এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফন্ট ইউনিকোড ট্রান্সলিটারেশন ইত্যাদি ফর ডামিজ

    Arijit
    অন্যান্য | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ | ৬০৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 61.95.144.123 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৪৮408139
  • টই খুলে দিলাম। আগে সব টার্মিনোলজির একটা গ্লসারি হোক। তারপর কি করে কি হয়। যেমন ভাটে লেখা প্রশ্নগুলো তুলে দিচ্ছি -

    ট্রান্সলিটারেশন কি করে হয়? ASCII ক্যারেক্টারগুলোকে পড়ে সেগুলোকে বাংলা কীবোর্ড ম্যাপিংএর সাথে মিলিয়ে নতুন অক্ষর রেণ্ডারিং হয়? তাহলে অক্ষর বাউণ্ডারি জানছি কি করে? মানে ধরেন লিখলাম জ্ঞান - j`Naan - এক্ষেত্রে j`Na-র পর আরেকটা a নিয়ে যে এটা জ্ঞা হল, দ্বিতীয় a টা বাদ দিয়ে জ্ঞ নয় - সেটা কি করে জানলাম?

    দুই - এর কি কোনো লাইব্রেরী টাইপের জিনিস আছে - মানে জাভা ইত্যাদি দিয়ে করার জন্যে?

    পরে আরো দেবো।
  • siki | 122.160.41.29 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৫৪408150
  • ভাটে খানিকটা লিখেছি, এখানে আরও একটু জুড়ে দিচ্ছি।

    একটা ফ্ল্যাগ জুড়ে দেওয়া যায়। জ্ঞা লিখতে শুরু করামাত্র ফ্ল্যাগটা ওয়ান হয়ে যায়, আর একটা ভাওয়েল বা ম্যাক্সিমাম দুটো ভাওয়েলের পরে কনসোন্যান্ট টাইপ করলেই সেটা জিরো হয়ে যায়। স্পেস টিপলেও জিরো হয়ে যায়।

    ফ্ল্যাগ যতক্ষণ ওয়ান আছে, ততক্ষণ ট্র্যান্সলিটারেটর আগের অক্ষরের সঙ্গে জুড়ে যাবার চেষ্টা করবে। একান্তই না পারলে, হসন্ত দিয়ে আলাদা করে লেখার চেষ্টা করে (হ আর ণ পরপর লিখতে গেলে যা হয় আর কি)। ফ্ল্যাগ জিরো হলেই নতুন অক্ষর লিখতে শুরু করবে, আর ফ্ল্যাগ আবার ওয়ান করে দেবে।

    ডি: সবই আন্দাজে বললাম। অন্য রাস্তাও থাকতেই পারে।
  • nyara | 64.105.168.210 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৫৭408172
  • এগুলো ইমপ্লিমেন্টেশনের প্রশ্ন, এবং সেরকম ইন্টারেস্টিং নয় বলেই মনে হয়। বেসিকালি গাদা গাদা if-then-else কন্সস্ট্রাক্ট। বিশেষ ঝমেলা হ্রস্ব-ই-কার, এ-কার, ও-কার, ঔ-কার নিয়ে। মানে যেগুলোতে একটা গ্লিফ আগে চলে যায়।
  • Arijit | 61.95.144.123 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৫৭408161
  • ন্যাড়াদার এডিটরে গ্রামার আছে? মানে নামিয়ে কোড দেখলে বুঝতে পারবো?
  • nyara | 64.105.168.210 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১২:০১408183
  • না, আমার ইমপ্লিমেন্টেশনে কোন কম্পাইলার-কম্পাইলার ব্যবহার করিনি। হ্যান্ডকোডেড। ITRANS-টা। গুরুচন্ডালি-টা ITRANS-এ কনভার্ট করে নেয় regex দিয়ে।

    এনিওয়ে, এগুলো বাজে শুকনো আনইন্টারেস্টিং টেকিনিকাল কচকচি। এ থেকে কারুর কোন লাভ হবে না, নির্দ্বিধায় বলতে পারি।
  • Arijit | 61.95.144.123 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:০৬408194
  • ওইজন্যেই তো জিগ্গেস করছি। মানে এখনও যা মনে হচ্ছে তাতে কোডে অসংখ্য ইফ-দেন-এল্‌স থাকার কথা। কম্পাইলার স্টাইলে গ্রামার ডিফাইন করে কিছু করা যায় কিনা সেটাও ভাবছি।

    ন্যাড়াদা - আমি প্রোজেক্টে ঢুকবো।
  • nyara | 64.105.168.210 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:১৪408205
  • খুব ভাল। ওয়েলকাম। sourceforge.net-এ একটা অ্যাকাউন্ট খুলে আমাকে username জানিয়ে একটা মেল পাঠিয়ে দাও।
  • Arijit | 61.95.144.123 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:২০408227
  • অ্যাকাউন্ট আছে, মেল পাঠিয়ে দিলাম।
  • Blank | 203.99.212.224 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:২০408216
  • কিন্তু এই থ্রেডে একটু টেকনিকাল কথা বার্তা চলুক, খুব ইন্টারেস্টিং ব্যাপরাটা লাগছে
  • bhuto | 203.91.207.30 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:৩০408140
  • ন্যাড়াদা\অরিজিৎদা ,
    এসব বুঝতে গেলে কি কোড বুঝতে হবে? মানে সিস অ্যাডমিনের আওতার বাইরের সাবজেক্ট কি? নইলে আমি ও শিখবো।
  • nyara | 64.105.168.210 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:৩৮408141
  • ব্ল্যাংক, ভুতো, প্রশ্ন করলে উত্তর দিতে চেষ্টা করব। সময় পেলে ইউনিকোড, ফন্ট এসব নিয়ে জ্ঞানবুদ্ধিমতন কিছু বাতেলা দেব 'খন। ঈশানের এ ব্যাপারে ভাল ফান্ডা থাকার কথা। আর কে কে গুচ-র কোডে হাত লগিয়েছিল জানিনা।

    খুব কোড জানার দরকার নেই, কারণ আমি ৮-৯ বছর আগে জাভা শিখব বলে এই প্রজেক্ট শুরু করেছিলাম।
  • bhuto | 203.91.207.30 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:৫৩408142
  • বেশ ইশানদারও আসতে আজ্ঞা হউক। আগে একটু মন দিয়ে পড়ি, তোমাদের কথা। জিজ্ঞাস্য থাকলেই জেনে নেব।
  • siki | 122.160.41.29 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:২৮408143
  • ন্যাড়াদা, আজ সন্ধ্যেয় সোর্সফোর্জে আম্মো রেজিস্টার করে ঢুকব। আমাকে মেলে এক্টু ডিটেল্‌স পাঠিয়ে দেবেন। দেখি না, কদ্দূর কী করতে পারি!

    ঈশান পরস্মৈপদী-আত্মনেপদী ধাতুরূপ অ্যাপ্লাই করে গু-চ-র বাংলা এডিটরটা বানিয়েছিল, এবং তারপরে তার সোর্সকোডটা গুপি হয়ে যায়। কেবল ক্লাসফাইলটা পড়ে আছে। তাই ঈশান আর হাত লাগায় নি। সেই সৃষ্টির আদিকাল থেকে।
  • Arijit | 61.95.144.123 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৩১408144
  • ক্লাস ফাইলটাকে ডি-ইন্টারপ্রেট করে দেখেছ? অনেক টুল আছে, ক্লাস ফাইল থেকে জাভায় ফেরত দেয় - খুব রিলায়েবল কিনা জানি না অবশ্য।
  • siki | 122.160.41.29 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৩৩408145
  • না, আমি দেখি নি। তবে দেখা যায়। কতটা অরিজিনাল কোড পাওয়া যাবে জানি না অবশ্য।
  • Blank | 203.99.212.224 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৫৩408146
  • ন্যাড়া দা, আপাতত তুমি সময় থাকলে ইউনিকোড আর ফন্ট নিয়ে একটু ঐ 'বাতেলা' দাও। এগুলো নিয়ে বেসিক আইডিয়া একটু ক্লীয়ার করতে চাই।
    আর অজ্জিত বা তোমার কথা থেকে মনে হলো যে এই এডিটার ডেভেলপ করেছ তোমরা if-the এ, যেটাকে অরিজিত দা গ্রামারে ফেলে করতে চাইছে। কম্পাইলরের ফান্ডায়। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং।
    একটু বেসিক আইডিয়া দাও ফন্ট, ইউনিকোড এই ব্যপার গুলো নিয়ে।
    একটা ফন্ট ফাইল, যেমন banglaplian, এতে আসলে কি থাকে? মানে টেকনিকালি ওর ভেতরে কি কি জিনিস ডিফাইন করা থাকে। প্রোগ্রাম ওটাকে কি ভাবে পড়ে আর কী স্ট্রোকের সাথে কি ভাবে ম্যাচ করায়?
  • Blank | 203.99.212.224 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৫৫408147
  • জাভার ক্লাস দেখলে ঐ জন্য বাজে রাগ হয়। exe গুলোকে সুন্দর অ্যাসেম্বলি তে ভেঙে নেওয়া যায়। তারপর অনেক কিছু করা যায়, কোড না থাকলে। কিন্তু ক্লাস থেকে এই জিনিসটা করা আগে অসম্ভব ছিল প্রায়।
    আজকাল রিলায়েবল কিছু হয়েছে কিনা জানি না
  • shyamal | 72.24.214.129 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:৫৬408148
  • আমার মনে হয় এই ধরনের এডিটার লিখতে স্টেট মেশিন আর তার সাথে টেবল-বেসড লুক আপ লাগালে কোড ছোট হবে। ন্যাড়া নিশ্চয় কিছুটা তাই করেছে।
  • Arpan | 65.194.243.232 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:৫৮408149
  • টেবল-বেসড লুক আপ লাগবেই। স্টেট মেশিন কী জিনিস?
  • Arijit | 61.95.144.123 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:০০408151
  • ফাইনাইট স্টেট অটোমেটা শোনো নাই? এক স্টেট থেকে অন্য স্টেটে যায় কোনো ইনপুটের ওপর...আবার কোনো ইনপুটে একই স্টেটে থেকে যায়...
  • Blank | 203.99.212.224 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:১১408152
  • হ্যাঁ স্টেট মেশিনের কথাই বলতে চাইছিলাম।
    ন্যাড়া দা কিছু লেখো
  • Arpan | 65.194.243.232 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:২০408153
  • না। উইকি করে বুঝলাম। হ্যাঁ, ঐ লাইনেই হবে।
  • shyamal | 72.24.214.129 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৩৮408154
  • ন্যাড়াকে একটা প্রশ্ন :
    লেখার মাঝখানে ইনসার্ট করা যাচ্ছে?

    আমি এখনও বঙ্গলিপি ডাউনলোড করিনি। কিন্তু কদিন আগে আমিও ঝোঁকের বশে একটা ফ্লেক্স দিয়ে banglaplain ফন্টের এডিটার লেখা শুরু করেছিলাম। তা কুঁড়েমি বশত: মাঝখানে ছেড়ে দিয়েছি। তা ঝাড়টা নামছিল লেখার মাঝখানে কার্সার নিয়ে গিয়ে ইনসার্ট করতে আর কাট, পেস্ট করতে।
    ফ্লেক্স দিয়ে বানানোর র‌্যাশনালটা ছিল যে জাভা অনেকের মেশিনে থাকেনা কিন্তু ফ্ল্যাশ থাকবেই। কাজেই swf চলবেই। আরো প্ল্যান ছিল ওয়েব-বেসড প্লাগ-ইন করার যাতে অর্কুট, ফেস বুক ইত্যাদিতে যদি বাংলা লেখার ফেসিলিটি দেওয়া যায়।
  • Arijit | 61.95.144.123 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৪৩408155
  • মোটামুটি যাচ্ছে দেখলাম তো। দুটো শব্দের মাঝখানে নতুন শব্দ লেখা যাচ্ছে। "আমি ভালো আছি' লিখে ভা-এর পাশে গিয়ে আ-কার মুছে ই দিতে "ভিলো' হয়ে গেলো।

    আর যারা ফ্ল্যাশ ব্লক করে রাখে তারা কি করবে? ফ্ল্যাশ ব্লক করার হাজারটা কারণ আছে।
  • Arijit | 61.95.144.123 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৪৫408156
  • অর্কুট/ফেসবুকে (অ্যাকচুয়ালি যে কোনো অ্যাপ্লি বা ব্রাউজারে) অভ্র কীবোর্ড দিয়ে বাংলা লেখা যায়।
  • shyamal | 72.24.214.129 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৫০408157
  • অরিজিত , এটা একটু ইলাবোরেট কর। অর্কুটে অভ্র কীবোর্ড দিয়ে কি করে বাংলা লেখা যায়? অভ্র কীবোর্ড কি জিনিষ?
  • Blank | 203.99.212.224 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৫৫408158
  • অভ্র কী বোর্ড টা ডাউনলোড করে নিলেই অর্কুটে লেখা যায়। অভ্র টা চালিয়ে, সেখানে বাংলা সেট করে দিলেই, যেকোনো জায়গায় বাংলা টাইপ করা যায়
  • Arijit | 61.95.144.123 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৫৭408159
  • অভ্র কীবোর্ড হল বাংলাদেশি একটা প্রোডাক্ট - Avro keyboard বলে সার্চ করুন - সাইট সম্ভবত: ওমিক্রনল্যাব বা ওই জাতীয় নাম। আপনার উইন্ডোজ সিস্টেমে যদি ইউনিকোড এনেবল করা থাকে (ওই ল্যাঙ্গুয়েজ সেটিং-এ গিয়ে একটা বক্স টিক করতে হয় - ওদের সাইটে ইনফো পেয়ে যাবেন) তাহলে যে কোন ব্রাউজার, মায় ওয়ার্ডে অবধি বাংলায় ইউনিকোডে লিখতে পারবেন। নতুন ইনস্টলারটা মনে হয় নিজে থেকেই ইউনিকোড এনেবল করে দেবে।

    টাস্কমেনুতে একটা আইকন আসে, সেটা দিয়ে ল্যাঙ্গুয়েজটা টগল করা যায়। এবার ব্রাউজার বা ওয়ার্ড খুলে ওই আইকন দিয়ে ল্যাঙ্গুয়েজ পাল্টে বাংলা করুন - প্রায় এখানকার মতই ফোনেটিক্যালি লিখতে পারবেন।

    তবে ওদের ফন্টগুলো ইউজ করলে দেখতে ভালো লাগে - মাইক্রোসফট ডিফল্ট বৃন্দা বলে একটা ফন্ট ইউজ করে - বাংলা ইউনিকোডে - যেটা দেখতে একটু বেশি রকমের বাজে। ওদের সোলেইমানলিপি বলে ফন্টটা সুন্দর।
  • d | 117.195.43.19 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:২৫408160
  • একটা বোকা প্রশ্ন:
    আচ্ছা ইউনিকোডে বা এমনি যে কোন বাংলা লেখার জন্য যে বর্ণমালা কম্পুতে বানানো হয়, তাতে মাত্রা থাকে? মানে সব টিউটোরিয়ালে দেখি আ-কার, ই-কার ইত্যাদি কোন ব্যঞ্জনবর্ণের সাতেহ জুড়ে দেখায়। তারমানে কম্পুতে বাচ্চাদের আ-মাত্রা ই-মাত্রা কখনো শেখানো যাবে না? "অভ্র'তে বোধহয় রসগোল্লার পাশে আকার দিয়ে আ-কার শেখানো আছে।
    এটা কেন হয়?
  • nyara | 64.105.168.210 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৫৩408162
  • টইয়ের টপিক থেকে অনেকটা সরে গেছে। একটু ফিরিয়ে আনি। তাবে ডিসক্লেমার দিয়ে নিই। এসব ব্যাপারে আমি অল্পসল্প যা জানি সবই কাজ করতে করতে শেখা। থিওরেটিকাল ব্যাকগ্রাউন্ড অতি কাঁচা।

    --------------------
    আগে একটু ইতিহাস।

    কম্পিউটার যখন এল, সবই তো ইংরিজিতে, তখন কেউ ভাবেনি যে ১২৮-টার বেশি ক্যারেকটার -
    প্রিন্টেবল বা নন-প্রিন্টেবল - দরকার হবে। বাহান্নটা অয়ালফাবেট (ছোট বড় মিলিয়ে)। দশটা
    ডিজিট। পাঙ্কচুয়েশন-টন মিলিয়ে মেরেরেকেটে আর কুড়ি। তাহলেও নানারকম ক®¾ট্রাল আর
    নন-প্রিন্টেবল ক্যারেকটরের জন্যে ৩০-৩৫-টা জায়গা পড়ে থাকছে। কাফি হ্যায়। তো ASCII
    স্ট্যান্ডার্ড তৈরি হল ৭-বিট সাইজের। ৭-বিট সাইজের জায়গায় ১২৮-টি বিভিন্ন জিনিস রাখা যায়
    কম্পিউটারে।

    কিছুদিন পরে দেখা গেল যে ১২৮ কম পড়িতেছে। কারণ পশ্চিম ইউরোপিয় নানারকম ক্যারেকটার
    ঢোকাতে হচ্ছে। গর্দিশ। তো তখন ক্যারেকটার কন্টেনার ৭-বিট থেকে ৮-বিট করে দিয়ে জায়গা
    ডবল করে দেওয়া হল। এখন ১২৮-এর জায়গায় ২৫৬ রকম ক্যারেকটার রাখা যাবে। এর নাম দেওয়া
    হল Extended ASCII

    এখনও অব্দি ইউনিকোড ব্যতিরেকে অধিকাংশ ক্যারেকটার কম্পিউটারে ৮-বিট সাইজের আধারে রাখা
    হয়। কাজেই ২৫৬-র বেশি ক্যারেকটার পাওয়া সম্ভব নয়। প্রিন্টেবল, নন-প্রিন্টেবল, ক®¾ট্রাল (যেমন শিফট, এন্টার) - সব কিছু ধরে।

    ASCII বা Extended ASCII - এরা দুজনেই একইসঙ্গে এনকোডিং স্কিম ও স্ট্যান্ডার্ড। তফাৎটা
    কী? এনকোডিং স্কিম ঠিক করে দেয় কম্পিউটারে বাইনারি লেভেলে গিয়ে কিভাবে ক্যারেকটার
    থাকবে। অর্থাৎ এই যে ৭-বিট হবে না ৮-বিট হবে ইত্যাদি। অন্যদিকে স্ট্যান্ডার্ড বলে কোন
    খোপে কি ক্যারেকটার থাকবে। এইভাবে ভাবা যায় - ক্যারেকটার রাখার জন্যে একটা আলমারি
    তৈরি হবে। সেই আলমারিতে কটা খোপ থাকবে, খোপের সাইজ কি হবে - ইত্যাদি ঠিক করে দেয়
    এনকোডিং স্কিম। আর কোন খোপে a থাকবে বা কোন খোপ S থাকবে সেটা ঠিক করে দেবে
    স্ট্যান্ডার্ড।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন