এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুই না তুমি নাকি আপনি

    Cam
    অন্যান্য | ২৭ জুন ২০০৮ | ৪২১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • arjo | 168.26.215.54 | ০৩ জুলাই ২০০৮ ১৮:৫৪400833
  • দূর দিব্যি দু একজন ছাড়া সবাইকে তুই তোকারি করে। সেই ছোটবেলা থেকে দেখে আসছি।
  • h | 125.18.104.1 | ০৩ জুলাই ২০০৮ ১৮:৫৫400835
  • আমার বক্তব্যের লেংথ বোঝানোর জন্য একটু নিন্দে মন্দ করে নিলাম :-)
  • P | 78.16.179.211 | ০৩ জুলাই ২০০৮ ১৮:৫৬400836
  • বোধি , :-)))))))))))))))
  • r | 125.18.17.16 | ০৩ জুলাই ২০০৮ ১৯:০৩400837
  • আগে ফটাস্‌ করে তুই-তে চলে যেতাম। আজকাল পারি না। গুচ-তে মুষ্টিমেয় কয়েকজন ছাড়া সবার সাথেই "তুমি"তে আছি। বা, "আপনি"। তবে বহু লোকের সাথে, যার মধ্যে আমার নিকট আত্মীয়স্বজনও আছেন, এখনও ভাববাচ্যটাই জারি আছে। :-)
  • Arpan | 202.91.136.71 | ০৩ জুলাই ২০০৮ ১৯:১২400838
  • :)))
  • arjo | 168.26.215.54 | ০৩ জুলাই ২০০৮ ১৯:১৬400839
  • একজন পরিচিত দাদা এবং দিদি র গল্প। তারা আবার ক্লাস মেট। তো স্বাভাবিক ভাবেই তুই তোকারি করে। বিয়ে হয়েছে, যথারীতি আত্মীয় স্বজনের বাড়ি নিমন্ত্রনে যেতে হচ্ছে। দাদা পাখি পড়া করে শিখিয়েছে যে তুইটা বলিস না। দিদি অনেক চেষ্টা করেছে এবং সফল, মানে তুই বলে নি। সব শেষে পিসিমার কাছে পেন্নাম করতে গেছে। পিসিমা অনেক কথা বলছেন। এদিকে দেরিও হচ্ছে। দিদি হঠাৎ বলে উঠল "কি রে (অমুক) চল এবারে উঠি, বাড়ি যাবি না"। ঘর শুদ্ধু সবাইকার মুখ গম্ভীর।
  • P | 78.16.179.211 | ০৩ জুলাই ২০০৮ ১৯:১৭400840
  • আমার অন্য প্রবলেম।
    আমি মোটামুটি দুটো ভিন্ন বাংলায় কথা বলি। প্রথমটা বাড়ির লোকজন বা কাছের বন্ধুদের জন্যে। এই বাংলায় কথা বললে ডিফল্ট তুই বা তুমি বেরয় , বয়সের ওপর ভিত্তি করে।
    দ্বিতীয়টা একটু শহুরে টাইপস , অপরিচিত বা আধাপরিচিত লোকজনের জন্য। আর এইটাতে ডিফল্ট আপনি বেরয় , ইরেস্পেকটিভ অফ বয়স-স্থান-কাল।
    কি গেরো।

  • h | 125.18.104.1 | ০৩ জুলাই ২০০৮ ১৯:৩২400841
  • আমার মনে আছে আমি হনিমুনে যাচ্ছি। তার ফার্স্ট লেগ টা রিক্সায়। পেছনে হঠাৎ দেখি পিসিমণি দৌড়চ্ছে আর হাঁফাতে হাঁফাতে বলছে, শোনো ওখানে গিয়ে কিন্তু তুই বোলো না আর বৌকে বলছে, শোনো ওখানে গিয়ে কিন্তু বোধিদা বলে ডেকো না। সিঁদুর পরো না তো লোকে ভুল ভাববে। শোনো ফোন কোরো।

    তো আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি। ভীষণ টুনটুনি মূলক ভাবে ম্যাচিওর ম্যাচিওর ভাব করে গোটা ট্রিপ কাটিয়েছি। ডুয়ার্সে। বর্ষাকাল। ঘনিষ্ঠ সময় কেটেছে। এইবার লাস্টে লাটপাঞ্চোর। লাস্ট সন্ধে। সেইখানে আমাদের হোটেলে হোটেলের মালিক আর তার বউ এয়েছে। আমরা সিভিল গপ্প করছি। হুইস্কি নেই। এমনি চা পকোড়া গল্প। সিংকোনার গন্ধ। আমি একটু হেটেরোসেক্সুয়াল মেলন্‌কালি তে ভুগছি আর বিভিন্ন সম্ভাবনার কথা ভাবতে ভাবতে পকোড়া খাচ্চি। এমন সময় ঝুপ করে সন্ধে হয়ে গেছে এবং আমরা আবিষ্কার করেছি হোটেলে বিদ্যুত নেই। আমার বৌ ঘরে গেসলো হঠাৎ ওখান থেকে সন্ত্রস্ত চিৎকার, বাপ্পাদা-- আলো নেই, তুমি এইখানে এসো!!

    কি কড়া করে তাকিয়েছিল মাইরি। বৌদি আর দাদা।
  • rimi | 168.26.191.117 | ০৩ জুলাই ২০০৮ ১৯:৩৪400842
  • :-)))) বাপ্পাদা, নাকি বোধিদা??
  • h | 125.18.104.1 | ০৩ জুলাই ২০০৮ ১৯:৩৫400844
  • এর পরে আর ভুল করেও কোনদিন দাদা বলে নি। প্রেম আমলের আগের ডাক কাটতে প্রায় এক মাস লেগেছিল। আর তার পরে মাঝে মাঝে এই রকম বাজে মুহুর্তে রিসার্ফেস করতো। আমি অবশ্য তুই টা চালাচ্ছি। নিকুচি করেছে।
  • sinfaut | 117.195.199.15 | ০৩ জুলাই ২০০৮ ১৯:৪০400845
  • "তুমি" করে বৌয়ের সাথে কোনো সিরিয়াস কথা বলা যায়না মাইরি, হাসি পায়। সিরিয়াস কথাকেও নেকু নেকু শুনতে লাগে। তুই-ই চলছে চলবে।
  • rimi | 168.26.191.117 | ০৩ জুলাই ২০০৮ ১৯:৪৩400846
  • আমাদের পরের জেনারেশনের ছেলে মেয়েরা দাদু দিদাকে "তুমি তুমি" করে কথা বলতে শুনলে চোখ গোল গোল করে তাকাবে। যেমন, আমরা তাকিয়েছিলাম আমাদের বড়মা তার স্বামীকে "আপনি" করে ডাকত শুনে।
  • P | 78.16.179.211 | ০৩ জুলাই ২০০৮ ১৯:৪৫400847
  • আচ্ছা লম্বা প্রেমের বিয়ে নয় , শুরু হয়েছে তুমি দিয়ে তাপ্পর ব্যাক গিয়ার মেরে তুই তে যাওয়া পার্টি কেউ আছেন এখানে ?
  • P | 78.16.179.211 | ০৩ জুলাই ২০০৮ ১৯:৪৬400848
  • গ্রাম বা মফ:স্বল বাংলার অনেক দাদুরা অবিশ্যি দিদাদের তুই করে বলতেন/বলেন।
    আর দিদারা কখোনো তুমি কখোনো আপনি :-)
  • rimi | 168.26.191.117 | ০৩ জুলাই ২০০৮ ১৯:৪৮400849
  • র‌্যাটাস আছে। যতদূর জানি তীর্থদাও তাই। তবে একেবারে ১০০% সিওর নই।
  • sinfaut | 117.195.199.15 | ০৩ জুলাই ২০০৮ ১৯:৪৯400850
  • কিন্তু হানুদা যে রঙ্গনদার সাথে তুমি থেকে তুই এ আর কিছুতেই নামতে পারলোনা এ ভারী চিন্তার কথা।
  • P | 78.16.179.211 | ০৩ জুলাই ২০০৮ ১৯:৫৩400851
  • এই সিঁফোর তুমি শুনতে নেকু লাগে টা শুনে দেজা ভ্যু হল।
    কোথায় গদগদ ভালোবাসা মাখা ওগো-হ্যাঁগো-শুনছো-তুমি আর কোথায় তুই। ছো:।
  • r | 125.18.17.16 | ০৩ জুলাই ২০০৮ ১৯:৫৪400852
  • আমার পথটা ছিল তুই - তুমি - তুই।
  • rimi | 168.26.191.117 | ০৩ জুলাই ২০০৮ ২০:০০400853
  • এদিকে, আমার পুত্র বাপ মাকে তুই তুই করেই দিব্বি কথা বলে, "তুমি" টা কোথাও শোনে নি, তাই শেখেও নি।
  • san | 12.144.134.2 | ০৩ জুলাই ২০০৮ ২০:২২400855
  • তুই তুমি নিয়ে আমাদের চাপ নেই।কিন্তু হলে হবে কি। বিয়ের পরে প্রথম কয়েকমাস কতজনের সঙ্গে আমাকে ই®¾ট্রাডিউস করানো হলো বান্ধবী বলে - তারপর আমার গোলগোল চোখ দেখে 'ও না না এখন বৌ' বলে জিভ কাটতো। রেগুলার। এক বছরের উপর হয়ে গেছে - দিন দশবারো আগেই সে প্ল্যান করছিলো চাকরি ছেড়ে দিয়ে পিএইচডি করবে কিনা - বলে যাচ্ছে , জেএনিউতে ট্রাই করবো বুঝলে, হয়ে গেলে আমি তো হস্টেল পেয়ে যাবো , তোমার জন্যে কি করা যায় - আমি মনে করালাম তুমি তো ম্যারেড হস্টেল পাবে - তিনি আবার চমকে গিয়ে বললেন ও আমাদের তো বিয়ে হয়ে গেছে :-))))

    নির্জলা সত্যি ।মাইরি।
  • pi | 128.231.88.7 | ০৩ জুলাই ২০০৮ ২১:৪০400856
  • আরে আমি তো এখনো দা টা ঠিকঠাক কাটাতে পারিনি !
  • d | 121.245.188.18 | ০৩ জুলাই ২০০৮ ২১:৫১400857
  • হায় সেসব কবেকার কথা .... সেসময় রাঙা আমারে "দিদি' বলিয়া ডাকিত। "আপনি' করিয়া কথা বলিত।

    প্রথমে ফোন করে আমার সাথেও ভাববাচ্যে কথা বলেছিল। এদিকে আমি তখন বৈজয়ন্তকে "আপনি', রঙ্গনকে "তুমি' আর রাঙাকে "তুই' বলি। পরের ফোনে আমাকে তুই করে বলতেই আমি যেই বলেছি কার সাথে কথা বলছি? বৈজয়ন্ত না রঙ্গন না রাঙা? অমনি ব্যটা আবার ভাববাচ্যে ফেরত গেছে। :))

    আর মোটেই কম কথা বলে না, কালকেই তো কত কথা বলল। বোধি আসলে লোককে কথা বলার কোন চান্সই দেয় না .... নিশ্বাস ফেলার সময় দেয় না তো কথা!!
  • rimi | 168.26.191.117 | ০৩ জুলাই ২০০৮ ২২:৪১400858
  • ভাগ্যিস বাংলায় তুই তুমি আপনি এতো রকমের ডাক ছিল! তাই কত্তো মজার গপ্পো শোনা হল।
  • pi | 128.231.88.7 | ০৩ জুলাই ২০০৮ ২২:৫২400859
  • তবে অনেক ছোটোবেলায় মা কে বেশ অপ্রস্তুত করেছিলাম একবার।
    নার্সারী ইস্কুলের অ্যাডমিশনে বাবার নাম জিগাতে জানালাম, বাবার তো অনেক নাম। কটা বলবো ?
    দিদিমণি বল্লেন শুনি শুনি, সবকটাই।
    পোশাকী নামটা বল্লাম, ঠাকুমাদের যে নামে ডাকতে শুনতাম সেইটাও কয়ে দিলাম।
    সাথে জুড়লাম আরো তিনটে।
    ওগো পাল, হ্যাঁগো পাল আর শুনছ পাল।

    তবে অ্যাডমিশনটা পেয়েছিলাম। :)
  • Paramaita | 63.82.71.141 | ০৩ জুলাই ২০০৮ ২৩:০১400860
  • :))))))))
  • Tim | 24.127.39.26 | ০৪ জুলাই ২০০৮ ১০:৪৩400861
  • বোধিদাকে কি চলমান অডিও বুক হিসেবে ব্যবহার করা যায়? তাইলে দেখা হলে কয়েকটা বই শুনে ফেলতাম। :-)
  • Paramita | 143.127.131.4 | ০৪ জুলাই ২০০৮ ১১:২৬400862
  • দেখলাম, আপনি টু তুমির মহান ঐতিহ্যকে আজকালকার ছেলেপুলেরা মোটেই পাত্তা দেয় না।
  • r | 125.18.17.16 | ০৪ জুলাই ২০০৮ ১২:২২400863
  • ন্যাড়াস্যারের কি "আপনি" শোনার সৌভাগ্য হয়েছে? :-)
  • Arijit | 61.95.144.123 | ০৪ জুলাই ২০০৮ ১২:২৫400864
  • ইস্‌স্‌স্‌স আমার বউটা কেন যে এগুলো পড়ে না, এট্টু শিকতো তাইলে। জোর করে তুই থেকে তুমিতে আসতে হয়েছে - নইলে তুইটা কত্ত ভালো ছিলো।

    বিমানদা দিদিকে তুই বলে - মা এটা নিয়ে বহুত চেঁচামেচি করেছে এক কালে - দিদি বলতো "তুমি বল্লে আমি চিনতেই পারবো না' - তো সেই স্টেটাস কো বজায় আছে।
  • san | 12.144.134.2 | ০৪ জুলাই ২০০৮ ১২:৪১400866
  • অরিজিত, আমাকেও জোর করে তুই থেকে তুমিতে আনানো হয়েছে - তুইটা ঢের পছন্দে ছিলো - এখন অবশ্য অভ্যেস হয়ে গেছে - কিন্তু লোককে তুই বলতে শুনলে ফের দুক্ষু হয় :-(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন