এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধরণী দ্বিধা হও :)

    kS
    অন্যান্য | ০৬ নভেম্বর ২০০৮ | ৪৪৫২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | 203.143.184.10 | ০৯ ডিসেম্বর ২০০৮ ১২:১৬405837
  • কিন্তু এটা তো প্রায় আসম্ভব। যতই হাত কাঁপুক, কিছুতেই পুরো গ্লাসের জলটা পড়ে যেতে পারে না। ওপর থেকে বেশ খানিকটা পড়ে যাবার পর জল ছলাৎ ছলাৎ করবে বটে --- এমনকি আন্ডারউডের ভুঁড়িতে ২-৪ ফোঁটা পড়তেও পারে -- কিন্তু পুরো জলটা কিছুতেই পড়ে যাওয়া সম্ভব না। এক যদি না আন্ডারউড স্টেজে ধেইধেই করে লাফিয়ে থাকেন, অথবা পাঁইপাঁই করে দৌড়ে থাকেন।

    অতএব ইহা একটা গুল্প। ঠিক আসল ও খাঁটি "ধরণী দ্বিধা হও' কেস নয়।
  • Blank | 203.99.212.224 | ০৯ ডিসেম্বর ২০০৮ ১২:১৭405838
  • বোঝো। হানুদার এক্সাবস্থা
  • Paramita | 216.10.193.22 | ০৯ ডিসেম্বর ২০০৮ ১২:১৯405840
  • সে যাই হোক্‌, শুনতে দারুণ।
  • h | 203.99.212.224 | ০৯ ডিসেম্বর ২০০৮ ১২:১৯405839
  • এক্স আমি নই। আমার বন্ধু। বেশ বিখ্যাত, তাই নামটা করা হল না।
  • Arpan | 208.57.131.4 | ০৯ ডিসেম্বর ২০০৮ ১২:২৯405841
  • :))
  • kS | 122.169.89.124 | ০৯ ডিসেম্বর ২০০৮ ১২:৩৩405842
  • ফাটাফাটি গপ্প!!! খুব হাসলাম :)
  • ranjan roy | 122.168.15.44 | ০৯ ডিসেম্বর ২০০৮ ১৬:৩৩405843
  • হতে পারে একটু জল তলানিতে বেঁচে ছিল। তাতে কি, পথিককে কেউ প্রায় খালি গ্লাস দেয়? পরিচালকের অবস্থা বুঝতে পারছি।।
    হনুর কথাসূত্রে আর একটি মাইল্ড ডোজ, লঘু গল্প। স্থান : শান্তিনিকেতন।সময়: সম্ভবত: ১৯৭৭-৭৮এর বার্ষিক নাট্যোৎসব।
    ফিলজফির রজত রায় ও ম্যাথস্‌ এর দেবজ্যোতি দাস(চয়ন) ঠিক করল "" দ্য মাংকিস্‌ প''' বলে বিখ্যাত মঞ্চসফল নাটকটি এবার প্রোডিউস্‌ করবে। হাতেলেখা পোস্টার লাগিয়ে দেয়া হল। দিন প্রায় এসে গেছে, হাতে মাত্র সাতদিন। কিন্তু মিউজিকের কি হবে ? অমন একটা নাটক যাতে মিউজিকই পারে ঠিক পরিবেশ সৃষ্টি করতে, অভিনয়ের অনেক ত্রুটি ঢাকতে। রাবীন্দ্রিক মিউজিকের প্রশ্নই ওঠেনা।
    কিঞ্চিৎ রিসার্চ করে মানিকজোড় সাতসকালে হাজির হল সঙ্গীতভবনের সঙ্গে তখন যুক্ত বিখ্যাত নিমাইচাঁদ বড়ালের বাড়িতে।
    --- কি ব্যাপার?
    --- আমরা আপনাকে অনুরোধ করতে এসেছি যদি আমাদের ঐ নাটকটাতে আপনি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক বেস্‌ড পার্শ্বসংগীত কম্পোজ করে দেন।
    ---- কিন্তু আমি তো ভারতীয় মার্গসংগীতের লোক, ওসবের কি জানি?
    ওরা প্রায় ওনাকে ঠেলে ভেতরে ঢুকলো। পকেট থেকে বের করলো বহুপুরণো ""লাইফ'' ম্যাগাজিনের হলদেটে কাটিং। তাতে দেখাযাচ্ছে ( ফোটো শুদ্ধ) বিশের দশকে নিমাইচাঁদ ভিয়েনার ফিলহার্মনিক অর্কেস্ট্রাতে পিয়ানো বাজাতেন।
    ---- বুঝতেই পারছেন স্যার, আমাদের এড়ানো কঠিন। আমরা তৈরি হয়ে এসেছি।
    নিমাইচঁদ বাক্যহারা। খানিকক্ষণ চুপ করে কিছু ভাবলেন, তারপর বল্লেন-- ভেতরের ঘরে এস।
    ওরা দুটো ঘর পেরিয়ে ভেতরে গিয়ে দেখল একটি বিশাল গ্র্যান্ড পিয়ানো। কাপড়ে ঢাকা, বহুদিন কেউ ছোঁয় নি।
    উনি স্টুলে বসলেন। আলতো ভাবে আঙুল দিয়ে টুং টাং করলেন। তারপর বল্লেন- সিচুয়েশন বোঝাও।
    শুনে নিয়ে একটু ভেবে ছোট ছোট মুভমেন্ট করতে লাগলেন। আর বলতে লাগলেন---- এটা চলবে? না? আর এটা? আচ্ছা এটা? এটাও না?
    দুই পশ্চাতপক্ক ওনার প্যাকেট থেকে সিগ্রেট ধরিয়ে একের পর এক ফুঁকতে লাগলো আর অম্লানবদনে কালাপাহাড়ের মত বলতে লাগলো---- হচ্চেনা, হচ্চে না। কিস্যু হচ্চে না। আমরা ঠিক এ'জিনিস চাইছি না।
    আধাঘন্টা ঘামছোটানোর পর উনি পিয়ানোর কী-বোর্ড থেকে হাত সরালেন, স্টুলেদিকে ঘোরালেন। বল্লেন,- তোমরা এগ্‌জ্যাকট্‌লি কী চাও বলতো?
    কী যে চায় সেটা বোঝাতে এদেরও কালঘাম ছুটছে। সেষে শেষের সীনটা নিয়ে বলতে গিয়ে রজত বল্লো---
    আরে ঐযে অনেকক্ষণ ধরে নীচুপর্দায় পঁ-পঁ-পঁ-প, পঁ-পঁ-পঁপ করতে করতে আস্তে আস্তে চড়ায় উঠে ক্লাইম্যাক্সে ক্র্যাশ করে না? অনেকটা সেইরকম।
    উনি চশমা খুলে আবার লাগিয়ে রজতকে অনেকক্ষণ ধরে দেখলেন। তারপর বল্লেন---- পঁ-পঁ -পঁ-প, পঁ-পঁ-পঁ-প? বুঝেছি, ক্রেসেন্ডো। এবার তোমরা এসো।
    ওরা উঠে বেরিয়ে যাচ্ছে নব্বইয়ের ঘরে আউট হওয়া ব্যাটস্‌ম্যানের মত, পেছন থেকে ডাক এলো--- ওহে, বইটা রেখে যাও। তিনদিন পরে এসে মিউজিকের টেপ নিয়ে যেও।
    তিনদিন পর । ওরা ফিরলো লাফাতে লাফাতে।

    সেই রাত্রেই নাটকের নতুন পোস্টার। তাতে পরিচালক-প্রযোজকের নাম ক্ষুদে অক্ষরে।
    আর বড় করে উজ্বল রঙে লেখা----- সংগীত পরিচালনা: নিমাইচাঁদ বড়াল। ভীড় ফেটে পড়লো। নাটক সফল।
    কিন্তু রজতের নামের সঙ্গে জুড়ে গেল---------পঁ-পঁ-পঁ-প।।
  • h | 203.99.212.224 | ০৯ ডিসেম্বর ২০০৮ ১৬:৪৪405844
  • ব্যাপক।
  • Blank | 203.99.212.224 | ০৯ ডিসেম্বর ২০০৮ ১৭:০০405845
  • হে হে , গোলা ব্যপার
  • Srijita | 121.240.210.2 | ০৯ ডিসেম্বর ২০০৮ ১৮:১২405847
  • এটা আমার নিজের ছড়ানোর গপ্পো । এই বছর খানিক আগের কথা । আমি ছিলাম চেন্নাই তে। আমার এখন কর্তা আর তখন বন্ধুটিও ছিলো । (তখন থেকেই গুচ পড়ি - টিম দাদা সন্ধান দিয়েছিলো)।
    যাই হোক । এক শনিবার সন্ধ্যায় আমি এবং আমার বন্ধু বেরিয়েছি , খানিক ঘুরে বেরাবো ।
    মনে হল cold drink খাই । দাঁড়ালাম এক দোকানে । হঠাৎ দূর থেকে দেখি একটি ছেলে আসছে , হাত দুটো শরীর থেকে বেশ খানিকটা দুরে রেখে বেশ মিঠুন চ্‌ক্‌রবরতি style
    আমি বেশ জোর গলায় বলতে শুরু করলাম , "দেখেছিস কেমন করে হাঁটছে । শুধু style এর জন্য এতো কষ্ট ? এ ব্যাটার নিশ্চই বগলে ফোঁড়া । নইলে এভাবে ....." ইত্যাদি । আমার সঙ্গীটি নিতান্ত ভদ্র। সে শুধু মিটিমিটি হাসে ।

    ইতিমধ্যে সেই ছেলেতি এসে দাঁড়িয়েছে আমাদের দোকানেই । নিয়েছে একটা drink । আমিও উচ্চকন্ঠে আমার মতামত ব্যক্ত করছি ।

    ছেলেটি indifferently দাঁড়িয়ে drink টা শেষ করল এবং পরিষ্কার বাংলায় আমাদের জিগ্যেস করল "Central যেতে auto কত নেয় এখান থেকে" । অতএব ..............
  • d | 203.143.184.10 | ০৯ ডিসেম্বর ২০০৮ ১৯:১৩405848
  • এই পঁ পঁ পঁ পঁ টা দুর্দান্ত। বেশ আমার মত কথাবার্তা! :)

    সৃজিতার গল্পটাও ছড়ু হিসেবে বেশ। :))
  • Arijit | 61.95.144.123 | ১০ ডিসেম্বর ২০০৮ ১১:১১405849
  • রঞ্জনদা শুধুমুধু বার খেলেন। নায়িকা তো "যা:' বলেনি - সেটা বল্লে না হয় আশার কথা ছিলো;-)
  • Blank | 203.99.212.224 | ১০ ডিসেম্বর ২০০৮ ১২:১৯405850
  • কিন্তু রঞ্জন দা বেশ কেত মেরে ছরায় ... ;-)
  • Bratin | 117.194.96.233 | ১০ ডিসেম্বর ২০০৮ ১৭:১২405851
  • রঞ্জন দার লেখা দরুন উপভোগ করলাম । :-))
  • h | 203.99.212.224 | ১০ ডিসেম্বর ২০০৮ ১৮:০৪405852
  • আমি একবার এক প্রসপেক্টিভ মেয়ের কেতাদুরস্ত বালিগঞ্জ প্লেস মাকে ফরাসী কায়দায় গালে গালে চুমু খেয়ে ইমপ্রেস করেছিলাম। তিনি যে একেবারে আমারে অপছন্দ করেছিলেন তা নয়, এমনকি আমাকে ডিনারে ডেকে নিজের মেয়ের উল্টো দিকে বসতেও দিয়েছিলেন। তবে মেয়েটা কদিন বাদেই সেন্সিটিভ কথা বলতে বলতেই প্রায় এক পিস এনারাই এর সাথে ভেগে গেল। শুধু তাই নয়, আমারে বিয়েতে নিমন্ত্রন করে গেলো বাড়ি এসে।

    এই দু:খ ভোলার জন্য আজকাল আমি আর বয়স্কদের আর এনারাইদের পরিচিত মহিলাদের বয়সনিরপেক্ষে আর চুমু দিই না। ফরাসী বা আন্তর্জাতিক। আমার খারাপ লাগে না বুঝি।
  • sinfaut | 165.170.128.65 | ১০ ডিসেম্বর ২০০৮ ১৮:১৩405853
  • প্রায় একপিস এনারাই মানে কী?
  • h | 203.99.212.224 | ১০ ডিসেম্বর ২০০৮ ১৮:২৩405854
  • 'প্রায়' শব্দ টা তার আগের দুটো শব্দের কোয়ালিফায়ার। টোকেনাইজিং শিখছ নি?
  • a x | 76.254.114.136 | ১০ ডিসেম্বর ২০০৮ ১৮:৩৯405855
  • শুধু গালে চুমু না, গালে গালে চুমু!
  • h | 203.99.212.224 | ১০ ডিসেম্বর ২০০৮ ১৮:৪৫405856
  • হ্যাঁ তবে রিসোর্স শেয়ারিং ভিত্তিতে। আমার এক গালের সঙ্গে তাঁর এক গাল। আর মুখে একটা মুয়া: মত স্মিত আওয়াজ। এই আওয়াজের ইন্টেন্সিটি বা ডেসিবেল বা দৈর্ঘ্য সবটাই দিপেন্ড করবে সম্পর্কের বা অকেসনের ফর্মালিটি উপরে।

    অক্ষ টেকনিকালি উইক। ফরাসীতে।
  • h | 203.99.212.224 | ১০ ডিসেম্বর ২০০৮ ১৮:৪৬405858
  • আমি বানানে।
  • a x | 76.254.114.136 | ১০ ডিসেম্বর ২০০৮ ১৮:৪৯405859
  • ফরাসীরা একসাথে অনেক গাল ছাড়া কাজকর্ম পারেনা?
  • a x | 76.254.114.136 | ১০ ডিসেম্বর ২০০৮ ১৮:৫০405860
  • গালে গালে যে এমন গলায় গলায় কেস কে বুঝবে!
  • h | 203.99.212.224 | ১০ ডিসেম্বর ২০০৮ ১৮:৫৪405861
  • সেটা কাজের রিকোয়ারমেন্ট অথবা কর্তার ব্যক্তিগত স্টাইলের উপরে ডিপেন্ড করছে। কোন কোন ক্ষেত্রে, ফলেন পরিচয়তে ইত্যাদি

  • stoic | 160.103.2.224 | ১০ ডিসেম্বর ২০০৮ ১৮:৫৮405862
  • ফরাসীদের এই কথায় কথায়, দেখা হলেই চুমু খাওয়া ব্যাপারটা অসহ্য। অবশ্য শুধু ওদের দোষ দিয়ে লাভ নেই। সারা ইওরোপেই মোটামুটি এক কেস। কোথাও দুটি কোথাও আবার তিনটি (সুইৎজারল্যান্ড)।
  • san | 12.144.134.2 | ১০ ডিসেম্বর ২০০৮ ১৯:০০405863
  • কিন্তু দেখা না হলে লোকে চুমু খাবে কিকরে? ;-)
  • sayan | 160.83.72.212 | ১০ ডিসেম্বর ২০০৮ ১৯:৫৩405864
  • কেন দূরভাষে এসেমেসে চ্যাটে চ্যাটচ্যাটে চুমু খায়/দেয় না?
  • san | 12.144.134.2 | ১০ ডিসেম্বর ২০০৮ ২০:০২405865
  • ওগুলো তো প্রায়চুমু ;-)
  • sayan | 160.83.72.212 | ১০ ডিসেম্বর ২০০৮ ২০:১৮405866
  • চুমুর ক্লাসিফিকরন ও বঙ্গীয় সমাজের রক্ষণশীলতা নিয়ে এবার সুতো খুলবে কি? সত্যিচুমু, গালচুমু, মুয়া:চুমু, প্রায়চুমু, উড়ন্তচুমু, বিষাক্তচুমু ...
  • a x | 143.111.22.23 | ১০ ডিসেম্বর ২০০৮ ২০:৩৪405867
  • দেখো বাপু এই ফরাসী গালাগালি ম্যান্ডেলার সাথে করতে গিয়েই শাবানাকে খুব বকাবকি করা হয়েছিল!
  • sayan | 160.83.72.212 | ১১ ডিসেম্বর ২০০৮ ০০:১৪405869
  • নেলসন ম্যান্ডেলা কে শাবানা গালাগালি করেছিলেন আর শিল্পাদিদিকে রিচার্ড গেয়ার FC, এমন আরও কত আছে কে জানে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন