এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফন্ট ইউনিকোড ট্রান্সলিটারেশন ইত্যাদি ফর ডামিজ

    Arijit
    অন্যান্য | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ | ৬০২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • arjo | 168.26.215.13 | ০৩ মার্চ ২০০৯ ১৯:০৩408196
  • অ্যান্ড আই হ্যাভ দা সেম কোশ্চেন। কেন এবং কি করে? বারবার একই ভুল।
  • siki | 122.160.41.29 | ০৩ মার্চ ২০০৯ ১৯:০৯408197
  • কোয়ালিটি থেকে ইশেনকে এতগুলো NCR দেওয়া হোক। এর পরে অ্যাপ্রেইজালে একটা C কিংবা D
  • Somnath | 117.194.195.229 | ০৩ মার্চ ২০০৯ ২৩:৫৮408198
  • আর আর্কাইভগুলো? সেগুলো ও কি হারিয়ে গেছে? যেতেই পারে অবশ্য। এবার একদিন গোটা টইপত্তরটা উড়ে যাবে। মানে যেতেই পারে।

    মামুর এইজন্যেই ১৫ পার্ক এভিনিউ ভালো লাগে, এই হারানোর ফান্ডাটাই।

  • san | 12.144.134.2 | ০৪ মার্চ ২০০৯ ১২:১৯408199
  • বললাম যে সেদিন, ঈশান বলেছে , আর্কাইভেরা 'সম্ভবত:' হারিয়ে গেছে, একটাদুটো বাদে ;-)
  • siki | 122.160.41.29 | ০৪ মার্চ ২০০৯ ১৪:২৪408200
  • আমার বোধ হয় লাস্টেরটা বাদে সমস্ত আর্কাইভ ডাউনলোডিয়ে রাখা আছে। লাস্টেরটা তো তোলেই নি।
  • siki | 122.177.181.116 | ২৪ অক্টোবর ২০১১ ১২:৫৯408201
  • নবাগতদের জন্য তুলে দিলাম।

    বাংলাপ্লেনে যেভাবে আমরা লিখি, সেটা শুধু ফোনেটিক নয়, সেটা ফোনেটিক ট্র্যান্সলিটারেশন। অভ্রতে যেটা লেখা হয় সেটা হল অভ্র ফোনেটিক, সেটা ট্র্যান্সলিটারেশন নয়।

    এটা কীভাবে আলাদা? ফোনেটিকের কেসে সফটওয়্যারের একটা নিজস্ব ডিকশনারি থাকে। আপনি যখন অভ্র-তে kolkata লিখছেন, অভ্র তার নিজস্ব ডিকশনারিতে এই বানানটা পারমুটেশন কম্বিনেশন করে নিয়ারেস্ট বাংলা শব্দ পাচ্ছে, কলকাতা।

    আমাদের বাংলাপ্লেনে তা নেই। কোনও ডিকশনারি নেই। কমপেয়ার করার কোনও জায়গা নেই। আপনি যা লিখবেন, ঠিক তাই ছাপা হবে। তাই হসন্ত-অন্ত অক্ষরের জন্য শেষে স্বরবর্ণ দেবার দরকার হয় না, কিন্তু অ-হসন্ত-অন্ত অক্ষরের জন্য শেষে অ দিতেই হবে, যদি না সেটা শব্দের শেষ অক্ষর হয়।

    হসন্তর ব্যবহার ভাষান্তরে পাল্টে যায়। ওড়িয়াতে অকারান্ত সমস্ত অক্ষরই অ দিয়ে শেষ হয়। আমার নাম শমীক, ওড়িয়াতে উচ্চারণ হয় শমীকঅ। অর্পণ হল অর্পণঅ। বাংলায় হয় না।

    আবার ধরুন আপনি বলছেন উপকার। মাঝের প-টা আপনি অ বা ও দিয়ে বলছেন। উ-পঅ-কা-র। বা উ-পো-কা-র। তাই প-এর শেষে আপনি একটা a বসাচ্ছেন। আবার যদি কোনও হিন্দিভাষী লোক এটা উচ্চারণ করে, তারা বলবে উপ্‌কার। প-য়ে হসন্ত লাগায় না, কিন্তু উচ্চারণ করে হসন্ত দিয়ে। তাহলে হিন্দিভাষী কেউ কি লিখবে upkaar?

    আপনি অভ্র-তে লিখুন "মনখারাপ', মাঝে কোনও স্পেস না দিয়ে। আপনাকে লিখতে হবে monokharap। আপনি যদি লেখেন monkharap, অভ্র লিখবে মঙ্খারাপ, কারণ মনখারাপ শব্দটা অভ্রর ডিকশনারিতে নেই। তাই আপনাকে ট্র্যান্সলিটারেশনের সাহায্য নিতেই হবে। "কলকাতা' শব্দটা অভ্র-র ডিকশনারিতে আছে, তাই আপনি kolokata না লিখে, শুধু kolkata লিখেই সোঠিক শব্দটা লিখে উঠতে পারছেন।

    দরকার হলে আরও এগোবে ...
  • maximin | 59.93.210.179 | ২৪ অক্টোবর ২০১১ ১৪:২৬408202
  • শমীক -- একটা কথা না বলে পারছিনা। গুরুচণ্ডালীতে নবাগত মানেই যে সে বাংলা হরফে লেখালিখির জগতে একেবারেই নবাগত (আনকোরা নতুন, বাংলা হরফে সবেমাত্র লেখা শুরু করেছে) তা নাও হতে পারে।
  • siki | 122.177.181.116 | ২৪ অক্টোবর ২০১১ ১৪:৩৬408203
  • ম্যাক্সিমিন, একেবারেই না। নবাগত মানেই লেখালেখি বা বাংলা টাইপিংয়ের জগতে একেবারে নতুন হবে তা তো নয়ই।

    তবে অনেকেই লিখতে গিয়ে ছড়িয়ে ফেলেন। মেনলি তাঁদের জন্যেই। এই সাইটটার যে ইউনিকোড আর বাংলাপ্লেন দুটো ভার্সন আছে, বাংলাপ্লেনে গিয়ে ইউনিকোডে লিখলে, আর ইউনিকোডে গিয়ে বাংলা প্লেনে লিখলে যে লেখা ঠিকঠাক পড়ে না, সেটা অনেকেই প্রথম এসে বুঝে উঠতে পারেন না।

    তবে আর কিছুদিন। এর পরে বাংলাপ্লেন একেবারেই তুলে দেবার চিন্তাভাবনা করছি আমরা। গুরুচণ্ডালী হবে একেবারে ইউনিকোড। কেবলই ইউনিকোড।
  • ppn | 204.138.240.254 | ২৪ অক্টোবর ২০১১ ১৪:৪৯408204
  • একেবারেই ইউনিকোড! আমার অফিসের মেশিনে তো বঙ্গলিপি বা অভ্র কিছুই ইন্সটল করার উপায় নাই।

    তবে আমি কি আঁটি চুষিব?
  • siki | 122.177.181.116 | ২৪ অক্টোবর ২০১১ ১৪:৫২408206
  • না না, অভ্রও লাগবে না, বঙ্গলিপিও লাগবে না। এই বাংলাপ্লেনের পদ্ধতিতেই ইউনিকোড টাইপানো যাবে, গুরুর নিজস্ব এডিটর।
  • maximin | 59.93.210.179 | ২৪ অক্টোবর ২০১১ ১৪:৫৮408207
  • অভ্র-তে যদি মনখারাপ লিখতে চাই, মাঝে কোনও স্পেস না দিয়ে, তাহলে অবশ্যই monokharap লিখতে হবে। কারণ কী? না, মনখারাপ শব্দটা অভ্রর ডিকশনারিতে নেই। এবারে যদি কলকাতা লিখতে চাই, মাঝে কোনও স্পেস না দিয়ে, তাহলে কিন্তু kolokata লিখতে হবে না। কারণ কী? না, কলকাতা শব্দটা অভ্রর ডিকশনারিতে আছে।

    এক, 'স্পেস না দিয়ে' ক্লজটা গুরুত্বপূর্ণ। স্পেস দেওয়াও একটা অপশন। এইসব পছন্দগুলো ব্যক্তিতে ব্যক্তিতে আলাদা হয়। আমি স্পেসই দিই তাতে আমার মন বিক্ষিপ্ত হয়না। monokharap লিখতে হলে লেখার সময় (আমার) মন বিক্ষিপ্ত হয়।

    দুই, এবং মোর ইম্পর্ট্যান্টলি, কল-এর পরে স্পেস না দিয়ে কলকাতা লিখতে গেলেও kolokata লিখতে হয়, কলকাতা শব্দটা যতই অভ্রর ডিকশনারিতে থাকুক না কেন।
  • siki | 122.177.181.116 | ২৪ অক্টোবর ২০১১ ১৪:৫৯408208
  • বেশ, আপনি লিখুন, মেঘবালিকা। এতে মাঝে স্পেস নেই, দেবার স্কোপও নেই। এটা একটা কবিতার অংশ।

    একদিন এক মেঘবালিকা
    প্রশ্ন করল কৌতূহলে।
  • ppn | 204.138.240.254 | ২৪ অক্টোবর ২০১১ ১৫:০০408209
  • জ্জিও!
  • siki | 122.177.181.116 | ২৪ অক্টোবর ২০১১ ১৫:০৩408210
  • অভ্রতে kolkata লিখলেও বাংলায় কলকাতা লেখে। অভ্রর সঙ্গে আমাদের এডিটরের এটুকুই পার্থক্য, অভ্রতে o তে অ, a তে আ হয়। আমাদের a তে অ হয়, aa তে আ হয়।

    তফাৎ আরও আছে, তবে এটা মূল তফাৎ। অভ্রতে kolokata আর বাংলাপ্লেনের kalakaataa একই ব্যাপার তাই।
  • maximin | 59.93.210.179 | ২৪ অক্টোবর ২০১১ ১৫:১৬408211
  • এই টইতে এসে ভালৈ হল। বাংলাপ্লেনে গিয়ে ইউনিকোডে লেখা এটা নিয়ে একটু সাহায্য লাগবে আমারও। নতুন টই খোলার সময় যদি বাংলা প্লেনে টাইপ করতে চাই তাহলে সেটা কীভাবে করব? যদি বাংলা প্লেনের নিয়ম অনুসারে টাইপ করলে শিরোনাম ঠিকঠাক আসবে কি? কম্পিতে কিন্তু অভ্র ইন্সটল করা আছে। অভ্র-বারে কি ইংলিশই রাখব? নাকি অভ্রবারে ইংলিশ পাল্টে বাংলা ক্লিক করে নেব?
  • maximin | 59.93.210.179 | ২৪ অক্টোবর ২০১১ ১৫:৫৩408212
  • ঘ প্লাস ব যুক্তাক্ষর দিয়ে মেঘবালিকা লিখে দেখাবেন কেউ? অথবা ন প্লাস ল যুক্তাক্ষর দিয়ে ডাউনলোড? কিন্তু 'আনতে' কে স্পেস না দিয়ে আনতে পারিনা। কারণ বাংলায় নয়-তয় একটি প্রচলিত যুক্তাক্ষর। সয়-কয়, লয়-কয় যুক্তাক্ষরও বাংলা ভাষায় আছে।

    কিন্তু ল্ক না ল্ক, এটা নির্ভর করছে আগের অক্ষর কী তার ওপর। এর কোনও ব্যাকরণগত ব্যাখ্যা?
  • maximin | 59.93.210.179 | ২৪ অক্টোবর ২০১১ ১৬:১৪408213
  • শমীক যেমন বলেছেন, ফোনেটিকের কেসে সফটওয়্যারের একটা নিজস্ব ডিকশনারি থাকে। সেই নিজস্ব ডিকশনারিতে কিছু যুক্তাক্ষর আছে, কিছু যুক্তাক্ষর নেই। কয়-লয় যুক্তাক্ষর আছে, ঘয়-বয় যুক্তাক্ষর নেই।
  • maximin | 59.93.210.179 | ২৪ অক্টোবর ২০১১ ১৬:১৫408214
  • ঘ্‌ব ন্‌ল
  • maximin | 59.93.210.179 | ২৪ অক্টোবর ২০১১ ১৬:২১408215
  • প্রমাণ পেলাম হাতে হাতে। ঘ্‌ব ন্‌ল বাংলা প্লেনে হল। ইউনিকোডে হয়না। ইউনিকোডের নিজস্ব ডিকশনারি আছে বলেই হয়তো ইউনিকোডে কিছু যুক্তাক্ষর লেখা যায়না।
  • maximin | 59.93.210.179 | ২৪ অক্টোবর ২০১১ ১৬:২৫408217
  • ইউনিকোডে লেখার সময় বাংলা প্লেনে লেখা ঘ্‌ব ন্‌ল কপি করেছি। দুরকম অপশন ছিল বলেই পারলাম। শমীককে একটা বড় করে থ্যাঙ্ক ইউ।
  • Sumit Roy | 69.207.30.100 | ২৪ অক্টোবর ২০১১ ১৯:৫৪408218
  • ইউনিকোডের ডিকশনারিটা কী তা একটু বুঝিয়ে দেবেন? ঘব নল (পাতাটা ইউনিকোডেও দেখুন)।
  • Sumit Roy | 69.207.30.100 | ২৪ অক্টোবর ২০১১ ২০:০০408219
  • গুরুচন্ডালীরা দুই ভাইই হসন্তভোজী। বা: বেশ!
  • siki | 122.177.181.116 | ২৪ অক্টোবর ২০১১ ২০:২৭408220
  • হুঁ, ম্যাক্সিমিনের বক্তব্যে অল্প খামতি আছে। ইউনিকোডের কোনও ডিকশনারি নেই। আপনি হয় তো বলতে চেয়েছেন অভ্র কীবোর্ডের ডিকশনারি আছে।

    ইউনিকোড কোনও পদ্ধতি নয়। এটি একটি বিশেষ ধরণের ফন্ট। যেমন ট্রু-টাইপ ফন্ট হয় (ttf) তেমনি হয় ইউনিকোড ফন্ট। ইউনিকোডের বিশেষত্ব কী, সেটা এই টইয়ের গোড়ার দিকেই আলোচনা করা হয়েছে।

    বাংলাপ্লেনে টই খোলার ব্যাপারে। বাংলাপ্লেন মোডে টইয়ের পাতায় গেলেই দেখবেন ওপর দিকে লিংক আছে: 'যে কোনও বই, সিনেমা, নাটক বা ...... শুরু করার জন্য এখানে ক্লিক করুন'। ওতে ক্লিক করলে যে জানলা খুলবে, সেখানে বাঁদিকের খোপে বাংলাপ্লেন স্টাইলে টাইপ করুন। জাভার সমস্যা থাকলে আপনি ডানদিকে বাংলা না-ও দেখতে পারেন, তাতে অসুবিধে নেই, নিজের টাইপিং সম্বন্ধে কনফিডেন্ট থাকলেই হল। সাবমিট করলে টই খুলে যাবে। (কেবল খেয়াল রাখবেন, টইয়ের নামে কোনও কমা (,) ব্যবহার করবেন না, ওতে টই ঘেঁটে যায়)।

    এ সমস্ত অসুবিধাই, আবারও বলছি, আর কিছুদিনের জন্য। কিচুদিন বাদেই এইসমস্ত শ্রেণীবৈষম্য মুছে যাবে, আপনি আপনার ইচ্ছেমত আমাদের বাংলাপ্লেন টাইপিং স্টাইলে বা অভ্র বা গুগুল ট্র্যান্সলিটারেট ইউজ করে তাদের স্টাইল অনুযায়ী ইচ্ছেমতো বাংলা লিখতে পারবেন এখানে, আর লেখা বা পড়া সমস্তই দেখা যাবে ইউনিকোড ফন্টে।

    কিন্তু এখনকার সিস্টেম অনুযায়ী, আপনি বাংলাপ্লেন মোডে গিয়ে অভ্র ইউজ করে ইউনিকোডে লিখতে পারবেন না, লিখতে গেলে যা লেখা ছাপা হবে, তা দেখতে হবে অনেকটা এই রকম: #৩৪৫৫; #৬৭৮৬; #৩৪৫৬। এর কারণ বাংলাপ্লেনের সফটওয়্যার কেবলমাত্র ইংরেজি অক্ষরের ট্র্যান্সলিটারেশন করতে পারে, ইউনিকোড ফন্টের ট্রান্সলিটারেশন করতে পারে না।
  • maximin | 59.93.210.179 | ২৪ অক্টোবর ২০১১ ২০:৩৫408221
  • সুমিত আপনি কি পাতাটা বাংলাপ্লেনে পড়লেন? আমি কিন্তু ইউনিকোডেই পড়ছি এবং ঘ্‌ব যুক্তাক্ষর হিসেবে দেখতে পাচ্ছি। বাংলা প্লেনে দেখলে হসন্ত দেখব।
  • maximin | 59.93.210.179 | ২৪ অক্টোবর ২০১১ ২০:৩৭408222
  • সরি হ্যাঁ অভ্র কীবোর্ডের ডিকশনারিই বলতে চেয়েছিলাম।
  • maximin | 59.93.210.179 | ২৪ অক্টোবর ২০১১ ২১:৪২408223
  • বাংলাপ্লেনের সফটওয়্যার কেবলমাত্র ইংরেজি অক্ষরের ট্‌র্‌যান্সলিটারেশন করতে পারে। খুব সুন্দর করে বুঝিয়েছেন।
  • ta | 117.18.229.28 | ২৫ অক্টোবর ২০১১ ০৯:৪৪408224
  • অভ্র ৪,৫,১ এ গিয়ে বর্ননা ফিক্সড লেআউট সিলেক্ট করুন। বেস্ট অভ বোথ ওয়ার্ল্ড।
  • siki | 123.242.248.130 | ২৫ অক্টোবর ২০১১ ০৯:৫৮408225
  • তা, একটু বিশদে লিখবেন? কোন কোন ওয়ার্ল্ড?
  • ta | 117.18.229.28 | ২৫ অক্টোবর ২০১১ ১০:২১408226
  • ফিক্সড ও ফোনেটিক দুটোর কথাই বলছি
    বর্ননা প্রায় নিয়ার ফোনেটিক, ধরেন লিখলেন 'কে+এম=+এল ='কমল। 'কে+এ+এম+এ+এল'= 'কামাল'। 'কে+ও+এম+এল'='কোমল'। 'কে+এম+এল+এ'='কমলা'। 'কে+এ+এম+এল+এ'='কামলা' এইভাবে। 'এম+ও+এম'='মোম', 'এম+এম+টি+এ'='মমতা'।

    আবার ছোট হাতের 'টি' বা 'ডি' দিলে 'ত' বা 'দ' আসবে। ক্যাপিটাল দিলে আসবে 'ট বা 'ড'। একদম ইন্সটিন্‌কটিভলি শিখে ফেলবেন।

    আর 'এইচ' দিয়ে 'হসন্ত' ওটা দিয়েই যুক্তক্ষর বানানো যায়।

  • siki | 123.242.248.130 | ২৫ অক্টোবর ২০১১ ১০:৩৪408228
  • ওকে, বুঝলাম। এই বর্ণনা কি ইউনিকোড ফন্ট, না এমনি ফন্ট?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন