এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • ছোটোগল্প

    Cam
    বইপত্তর | ২৭ জুন ২০০৮ | ৪৫২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Cam | 131.95.219.67 | ২৭ জুন ২০০৮ ০৩:৪০400906
  • বাংলাসাহিত্যের রসোত্তীর্ণ ছোটোগল্পগুলো নিয়ে আলোচনার জন্য এই টই।বনফুলের অণুগল্পগুলো ও চলবে।
    শুরু করি বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায়ের অপূর্ব ছোটোগল্প "পুঁইমাচা" দিয়ে।এমন লেখা খুব কম পড়েছি, সামান্য সাধারণ শব্দমালা সামান্য সামান্য ঘটনাবলীর অপূর্ব সীমিত কথনের মধ্য দিয়ে আশ্চর্য কারুণ্য ও মাধুর্য এইভাবে প্রকাশিত হতে-এইভাবে "শেষ হয়ে হইলো না শেষ" গল্প আর বেশী পড়িনি। সেই অকালমৃতা বালিকার হাতে লাগানো সেই ছোটো পুঁইলতা মাচা ভরে ছড়িয়ে পড়েছে, সে আমাদের অশ্রুবিধৌত হৃদয়ে এসেও স্থান নেয়, ফুরায় না, সে ফুরায় নাই, সে অফুরাণ।

  • cam | 131.95.219.67 | ২৭ জুন ২০০৮ ০৩:৪৭400917
  • এবারেও বিভূতিভূষণ-মেঘমল্লার। এর কাহিনি একেবারেই অন্য পটভূমিকায় অন্যরকম সব ঘটনাবলীর মধ্য দিয়ে-কিন্তু লেখকের পাকা হাতের তুলির টান আমাদের চিনতে দেরি হয় না। এখানেও সেই শেষ হয়ে না শেষ হওয়ার দিগন্ত ছলছল করে।
    কখনো না ফিরে আসা প্রদ্যুম্নের জন্য অপেক্ষা করে থাকা তাপসীর স্বপ্নে দেখা দেয় ভাঙা পাথরের মুর্তি আর দীর্ঘ দীর্ঘ বেতডাঁটার ছায়া।আর বাতাসে বাজে মেঘমল্লার। চিরকাল। অফুরাণ অনন্ত প্রতীক্ষা। আমরাও অপেক্ষা করে থাকি সেই স্বপলীনার সঙ্গে।
    অসাধারণ গল্প।
  • nyara | 64.105.168.210 | ২৭ জুন ২০০৮ ০৭:১৬400928
  • বনফুলের একটা অণুগল্প শুনুন -

    কানাই বলাই দুই ভাই। কানাই লটারি জিতিল। তারপর বলাই বাহুল্য।
  • cam | 131.95.121.107 | ২৭ জুন ২০০৮ ২০:০৯400939
  • আরে বনফুলের একটা ছোটো গল্প খুব মজার-সেই যে ছকুর গল্প। কারু মনে আছে?
  • Binary | 198.169.6.69 | ২৭ জুন ২০০৮ ২০:২৬400950
  • বনফুলের ছোটো গল্প (সব নামধাম ভাল করে মনে নেই) :

    অনুপমার বিয়ে হবে। পাত্র তাকে দেখতে এসেছে। অনুপমা তাকে দেখলো, পর্দার আড়াল থেকে। রাজপুত্র। অনুপমা তাকে মন দিলো, মনে মনে, স্বপ্ন দেখলো সেই আমার জীবনের ধন। পাত্রের অনুপমা কে পছন্দ হলো না।

    অনুপমার বিয়ে হবে। আবার আরেক পাত্র তাকে দেখতে এসেছে। অনুপমা তাকে দেখলো, পর্দার আড়াল থেকে। দেখতে সাধারণ, তবে অনুপমা শেনেছে, তার অনেক পয়সা, অনেক প্রতিষ্ঠা। অনুপমা তাকে মন দিলো, মনে মনে, স্বপ্ন দেখলো সেই আমার জীবনের ধন। এই পাত্রের সঙ্গে দরে বনলো না।

    অনুপমার বিয়ে হবে। আবার আরেক পাত্র তাকে দেখতে এসেছে। অনুপমা তাকে দেখলো, পর্দার আড়াল থেকে। সে রূপে-ও সাধারণ, গুনে-ও। অনুপমা তাকে মন দিলো, মনে মনে, স্বপ্ন দেখলো সেই আমার জীবনের ধন।

    তার সাথে-ই অনুপমার বিয়ে হল, অনুপমা সুখে-ই আছে।
  • cam | 131.95.121.107 | ২৭ জুন ২০০৮ ২১:০৩400961
  • নিমগাছ নিয়ে অসাধারণ ছোটোগল্প আছে বনফুলের।কেউ বলুন।
  • Blank | 170.153.62.251 | ২৭ জুন ২০০৮ ২১:১৪400972
  • ছোট না অনু গপ্প?
  • cam | 131.95.121.107 | ২৭ জুন ২০০৮ ২১:৪৪400983
  • আরে ছোটো হোক,অণু হোক-গল্পটা তো কও!
  • kd | 59.93.245.165 | ২৭ জুন ২০০৮ ২২:০১400990
  • বাপ্‌রে, বড় গল্প, গল্প, ছোট গল্প, এখন আবার অণু গল্প। এ তো খুব দেখিনি। ন্যাড়াবাবুর দেওয়াটা অবশ্যই অণু - one-liner and complete

    btw, কেউ 'কন্যাসু' পড়েছ? কেমন লেগেছে? আর একটা গল্প আছে বনফুলের, এক নবাবকে নেমন্তন্ন করে রান্নার প্রস্তুতি নিয়ে - নামটা কারুর মনে আছে?
  • cam | 131.95.121.107 | ২৭ জুন ২০০৮ ২২:১৬400907
  • পরমাণু গল্পও আছে।

  • cam | 131.95.121.107 | ২৭ জুন ২০০৮ ২২:২২400908
  • Wired এর সিআট এ এজিনিস পেলাম:
    We'll be brief: Hemingway once wrote a story in just six words ("For sale: baby shoes, never worn.") and is said to have called it his best work.
  • kali | 160.36.240.173 | ২৭ জুন ২০০৮ ২৩:৫৭400909
  • Kd, গল্পটার নাম নবাব সাহেব।
  • kd | 59.93.245.165 | ২৮ জুন ২০০৮ ০০:৩৬400910
  • কলি, ধন্যবাদ। ব্ল্যাংকি, 'নবাবসাহেব' পড়েছো? এই হচ্ছে রান্না।
  • kd | 59.93.245.165 | ২৮ জুন ২০০৮ ০০:৪২400911
  • ক্যাম, আমি একটি similar গপ্প শুনেছি, যদিও কোন বিখ্যাত লোকের লেখা নয়। For sale: Parachute, almost new. Used once, never opened. Small stain.
  • Blank | 170.153.62.251 | ২৮ জুন ২০০৮ ০০:৪৯400912
  • হু জানি Kd দা :)

  • cam | 131.95.219.50 | ২৮ জুন ২০০৮ ০১:৪০400913
  • মাণিক বন্দ্যোর ছোটোগল্প গুলো তো সকলের জানাই-বিখ্যাতগুলো তো আর বলতে হবে না-সেই প্রাগৈতিহাসিক,সরীসৃপ,হলুদপোড়া,হারানের নাতজামাই, ছোটোবকুলপুরের যাত্রী, শিল্পী, রাঘব মালাকার...
    খুবই সুন্দর। সার্থক, বলিষ্ঠ আর অবশ্যই রসোত্তীর্ণ।
    এনার শুরুর দিকের একটা ছোটোগল্প-নেকী। শরৎচন্দ্রীয় প্রভাব থাকলেও গল্পটা ভারী সুন্দর। মাণিক বন্দ্যোর হাতের বলিষ্ঠ ছাপ শরৎচন্দ্রীয় প্রভাবের মধ্য থেকেও চেনা যায়।

  • Blank | 170.153.62.251 | ২৮ জুন ২০০৮ ০১:৪২400914
  • যুদ্ধ নিয়ে এক পিস অনু গপ্প ছিল বনফুলের
  • cam | 131.95.219.50 | ২৮ জুন ২০০৮ ০১:৪৬400915
  • সার্থক আর রসোত্তীর্ন ছোটোগল্পের কথা বলতে গেলে সৈয়দ মুজতবা আলির গল্পগুলোর কথা বলতেই হবে। চাচাকাহিনির সেই অসাধারণ ঘনবুনোটের গল্পগুলো-সেই প্রাশিয়ান কর্ণেলের গল্প,সেই মহিলা হকি টিমের কাপ্তানের গল্প আর সেই অপূর্ব গল্প অপুর্ব গল্প "বেঁচে থাকো সর্দিকাশি"। কালজয়ী কাহিনি সব। লেখার গুণে মনেই হয় না গল্পের লোকগুলো সব বিদেশী, ওদের ভাষা পরিচ্ছদ রীতিনীতি সব অচেনা-এতটাই ইউনিভার্সাল একটা হৃদয়ের টান দিয়ে লেখা গল্পগুলো।
    নিশ্চয় এখানে প্রায় সকলেরই পড়া, তবু যদি কেউ থাকেন মুজতবা আলির ছোটোগল্পসমূহ পড়েন নি, অবশ্যই একবার পড়ে নেবেন। বাংলা সাহিত্যের একটা অপূর্ব স্বাদ নইলে অচেনা থেকে যাবে।
  • cam | 131.95.219.50 | ২৮ জুন ২০০৮ ০১:৫১400916
  • প্রভাতকুমার মুখোপাধ্যায়ের ছোটোগল্পগুলো ও অপূর্ব। কেউ কি "রসময়ীর রসিকতা"র কথা ভুলতে পারবেন? ভালোলাগা কয়েকটি-বলবান জামাতা, দেবী, আদরিনী, কাশিবাসিনী।
    অনেকে ছোটো গল্প বলতে হয়তো দ্বিধা করবেন কোনো কোনোটাকে, কারণ আয়তনে বেশ বড়ো।
  • k | 59.93.245.165 | ২৮ জুন ২০০৮ ০১:৫৭400918
  • ক্যাম, তুমি মুজতবা আলির যে গপ্পগুলোর নাম দিলে, ও'গুলো কী ছোটগল্প? তা'হলে রম্যরচনা কি?
  • cam | 131.95.219.50 | ২৮ জুন ২০০৮ ০১:৫৮400919
  • শরদিন্দু বন্দ্যোপাধ্যারের ঐতিহাসিক ছাড়াও কিছু খুব ভালো ছোটোগল্প আছে-রসোত্তীর্ণ তো বটেই।
    এরকম একটা গল্প ব্রজলাট,গল্পের শেষে এসে একটা ধাক্কার মতন লাগে।
    আরেকটা গল্প "উল্কার আলো", এটাও খুব সুন্দর।
    এরকম ভালোলাগা আরো কয়েকটি-ট্রেনে আধঘন্টা, সন্ধিবিগ্রহ, বিজয়ী...
  • cam | 131.95.219.50 | ২৮ জুন ২০০৮ ০২:০১400920
  • প্রাশিয়ান কর্ণেলের গল্প কি রম্যরচনা? মনে হয় না। আসলে মুজতবা আলির লেখার স্টাইলই বৈঠকী মেজাজের, সে ছোটোগল্প বা উপন্যাস(দেশেবিদেশে) যাই হোক। তা বলে সেসব কি রম্যরচনা?
  • cam | 131.95.219.50 | ২৮ জুন ২০০৮ ০২:১১400921
  • চমস্কির "নিখিলবিশ্ব ব্যাকরণ" নিয়ে কেউ সোজাসরল ভাষায় বোঝান না একটা থ্রেড খুলে! দশের উপকার হয়!
  • cam | 131.95.219.50 | ২৮ জুন ২০০৮ ০২:১২400922
  • ভুল হয়েছে, এটা যাবে অন্য থ্রেডে।
  • cam | 131.95.219.50 | ২৮ জুন ২০০৮ ০২:৩৬400923
  • শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কিছু কিছু ছোটোগল্প আছে-বেশ মিস্টিক মিস্টিক পটভূমিকায় যেগুলো সেগুলোই বেশী ভালো লাগে। এরকম দুখানা গল্প-"লালটেম" আর "দেখা হবে"।দেখা হবের অডিও ভার্সনও শুনেছি।

  • nyara | 67.88.241.3 | ২৮ জুন ২০০৮ ০৩:২০400924
  • মুজতবার এই গল্পগুলো সবই অসাধারণ, তবে যেটি একেবারে লা জবাব সেটি হল ঐ যেখানে দেখা গেল লাটসাহেবের কুকুরের একটা ঠ্যাং-এর জন্যে যে খরচা বরাদ্দ তার চেয়ে কম পয়সায় গ্রামের পন্ডিতমশাইকে পরিবার প্রতিপালন করতে হয়।

    আর একটা ছিল - গ্রামের ছেলে বিদেশে গিয়ে জমিজিরেত, মসজিদ করার জন্যে পয়সা পাঠাত। ফিরে এসে দেখল ভাইরা সব ফুঁকে দিয়েছে। আবার বিদেশে গিয়ে আবার মুখের-রক্ত জল করে পয়সা করল, কিন্তু এবার আর ভাইদের না দিয়ে নিজের তঙ্কÄ¡বধানে সব বানিয়ে নিল। যেদিন সব শেষ হল সেইদিনই সে মরে গেল। এটা বোধহয় একটা গল্পের মধ্যে গল্প।
  • cam | 131.95.121.107 | ২৮ জুন ২০০৮ ০৪:১৬400925
  • হ্যাঁ। ঐ গল্পটার নাম "পাদটীকা"। ঐ লাটসাহেবের আর পন্ডিতের গল্প।
    সংস্কৃত শিক্ষা দেশ থেকে উঠে গিয়ে অ্যাডভান্সড ইংরেজী শিক্ষা এসে পড়ায় টোলের পন্ডিতদের দুর্দশার কাহিনি।
    কিন্তু এতো আপ্নাদের গুণীরাই বলেন যে কালের গতিতে কোনো কোনো স্কিল অবসোলিট হয়ে যায় তখন অন্য স্কিল শিখে নিতে হয়!
    তাই এ নিয়ে দু:খু করেই বা কি করবেন বলুন!
    আরো লিখুন, মুজতবার লেখাপত্র নিয়ে লিখুন।
  • Sudipta | 122.169.176.131 | ২৮ জুন ২০০৮ ০৯:০৬400926
  • বিভূতিভূষণের মৌরীফুল পড়েছেন কি? কেমন লাগে? আর-ও একটা গল্প ছিল, সেই পথের মাঝে এক জায়গায় ডাবের জল বিলানো হত শ্রান্ত পথিকদের জন্য; যা শুরু হয় সেই বৃদ্ধ পিতা ও তার কিশোর বয়স্ক ছেলের ঘটনা দিয়ে, নামটা কিছুতেই মনে পড়ছে না, 'দরবারী' বলে একটা সংকলনে পড়েছিলাম, বিভূতিভূষনের-ই ছোটো গল্পের সংকলন। আর কিন্নরদল! এই কিন্নরদল থেকেই এখনকার আলো সিনেমাটি হয়েছে। ছোটো গল্পের মধ্যে রবীন্দ্রনাথের দেনা-পাওনা আর শাস্তি-ও অসাধারণ; শরৎচন্দ্রের মহেশ; মধুর তোমার শেষ যে না পাই :-) ছোটো গল্পের সার্থক সংজ্ঞা বোধ হয় দাড়ি বুড়ো-ই রেখেছেন,

    অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে,
    শেষ হয়ে হইল না শেষ।
  • RM | 68.120.195.4 | ২৮ জুন ২০০৮ ১২:৪১400927
  • গল্পটার নাম "জলসত্র"
  • ranjan roy | 122.168.71.80 | ২৯ জুন ২০০৮ ২১:১৪400929
  • মুজতবার চাচাকাহিনী অসাধারণ। আজ এই বয়সে আরো একটা মাত্রা দেখতে পাই। অনেকগুলো গল্পের মধ্য দিয়ে ধীরে ধীরে ফুটে উঠছে একটা সময়-- জার্মানীতে মধ্যবিত্তের হতাশা আর আর্য্যগরিমার বুকনি দিয়ে নাজীবাদের উদয়। প্রশিয়ান কর্ণেলের গল্প ছাড়াও আরেকটা মনে করুন। যেখানে একটি শ্রমিক পরিবারে মুজতবা পেয়িং গেস্ট থাকতেন। বড় ছেলেটা মাসের প্রথমে মদ খেয়ে বেহেড মাতাল হয়ে বাড়ি ফিরতো। কিন্তু কোন অশান্তি নয়। হাসিখুসি চমৎকার সংযুক্ত পরিবার।
    কিন্তু হাওয়া বদলের দিন ।ছেলেটা নাজিদর্শনে দীক্ষিত হয়ে জাতিবিদ্বেষের বাষ্প ছড়াতে লাগলো। একদিন মাত্রাছাড়া হলে মুজতবা প্রতিবাদ করলেন।
    বাড়ির অন্যান্যরা লজ্জিত হয়ে ক্ষমা চাইলেন। কিন্তু ছেলেটির জিদে মুজতবাকে অন্য শহরে বাড়ি খুঁজতে হল। তারপর কোন এক কার্নিভালের দিনে একটি পাবে মুজতবা যেন ঘটনাচক্রে(?) এক নব্য নাজী যুবকের গার্লফ্রেনড নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়লেন। ছেলেটি ক্ষেপে গিয়ে রক্তের পবিত্রতা নিয়ে লেকচার দিয়ে মুজতবাকে বক্সিং লড়তে চ্যালেঞ্জ করলো।
    এমন সময় সেই পুরনো বাড়ি ওলার ছেলেটি হইচই করতে করতে পাব এ হাজির। সব দেখে শুনে সে ঐ জার্মান মেয়েটির গালে এক বমশেল চুমো খেয়ে তার বয়ফ্রেন্ডকে বল্লো-- ঐ কালো ইন্ডিয়ান তো ওসব কিছুই করেনি। কাজেই বক্সিং লড়তে হলে আগে আমার সংগে হোক। তারপর ইন্ডিয়ান।
    এখন কার্ল এর সংগে কে লড়বে? ও দশগাঁয়ের মধ্যে অবিসম্বাদিত চ্যাম্পিয়ন!
    আর বলি ময়ূরকন্ঠী সংকলনে আর একটি গল্পের কথা । রাস্তায় দাবা খেলা দেখতে দেখতে আলাপ হল সদালাপী আমুদে মি: নয়রাট দম্পত্তির সংগে। উনি বাড়ি নিয়ে গিয়ে খাওয়ান আর নন-ভেজ চুটকি শোনান। স্ত্রীর চোখ পাকানো দেখলে হেসে মুখ বন্ধ করেন।
    একদিন উনি শোনালেন স্কুলজীবনের একটি গল্প।
    নয়রাটের ক্লাসে এল একটি নতুন ছাত্র।কানাঘুষোয় ছেলেরা জানলো ও আসলে শহরের কোন ধনীর রক্ষিতার ছেলে।
    ব্যস, সবার ব্যঙ্গ-বিদ্রুপে ছেলেটির স্কুলজীবন অতিষ্ঠ হয়ে উঠলো। একদিন নয়রাট ওকে ক্লাসের গুন্ডা ছেলেগুলোর র‌্যাগিংয়ের হাত থেকে বাঁচালেন। তারপর থেকে ছেলেটি কৃতজ্ঞ হয়ে ওর পেছন পেছন ঘুরতো। এই নিয়ে অন্য ছেলেরা নয়রাটকে খ্যাপানোয় উনি ছেলেটিকে এড়িয়ে চলতে লাগলেন। ছেলেটি বুঝতে পারলো।
    বছর ঘোরার সময় নয়রাটের জন্মদিনে বাড়িতে সব বন্ধুরা এসেছে। খুব হইচই।বাড়ির চাকর জানালো-- বাইরে সিঁড়ির কাছে কেউ একজন ডাকছে।
    নয়রাট গিয়ে তো অবাক। সেই ছেলেটি! কিন্তু কিন্তু করে ক্ষমা চেয়ে বল্লো--- আমি জানি আমার ভেতরে যাবার অধিকার নেই। আমি চুপচাপ চলে যাবো। কিন্তু যদি আমার এই সামান্য উপহার গ্রহণ করো!
    নয়রাটের চক্ষুস্থির।--একটি অত্যন্ত দামী উপহার।
    নয়রাট থমকে দাঁড়ালেন। তারপর ছেলেটির হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে সবার সংগে পরিচয় করিয়ে দিলেন।
    গল্প শুনে সবার চোখ ছলোছলো। নয়রট বল্লেন--- আরে না না, আসলে অমন দামী উপহার। লোভ সামলাতে পারিনি।
    মুজতবা ধমকালেন। থাক, নিজেকে অযথা ছোট করবেন না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন