এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জাদুসম্ব্রাট পি সি সরকার:একটি মুক্যায়ন

    kanti
    অন্যান্য | ০৫ মার্চ ২০০৯ | ৩২৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • kanti | 125.20.11.34 | ০৫ মার্চ ২০০৯ ২৩:৩৮407468
  • মূল্যায়ন। সম্প্রতি তাঁর সুযোগ্য পুত্র জুনিয়ার পি সি সরকার যথাযথ মর্যাদায় তাঁর জন্মোৎসব পালন কোরেছেন এবংতাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারত সরকার একটি ডাক টিকিট প্রকাশ কোরেছেন ।এ বিষয়ে কিছু তত্থভিত্তিক আলোচনা হোক। এটাই কাম্য। কেউ শুরু কোরলে উৎসাহিত হব।আমি পরে আমার বক্তব্যে আসছি।
  • Ishan | 12.163.39.254 | ০৬ মার্চ ২০০৯ ০১:২৪407479
  • আমি পিসি সরকার সম্পর্কে দুটো কথাই জানি। এক। উনি খুব ভালো জাদুকর ছিলেন। দুই। জাপানে ম্যাজিক দেখাতে গিয়ে মারা যান। তিন। (লিখতে গিয়ে দেখছি দুই এর বেশিই জানি) ওনার ছেলের নামও পিসি সরকার।

    ডাকটিকিট বিষয়ে অবশ্য বিশেষ কিছু জানিনা।
  • arjo | 168.26.215.13 | ০৬ মার্চ ২০০৯ ০১:৩২407490
  • ছেলে পিসি সরকার চোখ বেঁধে যে খেলাটা দেখান সেটা আমার ভালো লেগেছে। কি করে দেখান এই তথ্য পেলে ভালো লাগবে।
  • Ishan | 12.163.39.254 | ০৬ মার্চ ২০০৯ ০১:৩৫407501
  • আমিও সায়েন্স ক্লাবে চোখ বেঁধে থট রিডিং এর খেলা দেখাতাম। সেইটা বলতে পারি, কিকরে দেখায়।

    না: আর না। এই শেষ পোস্ট। আপাতত:।
  • arjo | 168.26.215.13 | ০৬ মার্চ ২০০৯ ০১:৩৯407503
  • আরে এইটা বলে যাও। অনেকদিন জানার ইচ্ছে। আর ঐ তাজমহল ভ্যানিশ করাটা?
  • Ishan | 12.217.30.133 | ০৬ মার্চ ২০০৯ ০৯:১৫407504
  • তজমহল ভ্যানিশ করাটা ঠিক জানিনা। তবে আমি কয়েন ভ্যানিশ করতে পারি। চলবে?
  • rokeyaa | 203.110.243.21 | ০৬ মার্চ ২০০৯ ০৯:২৬407505
  • আকাশ বাংলায় আরেকজন পিসিসর্কার জাদু দেখায়, স্কুল-কলেজের মেয়েদেরকে ধরে আনে দেখার জন্য! মায়াজাল না কি একটা নাম।
  • Arijit | 61.95.144.123 | ০৬ মার্চ ২০০৯ ০৯:৫৩407506
  • তাজমহল ভ্যানিশ করেছিলো নাকি? এটা মনে নেই, তবে একটা ইস্টিশন (সম্ভবত: বর্ধমান) থেকে আস্ত ট্রেন ভ্যানিশ করেছিলো - সেটা টিভিতেও দেখিয়েছিলো। কি করে কে জানে। সম্ভবত: এদিক ওদিক থেকে ট্রেন এনে কিছু একটা করেছিলো।
  • bitoshok | 75.72.245.81 | ০৬ মার্চ ২০০৯ ১০:৩০407507
  • ঐ তাজমহল ভ্যানিশ, ইস্টিশন ভ্যানিশ দুটো-ই কাঁচা ঢপ। (প্লিজ অন্য মানে করবেন
    না, আমি জাদুবিদ্যা এবং পিসি সরকার জুনিয়র সম্পর্কে যথেষ্ট শ্রদ্ধাশীল ধারনা রেখেই বলছি।) বিশদে
    জানতে প্রবীর ঘোষের 'অলৌকিক নয় লৌকিক' পড়ুন।

  • Arijit | 61.95.144.123 | ০৬ মার্চ ২০০৯ ১০:৩৬407469
  • ম্যাজিক মাত্রেই ঢপ। এটা তো জানাই। হ্যারি পটার তো গপ্পই। কিন্তু কোশ্চেন হল টিভিতে খবরটা কিসের ভিত্তিতে দিয়েছিলো?

    অ-ন-লৌ কোন খণ্ডে আছে এটা? বাড়িতে মনে হয় প্রথম তিনটে আছে, এর মধ্যে তৃতীয়টাতে নষ্টদামু নিয়ে পোচুর লেখা, আর সেগুনো মনে হয় ওর ছেলের লেখা। বইটা ভালো হয়নি।
  • arjo | 24.42.203.194 | ০৬ মার্চ ২০০৯ ১০:৪০407470
  • ম্যাজিশিয়ানরা তো তাই বলে। আইদার ঢপ অথবা বিজ্ঞান। আর তারসাথে ঝকমকে প্যাকেজিং।
  • r | 125.18.104.1 | ০৬ মার্চ ২০০৯ ১৩:১১407471
  • রবীন্দ্রসদনে এখন জাদুমেলা চলছে। উৎসাহীরা ঘুরে আসতে পারেন, বিশেষত: বাড়িতে কচিকাঁচারা থাকলে।
  • kanti | 125.20.11.34 | ০৬ মার্চ ২০০৯ ১৪:৫৩407472
  • আজ থেকে ৫০/৬০ বছর আগে যখন জন মনরঞ্জনের এখনকার মত এতো এলাহি উপকরন ছিল না তখন পি সি সরকার অবশ্যই সারা ভারতে এবং বাইরের বিশ্বে একটি উঙ্কÄল ব্যক্তিত্ব রূপে পরিচিত ছিলেন।সেই সময়ের পটভূমিতে বেশ কিছু মৌলিকতার প্রকাশ এবং প্রয়োগ তিনি দেখিয়েছিলেন। তাই খুব আহত বিস্ময়ের সংগে দেখলাম যে আজকের প্রজন্ম কত চটুল ভংগীতে তাঁর সম্পর্কে নিজেদের অজ্ঞতা নিয়ে আমোদ প্রকাশ করছেন ।না, জাদুকর শ্রী প্রতুল চন্দ্র সরকার আঁতেল ছিলেন না, কিন্তু সেই আমলে একজন আদ্যন্ত প্রগতিশীল মানসিকতার বাংগালী এবং ভারতীয় ছিলেন। জাদু প্রদর্শনের ক্ষেত্রে তিনি অত্যন্ত মৌলিকতার সংগে ভারতিয় পোষাক,সংগীত,মঞ্চকলার সফল প্রয়োগ সাফল্যের সঙ্গে সারা বিশ্বের সামনে দেখিয়ে সুনাম কুড়িয়ে ছিলেন। সম্ভবত: তিনিই প্রথম চমৎকার ভাবে শিক্ষা দিয়ে তৈরী করে প্রতি বছর বেশ কয়েক জন বাংগালী তরুনীকে সহকারী হিসাবে বিদেশে যাবার সময় সংগে নিয়ে যেতেন। এ জন্য প্রতি বছর ঐ সময়ে তিনি কাগজে বিজ্ঞাপন দিতেন। এই সহকারীরা অনেকেই পরে জাদুবিদ্যা বা অভিনয়কে পেশা হিশাবে নিয়েছেন।
  • bb | 125.16.17.151 | ০৬ মার্চ ২০০৯ ১৭:১০407473
  • আমি যতদুর জানি, ভ্যানিশ করানোর ব্যপারটা সম্পুর্ন সায়েন্টিফিক। কোন কিছুর ওপর আলো পড়ে সেটা যখন রিফ্লেক্ট করে আমাদের চোখে পড়ে তখন আমরা বস্তুটিকে দেখতে পাই। এই ক্ষেত্রে ম্যাজিশিয়ান রিফ্লেক্টেড আলোটিকে আমাদের চোখে ফিরে আসতে দেন না আর তাই মনে হয় বস্তুটি অদৃশ্য হয়ে গেছে।
  • kallol | 220.226.209.2 | ০৬ মার্চ ২০০৯ ১৭:৫০407474
  • নিউ এম্পায়ারে পি সি সরকারের ম্যাজিক শো হতো। ছোটবেলায় খুব দেখেছি।
    আমার এক দাদা, আমার থেকে বছর পাঁচেকের বড়ো, ম্যাজিক নিয়ে খুব উৎসাহী ছিলো। অনেক ম্যাজিক জানতো। সে বলতো, অনর্গল কথা বলার আর উচ্চগ্রামের মিউজিকের মাঝখানেই নাকি যত কারসাজি করেন উনি। কতবার কান বন্ধ করে ওনার ""কারসাজি"" ধরতে চেয়েছি..... বলা বাহুল্য প্রত্যেকবারই উনি জিতেছেন।
    ওনার এক আপন ভাই ছিলো এ সি সরকার। উনিও খুব ভালো ম্যাজিক দেখাতেন।
    বাবার কাছে, গোয়ালন্দের স্টিমারের ডেকে অন্য যাত্রীদের অনুরোধে ওনার ম্যাজিক দেখানোর কথা শুনেছি।
    আর শুনেছি গড়িয়াহাট বাজারের রেশন দোকান মালিকের কাছে - উনি নাকি একটা পোষা বাঘ নিয়ে সকালে হাঁটতে বের হতেন।
    শিয়ালদহ থেকে ট্রেনে বালিগঞ্জ স্টেশন আসলেই ডান দিকে সারি সারি বাড়ির ওপরে বড় বড় করে লেখা থাকতো পি সি সরকার। আমারা জানতাম ওগুলো সবই ওনার বাড়ি।
  • kanti | 125.20.11.34 | ০৬ মার্চ ২০০৯ ১৯:৩৬407475
  • পি সি সরকারের বাঘ বা সিংহের একটি প্রচলিত গল্প আছে। নিজের চোখে দেখা গল্প বলি। সেটা ১৯৫৭-৫৮সাল।পি সি সরকারের বালিগঞ্জের বাড়ি 'ইন্দ্রজালের' পাশে কল্যানী নামে একটি রেস্টুরেন্ট ছিল। সেখানে প্রায় প্রতিদিন বেলা ১০/১১টা নাগাদ আমাদের একটি জমায়েত হোত। তখন মহাজাতি সদনে নিয়মিত শো চলছে। মেয়েরা প্রতিদিন সকালে আসতো তাদের প্রতিদিনের তালিমের জন্য।আমরা নিয়মিত হাজিরা দিচ্ছি। প্রায়ই ঐ সময় জাদুকর মশাই বাড়ি থেকে বেরিয়ে কল্যানীতে এসে বসতেন ও নানা দর্শনার্থীর সংগে কথা বলতেন। মানুষটি ছোট খাটো হলেও বেশ গম্ভীর ও রাশভারী ছিলেন। পরনে থাকত মালকোচা মারা ধুতি এবং ঢিলেঢালা হাতাওয়ালা গেঞ্জি। আর সংগে থাকত চেন লাগানো সাদা বড় বড় লোমওয়ালা এক কুকুর।লোকে অবশ্য বলত ওটাই সেই মন্ত্রপূত: সিংহ ।
  • Blank | 203.99.212.224 | ০৬ মার্চ ২০০৯ ২০:৪৭407476
  • ছোটবেলায় 'সকাল' নামে একটা বই বেড়োতো। তার পুজো সংখ্যায় জুনিয়ার জাদুকর তার বাবাকে নিয়ে লিখেছিলেন। সেখানে একটা সত্যি ম্যাজিকের গল্প ছিল, যেটা ছোটবেলায় পড়ে খুব মজার লেগেছিল।
    সিনিয়ার সরকার তার দল নিয়ে গেছেন জাপানে। জাপানি রেস্টুরেন্টে খেতে ঢুকেছেন সবাই। জাপানিরা নাকি একটা ছোট্ট বাটিতে করে ভাত দেয় সবাইকে। ঐ টুকু ভাতে কি বাঙালীদের পেট ভরে !! প্রত্যেকেই তাই ৩/৪ বাটি করে ভাত নিচ্ছে, কেউ আরো বেশী। সেসব দেখে রেস্টুরেন্টের মালিকের ধারনা হয়ে গেছে যে এসব ই সিনিয়ার জাদুকরের জাদু। ব্যাস চাদ্দিক থেকে ভীড় জমে গেছিল সেদিন, জাদুর দলের খাবার দেখতে ...

    (জুনিয়ার জাদুকর নিজেই লিখেছেন যে তার বাবার নামে গন সম্মোহনের যে সবের গল্প চালু আছে, সেসব শুধুই গল্প)
  • Binary | 198.169.6.69 | ০৬ মার্চ ২০০৯ ২১:৩৫407477
  • 'কাঁচা ঢপ' কেন হতে যাবে ? পিসি সরকার, জুনিয়ার, তো নিজেই বলেছেন, তাঁর ম্যাজিক কোনো অলৌকিক কিছুই না, সবই বিজ্ঞান, এরমধ্যে প্রবীর ঘোষ নতুন করে কি বলবেন ?
    ট্রেন ভ্যানিস বা তাজমহল ভ্যানিস ম্যাজিক তো সত্যি হয়েছিলো, তারপর পিসি সরকার নিজেই বলেছেন, এটা পুরোটাই বিজ্ঞান। আসলে, ওটা অনেকটা মরীচিকা দেখার মত। প্রথমে তাজমহল দেখা যায় অনেক দুরথেকে, সেটা আসলে তাজমহলের মরীচিকা। গরম হাওয়ায় আলোর রিফ্র্যাকশন। যেটা আমরা হামেসাই দেখি খুব গরমে, পীচে রাস্তায় বা অনেক বড় খোলা মাঠে। তারপর, সেই মরীচিকা ভেঙ্গে দিলেই ভ্যানিস। সেই জন্য, এই ম্যাজিক, করার জন্য বিশেষ দিনের বা বছরের সময় লাগে। এর সঙ্গে আছে, অনেক প্রস্তুতি, যাতে মিরেজ রিফ্র্যকষ্‌ন, ঠিকমত তৈরী হয়, আর সব দর্শক দেখতে পারে।
  • Binary | 198.169.6.69 | ০৬ মার্চ ২০০৯ ২১:৪৮407478
  • পিসি সরকার, নিজেই বলেছেন, ম্যাজিক একটা শিল্প। এতে বিজ্ঞান, টেকনোলজি, শারীরিক দক্ষতা আর শোম্যানশিপ সব-ই লাগে। কোনো অলৌকিক কিছুই নেই।
    সাঁইবাবা আর পিসি সরকারের একটা গল্প প্রচলিত আছে, সিনিয়ার না জুনিয়ার মনে নেই।
    প্রথমে ভিজিটিং বুকে 'পিসি সরকার, ম্যাজিসিয়ান' বলে সই করাতে ঢোকার অনুমতি পাননি। পরে বেনামে ঢুকলেন, সাঁইবাবার আশ্রমে। দেখা হলে, বাবা, শুন্যথেকে বিভুতি আশীর্বাদ করলে, পিসি সরকার-ও নকি শুন্যথেকে প্যাঁড়া নিয়ে এসে প্রনামি দিয়েছিলেন।
  • Riju | 122.175.76.88 | ০৬ মার্চ ২০০৯ ২৩:০১407480
  • প্রবীর ঘোষ সস্তায় জনপ্রিয়তা কুড়োতে চেয়েছে তাই বই লিখে বলেছে।এটা জানতে প্রবীর ঘোষের বই কিনে পয়সা খচ্চা করার কোন দরকার নেই।জুনিয়র পিসি সরকারের যেকোন শো তে উনি নিজেই বলেন যে সবটাই সায়েন্স আর হাতের খেল;'যাদু' কিস্যু নেই।
  • Tim | 71.62.2.93 | ০৬ মার্চ ২০০৯ ২৩:২৪407481
  • ঢপ প্রসঙ্গে একটা কথা। সেইভাবে দেখলে তো অনেক গপ্প-উপন্যাস-কবিতা-রম্যরচনাও ঢপ। অনে্‌ক সিনেমাও ঢপ। আমরা কি তাই বলে সেগুলোর প্রশংসা করি না?
    আজকাল থেকে জুনিয়রের একখানা সংক্ষিপ্ত আত্মজীবনী বেরিয়েছিলো। প্রচুর তথ্য আছে, আর অসংখ্যবার বলে দেওয়া আছে ম্যাজিক মানে, মূলত বিজ্ঞানের বুদ্ধিদীপ্ত প্রয়োগ। বাকিটা আর্ট, আর সেইটাই আসল কথা।
  • dd | 122.167.5.217 | ০৬ মার্চ ২০০৯ ২৩:২৫407482
  • জুনিয়র পি সি বোধয় র‌্যাশনালিস্ট সোসাইটির মেম্বার ছিলেন। কুসংস্কারের বিরুদ্ধে সব সময়েই বক্তব্য রাখতেন। সাঁই বাবার ঘটনাটা সত্যি।
    টেলিগ্রাফের সানডে ম্যাগাজিনে ওর নিজের নাম লিখেছিলেন।
    আর ঐ আইফেল টাওয়ার,তাজ মহল হ্যান ত্যান ভ্যানিস করার ম্যাজিকটা সত্যি। অপটিক্যাল ইলিউশন।
    বছর কুড়ি আগে দেখেছিলাম টি ভিতে। একটা জাম্বো জেটকে ভ্যানিশ করে দিয়েছিলো। এক সাহেব ম্যাজিসিয়ান। মনে হয়েছিলো ,ঐ প্রোগ্রাম দেখে, ওটা একটাই অ্যাঙ্গেলে সম্ভব। মানে একটা যায়গা থেকেই ওটা "অদৃশ্য" হয়ে যাবে,চার দিক থেকে নয়।
  • d | 117.195.39.210 | ০৬ মার্চ ২০০৯ ২৩:৩০407483
  • পি সি সরকারের নাম আমায় মনে পড়িয়ে দিল জীবনে প্রথমবার ম্যানহোলে পড়ে যাবার স্মৃতি। বলতে নেই, আমার পতনের ইতিহাস বেশ সমৃদ্ধ। (ভাগ্যিস ধাকনিটা আধখানার কম ভাঙা ছিল!)
  • dd | 122.167.5.217 | ০৬ মার্চ ২০০৯ ২৩:৩২407484
  • আর সিনিয়র পি সি তার আত্মজীবনিতে(নাম মনে নেই, নাম মনে নেই) লিখেছিলেন, ওর নামে প্রচারিত রূপকথা।

    য্যামন শো শুরু হতে প্রচন্ড দেরী হচ্ছে,দর্শকরা ক্রুদ্ধ, উত্তেজিত। অনেক দেরীতে ম্যাজিসিয়ানের প্রবেশ। রাগে ফেটে পরা দর্শকদের বল্লেন আরেক বার দেখুন তো আপনেদের ঘড়ি। তখন দর্শকরা ,সবাই, প্রত্যেকে, নিজেদের হাতঘড়ি দেখে ব্যাবাক অবাক। আরে এতো ঠিক সময়।দেরী হওয়াটা সে্‌ব্‌প্‌ন দ্যাখা !!! এটা নাকি ম্যাস হিপ্নোটিজম।

    পিসি সিনিয়র কইলেন, এরম ম্যাজিক তিনি জন্মেও দ্যাখান নি, এটি একটি রূপকথা মাত্র। আর মাস হিপ্নোটিজম বলে কিছু নেই,ওটি আরেক রূপকথা।

    বাপ ব্যাটা দুজনেই - ভোজবাজিতে বিশ্বাসী নন, তার প্রচারকও নন।
  • bitoshok | 128.101.220.108 | ০৭ মার্চ ২০০৯ ০০:৪৬407485
  • আরে বাবা, আমি কি জাদুবিদ্যা কি বস্তু সেটা না জেনে মন্তব্য করেছি। ঐ ট্রেন ভ্যনিশের 'ম্যাজিক' আদৌ ঘটে নি। তাজমহল ভ্যানিশ নিয়েও আমি সেই সময় বিরূপ মন্তব্য দেখেছি।

    এই সব মিডিয়া হাইপ বাদ দিলে, জাদুকর পিসি সরকার জুনিয়র সম্পর্কে আমার যথেষ্টই শ্রদ্ধা আছে।

    তবে পি-সি জুনিয়রের প্রোগ্রাম আমি এনজয় করি নি। ওঁর বক্তৃতা শোনার সুযোগ হয়েছিলো। সেটা অনেক উপভোগ্য ছিলো।
  • arjo | 168.26.215.13 | ০৭ মার্চ ২০০৯ ০০:৫২407486
  • ঢপ কেন হবে। আমিতো যতদুর মনে পড়ছে টিভিতে দেখেছিলাম যেন। তবে আমি ঠিক সিওর নই।
  • kanti | 125.20.11.34 | ০৭ মার্চ ২০০৯ ১১:১৬407487
  • আলোচনা বেশ এগিয়ে চলেছে দেখে একটি প্রসংগ তুলছি। কারো সঠিক জানা থাকলে জানাবেন। জুনিয়ার পি সি অনেক জায়গায় বলেছেন এবং লিখেছেন যে ম্যাজিক তাঁদের পরিবারে বংশ পরম্পরায় কয়েক পুরুষ ধরে চলে এসেছে।কিন্তু আমার স্মৃতি যদি বিশ্বাসঘাতকতা না কোরে থাকে একটি বই সম্পূর্ন অন্য কথা বলেছে। বইটির নাম যাদুবিদ্যা, মূল লেখক যাদুকর গনপতি চক্রবর্তী। প্রকাশক সম্ভবত: দেব সাহিত্য কুটির। এই বইটির একটি পরিমার্জিত সংস্করন বেরিয়েছিল জাদুকর পি সি সরকারের সম্পাদনায়। য্‌ত দূর মনে পড়ে ১৯৫৩/৫৪ সালে।এই বইএ স্বয়ং পি সির একটি দীর্ঘ ভূমিকা আছে যেখানে তিনি অকপটে জাদুকর গনপতির সবিস্তার পরিচয় গুরুত্ব বর্ননা কোরে জানিয়েছেন যে জাদুকর হিসাবে তিনি গনপতির শিষ্য । এও বলেছেন যে এক বার তাঁর স্কুল জীবনে গনপতি তাঁদের স্কুলে ম্যাজিক দেখাতে যান। তখন সহপাঠিদের অনেককেই হিপ্নোটাইজ কোরে তিনি নানা খেলা দেখান।কিন্তু অনেক চেষ্টা কোরেও বালক পি সিকে হিপ্নোটাইজ কোরতে ব্যর্থ হন। (চলবে)
  • kanti | 125.20.11.34 | ০৭ মার্চ ২০০৯ ১১:৩৬407488
  • ফলে দূজনেই দুজনের প্রতি আকৃষ্ট হন । পরে পি সি গনপতির শিষ্যত্ব গ্রহন করেন।গুরুর প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসাবে তিনি গুরুর বইটির প্রতিটি খেলার মূলের পাদটিকায় লিখেছেন আরো কি কোরলে খেলাগুলো আধুনিক ও উন্নত করা যায়। পিতার জাদুকর জীবনের বিবরন দিতে গিয়ে জুনিয়ার পি সি এই জাদুকর গনপতির উল্লেখ কোরেছেন বোলে আমার জানা নেই।
  • Arijit | 61.95.144.123 | ০৯ মার্চ ২০০৯ ০৯:৩৮407489
  • আরে বাবা ম্যাজিক যে হাতের খেলা, বা ঢপ - সেটা নিয়ে তো দ্বিমত নেই। কিন্তু তাও জিনিসটা অত্যন্ত আনন্দদায়ক - সিম্পল।

    জাদুমেলা ঘুরে এলুম - ছোটছোট কিছু স্টল করেছিলো টুকটাক ম্যাজিকের জন্যে। বাচ্চাদের জন্যে ছোটখাটো কিট পাওয়া যাচ্ছিলো - শিখিয়েও দিচ্ছিলো। আর বড় স্টেজে সন্ধ্যে ছটা থেকে শো - অনেক ম্যাজিশিয়ান শো করেছেন - তাদের মধ্যে একদম ছোট্ট ছোট্ট বাচ্চাও ছিলো। যেমন - স্নেহা বলে একটা মেয়ে - হার্ডলি বছর ছয়েক বয়স - কিন্তু বেশ সুন্দর ম্যাজিক দেখালো। আরেকজনকে ভালো লাগলো - শৈলেশ্বর বলে - ইনি নিজেকে বলেন চাইল্ড স্পেশ্যালিস্ট - একজন কমেডি ম্যাজিশিয়ান। আরেকজন সুনির্মল কর্মকার - স্ট্রীট ম্যাজিশিয়ান। যে ছেলেটি ঘোষক ছিলো - নবেন্দু - দিল্লীর এক ম্যাজিশিয়ান - সে এই সুনির্মল কর্মকারের তুলনা করলো ডেভিড ব্লেইন বলে এক বিখ্যাত ম্যাজিশিয়ানের - সেই ভদ্রলোকও নাকি এরকম স্ট্রীট ম্যাজিক দেখিয়ে বেড়ান। সুনির্মল ম্যাজিক দেখান একটা ক্রাচে ভর দিয়ে - এবং সত্যিই ভালো। অন্ধ্রের এক ম্যাজিশিয়ান - উদয়ভাস্কর - ইনিও ভালো শুনলাম। তবে এঁর মেইন শো-টা দেখতে পাইনি, বাড়ি চলে আসতে হল - সন্ধ্যের দিকে মাঠের মাঝখানে ওই মুখে কেরোসিন ভরে ড্রাগনের মতন আগুন ছোঁড়ার খেলা দেখালেন - ঋক তো সেই দেখেই পুরো যাকে বলে স্তব্ধ...

    জাদুমেলা (ঘোষকের কথা অনুযায়ী) বিশ্বে এই প্রথম। প্রচেষ্টাটা ভালো লাগলো - এবং ভবিষ্যতে - প্রতি বছর - আরো ভালো করে আরো বড় জায়গা নিয়ে করলে এটা বইমেলার মতন আরেকটা আইকন হতে পারে।
  • Arijit | 61.95.144.123 | ০৯ মার্চ ২০০৯ ০৯:৩৯407491
  • সুনির্মল কর্মকার বা সরকার - ঠিক মনে পড়ছে না:-(
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন