এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমি গাই ঘরে ফেরার গান

    r
    অন্যান্য | ২৪ এপ্রিল ২০০৯ | ২১২৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r | 198.96.180.245 | ২৪ এপ্রিল ২০০৯ ১৯:০৭410961
  • "ঘর"।

    কোন ঘর? ঘর আছে? ঘরে ফেরা যায়?

    বি: "একঘর" বলবেন না। ;-)
  • stoic | 160.103.2.224 | ২৪ এপ্রিল ২০০৯ ১৯:১৩410972
  • শুধু ঘর নয়, 'ফেরা' ই বা কি ? এবং কেন ?
    টিকি বাঁধা আছে নাকি, যে ফিরতেই হবে?
    নিরুদ্দেশের পথে যাত্রা শুরু যখন করেইছি তখন আবার ফেরার গান কেন? এগিয়ে যাওয়া, নতুন দেশ, নতুন লোকজন, নতুন ভাষা, নতুন রান্নাবান্না, নতুন সংস্কৃতির গান নয় কেন ?
    পরিবর্তন ই যখন জগতের নিয়ম, তখন ভয় পেয়ে, আঁকড়ে ধরে লাভ কি?
    :)
  • r | 198.96.180.245 | ২৪ এপ্রিল ২০০৯ ১৯:৪৮410983
  • সে তো সিধু কবে থেকে চিল্লিয়ে যাচ্ছে- ফিরবে না, সে কি ফিরবে না, ফিরবে না আর কোনোদিন.... ;-)
  • arjo | 168.26.215.13 | ২৪ এপ্রিল ২০০৯ ১৯:৫০410994
  • নভজ্যোত?
  • stoic | 160.103.2.224 | ২৪ এপ্রিল ২০০৯ ১৯:৫৫411005
  • :))))
  • intellidiot | 220.225.245.130 | ২৪ এপ্রিল ২০০৯ ২০:০০411016
  • প্র: ফেরা কি এবং কেন?
    উ: সময় একমাত্রিক। এটি কেবলই এগিয়ে চলে। সঙ্গে চলে, মানে চলতে বাধ্য হয় তাবত্‌ জীব ও জড়কূল। তারা কেন বাধ্য হয় তার কোন উত্তর নাই। এই বাধ্যতার জবরদস্তির বিরুদ্ধে তারা অবাধ্য হয়ে কোনপ্রকার আন্দোলন/হরতাল/রেল-রাস্তা রোকো করতে পারে না। শুধু পারে চরম দন্ডে দন্ডিতের শেষ ইচ্ছের মত একবার ঘুরে দাঁড়াতে। এই ঘুরে দাঁড়ানোটা তার লাগানো গাছগুলো ভাল অছে কিনা দেখার জন্যও হতে পারে, আবার তার অভাব কোন একট গাছও অনুভব করেছে কিনা সেটা দেখাও হতে পারে।

    মোটের উপর এটাই "ফেরা'।
  • pinaki | 131.151.102.250 | ২৫ এপ্রিল ২০০৯ ১৪:১২411021
  • ""ফিরবো বললে ফেরা যায় নাকি ?""
  • Partho | 202.177.144.18 | ২৫ এপ্রিল ২০০৯ ১৫:৫৩411022
  • Home, where my thoughts escaping
    Home, where my musics
    playing
    Home, where my love
    lies waiting
    Silently for me

    -
    Homeward Bound
  • Arijit | 61.95.144.123 | ২৭ এপ্রিল ২০০৯ ১০:০১411023
  • হোম ইজ হোয়্যার দ্য হার্ট ইজ।

    মানে যেখানে জন্মেছি/বড় হয়েছি সেটাই যে সবসময় হোম হবে এর কোনো মানে নেই।
  • san | 123.201.53.131 | ২৭ এপ্রিল ২০০৯ ১০:১৮410962
  • ঘর একটাই হতে হবে নাকি?

    অনেকগুলো হতে পারে তো। এখানে, ওখানে, সেখানে।

    অনেকগুলো ঘর হয়ে গেলে কোনটা যে যাওয়া আর কোনটা যে ফেরা, সে কি অত সহজে বলা যায়?
  • a x | 75.53.196.7 | ২৭ এপ্রিল ২০০৯ ১০:২৫410963
  • "ফিরব বললে" না "ফিরব বললেই"?
  • lcm | 69.236.185.230 | ২৭ এপ্রিল ২০০৯ ১১:২৭410964
  • "ঘর' সিনেমাতে আর ডি-র সুরে ভালো গান ছিল, গৌতম ঘোষ-এর "ফেরা'-তে রবীন্দ্রসংগীত ছিল - কিন্তু "ঘরে ফেরা"-র গান তো শুনি নি :-)
  • Pathik | 68.125.68.132 | ২৯ এপ্রিল ২০০৯ ২১:১৭410965
  • LCM, চলুন আপনাকে আমার ফেভারিট তিনটি গান রেফার করি :

    1. Country Roads - John Denver:

    Country roads, take me home
    To the place, I belong
    ....
    All my memries, gather round her
    Miners lady, stranger to blue water
    Dark and dusty, painted on the sky
    Misty taste of moonshine, teardrop in my eye....

    2. Carrying your love with me -Jeorge Strait:

    Baby all I got is this beat up leather bag.
    And everything I own don't fill up half.
    But don't you worry 'bout the way I pack.
    All I care about is getting back real soon......

    3. Jamaica Farewells - harry Belafonte:

    (এটা হয়তো ঠিক ফেরা না -)

    ....And I'm sad to say
    I'm on my way
    won't be back for many a day
    my heart is down
    my head is turning around
    I've had to leave a little girl in the Kingston town...

  • lcm | 128.48.7.72 | ৩০ এপ্রিল ২০০৯ ০১:৫৭410966
  • পথিক,
    বেশ, তাহলে আমার ফেভারিট একটা ঘরে না ফেরার গান দিই।

    (Ray Charles, 1961)

    ..Hit the road Jack,
    Don't you come back no more, no more, no more...
    ...
    Now baby, listen baby, don't-a treat me this-a way
    For I'll be back on my feet some day.

    Don't care if you do because it's understood
    You ain't got no money you just ain't no good.

    Well, I guess if you say so
    I have to pack my things and go
    ...




  • a x | 143.111.22.23 | ৩০ এপ্রিল ২০০৯ ২২:৫৭410968
  • এটা কি "ক্ষ্যাপার গান" অ্যালবামটাতে ছিল? পরমা ছাড়া আর কেউ গেয়েছে?
  • Partho | 117.194.32.107 | ০১ মে ২০০৯ ১৩:৫৫410969
  • bachharsaataaTaageTibhiteparamaargalaayeigaanTashunechhilaam.daarunlegechhilo , kintudokaanegiyeoragalaayeigaanaTaapaaini.
  • Partho | 117.194.32.107 | ০১ মে ২০০৯ ১৩:৫৮410970
  • বছর সাত আট আগে টিভিতে পরমার গলায় এই গান্ট শুনেছিলাম। দারুন লেগেছিলো , কিন্তু দোকানে গিয়ে ওর গলায় এই গানটা পাই নি।
  • su | 117.201.98.83 | ১৭ মে ২০০৯ ০০:১৬410971
  • এই ঘরে ফেরার কথাটা KunderaIgnorance এ খুব সুন্দর ভাবে বলেছেন...
  • pinaki | 131.151.102.250 | ১৮ মে ২০০৯ ০৬:১৯410973
  • পরমার ""আমি তোমার সাথে একলা হতে চাই"" - গানটাও আঠালো প্রেমের গান হিসেবে খারাপ না।
  • . | 198.96.180.245 | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৭:২৩410974
  • ভাটে পারমিতাদির পোস্টগুলো পড়ে এটা তুলে দিলাম।
  • G | 136.142.104.70 | ০৮ ডিসেম্বর ২০০৯ ২০:৫৪410975
  • কেউ Indian Ocean'এর Leaving Home সুরটা শুনেছেন? Kandisa album'এ আছে।
    শব্দহীন কিন্তু।

  • Samik | 122.160.41.29 | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:১৬410976
  • রাত আয়ে তো বহ্‌ জিস্‌কে ঘর থে, বহ্‌ ঘরপে জা কে সো গয়ে
    রাত আয়ে তো হম জ্যায়সে আওয়ারা ফির নিকলে, রাহোঁ পে আকে খো গয়ে
    ইস গলি, উস্‌ গলি
    ইস নগর, উস নগর
    জায়েঙ্গে তো কহাঁ, জানা হ্যায় অগর ...
  • Bishorgo | 122.172.24.97 | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:৩৯410977
  • এই গানটা চিত্রহারে দেখে দেখেই তো পাড়ার মেয়েগুলো সব চাঙ্কি পান্ডের প্রেমে পড়ত।
  • tkn | 122.162.42.61 | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:৪৫410978
  • রাত কে হামসফর.. থককে ঘরকো চলে
    ঝুমতি আ রহি হ্যায় সুবহ প্যার কি
    দেখ কর সামনে রূপকি রোশনি
    ফির লুটি যা রহি হ্যায় সুবহ প্যার কি...

  • Du | 65.124.26.7 | ০৯ ডিসেম্বর ২০০৯ ০২:০৫410979
  • এই রেটে দিলীপকুমারকে আসতে হবে এখন - চল ঘর জলদী হো গয়ী দের ( টাইমে গন্ডগোল যদিও)
  • Paramita | 202.3.120.9 | ৩০ এপ্রিল ২০১০ ০০:৩৬410980
  • "ফেরা" নামে একটা টই খোলার ইচ্ছে হচ্ছিল। খোলার আগে ভাবলাম একটা সার্চ মেরে দেখি মহাজনরা আমার আগেই হয়ত সে কাজ করে রেখেছেন। সার্চিয়ে দেখলাম খোলা তো আছেই আবার ফুটকি ওপরেও তুলে দিয়েছিলেন। বেশীরভাগ ফেরার গল্পই কেমন করে যেন ছেড়ে আসার গল্পে পর্যবসিত হয়। হয়ত এক লাইনও লেখা হবে না, অভ্যুর বাডিং টইগুলোর মতই।
  • Paramita | 202.3.120.9 | ৩০ এপ্রিল ২০১০ ০১:০৮410981
  • লোকে দেখা হলেই জিগেস করে, মেলে জিগেস করে, স্ক্র্যাপ করে, ফোনে, কি রে কেমন লাগছে? বাচ্চারা অ্যাডজাস্ট করে গেছে? অসুখ বিসুখ হয় নি তো? গরমে কষ্ট পাচ্ছিস না তো? ফাইনালি, ভালো লাগছে তো?

    ভেতর থেকে কাউকে উত্তর দিতে পারি না। বিভিন্ন ধরনের বানানো আবার ঠিক বানানোও নয়, মাথার ভেতর থেকে উঠে আসা, বুকের ভেতর থেকে উঠে আসা নয়, এমন উত্তর দিই। যখন যেমন। আম্রিকার বন্ধুবান্ধব পরিচিতদের কাছে এখানে থাকা জাস্টিফাই করি। এখানকার লোকেদের কাছ থেকে আম্রিকার নিন্দে শুনতে পারি না। চটে যাই।

    অর্থাৎ চোদ্দ বছর আগে যে কনফিউজড সোল ছিলাম, তাই হয়ে রইলাম।

    আমাদের কেসটা একটু অদ্ভুত। কেউ, আমরা নিজেরাও তেমন ভাবে ভাবি নি যে ফিরে আসবো। যদিও আপিশ সংসারের চাপে চ্যাপ্টা হয়ে গেলে পালানোর মানসভূমি একটাই ছিল। দেশ। রিসেশনের সময় ওদেশীয় সাহেব বন্ধুরা বলত, তোমরা তো কিছু হলেই সারাক্ষণ বল শাইনিং ইন্ডিয়ায় চলে যাবে, আমরা কোথায় যাবো? এ লড়াই লড়তেই হবে। .. ছাত্রজীবন থেকে শুরু করে কত্তার সতেরো, আর আমার চোদ্দ - বেশ অনেকগুলো বছরই পার হয়ে গিয়েছিল। অ্যাদ্দিনে মনে স্থিরতা আসার কথা।

    আসলে আমরা বোধহয় একটা পরিবর্তন চাইছিলাম প্রাণপণে। গোডোর জন্য প্রতীক্ষা - কিছুই ঘটে না জীবনে, শুধু গড্ডালিকায় কেটে যায় দিন কেটে যায় দিন কেটে যায়। তারই মধ্যে আছে জবরদস্ত পরিশ্রম, দুজনের ডিম্যান্ডিং চাকরির জন্য বাচ্চাদের প্রাণান্ত, সকাল পৌনে আটটা থেকে সাড়ে ছটা পর্যন্ত বাইরে বাইরে থেকে বড় হওয়া দুই মেয়ে। সেই চার মাস বয়স থেকে। সন্ধেবেলা ফিরে কোনমতে এক ঘন্টায় চান খাওয়া করিয়ে বিছানায় ঠেলে পাঠানো। তারপর বাকি কাজ গুছিয়ে কম্পিউটার খুলে বসে পড়া। উইকেন্ডে বন্ধুদের বাড়ি গিয়ে সন্ধে কাটানো - একমাত্র রিক্রিয়েশন।

    অক্ষ, দু, রিমি বলবে - নতুন কি? তোমাদের সবার সঙ্গেই আমার এই রুটিনের অনেক ওভারল্যাপ। কিন্তু ঐ, কিছু একটা চেঞ্জ চাই। এই ভাবনাটা তাড়িয়ে নিতে বেড়াচ্ছিল। এইজন্য অনেক অনেক বাড়ি থাকলে সুবিধা হয়, পাল্টে পাল্টে থাকা যায়। রবিঠাকুরের মত। সে গুড়ে বালি। পালাবার মত একটাই জায়গা - সে যে আমার জন্মভূমি। তার আগে আম্রিকার অন্যান্য শহরে ঢূঁ মেরে দেখে এসেছি - পোষায় নি। মেথড অফ এলিমিনেশানে ব্যাঙ্গালোরের নাম উঠলো। চাকরিবাকরির কারণেই মুলত:।
  • kallol | 124.124.93.204 | ৩০ এপ্রিল ২০১০ ০৮:৫২410982
  • ঘর কোথায়।
    অনেকটা সময় পর্যন্ত, কলকাতাকেই ঘর মনে হতো। কোথাও বাইরে গেলে, হাওড়া স্টেশনে পা দিলেই মনে হতো - এইত্তো।
    আমাদের পাড়াটাও বড়ো প্রিয় ঘর ছিলো আমার। ঘড়িঘরের গেটটা পেরোলেই - আ:। সে রকম আমাদের পুরোনো বাড়িতে আমার বিছানাও।
    নেহাতই চাকরীর কারনে ঘুরতে শুরু করা ১৯৯০ সাল থেকে। রোজা (লখনউএর কাছে একটা ছোট্ট আধা শহর), হাথিদা (মোকামাঘাটের ধারে প্রায় গ্রাম), মীরগঞ্জ (প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্রপ্রসাদের এলাকা সিওয়ানের কাছে একটা গঞ্জ), পিপলি (ভুবনেশ্বর হয়ে খুরদার থেকে আরও ১০ কিলোমিটার ভিতরে অজ গ্রাম), গৌহাটি, জোরহাট - এই ছিলো আমার ঘোরার জায়গা। ঐ জায়গাগুলোতে আমাদের কারখানা। তাতে কম্পু সংক্রান্ত কাজে যাওয়া। বছরে প্রায় দুতিনবার যেতে হতো, কখনো বেশী। এটা চলেছিলো ২০০০ পর্যন্ত। যেতে যেতে ওখানেকার লোকজনের সাথে কেমন জড়িয়ে গেছিলাম। শুধু যে আমার সহকর্মীরা, তা নয়। পানবিড়ির দোকানদার, সেলুনের নাপিত, চায়ের দোকানি এরকম আরও অনেক মানুষ। অনেকদিন পরপর যাওয়া হতো (চারমাসে/ছমাসে একবার)। কিন্তু প্রত্যেকবারই অসম্ভব উষ্ণতায় জড়িয়ে ধরতো সবাই - এতো দিন কোথায় ছিলেন....। তখন ঐ প্রত্যেকটা জায়গাই ঘর হয়ে উঠতো। সেও তো চলে গেছে আজ ১০ বছর।
    এখন ব্যাঙ্গালোরে স্বস্তি পাই। আমার বইচইয়ের বন্ধুরা, আমার গুরুর বন্ধুরা, আমার নাটকের বন্ধুরা ব্যাঙ্গালোরকে আমার নতুন ঘর বানিয়ে দিয়েছে।
  • Samik | 122.162.75.44 | ৩০ এপ্রিল ২০১০ ০৮:৫৪410984
  • অন্যরকম একটা সকাল শুরু করলে পামিতাদি।

    এগোক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন