সেশন টা এরকম ছিল:

    র : আরে কি আশচর্য্য আমি তখন থেকে ভাবছি এদিকে তো আমি কিছুই গুরুচন্ডালি তেও তো কেউ কিছু ।
    (করমর্দন, বাক্য অসমাপিকা )

    আমি : আরে তুমি তো বৈজয়ন্ত, তুমি তো ব্যাপক কবিতা লেখ মাইরি, মাচ মাচ বেটার দ্যান মেনি ফাকার্স, তুমি তুরস্কে কি করে গেলে, তুমি কি টার্কিশ জানো, তুমি ইকোনোমিক্স আরে ফ্যান্টাসটিক, আমার তো ভীষণ ইন্টারেস্ট , যাক গে এখন কি পড়ছো, জানোতো অরিজিৎ আমার দিদির ভাই, আর দিপ্তেন দা মাইরী এত ভালো লোক কিন্তু সব সময়ে যুদ্ধাস্ত্র নিয়ে কেন কথা বলে বলোতো, যাক গে চলো একটু চা খেয়ে আসি, শোনো আমি আবার সিগারেট ছেড়ে দিয়েছি, ইউ ক্যান হাপিলি স্মোক, আই ডোনট মাইন্ড, আসলে আমার বাবা তো ৪০ বছর ধরে সিগারেট খেয়ে চোখ আর বুকের বারোটা বাজিয়েছে, বাই দ্য ওয়ে বাবা কে তোমার লেখা পড়ালাম, এদিকে ইন্দোর লেখা পড়ে আমার এক বন্ধুর মাইরি চোখে জল এসে গেছে, সৈকত টা কিন্তু নকু হওয়া সঙ্কেÄও মাল টা ভালো নামিয়েছে যাই হোক, ইট ইজ টেরিবলি ইম্পর্ট্যান্ট টু ডিসকাস থিয়োরি, শমিত কিন্তু ঐ ফুটনোটের মালটা ব্যাপক দিল জানো ভিকি এসেছিল একেবারেই পুঁচকে কিন্তু কি মজার বাম্পার মাল খায় খুব ভালো গুড গুড শোনো সেবারে তো মিছিল করতে গিয়ে জানোতো তোমাদের ইকোনোমিক্স এর x এর সঙ্গে দেখা , রিয়েলি সারপ্রাইজ্‌ড, তোমাদের সাইটে সকলে কি বই পড়ে মাইরি, তীর্থ ফ্যান্টাস্টিক, হিলারিয়াস, ও আই নো হিজ স্টাফ বাই হার্ট হাহাহাহাহা, দময়ন্তী যে ব্রাসেল্‌স এর বর্ণনা দিয়েছেন না ঐটা কিন্তু বেশ দিয়েছে, আই প্রেফার ব্রুহা দো , চতুর্দশ শতাব্দী বুঝলে ফ্যান্টাস্টিক, একটা স্ক্যালপেল রেখেছে পঞ্চদশ শতাব্দীর সার্জন দের, ওহ ভাবলেই গায়ে কান্টা দেয়...

    (ইত্যাদি এক ঘন্টা)

    র : হ্যাঁ আসলে ঠিকাছে তাহলে দেখা হবে।
    (কানের পোকার নড়াচড়ায় অসোয়াস্তি ভাব ও তড়ি ঘড়ি প্রস্থান)

    আমি : যা বারা চলে গেল (স্বগত:)

    র সম্ভাষণ কে সম্পূর্ণ অ্যাভয়েড করে আর কথা খুব কম বলে। তবে আজকাল আর দৌড়ে পালিয়ে যায় না।
  • r | 125.18.17.16 | ০৩ জুলাই ২০০৮ ১৮:৫২400831
  • আমাকে উপলক্ষ্য করে বোধি কত মনের কথা বলে গেল দেকোচো!
  • h | 125.18.104.1 | ০৩ জুলাই ২০০৮ ১৮:৫৪400834
  • তুমি আর বোলো না, তোমার যত কথা লিখে লিখে। আমার পষ্ট মনে আছে চাগরি জয়েনের দিন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন