এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ছত্তিসগড়: কৃষক আত্মহত্যা - মিথ মিথ্যা মাধ্যম

    a x
    অন্যান্য | ০৬ মে ২০০৯ | ৩৯৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 75.53.196.7 | ০৯ মে ২০০৯ ১২:২৫410591
  • CGNetএর ফাইলের যে লিংকটা পাই দিয়েছে তাতে দুর্গের পুলিশের কাছ থেকে ২০০৪-২০০৮ এর সুইসাইড তালিকা আছে। তার শুরুতে এই কথাটা লেখা আছে -

    This list is provided by State Police and consists of all the details of suicides in Durg ( Rural) between 2004 and mid 2008. Though Chief Minister of the state says "not a single farmer in the state has committed suicide due to debt ever" this police list has details of 12 farmers who committed suicide due to debt. 21 more have committed suicide due to economic reasons. The list also has 6 labourers who committed suicide due to debt. 52 labourers have committed suicide due to economic reasons. Majority of farmers and labourers have committed suicide due to disease. But we are yet to understand what is that disease which forces a person to commit suicide!!!

    এই লিস্টে কর্জ বলেই লেখা আছে। কাজেই হ্যাঁ চিফ মিনিস্টার মিথ্যেই বলেছেন।
  • a x | 75.53.196.7 | ০৯ মে ২০০৯ ১২:৩৩410592
  • আর আমরা খালি একটা ডিস্ট্রিক্টের কথাই বলছি কিন্তু, পুরো স্টেটের হিসেব না।
  • pi | 69.143.119.233 | ০৯ মে ২০০৯ ১২:৪১410593
  • আরে অক্ষদা, আপনি ২ আর ৩ নং এ যা লিখলেন, সেই বক্তব্যটাতেই তো বলছি আপত্তি।
    পার লাখে এই বিশাল সংখ্যক অর্থনৈতিক কারণে মোটেও আত্মহত্যা করেননি।
    যেখানে মোট আত্মহত্যার মাত্র ২-৫% আর্থিক বিপর্যয় ও দারিদ্র্য জনিত কারণে, পপুলেশন দিয়ে নরমালাইজ করলেও ঐ ইন্ডিকেটর ১.২, অনেক রাজ্যের থেকে ই কম, সেখানে আত্মহত্যার পিছনে অর্থনৈতিক কারণ খোঁজার প্রশ্নে 'বিশাল সংখ্যক' জাতীয় বিশেষণ বা ১৫০০ ইত্যাদি সংখ্যার উল্লেখ বিভ্রান্তির সৃষ্টি করে।

    হ্যাঁ, দ্রি যেটা বল্লেন, ঋণজনিত কেস স্টাডিস গুলো নিয়ে আলোচনা আমিও শুনতে ইচ্ছুক।
  • a x | 75.53.196.7 | ০৯ মে ২০০৯ ১২:৫১410594
  • এক এক করে, প্রথমে দেখা গেল তাহলে পরিষ্কার করেই বলা আছে কর্জ শব্দটা। যেখানে বলা হচ্ছে একটিও ঋণের জন্য আত্মহত্যা হয়নি।

    দ্বিতীয়ত, বিশাল সংখ্যাক কৃষক আত্মহত্যা করলে তাকে তো বিশাল সংখ্যকই বলতে হবে! বিশাল সংখ্যক একটি জীবিকার মানুষ করলে কারণ খতিয়ে দেখতে হবেনা? বিশাল সংখ্যক লোক অর্থনৈতিক কারণেই করছে এই ক্লেমটা তো কেউই করেনি, বার বার এটাই তো বলছি। কেন করছে, সেটাই তো জানতে চাওয়া। বছরে ১০টি আত্মহত্যা হলে কেন করছে প্রশ্ন এরকম ভাবে উঠতনা।

    তৃতীয়ত, কেসস্টাডি গুলো থেকে কি এই ক্লাসিফিকেশন নিয়েও কোনো প্রশ্ন জাগেনা?
    যেখানে "অসুস্থতা (বিমারী)" থেকে সুইসাইড হয়, এবং overwhelmingly হয়, সেখানে যে আর্থিক কারণ আছে সেটা তো বুঝতে অসুবিধে হবার কথা না।
  • pi | 69.143.119.233 | ০৯ মে ২০০৯ ১৪:১০410595
  • ২০০৮ এর লিস্ট দেখলাম। একজন কৃষক ঋণের দায়ে আত্মহত্যা করেছেন।
    ২০০৬ এ তিনজন কৃষক, ২০০৪ এ তিনজন ক্রিষক কর্জের কারণে মারা গেছেন।
    ২০০৭ এর লিস্ট দেখলাম। 'কমর দর্দ সে পরেশন হো কর' আত্মহত্যা করার কারণ রয়েছে, একটিও 'কর্জ সে পরেশন হো কর' নেই।
    http://westbengalnews.googlepages.com/durg_20071.pdf

    07 May 2009 -- 12:45 AM এর পোস্টে আপনি লিখেছেন, '12 farmers who committed suicide due to debt'
    আমি তো একবার তিনজন, আর আরেকবার দেখলাম দুজন কৃষক রয়েছেন তালিকায়।
    http://westbengalnews.googlepages.com/durg_20041.pdf
    ঘুম চোখে কি ভুল দেখছি :(

    এই কর্জ আবার চাষ করতে গিয়ে কর্জ কি মেয়ের বিয়ে দিতে গিয়ে কর্জ তাও লেখা নেই।

    এখন এই এক, দুই , তিন এই সংখ্যাগুলি একেকটা কেস স্টাডির জন্য ঠিক আছে,
    কিন্তু এর ভিত্তিতে ( পুরো রাজ্যেও এই সংখ্যা ৫০ এর ও অনেক কম হবে, অর্থনৈতিক সব কারণ মিলিয়েই ৫০) ছত্তিশগড়ের কৃষকদের দুরবস্থা নিয়ে স্টেটমেন্ট দিয়ে দেওয়া কি এর সাথে রাইস বোল বা সারের ব্যবহারের রিলেশন খুঁজতে চাওয়াটা একটু ...

    অন্তত পুলিশ ও ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য যা বলছে, তার ভিত্তিতে ব্যাপারটা এরকম ই দাঁড়ায়।
    এই তথ্য গুলি কমিয়ে বলছে, এরকম ক্লেম তো মনে হয় শুভ্রাংশু ও করেননি।
  • pi | 69.143.119.233 | ০৯ মে ২০০৯ ১৪:২৪410596
  • 09 May 2009 -- 12:51 PM এর পোস্ট প্রসংগে,
    'কেসস্টাডি থেকে ক্লাসিফিকেশন নিয়ে প্রশ্ন ' জাগতেই পারে, 'যেখানে অসুস্থতা থেকে
    থেকে সুইসাইড হয়, এবং overwhelmingly হয়, সেখানে আর্থিক কারণ ও থাকতে পারে, কিন্তু সেটা না তো ছত্তিশগড় স্পেসিফিক, না তো কৃষক স্পেসিফিক কোন ব্যাপার।
    যেকোনো রাজ্যে যেকোনো সুইসাইডের পরিসংখ্যান নিয়ে ই এই কথাগুলো প্রযোজ্য। নয় কি ?

    আর,
    আর এই ঋণ ভারে আত্মহত্যা ও ১৫০০ বা বিশালসংখ্যক ইত্যাদি সংখ্যা ও বিশেষণের এই সহাবস্থান কত বিভ্রান্তি যে তৈরি করে তার কিছু নমুনা:

    1,500 Indian Farmers Commit Suicide: Are GM Crops To Blame?
    http://www.bravenewtraveler.com/2009/04/20/1500-indian-farmers-commit-suicide-are-gm-crops-to-blame/

    http://www.huffingtonpost.com/mallika-chopra/1500-farmers-in-india-com_b_187457.html

    Crop Failure Drives 1,500 Indian Farmers to Suicide
    http://www.treehugger.com/files/2009/04/crop_failure_dr.php

    'মাস সুইসাইডের' গুল্পের ব্লান্ডারের কথা তো ছেড়েই দিলাম, কিন্তু প্রত্যেক খবরেই এই কোয়ালেটেটিভলি 'বিশাল সংখ্যক' ও কোয়ান্টটিভলি ১৫০০ সখ্যার পিছনে কারণ হিসেবে জোড়া হয়েছে ছত্তিশগড়ে GM crop failure কে !

    নেটে এরকম আরো শ' খানেক লিংক পাওয়া যাবে এবং প্রত্যেক খবরের ই প্রাইমারি সোর্স হলেন, হ্যাঁ, শুভ্রাংশু !

    অনিচ্ছাকৃত হতে পারে, কিন্তু বিভ্রান্তি সৃষ্টিকর, মানবেন তো ?
  • pi | 69.143.119.233 | ০৯ মে ২০০৯ ১৪:৩১410597
  • 09 May 2009 -- 12:17 PM র পোস্ট থেকে, ২০০৮ এ ছত্তিশগড়ে ৩২.৫৫ লাখ লোক আত্মহত্যা করেছেন ?
    মোট পপুলেশনের ১৫% !
    :o :o :o

    কোথায় পেলেন এ তথ্য !!

    সরকারী ডাটা তো বলে ~ ৪০০০ !!!
    :o :o :o

    মনে হয় ভুল পড়লাম বা বুঝলাম কিছু। :(
    ঘুমাতে যাওয়াই ভাল। :)
    সাইনাথ কাল হবে।
  • ranjan roy | 122.168.27.232 | ০৯ মে ২০০৯ ২১:১১410598
  • অক্ষ, দ্রি, পাই,

    আপনাদের কϾট্রবিউশনে আমি সমৃদ্ধ হলাম, তাই আন্তরিক ধন্যবাদ।
    প্রথমে, অক্ষকে বলি--- সমস্ত গরীব মানুষ কর্জ( ধার) নেয়, মধ্যবিত্ত ও নেয়, বড় পুঁজিপতিদের কথা ছেড়েই দিলাম।
    আর ছত্তিশগড় অঞ্চলে , আবার বলছি, গরীব লোকেদেরও কিছু না কিছু জমি আছে। বিশুদ্ধ ভূমিহীন ও ক্ষেতমজুরের সংখ্যা অন্যপ্রদেশের তুলনায় অপেক্ষাকৃত অনেক কম।
    এই কৃষক পরিবারের লোকেরা সাধারণত: মহাজন বা প্রাইভেট মানিলেন্ডারের কাছ থেকে কর্জ নেয় মূলত: consumption purpose এ। তাই এদের ব্যাংক থেকে লোন পাওয়া কঠিন। এতে থাকে ছেলেমেয়ের বিয়ে, ঘর তৈরি, কখনও কখনও জমি কেনা। এগুলো সাধারনত: নন-প্রোডাক্টিভ উদ্দেশ্য বলে এতে আয় বাড়ে না। তাই কর্জ মেটানো কঠিন হয়।
    দুই, কিন্তু এতো সমস্ত প্রদেশের গরীব মানুষের সমস্যা। তাই পাইয়ের কথায় সায় দিয়ে বলছি-- আমি, আপনি, সবাই বোধহয় জানতে আগ্রহী যে কৃষিঋণ, বিশেষ করে কৃষি উৎপাদন বাড়াতে গিয়ে( crop pattern or technology change, whatsoever) বেশি করে লোন নিয়ে তার চাপে চাষীরা আত্মহত্যা করছে কি না।
    তা যদি হয়, তাহলে বলবো এখন অব্দি যত তত্থ্য উঠে এসেছে তাতে এমন কোন কো-রিলেশন দেখতে পাচ্ছি না।
    তিন, দুর্গ জেলার তথ্য।
    দুর্গ জেলা থেকে বিশবছর আগে রাজনন্দনগাঁও ( মুম্বাই মেলে দুর্গ এর কুড়ি মিনিট পরই আসে রাজনন্দনগাঁও, যেখানে বেঙ্গল-নাগপুর কটন মিল স্টেশনের পাশে প্রায় তিরিশ বছর ধরে বন্ধ হয়ে আছে) আলাদা জেলা হয়ে গেলে দুর্গ ষোলটি জেলার মধ্যে সবচেয়ে ছোট। এখানেই আছে ভিলাই স্টীল প্ল্যান্ট। ফলে এই জেলার অর্থনীতি চাষের চেয়ে অনেক বেশি ভিলাইয়ের মার্কেট, তার অ্যান্সিলিয়ারি শিল্প গুলো--এসবের ওপর এবং তাদের জন্যে অন্য কনজিউমার প্রোডাক্টস্‌ এর ওপর নির্ভরশীল। এখানে হটাৎ বড়লোক হওয়ার স্বপ্নে অনেকে ধার নেয় জুয়ো খেলতে, লটারি খেলতে ইত্যাদি। কাজেই ষোলটি জেলার মধ্যে সবচেয়ে ছোট এবং ইন্ডাস্ট্রিঘেঁষা জেলায় কৃষকের বিশাল আত্মহত্যা আমার কাছেঅন্য কারণে তাৎপর্য্যপূর্ন হয়ে দাঁড়ায়। অর্থাৎ, অধিকাংশ কর্জ জনিত আত্মহত্যাই গ্রামীণ দারিদ্র্যের কমন ফিচার জনিত, স্পেসিফিক কৃষিঋণের সঙ্গে সম্পর্কিত নয়। অথবা শহরের পেরিফেরিতে ভাগ্যান্বেষী কৃষক পরিবারের স্বপ্নভঙ্গজনিত।
    তিন, দুর্গের যমজ জেলা রাজনন্দনগাঁও, যা কিনা বিশুদ্ধ কৃষিপ্রধান জেলা, সেখানে আত্মহত্যার খতিয়ান উল্লেখযোগ্য না হওয়ায় আমার সন্দেহ জমি পাচ্ছে।
    চার, চিকিৎসার জন্যে কর্জ চাষীদের ধারের বাস্কেটের একটি বিশেষ কম্পোনেন্ট।
    পাঁচ,
    অক্ষ, খেয়াল করুন যে গত ছ'সাত বছরে আত্মহত্যার খতিয়ান প্রায় একই রকম। কিন্তু ২০০৬ এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী চিদাম্বরমের "" তিনবছরে কৃষিঋণ দু'গুণো কর'' নির্দেশের পর সত্যিই ২০০৮ এ বেড়ে দুগুণো হয়েছে, কিন্তু আত্মহত্যার সংখ্যায় কোন সিগনিফিক্যান্ট চেন্‌জ নেই।
    ফলে আরও স্পেসিফিক রিসার্চের দরকার দেখা যাচ্ছে।
  • shyamal | 24.117.212.59 | ০৯ মে ২০০৯ ২১:২০410599
  • দ্রিকে বলি, অমি কিন্তু কখনও জোর করে চাষি বা অন্য কারো জমি কেড়ে নেওয়ার পক্ষপাতি নই।
    কিন্তু নিকটবর্তি শহরে যদি এমন অবস্থার সৃষ্টি করা যায় যে সেখানে অনেক উপযুক্ত কাজ তৈরী হচ্ছে তবে চাষী ও অন্য গ্রামবাসীরা স্বেচ্ছায় নিজের ভিটেমাটি বিক্রি করে শহরে যাবে।

    আর আত্মহত্যা প্রসঙ্গে , আমলাশোলে অনাহারে, অপুষ্টিতে মৃত্যুর পর বাম সরকার বলেছিল, ওরা তো অনাহারে মরেনি, টিবি , আন্ত্রিক ইত্যাদিতে মরেছে। কি ভাবে ঐ অসুখগুলো হয়েছে সেটা বলেনি।

    সেরকম পারিবারিক কারণে কেউ আত্মহত্যা করলেও হয়তো দেখা যাবে পারিবারিক অশান্তির মূল কারণ আর্থিক অনটন।
  • ranjan roy | 122.168.23.167 | ১০ মে ২০০৯ ১৯:৫২410601
  • শ্যামল,
    ঠিকই বলেছেন। মূল কারণ আর্থিক অনটনই বটে। ছোটবেলা থেকেই দেখে আসছি,-- কংগ্রেস হোক বা বামপন্থী সরকার, ক্ষমতায় থাকাকালীন কেউই অনাহারে মৃত্যু, দারিদ্র্যের জন্যে বা বেকার থাকার জন্যে--এগুলোকে স্বীকার করতে চান না।
    এই সুতোয় মুখ্য বিষয় হল CGNet এবং The Independent এ প্রকাশিত এই খবরটি যে ফসল না হওয়ায় ঋণ শোধের চাপে ছত্তিসগড় রাজ্যে প্রায় ১৫০০ চাষী আত্মহত্যা করেছে।
    অর্থাৎ, যদি ফসল খারাপ না হত, বা ঋণশোধের চাপ না থাকতো, তাহলে এই অতিরিক্ত ১৫০০ জন আত্মহত্যা করতো না।
    তাই গত পাঁচবছরের ডাটা নেওয়া। দেখা যাচ্ছে তাতে কোন সিগনিফিক্যান্ট চেঞ্জ নেই।
    অর্থাৎ, একটি অনুন্নত রাজ্যে স্বাভাবিক ভাবে অধিকাংশ গরীব মানুষ কৃষক হওয়ায়, দারিদ্র্যজনিত পরিস্থিতিতে বিভিন্ন কারণে প্রতিবছর যা আত্মহত্যা হয় তার থেকে আলাদা কিছু হয় নি।
    এটাই বলতে চাইছিলাম, ফলে যে ভাবে খবরটি পরিবেশিত হয়েছে তা বিভ্রান্তিকর।
    একটি আত্মহত্যার খবর
    ---------------------------
    আজকের সমস্ত স্থানীয় দৈনিকে বেরিয়েছে।
    রায়পুরের গায়ে লাগা(২৯ কি মি দুরত্ব) অভনপুর ব্লকে এক কিসানের দুইএকর জমি ছিল। ""বন্দোবস্তের সময়''(periodic survey and re-alignment of agro-plots by revenue deptt.) পাটোয়ারির ভুলে(?) সেটা রেকর্ডে অন্যের নামে চলে যায়। কিসান অনেকবার পাটোয়ারি যামিনী পান্ডেকে অনুরোধ করে। সে গা করে নি। রেভেনিউ ইন্সপেক্টরকে বলে , কিস্যু হয় না। তহশীলদারের কাছে যায়, কিছু হয় না। ইতিমধ্যে পান্ডের ট্রান্সফার হয়। অন্য লোক আসে, তাকে বলা হয়।
    অবশেষে দু,বছর প্রতীক্ষার পর নিজের সম্বল ঐ জমি বেহাত হতে দেখে অসহায় বোধ করে কিসন আত্মহত্যা করে। জনবিক্ষোভে জিলা কলেক্টর সুবোধ সিং অনুসন্ধানের আদেশ দেন। কাল ফল বেরিয়েছে। রেভিনিউ আমলাদের ত্রুটি ও উপেক্ষা প্রমাণিত। এবার ডিপার্টমেন্টাল এনকোয়ারি হবে।
    কোন নীচের তলার কর্মচারিকে স্কেপগোট বানানো হবে। খবর বেরিয়েছে দু'জন ক্লার্ক নাকি তহশীলদার ফাইল পুট আপ করতে বলাতেও গা' করেনি। পুরোনো খেলা। জনরোষ শান্ত হবে, ভুলে যাবে। আবার যে-কে-সেই।
  • dri | 117.194.225.175 | ১২ মে ২০০৯ ১২:৩২410602
  • আচ্ছা, ছত্তিশগড়ের কেসটা কিছুটা বোঝা গেল। অন্তত আপনার ভার্সানটা। অন্য জায়গার, যেমন ধরুন বিদর্ভের কেসগুলো কি? বুঝতে পারছি এইসব জায়গায় হয়ত আপনার প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই। তবু বন্ধু বান্ধবের সুত্রে যদি কোন ইনসাইড ইনফো থাকে তো সেগুলো শেয়ার করুন প্লিজ। মানে মেনস্ট্রীম মিডিয়ার ভার্সানটা আমরা মোটামুটি জানি। কিন্তু তার বাইরে যদি কিছু থাকে ...
  • pi | 128.231.22.89 | ১৩ মে ২০০৯ ০৮:৩২410603
  • রঞ্জনদার সাথে পুরো একমত যে ছত্তিশগড় এ ১৫০০ চাষী আত্ন্যহত্যা করার সাথে ক্যাশ ক্রপ, রাইস বেল্ট, ঋণ এগুলো কো-রিলেট করা যায় না।
    মজাটা হল, যা তথ্য উঠে এসেছে, ও যে তথ্যের ভিত্তিতে শুভ্রাংশু কো-রিলেশান আছে কিনা ও খুঁজতে বলছেন, সেই তথ্য ই কিন্তু কো-রিলেশনের সবচেয়ে বড় অন্তরায়।

    এখন যদি বলা হয়, NCRB র লিস্টে কারণগুলো ডকুমেন্টেড না ঠিকঠাক , তাহলে আলাদা কথা। কিন্তু সে অভিযোগ শুভ্রাংশু করেননি , বরং বলেছেন NCRB থেকে প্রাপ্ত এই ১৫০০ সংখ্যা ভাববার মত।
    এটা সত্যি বিভ্রান্তিকর।

    আর্থিক অনটন একটা কারণ , সে নিয়ে কেউ ই দ্বিমত পোষণ করে না, কিন্তু সেটা কেবল ছত্তিশগড়ের ই সমস্যা নয়, কেবল কৃষকদের ই সমস্যা নয়, এবং ছত্তিশগড়ে কৃষিঋণ জনিত সমস্যা তো না বটে ই ।

    বিদর্ভে, অন্ধ্রে অবশ্য ই ওগুলো সমস্যা।
    সাইনাথ খুব ভালভাবে সেই সমস্যা তুলেও ধরেছেন।

  • pi | 128.231.22.89 | ১৩ মে ২০০৯ ০৮:৩৩410604
  • এবার সাইনাথের যে লেখা নিয়ে কথা ছিল।
    কদিন আগে খবর্নয় ? তে ও খবর হয়েছিল।
    কিন্তু এই থ্রেডে এই সুইসাইডের ডাটা নিয়ে ঘাঁটাঘাঁটি করতে গিয়ে মনে কিছু প্রশ্ন জাগছে।
    এই সেই লেখা।

    http://www.counterpunch.org/sainath02122009.html
    সেই সাড়া জাগানো সংখ্যা, ১,৮২,৯৩৬ ।
    দশ বছরে কৃষক আত্মহত্যার।
    NCRB থেকে প্রাপ্ত এই সংখ্যা টা ঠিক ই আছে।
    এবার এইসব তথ্য দেবার পর লেখক বল্লেন, What do the farm suicides have in common? Those who have taken their lives were deep in debt
    এবং বাকি লেখাটি ক্যাশ ক্রপ চাষ, তার কারণে ঋণ ভারে জর্জরিত হওয়া এইসব নিয়ে।

    এবার ধারণাটা কি হয় ?
    এই বিশাল সংখ্যক আত্মহত্যার মূল কারণ ঋণ । নয় কি ?

    কিন্তু আসলে আদৌ তাই কি ?
    NCRB র সাইটে গিয়ে দেখুন।

    মোট আত্মহত্যার কত অংশ ঋণ ভারে ?
    তালে ১,৮২,৯৩৬ র কতটা ঋণ জনিত কারণে ?
    সারা দেশের হিসেব কিন্তু বলে , সেটা মোট আত্মহত্যার ৫% এর বেশি আদৌ না।
    তাহলে কৃশাকদের বেলাতেও সেটা কতটা হতে পারে ?

    ঐ ১৫০০ র মতনি, এই সংখ্যাটার ব্যবহার কেন করা হচ্ছে শুধু মুধু ?

    বা, লেখাটার ছত্রে ছত্রে, বিভিন্ন রাজ্যেও, বিভিন্ন বছরে মোট কৃষক আত্মহত্যার সংখ্যা গুলো উল্লেখিত হয়।

    এগুলো না ব্যবহার করেও কি এই পয়েন্টটা তোলা যায় না , যে কৃষক আত্মহত্যার সংখ্যা সারা দেশে গত পাঁচ বছর ধরে ঊর্ধ্বমুখী, সেটা চিন্তার বিষয়। যে যে রাজ্যে এটার সংখ্যা বেড়েছে ( ছত্তিশগড়ে এরকম কোন বাড়ার ট্রেন্ড নেই ) , সেখানে ঋণ জনিত কারণে বেড়েছে কিনা ভেবে দেখার মত। in fact, সাইনাথ যদি সেই হিসেবটা করে দেখাতেন, তাহলে লেখাটার ও বক্তব্যের গ্রহণযোগ্যতা অনেক বাড়তো।

    এই যেমন এই টা বলেছেন, peasant households in debt doubled in the first decade of the neoliberal “economic reforms,” from 26 per cent of farm households to 48.6 per cent., এর সাথে এই কারণে আত্মহত্যার সংখ্যার যদি একটা ডাইরেক কো রিলেশন দেখাতেন। ( সেটা যে নেই, অন্তত দেশের কিছু কিছু জায়গায়, আমি তা মোটেও বলছিনা, কিন্তু ওনার লেখাতে সেটা দেখানো নেই )

    মেনস্ট্রীম মিডিয়া যদি এগুলো একদম ই রিপোর্ট না করে অন্যায় করে , তো থার্ড স্ট্রীম এর এই রিপোর্টিং এর ধরণ ও বিভ্রান্তিকর ও অনভিপ্রেত । ( সাইনাথের লেখার যথেষ্ট অনুরাগী হয়েও বল্লাম)

  • dri | 117.194.224.66 | ১৫ মে ২০০৯ ১১:২৩410605
  • রঞ্জনদা কৈ? আমি কিন্তু জেনেটিকালি মডিফায়েড সীড নিয়ে জানতে চাই। ভারতে এর প্রকোপ কতখানি।
  • ranjan roy | 122.168.4.226 | ১৬ মে ২০০৯ ২৩:১৫410606
  • সরি দ্রি,
    কাল পিসি হ্যাং হয়েছিলো।
    আমি জেনেটিক সীডের ব্যাপারে প্রায় কিছুই জানিনে।
    তবে ছত্তিসগড়ে বিশেষ প্রভাব নেই। এখানে ক'বছর আগে বেশি দাম দিয়ে এক-আধ জায়গায় কিনে কেউ কেউ চেষ্টা করেছিলো। তারপর আর বিশেষ পাত্তাই নেই। লোকে ট্র্যাডিশনাল খরিফ আর গ্রীষ্মকালীন ধান নিচ্ছে,(মাঝখানে সরকার ব্যান করেছিলো, তবুও)। কেউ কেউ শাকসব্জী, খুব সামান্য সয়াবীন, সূর্যমুখী ব্যাস্‌।
    তবে আশির দশকে ওড়িষ্যার রাইস রিসার্চ ইন্সটিটুটের ড: রিছারিয়া বেশ হৈ-চৈ ফেলে দিয়েছিলেন এইসব বলে যে ভারত সরকারের পেট ড: স্বামীনাথন যিনি আবার গ্রামীন ব্যাংক স্থাপনারও একজন পরামর্শদাতা নাকি আমেরিকান্দের কাছে রাইস রিসার্চের অনেক জেনেটিক স্পেসিজ বিক্রি করেছেন। কিছু ফলস্‌ রিসার্চ পেপার নিজের নামে ছাপিয়েছেন, আর আমেরিকান পেস্টিসাইডস্‌ দের স্বার্থে জেনেটিক্যালি পেস্ট প্রোন হাইব্রিড ধান ভারতে প্রোমোট করছেন। ওকে সমর্থন করলেন পিটার অ্যালভারেজ আর সম্ভবত: প্রফুল্ল বিদয়াই। বিতর্ক চলছিলো প্রীতিশ নন্দী সম্পাদিত ইলাস্ট্রেটেড উইকলি তে।
    স্বামীনাথন তখন ইউ এন ও'র চাকরি নিয়ে ম্যানিলায়।
    যা হয়, বেশ কিছু ভারত সরকারের সংস্থায়
    চাকরিকরা বৈজ্ঞানিক জয়েন্ট বিবৃতি দিলেন রিছারিয়াকে ঝাড় দিলেন। উনি বোধহয় কেন্দ্রীয় সরকারের চাকুরিটি হারালেন। তারপর আমাদের
    রায়পুরের রবিশংকর ইউনিভার্সিটির অধীনে এগ্রিকালচার কলেজে রিসার্চ করতে লাগলেন এবং ক'বছর পরে ভগ্নমনোরথ অবস্থায় মারা গেলেন।
    কিন্তু তার আগে বস্তার ও রায়পুর জেলায় কিছু বিলুপ্ত ও কিছু চালু প্রায় ১০০০ ইন্ডোজেনাস আলাদা ধানের প্রজাতিকে চিহ্নিত করে গেলেন।
    ঐ ১০০০ সংখ্যাটা আমার ইয়ার্কি মনে হয়েছিলো, কিন্তু গত সপ্তাহে অধুনা দিল্লিনিবাসী আমার বন্ধু কৃষিবিজ্ঞানী এবং এনজিও তেজী ভোগল আমার বাড়িতে বসে কথায় কথায় ঐ ফিগারটা কনফার্ম করলো। ওগুলো অর্গানিক সারে পুষ্ট হয় ও পোকা লাগে না।
  • dd | 122.167.75.143 | ১৮ মে ২০০৯ ১৫:১০410607
  • কটন কর্পরেশন ওব ইন্ডিয়া - ভারত সরকারের সংস্থা।
    এরা জানচ্ছেন ভারতে তূলা চাষের দারুন উন্নতি। গত দশ বছরে পার হেক্টর ইল্ড বেড়েছে প্রায় ৮০%। তুলাচাষের আওতায় জমি বেড়েছে ১০%। নেট ইম্পোর্টার থেকে ভারত এখন নেট এক্সপোর্টার। আর বি টি কটন এখন প্রায় ৪০% যায়গায় ব্যবহার হচ্ছে, ওটার ব্যবহার ৫০% করবার একটা টার্গেট আছে।

    গত রোব্বারে TOI তে স্বামীনাথন লিখেছেন গত তিন বছরে কৃষিতে ভারতে উন্নতি। তাতেও তুলা চাষের উন্নতি ও তার মূলে বিটি কটনের উল্লেখ আছে।

    এই বীজ নিয়ে দেখলাম (নেটে) অসংখ্য লেখা আছে। ভাগ্গিশ আমাদের কৃষক(চাষী ভায়েরা) এইসব পড়েন না। তারা প্রায় এক দশক হলো এই বীজ আরো বেশী বেশী করে ব্যবহার করে চলেছেন। তুলাচাষ ভারতের সবথেকে সাফল্যের একটি।

  • ranjan roy | 122.168.13.34 | ১৯ মে ২০০৯ ০০:২৭410608
  • ডিডি, হক কথা।
    কিন্তু ছত্তিশগড়ে তুলোচাষ হয় না। মহারাষ্ট্রে ও দাক্ষিণাত্যে হয়।
    অবশ্যি আপনি ছত্তিশগড়ে হয় এমনি কিছু বলেন নি।
  • dri | 117.194.227.213 | ১৯ মে ২০০৯ ০৯:৫১410609
  • এইটা নিয়ে আরেকটু পড়াশোনা করার ইচ্ছে রইল। এই মুর্তে টাইম নেই। কিন্তু একটি ইনিশিয়াল সুপারফিশিয়াল রেসপন্স হল। কিন্তু যিনি ইউনাইটেড নেশানের হয়ে কাজ করেছেন তার কাছ থেকে বিটি কটনের সার্টিফিকেট আমি এক কথায় বিশ্বাস করব না। আরেকটু ক্রস ভেরিফাই করতে চাইব নিউট্রাল সোর্স থেকে। কারণ সব দেশে জি এম সীড পুশ করা ইউ এনের অন্যতম লক্ষ্য। রঞ্জনদা যদি বলতেন তাহলে বিশ্বাস করতাম। জি এম সীড নিয়ে কে কি জানেন সব লিখুন। আমি শুনেছি এরা এমন ভাবে এগুলো বানায় যাতে এদের বিচি হয় না। অর্থাৎ প্রতি বছর আপনি সীড কিনতে বাধ্য হবেন। এটা কি সত্যি? জেনেটিকালি মডিফাই করে এরা কিন্তু অনেক বিচিহীন জিনিষ বানায়, যেমন বিচিহীন তরমুজ। আম্রিকার বাজারেই বিক্রি হয়।
  • pi | 69.143.119.233 | ১৯ মে ২০০৯ ০৯:৫৮410610
  • ডিডিদা, আপনার এই কথার উল্টো কথা জানিয়েও কিন্তু ভুরি ভুরি লেখা রয়েছে নেট এ।
    কয়েকটা রিসার্চ পেপার দেখলাম, আপনি যেটা বলেছেন, সেই কনক্লুশন টেনেও।
    একটু সময় নিয়ে সব কটা দেখে লেখার ইচ্ছা রইলো।
  • bitoshok | 75.72.245.81 | ১৯ মে ২০০৯ ১১:৪৩410612
  • সত্যিকারের সিরিয়াস জনতার জন্য :
    The Future of Food : Deborah Koons Garcia। ইউটিউব বা টরেন্ট থেকে নামিয়ে নিতে পারেন।

    দ্রি, ঠিকই জানেন মাল্টিন্যাশনাল জায়ান্ট দের প্রোডাক্ট টার্মিনেটর টাইপ। উইদাউট এনি একসেপ্‌শন।

    ছোট্ট একটা খবর দিয়ে যাই --
    http://tinyurl.com/qmcd8n
    http://tinyurl.com/r8pvfu

    এতে আশ্চর্য হওয়ার কিছু নেই , মনসান্তো এতে রে রে করে আসবে
    http://tinyurl.com/qt4qa9
  • dd | 122.167.1.49 | ২০ মে ২০০৯ ২৩:৩৯410613
  • অ পাইদি
    (১) এক দশক আগে পার হেক্টর/ঈল্ড ছিলো কমবেশী তিনশো কেজি। এখন ৫৪০।
    (২)তুলা চাষে জমিও বেড়েছে ১০%।
    (৩) আম্রিগাকে হটিয়ে ভারত এখন নাম্বার টু প্রডিউসার অব কটন
    (৪) ছিলো নেট ইম্পোর্টার এখন নেট এক্সপোর্টার

    আমি এই সবই কই। আরো বলি বিটি কটনের ব্যবহার তুলাচাষীদের কাছে নিরন্তর বেড়ে চলেছে।

    যদি নেটে এই "তথ্যে"এর বিপরীতে কিছু থাকে তো স্ট্যাটিসটিকস জানাও।

    জিএম ক্রপ ক্যানো খারাব ,গীতায় কী লিখেছে, এইসব জানতেও চাই না।

    তঙ্কÄ নয়, তথ্য দাও।
  • pi | 128.231.22.89 | ২১ মে ২০০৯ ০০:১৮410614
  • লিখছি, লিখছি, ডিডি দা।
    একটু সময় করে।
    পেপারগুলো দেখছি।
    মুশকিল হল, দুদিকের ই 'তথ্য' আছে !
    একটি পেপারে গ্রাফ এঁকে দেখিয়ে দিয়েছে বিটি কটন ব্যবহারের সাথে সাথে কৃষক আত্মহত্যার কোন হেরফের হয় নাই। এদিকে সাইনাথ ও 'তথ্য' দিয়েছেন, এই বি টি কটন ব্যবহারকারী রাজ্যগুলিতে কৃষক আত্মহত্যার ঊর্ধ্বমুখী ট্রেন্ড নিয়ে।
    আমি এখন NCRB র পরিসংখ্যান গুলো পাবার চেষ্টা করছি।
    যদি বোঝা যায় ব্যাপারটা।

    তবে সাইনাথের ঐ কৃষক আত্মহত্যা নিয়ে ঐ কৃষিঋণ ইস্যুতে মোট আত্মহত্যার সংখ্যা ব্যবহার করা টা বেশ ভুলভাল ব্যাপার, এ নিয়ে কোন সন্দেহ নাই।
  • dd | 122.167.1.49 | ২১ মে ২০০৯ ০০:২৫410615
  • ঐ সেই পাইদি কেই
    আরেকটা কথা,
    মনসান্টো অর নো মনসান্টো, কটন ইজ অ্যান আনমিটিগেটেড সাকসেস স্টোরী ফর ইন্ডিয়া। চাও বা না চাও বিটি কটন তার উল্লেখযোগ্য অবদান।

    তাও, ক্যানো অ্যাত্তো প্যাচাল? রামধনু দেখে চোখ পাকিয়ে বলা রং কিন্তু পাকা নয় মোটে? দেশের কোনো কিছু ভালো হলেই খুঁত ধরা?

    শিগগিরই এগদিন মাইকেল ক্রাইটনের(বোধয় এম্নি উশ্চারন করে) স্টেট অব ফীয়ার থেকে কোট করে দেবো।

    সংগে থাকুন (দু চার দিন)
  • pi | 128.231.22.89 | ২১ মে ২০০৯ ০০:২৮410616
  • তবে ডিডি দা, আপুনি বীতশোকের দেওয়া খবরগুলোতে ঐ বিটি কটন ব্যবহারে ফার্ম এনিমাল দের কি দশা হচ্ছে, সেইটি পড়েছেন তো ?
  • dd | 122.167.1.49 | ২১ মে ২০০৯ ০০:৩২410617
  • পাইদি
    না। না। আমি লিখবো। ( আরে, আর আধ ঘন্টা মাত্র)।

    শুধু আমার তথ্য গুলো খন্ডন করুন। ঐ ঈল্ড/ নাম্বার টু গ্লোবালি/ চাষী(ভায়েরা) আরো তুলা চাষ করছেন ........ এই সব।

    পরে নাহয় সাইনাথদের মোকাবেলা করা যাবে।

    আগে বলুন, আমার দেওয়া স্ট্যাটিসটিকসগুলান মিথ্যা কি না?
  • dd | 122.167.1.49 | ২১ মে ২০০৯ ০০:৩৭410618
  • হ্যাঁ। পাইদি।
    বীতশোকের ল্যাখা পড়লাম তো।
    এবং বিশ্বাস কর্লাম। তথ্য ঠিকঠাক। বিলকুল।

    তবে চাষী(ভাই)দের উপরে ছেড়ে দ্যাও না ক্যানো ওয়াঁদের কোনটা ভালো কোনটা খারাব?

    প্রায় এক দশক হলো বিটি কটন ব্যবহার হচ্ছে, আমাদের চাশী(ভাই)এরা বোকা নয়। তাদের উপর বিশ্বাস রাখো।
  • pi | 69.143.119.233 | ২১ মে ২০০৯ ১৪:২৪410619
  • ডিডি দা , দুদিকের তথ্য ভালো করে খুঁটিয়ে না দেখে সিদ্ধান্তে আসা মুশকিল কে ঠিক কে ভুল।

    তবে, আপনি যে তথ্য দিয়েছেন, তাকে এখানে খন্ডন করা হয়েছে। পড়ে দেখতে পারেন।

    http://www.dnaindia.com/report.asp?newsid=1153149

    আপনার তথ্য, অর্থাৎ ISAAA র রিপোর্ট তো ?

    যেখানে বলেছে, Bt cotton cultivation has helped India increase its production and become the second largest cotton producer, next to China. It said India, which recorded the fastest growth in genetically modified (GM) crop adoption globally, can attain food self-sufficiency once it allows commercialisation of GM crops.

    এবার একে কাউন্টার করে কি বলা হচ্ছে দেখুন।

    Krishan Bir Choudhary, president of Bharatiya Krishak Samaj and former director, National Agricultural Cooperative Marketing Federation (Nafed), junked the claim. "The rainfall was better. Wherever crops receive enough water, production has been good, and not just for cotton. The Bt gene is meant to prevent bollworm pest and does not boost productivity at all,"

    বলবেন। ঠিক আছে। কিন্তু কীট আটকায়, সেটা কম কি !
    দাঁড়ান, দাঁড়ান। কীট আটকানো নিয়েও রিপোর্ট কিন্তু আশাপ্রদ না। nature biotechnology ( একটি অতি প্রামাণ্য জার্নাল) তে প্রকাশিত পেপার বলছে, Bt cotton varieties used in India lose their insecticidal properties late in India's longer growing season, and that the Bt cotton insecticide is not expressed in 25% of the cotton balls of India's preferred hybrid cotton varieties

    তাইলে ?

    ও, আরো আছে, আরো।
    সঙ্গে থাকুন।:)

    যে পোকাকে আটকানোর তাকে তো আটকাতেই পারলো না, উল্টে নতুন পোকাকে ডেকে আনলো, এমনটা ও কিন্তু হতে পারে।

    এই চীনেই তো হয়েছে।
    একটা পোকা র বিরুদ্ধে অস্ত্র শস্ত্র রেডি করে রাখা হল, অন্যদিকে অন্য পোকারা গেল এতে রেগে। আগে যারা শত্রু ছিলো না, তারাও ঝাঁপিয়ে পড়লো !
    এবার তাদের রুখতে গিয়ে চীনে এখন কুড়ি গুণ বেশি স্প্রে করতে হচ্ছে !

    http://www.news.cornell.edu/stories/July06/Bt.cotton.China.ssl.html

    এগুলো চাষী ভাইরা জানলে নিজেদের ভাল মন্দ বিচার করতে তাদের সুবিধে, নয় কি ?

    এমনি দুষ্টু গরু রাখবে কি শুন্য গোয়াল, সে তাদের ব্যাপার কিন্তু দুষ্টুমির মাত্রা তো জানা দাকা, বিশেষত যখন ঐ দুষ্টু গরু পোষা অনেক বেশি গ্যাঁটের কড়ি খসায় !

  • r | 198.96.180.245 | ২১ মে ২০০৯ ১৪:৩৪410620
  • কয়েক সপ্তাহ আগে এক ট্যাক্সিচালকের সাথে চাষবাস নিয়ে বহুক্ষণ গল্পগুজব হল। খুব একটা কম সময় নয়। মিন্টো পার্ক থেকে নরেন্দ্রপুর অনেকটা রাস্তা। আমার মেয়ে একটা ভুট্টা খেতে খেতে ট্যাক্সিতে ওঠায় ছেলেটি নিজেই গল্প শুরু করল। ওদের দেশে লোকে ভাবতেই পারে না কেউ ভুট্টা কিনে খায়। তবে এ সব হাইব্রিড ভুট্টা। দেশী ভুট্টার টেস্টই আলাদা। সে সব বাজারে পাওয়া যায় না। রুবির মোড় অবধি ছেলেটি হাইব্রিড ফসলের স্বাদের খামতি, আর দেশী ফসলের স্বাদের উৎকর্ষ নিয়ে হাহুতাশ করল। এও বলল পটল এখনও হাইব্রিড হয় নি। আর ফলটল যা কলকাতায় পাওয়া যায় সেগুলো মোটামুটি খাঁটি। বাকি সব হাইব্রিড এবং নিরেস। বিভিন্ন ফসলের দেশী ও হাইব্রিড ভার্সনের উৎপাদনশীলতার ফারাকের কথাও বলেছিল। সেই সব সংখ্যা এখন মনে নেই। রুবি পেরোবার পরে বলল, এইসব হাইব্রিড ফসল হওয়ায় এখন ওদের গ্রামের অনেক মানুষ বেসিক চালগমের যোগানটুকু পায়। আজ থেকে এক দশক আগে এইসব পরিবারগুলো মূলত: এর ঘরে ওর ঘরে ভিক্ষে করে আর বেগার খেটে কোনোভাবে বেঁচে থাকত। আগে ফসল কাটার সময় এরা এসে যেরকম মাঠে কাজ করার জন্য হত্যে দিয়ে পড়ত, এখন কিন্তু সেরকম আর হয় না। ছেলেটির বাড়ি পূর্ণিয়া। এখানে কিছু মাস ট্যাক্সি চালায়, বাকি সময় গাঁয়ে গিয়ে চাষবাস করে।
  • pi | 69.143.119.233 | ২১ মে ২০০৯ ১৪:৩৫410621
  • ডিডি দা , দুদিকের তথ্য ভালো করে খুঁটিয়ে না দেখে সিদ্ধান্তে আসা মুশকিল কে ঠিক কে ভুল।

    তবে, আপনি যে তথ্য দিয়েছেন, তাকে এখানে খন্ডন করা হয়েছে। পড়ে দেখতে পারেন।

    http://www.dnaindia.com/report.asp?newsid=1153149

    আপনার তথ্য, অর্থাৎ ISAAA র রিপোর্ট তো ?

    যেখানে বলেছে, Bt cotton cultivation has helped India increase its production and become the second largest cotton producer, next to China. It said India, which recorded the fastest growth in genetically modified (GM) crop adoption globally, can attain food self-sufficiency once it allows commercialisation of GM crops.

    এবার একে কাউন্টার করে কী বলা হচ্ছে দেখুন।

    Krishan Bir Choudhary, president of Bharatiya Krishak Samaj and former director, National Agricultural Cooperative Marketing Federation (Nafed), junked the claim. "The rainfall was better. Wherever crops receive enough water, production has been good, and not just for cotton. The Bt gene is meant to prevent bollworm pest and does not boost productivity at all,"

    বলবেন,সে নাহয় হল ঠিক। কিন্তু কীট আটকায়, সেটা কম কি ! কীটনাশকের খচ্চা তো কমবে। কীট হয়ে ফসল নষ্ট হওয়া তো কমবে।

    দাঁড়ান, দাঁড়ান। কীট আটকানো নিয়েও রিপোর্ট কিন্তু আশাপ্রদ না। nature biotechnology ( একটি অতি প্রামাণ্য জার্নাল) তে প্রকাশিত পেপার বলছে, Bt cotton varieties used in India lose their insecticidal properties late in India's longer growing season, and that the Bt cotton insecticide is not expressed in 25% of the cotton balls of India's preferred hybrid cotton varieties

    তাইলে ?

    ও, আরো আছে, আরো।
    সঙ্গে থাকুন।:)

    যে পোকাকে আটকানোর তাকে তো আটকাতেই পারলো না, উল্টে নতুন পোকাকে ডেকে আনলো, এমনটা ও কিন্তু হতে পারে।

    এই চীনেই তো হয়েছে।
    একটা পোকা র বিরুদ্ধে অস্ত্র শস্ত্র রেডি করে রাখা হল, অন্যদিকে অন্য পোকারা গেল এতে রেগে। আগে যারা শত্রু ছিলো না, তারাও রে রে করে ঝাঁপিয়ে পল্লো !
    এবার তাদের রুখতে গিয়ে চীনে এখন কুড়ি গুণ বেশি স্প্রে করতে হচ্ছে !

    http://www.news.cornell.edu/stories/July06/Bt.cotton.China.ssl.html

    এগুলো চাষী ভাইরা জানলে নিজেদের ভাল মন্দ বিচার করতে তাদের সুবিধে, নয় কি ?

    এমনি দুষ্টু গরু রাখবে কি শূন্য গোয়াল, সে তাদের ব্যাপার কিন্তু দুষ্টুমির মাত্রাটাতো জানা থাকুক, বিশেষত যখন ঐ দুষ্টু গরু পোষা অনেক বেশি গ্যাঁটের কড়ি খসায় !

  • Blank | 170.153.65.102 | ২১ মে ২০০৯ ১৫:০৫410623
  • পাইদি দুবার লেখে কেনো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন