এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কোলকাতায় খাওয়ার ঠেক

    nolabaaz
    অন্যান্য | ২৯ অক্টোবর ২০০৮ | ৫৫৮০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • nolaabaaz | 203.110.246.230 | ২৯ অক্টোবর ২০০৮ ২১:১০405932
  • কোলকাতায় কোথায় কোথায় ফুটপাতে ভালো খাবার-দাবার পাওয়া যায়, তার একটা লিস্টি বানালে কেমন হয়?
  • shyamal | 24.119.209.40 | ৩০ অক্টোবর ২০০৮ ০৪:০২405948
  • ঠিক ফুটপাথ নয়, সুইনহো স্ট্রিট থেকে সাউথ পয়েন্ট স্কুলের দিকে যেতে ঐ মোড়ে একটা মিষ্টির দোকান আছে। সেখানে দারুন কচুরী, তরকারী আর চাটনি বিক্রি হয়। সারাদিন লাইন থাকে।
    গড়িয়াহাটে ব্যাম্বিনোর দক্ষিণে একটা ছোট্ট রোলের দোকান আছে (বেদুইন কি?)। চমৎকার রোল।
    আর ডালহৌসী, লায়ন্স রেঞ্জ এলাকায় ফুটপাথে হাজার রকম খাবার ।
  • aja | 207.47.98.129 | ৩০ অক্টোবর ২০০৮ ০৪:৩৩405959
  • ডালহৌসী শুনে মনে পড়ে গেল। রাইটার্স আর লালবাজারের মধ্যে অনেকগুলো খাবারের দোকাল আছে। মূলত: লাঞ্চ (অর্থাৎ ভাত মাছ রুটি লুচি ইত্যাদি) বিক্কিরি করে। অসাধারন ব্যাং ফর দ্য বাক।
  • nyara | 67.88.241.3 | ৩০ অক্টোবর ২০০৮ ০৫:১০405970
  • বেদুইন ভাল, তবে ওভার-হাইপড। এবারেও বার তিনেক খেয়ে কনফার্ম করলাম। অবশ্যই বেদুইনের ফিশ ফ্রাই খাবেন না। খেয়ে গভীর শারীরিক সংকটে পড়লে কোম্পানি দায়ী নহে।

    রাইটার্সের আর লালবাজারের খাবারের দোকানগুলো - ঐ অজদা যা বলেছে - গেরস্তপোষা এবং উপাদেয়। আমি ভাত খাইনি - লুচি তরকারি আর বাঙালী চাউমিন খেয়েছি। লুচি তরকারি ভালো ছিল হুমায়ুন কোর্টের ওপর (লাইটহাউস/ নিউ এম্পায়ারের গলি) চৌরঙ্গি রোডের মোড়ের দিকের খান কয়েক দোকানে। ঠিক লুচি নয় - পুরি বলা ভাল।

    যাদবপুরে এইট-বি-র উল্টোদিকের রোলের দোকানগুলোও বেশ ভাল। হাঁইহাঁই খিদের নিয়ে আলুর টিকিয়া অভরা এগরোল খেয়ে সস্তায় পেটে ভরান যেত। এইট-বি গেটের পাশে একটা মুড়িমাখার দোকান ছিল। সস্তায় অতি উত্তম। স্টেশন রোডে খুপরি একটি দোকান (মাইরি বলছি, চওড়ায় ৪ ফুটের বেশি হবেনা) - পরোটা ভান্ডার - অসাধারণ। গরম পরোটা আর আলুর তরকারি। যদিও শেষেরটা টেকনিকালি ফুটপাতের খাবার নয়।

    ডেকার্স লেনের ভেতরের দোকানে চিকেন কাটলেট - বেসিকালি ম্যারিনেটেড চিকেন ভাজ - আর গলির মোড়ের দোকানের চা তো বিখ্যাত। পার্ক সার্কাসে ট্রামডিপোর উল্টোদিকের মাংসর দোকানের পাশের রোলের দোকানও সেরকমই বিখ্যাত। যেমন বিখ্যাত পার্ক স্ট্রীটের রোলের দোকান। থিয়েটার রোডের মোড়ে টিকিয়ার ছোট্ট দোকানটাও বেশ বিখ্যাত ছিল। বইমেলা ফেরত বাস ধরতে এসপ্ল্যানেড যাবার পথে খাওয়া হত। এখনও আছে কিনা জানিনা।
  • aja | 71.106.244.161 | ৩০ অক্টোবর ২০০৮ ০৭:৪৫405981
  • আমহার্স্ট স্ট্রীটের ওপর তেলেভাজার দোকানগুলোকে কি ফুটপাথের দোকান বলা যাবে? মানে রোয়াকের দোকান আর ফুটপাথের দোকানে কি ফারাক করছি আমরা?
  • Blank | 203.99.212.224 | ৩০ অক্টোবর ২০০৮ ১৫:২৬405992
  • রবীন্দ্রসদনের ওদিকে মোমো আর থুকপা।
  • kallol | 220.226.209.2 | ৩০ অক্টোবর ২০০৮ ১৮:৪৪406003
  • রাসবিহারী মোড় থেকে লেক মার্কের্টের দিকে যেতে ""পলস ইটিং হাউস"" - সাংঘাতিক ভালো মাছ-ভাত-তরকারী।

    ভবানীপুরে লক্ষীবাবুর আসলী সোনা-চাঁদী দোকানগুলোর পেছনে চার-পাঁচটা তিব্বতি খাওয়ার ঠেক।

    গাঁজা পার্কের দক্ষিণ-পশ্চিম কোনে মাটন চাঁপ আর মাটন পাকোড়া।

    ঐ দোকান থেকে জগুবাজারের দিকে দুপা এগোলেই ফুটপাথে ডিম কষা, মাটন-চিকেন কষা, আর ব্রেন কারী।

    লেক মার্কেটের পশ্চিমে রাধুর দোকানের ফিস ফ্রাই আর চা।

    সাদার্ন এভেনিউয়ের মোড়ে দক্ষিনের ফুটে পাশাপাশি দুটো চায়ের দোকান - চা শুধু চা।

    হাজরা মোড়ে চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের গায়ে ""ক্যাফে""র কবিরাজী, চিকেন/মাটন স্টু, চা, পুডিং

    আনোয়ার শাহ রোডে ঢাকা কালীবাড়ির উল্টোদিকে - রাজেন্দ্রপ্রসাদ কলোনীর রাস্তায় - অচিন্তর দোকান ভেনাস ক্যাটারার - নানা প্রকার স্ন্যাকস।

    চারুমার্কেটের ফুটপাথে আলুর চপ আর বেগুনী।

    রাসবিহারী মোড়ে বচ্চন ধাবার পাশের দোকানে মুড়ি আর নিখুতি।

    পরে আরও হবে.............
  • a x | 143.111.22.23 | ৩০ অক্টোবর ২০০৮ ২০:০১406014
  • ব্রেন কারি!! ভেজা ফ্রাই?
  • ami | 203.110.246.230 | ৩০ অক্টোবর ২০০৮ ২১:১৫406025
  • এ এক্স টা বেরসিক।
    বারুইপুর কি কোলকাতা? তাহলে বারুইপুর স্টেশনে আসমা, ভয়ানক ভালো গোস্ত আর চাপ (চন্দ্রবিন্দুটা লিখতে পারলাম না) বানায়।
  • I | 59.93.213.32 | ৩০ অক্টোবর ২০০৮ ২২:৪৭405933
  • কালির দোকান। এন আর এস পেরিয়ে কোলে মার্কেটের মুখে। মাঝরাতে জাগত। ডাক্তার আর কুলিপোষা।
    অমন স্বাদিষ্ট ডিম ভুজিয়া-হাতরুটি আর কাঁচা পেয়াজ-কাঁচা লঙ্কা কোত্থাও খাইনি। সামনেই উথলে ওঠা ভুঁড়ি নিয়ে যে নোংরা, কালো ,ঘেমো লোকটা বসে বসে ডিম ভুজিয়া নাচাচ্ছে, সেই ওস্তাগরই কালি, কেননা কালির দোকানে যে বসে সে-ই কালি।
    খাটিয়ায় বসে খেতে হয়, কুলি-ধাওড়াদের মাঝখানে বসে। তারপর এক খুড়ি কড়ক চায়ে। একটা মিঠাপাতা পান। পানের দোকানে সার বেঁধে 3 X মেমরা ঝুলছে কন্ডোমের প্যাকেটে। কোলে মার্কেট জেগে উঠেছে ও জাগছে রাতের কোলকাতা। ইমার্জেন্সিতে পুলিশ ও পাতাখোর, মাতাল; আফিংখোর পেটব্যথার নাম করে পেথিডিন ইনজেক্‌শন নিতে এসেছে।
    চারিদিকে জীবনের সমুদ্র সফেন।

    এখন ভাবলে, মায়া মনে হয়।

  • Paramita | 63.82.71.141 | ৩১ অক্টোবর ২০০৮ ০০:০৭405939
  • আমিও এইভাবে এইটবির তড়কা রুমালি রুটির কথা বলতে চাই। লাস্ট দুটো লাইন ইন্দোভাই-এর পোস্ট থেকে দেখে নাও।
  • shyamal | 64.47.121.98 | ৩১ অক্টোবর ২০০৮ ০০:২৫405940
  • যাদবপুর স্টেশন রোডে সানন্দা সুইটস ছিল, এখন বোধ হয় উঠে গেছে। দারুন ঢাকাই পরোটা বানাত।
    ন্যাড়া যে নিউ এম্পায়ারের উল্টো দিকের লুচি/কচুরির কথা বলেছে সে আমিও খেয়েছি সেই কলেজে পড়ার সময়ে। কিন্তু এখন সব উঠে গেছে, শুধু ফলের রসের দোকান আর একটা দোসার দোকান আছে।

    কল্লোলের গাঁজা পার্কের খাবারও খেয়েছি।
  • a x | 143.111.22.23 | ৩১ অক্টোবর ২০০৮ ০১:০১405941
  • শিয়ালদা ব্রীজের নীচে সুরুচির আমের চপ।

    পুঁটিরামের কচুরি চা।

    জেভিয়ার্সের পেছনের গেট দিয়ে বেরিয়ে খুপরি দোকানটাতে মাথা নিচু করে ঢুকে নড়বড়ে বেঞ্চিতে বসে চানা বাটোরা খেয়ে আরেকটু এগিয়ে মসলা কোক নিয়ে তারপার হাঁটতে হাঁটতে যাও মিন্টো পার্ক।

    শিয়ালদা আট নম্বর প্ল্যাটফর্মে স্টাফ ক্যান্টিনে রুটি-আলুরদম।

    হিন্দুস্থান পার্কের সাউথ ইন্ডিয়া ক্লাবে বসে চেনা লোকের দৃষ্টি এড়িয়ে ইডলি-দোসা।

    মায়া মনে হয়না, হাত বাড়ালেই ছুঁতে পারব। হাত বাড়াই না আর।
  • arjo | 168.26.215.13 | ৩১ অক্টোবর ২০০৮ ০১:১৮405942
  • কলেজ স্কোয়ারে ymca ক্যান্টিনে চিকেন স্টু, আলুর দম।

    সূর্য সেন স্ট্রীটে কলেজ স্কোয়ার পেরিয়ে রকের ওপর কালিকার চপ।

    উল্টোডাঙা স্টেশনের কাছে মিষ্টির দোকানের ঠিক উল্টো দিকে যে ফুচকাওয়ালা থাকে তার ফুচকা।

    সেক্টর ফাইভে এসডিএফের উল্টোদিকের ঝুপসে বৌদির দোকানে মাংস ভাত,দীপঙ্করের দোকানে মাছ ভাত।

    আমিনিয়া থেকে বেরিয়ে বরফে রাখা পাতার মিষ্টি পান।

    আর একটা হচ্ছে পার্ক স্ট্রীটের হট কাঠি রোল। ব্যাথা। কোনোদিন খাওয়া হয় নি। প্রথমে পয়সা থাকত না। পরে অবসর হয় নি।

    হতাশ হয়েছি শিয়লদহ সাউথের ফটাস জল খেয়ে। বড়দের সাথে গেলে কোনোদিন খেতে দেয় নি। ছোটবেলার সেই না পাওয়া কলেজে পড়ার সময় পেলাম, কিন্তু।

    বৃহত্তর কলকাতা ধরলে ব্যারাকপুর স্টেশনে তিন নম্বর প্লাটফর্মে ঘুগনি, এক নম্বর দিয়ে বেরিয়ে এগ মটন রোল খেয়ে এক ভাঁড় লস্যি।
  • Blank | 59.93.215.95 | ৩১ অক্টোবর ২০০৮ ০১:২৩405943
  • 'আমি' টা কে? আমার আগে বারুইপুরের আসমার ফান্ডা দিলো !! ওতে আমার কপিরাইট আছে
  • a x | 143.111.22.23 | ৩১ অক্টোবর ২০০৮ ০২:১৩405944
  • কেন "তুমি", ভেজাফ্রাই কি আসলে রসগোল্লার মাসতুতো ভাই?
  • ami | 203.110.246.230 | ৩১ অক্টোবর ২০০৮ ২২:৪২405945
  • ব্ল্যাঙ্ক দাদা, আরো বোলতে পারি------
    আচ্ছা ঠিক আছে, আমি জায়গাগুলো বলছি, তুমি নাম বোলো, যদি পারো
    ;-p
    ১) পার্ক সার্কাস সেভেন পয়েন্ট কানেক্টর
    ২) কলেজ স্ট্রীট কলাবাগানের গলি
    ৩) মানিকতলার মোড়
    ক্লু: সব-ই গোরু
    পারলে আসমাটা তোমায় ছেড়ে দেবো।
  • ranjan roy | 122.168.31.76 | ০১ নভেম্বর ২০০৮ ০৫:৫৫405946
  • ami,
    কলাবাগানের গোরু? ১৯৬৭-৬৮তে চার আনা প্লেটে লাললংকার পেষা থক-থকে ঝোলে দুটো ছিবড়ে মত?
    তখন কম পয়সায় ওটা খাওয়ায় বেশ ডি-ক্লাস হওয়ার হামবড়া ভাব থাকতো, কিন্তু অখাদ্য।
    হ্যাঁ,নিজামের রোল , ক্ষীরি কাবাবের কথা আলাদা। আর রয়েড স্ট্রীটে শিক কাবাব? মৌলানা আজাদ কলেজ থেকে এক স্টপ এগিয়ে গিয়ে?
    আচ্ছা, হাজরার মোড় থেকে দু'পা এগিয়ে, নাকি বসুশ্রী সিনেমার পাশে গলির ভেতর "" রঞ্জনের সিঙাড়া'' বলে একটা দোকান ছিল। শুধু সিঙাড়া বানাতো। বসার জায়গা নেই। লাইন দিয়ে কিনে নিয়ে যাওয়া। আছে না ভোগে গেছে?
  • quark | 121.242.12.21 | ০৩ নভেম্বর ২০০৮ ১২:১৮405947
  • কালিকা'র চপ, সূর্য্য সেন স্ট্রীট
  • kd | 59.93.179.73 | ০৩ নভেম্বর ২০০৮ ১৫:২৫405949
  • সদানন্দ রোডে 'আপনজন'এর ফ্রাই/চপ/কাটলেট, জগুবাজারের উল্টোদিকে দেবেন্দ্র ঘোষ রোডে নিরামিষ তেলেভাজা, গ্যাঁজা পার্কের উল্টোদিকে 'গ্রীন প্যালেস'এ তড়কা (মতান্তরে, পদ্মপুকুরে চাররাস্তার দোকানের তড়কা)।
  • stoic | 160.103.2.224 | ০৩ নভেম্বর ২০০৮ ১৫:২৬405950
  • প্রেসিডেন্সী আর কলকাতা ইউনির মাঝখানের রাস্তা তে, মানে ইডেন হিন্দু হোস্টেলের রাস্তায়, ছোট্টো ঘুপচি দোকানের পরোটা উইথ আলুর তরকারি।

    কলাবাগান বস্তি তে বিফ ভুনা।
    পূর্ণ সিনেমার উল্টোদিকে, ভবানীপুরে, 'সামুর' বলে স্পোর্টস শপের পাশের গলিতে 'ব্রেস্ট' কাটলেট, যেটা আদতে braised কাটলেট বলে আমার ধারণা।

    কলেজ স্কোয়ারের পেছন দিকে (প্রেসির রেফারেন্সে) প্যারামাউন্ট এর সরবত। এস্পেশালি 'কোকো-মালাই' বা 'গ্রীন ম্যাঙ্গো'।
  • quark | 121.242.12.21 | ০৩ নভেম্বর ২০০৮ ১৫:৩৫405951
  • যদ্দুর শুনিচি সে প্যারামাউন্ট আর নাই .....ফোঁস (দীর্ঘ:শ্বাস)
  • quark | 121.242.12.21 | ০৩ নভেম্বর ২০০৮ ১৫:৩৬405952
  • ইয়ে stoic, তাইলে বুড়োদা'র দোকানের চা ও থাক
  • stoic | 160.103.2.224 | ০৩ নভেম্বর ২০০৮ ১৫:৫৫405953
  • quark, অ্যাবসোলিউটলি।
    কিন্তু ২০০৪ এও তো খেলাম প্যারামাউন্টে। ঘোর কলি !
    :-(
    kd দার পোস্টে কয়েকটা অ্যানেক্স। আপনজনে 'ফিশ ডায়মন্ড' বলে একটা অতুলনীয় ব্যাপার করে। দেবেন্দ্র ঘোষ রোডে 'মামার চপ', ডিমের ডেভিল। সারা রাস্তা টাই ঐ গন্ধে ম ম করত। আর ভবানীপুর জগুবাজার অঞ্চলের তড়কা বলতে ছিলো এলগিন রোডের দিকে হাঁটলে সেন মহাশয়ের মিষ্টির দোকানের পাশের তড়কার দোকান। গ্যাঁজা পার্কের পাশের ঐ দোকানে ব্রেন কারী ছড়াও চর্বি ভাজা বিক্রি করত। মানে ডিমের গোলা প্লাস বিস্কুটের গুঁড়ো দিয়ে কোটেড। ডি লা গ্র্যান্ডি।
  • h | 203.99.212.224 | ০৩ নভেম্বর ২০০৮ ১৬:৫৩405954
  • মালিকানা বদলেছে কিনা জানিনা। দিব্য রোজ মালাই এবং ডাব সরবৎ মেরে এলাম গত পরশু। প্যারামাউন্টে।
  • quark | 121.242.12.21 | ০৫ নভেম্বর ২০০৮ ১২:৩৪405955
  • তাইলে ভুল শুনেছিলুম। যাক, এই উঠে যাওয়ার দিনকালে থেকে গেলেই ভালো ...
  • quark | 121.242.12.21 | ০৫ নভেম্বর ২০০৮ ১২:৩৭405956
  • আরেকটা জায়গা, ঠিক ফুটপাথ নয়, তবে বেশ অদ্ভুত। হিন্দু স্কুল এর পাশ দিয়ে (হেয়ার স্কুল এর গেট এর ঠিক উল্টোদিকের ফুটপাথে) কলেজ স্কোয়ার এর মধ্যে ঢুকলেই পাঁচিলের বাইরের দোকান থেকে পাঁচিল টপকে আসে চিকেন স্টু, ভেজ স্টু, পাঁউরুটি ইত্যাদি।
  • nyara | 64.105.168.210 | ০৫ নভেম্বর ২০০৮ ১২:৪১405957
  • চিকেন স্টু বলতে মনে পড়ল, ময়দানে জর্জ টেলিগ্রাফ টেন্ট ক্যান্টিনের চিকেন স্টু বেশ উপাদেয় ছিল। সেও অবশ্য রাস্তার খাবার নয় ঠিক।
  • lcm | 71.132.140.146 | ০৫ নভেম্বর ২০০৮ ১২:৪৫405958
  • ঐ স্টু-টা বেশ ছিল। সঙ্গে সেঁকা পাউরুটি। বেঞ্চ-এ বসে।
  • kallol | 220.226.209.2 | ০৫ নভেম্বর ২০০৮ ১২:৫২405960
  • স্টু, যদিও ভেজিটেবল স্টু ডেকার্স লেনের মাঝামঝি এক বয়স্ক ভদ্রলোক বহুদিন ধরে বেচেন। বড় বড় পিস পেঁপে, আলু, গাঁজর, বিট, বিনস, সব সেদ্ধ। গোলমরিচ আর লেবু দিয়ে দারুন।
    হাইকোর্টের আশে পাশে প্রচুর চিকেন-মটন স্টু ওয়ালা বসেন। সঙ্গে ঘুগনিও থাকে। প্রত্যেকের মানই বেশ ভালো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন