এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কমলকুমার ও কলকাতার কিস্‌সা

    r
    বইপত্তর | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ | ৫১৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • /\ | 781212.194.010123.89 | ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৪১408290
  • সংগ্রহ করা গেল -
    কমলকুমারের গল্প - - জীবনজ্যোতির উদ্ভাস -- চঞ্চল কুমার বোস -- সুচয়নী পাবলিশার্স ঢাকা -- ২১শে বইমেলা ২০১৬ -- প্রচ্ছদ - মোমিন উদ্দীন খালেদ - - মুল্য ২৫০ টাকা
  • | 230123.142.560112.213 | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:২৬408291
  • সোমনাথ , আমি শুনলাম আব্দুর রউফ চতুরঙ্গ যথেষ্ট অর্গানাইজ করে রেখেছেন, একবার দেখবি, নাকি অলরেডি দেখেছিস।
  • এলেবেলে | 2345.110.010123.125 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৪৩408292
  • এইগুলো জোগাড় হয়েছে কি?

    ১. কমলকুমার মজুমদার ও অঙ্কভাবনা - প্রশান্ত মাজী ও নারায়ণচন্দ্র ঘোষ - ঋত প্রকাশন - ৩২৫/- - স্টল ৪১৮
    ২. তিনি দয়াময়ী - প্রশান্ত মাজী - বৈ-চিত্র প্রকাশন - ২২৫/- - স্টল ৪২৬
    ৩. কমল-সুনীল কথা - প্রশান্ত মাজী - ঋক - ৬০/-

    বাড়িতে খুঁজে পেলাম বিজ্ঞাপনপর্ব এবং কবিতীর্থ-র কমল মজুমদার সংখ্যা। আরেকটা প্রাসঙ্গিক কথা। পরশু কবিতীর্থ-র উৎপল ভট্টাচার্যর সাথে কথাপ্রসঙ্গে জানতে পারলাম অমিয়ভূষণের সাক্ষাৎকারটি তিনি ছেপেছেন 'সাক্ষাৎ : অমিয়ভূষণ' গ্রন্থে। অবশ্য সাক্ষাৎকারটি যনি আদতে নিয়েছিলেন তাঁকে জানানোর বা তাঁর অনুমতি নেওয়ার ধার ধারেননি!
  • Debabrata Chakrabarty | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:০৮408293
  • সাক্ষাৎকারটি যিনি নিয়েছিলেন তেনার নামটুকু দিয়েছে? এলেবেলে?
  • অর্জুন অভিষেক | 561212.96.452312.19 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৫৫408294
  • আচ্ছা , কমলকুমার মজুমদার জন্মলগ্ন থেকে আমার ইস্কুলের (সাউথ পয়েন্ট) সঙ্গে যুক্ত ছিলেন, শেখাতেন আঁকা। সেই সময় ওর সহকর্মীদের মধ্যে ছিলেন উৎপল দত্ত, শেখর চট্টোপাধ্যায়, উমা স্নেহানবীশ, মিলাডা গঙ্গোপাধ্যায় ইত্যাদিরা।

    কমলকুমারের জীবনীতে ওর এই শিক্ষকতা জীবনের কথা পাওয়া যায় ?
  • এলেবেলে | 2345.110.561223.195 | ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৪৫408295
  • @দেবব্রত, হ্যাঁ। সাক্ষাৎকার গ্রহণকারী হিসাবে আপনার নাম রয়েছে সেখানে যদিও পুরো সাক্ষাৎকারটি অবিকৃত অবস্থায় ছাপা হয়েছে কি না তা জানি না। আপনি উৎপলবাবুর সাথে যোগাযোগ করতে পারেন, সান্ত্বনা পুরস্কার হিসাবে ওই গ্রন্থের একটি নমুনা কপি আপনি পাবেন - এমন নিশ্চয়তা তিনি অবশ্য দিয়েছেন আমাকে।
  • :©) | 781212.194.8990012.150 | ১০ ফেব্রুয়ারি ২০১৯ ০০:১০408296
  • অর্ক দেব সম্পাদিত কথাবার্তা সংগ্রহ বইতেও দেবব্রত চক্রবর্তীর নেওয়া অমিয়ভূষণের সাক্ষাৎকারটি রয়েছে। নিষাদের সংস্করণে বইটা হার্ডবাউন্ড, ৬০০ টাকা। বইভাষিক এর পেপারব্যাক ৫০০ টাকা। অমিয়ভূষণের কন্যা সম্পাদিত সাক্ষাৎকার সমগ্র (?) তেও থাকতে পারে। তবে সকলে সান্ত্বনা পুরস্কার দিলে আমায় এককপি আইসক্রিম খাওয়াতে ভুলবেন না যেন।
  • /\ | 781212.194.3490012.70 | ১১ ফেব্রুয়ারি ২০১৯ ০১:৩৯408297
  • অর্জুন অভিষেক,
    জীবনী হিরণ্ময় গাঙ্গুলী লিখেছেন, বৃত্তের বাইরে প্রকাশনা থেকে বেরোবে। বেরোলে জানা যাবে কতটুকু আছে। তবে দীপঙ্কর দাশগুপ্ত, অনিরুদ্ধ লাহিড়ীর বইতে কিছু আছে।
  • অর্জুন অভিষেক | 561212.96.892312.196 | ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:১৭408298
  • ধন্যবাদ।

    সাউথ পয়েন্ট স্কুল নিয়ে একটা বই বেরিয়েছিল শুনেছিলাম, নাম '১৬ নং ম্যাণ্ডেভিলা গার্ডেনস' কিন্তু বইটির অস্তিত্ব দেখিনি কোথাও।
  • /\ | 90056.160.011223.3 | ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:১৯408300
  • তালপাতা । ওটাই দীপঙ্কর দাশগুপ্ত-র বই। ইউটিউবেও ওর কমলকুমার বিষয়ক দারুন ভিডিও আছে।
  • অর্জুন অভিষেক | 561212.96.892312.196 | ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৫০408301
  • আচ্ছা।

    'তালপাতা' য় তো কালই গেলাম ।
  • অর্জুন অভিষেক | 561212.96.892312.196 | ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৫১408302
  • এলেবেলে যে বইটার উল্লেখ করলেন সেটার নাম

    "কমলকুমার মজুমদার ও অঙ্কভাবনা" না 'অঙ্কন ভাবনা' ?
  • /\ | 90056.160.011223.3 | ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩৯408303
  • অঙ্কভাবনা। পত্রিকার নাম। কমল মজুমদার আনন্দমোহন ঘোষের সাথে একত্রে সম্পাদনা করতেন।
  • :©) | 781212.194.3490012.53 | ১২ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:০৩408304
  • এবং মুশায়েরা র সাক্ষাৎকার সংগ্রহ (এণাক্ষী মজুমদার সম্পাদিত) তেও আছে সাক্ষাৎকারটি। ৩০০ টাকা।
  • Debabrata Chakrabarty | ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:৪৩408305
  • কবিতীর্থ'র টা পেয়েছি। অর্ক এক কপি দেবে বলেছে, এণাক্ষীর টা দেখিনি -যথারীতি কেউ যোগাযোগ করেন নি।
  • /\ | 237812.68.454512.198 | ২৩ আগস্ট ২০১৯ ০১:১৫408306
  • অনেকদিন আপডেট দিইনি, দিয়ে যাই।
    যোগাড় হয়েছে
    ১) আলোবাতাস পত্রিকার কমলকুমার মজুমদার সংখ্যা। বসন্ত ২০০৬, ৩০/-
    ২) শ্যামলবরণ সাহা সম্পাদিত "কমলকথা" পত্রিকা (২০০৩)
    ৩) কমল-সুনীল কথা - প্রশান্ত মাজী - ঋক - ৬০/-
    ৪) দানসা ফকির - সুবর্ণরেখা
    ৫) রীতির রহস্য (পুনঃপ্রকাশ) - আবহ - এতে কমলকুমারের একতি বাড়তি নোট রয়েছে পুনঃপ্রকাশ উপলক্ষে)
    কেনা হয়েছে
    ৫) তিনি দয়াময়ী - প্রশান্ত মাজী - বৈ-চিত্র প্রকাশন - ২২৫/-
    ৬) কমলকুমারের গদ্য ও গল্প - স্বপ্না দাস, এবং মুশায়েরা - জুন ২০১৭, ২০০/-

    এখনও প্রয়োজন

    ১) 'কমলকুমার মজুমদার ও অঙ্কভাবনা" (সম্পা: প্রশান্ত মাজী ও নারায়ণচন্দ্র ঘোষ - ঋত প্রকাশন - এটা কিছুতেই কিনব না) বইটি থেকে শুধু মুখবন্ধ অংশটুকু। যদি সুধীজন কারো কাছে থাকে। ছবি তুলে পাঠালেই হবে।
    ২) কবিতীর্থ ১৯৯১ এ ছাপা গল্প 'মামলার শুনানি',
    ৩) আবহ ১৯৭৩ শারদ - এ ছাপা 'অজ্ঞাতনামার নিবাস',
    ৪) অন্বীক্ষণ শারদ ১৯৬৮ তে ছাপা 'কঙ্কালের টঙ্কার' নাট্যরূপ
    ৫) সমতটের দুটো সেমিনার (৯৩, ৯৫)
    ৬) এক্ষণ - ১৩৮২ শারদ : সুব্রত চক্রবর্তী // ১৩৮৬ শারদ : কার্তিক লাহিড়ী + অপ্রকাশিত রচনা // ১৯৮২ - অপ্রকাশিত রচনা সংকলন // ১৩৯১ শীত-বসন্ত : দেবাশিস মুখোপাধ্যায়
  • এলেবেলে | 236712.158.895612.214 | ২৩ আগস্ট ২০১৯ ০১:৩২408307
  • নির্বাচিত এক্ষণ-এর দ্বিতীয় খণ্ডে 'বঙ্গীয় গ্রন্থ-চিত্রণ' প্রবন্ধ এবং তৃতীয় খণ্ডে দ্বাদশ মৃত্তিকা গল্পটি এতদিনে নিশ্চয়ই জোগাড় হয়ে গেছে?
  • /\ | 236712.158.895612.138 | ২৫ আগস্ট ২০১৯ ১৭:৪২408308
  • দুটোই যথাক্রমে প্রবন্ধ সংগ্রহ ও গল্প সমগ্র তে রয়েছে। তথাপি, রিপ্রিন্টের ডকুমেন্টেশন হিসেবে নির্বাচিত এক্ষণ থেকেও আর্কাইভ থাকলে মন্দ হয় না। (রিপ্রিন্টে কী বানান, কী ফর্ম্যাটিং ব্যবহার করা হয়েছে ইত্যাদি) সময় সুযোগ মত স্ক্যান করে রাখবেন। মোবাইলেই স্ক্যানার অ্যাপ থাকে, তাতে স্ক্যান করলে, ছবি তোলার মতই যদিও তবু অটোমেটিক প্রসেস করা হয়ে থাকে বলে বেটার পিডিএফ পাওয়া যায়।
  • ভগীরথ নন্দী | 2409:4061:2119:e0a6:e50b:ebf8:844b:5680 | ০৩ মার্চ ২০২১ ০৭:৩৬733704
  • কমলকুমার মজুমদারকে নিয়ে আলোচিত বিভিন্ন পত্র-পত্রিকা, গ্রন্থ যাবতিয় তথ্যাদি প্রয়োজন কিভাবে পাব জানালে উপকৃত হব।


    আপনাদের সংগ্রহশালা থেকে যদি সাহায্য পাই আমি এক গবেষক ছাত্র হিসেবে ধন্য হব। নমস্কার প্রণাম।

  • ভগীরথ নন্দী | 2409:4061:2119:e0a6:e50b:ebf8:844b:5680 | ০৩ মার্চ ২০২১ ০৭:৩৮733705
  • অনেক উপাদানের সন্ধান পেয়ে উপকৃত হলাম।

  • Abhyu | 198.137.20.25 | ০৩ মার্চ ২০২১ ০৯:২২733706
  • সোমনাথকে প্রশ্ন - এই সব রাশিকৃত জিনিস কোথায় পাওয়া যায়? এগুলো কি রাশিয়ান বইগুলোর মতো স্ক্যান করে কোথাও তোলা হয়েছে? কোথাও ফিজিক্যালি রাখা আছে? যে কেউ চাইলে অ্যাকসেস করতে পারবে?

  • Abhyu | 47.39.151.164 | ০৩ মার্চ ২০২১ ০৯:৫২733707
  • *রাশীকৃত

  • /\ | 182.76.110.171 | ০৩ মার্চ ২০২১ ১৬:৩০733709
  • অনেকটা লিখেছিলাম উড়ে গেল। সব আমার কাছেই আছে। 


    আপডেট -


    পাওয়া গেছে


    ১) 'কমলকুমার মজুমদার ও অঙ্কভাবনা" 
    ৪) অন্বীক্ষণ শারদ ১৯৬৮ তে ছাপা 'কঙ্কালের টঙ্কার' নাট্যরূপ
    ৬) এক্ষণ - ১৩৮২ শারদ : সুব্রত চক্রবর্তী // ১৩৮৬ শারদ : কার্তিক লাহিড়ী  // ১৩৯১ শীত-বসন্ত : দেবাশিস মুখোপাধ্যায়


    ৫০টা মত লেখা যোগাড় করা বাকি। একটু কঠিনগুলোর লিস্টি দিলাম। পতাকা কেন এল জানিনা।

    অকপট ১৯৮৫ আগস্ট-সেপ্টেম্বর : পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায় -   সংকট থেকে সংকটে : কমলকুমার মজুমদার

    অতন্দ্র ১৯৬৯ –

    শান্তনু ঘোষ –

    নিম অন্নপূর্ণা বিষয়ক একটি লেখা

    উত্তরতরঙ্গ ১৯৬৬ জুন : উদয়ন ঘোষ – কমলকুমার প্রসঙ্গে

    এবং ১৯৭৫ এপ্রিল জুন : অস্বাক্ষরিত – আর্ষ প্রয়োগ বা অলাই অলমিংঘা

    কবিপত্র ১৯৭৫ শারদ : নীরদ মজুমদার – বাল্য আলেখ্য

    কিন্নর কণ্ঠ ১৩৮৫ ১/১-২ : পরমেশ রায় – কমল মজুমদারের গল্প

    চিত্রচিন্তা ১৯৮৮ জুন : রবি ঘোষ – আমি ও আমাদের আড্ডা

    দর্পণ ১৯৭৩ আগস্ট ১০ : হীতেন ঘোষ – কমলকুমারের গল্প

    দিকচিহ্ন ১৩৮৬ আষাঢ় : প্রশান্ত কুমার দাশগুপ্ত – কমলকুমার মজুমদারের লেখা : পাঠকের সমস্যা

    নান্দনিক সময় - ? : অদ্রীশ বিশ্বাস – কমলকুমারের ছবি ? (কোলকাতার নান্দনিক, ১৮ সূর্য সেন স্ট্রীট, ফ্রি কপি পাওয়া যাবে)

    পরিকথা ১৪১৫ বৈশাখ, মে ২০০৮ : অদ্রীশ বিশ্বাস – কমলকুমার মজুমদারের স্বপ্ন ও সম্পাদনা

    পশ্চিমবঙ্গ সংবাদ ১৯৮৭ মার্চ ২ : হিরণ্ময় গঙ্গোপাধ্যায় – পুরস্কার যাঁকে বিড়ম্বিত করেনি

    পাহাড়তলী – নামক উত্তরবঙ্গের পত্রিকায় কমলকুমার সম্পর্কে প্রবন্ধ ছাপা হয়েছে

    প্রগতি ১৯৮৭ মার্চ : হিরণ্ময় গঙ্গোপাধ্যায় – কমলকুমারের গল্পে গ্রামবাংলা

    প্রথমত ২/১ ১৩৯৬ শারদ : হিরণ্ময় গঙ্গোপাধ্যায় – কমলকুমার মজুমদারের সংগীত চিন্তা

    প্রমা ১৯৮৮ আগস্ট : মেঘ মুখোপাধ্যায় – অনন্য কমলকুমার

    বর্ধমান বিশ্ববিদ্যালয় পত্রিকা ১৯৮৬ : হিরণ্ময় গঙ্গোপাধ্যায় – কমলকুমারের গল্প : দেখা শোনা এবং ......

    Vag Artha 1975 April : Nabanita Debsen – The Modish Traditionalizer : A Case Study

    ভাবনা ১৯৭৯ ফেব্রু – এপ্রিল : স্বপ্নেন্দু ভৌমিক – কমলকুমার

    মুখোশ ১৩৯৬ শারদ : আশিস কুমার ঘোষ – কমলকুমার মজুমদারের স্মৃতি

    রৌরব / কৌরব ১৯৭৯ নভেম্বর : শান্তিময় মুখোপাধ্যায় – কমলকুমার মজুমদার

    সংবেদ ১৩৯২ বৈশাখ আষাঢ় : মথুরানাথ কুন্ডু – কমলকুমারের কলাবৈভব এবং আমরা

    South Asian Digest of Regional Writings vol 3, 1974 : Alok Ranjan Dasgupta -  Religeous Attitude in Contemporary Bengali Literatue – Superstitions and taboos, Patriotic convulsions: An anarchronism Kamal Kumar Majumder

    শিলাদিত্য  ২০১৫ এপ্রিল : প্রশান্ত মাজী সম্পাদিত ইন্দ্রনাথ মজুমদারকে লেখা কমলকুমারের চিঠি

    সুন্দর ১৮০৩ শ্রাবণ : শানু লাহিড়ী - কমলকুমার

    শুভশ্রী ৪০-৪১ বর্ষ যুগ্ম সংখ্যা, ১৪০৮-৯: অদ্রীশ বিশ্বাস – অন্তর্জলী যাত্রা : গঙ্গা-দর্শন-যাত্রার গল্প

    The Statesman 1976 July 23 : Lokenath Bhattacharjee – Literary creation in a tragic City

    হীনযান ১৩৮০ বৈশাখ : অলোকরঞ্জন দাশগুপ্ত – বিলুপ্ত পুজাবিধি ও আধুনিকতা

    আলোবাতাস ২০১০ : প্রশান্ত মাজী – আলো ক্রমে আসিতেছে

  • Abhyu | 47.39.151.164 | ০৩ মার্চ ২০২১ ১৯:২৭733710
  • বেশ, /\ এগুলো পাবলিকলি অ্যাভেলবল হবে না? মানে তোমার কাছে থাকা মানে তো কোনো এক ব্যক্তিবিশেষের কাছে থাকা যে ইচ্ছে মত কাউকে দেবে বা দেবে না বা যা খুশি করবে। মানে রামকৃষ্ণ মিশন থেকে যেমন বিবেকানন্দকে ক্রিটিসাইজ করা যাবে এমন কিছু বার করা যায় না। বা কেউ ধরো তোমায় দেখতে পারে না তাই তোমার সাথে কনট্যাক্ট করতে চাইবে না। সে সব ক্ষেত্রে কী হবে? জেনের‌্যাল অ্যাকাডেমিক প্রশ্ন আর কি!

  • /\ | 103.76.82.124 | ০৩ মার্চ ২০২১ ২১:৫৮733711
  • মোটামুটি যেটা লিখেছিলাম,উড়ে গেছিল - 


    কমলকুমার বিষয়ে একটা গোটা ব্লগ করার ইচ্ছে আছে। বা একটা গোটা হাইপারলিংকড লেখা সেমন পীযূষ ভট্টাচার্যকে নিয়ে করা গেছে।  এটা অনেককে নিয়েই করার আছে। একটা লিস্ট এখানে বাঁদিকের কলামে রাখা http://sndg.blogspot.com/ 


    নানান বই, পত্রিকার সমস্ত ডেটা, বিবলিওগ্রাফি অনলাইনে দেওয়া সহজেই যাবে। তবে মূলত এম ফিল বা পি এইচ ডি র ছাত্রছাত্রীদের থিসিসে  টুকে দেওয়া ছাড়া সেগুলোর বিশেষ তাৎপর্য নেই। কারণ উৎসাহী পাঠকের তালিকার চেয়েও দরকার মূল লেখাগুলো।  মুশকিল হল, সেসবের স্ক্যানড কপি রাখতে গেলে নানান কপিরাইট, অনুমতির ব্যাপার করতে হবে। সোভিয়েত ব্লগের কোনো কনটেন্টই কপিরাইটেড ছিল না, এখানে সমস্তই। সময়, ল্যাদ, ছাতার চাকরি, ডেটা ইনকমপ্লিটনেস, প্রচুর কমিউনিকেশনের প্রয়োজনীয়তা ইত্যাদি নানা কারণে কাজটা শেষ করা হয়নি।  


    করব বলে এখানেই, এই টইতে প্রথম পাতায় লিখিত ঘোষনা করেছিলাম, "জনতা, একটা কমলকুমার সংক্রান্ত রিপোজিটরি করতে চাই। সফটে এবং /অথবা হার্ডে।


    হার্ড টা হয়ে চলেছে, শেষ হয়নি যদিও। অনেক লেখার খবর পেলেও হদিশ করতে পারিনি। তবে অনুমতি নেওয়ার সময় বিস্তর অসহযোগ না পেলে সফটটাও হবে। 


    মূল কারণ আমার নিজের হিসেবেই কাজটার অনেকটাই বাকি। যেমন ধরো গোটা ত্রিশেক লেখা একটু নড়ে চড়ে কয়েকটা জায়গায় গেলেই পাওয়া যাওয়া উচিত। কোভিডের কারণে একটা বছর পুরোই ঘরে বসে নষ্ট হল। দ্বিতীয়ত যাদের কাছে সেগুলো নিশ্চতভাবেই আছে, তারা দিতে চায় না। ফলে যে কাজ পাঁচ জায়গায় গেলে হয়ে যাওয়ার কথা সেকাজে কুড়ি জায়গায় একাধিকবার ঘুরতে হবে। সমাজসেবা করার জন্য এতখানি ব্যক্তিগত চাপ নেওয়ার এনথু আস্তে আস্তে কমছে সেটাও বুঝছি। যেমন যাঁরা অলরেডি কমলকুমার কে নিয়ে বিস্তারিত লেখালেখি করেছেন সুতরাং সেসব বিস্তর পড়াশুনো ও করেছে্ন, তাঁদের সংগ্রহ দেখার সুযোগ হলেই বেশ খানিকটা কাজ এগিয়ে যায়। যারা অলরেডি পি এইচ ডি, এম ফিল করেছে, সুতরাং সেকাজে লাইব্রেরি ওয়ার্ক করে অনেকটাই একত্র করেছে তারা সাহায্য করলে একই লাইব্রেরি ওয়ার্ক আবার করতে হয় না। এরকম কয়েকজন বিমুখ করাতে উৎসাহ অনেকটাই কমেছে। তবে হ্যাঁ জেদও বেড়েছে। (খরচপত্র তো ছেড়েই দাও। এই যেমন একটামাত্র লেখার জন্য অনুষ্টুপের লেটেস্ট গাম্বাট সংখ্যাটা কিনতে হবে।)


    একটা পত্রিকা বিশেষ সংখ্যা করার কথা হয়েছিল, ভেস্তে গেছে, বিশেষ কেউ লেখা দেয় নি। সম্পাদকও বিশেষ খোঁচাখুঁচি করে লেখা চায় নি। কিছু প্রকাশককে বলেছিলাম বই করার জন্য, কেউ তেমন উৎসাহ দেখায় নি। তাই সফট আর্কাইভই একমাত্র যা নিজের চেষ্টাতেই করে ফেলতে পারব। বিবলিওগ্রাফি অবশ্য এমন লোকজনকে ভালোবেসে দেওয়া আছে, যারা নাম না উল্লেখ করে গোটাটাই কোথাও ছাপিয়ে দেবে শিগগিরিই। উদয়ন ঘোষের ক্ষেত্রে কবিতীর্থ যেমন করল।

  • হিরণ্ময় গঙ্গোপাধ্যায় | 2409:4061:588:50f7:f97c:b6e1:9093:f285 | ১৪ নভেম্বর ২০২১ ০১:৩১735121
  • হিরণ্ময় গঙ্গোপাধ্যায়
     
    সোমনাথ কি সোমনাথ দাশগুপ্ত?
    কমলকুমার মজুমদার নিয়ে পুরোপুরি তথ্য সংগ্রহ করেছেন কি আপনারা? 
    কমলকুমার মজুমদারের জীবন ও সাহিত্য (প্রথম খণ্ড), কমলকুমার মজুমদারের জীবন ও শিল্প (দ্বিতীয় খণ্ড) ৫০০ +  ৪৫০ পৃষ্ঠার। এই নামে দুটি ব‌ই বেরোবে, এ বছরই। লিবার ফেয়ারার প্রকাশনা থেকে।
  • ভগীরথ নন্দী | 2409:4061:2c0f:2a4:fdf5:f51b:be54:92dd | ২২ জানুয়ারি ২০২৩ ২১:০২739307
  • 1)কাব্যবীজ ও কমলকুমার - বীরেন্দ্রনাথ রক্ষিত
    2) কমলকুমার : মুখ ও মুখোসের দ্বন্দ্ব- হীরণ্ময় চট্টোপাধ্যায়।
     
    এই দুটো বই কিনতে চাই খুব প্রয়োজন একটু সাহায্য করুন কেউ। কোথায় পাব।
  • ___|___ | 43.251.171.182 | ২৩ জানুয়ারি ২০২৩ ১৮:৪৫739308
  • ভগীরথ নন্দী, লেখকের নামটা অন্তত ঠিক করে ল্যাখেন। আপনার উপরের পোস্টটাই সেই লেখকের। ফেসবুকেই পাবেন তাঁকে। 
    আর আপনাকে যোগাযোগের কোনো উপায় জানাবেন। মোবাইল বা ইমেল।
  • ভগীরথ নন্দী | 2401:4900:3eee:c7ed:0:c:eb28:9201 | ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:১৩739427
  • কমল কুমার মজুমদারকে নিয়ে আলোচনা ব‌ইগুলো কিভাবে পাব যদি কেউ জানান ভালো হয়।
  • ভগীরথ নন্দী | 2409:4088:9eba:6682:b151:36e:1b79:8d65 | ০১ মার্চ ২০২৩ ১৩:৩৬739564
  • এই টপিকটা পড়া যাচ্ছে না কেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন